না, অরিজিত যেটা বলছে সেটা মনে হয় ঃ ৫ kg চিনি কিনলে ; ১/২ kg গুঁড়ো সাবান ফ্রি - এই টাইপের ব্যাপার।
dipu | ০৪ মে ২০০৯ ১৮:১৯ | 207.179.11.216
পোচুর ভরসা দেচেন।
san | ০৪ মে ২০০৯ ১৮:১৮ | 12.144.134.2
আর প্রয়োজন না থাকিলে আবার কি ? আমি শৌখিন দ্রব্য কেনার কথা বলছিনা। এমনি সংসারের যা মাসে মাসে লাগে তাতেই তো কভার করে যায়। ইন ফ্যাক্ট শৌখিন কিছুই কখনো সোডেক্সো দিয়ে কিনেছি বলে মনে পড়ছেনা। কাজের জিনিস কিনতেই মেনলি লাগছে।
আমি কলকাতার জানিনা তো। বেঙ্গালুরুতে এত ব্যাপকভাবে সোডেক্সো চালু যে এক্সট্রা ট্রান্সপোর্ট কস্ট বা অন্য কোন কস্টের গল্প আসেনা। ট্যাক্সের ছাড়টা নেট গেইন।
Arijit | ০৪ মে ২০০৯ ১৮:১১ | 61.95.144.123
ওই রিটেইল চেনে রেগুলার বাজার করতে গেলে ট্রান্সপোর্ট কস্টেই সব ফায়দা লোপাট হয়ে যাবে। আল্টি ব্যাপারটা হল দুই হাজার টাকার বাজার করিলে দুইশত টাকা ছাড় পাইবেন - অতএব দুই হাজারের বাজারের প্রয়োজন না থাকিলেও ছাড় পাইবার জন্যে করিতে হইবে। ধুৎ।
Samik | ০৪ মে ২০০৯ ১৮:১০ | 122.160.41.29
আমরা সব দুখী আত্মা।
Bratin | ০৪ মে ২০০৯ ১৮:০৯ | 117.194.97.249
মানে funda টা হল নিলে; ঐ টাকা টা tax free না দিলে tax দিতে হবে। atleast food কুপনে র দাবি টা এই রকম।
dipu | ০৪ মে ২০০৯ ১৮:০৯ | 207.179.11.216
ভেউ ভেউ ভেউ। আমাদেরো সোডোক্সো দেয় না। ভেউ ভেউ ভেউ।
san | ০৪ মে ২০০৯ ১৮:০৮ | 12.144.134.2
নামে ফুড কুপন হলেও আসলে তো কাঁচা বাজার ছাড়াও গুচ্ছ জিনিস কেনা যায় কুপন দিয়ে। রিটেল চেনগুলোতে নেয়। একগাদা রেস্টুতেও নেয়, অবশ্য দামিগুলোতে নয়। একটাই পাট্টিকুলার স্টোরে নেয় এরকম মোটেই হয়না।
কোনটা কোথা থেকে কিনব হিসেব করে রাখলে আল্টিমেটলি সুবিধেই হয়। মানে আমার। রীতিমত অংক করে দেখেছি (আমাদের না নেবার অপশন ছিল তো তাই হিসেব করে দেখেছিলাম)
Arijit | ০৪ মে ২০০৯ ১৮:০৭ | 61.95.144.123
হুঁ - স্পেন্সার্সেও নেয় - এবং এরকম কোনো কুপনওয়ালার পিছনে দাঁড়ানো তুমুল বোরিং। কুপন গুণছে তো গুণছেই...
Arijit | ০৪ মে ২০০৯ ১৮:০৫ | 61.95.144.123
সে তো পার্ফরম্যান্স অ্যাওয়ার্ড - সে ঠিক আছে - কিন্তু মাইনের মধ্যে অনেকে এইসব কুপন টুপন ধরে দেয় শুনেছি।
Samik | ০৪ মে ২০০৯ ১৮:০৫ | 122.160.41.29
আমাদের বাঁশদ্রোণী বাজার নেই। ভেউ। চারপাশে সমস্ত ডিপার্টমেন্টাল গ্রসারি স্টোরে বড় বড় সোনামুখে লেখা, উই অ্যাক্সেপ্ট সোডেক্সহো কুপন্স। লোকে তাড়া তাড়া সোডেক্সো জমা দিয়ে জিনিস কেনে, আমি পয়সা দিই, এটিএম থ্যেকে তুলে। ভেউ। কী জালিম কোম্পানি।
Bratin | ০৪ মে ২০০৯ ১৮:০৩ | 117.194.97.249
না অরিজিত , সব সময় কুপন নয়। যেমন এক বার দিল i-pod, অরেক বার নেপাল না ভুটান কোথায় ঘুরিয়ে নিয়ে এল। বুনান ভালো বলতে পারবে।
santanu | ০৪ মে ২০০৯ ১৮:০২ | 82.112.6.2
আজ সেনসেক্ষ হঠাৎ লাফিয়ে ৭৩১ বেড়ে গেল কি করে রে বাবা, দ্রিশেসন কেটে আবার সেই সোনার দিন ফিরে আসছে নাকি! নাকি কাল ১,০০০ পড়ার প্রস্তুতি!!
Arijit | ০৪ মে ২০০৯ ১৭:৫৯ | 61.95.144.123
এই কুপনটুপনগুলো আমার মতে মাথাব্যথা - ট্যাক্স ইত্যাদির জন্যে নয় - মানে কোনো পাট্টিকুলার স্টোর কুপন দিলে সেটার প্রপার ইউটিলাইজেশন করতে গেলে তোমাকে ওই স্টোরে যেতে হবে - আর ধরো আমি সেটা চাই না - মানে আমার পছন্দের অন্য দোকান আছে। বা ধরো আমি যে বাঁশদ্রোণী বাজারে বাজার করি সেখানে ওইসব কুপন টুপন দেখালে বাটখারা ছুঁড়ে মারবে। তখন? ওচ্চেয়ে পুরো মাইনেই দিলে পারে।
Bratin | ০৪ মে ২০০৯ ১৭:৫৯ | 117.194.97.249
শমীক, ঠিক ই বলেছো । আগে CTS এই রকম করতো । যাতে এ গুলোর র জন্যে tax না দিতে হয়। কিন্তু এখন মনে হয় না এরকম হয়।
san | ০৪ মে ২০০৯ ১৭:৫৮ | 12.144.134.2
হ্যাঁ, কেউ কোথাও করেনা, তা আর কিকরে বলব। তবে বেশিরভাগ তো সিটিসির মধ্যে বা সিটিসির বাইরে পার্কস হিসেবে বলা থাকে। সেটাই বলছি।
Samik | ০৪ মে ২০০৯ ১৭:৫৫ | 122.160.41.29
আমি কোনওদিন সোডেক্সো পাই নি। ভেউ। জানিই না কীভাবে দেয়। ট্যাক্সেবল, না, নন্। ভেউ। বন্ধুরা বলে স্যালারির সাথে এত এত হাজার টাকার সোডেক্সো দেয় তাদের দোকান, তাই ভেবে নিয়েছিলাম ওটা বোধ হয় স্যালের বাইরে। ভেউ।
san | ০৪ মে ২০০৯ ১৭:৫৩ | 12.144.134.2
মানে , স্যালারির সঙ্গে সোডেক্সো দিলেই সেসব আনডিক্লেয়ার্ড হবে কেন? ইন ফ্যাক্ট সোডেক্সো তো নন ট্যাক্সেবল তাইনা? সেটাকে আনডিক্লেয়ার্ড রেখে লোকের লাভ কি হবে?
Samik | ০৪ মে ২০০৯ ১৭:৫২ | 122.160.41.29
তাই? তা হলে হবে।
আচ্ছা, কেউ যদি চায়, সোডেক্সো তো ডিক্লেয়ার না করেও দিতে পারে এমপ্লয়িদের? মানে, এমনি জানতে চাইছি আর কি !
san | ০৪ মে ২০০৯ ১৭:৪৭ | 12.144.134.2
এই, সোডেক্সো তো আমরা ডিক্লেয়ার করি !
Samik | ০৪ মে ২০০৯ ১৭:৪৬ | 122.160.41.29
কগনিজেন্টে অনেক দিন আগে থেকেই স্যালারি স্টেটমেন্টের বাইরে পেমেন্ট করা হত। ডিক্লেয়ার করা থাকত না।
আর অনেক দোকানেই দু পাঁচ হাজারের সোডেক্সো ইত্যাদির কুপন দেওয়া হয় স্যালারির সাথে। সেগুলোও তো তাই।
Bratin | ০৪ মে ২০০৯ ১৭:৪৩ | 117.194.97.249
@ অরিজিত, কি সাংঙ্ঘাতিক!!
Arijit | ০৪ মে ২০০৯ ১৭:৪৩ | 61.95.144.123
হুঁ - তাই। সেই জন্যেই অবাক লেগেছিলো - যে এত বড় মাল্টিন্যাশনাল দোকানে এখনও এইসব চলছে!
stoic | ০৪ মে ২০০৯ ১৭:৪১ | 160.103.2.224
চেক আর ক্যাশের ব্যাপারটা শুনে অবাক লাগল। আমার আইডিয়া ছিল যে কোন বড় দোকানেই স্যালারি সোজা ব্যাঙ্কে জমা পড়ে। ক্যাশ মানে তো পাতি আন্ডার দ্য টেব্ল পেমেন্ট! দোকান বা এমপ্লয়ি কাউকেই ডিক্লেয়ার করতে হবে না। ঠিক বুঝলাম? সত্যিই বহু কিসু জানিনা। ঃ(
Samik | ০৪ মে ২০০৯ ১৭:৪১ | 122.160.41.29
আমাকে এক দোকানে বলেছিল, আমরা তো সবে দোকান খুলেছি, পিএফ অ্যাকাউন্ট ট্যাকাউন্ট এখনো তৈরি হয় নি। তা তুমি এখন যত হাতে পাও, আমরা তার থেকে পাঁচ বেশি দেব। পুরোটাই হাতে, কোনও স্যালারি স্টেটমেন্ট নেই, কোনও পিএফ নেই, আগে কোনও হিসেবনিকেশ নেই। চলবে?
Arijit | ০৪ মে ২০০৯ ১৭:৩৬ | 61.95.144.123
আমার বউ একটি কোম্পানিতে গেসলো ইন্টারভিউ দিতে - নামকরা দোকান। তো তারা জিগ্গেস করেছে মাইনে কত পাও এখন। সেটা বলাতে জিগ্গেস করেছে এর কতটা চেকে আর কতটা ক্যাশ (ক্যাশটা আন-অফিসিয়াল আর কি) - পুরোটাই সিধে ব্যাঙ্কে শুনে ঢোকটোক গিলে বলেছে পরে জানাবেঃ-) মানে বেশ বড় বড় দোকানেও কি রকম প্র্যাকটিস চলে সেটা জেনে বেশ অবাক লাগলো।
পারবে হয় তো, তবে সে বড় হ্যাপা। অত হ্যাপা তুমি নিজে বইবে না বলেই তো এই স্কিমে টাকা লাগাবে।
একটা জিনিস দেখলাম এই NPSএ। মিনিমাম মাসিক ৫০০ বা বাৎসরিক ৬০০০ টাকা দেওয়া যাবে এই ফান্ডে। মানে, তুমি আজ বিন্দাস মুডে আছো, বিশ পঞ্চাশ হাজার টাকা ইনভেস্ট করে দিলে এ বছরের জন্য। পরের বছর হয় তো অতটা ভালো গেল না, তোমার অন্য কোনও কেসে ইনভেস্টমেন্ট প্ল্যান আছে। মেয়ের বিয়ে কি বাচ্চার জন্ম কি হোয়াটেভার, তো সেক্ষেত্রে পরের বছর ঐ ৬০০০ টাকা দিয়েই কর্তব্য সারা যাবে। প্রাইভেট পেনসন স্কিমগুলোতে এই এক হ্যাপা। তুমি বাৎসরিক কুড়ি হাজার টাকার কড়ারে ইনভেস্ট করা শুরু করলে তোমাকে প্রতি বছরেই কুড়ি হাজার দিয়ে যেতে হবে, সে তুমি পারো ছাই না পারো। কোনও বেশি কম নেই।
Arijit | ০৪ মে ২০০৯ ১৭:১৮ | 61.95.144.123
কোথায় (কোন ফাণ্ড বা ইক্যুইটিতে) খাটাচ্ছে আর এই মুহুর্তে পারফরমেন্স কেমন সেটা জানা যায়? ধরো আমার কাছে পলিসি নং (আর ওই ডকুমেন্টটা) ছাড়া কিছু নেই - আমি দেখতে চাই ওরা কি করছে - পারবো?
Riju | ০৪ মে ২০০৯ ১৭:১৪ | 203.197.96.50
LIC আলবাত বাজারে টাকা খাটায়।সাম অ্যাসিওর্ডের ওপর বোনাস পুরোটাই নির্ভর করে যে শেয়ারে/মিউচুয়াল ফান্ডে লাগিয়েছে তার কিরকম রেজাল্ট।বীমা প্লাস টাইপের স্কিমে তো পলিসি হোল্ডার চুজ করতে পারে হাই রিস্ক না লো রিস্ক পলিসি নেবে
ভাল কথা, আমার নানারকম ইনফো চাই।ছোটবেলার বইটই নিয়ে।
১) একটা রাশিয়ান বইয়ের অনুবাদে ছিল দুই বন্ধু ইগর আর সের্গেই গুল মারার প্রতিযোগিতা কচ্ছে। এটা কোন গল্প?
২) বাংলা বই। মানে রাশিয়ান গল্পের অনুবাদ নয়। একটা বাচ্ছা মেয়েকে নিয়ে লেখা। অ্যাডভেঞ্চার গোছের মজার বই। মেয়েটার নাম কমলাফুলি।মাঝে মাঝেই নানান ছড়া।কি বই?
৩) একটা ছানা আর তার বাবার বাড়ি ছেড়ে 'যেদিকে দুচোখ যায়' চলে যাওয়া, মায়ের উপর রাগ করে। আর অবভিয়াসলি সারাদিনের নানাকিছুর শেষে ফেরত আসা। মেয়েটার গোলাপি ফ্রক।
কেউ যদি হেল্প করে/করেন .......
Samik | ০৪ মে ২০০৯ ১৬:৫৭ | 122.160.41.29
এলাইসিরও ইউনিট লিঙ্কড প্ল্যান আছে বাজারে। সেগুলো তো শেয়ারেই খাটে। এ ছাড়াও, এলাইসিএইচএফএল, আর পার্সোনাল লোন এগেইনস্ট পলিসি থেকে এলাইসি টাকা তোলে।
Arijit | ০৪ মে ২০০৯ ১৬:৫৪ | 61.95.144.123
LIC কি শেয়ারে খাটায় নাকি? মনে হয় না।
Blank | ০৪ মে ২০০৯ ১৬:৫৩ | 203.99.212.224
তফাৎ একটাই, টাকা ডুবলে তুমি দুঃখু করে বলবে যে 'সরকারের ওপর ও ভরসা করা যায় না। মানুষ বাঁচবে কি করে?' লোকে তখন আহা উহু বলে সান্তনা দেবে। আর অন্য কেসে লোকে বলবে যে শেয়ারে খাটাবার সময় মনে ছিলোনা? এখন কেঁদে কি হবে?
dipu | ০৪ মে ২০০৯ ১৬:৫১ | 207.179.11.216
ওক্কে। নেক্সট শনিবার তল্লাশি করে দেখব।
Samik | ০৪ মে ২০০৯ ১৬:৪৮ | 122.160.41.29
সেটা সত্যিই আমিও জানি না। এখনও অবধি যা জ্ঞানার্জন করেছি, আমার তো একই মনে হয়েছে। রুল রেগুলেশন এϾট্র লোড এক্সিট লোড ইত্যাদি অন্যান্য স্কিমগুলোর থেকে একটু একটু আলাদা, আর চার্জও অনেক কম।
san | ০৪ মে ২০০৯ ১৬:৪৪ | 12.144.134.2
কিন্তু হনুদা সত্যিসত্যিই রেগেমেগে আর না আসলে ভাল হবে না ব্যাপাট্টা। অ্যাজ ইফ হনুদা কস্মিনকালেও কাউকে প্যাঁক দেয়না ঃ-)
Arijit | ০৪ মে ২০০৯ ১৬:৪৩ | 61.95.144.123
ওটা তো নন-ফাংশনাল ব্যাপার। ফাংশনাল তফাত কি আছে?
san | ০৪ মে ২০০৯ ১৬:৪২ | 12.144.134.2
দিপু, সিমেইচ রোডে বাবুমশাই ছিল। এইচডিএফসি ব্যাংকের আরো কিছুটা পরে। কিন্তু এখন আর আছে কিনা জানিনা। ওখানকার আদ্ধেক দোকান তো ভেংএ গুঁড়িয়ে দিয়েছে মেট্রো প্রজেক্টের জন্য। তবে আমি লাস্ট ওখানে খেয়েছি বছর খানেক আগে , তখন লুচিগুলো ছিল চামড়ার মত আর মাংসে পুরো ছিবড়ে। বিচ্ছিরি। হয়তো আগে ভাল ছিল, লোকে বলে।
Samik | ০৪ মে ২০০৯ ১৬:৪০ | 122.160.41.29
আছে। এলাইসি কেন, এসবিআইয়ের আছে, আভিভার (কাল পর ক®¾ট্রাল) আছে, ভারতী এএক্সএ-র (রিটায়ারমেন্ট কে বাদ দুনিয়া দেখো) আছে, এইচডিএফসি (এ শির কভু হয় নি নত) আছে।
তফাৎ হল, এই NPS সরকার নিয়ন্ত্রিত, ওগুলো সরকার নিয়ন্ত্রিত নয়।
d | ০৪ মে ২০০৯ ১৬:৩৮ | 144.160.5.25
কলকাতায় গেলেই লোকজন কেমন বুড়োটে হয়ে যায়! ঃ( ঃ( ঃ(
ব্ল্যাঙ্কি, আজকাল প্রোমোশনাল কল আসা এমনিই কমে গেছে রে। দ্রিশেসানের কারণে। ঐ কল করনেওয়ালাদের অনেকেরই চাকরী চলে গেছে।
বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে,
মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা,
কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
আমাদের কথা
আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের
কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি
জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্চিন্তার দিন শেষ হল। ... আরও ...
বুলবুলভাজা
এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ।
দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও
লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
হরিদাস পালেরা
এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে
পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান
নিজের চোখে...... আরও ...
টইপত্তর
নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান।
এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর।
... আরও ...
ভাটিয়া৯
যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই,
সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক
আড়ালহীন কমিউনিটি ... আরও ...
টইপত্তর/ভাটিয়া৯/হরিদাসপালের লেখার বক্তব্য লেখকের নিজস্ব, গুরুচণ্ডা৯র কোন দায়িত্ব নেই
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক।
অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি।
যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।
মে ১৩, ২০১৪ থেকে সাইটটি
বার পঠিত
সকলকে জানান
উপরে যে কোনো বোতাম টিপে পরিচিতদের সঙ্গে ভাগ করে নিন