এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • san | ২৭ মে ২০০৯ ১৩:০৮ | 12.144.134.2
  • নিজের বাড়ির জিনিস খামখা চুরি করে খেতে যাব কেন? বলেকয়েই খেতাম ঃ-((
  • d | ২৭ মে ২০০৯ ১৩:০৮ | 144.160.5.25
  • কনফু'র একটা খতরনাক গল্প আছে "ইঁদুরকল' নামে। গল্পটা খুবই ভাল, কিন্তু আমার খুব অস্বস্তি হয়েছিল গল্পটা পড়ে। ছেলেটা এত্ত ভাল লেখে ....

    এই পামিতা, তোমাকে আমি অথেন্টিক কোলহাপুরি কুইজিন রেকো করেছি। খেয়ে এসে জানিও।
  • dipu | ২৭ মে ২০০৯ ১৩:০৪ | 207.179.11.216
  • ঠাকুর পাঠিয়েছেন। তুমি কি কখনো নাড়ু চুরি করে খেয়েছিলে?
  • san | ২৭ মে ২০০৯ ১৩:০২ | 12.144.134.2
  • এদিকে এক হাস্যকর কেস হল কিছুদিন ধরে আমাদের বাড়িতে ল্যান্ডলাইনে ফোন করে আর পাওয়া যায়না কেননা দুদিন অন্তর নাকি কোথা থেকে ইঁদুর এসে টেলিফোনের তার কেটে দিচ্ছে। কি অদ্ভুত, তিনতলার উপরে ইঁদুর উঠে নাকি ঘুরে বেড়াচ্ছে , আর ফোনের তার লাগাতে দুবার লোক এসেছে কিন্তু এখন তারা আর বিরক্ত হয়ে আসেওনা ঃ-)))))
  • dipu | ২৭ মে ২০০৯ ১২:৫৭ | 207.179.11.216
  • আমি দশবার চেষ্টা করলে একবার বাড়িতে ফোন যাচ্ছে।
  • san | ২৭ মে ২০০৯ ১২:৫৫ | 12.144.134.2
  • হ্যাঁ কোলকাতার অনেক মোবাইলেই ফোন করা যাচ্ছেনা। আমি বাড়িতে ঠিকই ফোন করতে পাচ্ছি কিন্তু আর কোথাও পাচ্ছিনা ঃ-(
  • san | ২৭ মে ২০০৯ ১২:৫৩ | 12.144.134.2
  • হানুদাআআআআআআআ
  • Arijit | ২৭ মে ২০০৯ ১২:৪৯ | 61.95.144.123
  • জল নেই, কারেন্ট নেই অনেক জায়গায় এখনো - তাই। যে রেটে গাছ পড়েছে আর তার ছিঁড়েছে তাতে আরো সময় লাগবে পুরো রিস্টোর হতে।
  • dipu | ২৭ মে ২০০৯ ১২:৪৬ | 207.179.11.216
  • হদা এসেচে, হদা এসেচে
  • shrabani | ২৭ মে ২০০৯ ১২:৪৫ | 124.30.233.105
  • কিসের অবরোধ?
    কলকাতার কোনো মোবাইলে লাগছেনা।ঃ(
  • Arijit | ২৭ মে ২০০৯ ১২:৪১ | 61.95.144.123
  • আজ সকালেও নেতাজীনগর, পল্লীশ্রী, রুবি, ভিআইপি বাজারে বন্ধ ছিলো - সেই চৌভাগা ঘুরে এসেছি।
  • Arijit | ২৭ মে ২০০৯ ১২:৩৮ | 61.95.144.123
  • সন্ধ্যেবেলা কোথায় কোথায়? কাল সায়েন্স সিটি থেকে রাস্তা বন্ধ করে দিয়েছিলো - চার নং ব্রীজ দিয়ে রাণীকুঠি অবধি পুরো দাঁড়িয়ে দাঁড়িয়ে গেছি!
  • Blank | ২৭ মে ২০০৯ ১২:৩৫ | 203.99.212.224
  • বহু কষ্টে অবরোধ পেরিয়ে আপিস এলাম। ফের নাকি ৬ টা থেকে অবরোধ
  • sinfaut | ২৭ মে ২০০৯ ১১:২০ | 203.91.193.5
  • RMA বলতে মনে হয় Recording management area, gnomebaker দিয়ে ট্রাই করেছি। একই কেস।
  • Bhuto | ২৭ মে ২০০৯ ১১:১০ | 203.91.193.5
  • সিফোঁ RMA তো Remote Memory Access এছাড়া আছে Direct Memory Access or DMA। এগুলো ড্রাইভের কনফিগারেশন। IDE ATA/ATAPI Controllers এ চ্যানেলগুলোর ওপর রাইট ক্লিক করে প্রপার্টিসে গেলেই অ্যাডভান্সড সেটিংস এ দেখতে পাবি DMA । তবে RMA ঠিক কোথায় সেট করতে হয় ভুলে গেছি। DVD র প্রবলেম হতে পারে।

    Gnomebaker দিয়ে ট্রাই করে দেখতে পারিস।
  • dipu | ২৭ মে ২০০৯ ১১:১০ | 207.179.11.216
  • অজ্জিদ্দার্মনখারাপ্টামিক্যামন্ঠিকধরেছিলাম।
  • intellidiot | ২৭ মে ২০০৯ ১১:০৫ | 220.225.245.130
  • a, তুমি গুগল বিগটেবিল এর পেপারটা দেখতে পারো। ওটা বেশ ভাল। আর অ্যাপাচে এইচবেস এর সাইটেও অনেক মালপত্তর আছে।
  • Paramita | ২৭ মে ২০০৯ ১১:০২ | 216.10.193.22
  • সত্যি বিশেষতঃ আম্রিকার লোকেরা কেমন হেজিয়ে গেছে। আগে সবাই কেমন দায়িত্ব নিয়ে দুপুরবেলায় হাজির হত। গোটা পঞ্চাশেক পাতা না ভরিয়ে বাড়ি ফিরতো না। রাত্তিরের লোকেরা ভাটকম্পিতে হৈ হৈ করে হারতো। ইউরোপের লোকেরা দু নৌকোয় পা রেখে চলতো, সারারাত আপিশ থেকে ভাটিয়ে আবার সন্ধেয় বাড়ি ফিরে ডিমের ঝোলে সুখদুঃখের ফোড়ন দিতে দিতে কত কথাই না কইত। সে বড় সুখের দিন ছিল।
  • Arijit | ২৭ মে ২০০৯ ১০:৫৫ | 61.95.144.123
  • (১) আয়লার কল্যাণে আপিসে দুদিন নেট ছিলো না
    (২) কাল রাতে বাড়ি পৌঁছতে লেগেছে তিন ঘন্টা চল্লিশ মিনিট
    (৩) আজ সকালে আপিসে এসেছি দু ঘন্টায় - চৌভাগা নামক কোনো এক জায়গা ঘুরে
    (৪) আমার অসম্ভব মন খারাপ - একটা গোলাকার বস্তু নিয়ে কোনো এক খেলা সংক্রান্ত ঘটনায়
    (৫) অয়ন - কলাম স্টোর (বা c-store) বলে গুগুল করলে স্টোনব্রেকারের অনেক পেপার পাবি
    (৬) চার পাঁচ দিনের সব পড়তে অনেক সময় লাগবে
  • dipu | ২৭ মে ২০০৯ ১০:৪৮ | 207.179.11.216
  • আজকাল ক্যামন ফাঁকা-ফাঁকা হয়ে গ্যাছে ঃ-(
  • sinfaut | ২৭ মে ২০০৯ ১০:১৪ | 203.91.193.5
  • কেথ্রিবি হলো গিয়ে কেডিই-র ডিফল্ট বার্নার।

    চাঁদনি গিয়েই কিনতে হবে।
  • dipu | ২৭ মে ২০০৯ ১০:০৯ | 207.179.11.216
  • কেথ্রিবির নামই শুনিনি। আমি সর্বদা moserbaer এ রাইট করি। চাঁদনী তে ১০০টা ডিভিডি ১৩০০-১৪০০ এলাকায় পাওয়া যায়।
  • sinfaut | ২৭ মে ২০০৯ ১০:০৪ | 203.91.193.5
  • **চাপা।
  • sinfaut | ২৭ মে ২০০৯ ১০:০০ | 203.91.193.5
  • নিরো তো নাই, কেথ্রিবি। RMA টাইপের জঞ্জাল নিরোতেও আসবে, যদি লগ মেসেজ দেখিস। এমনিতে হয়তো চাপ দেওয়া থাকে বার্ন ডিটেল্‌সগুলো। কে জানে হয়তো সোনির ডিভিডির প্রবলেম। এদিকে আমি বাড়ির কাছে কোথাও ডিভিডি খুঁজে পাচ্ছি না। ঃ((
  • sinfaut | ২৭ মে ২০০৯ ০৭:৫৯ | 218.248.76.21
  • সান্দা, রাইটো, আমারও সোনি ডিভিডি রাইত করতে গিয়ে কেসটা হলো।
  • Samik | ২৭ মে ২০০৯ ০৭:৪৮ | 122.160.41.29
  • সকালে ভাটের উঠোনে কেউ ঝাঁটাও লাগায় টাগায় না?
  • Samik | ২৭ মে ২০০৯ ০৬:৩৮ | 122.160.41.29
  • আম্রিগানরা আজ রাতে ভাটালো না?
  • dipu | ২৭ মে ২০০৯ ০৬:২১ | 121.243.161.234
  • হুঁ, খেলা তো আজ রাত্তিরে।

    আমি পাতি নিরোতে রাইট করি, moserbaer ডিভিডি, কক্ষণো ঐসব RMA ইত্যাদি জঞ্জাল আসেনি।
  • a | ২৭ মে ২০০৯ ০০:৩০ | 122.162.115.189
  • অজ্জিতদা, কলমনার ডিবি নিয়ে কিছু white paper বা রিডিং মেটিরিয়াল্‌থাকলে পাঠাবে? একটু দরকার। প্রোপ্রাইটারি জিনিস চাই না, public domain material হলেই হবে।
  • Samik | ২৬ মে ২০০৯ ২৩:৫৭ | 122.162.236.12
  • ও হ্যাঁ, মনে পড়ল, টাটার চা আর নুন খাই। আর কিছু না।

    ঘুমোতে যাই। মাম্মাম্মা।

    ইশেন, তোমার সেই জিনিস কাল পাবে। আপিসের ল্যাপিতে আছে। কাল পাঠিয়ে দেব।
  • Arpan | ২৬ মে ২০০৯ ২৩:৪০ | 122.252.231.12
  • আরে তাই তো। খেলা তো কাল।
  • Tim | ২৬ মে ২০০৯ ২৩:৩২ | 198.82.167.98
  • অপ্পন,
    খেলা কালকে না?
  • sayan | ২৬ মে ২০০৯ ২৩:২৮ | 115.108.25.26
  • গ্লাম। গ্নাইট।
  • sayan | ২৬ মে ২০০৯ ২৩:১৮ | 115.108.25.26
  • এই বস্তু আমার সোনি ডিভিডি প্যাকেও হচ্ছে। প্রথমে পাতি উইন্ডোজ মুভি মেকার দিয়ে বার্ন কত্তে গেলে পুরো রাইট করে স্লট হ্যাং হয়ে যাচ্ছিল। পরে নিরো দিয়ে বানাতে গিয়েও একই কেস। Updating RMA টা কি জিনিস? আমি ভাবছিলাম রাইট স্পীডে মিসম্যাচ।
  • Arpan | ২৬ মে ২০০৯ ২৩:১৬ | 122.252.231.12
  • দিপু, খেলা কটা থেকে?
  • sinfaut | ২৬ মে ২০০৯ ২৩:০৯ | 218.248.76.23
  • এই ফেয়ার ইউজার পলিসি তো এর আগে এয়ার্টেলও শুরু করেছিল, তারা কি উঠিয়ে নিয়েছে নাকি?

    ও হ্যাঁ, ডিভিডি বার্ন করতে গিয়ে তিনখানা ডিভিডি পরপর হলো কি, ১০০% রাইট করে নিয়ে updating RMA... বলে এক জায়গায় ঘন্টাখানেক করে থমকে গেল, শেষমেশ তিনটেই চটকালো আর কি। এমন কেস কেন হয়? এই RMA বস্তুটা কি কারওর জানা আছে? গুগল করে তেমন কিছু পেলাম না, এক জায়গায় শুধু লিখেছে, অনেক সময় ভুলভাল লটের মালে এরকম প্রবলেম হয়। ঃ(((
  • kd | ২৬ মে ২০০৯ ২২:৫৮ | 72.229.130.144
  • উত্তর দিতে দেরী হয়ে গেল। নাতিকে হাগাতে নিয়ে বেরিয়েছিলুম, ব্যাটার গাছ আর পছন্দ হয় নাঃ(

    সায়ন, ফ্রি জিনিসের আবার পছন্দ-অপছন্দ কি? ব্যবহার না করলেই হলো। অ্যান্সারিং মেশিন লাগানো যায়, এছাড়া বিপদে আপদে কাজে লাগে - ব্রডব্যান্ড ডাউন থাকলে (বা না থাকলেও) মোডেম দিয়ে বিএসএনএলএর ফ্রি ইন্টারনেট কানেক্‌শন পাওয়া যায় (অগতির গতি হিসেবে খারাপ না, খুব কম লোক ব্যবহার করে বলে ভালো স্পিড পাওয়া যায়)।

    তিন চার দিন দেরী মানে কোন একটা অফার ছিলো তখন বুড়োদের ২৫০ টাকার সার্ভিস ১৫০ টাকায় দিচ্ছিলো - আমি সেটা মিস করেছিলুম।

    ডি, এর মধ্যেই ফিরলুম মানে? আমি তো নিউইয়র্কেই - মাঝে মধ্যে দুতিনদিনের ট্রিপ মারি, কখনও নিজের বাড়ী যাই, কখনও কাছাকাছি বন্ধুদের বাড়ী। ১৫ই জুন কলকাতায় ফিরবো।
  • sayan | ২৬ মে ২০০৯ ২২:৫৪ | 115.108.25.26
  • হুঁ, তেমনটাই ভাবছিলাম।
    আজকে একদল নবীন জনতা-জনতী লিফ্‌টে বাচ্চামি করছিল। তো এক কন্যা ক্যাটখুকীর মত আদিখ্যেতা কত্তেই এক বালক যে না চলন্ত লিফ্‌টে একটু ধপাস করে নেচেছে ব্যাস! ইনি আটকে গেলেন দেয়াল-দরজার মাঝ বরাবর। সেখান থেকে উদ্ধার পেতে ঝাড়া আধ ঘন্টা।
    সিঁড়ি সবচে ভালো।

    (সিঁফো কি সেই সোয়া আট্টা থেকে খাবলা খাবলা মাটি খেয়েই চলেছে, খেয়েই চলেছে?)
  • d | ২৬ মে ২০০৯ ২২:৩৭ | 117.195.38.253
  • হ্যাঁ। আমি স্রেফ অ্যালার্মটাকে চেপে ধরে থাকি। ঃ( ঃ(
  • sayan | ২৬ মে ২০০৯ ২২:৩৪ | 115.108.25.26
  • নাহ্‌। কিন্তু তুমি বোধয় একটু ক্লাস্ট্রোফোবিক। কখনও একলা লিফ্‌টে আটকেছো?
  • d | ২৬ মে ২০০৯ ২২:২৯ | 117.195.38.253
  • ওমনি তো কখনও পুণে বা গুরগাঁওতে ট্যাক্সি হিসাবে পাই নি। কোন্নগর গেলে অবশ্য পেয়েছি বারকয়েক। তা সে আমাদের জি টি রোডে কক্ষুনো ৪০ এর বেশী স্পীড তোলা যায় না ..... কাজেই গা গোলাবে কিনা জানিনা।
  • d | ২৬ মে ২০০৯ ২২:২৮ | 117.195.38.253
  • আইল্লা! সায়ন কি গাড়ি-ফ্রিক নাকি রে?

    ও হ্যাঁ আবছা মনে হচ্ছে বোধহয় ৮০০ তেও স্পীড বাড়লে পেছনের সিটে বসলে গা গোলায়।
  • sayan | ২৬ মে ২০০৯ ২২:২৬ | 115.108.25.26
  • * চালাই
  • Arpan | ২৬ মে ২০০৯ ২২:২৬ | 122.252.231.12
  • মারুতি ওমনির সাথে তুলনা হতে পারে। ট্যাক্সি হিসাবে তো প্রচুর ওমনি এখনো রাস্তায় দিব্যি চলে।
  • Arpan | ২৬ মে ২০০৯ ২২:২৪ | 122.252.231.12
  • মিডসাইজড কারের সাথে এসইউভির তুলনা হয় নাকি।
  • sayan | ২৬ মে ২০০৯ ২২:২৩ | 115.108.25.26
  • ইন্ডিকায় (ডিজেল) স্পীড ৮০ পেরোলে গাড়ির ভাইব্রেশনে গা গোলায়। এছাড়াও পিছনের "বাকেট সীট'এ যারা ধারে বসে তাদের ঘাড়ে স্পন্ডি আর কোমরে বাত শিওর শট।
    কোয়ালিস গোলা গাড়ি। অমন টার্নিং রেডিয়াস কাউর নাই।
    ন্যাঙো চলাই নাই। শুনিয়াছি আওয়াজে বাজাজ RE অক্কা পায়।
  • d | ২৬ মে ২০০৯ ২২:২২ | 117.195.38.253
  • কি মুশকিল! ট্যাক্সি হিসাবে তো ওরকমই সব অল্টারনেটিভ পাওয়া যায়। ইন্ডিকায় চড়বো না বললে কোয়ালিস কিম্বা ইনোভা পাঠিয়ে দেয় তো। তা নাহলে আর তুলনা করলাম কি করে।
  • Ishan | ২৬ মে ২০০৯ ২২:২০ | 12.163.39.254
  • কিন্তু গা গোলাবে কেন? এ কি দোলনা নাকি?
  • d | ২৬ মে ২০০৯ ২২:২০ | 117.195.38.253
  • তাই বলো। আমি ভাবলাম তুইমি কোন একটা অটোর রুটে হত সাইড বিজনেস হিসাবে চালাচ্ছ। ঃ))

    নাঃ আমি সিরিয়াসলি ভাবছি অগাস্ট থেকে বাণিজ্য শুরু করব।
  • dipu | ২৬ মে ২০০৯ ২২:১৯ | 121.243.161.234
  • লোকটা বুদ্ধি করে ক্যামন নুনের ব্যাবসা ফেঁদেছে। কেউ গাল পাড়লেই অম্নি উল্টে গাল দেবে ... শালা, আমার নুন খেয়ে ....
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত