এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • d | ১৫ মে ২০০৯ ১০:৩৮ | 203.143.184.11
  • স্যান আমার খুব সন্দ হচ্ছে আজ কোথায়ও একটা ওয়াক-ইন আছে। ঃ(
  • pi | ১৫ মে ২০০৯ ১০:৩৮ | 69.143.119.233
  • টিম তো দেখছি এক্কেরে অকালপক্ক ! মামির কুমড়োর চেয়েও বেশি মাত্রায় ! :o
  • Samik | ১৫ মে ২০০৯ ১০:৩৮ | 122.162.236.212
  • আস্তে আস্তে কাঁঠালের পক্ষে দল ভারি হচ্ছে। গুড। প্রাণে ভরসা পাচ্ছি। এই জন্যই নতুন মুখ দরকার হয়। বুড়োদের দিয়ে কি আর চলে?
  • dipu | ১৫ মে ২০০৯ ১০:৩৮ | 207.179.11.216
  • সেই ওলটার একটু বয়স হয়েছিল, তাও মনে আছে। ক্যাঁচক্যাঁচ করছিল। অখাদ্য।
  • d | ১৫ মে ২০০৯ ১০:৩৮ | 203.143.184.11
  • * দৃঢ়
    দৃঢ়
    দৃঢ়
    দৃঢ়
    দৃঢ়
  • san | ১৫ মে ২০০৯ ১০:৩৮ | 123.201.53.141
  • ১৩ জন ? কেন, আজ কি কোন ফেস্টিভাল?
  • m | ১৫ মে ২০০৯ ১০:৩৬ | 173.26.17.106
  • দীপুর জন্যে টোকো ডাল আর রকমারি টক ভাত ই ঠিক আছে।
  • d | ১৫ মে ২০০৯ ১০:৩৬ | 203.143.184.11
  • সবেদা'র আইসক্রীম বেশ ভাল খেতে। সবেদা-শেকও ভাল খেতে। এমনি এমনি সবেদাটা একটু ইয়েমত হলেও চলে। কিন্তু কাঁঠাল!!! ওয়া আ আ আক!।

    কাশ্মীরে রস গড়ানো আপেল হতেই পারে। আমি সেনিয়ে কোন সন্দ প্রকাশ করছি না। কিন্তু ঈশান গুল দিচ্ছে বলে দৃড়বিশ্বাস ছিল। মিঠুর কথায় দৃড়বিশ্বাসটা একটু আলগামত হয়ে গেল আর কি।

    আমার টিমের ১৩ খান ছানা আজ ছুটি নিয়েছে। আমার ইচ্ছে করছে একটা অ্যাইব্বড় ঘন্টা এনে ঢং ঢং করে বাজিয়ে দিয়ে ছুটিইইইইইইইইইইই বলে দৌড়ে বেরিয়ে যাই। ঃ(
  • Tim | ১৫ মে ২০০৯ ১০:৩৬ | 71.62.2.93
  • গলার বাইরে দিয়ে না ভেতর দিয়ে?

    আমার তো বেশ লাগতো। মানে আলুর মত না কিন্তু চলে যায়।
  • Bhuto | ১৫ মে ২০০৯ ১০:৩৬ | 203.91.206.167
  • আমি বহুদিন পরে আমার রুমমেটের মধ্যে থেকে মগজধোলাই হয়ে চোরের মতো কাঁঠাল খেতাম। কলকেতায় একটা একাই সাবড়ে দিতাম সেটা ভুলেই গিয়েছিলাম,অপরাধীর মতো লুকিয়ে লুকিয়ে খেতাম,যেন পাপ। পরে এলো সেই দিন।তাদের ই আর এক বন্ধু বাড়ি এল। তাকে জিগাতে সে কইল, কাঁঠাল কে খায় না তার মুখটা আমার একবার দেখতে ইচ্ছা করছে। আমি সটান বলে দিলাম, তোর ই প্রাণের বন্ধু, ব্যস তারপর ক্যাল খেলো।
  • dipu | ১৫ মে ২০০৯ ১০:৩৪ | 207.179.11.216
  • না খেলে আর নিন্দে করব ক্যানো! একবারই আমার গলা দিয়ে নেমেছিল, আর কখনো সুযোগ দিইনি।
  • m | ১৫ মে ২০০৯ ১০:৩৪ | 173.26.17.106
  • শুকনো লংকা দিয়ে ওলসেদ্ধ মাখলে 'খুব'বাজে টা ইগনোর করা যাবে না- সর্ষের তেল আর কাঁচা লংকা দিয়ে মাখতে হবে।
  • sinfaut | ১৫ মে ২০০৯ ১০:৩২ | 203.91.206.167
  • আই কোথায় নিন্দে করলাম, আমার ঢ্যাঁড়শ সেদ্ধ বাদে সব ভালো লাগে।
  • san | ১৫ মে ২০০৯ ১০:৩২ | 123.201.53.141
  • পরেরটা দিপুকে
  • san | ১৫ মে ২০০৯ ১০:৩০ | 123.201.53.141
  • আহা তুই বললি রুটি দিয়ে মাছের্ঝোল ডিমের্ঝোল খাওয়া যায়না তাই বললাম আমি তাও খাই, খাইনা তা নয়। তবে মাছ বেশিরভাগ সময়ে ভাত দিয়েই খাই, ঘাবড়াসনা।

    ওলসেদ্ধ কখনো খেয়েছিস কি? খেয়ে নিন্দে করছিস না না খেয়ে?
  • m | ১৫ মে ২০০৯ ১০:২৮ | 173.26.17.106
  • না না, আপেল টা সত্যি- আমার শাউড়িমা বলেছেন, রস গড়িয়ে কনুই বেয়ে পড়ে গেলো-সঙ্গে মাসি শাউড়িও গলা মিলিয়েছেন-কি সুন্দর আপেল মনে আছে তোর বাপ্পা- সবাই এখন বর কে গুলবাজ ঠাউরাচ্ছে দেখে এইটা বলতে বাধ্য হলামঃ((((
  • Tim | ১৫ মে ২০০৯ ১০:২৩ | 71.62.2.93
  • খুব ইগনোর কত্তে হবে।
  • Tim | ১৫ মে ২০০৯ ১০:২২ | 71.62.2.93
  • শুকনো লঙ্কা দিয়ে ঝাআল করে ওলসেদ্ধ মাখলে খুব মোটের ওপর ভালোই লাগে।
  • sinfaut | ১৫ মে ২০০৯ ১০:২০ | 203.91.206.167
  • কাকে সামলাই। একজন ওলসেদ্ধ খায়না তো আরেকজন রুটি দিয়ে মাছের ঝোল খায়!
  • dipu | ১৫ মে ২০০৯ ১০:১৮ | 207.179.11.216
  • ওলসেদ্ধ ও মানুষ খাওয়ার কথা ভাবতে পারে!!
  • san | ১৫ মে ২০০৯ ১০:১২ | 123.201.53.141
  • শুধু হ্যাঁ, আলুসেদ্ধ , ওলসেদ্ধ এসব কখনও রুটি দিয়ে খাইনি।
  • samik | ১৫ মে ২০০৯ ১০:১১ | 122.162.236.212
  • এইসব বহুপ্রাচীন তর্কে আমি আর নতুন করে ঢুকলাম না। আবার সেই "আমরা আর ওরা' কেস হয়ে যাবে।

    তবে আপেলের ব্যাপারে মামু ঢপ দেয় নাই। কাশ্মীরে তো আর এক টাইপেরই আপেল ফলে না, অনেক টাইপের ফলে। এক্সপোর্ট কোয়ালিটি কেমন খেতে আমি জানি না, তবে এক কামড় মারলেই কনুই অবধি রস গড়িয়ে আসে, এমন আপেল আমি ফি বচ্ছর খাই এখানে। কাশ্মীর, হিমাচল থেকে আসে। ষাট থেকে নব্বই টাকা কিলোতেই পাওয়া যায়। আরও গুড় ঢাললে আরও রস।
  • san | ১৫ মে ২০০৯ ১০:১০ | 123.201.53.141
  • কি বলে ! মাখামাখা ডিমের ডালনা তো রুটি দিয়েই খেতে ভাল রে!

    আমি অবশ্য মাছের ঝোল দিয়েও রুটি খাই।

    কাঁঠাল ভাল খেতে। নো ডাউট।
  • dipu | ১৫ মে ২০০৯ ১০:০৮ | 207.179.11.216
  • খাজা কাঁঠাল!! আহা! অহো! উলুস! যারা ভালবাসেনা তাদের ঈশ্বর ক্ষমা করুন।
  • sinfaut | ১৫ মে ২০০৯ ১০:০৮ | 203.91.206.167
  • কিন্তু গোলাপি জামায় অফ হোয়াইট দাগ কি করে বোঝা যায়? ঃ
  • sinfaut | ১৫ মে ২০০৯ ১০:০৭ | 203.91.206.167
  • সবেদা অতি ভালো ফল। ট্রপিকাল ফল (উইথ কাঁঠাল অ্যাজ অ্যান এক্সেপশন) যারা ভালোবাসে না তাদের মেরু অঞ্চলে পাঠিয়ে দেওয়া হোক।

    ভাত আর রুটির মধ্যে রুটি অনেক ভালো খেতে। অবিশ্যি মাছ বা ডিমের ঝোল দিয়ে রুটি খেতে পারবোনা।
  • arjo | ১৫ মে ২০০৯ ১০:০৬ | 24.42.203.194
  • রস খেতে হলে রসগোল্লা খেলেই হয়, কষ্ট করে হিমাচলে যাও রে, আপেল কেন রে, খাও রে, জামায় দাগ লাগাও রে, সেই দাগ তোলো রে। এত পরিশ্রম কি পোষায়! ঃ)

    যাই ঘুমোই।
  • d | ১৫ মে ২০০৯ ১০:০১ | 203.143.184.11
  • ঘটিদের টেস্ট বাড সম্বন্ধে বিশেষ কিছু না বলাই ভাল, কারণ বিদ্যাবাবু বলেছেন যে "কানাকে কানা .... ইত্যাদি।

    ঈশান সম্ভবতঃ গুলই দিচ্ছে। এই নিয়ে আমার খুব একটা সন্দ নেই বটে। তবে হিমাচলের আপেলে সুমেরুকে সেকেন্ড করলাম। কামড়াতেই ফহাৎ করে একগাদা রস ছিটকে মুখটুখ তো ভরালোই, মায় অত সুন্দর গোলাপী জামাতেও চ্যাটচ্যাটে অফ হোয়াইট ছোপ ধরিয়ে দিয়েছিল। আর সে কি মিষ্টি!

    আর ঐ কাঁঠাল টাঁঠাল নিয়ে কি যেখানে সেখানে কথা বলতে হয় নাকি? খেতে হলে বাথ্রুমের সামনে বসে খেয়ে একেবারে চান টান করে বেরিয়ে আসুন। তাহলে আর গন্ধ তন্ধ নিয়ে আমাদের বিব্রত হতে হয় না।
  • san | ১৫ মে ২০০৯ ০৯:৪৪ | 123.201.53.141
  • সক্কাল সক্কাল ঘটিদের একটু নিন্দে করে নিতে পারলে দেখেছি দিনটা ভাল যায় ঃ-))))
  • dipu | ১৫ মে ২০০৯ ০৯:৩৭ | 207.179.11.216
  • ২) সবেদা অতি খাসা ফল।

    ৪) ঘটিদের গাল পাড়ার অপরাধে স্যান্দিকে দুকিলো মূলোসেদ্ধ খাওয়ানো হোক (কাসুন্দি সহযোগে)।
  • sumeru | ১৫ মে ২০০৯ ০৯:৩৪ | 119.15.152.8
  • কবি হওয়ার প্রেয়োজন নাই, ওটা ফরজন্মের জন্যি বুকিং দিসি।
  • Ishan | ১৫ মে ২০০৯ ০৯:২৮ | 173.26.17.106
  • এই জন্যই সুমেরু কবি।
  • san | ১৫ মে ২০০৯ ০৯:২৭ | 123.201.53.141
  • ১) ফল আর শাক যারা ভালবাসেনা তারা খুব ভুল লোক

    ২) সবেদা আর মূলো অবশ্য যাচ্ছেতাই খেতে

    ৩) রুটি এনি ডে ভাতের থেকে ভাল খেতে

    ৪) ঘটিদের মনে হয় সবকটা টেস্ট বাড থাকেনা
  • sumeru | ১৫ মে ২০০৯ ০৯:২৬ | 119.15.152.8
  • কাশ্মীর বলতি ফারব না। হিমাচলের চৌবাটিয়ায় আপেল বাগানে বসে যে আপেল খাইসিলাম, এবং দুই দিন পরে রানীক্ষেতে হোটেলে বসে, রক্তগঙ্গার কাসাকাসি রস সুটেসিল মনে আসে। মামু কমই কইসে।
  • Ishan | ১৫ মে ২০০৯ ০৯:২৩ | 173.26.17.106
  • সিফো কে দেখে মনে পড়ল।

    ১। বার্নট বাই দা সান আমিই বলেছিলাম।

    ২। ইদানীং খুব হ্যানেকে দেখছি। ফানি গেমস দেখে রাত্তিরে ঘুম হয়নি। পারলে দেখো।

    ৩। আপেলটা কাউক্কে বিশ্বাস করাতে পারিনি। বৌকেই পারিনি, তো অন্য লোক। ঃ(
  • sinfaut | ১৫ মে ২০০৯ ০৯:১১ | 218.248.76.21
  • শুনেই বোঝা যাচ্ছে পুরো গুল।

    আর মামুও জানে যে আমরা জানি এটা গুল।
  • Ishan | ১৫ মে ২০০৯ ০২:২১ | 12.163.39.254
  • পুজোর সময় মনে হচ্ছে।

    তবে রস গড়ানোর গপ্পোটা ১০০% সত্যি। এক কামড় মারতেই কনুই অব্দি গড়িয়ে এল রস। আমি তো হাঁ। আপেল এরকম হয় নাকি?
  • pi | ১৫ মে ২০০৯ ০২:১২ | 128.231.22.89
  • মামু কোন সময়ে কাশ্মীরে গিয়ে ওরকম কব্জি ভিজিয়ে আপেল খেয়ে এলো শুনি? লোকে তো গরমকালে কাশ্মীর যায়, আর তখন গেলে ছোতো ছোতো কচি সবুজ আপেলদের স্মারক হিসেবে নিয়ে আসে। যেমন আমি।
  • pi | ১৫ মে ২০০৯ ০২:০৬ | 128.231.22.89
  • আজ্জোদার ১ঃ০৪ ঘটিকার পোস্টের সাথে ৬৬.৬ পৌনঃপুনিক শতাংশ একমত। ডাঁসা পেয়ারাটা বাদ দিলাম।
    ফল মূল মুলো এগুলোকে ভগবান মানুষের খাবার জন্য থোড়াই বানিয়েছেন !
  • Arpan | ১৫ মে ২০০৯ ০১:৫৯ | 122.252.231.12
  • আরে আমি তখন কোথায়? বল্লাম না তুমি বলিউড থেকে যুবভারতী সব কাঁপাচ্ছ! ঃ-)
  • Tim | ১৫ মে ২০০৯ ০১:৫৪ | 198.82.167.98
  • অপ্পন আরো পতিভাবান। সমস্ত মুখস্থ করে রেখেছে। ঃ)
  • Du | ১৫ মে ২০০৯ ০১:৪৬ | 65.124.26.7
  • বাগানে খেলে চেরীও ভাল লাগে। সত্যি বলছি।
  • Tim | ১৫ মে ২০০৯ ০১:৪৩ | 198.82.167.98
  • হোপ এইট্টিসিক্সের জন্য আমার অবিশ্যি কিছু হেরফের হয়নি। অন্ধের কিবা দিন কিবা রাত্রি। ঃ)
    ছিয়াশি মারাদোনারও বছর।
  • Arpan | ১৫ মে ২০০৯ ০১:৩৯ | 122.252.231.12
  • * বললে
  • Arpan | ১৫ মে ২০০৯ ০১:৩৮ | 122.252.231.12
  • হোপ এইট্টিসিক্স। অমিতাভ সাময়িক অবসর নিয়েছেন। মাধুরী আসেননি। মিঠুনদা ফাটিয়ে দিচ্ছেন। রেখা না শ্রীদেবী কে বেশি আকর্ষক সেই নিয়ে ক্লাসে তুমুল গুলতানি। এই গেল পয়সার একপিঠ।

    অন্যপিঠে বাড়িতে কড়া শাসন। টিভি চালানোর উপর সেন্সরশিপ। তারই ফাঁকে রবিবারের দুপুরে বারান্দা বারান্দায় ফিসফিস কানাকানি। যেন নিষিদ্ধ দ্রব্যের সম্ভার নিয়ে জাহাজ ভিড়েছে বন্দরে।

    কবেকার কথা! বাঙালি তখন তন্ত্রা বলতে হাঁ করে তাকিয়ে থাকত।
  • arjo | ১৫ মে ২০০৯ ০১:৩৬ | 168.26.215.13
  • দুর মামুকে ম্যাজিক দেখিয়েছিল। ধরতে পারে নি। পিসি সরকার?
  • Tim | ১৫ মে ২০০৯ ০১:৩৫ | 198.82.167.98
  • মামুকে আপেলের খোসায় পাকা আম ভরে দিয়েছিলো।
  • arjo | ১৫ মে ২০০৯ ০১:৩৫ | 168.26.215.13
  • দেকেছো, জানতাম টিমটা পতিভাবান, ঐ বয়সেই কাগজ পড়তে পারত।
  • Tim | ১৫ মে ২০০৯ ০১:৩৪ | 198.82.167.98
  • হেঃ বল্লেই হোলো? চক্কোত্তিমশাই সল্লেকে অপোসমস্কিতি কল্লেন, কাগজেও কতো লেখালেখি....
  • Ishan | ১৫ মে ২০০৯ ০১:৩৩ | 12.163.39.254
  • আরে কাশ্মীরের আপেল দেখতে গেলে কাশ্মীর যেতে হবে। কি একটা বাগানে গিয়েছিলাম। আপেল ছিঁড়ে খেলাম। বিশ্বাস করবেনা, সে আপেলে কামড় দিলে হাত গড়িয়ে রস পড়ে।
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত