এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • lcm | ০৫ জুন ২০০৯ ১৩:১১ | 69.236.168.66
  • বলছে পৃথিবীতে মোট ২৪৯,৫৮৫,০০০,০০০ লাইন কোবোল কোড আছে, আর, প্রায় ২৪ লাখ কোবোল-এ কাজ করে।
    http://www.jsayles.com/ibm/cobol/COBOL2009.htm
  • dipu | ০৫ জুন ২০০৯ ১৩:০৬ | 207.179.11.216
  • নাঃ, EDA মানেই তো সেই আবার কোড লেখা। কোডফোড আমি কিস্যু বুঝি না।
  • Arijit | ০৫ জুন ২০০৯ ১৩:০৬ | 61.95.144.123
  • আগস্টে অনসাইট ইমপ্লিমেন্টেশন টিম রওনা দেবে, ২১শে ডিসেম্বর গো-লাইভ। যদিও ইউকে আমি যতদূর দেখেছি ওইসময় পুরো বন্ধ থাকে - কাজেই ওই তারিখটা নিয়ে আমার সন্দেহ আছে।

    আটটা ম্যাচ বাকি থাকতে শিয়ারারকে এনেছিলো।
  • intellidiot | ০৫ জুন ২০০৯ ১৩:০২ | 220.225.245.130
  • দিপু বোধায় ইলেক্ট্রনিক ডিজাইন অটোমেশানে, নাকি?

    আর অরিজিতদা, সময় ঠিকঠাক দিয়েছে তো? নাকি সেখানেও গুচ্ছ কন্সট্রেন্ট ঃ-)
  • lcm | ০৫ জুন ২০০৯ ১২:৫৮ | 69.236.168.66
  • জাভা কনফারেন্সে তো লোকজন এই টপিক নিয়ে জোরালো ভাট দিচ্ছে। ক্লাউড, গ্রিড... কত রকমের কম্পুটিং... জার্গনে বাজওয়ার্ডে জেরবার। তবে ibm এর ইমপ্যাক্ট কনফারেন্সের soa-র ভাটের চেয়ে ভালো। soa-র ভাট সাংঘাতিক।
    অরিজিৎ-এর প্রবলেম-এর সলুশন দেয় akamai
  • dipu | ০৫ জুন ২০০৯ ১২:৫১ | 207.179.11.216
  • কম্পুভাষা আমাদিগের কোনো কাজে লাগে না। আমরা সার্কিট বানাই।
  • Arijit | ০৫ জুন ২০০৯ ১২:৪৬ | 61.95.144.123
  • আর যবে থেকে আমি এইটার আর্কিটেকচারের দায়িত্ব নিয়েছি, জনে জনে সহানুভূতি জানিয়ে যাচ্ছে। পুরো অ্যালান শিয়ারার নিউক্যাসলের দায়িত্ব নেওয়ার মতন।
  • intellidiot | ০৫ জুন ২০০৯ ১২:৩৪ | 220.225.245.130
  • বুঝেছি।
  • san | ০৫ জুন ২০০৯ ১২:২৯ | 12.144.134.2
  • হে দিপু, তোমাদিগের কি কোনো ভাষা না জানিলেও চলে?
  • Arijit | ০৫ জুন ২০০৯ ১২:২৮ | 61.95.144.123
  • না - সে তো সার্ভিসটাকে ডেটার সাথে কো-লোকেট করে দেবো - কিন্তু ওই অবধি। ডেটা অ্যাকসেস কস্ট কমবে কিন্তু ওর বেশি কিছু করা যাবে না।
  • intellidiot | ০৫ জুন ২০০৯ ১২:২৫ | 220.225.245.130
  • তাইলে তো হ্যাডুপ হবে না। কেসটা তো প্রথমেই লোকালাইজেশান অফ কম্পুটেশান এর উল্টোদিকে।
  • Arijit | ০৫ জুন ২০০৯ ১২:১৮ | 61.95.144.123
  • ও - সবচেয়ে বড় ইস্যুটা তো বলিইনি - ডেটা থাকবে জার্মানিতে, কাস্টমার সার্ভিসের লোকজন থাকবে ইউকে-তে। ইন্টারনেটের ওপর ওই রেঞ্জের কোয়্যারি। এম্নিতেই যে কোনো ওয়েব সার্ভিসের ক্ষেত্রে ৮০% সময় লাগে সিরিয়ালাইজেশন/ডিসিরিয়ালাইজেশনে। কাজেই সেরকম সময় বাদ দিলে (প্লাস নেটওয়ার্ক লেটেন্সি বাদ দিলে) অ্যাকচুয়াল কোয়্যারি টাইম কত দাঁড়ায়? ১২৩x৬০ মিলিয়নের ওপর?
  • dipu | ০৫ জুন ২০০৯ ১২:১৫ | 207.179.11.216
  • ইন্টেলির লিস্টে দেখলুম আবাপ নামে একটা ল্যাঙ্গুয়েজ ও আছে!

    আর আমি এককালে ম্যাটল্যাব জান্তুম। ভারি গব্ব হচ্ছে!
  • Arijit | ০৫ জুন ২০০৯ ১২:১৩ | 61.95.144.123
  • হাইভ এক্ষেত্রে চলবে না। কারণ ওগুলোর মধ্যে থ্রুপুট আর লেটেন্সীর গপ্পো আছে। এখানে লেটেন্সী বেশি জরুরী, থ্রুপুট তো বেশি নয়। আর দুই - টিমোবাইলের কিছু পাট্টিকুলার প্রেফারেন্স আছে - তার বাইরে যাবে না। আমি ভার্টিকা প্রোপোজ করেছিলুম - আবার একটা নতুন জিনিস বলে বাদ দিয়েছে। কিন্তু আমি সিওর - পারফরম্যান্স ক্রাইটেরিয়া মীট করে যেত।
  • intellidiot | ০৫ জুন ২০০৯ ১২:১২ | 220.225.245.130
  • ওঃ উত্তর এসে গ্যাছে ঃ-)
  • Arpan | ০৫ জুন ২০০৯ ১২:১১ | 122.252.231.12
  • হ্যা, টিমোবাইলের কাছে একটা আইবিএম মেনফ্রেম থাকতে হবে।
  • intellidiot | ০৫ জুন ২০০৯ ১২:১০ | 220.225.245.130
  • অরিজিতদা তোমার এই রিকোয়্যারমেন্টে এগুলোকে বাজিয়ে দেখছো?
  • Arpan | ০৫ জুন ২০০৯ ১২:১০ | 122.252.231.12
  • এই জন্য মেনফ্রেম এত ভাল। কোবল-সিআইসিএস-ডিবিটু আর্কিটেকচার দিয়ে ব্যাকএন্ড ডিজাইন কর। ফ্রন্টএন্ডে ওয়েব সার্ভিস থাকবে। যে রিক্যোয়ারমেন্টগুলো বললে সেগুলো হবেই হবে। টেস্ট করারও কোন দরকার নাই।
  • Arijit | ০৫ জুন ২০০৯ ১২:১০ | 61.95.144.123
  • হাইভ করেছি। তবে খেলাধুলো। ওগুলো আমার রোডম্যাপের মধ্যে আছে - কিন্তু ওসবের উপকারীতা সিএফওকে কে বোঝায়।
  • Arijit | ০৫ জুন ২০০৯ ১২:০৯ | 61.95.144.123
  • বুঝলুম না।
  • intellidiot | ০৫ জুন ২০০৯ ১২:০৮ | 220.225.245.130
  • আচ্ছা কেউ হ্যাডুপের উপর এইচবেস, হাইভ বা হাইপার টেবিল ব্যবহার করেছ?
  • Arpan | ০৫ জুন ২০০৯ ১২:০৭ | 122.252.231.12
  • সেইটাই তো বলছি। কাট ফেজের পরে জিনিসপত্তর পাবে।
  • Arijit | ০৫ জুন ২০০৯ ১২:০৬ | 61.95.144.123
  • হঃ - কোং-এর বড়কর্তারা কি জানে না কোত্থেকে রেভেনিউ আসে? কিন্তু এই বস্তুটিকে বানিয়ে (যদি আদৌ বানানো যায়) টেস্ট করবো যে - তার জন্যে হার্ডওয়্যার রিকোয়্যারমেন্ট দেখে ভির্মি খেয়েছে - স্যানের নাম শুনেই বাতিল। কি করে টেস্ট হবে তাই জানি নে। রেপ্লিকা সেট-আপের ওপর টেস্ট না করে বলবো কি করে যে এটা ফাইভ নাইন দেবে বা সাড়ে তিন সেকেন্ডের মধ্যে উত্তর দেবে বা আড়াই হাজার কনকারেন্ট রিকোয়েস্ট সাপোর্ট করবে?
  • Arpan | ০৫ জুন ২০০৯ ১২:০৫ | 122.252.231.12
  • ঃ-)
  • Arijit | ০৫ জুন ২০০৯ ১২:০৪ | 61.95.144.123
  • ডিজাইন ডকুমেন্ট বা SRS-এর টেমপ্লেট আছে। কিন্তু WSDL বা XSD-র কি করে থাকবে? এই সার্ভিসটি তো আগে ছিলো না, ডেটাবেজটিও না...
  • san | ০৫ জুন ২০০৯ ১২:০৩ | 12.144.134.2
  • অন্য অন্য ট্রেনিঙের পয়সা যেখান থেকে আসে তারাই দেবে। শুধু তাদেরকে বোঝাতে হবে যে আসলে এত্থেকেই কোংএর রেভিনিউ আসে ;-)
  • Arijit | ০৫ জুন ২০০৯ ১২:০২ | 61.95.144.123
  • গুগুল তো করবোই - ফাইভ নাইনের টিপিক্যাল আর্কিটেকচার কিরকম হয় (মানে হার্ডওয়্যারের দিক থেকে), ওর‌্যাকলের বেঞ্চমার্কিং - আদৌ পারবে কিনা বা MAA করা সম্ভব কিনা ইত্যাদি। কিন্তু সার্ভিসটা তো ফ্রেশ রে বাবা। ওদের নিজস্ব রিপোজিটরি, তার নিজস্ব স্কীমা (সেও আমাদের বানাতে হবে)...
  • Arpan | ০৫ জুন ২০০৯ ১২:০২ | 122.252.231.12
  • ট্রেনিঙের পয়সা কে দেবে?
  • Arpan | ০৫ জুন ২০০৯ ১২:০১ | 122.252.231.12
  • না বুঝেছি। সব কাজ আগে থেকেই হয়ে থাকে নাকি। কিন্তু অরিজিত যেটা বলছ সেটা ম্যাক্রো লেভেলে। কাট ফেজ শুরু হলে প্রচুর রিউজেবল মালপত্তর এদিক ওদিক থেকে পাওয়া যায়। মাইক্রো লেভেলে।
  • san | ০৫ জুন ২০০৯ ১১:৫৯ | 12.144.134.2
  • এফেক্টিভ গুগল সার্চ স্কিল তৈরি করার জন্য ট্রেনিং সেশন বানাও না কেন?
  • Arijit | ০৫ জুন ২০০৯ ১১:৫৮ | 61.95.144.123
  • ওই যে বল্লাম এটা স্পেসিফিক কেস - টিমোবাইলের একটা আলাদা কাজ আছে।

    গোটা অর্গ লেভেল কেন, টিমোবাইলের কাছেও কোনো টেমপ্লেট পাওয়া যাবে না। এটা পুরোপুরি শূন্য থেকে শুরু। ওদের একটা আলাদা বিলড কলের রিপোজিটরি চাই - সেটা থেকে ওদের কাস্টমার সার্ভিসের লোকেরা কোয়্যারি মারবে - একটা নতুন ওয়েব সার্ভিস ব্যাভার করে। রিকোয়্যারমেন্ট হল ফাইভ-নাইন অ্যাভেইলেবিলিটি আর সাড়ে তিন সেকেণ্ড রেসপন্স টাইম, ২৫০০+ লোক কনকারেন্টলি অ্যাকসেস করতে পারে। রোজ ষাট মিলিয়ন সিডিআর আসে, আর টোটাল ১২৩ দিনের সিডিআর রাখা থাকে।

    এরকম কাজ আমাদের কোং-এ হয় নাই। সেলসের পাবলিকগুলো না বুঝেই হ্যাঁ হ্যাঁ করে এসেছে - এটা না হলে প্রোডাক্টটা নাকি বেচা যাচ্ছিলো না।
  • Arpan | ০৫ জুন ২০০৯ ১১:৫৩ | 122.252.231.12
  • না হলে গুগল কর। ছানাপোনারা (ঈশান রেগে গেলেও আমি নাচার) মন দিয়ে গুগলটাও করতে পারে না।
  • intellidiot | ০৫ জুন ২০০৯ ১১:৫৩ | 220.225.245.130
  • এই বল্লে "প্রজেক্টে ফায়ার ফাইটিং', তার পরেই "আমাদের তো প্রজেক্ট হয় না' --- ঘেঁটে গ্যালো।
  • Arpan | ০৫ জুন ২০০৯ ১১:৫২ | 122.252.231.12
  • আর সব কিছুই ৯০% কপিপেস্ট করা যাবে নাকি। মোটমাট কোন একটা টেমপ্লেট চাই। কোড হলে কোড, নাহলে ডিজাইন ডক, না হলে ফাংশনাল রিকোয়ারমেন্ট ডক - কিছু একটা তো মিলবেই মিলবে।
  • Arpan | ০৫ জুন ২০০৯ ১১:৪৯ | 122.252.231.12
  • আরে অর্গ লেভেলে তো রিইউজেবল মালপত্তর পাওয়া যাবে। না হলে ক্লায়েন্টের সোর্স কোড/প্রোজেক্ট ডকুমেন্টেশন লাইব্রেরি ইত্যাদি দেখ। ইচ্ছা থাকিলেই উপায় হয়। ঃ)
  • Arijit | ০৫ জুন ২০০৯ ১১:৪৭ | 61.95.144.123
  • আমাকে এখন একটা প্রোজেক্টে ফায়ার ফাইটিং-এর জন্যে পাঠিয়েছে। নর্মালি আমাদের তো প্রোজেক্ট হয় না - কিন্তু এখানে একটা স্পেসিফিক কেস আছে। এরকম কাজ আমাদের কোং-এ আগে হয়নি, কাজেই লাইব্রেরী বলে কিছু নাই। পুরো ফ্রেশ বিস্পোক কাজ। কাজেই কাট-অ্যাণ্ড-পেস্টের সুযোগ নাই।

    ইউনিতেও কেসটা একই ছিলো।
  • intellidiot | ০৫ জুন ২০০৯ ১১:৪৭ | 220.225.245.130
  • আর একটা প্রজেক্ট স্ক্র্যাচ থেকে শুরু হলে?
  • Arpan | ০৫ জুন ২০০৯ ১১:৪২ | 122.252.231.12
  • ঠিক। ঠিক।
  • Blank | ০৫ জুন ২০০৯ ১১:৪০ | 170.153.65.102
  • ফ্রেশ লিখলে আইটি গাই হওয়া যায় না। কোনো প্রোজেক্টে ঢুকে সবার আগে জানতে হয় সেই প্রোজেক্টের লাইব্রেরি কোথায় আছে।
    তারপর একটু বুঝে নিতে হয় যে কোথা থেকে চোতা মারতে হবে। এই জন্যই আইটি তে এক্সপেরিয়েন্সের দাম বেশী। কম বয়সের ছেলে পিলেরা চোতা ব্যপারটা বুঝতে সময় নেয়।
  • Arijit | ০৫ জুন ২০০৯ ১১:৩৯ | 61.95.144.123
  • অ। আমি তো নিজেই লিখি। মানে ইউনিতে তো আমার লোক ছিলো না, আর এখন অভ্যেস। পুরো স্পেক বানিয়ে তাপ্পর লোককে দিয়ে দেবো। তাও পারবো কিনা সেটা অবশ্য প্রমাণসাপেক্ষঃ-)
  • Arpan | ০৫ জুন ২০০৯ ১১:৩৭ | 122.252.231.12
  • আমি কেন লিখব? আমি তো লোক চাইব যারা লিখতে পারে। তারপরে গুছিয়ে তার অ্যাপ্রাইজাল করব। ঃ-)
  • Arijit | ০৫ জুন ২০০৯ ১১:৩৬ | 61.95.144.123
  • কেন - একটা নতুন সার্ভিস লিখবে - তার WSDL বা স্কীমা লিখতে হবে না? নেহাত XMLSpy আছে বলে লাস্ট ছয়/সাত বছর ধরে করে চলেছি।
  • Arpan | ০৫ জুন ২০০৯ ১১:৩২ | 122.252.231.12
  • ধুর, ফ্রেশ কেউ লেখে নাকি। আইটিতে। ঃ-)
  • Blank | ০৫ জুন ২০০৯ ১১:২৯ | 170.153.65.102
  • অ্যাসেম্বলি টা এত্ত ঝাঁটের যে সারক্ষন কোড লেখার সময় ঐ মেমরিতে ঐ কোড ধরবে কিনা। তার ওপর ঐ কটা মাত্তর রেজিস্টার। ধুস।
    যাস্ট ফেটে যায়
  • Arijit | ০৫ জুন ২০০৯ ১১:২৯ | 61.95.144.123
  • কপি-পেস্ট না - ফ্রেশ স্কীমা হাতে করে লিখতে হবে।
  • intellidiot | ০৫ জুন ২০০৯ ১১:২৯ | 220.225.245.130
  • আমার এক্সএমএল এর থেকে ওয়াইএমএল বেশী ভাল লাগে। অনেক বেশী রিডেবেল ওয়াইএমএল হায়ারার্কি।
  • Blank | ০৫ জুন ২০০৯ ১১:২৮ | 170.153.65.102
  • সেটা নিশ্চয় কলেজে
  • Arpan | ০৫ জুন ২০০৯ ১১:২৭ | 122.252.231.12
  • লিখেছি তো। টেক্সটপ্যাডে। অবশ্য ৯০% কপি-পেস্ট। ঃ-)
  • intellidiot | ০৫ জুন ২০০৯ ১১:২৫ | 220.225.245.130
  • ৮০৮৫ টা বেশ মজাদার জিনিষ ছিল বটে।
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত