আমি যেতে পারি ৩ তারিখ সন্ধেবেলা। কোন স্টেজ লেখেনি। মহালক্ষ্মীপুরম, বেঙ্গালুরু - ৮৬।
তুই কোথায় আসছিস?
sb | ২৮ মে ২০০৯ ২২:১৩ | 141.80.168.31
দুদি, হেসে নাও দু দিন বই তো নয়ঃ-))
dipu | ২৮ মে ২০০৯ ২২:১৩ | 121.243.161.234
কাঁঠালদানার পোস্ত .......আহা!
sayan | ২৮ মে ২০০৯ ২২:১০ | 115.108.25.26
রাজাজিনগর বেশ কয়টা স্টেজ আছে। কোনও ম্যারেজ হল কি? তোমাদের চত্বরে জুন ৫/৬ একটা ট্রেনিং এর চাপে যাবো।
sb | ২৮ মে ২০০৯ ২২:১০ | 141.80.168.31
কেনে? কাঁঠাল ভিকির মাথায় ভাঙ্গা হবে কেনে? ভিকি কি কাঁঠালের নামে অপোপ্পোচার করে? এনিওয়ে চ হাতে তেল মেখে কাঁঠাল ভাঙ্গি। বড় বড় রসা কাঁঠালের কোয়া। দুধ মুড়ি/ভাতের সাথে মেখে খাবার জন্য এক গ্লাস রস তুলে রেখে দিস। বীচি গুলো ফেলিস না, রোদে দেব। শুকোলে পরে তরকারীতে দিলে স্বাদ বাড়বে। অন আ সেকেন থট, পুড়িয়েও খেতে পারি পাটকাঠির আগুনে। জানিস কি, কাঁঠালের রসকে একটু মজিয়ে গোলা পানীয় তৈরী হয়? সেই বাঁকড়ো না পুরুল্লেয় কোথায় যেন একবার খেয়েছিলাম। কি ঘুম পায় তার পর। ঐ দেখ কাঠালের গন্ধে কত নীল মাছি হাজির। বোঁও ও ও ও ও ও ও.......
sayan | ২৮ মে ২০০৯ ২২:০৭ | 115.108.25.26
উল্স @ ডালনা de এঁচোড় ওক্কে। রাবড়ি অ্যান্ড কেসর রসমালাই অন মি।
Arpan | ২৮ মে ২০০৯ ২২:০৬ | 122.252.231.12
আব্বে। গুছিয়ে বসা না হয় কখনো যাবে। এমনি এই চত্তরে এলে একটা কল করিস।
আর আমার রাজাজিনগরে একটা বেবাড়ির নেমন্তন্ন আছে। তুই ঐ তল্লাটে থাকিস বাই এনি চান্স?
sayan | ২৮ মে ২০০৯ ২২:০৫ | 115.108.25.26
শান্তিপুরের কথা কে যেন বলল। সেই ডাকঘরের মোড়, সর্বানন্দীপাড়া, অ্যামেচার ক্লাবের রাসযাত্রা, মিউনিসিপ্যাল ইস্কুলের মাঠটা, সেই নুকিয়ে নুকিয়ে একসাথে রলিক এর আইসক্রিম খাওয়া ...
হ্যাঁ হয়ে যাক। যে কোনও শনিবার রাত অথবা রোব্বার দুকুরে। মেল চালাচালি শুরু হোক।
d | ২৮ মে ২০০৯ ২২:০২ | 117.195.36.135
ওয়াক! বাবাগো পালাই।
Arpan | ২৮ মে ২০০৯ ২২:০১ | 122.252.231.12
যাত্তারা। এইখানে কেসি দাসে এক কাপ মিষ্টি লাল দই দশ টাকায় মেলে।
(পুণের অফারটা ভাগ্যিস না করেছিলামঃ-))
sayan | ২৮ মে ২০০৯ ২২:০০ | 115.108.25.26
* ও হ্যাঁ, অপ্পন্দা দমদি আর অজ্জিদ্দার জন্যও ভাগ রেখে খেতে হবে। ওদেরও ভালো লাগে শুদু আমাদের z|নতে দেয় না।
Arpan | ২৮ মে ২০০৯ ২১:৫৯ | 122.252.231.12
সান্দা এখনো কি ব্যস্ত আছিস? একদিন চল বসা যাক।
sayan | ২৮ মে ২০০৯ ২১:৫৭ | 115.108.25.26
পিপি এয়েচে! তাই বলি ভাটময় অ্যামন ক্যাঁটাল ক্যাঁটাল গন্দ ক্যানো! আয় তুই দীপু বেথে আর আমি মিলে অ্যাকটা ভিকিদার মাথায় ভেঙে ভাগাভাগি করে খাই।
Arpan | ২৮ মে ২০০৯ ২১:৫৬ | 122.252.231.12
ও হ্যাঁ। ভুলে যাবার আগে।
ওমনাথকে হ্যাপি বাড্ডে। এক ঝুড়ি চোন্দিল উপহার দিলাম জন্মদিনে।
স্যানকে - ল্যাপি যখন নিজে নিজে বন্ধ হয়ে যাচ্ছে শিওর ফ্যানে ধুলো জমেছে। যে কোংপানির ল্যাপি তাদের লুরুর অফিসের নাম্বার নেট থেকে খুঁজে বার কর। আর এক বছর যদি না হয়ে থাকে জিগ্যেস কর ফ্রি সার্ভিসিং করে দেবে কিনা।
সফটওয়্যার কেন চলছে না ওরাই বলে দেবে।
vikram | ২৮ মে ২০০৯ ২১:৫৬ | 193.120.76.238
হ্যা সোমনাথকে হ্যা বা।
sayan | ২৮ মে ২০০৯ ২১:৫৪ | 115.108.25.26
আজ ওমুর হ্যাবা? অর্কুট কিছু বলল না তো! জনমদিন কি বহোত সারি শুভকামনায়েঁ। তোর মেইলবক্স রাশি রাশি ডিটি'র পাসওয়ার্ডে ভরে উঠুক।
d | ২৮ মে ২০০৯ ২১:৫৪ | 117.195.36.135
হ্যাঁ এইবারে সবাইমিলে প্রচুর কম্পু বাওয়ালি করে ভিকিকে বোর করে দাও তো। ঃ)
এই মাত্তর মনে পড়ল। আম্মো স্প্যানিশ জানি। ভিভা লা রিপাবলিকা এসপ্যানিওল। নো হাবলা এসপ্যানিওল হলে (মানে বুঝতে না পারলে) উপ্রে উনো। ঃ)
Ishan | ২৮ মে ২০০৯ ২১:১৫ | 12.163.39.254
আরে আমি নিজে তিন এর বেশি জানিনা। ঐ এক থেকে দশ টা টিভিতে দেখায় যখন তখন আমি বাড়িতে থাকিনা। থাকলে মুখস্থ করে ফেলতাম। ঃ)
বান্ধবী প্রসঙ্গে। বান্ধবী কক্ষনো মহম্মদের কাছে যাবেনা। আমার নীতিগত আপত্তি আছে।
vikram | ২৮ মে ২০০৯ ২১:১৩ | 193.120.76.238
মামুর পোলায় গুনসে তিন অবধি, মামু বাড়ায়ে বাড়ায়ে দশ কয়। বাবা মাদের বাড়িয়ে বলা আর গেলো না।
vikram | ২৮ মে ২০০৯ ২১:১২ | 193.120.76.238
তাই জন্যেই ছাগল বললাম। তাড়া থাকলে মহম্মদ পর্বতের কাছে না এলে পর্বতই মহম্মদএর কাছে যাবে, ফাস্ট! তা সে যত ওজনই হোক না কেন!
উত্তম বান্ধবী। এইরকম আরো আরো বিচরণ করুক।
Ishan | ২৮ মে ২০০৯ ২১:১১ | 12.163.39.254
আমার ছেলে কাল দাবী করেছে সে তিনটে ভাষা জানে। বাংলা ইংরিজি আর স্প্যানিশ। স্প্যানিশ কি জানে, জিজ্ঞাসা করায় বলেছে, কেন, উনো দস ত্রেস ( এক থেকে দশ) জানি তো। ঃ)
এর পর থেকে ভাষা নিয়ে কারো কোনো কনফিউশন হলে আমাকে জিজ্ঞাসা কোরো। ছেলেকে জিগিয়ে নেব।
d | ২৮ মে ২০০৯ ২১:১০ | 117.195.44.73
৪৫০ টাকা। ট্যাক্সসমেত ৫০০র কিছু বেশী হয়। ৫টা ভেজ আইটেম, ৫টা ননভেজ থাকে। স্টার্টার হিসাবে ননভেজে ২ রকমের বেশী থাকে না। স্টার্টারের ভেজের অংশটা ঠিক জানি না। ডেসার্ট হিসাবে ১ টা কিছু আইটেম থাকে। বাফেতে ইলিশ বা চিংড়ি পাওয়া যায় না। সাধারণত রুই কিম্বা সুরমাই। কখনও কখনও ভেটকি কিম্বা কাত্লাও থাকে। চিকেন মাটন দুইই থাকে। আর পুণেতে দুবেলাই বাফে থাকে। তবে সন্ধ্যেবেলারটা 7.30 থেকে শুরু হয়ে মোটামুটি নাকি রাত ৯টার মধ্যেই খাবার বাড়ন্ত হয়ে যায়।
আজ্জানিনা।
Arpan | ২৮ মে ২০০৯ ২১:০১ | 122.252.231.12
খুব চলবে। বলে ফেল। দামটাম সমেত।
d | ২৮ মে ২০০৯ ২১:০০ | 117.195.44.73
পুণেতে খেয়েছি। তাতে চলবে?
dipu | ২৮ মে ২০০৯ ২০:৪৭ | 121.243.161.234
ঃ-))
Arpan | ২৮ মে ২০০৯ ২০:৪৭ | 122.252.231.12
লুরুতে ওহ্ ক্যালকাটার লাঞ্চ বাফে কেউ খেয়েছ?
Arpan | ২৮ মে ২০০৯ ২০:৪২ | 122.252.231.12
আমি খুব একটা শুঁটকিপ্রেমী নই। কিন্তু শুঁটকি ও কাঁঠালপ্রিয় বাঙাল তো এই পাড়ায় আছে।
মাইরি ক্যাডার দিপু কাঁঠালের মত একটি খাজা বিষয়েও আমরা-ওরা তঙ্কÄ নিয়ে আসেন। ঃ(
dipu | ২৮ মে ২০০৯ ২০:৩৭ | 121.243.161.234
কমরেড চৌধুরী কে জানানো যাচ্ছে শব্দটি নিয়্যাগ্গুন (মতান্তরে নিয়াগ্গুন) ঃ-)
(শুঁটকিখেকোরা কাঁঠালের মর্ম কি করেই বা বুঝবে!)ঃ-)
sb | ২৮ মে ২০০৯ ২০:২৮ | 141.80.168.31
জার্মানরা সত্যি ভেবেচিন্তে ঠাণ্ডামাথায় ধীরেসুস্থে কাজ কম্ম করে। স্প্যানিশ বা ইটালিয়ানদের মত অতখানি রিল্যাক্সড অ্যাটিট্যুড না হলেও আমরিকানদের তুলনায় বোধহয় অনেকটাই রিল্যাক্সড। দ্বিতীয় বিশ্বযুদ্ধুটা হুড়োহুড়ি করে দুম করে লাগিয়ে দিয়েছিল কি? ইতিহাসবেত্তা ডিডিকে ধরা হোক। @ ভিক্কং, বান্ধবীটির ল্যাজ কিম্বা খুর দেখি নাই। তবে ২৫ বছরের তাজা ছুকরি তায় জেন এক্স, ফাস্ট ফুড থেকে ফাস্ট কার - ফাস্ট জিনিসপত্তরই তার পচ্ছন্দ।
Arpan | ২৮ মে ২০০৯ ২০:২৮ | 122.252.231.12
ধুর আবাপ ছাড়া আর সব বাংলা কাগজ নিয়্যাগ্গন *।
আর পাকা কাঁঠাল তো অতি বদখত বস্তু। ওয়াক।
* মাইরি, না বলে দিলে ভাবতাম জাপানি ভাষায় কেউ ভালোবাসা প্রকাশ করছে।
dipu | ২৮ মে ২০০৯ ২০:২৫ | 121.243.161.234
আজ্ঞে?
Arun | ২৮ মে ২০০৯ ২০:১০ | 168.187.249.38
সব পাইল্যে গেলো নাকি?
vikram | ২৮ মে ২০০৯ ১৯:৩৯ | 193.120.76.238
বান্ধবীও ছাগল
intellidiot | ২৮ মে ২০০৯ ১৯:১৭ | 220.225.245.130
জার্মানরা তাহলে বেশ ভেবে চিন্তে সময় নিয়ে কাজকম্ম করে। ২য় বিশ্বযুদ্ধের সময়েই সুধু একটু তাড়াহুড়ো করতে গেছিল।
ডিঃ আমি মোটেই ইতিহাস বিশারদ নই। কেউ একজন বলেছিল ওরা তাড়াহুড়ো করেছিল। কে বলেছিল সেটাও ভুলে গেছি ছাই এখন।
sb | ২৮ মে ২০০৯ ১৮:৩৯ | 141.80.168.31
হ্ম্ম, ভিকি ধরেছে ঠিক। ডেটিংএর প্রস্থাব যতটা ঝটিতি দিয়ে ফেলে বীর জার্মান ততটা জলদি আর ইস মাগ ডিস (আই লাইক ইউ) বেরোয় না আর ইস লিবে ডিস আসতে আসতে তো বচ্ছর ঘুরে যাবে। এই গেল মাসে এক ভারতীয় বান্ধবী তার তিনমাসের পুরাতন জার্মান ডেটকে প্রত্যাখ্যান করেছে কারণ সিনেমা দেখতে গিয়ে সে ছেলে তাকে মিষ্টি করে গালে একটি চুমু খেয়েছে। একে তো প্রথম চুম্বন তাও তিনমাস পরে তাও আবার গালে! বান্ধবীটি নিজের "অ্যাপীল' সম্পর্কে ঘোরতর সন্ধিহান হয়ে প্রায় অসুস্থ হয়ে পড়ে আর কি। শেষমেষ বিচ্ছেদ। কে বলে আমাদের দেশের মেয়েরা নিজেদের সেন্সুয়ালিটি আর সেক্সুয়ালিটি সম্পর্কে সচেতন নয়! উফ্হ্হ!
বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে,
মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা,
কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
আমাদের কথা
আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের
কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি
জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্চিন্তার দিন শেষ হল। ... আরও ...
বুলবুলভাজা
এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ।
দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও
লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
হরিদাস পালেরা
এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে
পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান
নিজের চোখে...... আরও ...
টইপত্তর
নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান।
এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর।
... আরও ...
ভাটিয়া৯
যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই,
সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক
আড়ালহীন কমিউনিটি ... আরও ...
টইপত্তর/ভাটিয়া৯/হরিদাসপালের লেখার বক্তব্য লেখকের নিজস্ব, গুরুচণ্ডা৯র কোন দায়িত্ব নেই
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক।
অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি।
যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।
মে ১৩, ২০১৪ থেকে সাইটটি
বার পঠিত
সকলকে জানান
উপরে যে কোনো বোতাম টিপে পরিচিতদের সঙ্গে ভাগ করে নিন