এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • san | ২৮ মে ২০০৯ ১৬:২৫ | 12.144.134.2
  • দাঁড়াও দাঁড়াও। এসবি কি পিপি????
  • sb | ২৮ মে ২০০৯ ১৬:২৪ | 141.80.168.31
  • আমি তো ভাবতাম চোখে ন্যাবা হওয়া চোখে সর্ষেফুল দেখা সমার্থক মানে দুটোই হলুদ কিনা।
  • dipu | ২৮ মে ২০০৯ ১৬:২৩ | 207.179.11.216
  • মশাই, আমার মামারবাড়ি হুগলী জেলার ডানকুনি এলাকায়। সেখানে আমি নিয়্যাগ্গুন যথেচ্ছ শুনেছি। তো আপনি এখন দাবী করতেই পারেন ডানকুনি হাওড়া বর্ডারের কাছে। মানে বর্ডারের এপারে হাওড়াতে লোকে হুদোহুদো নিয়্যাগ্গুন বলছে, আর যেই না হুগলীতে ঢুকলাম, অমনি কেউ বলছে না ......আদৌ বিশ্বাসযোগ্য নয়।
  • san | ২৮ মে ২০০৯ ১৬:২০ | 12.144.134.2
  • ধুস। মোটেই জন্ডিসে লোকে সবকিছু হলুদ দেখে না। আমার দিব্যি জন্ডিস হয়েছিল। রাতদিন পেঁপেসেদ্ধ খেতে দেওয়া হত। মনে আছে। বললেই হল?
  • sb | ২৮ মে ২০০৯ ১৬:২০ | 141.80.168.31
  • ইশে, বটে বটেক বর্ধমানে কভু শুনি নাই তবে বীরভূম, বাঁকুড়া ও পুরুলেয় প্রভূত।
  • sb | ২৮ মে ২০০৯ ১৬:১৮ | 141.80.168.31
  • নিয়াগ্গুন শুনে আর স্থির থাকা গেল না। কতকাল পরে হে আমার বাল্য ও কৈশোর....
    এই শব্দটির কোন স্থির মানে নেই। বিরক্তি প্রকাশার্থে ব্যবহার করা হয়। 'মুখে আগুন' বা 'যত্ত সব' এই ভাবগুলো কাছাকাছি আসে।
    এবং এটি কোনমতেই হুগলী জেলার সাথে সম্পর্কিত নয়। পুরোপুরি অপপ্রচার। এটি পুরোদস্তুর হাওড়া বিশেষত বাগনান, উলুবেড়িয়া, কোলাঘাট, বাক্সি, মানকুর এই এলাকার একচেটিয়া। হুগলী, বর্ধমান, বীরভূম, পুরুলিয়া, বাঁকুড়া, উঃ/দঃ ২৪ পরগণা কোথায়ই এর ব্যবহার নাই। মালদা বা মুর্শিদাবাদের কথা বলতে পারি না। অতএব কনক্লুশান - ইহা হাওড়া জেলা ভিত্তিক।
    হাওড়া তথা উপরিউক্ত অঞ্চলের আরো একটি ইস্পেশাল শব্দবন্ধ - চিকচিকি কাগজ অর্থাৎ পলিপ্যাক।
  • sinfaut | ২৮ মে ২০০৯ ১৬:১৮ | 203.91.207.30
  • গরম নিজেই নিয়ে নিলে উল্টোদিকের লোকটা কি করে বুঝবে? তার থেকে তো গরম 'দিলে'ই ফিলিংটা প্রোপাগেট করলো। টেকনিক্যালি তো দেওয়া টাই ঠিক মনে হচ্ছে।
  • dipu | ২৮ মে ২০০৯ ১৬:১৭ | 207.179.11.216
  • ন্যাবা হলে লোকে সবকিছু হলুদ দেখে। সেইঅর্থে বলা।
  • san | ২৮ মে ২০০৯ ১৬:১৫ | 12.144.134.2
  • আচ্ছা , আমার একটা জিনিস জানবার আছে। লোকে 'চোখে কি ন্যাবা হয়েছে' বলে কেন? ন্যাবা মানে জন্ডিস না? চোখে কিকরে জন্ডিস হবে?

    (ওলাউঠো দেখে মনে পড়ল)
  • dipu | ২৮ মে ২০০৯ ১৬:১৫ | 207.179.11.216
  • নিয়্যাগ্গুনটা অনেক সময় এভাবে ব্যবহৃত হয় ....."নিয়্যাগ্গুন নিয়্যাগ্গুন! মুখ্যে আগুন'।
  • sinfaut | ২৮ মে ২০০৯ ১৬:১১ | 203.91.207.30
  • নিয়াগ্গুন এর এক্স্যাক্ট মানে জানিনা। মুয়ে আগুন টাইপেরই মানে + ছ্যা ছ্যা একটা ফিলিং।
  • dipu | ২৮ মে ২০০৯ ১৬:১১ | 207.179.11.216
  • বাগনানের দিকে একটু পুরনো দিনের মানুষরা রেগে গেলে "ওলাউঠো' বলে গাল পাড়েন।
  • shrabani | ২৮ মে ২০০৯ ১৬:০৯ | 124.30.233.105
  • বর্ধমান বাঁকুড়া এইসব দিকে বটে বটেক চলে। হাওড়াতেও চলে নাকি?
  • dipu | ২৮ মে ২০০৯ ১৬:০৭ | 207.179.11.216
  • মানে জানি না।
  • d | ২৮ মে ২০০৯ ১৬:০৭ | 144.160.5.25
  • আহা এই তো কবে যেন দেখলাম আর একটু বেশী "গরম দিলেই' দীপু একটা কাঁঠালের টই খুলবেন।
    উহা কি রোয়াব দেখানো? কে কাকে রোয়াব দেখাইতেছিল? তাহার সাথে কাঁঠালের কি সম্পর্ক?
  • san | ২৮ মে ২০০৯ ১৬:০৭ | 12.144.134.2
  • নিয়াগ্গুন কি বা কে বা কোথায় ??????
  • shrabani | ২৮ মে ২০০৯ ১৬:০৭ | 124.30.233.105
  • নিয়্যাগ্গুন টা কি মুয়ে আগুন এর একটা ভার্সন?
  • dipu | ২৮ মে ২০০৯ ১৬:০৫ | 207.179.11.216
  • আমি ভাবতাম "আব্বে! গরম দিবি না!' টা ঘটি-বাঙাল সবাই বলে।

    আর "নিয়্যাগ্গুন' বা "তাই না বটে' হুগলী জেলাতেও লোকে আকচার ব্যবহার করে ঃ-)
  • d | ২৮ মে ২০০৯ ১৬:০৫ | 144.160.5.25
  • *ভাত দেয়
  • san | ২৮ মে ২০০৯ ১৬:০৪ | 12.144.134.2
  • অক্ষদি কতদিন আসেনা ঃ-(

    দেয়ে দেখে মন খারাপ হয়ে গেল।
  • Arijit | ২৮ মে ২০০৯ ১৬:০৩ | 61.95.144.123
  • সেটাই তো গরম নেওয়া - মানে রং দেখানো। দেওয়া কবে থেকে হল?
  • d | ২৮ মে ২০০৯ ১৬:০৩ | 144.160.5.25
  • ভাত দেয়ে, ডাল দেয়, পরীক্ষা দেয়, এমনকি লোকে ঢপও দেয়। কিন্তু গরম, ঠান্ডা এইসব কি করে দেয় মাইরী!
  • sinfaut | ২৮ মে ২০০৯ ১৬:০২ | 203.91.207.30
  • গরম দিয়ে মানে রোয়াব দেখিয়ে। তাই তো? আমি অবশ্য দেখিনি দিপু বা অন্য কোন ঘটিপুঙ্গব কোথায় এটা ইউজ করেচে।
  • shrabani | ২৮ মে ২০০৯ ১৬:০১ | 124.30.233.105
  • আমারও কিন্তু স্যানের প্রবলেমটা কম্পু পোকার মনে হচ্ছে।
    হ্যাঁ দ ভাকরিই ছিল।
  • sinfaut | ২৮ মে ২০০৯ ১৬:০১ | 203.91.207.30
  • "নিয়্যাগ্গুন" বা "তাই না বটে"র মতন হাওড়িক নুয়ান্সগুলো লোকের তেমন চোখে পড়েনি ঃ-))
  • dipu | ২৮ মে ২০০৯ ১৬:০০ | 207.179.11.216
  • "খাইসে! পোকায় পাইসে!!' ঃ-))
  • Arijit | ২৮ মে ২০০৯ ১৬:০০ | 61.95.144.123
  • গরম নিতে শুনেছি/দেখেছি। দেয় কি করে?
  • san | ২৮ মে ২০০৯ ১৫:৫৯ | 12.144.134.2
  • 'গরম দিলে' মানে? তপ্ত হৃদয়ে? বা তাপিত হৃদয়ে?
  • dipu | ২৮ মে ২০০৯ ১৫:৫৭ | 207.179.11.216
  • বাঙালরা "গরম দিলে' র বদলে কি বলে?
  • d | ২৮ মে ২০০৯ ১৫:৫৪ | 144.160.5.25
  • আজকাল খুব ঘটিভাষা শোনা যাচ্ছে এখানে
    "গরম দিলে', "পোকায় পেয়েছে' ইত্যাদি ইত্যাদি।
    খিক খিক।
  • Arijit | ২৮ মে ২০০৯ ১৫:৫২ | 61.95.144.123
  • স্যান ঘোড়ামামার গপ্পো পড়নি? সেলেফ হেলেপ?
  • Blank | ২৮ মে ২০০৯ ১৫:৫০ | 170.153.65.102
  • এমনি খুলে নিয়ে ধুলো পোষ্কার কর। ঠিক হয়ে যাবে
  • dipu | ২৮ মে ২০০৯ ১৫:৫০ | 207.179.11.216
  • তাওতো বটে। একখান অ্যাভা নামিয়ে স্ক্যান করো। এভিজি ভালো।
  • san | ২৮ মে ২০০৯ ১৫:৫০ | 12.144.134.2
  • তুমি লোক তাড়ানোর জন্য পোকা ডাকতে বলছ?
  • Arijit | ২৮ মে ২০০৯ ১৫:৪৯ | 61.95.144.123
  • আরে পোকা তাড়ানোর জন্যে লোক ডাকতে হবে কেন?
  • dipu | ২৮ মে ২০০৯ ১৫:৪৮ | 207.179.11.216
  • আমার মনিটর বিগড়েছিল, আমি স্যামসাং সার্ভিস সেন্টারের লোককে ডেকে আনলাম, ঠিক করে দিয়ে গেল। তোমার ল্যাপি যাদের তাদের সার্ভিস সেন্টারে ফোন লাগাও।
  • san | ২৮ মে ২০০৯ ১৫:৪৬ | 12.144.134.2
  • কম্পু সারানোর দোকান কোথায় পাওয়া যায়? ভুতো, দিপু, অপ্পন, সায়ন্দা ইত্যাদিরা কি জান?
  • d | ২৮ মে ২০০৯ ১৫:৪২ | 144.160.5.25
  • যে কোন কম্পু সারানোর দোকানে নিয়ে গেলেই খুলে পরিস্কার করে দেবে। ভেতরে হয়ত আরশোলা বা পিঁপড়েয় বাসা বানিয়েছে। আর হ্যাঁ ভাইরাস, স্পাইওয়ার ইত্যাদিও চেক করিয়ে নেওয়া দরকার।

    আইসক্রীম ইত্যাদি ২-১টা জিনিস বাদে ফ্রোজেন আর কোন খাবারই ভাল লাগে না। পুরাণপোলি'ও লাগবে না স্বাভাবিক। টাটকা পুরাণপোলির সাথে কোলাপুরি বা কোঙ্কনি কোন আইটেম কিম্বা নিদেনপক্ষে ঝাল চাটনিও দুর্দান্ত লাগে। মিষ্টি খেতে হলে শিকরখন্ড খাও না বাপু। কিম্বা মোদকও খেতে পারো।

    শ্রাবণী কি ভাক্‌রি খেয়েছিলে?
  • intellidiot | ২৮ মে ২০০৯ ১৫:৩৮ | 220.225.245.130
  • আমার তো সক্কাল থেকেই ইয়াহু খোলা। এই জাতীয় কোন সমস্যা করেনি। তবে ইয়াহুতে অন্য একটা ঝামেলা দেখাচ্ছে এক হপ্তা ধরে। লগ ইন করার পরে এটা দেখাচ্ছেঃ

    Ooops. Yahoo! Mail can't load

    Loading Yahoo! Mail failed due to a client side error

    You might try going into your firewall settings, and disabling "Ad blocking". If that doesn't work, please contact customer care.

    * Try clearing your browser cache
    * Try clearing your browser cookies
    * Taking too long? More info
    * If you received an ActiveX warning, please enable ActiveX
    * Check your email in Yahoo! Mail Classic
    * Switch back to Yahoo! Mail Classic
    by opting out of Yahoo! Mail
    * Click here to try again


    নিচের Click here to try again এ ক্লিক করলে নর্মালি খুলে যাচ্ছে, নো অসুবিধা। ফোর্টিগার্ড বলে ব্লকার একখানা লাগিয়েছে বটে (বত্তমিজ) কম্পানি, তবে সে তো বহুদিন আগে। হঠাৎ করে এখন কেন এই সমস্যা কেন কী জানে।
  • san | ২৮ মে ২০০৯ ১৫:৩৫ | 12.144.134.2
  • 'আমার' ভিতরে বাহিরে? দেখি, যদি কারো কাছে দীক্ষা নেওয়া যায়, জপতপ করা যায় ঃ-(
  • sinfaut | ২৮ মে ২০০৯ ১৫:৩৫ | 203.91.207.30
  • ল্যাপির ব্যাগটা অন্তত ভালোভাবে ইউজ করা যাবে, এই বাজার টাজার করতে।
  • d | ২৮ মে ২০০৯ ১৫:৩৪ | 144.160.5.25
  • এহেহে লিখে কিরম খারাপ দেখাচ্ছে!
    ওটা "তোমার ল্যাপীর' বলে পড়তে হবে।
  • d | ২৮ মে ২০০৯ ১৫:৩৩ | 144.160.5.25
  • স্যান আমার মনে হয় তোমার ভিতরে বাহিরে নোংরা জমেছে। দুইই পরিস্কার করতে হবে।
  • san | ২৮ মে ২০০৯ ১৫:৩২ | 12.144.134.2
  • দমদি আমাকে বলেছিল বটে অ্যান্টিভাইরাস ধরে আনতে

    যাগ্গে, ম্যাঙ্গো মালপুয়া খেলাম, মানে খেতে হল আর কি, কি খারাপ খেতে রে ভাই
  • Arijit | ২৮ মে ২০০৯ ১৫:৩১ | 61.95.144.123
  • সে কম্পু খুলে পোস্কার আমি করতুম - ডেস্কটপ। ল্যাপি খুলিনি কখনো। বার কয়েক কীবোর্ড থেকে সব কী গুলো খুলে সাবানজল দিয়ে ধুয়েও রেখেছি।
  • Arijit | ২৮ মে ২০০৯ ১৫:২৮ | 61.95.144.123
  • আইই ট্যাব, বঙ্গলিপি, পদ্মা, গুগুল টুলবার, গুগুল ক্যাল - এগুলো অনেকদিন ধরে চলছে - ঝামেলা ছিলো না। গত হপ্তায় স্কাইপ ইনস্টল করেছিলুম - আর কাল থেকে দেখছি ফাফ ঝোলাচ্ছে। আমার ফাফ ৩। ওই স্কাইপটা কালপ্রিট হতেই পারে। ডিসেবল করার পর মিনিট কয়েক গেছে - এখনো কিছু হয়নি। দেখি।

    সেকেণ্ড কালপ্রিট পসিবিলিটি হল ইয়াহু মেল। আজকে হয়তো ওদের কিছু গোলমাল আছে। ফের ক্র্যাশ করলে ওটা বন্ধ করে দেখবো।
  • san | ২৮ মে ২০০৯ ১৫:২৮ | 12.144.134.2
  • আর আমি কিনা ভাবছিলাম কম্পু খুলে পোষ্কার করার কথা হচ্ছে ঃ-)))))))))
  • intellidiot | ২৮ মে ২০০৯ ১৫:২৫ | 220.225.245.130
  • ফাফ ২ জানালাতে সেম সমস্যা করছিল আই ই ট্যাব প্লাগইন এর জন্য। ফাফ ৩ থেকে লিনাক্সে কিম্বা জানালা কোনটাতেই এই সমস্যা দেখিনি।
  • Arijit | ২৮ মে ২০০৯ ১৫:২৪ | 61.95.144.123
  • সিক্লিনার, এভিজি, এফ-সিকিওর, নর্টন - এসব যোগাড় করে দ্যাখো। ডিপার্টমেন্টাল স্টোরের সাবানের তাকে পাবে না কিন্তু;-)

    পোস্কার বলতে ভাইরাস, ট্রোজান ইত্যাদির জন্যে চেক করো। স্পাইবট নামিয়ে দেখতে পারো - ট্রোজান বা স্পাইওয়্যারের জন্যে, কোনো অ্যান্টিভাইরাস চালিয়ে দেখো...

    ভুতো - স্কাইপ প্লাগইনটাই একমাত্র নতুন। সেটাকে ডিসেবল করে দেখছি।
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত