আর্য্য, এর থেকেই বোঝা যায় স্টক মার্কেটের মুভমেন্ট একেবারেই ফেক। রিয়েল ইকনমির সাথে এর কোন যোগ নেই এই মুহুর্তে। রিয়েল ইকনমির সমস্ত ইন্ডিকেটার এখন ডাউনওয়ার্ডস। এ অবস্থায় স্টক মার্কেট কখনো হনেস্ট ভাবে বাড়তে পারে? মোস্ট লাইকলি যেটা হচ্ছে সেটা হল ঐ 'টু বিগ টু ফেল' ব্যাঙ্কগুলো যে গাদা গাদা বেলাউট মানি পেল, সেগুলো স্টক মার্কেটে ঢুকিয়ে আর্টিফিশিয়ালি ফাঁপিয়ে রেখেছে যাতে লোকের মনটা খারাপ খবরের থেকে ডাইভার্টেড হয়ে যায়।
আচ্ছা এবার কি আপনিই বুলবুলভাজা লিখেছেন?
m | ০২ জুন ২০০৯ ০৯:৩৭ | 173.26.17.106
ছেলেরা!!!!!!!!!!!!!!!!!!
Ishan | ০২ জুন ২০০৯ ০৯:২২ | 173.26.17.106
জি এম উঠে গেল। টিভিতে দেখতে দেখতে আমার মাথায় এল একটা কথা।
ছেলেরা কেন গাড়ি নিয়ে খেলতে এতো ভালোবাসে? আমি তো শেখাইনি।
Ishan | ০২ জুন ২০০৯ ০৮:৫২ | 173.26.17.106
ন্যাড়াদা।
প্রথম পাতায় শুধ এই সপ্তাহের লেখা গুলো ই থাকার কথা। এখন যে নেই, কারণ আমি ভুল করে চারটে রেখেছি। ঃ)
আর স্নিপেটটা পরের বার থেকে আরো ছোটো দেব।
RATssss | ০২ জুন ২০০৯ ০৮:৪১ | 63.192.82.30
ছি ছি অমন কথা বলে না আজ্জো! মানববাবু বলেইছেন - "ওনার মত উনি বলেছেন' কালকে আরো দুচারজন বলবেন - "সাইমন বাবু নিজের এত্তিয়ারের বাইরে গিয়ে কথা বলেছেন' "উনি ওনার বক্তব্য আমাদের সরাসরি জানাতে পারতেন এভাবে পাব্লিকলি বলার ওনার কোন অধিকার নেই' "আমরা কি পশ্চিমী বুর্জোয়াদের কথায় ওঠবোস করব না কি?' "একজন পশ্চিমী বুর্জোয়া বলে দেবেন আমাদের পরিকাঠামো কত উন্নত? উনি কি সারা ভারতবর্ষ ঘুরে দেখেছেন?' "মন্তব্য করার থাকলে ওরকম করাই যায়। উনি করে দেখাতে পারতেন তো' "গত তিনবছরে ব্রিটেন বা আমেরিকার কতটা উন্নতি হয়েছে? পশ্চিমবঙ্গের উন্নতির পরিসংখ্যান দেখার মত ওনার সময় হয়েছিল কি? উনি কি আমাদের গ্রামে গ্রামে ঘুরে দেখেছেন কেমন উন্নতির সোপান তৈরি করেছি'
-- আমরা যেমন ঘুমাতাম, তেমনি ঘুমাবো। যে জাগানোর চেষ্টা করবে, সেই অসৎ সুযোগসন্ধানী।
প্রথম পাতার ডিজাইনটা কাজের দিক দিয়ে আগের থেকে খারাপ হয়েছে। আগে প্রথম পাতায় ঢুকলেই নতুন বুলবুলভাজা, কূটকচালী বা আলোচনা দেখা যেত - শুধু হেডিং-ই, কিন্তু জানা যেত কি কি আপডেটেড হয়েছে। স্ক্রোল না করেই। এখন স্ক্রোল করতে হয়, তার ওপর বোঝার জো নেই কোনটা এ হপ্তার আর কোনটা আগের থেকে আছে।
অতবড় স্নিপেটও কি খুব কাজে লাগে কারুর?
arjo | ০২ জুন ২০০৯ ০১:৪৮ | 168.26.215.13
জিএম ধরাশায়ী হল আর ওদিকে ডাও আর এস এন্ড পি হু হু করে বেড়েছে। ডাও বেড়েছে ২২১ পয়েন আর এস এন্ড পি ২০০৯ এর হায়েস্ট পয়েন্ট রিচ করল।
Ishan | ০১ জুন ২০০৯ ২৩:৫০ | 12.163.39.254
জিএম এ আপাততঃ ২১০০০ চাকরি যাচ্ছে।
সরকার ৬০% স্টেক নিয়ে নিচ্ছে। মানে আরো ৩০ বিলিয়ন ডলার।
যাত্রী - ক্রু মিলিয়ে ২২৮ জন ছিল। রিও থেকে প্যারিস আসছিল। বলছে খারাপ আবহাওয়ার জন্যই বিপত্তি।
dipu | ০১ জুন ২০০৯ ২০:৫৭ | 121.243.161.234
এয়ার ফ্রান্সের এক কত্তা আত্মীয় - পরিজনদের স্বান্তনা দিয়েছে। তাহলেই ধরে নাও।
Du | ০১ জুন ২০০৯ ২০:৫৭ | 65.124.26.7
আমি আবার এ নিউজটা শুনলাম একটা স্কুল জোনের সিগন্যালে। শুনে তো হতভম্ব, তারপর হঠাৎ দেখি ৩০ মাইলে চালাচ্ছি। টিকেট খেয়ে যেতাম।
arjo | ০১ জুন ২০০৯ ২০:৩০ | 168.26.215.13
যাঃ দীপুও হারিয়ে গেছে।
arjo | ০১ জুন ২০০৯ ২০:০৯ | 168.26.215.13
খুঁজে পাওয়া গেছে? এতক্ষণ খবর আসছিল খুঁজেই পাচ্ছে না। কি কান্ড। কারুর বেঁচে থাকার চান্স আছে?
dipu | ০১ জুন ২০০৯ ২০:০৭ | 121.243.161.234
ব্রাজিল থেকে ওড়া এয়ার ফ্রান্সের বিমান আটলান্টিকে ভেঙে পড়েছে।
arjo | ০১ জুন ২০০৯ ১৯:৫১ | 168.26.215.13
নিঃশব্দ ভাটে ঝুলে থাকে কিছু প্রশ্নচিহ্ন।
Bhuto | ০১ জুন ২০০৯ ১৭:৩৪ | 203.91.193.5
বা লেখা যেত, ইহা কি ঘন্টা না এ¾ট্রীপ্রতি ? মিটে গেল, একখান জিজ্ঞাসাচিহ্ন।
Arpan | ০১ জুন ২০০৯ ১৬:৩৬ | 216.52.215.232
যদিও দুইটি জিজ্ঞাসাচিহ্ন! তাজ্জব ব্যপার।
Blank | ০১ জুন ২০০৯ ১৬:৩৫ | 170.153.65.102
একটি নতুন জিজ্ঞাসা যুক্ত হলো
Samik | ০১ জুন ২০০৯ ১৬:৩১ | 115.241.45.13
ঘন্টাপ্রতি? না এϾট্রপ্রতি?
d | ০১ জুন ২০০৯ ১৬:১০ | 144.160.5.25
দিল্লী এয়ারপোর্টে ফ্রি নয়। ডোমেস্টিকে ৬০/- আর ইন্টারন্যাশ্গনালে ১০০/- দিতে হয় ওয়াই ফাই ইউজ করতে। তবে পয়সাটা কিকরে চার্জ করে জানি না। আমি কখনও চেষ্টা করিনি।
পুণেতে একটা রাস্তা আছে, M.G Road সেখানে গোটা রাস্তাটা খানিক অলিগলিসহ ওয়াই-ফাই জোন।
d | ০১ জুন ২০০৯ ১৫:৫৭ | 144.160.5.25
লোকের কতরকম জীবন জিজ্ঞাসা! গ্রেপফ্রুট কী ও কেন? শান্তনু থেকে শান্তিনিকেতন .... স্ট্যাম্প পেপারে লেখা বনাম দেওয়ালে লেখা ..... কীযেন একটা বলার ছিল। বেমালুম ভুলেই গেলাম।
Arpan | ০১ জুন ২০০৯ ১৫:৫৩ | 216.52.215.232
BIA
এম্মা! দিল্লিতে নাই?
shrabani | ০১ জুন ২০০৯ ১৫:৪৬ | 124.30.233.105
আচ্ছা স্ট্যাম্প পেপারে যদি টাইপ না করে হাতে লেখা হয় তাহলে চলে?
Ri | ০১ জুন ২০০৯ ১৫:৪১ | 121.240.210.2
শামসাবাদ RGIA
Samik | ০১ জুন ২০০৯ ১৫:৩১ | 115.241.20.70
সিঙ্গাপুরের চাঙ্গি অ্যারপোর্টেও তো ফ্রি ইন্টারনেট দেয়। তখনো গুচ জন্মায় নি, আমি মজলিশে ভাটিয়েছিলাম চার ঘন্টা ধরে।
অর্পণ, দ্যাশে কোন অ্যারপোর্টে ওয়াই ফাই আছে?
Blank | ০১ জুন ২০০৯ ১৫:২৭ | 170.153.65.102
ট্রপিকানার গ্রেপ ফ্রুট জুস পাওয়া উচিৎ বাজারে
san | ০১ জুন ২০০৯ ১৫:০০ | 12.144.134.2
পাওয়া গেলে কি আর নেট খুঁজে কৌতুহল নিবারণ করতে হত ! ঃ-)
Blank | ০১ জুন ২০০৯ ১৪:৫৬ | 170.153.65.102
শান্তনু দার ফোন নং চাই। শান্তিনিকেতন যাবো
san | ০১ জুন ২০০৯ ১৪:৫৬ | 12.144.134.2
না না, এখানে পাওয়া যায় না ঃ-)))
Blank | ০১ জুন ২০০৯ ১৪:৫৬ | 170.153.65.102
এমন কিছু তেতো না। হুইস্কি ওর চেয়ে অনেক বেশী তেঁতো। বিয়ারও।
Arijit | ০১ জুন ২০০৯ ১৪:৫০ | 61.95.144.123
প্রথমবার ইতালি গিয়ে গ্রেপফ্রুট জ্যুস নিয়ে সে কি কাণ্ড - ফেলতেও পারি না (টেবিলে বাকিরা কি বলবে), গিলতেও পারি না। তখন তো আর জানতুম না গ্রেপফ্রুট কি জিনিসঃ-)
sb | ০১ জুন ২০০৯ ১৪:৩৭ | 92.225.74.248
স্যান, মুসুম্বি খেয়ে থাকো কিম্বা কমলালেবু নিদেনপক্ষে পাতিলেবুও সই কিন্তু ভুলেও গ্রেপফ্রুটের দিকে হাত বাড়িয়ো না। কি বিদঘুটে খেতে ইয়াক্ক্ক। বিটনুন দিয়ে যাহোক করে ম্যানেজ করি। কৌতূহল নিবারণার্থে একবার খেতে পারো আর যদি তিতকুটে ফল খেতে ভাল লাগে তো ভাল লাগতেই পারে তবে যদি খারাপ লাগে তখন কিন্তু বল না যে কেউ সাবধান করে নিঃ-) অবশ্য কাসুন্দী দিয়ে কেমন লাগবে জানা নেই।
গ্রেপফ্রুট ডায়েট বলে একখান ক্র্যাশ ডায়েট আছে বটে। আমরা প্রায় ওইরকমই একটা করেছিলুম। গাদা গাদা গ্রেপফ্রুট, গ্রেপফ্রুট জ্যুস ইত্যাদি - খুব লো-ক্যালরি, কিন্তু যাচ্ছেতাই খেতে। লালগুলো (পেকে গেলে) তাও খাওয়া যায়, নর্মালটা বেজায় তেঁতো।
বেসিক্যালি বাতাবির সাইজের প্রায় - একটু ছোট। বাইরেটা হলদেটে বা গোলাপি। ভিতরটা একদম বাতাবির মতন, হালকা গোলাপি বা হলদে।
san | ০১ জুন ২০০৯ ১৪:১০ | 12.144.134.2
আবার বাঁধাকপির স্যুপ ওলা কি একটা প্ল্যানও দেখাল ঃ-)
san | ০১ জুন ২০০৯ ১৪:১০ | 12.144.134.2
আসলে জনতা ক্র্যাশ ডায়েট নিয়ে আলোচনা করছিল বলে আমি জানতে চাইলাম গ্রেপফ্রুট জিনিসটা আদৌ কি। কেউ ই ঠিকঠাক বোঝাতে পারলনা। খায়ওনি বলল।
Arijit | ০১ জুন ২০০৯ ১৩:৫৪ | 61.95.144.123
গ্রেপফ্রুট = আঙুরফল (শেয়াল এটা খেয়েই টক বলেছিলো) ;-)
অ্যাকচুয়ালি এ জিনিসটা এদিকে হয় না, কাজেই আলাদা কোনো নাম শুনিনি কখনো। উইকিতে pomelo দ্যাখো - সাউথ এশিয়ার নেটিভ ফল। গ্রেপফ্রুট আম্রিকার।
গ্রেপফ্রুট বাতাবির মতন দেখতে বটে - অনেকটা - তবে খেতে বেশ অন্যরকম। প্রায় তেঁতোই বলা চলে। মুসুম্বি তো একবারেই নয়।
Blank | ০১ জুন ২০০৯ ১৩:৪২ | 170.153.65.102
মুসুম্বি হলো ক্যাটেগরি ১ গ্রেপ ফ্রুট আর বাতাবী ক্যাটেগরি ৫
san | ০১ জুন ২০০৯ ১৩:৩৮ | 12.144.134.2
গ্রেপফ্রুট মানে মুসুম্বি না বাতাবিলেবু? এক একটা ওয়েবসাইট এক এক রকম বলে কেন????
Blank | ০১ জুন ২০০৯ ১৩:১৯ | 170.153.65.102
ক্যাটরিনার সময় ফ্লোরিডার ওদিকে এক সপ্তাহ জল কারেন্ট ছিলো না
Arijit | ০১ জুন ২০০৯ ১৩:১১ | 61.95.144.123
কালকের আবাপ-তে সঞ্চারী মুখোপাধ্যায় বলে একজনের একটা লেখা বেরিয়েছে - এই আয়লা নিয়ে। স্পট অন।
সব দেশেই এই নিয়ে ঝামেলা হয় - ইংল্যাণ্ডে সাউথে কোথায় যেন একবার হঠাৎ এক রাতে বৃষ্টির পর কাদার ঢল নেমে একটা গ্রাম পুরো প্রায় শেষ হয়ে গেল - বা কাম্ব্রিয়ান ফ্লাড - সব সময়েই ডিজাস্টার ম্যানেজমেন্ট নিয়ে কথা উঠেছে। কিন্তু ওখানে অ্যাটলিস্ট একটা ইনফ্রাস্ট্রাকচার ছিলো, যদিও সেটাও কিস্যু করতে পারেনি। এখানে তো নেইই।
Arijit | ০১ জুন ২০০৯ ১৩:০২ | 61.95.144.123
তবে হাই ইমপ্যাক্ট স্টাইলটা সকলের আয়ত্তে এসে গেছে। ওরকম শয়ে শয়ে লরি দাঁড়িয়ে - অফিস টাইমে...ইমপ্যাক্ট না হয়ে যাবে কোথায়।
Blank | ০১ জুন ২০০৯ ১২:৫৯ | 170.153.65.102
আজকের অবরোধ ঝড় নিয়ে না। কেউ একটা খুন হয়েছে, তাই জন্য নাকি ( গুজব ও হতে পারে, কিন্তু তাই শুনলাম)
বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে,
মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা,
কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
আমাদের কথা
আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের
কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি
জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্চিন্তার দিন শেষ হল। ... আরও ...
বুলবুলভাজা
এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ।
দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও
লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
হরিদাস পালেরা
এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে
পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান
নিজের চোখে...... আরও ...
টইপত্তর
নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান।
এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর।
... আরও ...
ভাটিয়া৯
যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই,
সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক
আড়ালহীন কমিউনিটি ... আরও ...
টইপত্তর/ভাটিয়া৯/হরিদাসপালের লেখার বক্তব্য লেখকের নিজস্ব, গুরুচণ্ডা৯র কোন দায়িত্ব নেই
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক।
অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি।
যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।
মে ১৩, ২০১৪ থেকে সাইটটি
বার পঠিত
সকলকে জানান
উপরে যে কোনো বোতাম টিপে পরিচিতদের সঙ্গে ভাগ করে নিন