এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • arjo | ২০ মে ২০০৯ ০৫:১২ | 24.42.203.194
  • মাইক্রসফট বাজারে নতুন সার্চ ইঞ্জিন আনছে।
  • Tim | ২০ মে ২০০৯ ০১:৫৬ | 198.82.167.98
  • ইন ফ্যাক্ট এই তক্কোটক্কো করাটাও একটা গেম। হারজিতের ব্যাপারটাই আসল (আমাদের ইস্কুলে শেখা অভ্যেস কিনা কে জানে)। এটাকেও ইন্ডোর গেম হিসেবে অলিম্পিকে ঢুকিয়ে নিলেই হয়। ঃ-)
  • arjo | ২০ মে ২০০৯ ০১:১৮ | 168.26.215.13
  • স্লেজ করে আমি সবাইকে হারিয়েছি। শুধু পারিনি বাস পীটার নামক একটি ডাচ ছেলেকে। সে দিল্লি এসেছিল কি যেন একটা পড়তে। একদিকে বাস আর একদিকে আমরা সবাই, কোনোদিনও ২০ দানের বেশি খেলা এগোয় নি। তাই শেষের দিকে বুদ্ধি করে দাবা ছেড়ে ওকে ক্রিকেট খেলা শিখিয়েছিলাম।
  • Ishan | ২০ মে ২০০৯ ০১:০৭ | 12.163.39.254
  • দাবায় স্লিজিং টা মাস্ট। স্লেজিং করে আমি প্রচুর ম্যাচ জিতেছি। আর বডি ল্যাঙ্গুয়েজ দিয়ে। এমন একটা ভাব দেখাতে হবে, যেন, তুমি খেলার কি জান হে ছোকরা?

    এই দুটো না থাকলে আমি দাবায় একটা খেলাও জিততে পারবনা। সেই জন্য এখন আর খেলিনা।
  • arjo | ২০ মে ২০০৯ ০১:০৩ | 168.26.215.13
  • হয়ত, সামনা সামনি খেলা হলে। ডাবলস, মিক্সড ডাবলস, ওয়ান টু মেনি, স্লেজিং সবই চলে কিন্তু ভার্চুয়াল হলে এট্টু মুশকিল। স্লেজ না করে কি আর জেতা যায়! ঐ জন্যই তো সিংফোংয়ের কাছে হেরে গেলাম।
  • Ishan | ২০ মে ২০০৯ ০০:৩৮ | 12.163.39.254
  • দাবায় ডাবলস হয়না?
  • Tim | ১৯ মে ২০০৯ ২২:৫৯ | 71.62.2.93
  • সিফোটা এমনভাবে বলছে যেন কতবার হেরেছে! ঃ(
  • Bhuto | ১৯ মে ২০০৯ ২২:৫৭ | 117.194.229.230
  • সোমুদা টা আশপাশে আছে নাকি রে সিঁফো? এখনও লিষ্টটা দেখা হয় নি, কাইট্যা ফ্যালবা তো আমারে।
  • arjo | ১৯ মে ২০০৯ ২২:৩১ | 168.26.215.13
  • খাইসে সিংফোং টিমের কাছে হারে! ভাগ্যিস টিমের সাথে খেলি না। টিম আমাকে বাঁ হাতে খেলে হারিয়ে দেবে।
  • sinfaut | ১৯ মে ২০০৯ ২১:৫৭ | 218.248.76.22
  • কতকটা কি থেকে কি হইয়া গেল স্টাইলে।
  • sinfaut | ১৯ মে ২০০৯ ২১:৫৭ | 218.248.76.22
  • হুঁ, তারপর ফুস করে হেরেও যাইঃ(
  • Arpan | ১৯ মে ২০০৯ ২১:৫০ | 122.252.231.12
  • ত্রিপাক্ষিক লড়াই চলছে নাকি? দমদমের মত?
  • Tim | ১৯ মে ২০০৯ ২১:৪৩ | 71.62.2.93
  • সিফোটা বড্ড বিচ্ছিরি বিচ্ছিরি চাল দ্যায়। পোচ্চুর ভাবতে হয় তারপর।
  • sinfaut | ১৯ মে ২০০৯ ১৯:৫০ | 218.248.76.22
  • কি আওয়াজ মাইরি।
  • arjo | ১৯ মে ২০০৯ ১৮:৪০ | 168.26.215.13
  • আরে তর্ক তো দুই মিনিটে শেষ হয়ে যায়। কিন্তু তোমাদের মতন তুখোড় প্লেয়ারদের সাথে খেলতে গেলে প্রচূর সময় লাগে। বড্ড নেশা। দাঁড়াও একটু সামলে নিই। আবার খেলছি।
  • sinfaut | ১৯ মে ২০০৯ ১৮:৩১ | 203.91.207.30
  • আর্যদা, এত তর্ক না কইরা একটু ওদিক পানে এসে দাবা খেললেও তো পারো।
  • Arijit | ১৯ মে ২০০৯ ১৭:৩৮ | 61.95.144.123
  • তাইলে ভাবো শনিবার দিনটা কেমন গেছে। ভোটের রেজাল্ট (ইস্পেশ্যালি সুজনদা হেরে যাওয়াতে বহুত দুঃখ পেয়েছিলুম), ফুলহ্যাম ম্যাচে হার (তাও অফসাইড গোল আর ভ্যালিড গোল বাতিল), আর হাল সিটি-বল্টন ড্রঃ-((
  • shrabani | ১৯ মে ২০০৯ ১৭:২৭ | 124.30.233.102
  • আর অরিজিত দুইয়েরই সমর্থক সেটা মিস করলে চলবে! (মঃ)
  • Arijit | ১৯ মে ২০০৯ ১৭:০০ | 61.95.144.123
  • নিউক্যাসল ম্যানেজমেন্ট = সিপিএম পলিটব্যুরো - গাঁটের মতন ডিসিসন নিয়ে টিমটাকে ডুবিয়েছে।
  • stoic | ১৯ মে ২০০৯ ১৬:৫৮ | 160.103.2.224
  • না, না, ঝোলাবে না। নিউক্যাসল নেমে যাবে না, চিন্তা নেই।
    তবে নেক্সট সিজনে একটা ঠিকঠাক টিম দাঁড় করাও, জমে যাবে।
    এখন চ্যাম্পিয়নস লীগ ফাইনালে শেষরক্ষা হলেই হয়।
    হ্যাঁ নাইট রাইডার্স জিতেছে দেখলাম, কিন্তু এ তো সিপিএম কেস, আ লিট্‌ল বিট টু লেট। ;-))
  • Arijit | ১৯ মে ২০০৯ ১৬:৪৮ | 61.95.144.123
  • ফার্গি যদি আগের মতন ঝোলায় লাস্ট ম্যাচে ফোর্থ টিম নামিয়ে, আমি স্টইককে ধরবো। ২৪ তারিখ হাল সিটি ভার্সাস ম্যানিউ, আর ভিলা পার্কে ভিলা ভার্সাস নিউক্যাসল - শেষ খেলা। হাল সিটি যদি জেতে (যেমন ওয়েস্ট হ্যাম জিতে গেছিলো) তাহলে নিউক্যাসলের কোনো আশা নেই। হাল হারলে নিউক্যাসল ড্র করলেও চলবে। নয়তো নিউক্যাসলকে জিততেই হবে।
  • dipu | ১৯ মে ২০০৯ ১৬:৪৪ | 207.179.11.216
  • ও হ্যাঁ, বার্সেলোনাও ঊনিশতম বার স্প্যানিশ লিগ জিতল। কিংস কাপও জিতল।
  • dipu | ১৯ মে ২০০৯ ১৬:৪৩ | 207.179.11.216
  • ঃ-))))))))
  • r | ১৯ মে ২০০৯ ১৬:৪২ | 125.18.104.1
  • শুধু ম্যানিউ ম্যানিউ করলেই হবে? কাল আমাদের কেকেআরও জিতেছে। দিদির এফেক্ট দেখেছো? নেক্সটবার পরিবর্তন চাই-এর হোর্ডিঙে ম্যাকালামেরও ছবি থাকবে। ;-))
  • stoic | ১৯ মে ২০০৯ ১৬:৩৫ | 160.103.2.224
  • এই ভোটের বাজারে কিছু গুরুত্বপূর্ণ খবর ধামাচাপা পড়ে গেল। এই হয়। সব্বাই ভোট ভোট করে এমন শুরু করল, যে মাঝখান থেকে ম্যান ইউ যে প্রিমিয়ার লীগ জিতল, পরপর তিনবার, এই নিয়ে টোটাল ১৮ বার জিতে লিভারপুলের রেকর্ড ইকুয়াল করল, সে সব নিয়ে কারুর হেলদোল নেই। ঃ)
    আমার অর্পণকে এই নিয়ে কয়েকখান কথা বলার ছিল, কিন্তু এখন টু লেট। আবার নেকস্ট সিজনের জন্য অপেক্ষা করতে হবে। ;-)
  • dipu | ১৯ মে ২০০৯ ১৬:১৬ | 207.179.11.216
  • সিংজী বেহেনজীকে ছোটবোন বলেছেন। অম্নি বেহেনজী নিঃশর্ত সমর্থন ঘোষণা করেছেন।
  • r | ১৯ মে ২০০৯ ১৫:৫০ | 125.18.104.1
  • লোভে পাপ না, পাপে লোভ। ;-)
  • sinfaut | ১৯ মে ২০০৯ ১৫:৩৮ | 203.91.207.30
  • লোভে পাপ, পাপে মৃত্যু।
  • shrabani | ১৯ মে ২০০৯ ১৫:৩৬ | 124.30.233.102
  • আমি তো কইলাম! মুইঠ্যা পেটির চেয়ে লোভনীয়।
  • sinfaut | ১৯ মে ২০০৯ ১৫:৩৪ | 203.91.207.30
  • কিসু হওয়ার জন্যি তো কই নাই। এমনিই কইয়া সিলাম।
  • shrabani | ১৯ মে ২০০৯ ১৫:৩৪ | 124.30.233.102
  • এছাড়া বিষ্টিবাদলার বাজারে বেশী না খাওয়াই ভাল!
  • Sudipta | ১৯ মে ২০০৯ ১৫:৩২ | 125.21.53.215
  • টেস্ট
  • Arijit | ১৯ মে ২০০৯ ১৫:২৬ | 61.95.144.123
  • লিচ্চয় বায়স থাকবে পায়সের বদলে। ডাকে নাই ভালোই হয়েছে;-)
  • shrabani | ১৯ মে ২০০৯ ১৫:২১ | 124.30.233.102
  • চিতল পেটি ব্যস? শুনে একটুও কিস্যু হলনা।
    আমাদের বাজারে কি দারুন চিতলের গাদা পাওয়া যাচ্ছে, কদিন ছাড়া ছাড়াই মুইঠ্যা খাচ্ছি। ব্যাচ ২০০৯ কালই শেষ হল।
  • r | ১৯ মে ২০০৯ ১৫:০৭ | 125.18.104.1
  • তবে আজ রাতে শুপ্রবাবুর বাড়ি মোচ্ছব আছে। আমারে ডাকে নাই। ঃ-(
  • dipu | ১৯ মে ২০০৯ ১৫:০৬ | 207.179.11.216
  • আমার এখানে লাঞ্চে গরুরও অখাদ্য একরকম বাঁধাকপির তরকারি দিয়েছিল। নিয়্যাগ্গুন।
  • r | ১৯ মে ২০০৯ ১৫:০৬ | 125.18.104.1
  • নাঃ! দিদির শরীলে অতটা দয়া নাই। বিরোধীদের উনি ডেকে রসগোল্লা খাওয়ান এই বদনাম কেউ দিতে পারবে না। ;-)
  • shrabani | ১৯ মে ২০০৯ ১৫:০৩ | 124.30.233.102
  • জেতার খুশীতে খাওয়াচ্ছে নাকি লোকজন? এটা তো বেশ ভাল কথা।
  • sinfaut | ১৯ মে ২০০৯ ১৫:০০ | 203.91.207.30
  • ইয়াব্বড় একটা চিতল পেটি খেইয়ে এলুম। ওফফ।
  • dipu | ১৯ মে ২০০৯ ১৪:৫৮ | 207.179.11.216
  • আপিসে কয়েকজন এমন রিংটোন লাগিয়ে রেখেছে! মড়ার কানের কাছে বাজালে তড়াক করে উঠবে!
  • Arijit | ১৯ মে ২০০৯ ১৪:৫৭ | 61.95.144.123
  • পারফরমেন্সের ব্যাপারে বলি - এক ভেন্ডররে বল্লুম দিনে ষাট মিলিয়ন সিডিআর তুলবো - যা অবস্থা (ওই লেগ্যাসি কোডের কারণে) তাতে মনে হয় আগে ওর‌্যাকলে তুলে সেখান থেকে অন্য জায়গায় নিয়ে আসতে হবে - ওই অ্যাকোয়াডাক্ট গোছের অ্যানালজি আর কি - বল্ল মোট্টে ষাট মিলিয়ন পার ডে? আমাদের কাছে ও কিস্যু না - তবে ওর‌্যাকল ওই ডাম্প দিতে ঝুলে যাবে কিনা সে জানি নে।

    এই ভেন্ডরের প্রোডাক্টটা আমি ইভ্যালুয়েট করেছি কিছুদিন আগে - ফালতু দাবি বলে মনে হয়নি। তবে নির্ভর করে কি করবে তার ওপর - OLTP হলে এখনও ওর‌্যাকল, কিন্তু OLAP হলে অন্য কিছু ভাবা উচিত।
  • r | ১৯ মে ২০০৯ ১৪:৫২ | 125.18.104.1
  • ভোটের রেজাল্ট বেরোবার পর থেকেই দুবেলা গাঁতিয়ে খাওয়াদাওয়া চলছে। ;-)
  • Arijit | ১৯ মে ২০০৯ ১৪:৪৯ | 61.95.144.123
  • পাস না ফেল?
  • Bhuto | ১৯ মে ২০০৯ ১৪:২৭ | 203.91.207.30
  • টেষ্ট ২
  • Bhuto | ১৯ মে ২০০৯ ১৪:২৬ | 203.91.207.30
  • টেষ্ট
  • Arijit | ১৯ মে ২০০৯ ১৪:২৫ | 61.95.144.123
  • এলসিএমের তিন নংটাও ঠিক সবসময় খাটে না - এই যেমন মিডল ইস্টের এক টেলিকম প্রোভাইডার আমাদের কোং-এর সাথে এখন চুক্তি করেছে ওর‌্যাকলকে বিদেয় করে - কারণ ওর‌্যাকল ওদের সিস্টেম "সঠিক' করতে গিয়ে পুরো ঝুলিয়েছিলো।

    দুই নং টা খাটে। চার নংটাও। তবে দুটোই সাময়িক।

    আদতে আমি করতে চেয়েছিলাম এমন একটা কিছু যেটা ডেটাবেজ প্যারাডাইম অ্যাগনস্টিক - কিন্তু তার জন্যে সময় লাগবে। এই মুহুর্তে তিন মাস হাতে আছে - কাজেই ওই লেগ্যাসি সিস্টেমের মতন ব্যাপার হয়ে যাচ্ছে আর কি...
  • Arijit | ১৯ মে ২০০৯ ১৪:২১ | 61.95.144.123
  • পারফরম্যান্স নিয়ে আমি নিশ্চিত নই - কারণ বহু ব্যাঙ্কে শুনেছি ইনগ্রেস ব্যবহার করে - শুধু ওই জন্যে। mySQL-এর অনেক এঞ্জিন আছে যেগুলো এরকম বড় ভল্যুমের ডেটার জন্যে খুব ভালো - ইনফোব্রাইট বা মেমরি...বা যেমন নতুন এসেছে গ্রীনপ্লাম - ওপেন সোর্স (নট জিরো কস্ট) - ডেটা ওয়্যারহাউজিং-এর জন্যে।
  • intellidiot | ১৯ মে ২০০৯ ১৪:১১ | 220.225.245.130
  • মানে সর্বপ্রথম সমস্যাটা হল পারফরমেন্স রিলেটেড।
    তার পরে আসছে রিসোর্স, সাপোর্ট ইত্যাদি মেলার সমস্যা। হুম।
  • lcm | ১৯ মে ২০০৯ ১৩:০৪ | 69.236.191.160
  • ইন্টেলি,
    ফ্রি ডেটাবেস সল্যুশন, যেমন mySQL বা PostgreSQL - এগুলো দারুন প্রোডাক্ট। কিন্তু, কতগুলো ব্যাপার আছে, যেমন,
    ১) পারফরমেন্স। ধরো একটা টেবিলে ৩০০ মিলিয়ন রেকর্ড আছে। তাতে একটা query চালানো, যা কিনা দুদিন ধরে টেবিল স্ক্যান চালাবে না... ইত্যাদি
    ২) আনুসঙ্গিক টুল - oracle, বা, db2 - এই সব প্রোডাক্টের জন্য ভেন্ডর প্রোভাইডেড টুল ছড়াও গাদা গাদা থার্ড পার্টি টুল এবং সাপোর্ট পাওয়া যায়।
    ৩) এন্টারপ্রাইজ সাপোর্ট - বছরে একটা টাকার বিনিময়ে একটা সাপোর্ট চুক্তি (sla) করা যায়, বিপদে আপদে ভেন্ডর এসে সমস্যা সামাল দেবে, এবং, ব্যবসায়িক কাজকর্ম ব্যহত হবে না।
    ৪) লোক পাওয়া যায় - ব্যাংকক থেকে নিউইয়র্ক, সারা পৃথিবী জুড়ে oracle জানা লোকজন পাওয়া যায়।
    ...
    ...

    আরো আছে। এরকম কিছু ব্যাপার আর কি।
  • intellidiot | ১৯ মে ২০০৯ ১২:৫১ | 220.225.245.130
  • আমার একখান প্রশ্ন আছে। আচ্ছা ওর‌্যাকল ব্যবহার করার সুবিধে কি বিশেষ কিছু আছে? একটি কোম্পানি কোন বিশেষ সুবিধার জন্য অনেক গুলি ফ্রি সলিউসান থাকতেও কেন ওর‌্যাকল সিলেক্ট করে? এই প্রশ্নটা অবশ্য সব প্রোপাইটারি সফ্‌টওয়্যার এর ক্ষেত্রেই করা চলে।
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত