এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • sinfaut | ৩০ মে ২০০৯ ০১:২৭ | 218.248.76.22
  • টিম কে বলছিলাম। ঃ-)
  • RATssss | ৩০ মে ২০০৯ ০১:১৯ | 63.192.82.30
  • টিম কি গভীর গর্ত খোঁড়ে?
    কেমন যেন
    বাচ্চা মতন
    পড়ার নামে
    অন্য পড়ে
    সবাই তখন
    কেমন ভয়ে
    ইতিউতি
    তাকায় খালি
    সেই যে সেই
    মেঘবালিকা
    হঠাৎ করে
    হারিয়ে গেল
    বৃষ্টি হয়ে
    ঝরে গেল
    কোন সে ঝরে
    উড়ে গেল
    মনের মাঝে
    পাগল পারা
    তবু যেন
    মন মানে না
    টিমের জন্য
    অবাক তারা
  • RATssss | ৩০ মে ২০০৯ ০১:১২ | 63.192.82.30
  • অপ্পন কি রাগতে পারে?
    টাক্‌ডুমাডুম
    বাদ্যি বাজায়
    ঝড়ের মুখে
    বুক চিতিয়ে
    আইলা নিয়ে
    সামলে চলে
    পালাব বলে
    নাকটি বাড়ায়
    শিভাস পেলে
    মুচকি হাসে
    চোখ মটকে
    কুশল জিগায়
  • Tim | ৩০ মে ২০০৯ ০১:১২ | 198.82.167.98
  • বাহ্‌ এত খেটেখুটে ভালোভালো চাল দিলি, শেষ পজ্জন্ত খেলে জিত্তে দেবোনা? ঃ-)
    রিজাইন কল্লে তো হয়েই গ্যালো! এই যে লড়াই কচ্ছি, দুজ্জোধনের মত লাগছে, এর দাম কম?
  • RATssss | ৩০ মে ২০০৯ ০১:০১ | 63.192.82.30
  • ডিডি কি নাচতে জানে?
    খেলা করে
    ছন্দ নিয়ে
    কবতে দিয়ে
    পাড়া মাতায়
    হাস্যরসে
  • RATssss | ৩০ মে ২০০৯ ০০:৫৭ | 63.192.82.30
  • আজ্জো কি গান লেখে?
    রাত জাগে,
    দাবা খেলে,
    রাম নিয়ে
    চেখে দেখে
    ডিডি সাথে
    ছন্দ পোষে।
  • dd | ৩০ মে ২০০৯ ০০:৫২ | 122.167.9.109
  • বুঝলাম না তো। অ্যাক্কেবারে না।
    ছি ফোঁ কি আমারেই কইলো?
    মানে, আমি রিজাইন করসি, বহুবার। সারা জীবনেই ভুলভাল করসি। এই পজ্জন্তো ঠিকঠাক।

    কিন্তু আমি তো শেষ পজ্জন্তো খেলি নাই। অ্যামন কি স্টার্টেও খেলি নাই। তাইলে ?
  • sinfaut | ৩০ মে ২০০৯ ০০:৪৩ | 218.248.76.22
  • এরকম অবশ্যম্ভাবী পরিস্থিতিতে তো লোকে রিজাইন করে বলে জানতাম। অবশ্য শেষ পর্যন্ত খেলে ভালই করছিস, কখন ভুলভাল কি একটা করে হেরে যাবো তার ঠিক আছে?
  • Ishan | ৩০ মে ২০০৯ ০০:৩১ | 12.163.39.254
  • আমি আর ছড়াতে পাচ্ছিনা। আমার ক্ষিধে পেয়েছে এ এ এ এ এ ।
  • Tim | ৩০ মে ২০০৯ ০০:২৭ | 198.82.167.98
  • যাব্বাবা! আমি কি নিজে নিজেই হেরে যাবো? ঃ।
  • sinfaut | ২৯ মে ২০০৯ ২৩:৪৬ | 218.248.76.22
  • ওরকম রাজা নিয়ে আগুপিছু করলে ৫০ চাল অব্দি গড়িয়ে নিয়ে যাওয়া যাবে।
  • dd | ২৯ মে ২০০৯ ২৩:৩৮ | 122.167.9.109
  • এই জন্যেই। এই জন্যেই।
    আজ্জোদা আজকাল হেথায় আসেন না, হয়তো রাম ও খান না।
    নিত্যানন্দ, আমায় ধরো,ধরো।
  • Tim | ২৯ মে ২০০৯ ২৩:৩০ | 198.82.167.98
  • gameknot.com
    আমি , আজ্জোদা , ব্ল্যাংকি, সিফো, অনামিক আছি এখানে।
  • Du | ২৯ মে ২০০৯ ২৩:২৬ | 65.124.26.7
  • টিম, তোমরা কোথায় দাবা খেলো?
  • Tim | ২৯ মে ২০০৯ ২৩:১৬ | 198.82.167.98
  • সিফোকে ছোট্ট করে দুয়ো দিলুম। ৩২ চাল হয়ে গ্যালো। ঃ)
  • RATssss | ২৯ মে ২০০৯ ২২:৫৯ | 63.192.82.30
  • গভীর রাতে (ডার্ক নাইট) ঘুমুবে না তো কি চুরিতে যাবে?

    সবাই মারলে তুমিও মারো, নয়ত ধারে বসে মজা দেখ। মজা না পেলে ঘুনু করো। - সিম্পুল।
  • dipu | ২৯ মে ২০০৯ ২২:৫৭ | 121.243.161.234
  • হেব্বি চাপের স্ক্রিপ্ট। যে যাকে পারছে কেলিয়ে দিচ্ছে। আমার অত চাপ নেওআ পোষায় নি ঃ-)
  • intellidiot | ২৯ মে ২০০৯ ২২:৫০ | 59.164.2.89
  • আমিও ছিঃ করলুম ;-)
  • dipu | ২৯ মে ২০০৯ ২২:৪৪ | 121.243.161.234
  • আমি এই সেদিন ডার্ক নাইট দেখতে দেখতে ঘুমিয়ে পড়েছিলাম। শুনে সব্বাই ছি ছি করল ঃ-))
  • RATssss | ২৯ মে ২০০৯ ২২:৩৪ | 63.192.82.30
  • কঠিন কঠিন সিনিমা দেখলে রাতে ঘুম হয় না (সিনিমা দেখতে দেখতে ঘুমোয় বলে??)

    সিনিমা না দেখলে কি হয়?
  • dipu | ২৯ মে ২০০৯ ২২:০৯ | 121.243.161.234
  • তোর্নাতোরের একটা সিনেমা, stanno tutti bene, দেখার খুব ইচ্ছে। কোত্থাও পাচ্ছি না ঃ-(

    (সোমনাথদা, সিঁফোদার কাছে নেই জানি। ব্লঁকদার কাছে কি আছে?)
  • RATssss | ২৯ মে ২০০৯ ২১:৫১ | 63.192.82.30
  • ভাল মানে... এক্কেরে চচ্চরিয়ে চলছে ঃ-) ছানা মানা পানা সক্কলে ফুর্তিতে। শুধু, যেমন টা হবার ছিল, ঠিক তেমনটাই হয়েছে - ঐ মানে আরকি - বেগুনভাজা কেস।

    শিবুদাদের লেটেস্ট খবর আমারও জানা নেই। মাসদুয়েক হয়ে গেল - খবরাখবর আদান প্রদান প্রায় শুন্য। শিবুদা বোধহয় আরো বেশী ব্যস্ত।
  • Arpan | ২৯ মে ২০০৯ ২১:৪১ | 122.252.231.12
  • রতন, তোমরা সবাই ভাল তো? ছানা ভাল? শিবুদারা?

    এত ব্যস্ত হয়ে গেছি যে কারো নিয়মিত খবরাখবর নেওয়া হয় না। ঃ(
  • RATssss | ২৯ মে ২০০৯ ২১:৩৮ | 63.192.82.30
  • আজকাল আমিও আছি ঃ-)
  • Ishan | ২৯ মে ২০০৯ ২১:০৪ | 12.163.39.254
  • ভয় করেনা। এইত্তো আমি এসে গেছি। ঃ)
  • dipu | ২৯ মে ২০০৯ ২০:০৩ | 121.243.161.234
  • hourglass prisoner, আপনি ডানদিকের কীম্যাপ দেখে দেখে লিখুন।

    আর ইয়ে, নামটা একটু ছোট নিলে হতোনি?
  • hourglass prisoner | ২৯ মে ২০০৯ ১৯:১৭ | 116.75.72.14
  • ami ekhane natun , kintu amar bangla asche na kano???
  • h | ২৯ মে ২০০৯ ১৮:৪২ | 203.99.212.224
  • মুনি আর দিদি , এটা কি ক¾ট্রাডিকশন ইন টার্‌ম্‌স। তাই যদি হয়, দেয়ার ইজ হোপ ইত্যাদি। মহাঋষি বলে গেছেন।
  • sinfaut | ২৯ মে ২০০৯ ১৮:২৩ | 203.91.207.30
  • আমি তো অক্ষদাকে দিদিমুনি বলি, তাহলেই বুঝে দেখো।
  • dipu | ২৯ মে ২০০৯ ১৮:২২ | 207.179.11.216
  • ....আপনারা আছেন? আমার একা একা কেমন ভয় কচ্ছিল। চারপাশ থেকে লোকজন বাড়ি চলে যাচ্ছে, আমি মনিটরের দিকে হাঁ করে তাকিয়ে আছি ঃ-((
  • h | ২৯ মে ২০০৯ ১৮:২১ | 203.99.212.224
  • তুমি দাদীও বলতে পারো, সম্ভবতঃ?
  • h | ২৯ মে ২০০৯ ১৮:২০ | 203.99.212.224
  • অক্ষ সম্ভবতঃ আনন্দে আত্মহারা হয়েছে;-)
  • sinfaut | ২৯ মে ২০০৯ ১৮:১৩ | 203.91.207.30
  • কেন? কী চাস?
  • dipu | ২৯ মে ২০০৯ ১৮:১২ | 207.179.11.216
  • হাইই! হ্যালোওওও!! কেউ কি আছেন?
  • Arijit | ২৯ মে ২০০৯ ১৭:২১ | 61.95.144.123
  • ব্যাড লাক নয় - চার পাঁচ বছরের টালমাটাল অ্যাডমিনিস্ট্রেশনের কালমিনেশন। এবার যদি কিছু উপকার হয়। প্রতি হপ্তায় এক লাখ পাউণ্ডের ওপর মাইনের ওয়েন - চার বছরে পেয়েছে ২৫ মিলিয়ন পাউন্ড, গোল ৩০টা, ম্যাচ খেলেছে মনে হয় খান পঞ্চাশ। এরকম আরো অনেকগুলো আছে। সেই সব "ডেড উড' যদি বিদায় করে অল্পবয়সীদের নিয়ে টীম বানাতে পারে...

    অবশ্যই এই ফিনান্সিয়াল লস-এর পর আরেকটা লীডস ইউনাইটেড না হলে।

    এও ওই সিপিএম টাইপের কেস।
  • stoic | ২৯ মে ২০০৯ ১৭:০৯ | 130.239.35.158
  • পাত্তা নেই ঠিক ঐ সেন্সে নয়। আপাতত সুইডেনে। রোববার ফিরে আবার নেক্সট উইক থেকে রেগুলার ভাট এ আসব।
    তবে ফাইনালে ম্যান ইউ তো খেলতেই পারল না। এক্কেবারে যা তা। বসে বসে ঐ হার দেখতে হল।
    বাই দ্য ওয়ে, অরিজিত, আমরা কথা রেখেছি কিন্তু, গত রোব্বার হাল কে হারিয়েছি। কিন্তু তোমাদের ব্যাড লাক ভিলার এগেন্সটে।
  • dipu | ২৯ মে ২০০৯ ১৭:০০ | 207.179.11.216
  • দুখানা অসমাপ্ত গল্প ফেলে বাইনারিদা কৈ গেল?
  • Arpan | ২৯ মে ২০০৯ ১৬:৫৮ | 216.52.215.232
  • উদোদাও।
  • Arijit | ২৯ মে ২০০৯ ১৬:৫৮ | 61.95.144.123
  • তুমি বাচ্চা তো - জানতে না ;-)
  • Arijit | ২৯ মে ২০০৯ ১৬:৫৬ | 61.95.144.123
  • শিবুদাও মিসিং।
  • dipu | ২৯ মে ২০০৯ ১৬:৫৬ | 207.179.11.216
  • অক্ষ দা বুঝি? আমি দি ভাবতাম!
  • Arpan | ২৯ মে ২০০৯ ১৬:৫৩ | 216.52.215.232
  • বামফ্রন্ট হেরে যাবার পর থেকে অক্ষদার পাত্তা নেই! ঃ-)))
  • Bhuto | ২৯ মে ২০০৯ ১৬:৪৯ | 203.91.193.5
  • সিফোঁ , মোটেই মিসিং নই। নেহাৎ আমার শ্বাশুড়ি নাই (অর্থাৎ তিনি কে আমি নিজেই এখনো জানিনা,** নো খিল্লি), তাই এরা আমাকে ধরে আজকের দিনে খাটাতে পারছে ঃ))
  • Blank | ২৯ মে ২০০৯ ১৬:২২ | 170.153.65.102
  • উবান্টু তে কি সুন্দর সব বাংলায় আসে। কিন্তু কেমন একটা চোখে লাগলো বলে সব পাল্টে ইংরেজি করে দিলুম
  • dipu | ২৯ মে ২০০৯ ১৬:২২ | 207.179.11.216
  • ম্যান ইউ হেরে যাবার পর থেকে স্টৈকের পাত্তা নেই ঃ-)
  • san | ২৯ মে ২০০৯ ১৬:২২ | 12.144.134.2
  • আর সেদিনের নেমন্তন্ন খাবার পরে র এমনি ভাবে উধাও হয়ে গেল এও খুব সন্দেহজনক
  • san | ২৯ মে ২০০৯ ১৬:২০ | 12.144.134.2
  • আমাদের ফের ভয় দেখাচ্ছে অফিস হোয়াইটফিল্ডে শিফট করে যাবে। হায় হায়, কোথায় এই পাঁচ মিনিটের রাস্তা, আর কোথায় হোয়াইটফিল্ড ঃ-((((((((
  • sinfaut | ২৯ মে ২০০৯ ১৬:০৬ | 203.91.207.30
  • এই বাংলার জন্য আলাদা করে লিনাক্সের প্রজেক্টের ফান্ডাটা বুঝিনা। অলরেডি ফেডোরা সেসব শুরু করে দিয়ে অনেকদূর এগিয়ে গেছে, উবুন্টুতেও গুচ্ছ সাপোর্ট আছে। সেই আইআইটি খ থেকে কি একটা বৈশাখী লিনাক্স নাকি বেরোলো সেটা তো পড়লাম ওপেনসোর্স স্ট্যান্ডর্ড মেইন্টেন করে অনেককিছুই করেনি। বাংলা নিয়ে সব থেকে ভালো কাজ হয়েছে ফেডোরা প্রজেক্টে। তো এরা নতুন কী করলো বা করছে?
  • Arijit | ২৯ মে ২০০৯ ১৫:৪৫ | 61.95.144.123
  • অ। ওই জন্যে আম্মো ভুগছিলুম - টেবিলগুনো কি করে ছবি হয়ে গেলো মাথায় আসছিলো না। যে বানিয়েছে তার আপিস ২০০৭ আর সে ওটাকে ২০০৩-এ সেভ করেছে!
  • dipu | ২৯ মে ২০০৯ ১৫:৪১ | 207.179.11.216
  • এইমাত্র একটি সুখবর পাইলাম। আগামী সোম ও মঙ্গলবার প্রাতঃ সাড়ে ছয় ঘটিকায় কর্মক্ষেত্রে আসিতে হইবে।
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত