এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • dipu | ১১ মে ২০০৯ ১৬:৪২ | 207.179.11.216
  • দেকেচো?! প্রাণে মায়াদয়া নাই।
  • d | ১১ মে ২০০৯ ১৬:৩৯ | 144.160.5.25
  • আহা দীপুবাবু প্রতি সপ্ত্যাহেই বুবুভাতে অমন কিছু না কিছুতে অবাক হন। কথা সেটা নয়, কথা হল উনি যে অল্টারনেটিভ সাজেশানগুলো দিয়ে থাকেন, সেইগুলো হেব্বি হয়।
    ঃ))
  • Samik | ১১ মে ২০০৯ ১৬:২৬ | 122.160.41.29
  • মাকাল ফল অ্যাকেবারে!
  • sinfaut | ১১ মে ২০০৯ ১৬:২৪ | 203.91.207.30
  • ছেলে না তালশাঁস!
  • dipu | ১১ মে ২০০৯ ১৬:১৮ | 207.179.11.216
  • আরো একবার প্রমাণ হল আমি খুব সরল আর আমার মনটা খুব সাদা। আজকালকার যুগে এমন ছেলে দেখা যায় না।
  • sinfaut | ১১ মে ২০০৯ ১৬:১৬ | 203.91.207.30
  • বাজারি কেস ফেস হবে, রেড লাইট এরিয়াও হতে পারে, বউবাজার টাইপ।

    কে জানে।
  • san | ১১ মে ২০০৯ ১৬:১৫ | 12.144.134.2
  • আরে ধুস সে তো আম্মো বুঝিনি
  • dipu | ১১ মে ২০০৯ ১৬:১৪ | 207.179.11.216
  • একজনকে দলে পেলুম।
  • sinfaut | ১১ মে ২০০৯ ১৬:১০ | 203.91.207.30
  • আম্মো মীনাবাজার বলতে কি মীন করা বুঝিনি।
  • dipu | ১১ মে ২০০৯ ১৫:৫৮ | 207.179.11.216
  • বাচ্চা পেয়ে কেমং র‌্যাগ কচ্চে ঃ-((((
  • d | ১১ মে ২০০৯ ১৫:৫৫ | 144.160.5.25
  • আমার ভাই তখন সবে সবে কেলাস ওয়ানে ভর্তি হয়েছে, অক্ষর পরিচয় ইত্যাদি চলছে। তো, একদিন মা সন্ধ্যেবেলা পড়াতে বসে দ্যাখে সহজপাঠে যেখানে ছিল "ম চালায় গোরুর গাড়ী' সেখানে ম'এর পাশে আমার ভাই যত্ন করে আকার দিয়ে দিয়েছে। আর পেন্সিল আবার ব হাল করে ঘষে ঘষে আ'কার বেশ প্রমিনেন্ট করে তুলেছে। মা তো ভীষণ জোরে হেসে উঠেছে ---- তাতে আকৃষ্ট হয়ে আমি, দাদু ইত্যাদি জড়ো হয়ে যাওয়ায় ভাইয়ের সেকি রাগ! ম কি করে গোরুর গড়ী চালাবে? ম তো বইতে আঁকা একটা জিনিষ --------

    আজ "মীনবাজার হবে' দেখে ঐটা মনে পড়লো। ঃ)
  • san | ১১ মে ২০০৯ ১৫:৫২ | 12.144.134.2
  • ইনি মানে দিপু
  • Arijit | ১১ মে ২০০৯ ১৫:৫২ | 61.95.144.123
  • "আয়ি হো কহাঁসে গোরি আঁখোমে পেয়ার লেকে
    চড়তি জওয়ানি কি পহলে বাহার লেকে
    দিল্লী শহরকা সারা মীনাবাজার লেকে
    ঝুমকা বরেলিওয়ালা কানোমে অ্যায়সা ডালা
    ঝুমকে নে লে লি মেরি জান
    হায় রে ম্যয় তেরে কুরবান...'
  • dipu | ১১ মে ২০০৯ ১৫:৫২ | 207.179.11.216
  • ক্যাঁ?
  • d | ১১ মে ২০০৯ ১৫:৫০ | 144.160.5.25
  • অ্যাঁ!?
  • san | ১১ মে ২০০৯ ১৫:৪৮ | 12.144.134.2
  • মীনবাজার বলতে কি ইনি মাছের বাজার মিন করিতেছিলেন? ;-)
  • Blank | ১১ মে ২০০৯ ১৫:৪৭ | 170.153.65.102
  • রেড লাইট এরিয়া
  • dipu | ১১ মে ২০০৯ ১৫:৪৩ | 207.179.11.216
  • "বিংশশতকীয় ফিলিম থিয়েটারে, ঊনবিংশ শতকীয় মীনাবাজার স্থাপনে উদ্যোগী'?
  • Samik | ১১ মে ২০০৯ ১৫:৪২ | 122.160.41.29
  • মীনাবাজার একটা শাড়ির দোকানের চেনও। দিল্লিতে।
  • Samik | ১১ মে ২০০৯ ১৫:৩৯ | 122.160.41.29
  • আমি তো আমার বিয়েটা বেশ এনজয় করেছিলাম!
  • Arijit | ১১ মে ২০০৯ ১৫:৩৭ | 61.95.144.123
  • অন্য কোনো কনটেক্সটে হলে জানি না।
  • Arijit | ১১ মে ২০০৯ ১৫:৩৬ | 61.95.144.123
  • লাল কেল্লার উল্টোদিকে চাঁদনি চকের গায়ে জাহানারা-র তৈরী একটা বাজার ছিলো - নাম মীনাবাজার। মানে মীনাবাজার বলতে আমি ওইটে বুঝি।
  • dipu | ১১ মে ২০০৯ ১৫:৩৪ | 207.179.11.216
  • মীনাবাজার কি? আমি কি মুখ্‌খু ঃ-(
  • san | ১১ মে ২০০৯ ১৫:৩২ | 12.144.134.2
  • যদি কখনো সেপারেশন হয় তো সে উপলক্ষ্যে নিশ্চয় খাওয়াব, সে কথাই তো বললাম।

    এর মানে অবশ্য এই নয় যে অন্য কোন সময় খাওয়ানো যাবেনা ঃ-)

    আপাতত ভালো শোয়ার্মা খেয়ে এলাম। নামটা ঠিক লিখলাম তো ?
  • Arijit | ১১ মে ২০০৯ ১৫:১৮ | 61.95.144.123
  • 99.999% চাই - তাছাড়া কয়েকটা জিনিস এক্সট্রা ইউজ করবো - যেমন ভার্টিকা - সেখানে k-safety-র রিকোয়্যারমেন্ট হল তিনটে নোড। একটা বই ঘাঁটছিলুম - সেখানে বলেছে সবকিছুর MTBF যোগাড় করে অঙ্ক কষতে। এও বলেছে যে কেউ এটা দিতে চায় নাঃ-)

    তুই মেল কর - লোকে এবার পিটাবে।
  • d | ১১ মে ২০০৯ ১৫:১৫ | 144.160.5.25
  • কেসটা কি হল? স্যান সেপারেশান উপলক্ষে খাওয়াচ্ছে? কিন্তু আমি তো স্যানের বিয়ের খাওয়াটাই এখনও খাই নি। ঃ(

    এই পাল্লিন, পুঁটু একটা দুটো কথা কয়?
  • P | ১১ মে ২০০৯ ১৫:১৪ | 163.244.62.120
  • হ্যাঁ। বান্ডল অপশন আছে। যেটা একটু সস্তা পড়ে। কিন্তু ডেলের ফিলসফি হল কাস্টমারের রিকোয়্যারমেন্টের বেস করে বিস্পোক সল্যুশান বেচা।
    আর সার্ভার ওএসে তো এখন HA খুব ইজি হয়ে গেছে। ইমপ্লিমেন্ট করতে আধা ঘন্টাও লাগে না। তবে এন্টারপ্রাইজ এডিশান অন্য এডিশানে ছাড়া ক্লাস্টার সার্ভিস থাকে না।

    কিসের MTBF ডেটা চাইছো ?

    HA তে তিনটে সার্ভার কেন লাগবে ?
  • Arijit | ১১ মে ২০০৯ ১৪:৫১ | 61.95.144.123
  • তিন নং - দুইয়ের বদলে তিনটে সার্ভার করা যায় - ওই একই আউট অব দ্য বক্স হিসেবে?
  • Arijit | ১১ মে ২০০৯ ১৪:৪৬ | 61.95.144.123
  • পাল্লিন - একটা জিনিস বল - এটা কি একটা গোটা সল্যুশন হিসেবে দেয়? মানে এভরিথিং ইনক্লুডেড (মেশিন, নেটওয়ার্ক অ্যাডাপ্টার, স্টোরেজ, পাওয়ার সিস্টেম, সফটওয়্যার) - যাকে বলে আউট অব দ্য বক্স, নাকি সফটওয়্যার আলাদা?

    দুই - এটা কোনো ভেণ্ডর দেয় কিনা জানি না - কোথাও দেখিনি - কিন্তু MTBF/MTTR ডেটা পাওয়া যাবে?
  • dipu | ১১ মে ২০০৯ ১৪:৪৪ | 207.179.11.216
  • Blank | ১১ মে ২০০৯ ১৪:৪২ | 170.153.65.102
  • ¢¢¢¢¢¢¢¢
  • Arijit | ১১ মে ২০০৯ ১৪:৩৮ | 61.95.144.123
  • দাঁড়া - দেখে জানাচ্ছি।
  • P | ১১ মে ২০০৯ ১৪:৩৬ | 163.244.63.121
  • Bhuto | ১১ মে ২০০৯ ১৪:৩২ | 203.91.207.30
  • কবে রে?
  • P | ১১ মে ২০০৯ ১৪:৩২ | 163.244.63.121
  • এইটে আমাদের HA অফারিং এর জেনেরিক লিংক। সিম্পল ফেলওভারের স্পেক্স বোধহয় ওখানেই দেওয়া আছে আর স্যানবেস্‌ড চাইলে মেল কত্তে পারি।
  • san | ১১ মে ২০০৯ ১৪:১৯ | 12.144.134.2
  • মানে সেপারেশন উপলক্ষ্যে একটা খাওয়াদাওয়া হবে আর কি।
  • san | ১১ মে ২০০৯ ১৪:১৮ | 12.144.134.2
  • আরেঃ নতুন জীবন মানে সেপারেটেড জীবন। একলা জীবন। পরের বিয়ে না। মানে কারুর ক্ষেত্রে পরের বিয়ে হলে সেটা আলাদা খাওয়া, এর মধ্যে আসছেনা।
  • Arijit | ১১ মে ২০০৯ ১৪:১৫ | 61.95.144.123
  • সেকেন খাওয়াদাওয়াটা কি কমন? মানে সেপারেশন আর নতুন জীবন শুরু করার - দুই এক্স এবং দুই বর্তমান - চারজনই? দুই বর্তমানেরা নিজেরা আবার যদি দুই এক্স হন তো আরোই রসগোল্লা কেস;-)
  • san | ১১ মে ২০০৯ ১৪:১১ | 12.144.134.2
  • আর বিয়ে জিনিসটাই অখাদ্য। লিভ টুগেদার তবু ভদ্রসভ্য জিনিস। শুধু নেমন্তন্ন যেন একবার করে খাইয়ে দেয় একসঙ্গে থাকা উপলক্ষ্যে, এটা মিস যেন না হয়। আর পারলে ছাড়াছাড়ি উপলক্ষ্যে আরেকবার ( বে বা নন বিয়ে যাই হোক)। এটা অবশ্য আমরাও ঠিক করে রেখেছি যে যদি সেপারেশন কখনো হয় তো ডেফিনিটলি বিয়ের মতই লোক ডেকে খাইয়ে দাইয়ে নতুন জীবন যাপন করতে শুরু করব ঃ-))))
  • Arijit | ১১ মে ২০০৯ ১৪:১০ | 61.95.144.123
  • পাল্লিন - আমাকে স্পেক দে, বা লিংক দে। তাপ্পর কোশ্চেন করছি।
  • P | ১১ মে ২০০৯ ১৪:০৮ | 163.244.63.121
  • অজ্জিত , আমি উইন্ডোজ বেস্‌ড ডেল পাওয়ারেজ HA Cluster নিয়ে কিছুদিন কাজ করেছিলুম। তবে আমার কাজ তো মেইনলি হার্ডওয়্যারের। তোমার কি কাজে লাগবে ?
  • Blank | ১১ মে ২০০৯ ১৪:০৬ | 170.153.65.102
  • কিন্তু ঐ আলোটা থাকলে আর ফ্ল্যাশ মারতে হয় না। ঐ আলোতেই ছবি তুলে নেওয়া যায়
  • dipu | ১১ মে ২০০৯ ১৪:০৫ | 207.179.11.216
  • সিএনজি অটো। সবজে রঙের।
  • Bhuto | ১১ মে ২০০৯ ১৪:০২ | 203.91.206.167
  • ইকিরে, জগৎ গরম হয়ে যাচ্ছে আর তোরা অটো অটো করে লাফাচ্ছিস? জানিস শহরে অটোর সংখ্যা কত? খবরদার সবাই সাইকেল কিনবি\নিবি, শহর গরম করবি না একদম।
  • Arijit | ১১ মে ২০০৯ ১৪:০১ | 61.95.144.123
  • ওই মহিলামহলকে এক্সক্লুড করে দিলেই অনেক ঝামেলা কমে যায়।
  • Arijit | ১১ মে ২০০৯ ১৪:০১ | 61.95.144.123
  • আর ওই ফটোগ্রাফারদের স্পটলাইটটা কি কঠিন জিনিস রে ভাই - পিঁড়ি ঘোরানোর সময় আরেট্টু হলে আমার ঘাড়টা পুড়িয়ে দিচ্ছিলো এত্ত গরম আলো। আবার বলে - আপনার কাঁধটা সরান না দাদা - আমি বল্লুম আমি পিঁড়ি ধরবো না আপনার ফটো তোলার জন্যে পোজ দেবো?
  • san | ১১ মে ২০০৯ ১৪:০০ | 12.144.134.2
  • তার এর পরে আবার কিছু লোকে আচারবিচার করে। বাবারে।
  • san | ১১ মে ২০০৯ ১৩:৫৯ | 12.144.134.2
  • বিয়ে কেউ এনজয় করে ! একগাদা ভিড়, ক্যাওস, চেল্লামেল্লি, আর একবার বাঁদিকে মুখ ফিরিয়ে হাসো, একবার ডানদিকে মুখ ফিরিয়ে হাসো। আর লোকে ছবি তুলেই যাচ্ছে তুলেই যাচ্ছে। আর মহিলামহল থেকে কিছু হাঁদামার্কা রসিকতা ও আল্লাদী। অসহ্য। এক্সক্লুডিং অল দ্য আচারবিচার। উফ্‌ফ্‌ফ্‌ফ। আমি খবর্দার আর কোনোদিনও করব না।
  • san | ১১ মে ২০০৯ ১৩:৫৪ | 12.144.134.2
  • অটো প্রসঙ্গে আমার বক্তব্য হল এই যে, যেকোনো রকম চারচাকা গাড়ির চেয়ে অটো চড়তে আমি বেশি পছন্দ করি। সুযোগ পেলেই কিনে ফেলব। লোক তুলব কিনা অবশ্য ঠিক করিনি।
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত