এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • Ishan | ০৫ জুন ২০০৯ ০০:০১ | 12.163.39.254
  • আমি নিরঙ্কুশ আধিপত্য টাই প্রেফার করব।
  • Abhyu | ০৫ জুন ২০০৯ ০০:০০ | 97.81.79.170
  • এই সামারে দেখা করব ভাবছি এনার সাথে। তবে লীলা মজুমদারের পানু আমার খুব পছন্দের ছেলে ছিল।
  • arjo | ০৪ জুন ২০০৯ ২৩:৫৯ | 168.26.215.13
  • নিরঙ্কুশ প্রভাব। (উফ কি দিলাম, বাংলা ভাষা আজ থেকে আমার প্রতি ঋণী)।
  • Arpan | ০৪ জুন ২০০৯ ২৩:৫৪ | 122.252.231.12
  • বিলিতি পানুর ছাপা ও প্রকাশনা বেটার হলে বাংলা পানু তো দাঁড়িয়ে দাঁড়িয়ে গোল খাবেই।

    এত আওয়াজ, স্যার, হেজিমনির বাংলা কন তো? ঃ)
  • Ishan | ০৪ জুন ২০০৯ ২৩:২৯ | 12.163.39.254
  • হ্যাঁ, বিলিতি পানুর কথা আলাদা। সেসব দেবজ্ঞানে পড়া/দেখা হয়। হেজিমনি হেজিমনি। ঃ)
  • Ishan | ০৪ জুন ২০০৯ ২৩:২৮ | 12.163.39.254
  • আরে বাংলা পানু ভালোবেসে পড়ে, এরকম লোক আমি দেখিনি। তারা আছে নির্ঘাত, নইলে আর বইগুলো বিক্রি হয় কিকরে, কিন্তু আর্বান মিডল ক্লাসের, সাধারণভাবে ঐ জিনিস ভালো লাগার কথা নয়। তারা হাতে এলে একটু পড়ে নেয়, এই পর্যন্ত।
  • Tim | ০৪ জুন ২০০৯ ২৩:২৪ | 198.82.167.98
  • আমাদের সময় চটিবই পড়েনা এরম অনেক পাওয়া যেত। হাতে পাওয়ার কথা জানিনা, কিন্তু ইচ্ছে থাকলেই তো উপায় হয়, তাইনা?
  • Ishan | ০৪ জুন ২০০৯ ২৩:১৭ | 12.163.39.254
  • এ ছাড়াও রসময় গুপ্ত কোনো লোক নন। তিনি একটি কনসেপ্ট। পানু লিখলেই অনেক লেখক রসময় গুপ্ত হয়ে যেতেন।
  • Arpan | ০৪ জুন ২০০৯ ২৩:১৭ | 122.252.231.12
  • ছাত্রবন্ধু। ঃ-)
  • Du | ০৪ জুন ২০০৯ ২৩:১৭ | 65.124.26.7
  • [[ প্রেজেন্ট টেন্স।
    বর্তমান বাবা মা কাকু পিসিরা কি বাচ্চাদের হিংসুটে দৈত্যের গল্প বলে দেখেছো ? আমার অভিজ্ঞতা হল এইরূপ একটি মতামত যে, ছোটদের উচিতই হয়নি বাগানটায় ঢোকা জিজ্ঞেস না করে! এইবারে বোঝাও!
    অথচ আমরা কিন্তু ঠিকই ঐ বাচ্চাদের মতই ভেবেছিলাম - যে দৈত্যটা সেলফিশ। এটা কি এই দেশ না কি বাড়ির দেয়ালে, বড়দের অনুশাসনে বড় হয়ে ওঠার এফেক্ট?
  • Ishan | ০৪ জুন ২০০৯ ২৩:১৫ | 12.163.39.254
  • আরে রসময় বললেও লোকে বুঝবেনা। কত্তো রসময় আছে। যেমন রসময় মল্লিক। তিনি মরিচঝাঁপি নিয়ে লিখে বিখ্যাত। এবং কেত করে নিজের নাম লেখেন রস মল্লিক। ঃ)
  • Tim | ০৪ জুন ২০০৯ ২৩:০৫ | 198.82.167.98
  • কি বইয়ের কথা হচ্ছে? মামুও পড়েনি?
  • arjo | ০৪ জুন ২০০৯ ২২:৫৮ | 168.26.215.13
  • আরে এখানে ফার্স্ট নেমই ইম্পর্ট্যান্ট। মিঃ গুপ্ত বললে কেউ বুঝবে? কিন্তু যদি বল মিঃ রসময় তাহলেই হল। মিঃ লোধের ক্ষেত্রে যেমন লাস্ট নেম।
  • d | ০৪ জুন ২০০৯ ২২:৪৫ | 117.195.42.78
  • গুপ্তকে দত্ত বানিয়ে দিচ্ছে
    আজ্জোকে চাঁদা তুলে হ্যাটা দেওয়া হোক।
  • arjo | ০৪ জুন ২০০৯ ২২:৩৭ | 168.26.215.13
  • হ্যাঁ হ্যাঁ গুপ্ত।
  • Ishan | ০৪ জুন ২০০৯ ২২:২৯ | 12.163.39.254
  • দত্ত না, গুপ্ত গুপ্ত।
  • arjo | ০৪ জুন ২০০৯ ২২:২৭ | 168.26.215.13
  • আমি অপ্পনের থেকে ভালো ছেলে, টুয়েলভ পরীক্ষা দেবার পর দেখেছিলাম।

    প্রথম রসময় দত্ত পড়তে গিয়ে মার কাছে ধরা পরেছিলাম। সে নিয়ে আজও বন্ধুমহলে হ্যাটা খাই। ঃ(
  • Ishan | ০৪ জুন ২০০৯ ২২:২৬ | 12.163.39.254
  • কি বলে দেখো। আমি ব'লে (বোধহয় ফার্স্ট ইয়ারে) পানু নিয়ে কাগজে পোবোন্ধো লিখেছিলাম। ঃ)
  • Arpan | ০৪ জুন ২০০৯ ২২:১৬ | 122.252.231.12
  • দেখেছ ঈশান "ছোটবেলায়' এসব পড়তে পারেনি বলে কেমন জেঠামশাইসুলভ আচরণ কচ্চে!
  • dipu | ০৪ জুন ২০০৯ ২২:১৫ | 121.243.161.234
  • হাফপ্যান্টুল থেকে ফুলপ্যান্টুলে প্রোমোশন পেলে তবেই পানু দেখার যোগ্যতা অর্জিত হয়।
  • dipu | ০৪ জুন ২০০৯ ২২:১৩ | 121.243.161.234
  • ঃ-))
  • Ishan | ০৪ জুন ২০০৯ ২২:১২ | 12.163.39.254
  • আবার কতো ছোটোবেলায় দেখবে? কেলাস থিরিতে পানু দেখার শখ হয়েছিল নাকি? ঃ)
  • Arpan | ০৪ জুন ২০০৯ ২২:১০ | 122.252.231.12
  • আমিও দেখিনি ছোটবেলায়। এই সিদিন ইলেভেন টুয়েলভে পার্ক স্ট্রিটের কলেজে ঢুকে পাখা গজাল।
  • a | ০৪ জুন ২০০৯ ২১:৫৮ | 122.163.123.117
  • আরে না হে দিপু, আমার বউ ই এরকম কেস।তো সে যখন আমার হস্টেলের কীর্তিকাহিনী শোনে তখন প্রায় মুচ্ছো যায় আর কি।
  • dipu | ০৪ জুন ২০০৯ ২১:৫২ | 121.243.161.234
  • হুঁ, যারা দেখেনি, তারা আসলে পায়নি। হাতের কাছে পানু পাওয়া সত্বেও এ বাবা, ওটা খারাপ জিনিস, দেখলে মা বকবে .....এরকম কেস খুঁজতে দূরবীন লাগবে।
  • Neel | ০৪ জুন ২০০৯ ২১:৫২ | 123.239.172.145
  • এখনো অধিকাংশ মেয়েরা পানু দেখে না। তবে আগের থেকে শতাংশের হিসাবে বেশি মেয়ে দেখে সেটা ঠিক।
  • sayan | ০৪ জুন ২০০৯ ২১:৪৬ | 115.108.25.26
  • আমিও কল্লাম, কারণ কুড়ি কি তিরিশ বছর আগেকার ছোটবেলাগুলোয় পানু না-দেখাটাই স্বাভাবিক ছিল, যেটা আজ অনেক পাল্টেছে।
  • Samik | ০৪ জুন ২০০৯ ২১:৩২ | 219.64.11.35
  • আমি কল্লাম। মেয়েরা সচরাচর দ্যাখে না তো!
  • d | ০৪ জুন ২০০৯ ২১:২৬ | 117.195.42.78
  • ছেলেবেলার থেকে মেয়েবেলা কত্ত আলাদা হয়! আমি আমাদের পরিবারে কিছুটা বখাটে টাইপের মেয়ে বলে পরিচিত ছিলাম, অথচ আমি কোনোদিনই পানু দেখিনি। বললে কেউ বিশ্বাস করবে?
  • sayan | ০৪ জুন ২০০৯ ২১:০২ | 115.108.25.26
  • তিরিশহাজার এররওয়ালা কোবল পোগ্গাম ও প্রিয়ম দেবনাথের স্মৃতিমাখা কম্পিউটার ল্যাবের সেই সব অম্লমধুর দুপুরগুলি ....

    ফোঁস!
  • sayan | ০৪ জুন ২০০৯ ২০:৪৮ | 115.108.25.26
  • কলাচ্চিপ্স, কিক্‌স, কোবল, কোমর, কপালভাতি - ভাটে এক্কতা ক্কপুর ক্ক্রমে আসছেন!
  • stoic | ০৪ জুন ২০০৯ ২০:৩১ | 160.103.2.224
  • হেনরি মিলার বললি বলে মনে পড়ল। কোয়াইট ডেইস ইন ক্লিশি। আহা। তখন কি আর জানতাম একদিন ফ্রান্সে থাকতে হবে ? ;-)
  • dipu | ০৪ জুন ২০০৯ ২০:২৩ | 121.243.161.234
  • আমাদের নেটওয়ার্কে তিরিষ টেরাবাইট পানু ছিল। যদিও রীতিমত লিখিত নিয়ম ছিল যে পানু শেয়ার করা চলবে না। তাতে জনতার বয়ে গেল।
  • intellidiot | ০৪ জুন ২০০৯ ২০:১৮ | 220.225.245.130
  • ডিসি++ দিয়ে প্রায় সব হোস্টেলেই বিশাল বড়সড় ই¾ট্রানেট বানানো হয়। তার্পর সিনিমা শেয়ারিং তো একপ্রকার সাধারন ফেনোমেনান। আমদেরও ছিল প্রায় ৪০ টেরার ই¾ট্রানেট। একেক মাসে অদ্‌লাবদলি করে কিছু কম্পুকে সার্ভারের সম্মান দেওয়া হত। সে এক জীবন ছিল বটে।
  • r | ০৪ জুন ২০০৯ ২০:১৭ | 125.18.104.1
  • তবে প্রথম ক্লাসিক পানু পড়েছিলাম হেনরি মিলারের সেক্সাস। ক্লাস নাইনে হবে। সেই বড়দের ইংরিজি নবেল পড়া শুরু। ;-)
  • Samik | ০৪ জুন ২০০৯ ২০:১৬ | 219.64.11.35
  • ক্লাস নাইন। টিফিন পিরিয়ডে খালপাড়ের ধারে ঢালুতে নেমে প্রথম পানু বই দেখা। সম্পূর্ণ রঙীন। নাকি দেবানন্দপুরের কোন জায়গায় পানুর লাইব্রেরি আছে। মেম্বারশীপ লাগে না, ঠেক থাকলেই দেয়।
  • Samik | ০৪ জুন ২০০৯ ২০:১৩ | 219.64.11.35
  • লোগো শিখিয়াছিলাম। বোধ হয়। জিডব্লুবেসিক শিখেছিলাম।

    তখন কম্পুর কতো যত্ন ছিল। একটা পবিত্র পবিত্র ভাব ছিল। সাইবারকাফে থেকে শুরু করে কলেজের কম্পু ল্যাব, সব জায়গাতেই জুতো খুলে প্রবেশ করতে হত। একবার একটা জায়গায় সিভি পাঠানোর ছিল, আমি তখন ব্যান্ডেলে, সিভি ছিল একটা ফ্লপিতে। সেই ফ্লপি নিয়ে গেলাম সাইবারকাফে। কিছুতেই সে ফ্লপি লাগাতে দিল না। বলল, ভাইরাস ঢুকে যাবে, আমরা ফর্ম্যাট না করে কোনও ফ্লপি চালাতে দিই না। কতো করে বললাম, আমি ইনফর্মেশন টেকনোলজির পোস্ট গ্রাজুয়েট ছাত্র, আমি বলছি এই ফ্লপিতে ভাইরাস নেই। আমাকে পাত্তাই দিল না। তারপর কীভাবে সেই সিভি পাঠিয়েছিলাম, আদৌ পাঠিয়েছিলাম কিনা, আর মনে নাই।

    হায়, সেদিন যদি ইউএসবি পোর্ট থাকত!
  • r | ০৪ জুন ২০০৯ ২০:১২ | 125.18.104.1
  • এখন সব কত সোজা! সেই কবে একজন বাঙালীর কাছে তামিল চটির কি কালেকশন দেখেছিলাম, ভাবা যায় না। কেন তামিল চটি কিনত সেটা যদিও রহস্যময়। সে তামিল জানত বলেও শুনি নি।
  • r | ০৪ জুন ২০০৯ ২০:০৯ | 125.18.104.1
  • দুনিয়া কত এগিয়ে। ক্লাস নাইনে কৌশিক ইস্কুলে সচিত্র কামধেনু এনেছিল। কি ভিড় ফার্স্ট পিরিয়ডের আগে! উঁকিঝুঁকি মেরেও কিছু দেখা যায় না। দূর থেকে ব্ল্যাক এন্ড হোয়াইটে ঠিক বর্ণপরিচয়ের মত লিথোকাটে ছাপানো বনজঙ্গল মনে হচ্ছে।
  • arjo | ০৪ জুন ২০০৯ ২০:০৭ | 168.26.215.13
  • ওঃ হ্যাঁ কেজিপি তো খড়গপুর। না ওদিকে কোনোদিন থাকার কোনো চান্সই তৈরী হয় নি।
  • dipu | ০৪ জুন ২০০৯ ২০:০৭ | 121.243.161.234
  • * ডিসি আই আই টি কেজিপির ই¾ট্রানেট।

    পানুর প্রচুর চমকানো কালেকশন ছিল। যেমন একজনের কাছে শুধু ইরানের অ্যামেচার হোমমেড পানু ছিল।
  • dipu | ০৪ জুন ২০০৯ ২০:০৪ | 121.243.161.234
  • ডিসি তে আমার কালে কম করে তিরিশ টেরাবাইট পানু ছিল। কয়েকজন আবার স্ট্রীম করত ঃ-)
  • stoic | ০৪ জুন ২০০৯ ২০:০৩ | 160.103.2.224
  • খড়গপুর। আইআইটি। পানুর বেঞ্চমার্ক।
  • dipu | ০৪ জুন ২০০৯ ২০:০২ | 121.243.161.234
  • ল্লেঃ! আই আই টি খড়প্পুর
  • arjo | ০৪ জুন ২০০৯ ২০:০২ | 168.26.215.13
  • কেজিপিটা কি?
  • stoic | ০৪ জুন ২০০৯ ২০:০০ | 160.103.2.224
  • আর্য যে কেজিপির হলে থাকেনি, বোঝাই যাচ্ছে। ;-)
  • stoic | ০৪ জুন ২০০৯ ১৯:৫৮ | 160.103.2.224
  • যদি বা তার ফুরিয়ে থাকে বেলা,
    মনে জেনো দুঃখ তাতে নাই
    করেছিল ক্ষণকালের খেলা
    পেয়েছিল ক্ষণকালের ঠাঁই।

    ঃ-))
  • arjo | ০৪ জুন ২০০৯ ১৯:৫৭ | 168.26.215.13
  • লেগো বহুত ভালো জিনিষ। আরও ছোটদের জন্য আছে picocricket। অল্প নেড়েচেড়ে দেখেছি। ইন্টারেস্টিং। ছেলেটা একটু বড় হলে ওর সাথে শিখব ঠিক করেছি।
  • arjo | ০৪ জুন ২০০৯ ১৯:৫৫ | 168.26.215.13
  • জেনারেশন গ্যাপ আর কাকে বলে। পানু বলতে আমরা চিনতাম বিভিন্ন রঙের বই,আর অখাদ্য হলের কুখাদ্য সিনেমা, সাথে ছারপোকার কামড় ফ্রি। এইসব রমরমা কি আর তখন ছিল। একেই বলে প্যারাডাইম শিফট।
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত