এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • Arijit | ১১ মে ২০০৯ ০৯:২৭ | 61.95.144.123
  • আর হেমাঙ্গ বিশ্বাসের একটা গান আছে - রবীন্দ্রনাথকে নিয়ে - "সুরের গুরু' বা ওইরকম কিছু - সেটাও শুনলাম - কারো কাছে আছে?
  • Arijit | ১১ মে ২০০৯ ০৯:২৩ | 61.95.144.123
  • কালকে 91.9-এ একটা অসাধারণ গান শুনলাম - সৌমিত্র চট্টো-র একটা প্রোগ্রাম হয় রবিবার দুপুরে, সেখানে একজনকে এনেছিলেন - সম্ভবতঃ গণনাট্যের সাথে যুক্ত (বা যুক্ত ছিলেন) - রবীন্দ্রনাথের গান আর লোকসঙ্গীত/বাউল ইত্যাদি নিয়ে একটা অলোচনা হচ্ছিলো। "এবার তোর মরা গাঙে বান এসেছে' আর আব্বাসুদ্দিনের "সামাল সামাল' বলে একটা গান - দুটোর কনটেন্টের কাছাকাছিত্ব বোঝানোর জন্যে মিলিয়ে মিশিয়ে গাইলেন ভদ্রলোক - জাস্ট ফিদা হয়ে গেছি শুনে।
  • Arpan | ১১ মে ২০০৯ ০৮:৪৭ | 122.252.231.12
  • আরে না না, ভোটের বাজারে একটু ভালমন্দ পাতে পড়ল। যাকে বলে জম্পেশ মেনু।

    বছর বছর ভোট হোক!
  • arjo | ১১ মে ২০০৯ ০৮:৩৪ | 24.42.203.194
  • অনেক বুবুভা আর একটা টই। গুলিয়ে যাবে না?
  • Tim | ১১ মে ২০০৯ ০৩:৪৫ | 71.62.2.93
  • দাদা আরো একবার ভালো খেল্লো আর কনারা হাল্লো। ভারি আনন্দ পেলাম। ঃ)
  • Tim | ১১ মে ২০০৯ ০৩:৪২ | 71.62.2.93
  • এইটা মিশরের এক ছোঁড়া শুনিয়েছিলো আমায়। শুনিয়ে টুনিয়ে তারপর খুব রেগেমেগে চোখ পাকিয়ে ঝগড়া কত্তে আসছিলো। ওদের গায়ে খুব জোর হয়।
  • Samik | ১০ মে ২০০৯ ২০:৫৮ | 122.162.236.42
  • এইটাও চেনা লাগে?

    এ রকম অনেক গান আছে ...
  • dipu | ১০ মে ২০০৯ ১৮:৪৯ | 121.243.161.234
  • এ সপ্তার কূক, খবর্ণয়ের কোথা গেল?
  • kk | ১০ মে ২০০৯ ১৩:২১ | 70.242.145.94
  • কাল থেকে সামার শুরু? হায় রে, আর আমি এখন কোট পরে বাইরে ডেকে দাঁড়িরে বিড়ি খাচ্ছি!
  • Blank | ১০ মে ২০০৯ ১৩:২০ | 59.93.215.139
  • আচ্চা, আমি টেরাই করি
  • Tim | ১০ মে ২০০৯ ১১:৪৯ | 71.62.2.93
  • ব্ল্যাংকু রে, হলোনি। ঃ(
  • arjo | ১০ মে ২০০৯ ১১:২১ | 24.42.203.194
  • উঁ উঁ। ফুরিয়ে গেলে আর রাত জাগার ইন্সেটিভ কই? বসন্ত শেষ, আর একদিন বাদেই গ্রীষ্মের শুরু, একটু জিরিয়ে নিচ্ছি মধ্যে।
  • d | ১০ মে ২০০৯ ১১:১৬ | 117.195.36.53
  • আজ্জোর কি রাম ফুরিয়ে গেছিল? এত রাতে জেগে যে!
  • arjo | ১০ মে ২০০৯ ১১:০৬ | 24.42.203.194


  • চেনা চেনা লাগে?
  • d | ১০ মে ২০০৯ ১১:০২ | 117.195.36.53
  • নারে বাপু! আমি তো বুনান নই। কলিনস চাটার ইচ্ছা আমার নাই। অবশ্য আমি জানতামও না যে পোস্কার করলে ব্যাটা বিগড়ে বসে থাকবে।
  • Arpan | ১০ মে ২০০৯ ১০:৫৩ | 122.252.231.12
  • আজ্জোকে ডিটো। এক ক্যান কোক আমার ল্যাপিতে পড়ে গেচিল। সেই এক দাওয়াই। কিস্যু হয়নি।
  • dipu | ১০ মে ২০০৯ ১০:৫০ | 121.243.161.234
  • আমার কীবোর্ডে তো কত আরশোলা, পিঁপড়ে ইত্যাদি নিশ্চিন্তে সংসার করছে, কক্ষণো কোনো ক্ষতি করেনি। আমি তাদের ঘাঁটাই না, তারাও আমাকে ঘাঁটায় না।
  • arjo | ১০ মে ২০০৯ ০৯:৫৬ | 24.42.203.194
  • হুঁ হুঁ বাওয়া। সবেরই দাওয়াই আছে। রাম কিম্বা সুইট টি, পড়ার সাথে সাথে চেটে নিন। সুড়ুৎ সুড়ুৎ শব্দে শুষে নিন। অক্ষত কিবোর্ড রইবে চিরদিন। সবই অভিজ্ঞতা।
  • d | ১০ মে ২০০৯ ০৯:৪৮ | 117.195.36.53
  • ইঁঃ ৬খান ভাঙা ডিম ----- ভাঁবতেঁই নাকেঁ গঁন্দঁ লাঁগঁছেঁ।

    তবে ডিডিদাদাভাই ঐ কীবোর্ডখান বদলাতে হইবো আপনারে। ও দিয়ে আর ল্যাখতে পারবেন না। শিফট কী তো নিশ্চয়ই কাজ করছে না। এবারে আস্তে আস্তে বাকী কী গুলোও কাজ করা বন্ধ করে দেবে।
    আমি একবার অন্যমনস্কভাবে কলিনস দিয়ে মনিটর সাফ করতে করতে ফ্যাঁসফ্যাঁস করে কীবোর্ডেও স্প্রে করে কীবোর্ড সাফ করে ফেলেছিলাম। তাতেই তার ভেতরে তরল ঢুকে সার্কিট অকেজো করে দিয়েছিল। আর আপনার তো নাকি পুরো গেলাস ঝাঁপিয়ে পড়েছে।
  • Tim | ১০ মে ২০০৯ ০৩:৩৪ | 198.82.167.98
  • থ্যাংকু রে ব্ল্যাংকি। বাড়ি ফিরে করে জানাবো।
    সত্যজিতকৃত সুকুমার রায় তথ্যচিত্রটা বহুদিন খুঁজছিলাম। কিন্তে পাওয়া যায় না।
    এইটা নামিয়ে নিতে পাল্লেই মুক্তি। ঃ)
  • Blank | ১০ মে ২০০৯ ০৩:২২ | 59.93.240.208
  • এটার থ্রু দিয়ে কর, ডাইরেক্টলি করা যায় না
    http://www.downloadyoutubevideos.com/
  • Tim | ১০ মে ২০০৯ ০৩:১৮ | 198.82.167.98
  • ইউটিউব থেকে ডাইনলোড করা যায় কিকরে কেউ বলবে? খুব দরকার।
  • Arpan | ১০ মে ২০০৯ ০০:৫৯ | 122.252.231.12
  • কে? তৃতীয় ফ্রন্ট?
  • Blank | ১০ মে ২০০৯ ০০:৫৫ | 59.93.199.119
  • ইহা ভুত নয়। ইহাই ভগবানের লীলা। নতুন অবতারের আগমনের শংখধ্বনি। মনে করে দেখুন, রামের জন্মের পরে পরশুরামের এমনি উল্টোনো হাল হয়। আজ রাম উল্টোচ্ছে মানে সেই নতুন অবতার এসে গেছে ডিডিদার দ্বারে
  • Tim | ১০ মে ২০০৯ ০০:৫৩ | 198.82.167.98
  • রামই সবাইকে ধরে রাখে। এদিকে আবার রামের আধার গ্লাস। গ্লাসকে মারে কে?
  • Tim | ১০ মে ২০০৯ ০০:৪৯ | 198.82.167.98
  • ডিডিদার একজন পিশাচসিদ্ধ দরকার। পিশাচসেদ্ধ কিভাবে করে কেজানে। প্রেশারকুকারে হয়?
  • Arpan | ১০ মে ২০০৯ ০০:৪৮ | 122.252.231.12
  • মামদোভূতই হবে। গ্লাসশুদ্দু রাম যখন উল্টে দিলো!
  • dd | ১০ মে ২০০৯ ০০:৪৪ | 122.167.24.92
  • আরে তিম । সে এক কান্ড। জানি তুমি বিশ্বেস করবে না।
    বাড়ীতে ভীষন ভুতের উৎপাৎ চলছে।

    কাল সবে কম্পিউআর খুলেছি অম্নি গ্লাস শুদ্দু রাম ঝাঁপিয়ে পল্লো কী বোর্ডের উপর। কিছুই ল্যাখা গ্যালো না।

    এর দু হপ্তা আগে, আমি রাত ১২তায় সবে ফ্রীজের দজ্জা খুলেছি বাদাম ভাজা খাবো বলে, অম্নি জনা ছয়েক ডিম আমার উপর বাঘের মতন ঝাঁপিয়ে পল্লো। সারা বাড়ী ডিম ডিম করে উতলো। সকাল বেলা আমার যে কি হেনস্থা হলো স্বজনের আছে তা জানলে তুমি কেঁদে ফেলবে।

    কেউ বিশ্বাসই কল্লো না সেই পিশাচগ্রস্থ ডিমের কথা।

    এখনো কত গুলো অক্ষর ল্যাখা যাচ্ছে না।
  • Tim | ১০ মে ২০০৯ ০০:২৩ | 198.82.167.98
  • এই শুক্কুরবার ডিডিদা পদ্য লিখলেন না?
  • Tim | ১০ মে ২০০৯ ০০:১৮ | 198.82.167.98
  • বাংলা দেখতে পাচ্ছিনা। ঃ(
    চাদ্দিকে বেড়া দে রেখেছে। উফ্‌ফ!
  • I | ০৯ মে ২০০৯ ২৩:৩৩ | 59.93.241.228
  • ঈশেন, মেল চেক করিস।
  • Blank | ০৯ মে ২০০৯ ২৩:০৫ | 59.93.242.86
  • রথী ঠাকুর যখন কৃষিকাজ শিখে ফিরে আসেন, তখন শিলাদহের অনেকটা জমি কে খাস জমি করে নেন, নিজের কাজের জন্য। সেই জমি তে নিশ্চয় ভাগচাষীরা কাজ কম্ম করতো আগে ঃ)
  • Blank | ০৯ মে ২০০৯ ২৩:০৩ | 59.93.242.86
  • স্যারের জম্মদিন উপলক্ষে শুনে দেখো এগুলো,
    http://www.4shared.com/dir/15324661/48026293/Carole_Bogard.html

    কম্পোসার ঃ John Alden Carpenter
    আর্টিস্টঃ Carole Bogard
  • kallol | ০৯ মে ২০০৯ ১৮:১৮ | 220.226.209.2
  • ঠিক জানি না। তবে বোলপুর নিয়ে রবীন্দ্রনাথের ছোটো বেলার স্মৃতিতে জায়গাটা অনুর্বর ডাঙ্গা জমি। আর ওটা তো আইনত তখন ওঁদেরই জমি। শিলাইদহের কথা মাথায় রাখলে এমন সম্ভাবনা কম। তবে বলা যায় না.....
  • pi | ০৯ মে ২০০৯ ১৪:৩৮ | 69.143.119.233
  • আজ নাকি কলকাতায় sms চালাচালি চলছে এরকম কিছু বক্তব্য নিয়ে, রবিকবি তাঁর সাধের শ্রীনিকেতনের জন্য কত শত ভূমিপুত্রদের উৎখাত করে জমি অধিগ্রহণ করেছিলেন। আজকের নন্দীগ্রাম, গতকালের বোলপুর ইত্যাদি।
    ঃ)
  • a x | ০৯ মে ২০০৯ ১৩:৩৯ | 75.53.196.7
  • এটা একটু আয়রনিক যে রাসেল বার্থ ক®¾ট্রালের স্ট্রং অ্যাডভোকেট ছিলেন। বার্থ ক®¾ট্রাল মেয়েদের যা স্বাধীনতা দিয়েছে আবার অন্যদিকে এই বার্থক®¾ট্রাল দিয়েই একটা জাতি/রেসকে কাটানোর চেষ্টা।

    কলকাতার এক বিখ্যাত ডাক্তার আমি যখন বিয়ে ফিয়ে করবনা বলতাম, তিনি বলতেন এইটাই হল আমাদের মুশকিল "বুদ্ধিমান, পড়াশোনা" করা লোকজন বাচ্চা করবেনা, অশিক্ষিতরা করবে, এই ভাবেই নাকি বাঙ্গালীর বুদ্ধিমত্তা ডাইলিউটেড হয়ে যাবে!
  • Blank | ০৯ মে ২০০৯ ১৩:৩০ | 59.93.220.4
  • দ্রি তো ক্রিকটনের 'স্টেট অফ ফিয়ার' বলছেন পুরো। ওখানে পরিষ্কার প্রমান করা আছে যে গ্লোবাল ওয়ার্মিং হলো আসলে ঢপ
  • dri | ০৯ মে ২০০৯ ১৩:১৯ | 117.194.224.65
  • লিন্ডন লারুশকে নিয়ে আমার কোন বক্তব্য নেই। কিন্তু আম্রিকায় ইন জেনারাল অ্যান্টি সেমেটিজ্‌ম অন দা রাইজ। কোথায় জানি পড়ছিলাম, এভ্রি ওয়ান ইন থ্রি আম্রিকানের মতে এখনকার ইকনমিক ক্যালামিটির কারণ হল জু।

    আসলে এর অন্তর্নিহিত ক্যাচটা হল, বড় বড় ব্যাঙ্কারদের মধ্যে জু'দের রিপ্রেজেন্টেশানটা খুব বেশী। আর এখন একটা ব্যাঙ্কারবিরোধী হাওয়া চলছে।
  • a x | ০৯ মে ২০০৯ ১৩:০৭ | 75.53.196.7
  • ইউজেনিক্সএর ব্যপারটা জনতাম, ওপিয়ামের গল্পটা জনতাম না। তবে লিন্ডন নিজে তো প্রচুর অ্যান্টি-সেমিটিক এবং হোমোফোবিক কমেন্ট করার জন্য বিখ্যাত দেখলাম।
  • dri | ০৯ মে ২০০৯ ১২:১১ | 117.194.233.114
  • এ এক্স,

    বার্ট্রান্ড রাসেলকে মহাপুরুষ ভাবার কোন কারণ নেই। ইনি যে ফ্যামিলির লোক সেই ফ্যামিলি চায়নায় ওপিয়াম ট্রেডে যারা প্রচুর লাভ করেছিল তাদের মধ্যে একজন। এইসব এলিটদের মধ্যে অধিকাংশের মত রাসেল ছিলেন মনেপ্রাণে একজন ইউজেনিসিস্ট। অর্থাৎ ম্যালথাসাপন্থী। যারা মনে করতেন পৃথিবীতে মানুষ বড় বেড়ে গেছে। এর মধ্যে থেকে বেছে বেছে কিছু জেনেটিকালি ইনফিরিয়ারদের সাবাড় করে দিতে পারলে আমরা সুপিরিয়ার কয়জনা মিলে একটু হাত পা ছড়িয়ে থাকতে পারি।

    আর গ্লোবাল ওয়ার্মিং যে ঢপ এটা অনেকদিন থেকেই একটা আন্ডারগ্রাউন্ড বক্তব্য। বলা যেতে পারে কনস্পিরেসি থিওরী। এই নিয়ে আমার পড়াশোনা একটু কম। তবে শুনেছি পৃথিবীর এলিটরা গ্লোবাল ওয়ার্মিং কনসেপ্টটাকে দাঁড় করানোর জন্য প্রায় শ'খানেক সাইন্টিস্ট ভাড়া করেছিল, যাদের কাজ ছিল কিছু সাজানো রিসার্চের পর মিডিয়ায় বিবৃতি দেওয়া যে গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে। শুনেছি তাদের মধ্যে কয়েকজন ডিফেক্ট করেছিল, এবং বলেছিল যে এই গ্লোবাল ওয়ার্মিং একটা হোক্স। কিন্তু অ্যাজ ইউজুয়াল, পরে তাদের চেপে দেওয়া হয়। এনিওয়ে, এই নিয়ে আরেকটু তলিয়ে দেখার ইচ্ছে আমার আছে, ফিউচারে কখনো।
  • Bhuto | ০৯ মে ২০০৯ ১১:১৮ | 203.91.206.167
  • কাল প্রায় শেষ করে এনেছিলাম। আজ পুরো শেষ, ২৪ লেভেল খতম।
  • a x | ০৯ মে ২০০৯ ০৪:৩১ | 143.111.22.23
  • আর্য্য, ১৭ (নাকি ১৮, ভুলে গেছি) তে যাও, তাইলে বুঝবে তাড়াতাড়ি আঁকতে হবে বল্লাম কেন ঃ-))
  • Arpan | ০৯ মে ২০০৯ ০০:৫৪ | 122.252.231.12
  • আহ অবশেষে ছয় হয়ে গেল। ঘুনু কত্তে যাই।

    অক্ষদা, থ্যাংকু।
  • arjo | ০৯ মে ২০০৯ ০০:০৭ | 168.26.215.13
  • তাড়াতাড়ি নয় টাইমলি। মানে বলটা কোথায় পড়বে সেটা ভেবে সেখানে একটা লাঠি আঁকতে গেলে নেয় না। বলটা মাটি ছুঁলে তারপরেই সব কারুকাজ। সব মিলিয়ে চাপের খেলা। আর নেশা তো হবেই হবে। অতএব ...
  • a x | ০৮ মে ২০০৯ ২৩:৫৮ | 143.111.22.23
  • বাবা খেলা কি কঠিন রে দাদা! শুধু কনসেপ্ট বুঝলে হবেনা, বেদম তাড়াতাড়ি ছবি আঁকতে হবে!

    অর্পণ শুরুর সময় লেভেল ১, তারপর আবার ব্যাক টু গেলে দেখাবে কোনটা ক্লিয়ার করেছ, এবং পরের্টা ক্লিকেবেল, বাকিগুলো ফেডেড।
  • arjo | ০৮ মে ২০০৯ ২৩:৪৭ | 168.26.215.13
  • বেশি না ঐ কল অবধি যতটুকু হয়। ;)
  • Arpan | ০৮ মে ২০০৯ ২৩:৪৩ | 122.252.231.12
  • আজ্জোর আজ কল আছে না? কমরেড বেশি রাম খাবেন না। ঃ)
  • arjo | ০৮ মে ২০০৯ ২৩:৩৭ | 168.26.215.13
  • হোকাস ফোক্কাস গিলি গিলি।
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত