এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • dipu | ২৯ এপ্রিল ২০০৯ ১০:১৯ | 207.179.11.216
  • ফটোগ্রাফির টইয়ে রেখে দিয়েছি।
  • arjo | ২৯ এপ্রিল ২০০৯ ১০:১৪ | 24.42.203.194
  • হ্যাঁ ঐ স্টিভ ম্যাকরির ছবি হেবি লেগেছে। ওটা কোনো টইতে তুলে রাখা যায় না। হারিয়ে যাবে নইলে।
  • arjo | ২৯ এপ্রিল ২০০৯ ১০:১২ | 24.42.203.194
  • অ্যাসোসিয়েসন কি আর কাটে? একজন বিজ্ঞানীর আবিষ্কার কোটি কোটি মানুষের কাজে লাগে। কোটি কোটি মানুষের কাজে লাগা কাজ আর ঘর দোর পরিষ্কার দুটো এক হিসেবে নিতে হবে এটা ঠিক নয়। হায়ারর্কি থাকবেই। এবারে যেটা দেখা উচিত তা হল সবাই যাতে সমান সুযোগ সুবিধা পায়।

    তবে তা বলে সামাজিক অসম্মানের কোনো কারণ দেখি না, উড়ে, মেড়ো ইত্যাদি ডিরোগেটরি অর্থেই ব্যবহৃত হয়। না বলাই ভালো। যদিও যে ব্যবহার করছে তার হয়ত খুব ভালো উড়িয়া বন্ধু আছে মানে সে অসম্মান করতে ব্যবহার করছে না। তাও, যেমন যত্রতত্র বোকাচোদা বলে গালি পাড়া যায় না, তেমনি সব জায়গায় উড়েও বলা যায় না।

    কিন্তু এত বড় বড় কথা বলে বলি। আজ থেকে বছর কুড়ি আগে কোনো এক বিশেষ ব্যক্তিকে দেখে আমরা বলতাম "পাখিরা কেমন করে চলে?

    (সমস্বরে) উড়ে উড়ে উড়ে উড়ে (সুর করে)'

    বাড়িতে বল পড়লে দিত না।
  • sinfaut | ২৯ এপ্রিল ২০০৯ ১০:০৯ | 203.91.207.30
  • স্টিভম্যাকরির জন্য ব্ল্যাঙ্কিকে অনেক অনেক অনেক অনেক অনেক অনেক অনেক অনেক অনেক ধন্যবাদ।

    পাগল করা ছবি সব।
  • Arijit | ২৯ এপ্রিল ২০০৯ ১০:০১ | 61.95.144.123
  • ও ইপ্পি আমার রাগ সঙ্গীতের তালিম কই?
  • pi | ২৯ এপ্রিল ২০০৯ ০৯:৫২ | 128.231.22.89
  • আজ এখানে এই উড়ে, খোট্টা, দারোয়ান , মালি এগুলো গালি কিনা, তুচ্ছ-তাচ্ছিল্য করা কিনা এসব নিয়ে কত কূটকচালি।
    আগেও হয়েছে, এফিমিনেট, পাকি, কমি টমি নিয়ে।

    ওক্কুটে PIWB তে গিয়ে দেখি , জনৈক সিপিএম সমর্থক একজন কংগ্রেসী কে সম্বোধন করে চলেছেন হিজড়ে বলে, সেই ব্যক্তি আবার পাল্টা গাল পাড়ছেন মূর্খ চাষাভুষো ইত্যাদি বলে।
    ওদিকে আবার সি পি এম এর কোন প্রার্থী প্রশান্ত প্রধান মমতাকে নাকি বলেছেন, 'কালীঘাটের পতিতা'। খবরটার সত্যি মিথ্যে জানিনে, কিন্তু তাই নিয়ে বাজার গরম,চলছে হেব্বি তক্কো। ওটা বলাটা মমতার অপমান নাকি মমতাকে ওটা বলায় পতিতাদের অপমান তৃণমূল- সিপিএম পার্টি সমর্থকদের সেই চাপানউতোরের মাঝে মাঝে চাপা পড়ে যাচ্ছে একজন দুজনের আওয়াজ, পতিতা শব্দটা গালি হিসেবে ব্যবহার করা, ইটসেল্ফ এই ব্যাপারটাই খারাপ।
    কিছু লোকজন হয়তো থিওরেটিক্যালি সেটা মেনে ও নিচ্ছে,
    কিন্তু তক্কাতক্কির জোয়ারে আবার যে কে সেই। সেই খানকি মাগী কি হিজড়ে এগুলোকে গাল হিসেবে ব্যবহার করা !

    এসব দেখেশুনে কয়েকটা কথা মনে হচ্ছিল।

    কালেকটিভ মানসিকতার অশ্রদ্ধা কোনো ইন্ডিভিজুয়াল সবসময় অশ্রদ্ধা দেখানোর জন্য ই বলে তা না, কিন্তু তিনি নিজে সচেতন না হলে সেটা ঐ অশ্রদ্ধাটা প্রোপাগেট করতে সাহায্য করে।
    অক্ষদার এই কথাটা হক কথা।
    কিছু কথা আমরা সবসময় সেভাবে সচেতন হয়ে গালি দিতে বলিনা। কিন্তু অন্য অনেকে কথাটা গালি হিসেবে ব্যবহার করে বলে আমার বলাটাও সেটাকেই প্রশ্রয় দেওয়া।
    এই যেমন উড়ে, খোট্টা, নপুংসক কি সেদিন শিবুদার ঐ এফিমিনেট বলা ( ধরে নিচ্ছি ওটা সচেতন ভাবে বলা নয় ঃ))

    সেদিন শিবুদা বল্লেন, কোন এক সুপ্রভাতে লোকে এইসব কথার ব্যুৎপত্তি গত অর্থ ভুলে যাবে আর সেদিন এইসব শব্দ বিনা দ্বিধায় ব্যবহার করা যাবে।

    কিন্তু সেটা কখনো সম্ভব কি ?

    কিছু কথা তো কিছু লোকজন সচেতন ভাবেই বলে যাবেন।
    এই হিজড়ে, খানকি এসব তো বলা হয় গালি দিতেই আর গালি দেওয়ার সময় এই শব্দগুলোর সাথে অ্যাসোসিয়েটেড মানে মনে রেখেই, সেটা মিন করতে চেয়েই তো বলবে, তাই নয় কি ?
    ব্যুৎপত্তিগত অর্থ ভুলে যাওয়া মানে এই সমাজ দ্বারা অ্যাসোসিয়েটেড মানে গুলো ভুলে যাওয়া, কিন্তু গালি হিসেবে এগুলোর ব্যবহার চালু থাকলে সেই মানে ভুলে যাওয়া কিকরে সম্ভব!
    এতো পুরো সার্কুলার লজিক হয়ে যাচ্ছে !

    শিবুদার উল্টোদিকের যুক্তিটা আজ আবার অক্ষদার কথায় কিছুটা পেলাম।
    আমি গালি দিতে বা তাচ্ছিল্য দেখাতে চাষাভুষো, পতিতা এই শব্দ গুলো কে শব্দ ব্যবহার করলাম না।
    ভাল কথা। কিন্তু আমি মালি বা বাহাদুর বা পতিতা বল্লে মনে করব তাচ্ছিল্য দেখানো হচে্‌চ্‌ছ।
    এদুটো তো এক দিক দিয়ে সমার্থক ই হল, তাই না ?
    এখানেও একটা মনোভাব অন্যটাকে প্রোপাগেট করতে সাহায্য করে, নয় কি ?

    পোলিটিক্যালি কারেক্ট থাকতে হলে এই শুধু উড়ে , খোট্টা ব্যভার করা বন্ধ নয়, মালি, বাহাদুর, এই শব্দগুলোর সাথে এই নীচু মানের অ্যাসোসিয়েশনটা কাটানোর ও দরকার, নয় কি ?
  • arjo | ২৯ এপ্রিল ২০০৯ ০৯:৩৮ | 24.42.203.194
  • খুলল তো। হু হা খুলল। নিজেকে নিজে মেল করলুম, বিরাট বিরাট ফাইল।
  • dipu | ২৯ এপ্রিল ২০০৯ ০৯:২৮ | 207.179.11.216
  • হুঁ, বার্কা বাজে খেলেছে।
  • Ishan | ২৯ এপ্রিল ২০০৯ ০৯:০৮ | 173.26.17.106
  • জিমেল কি খুলছেনা?

    নাকি আমারই শুধু সমস্যা হচ্ছে?
  • Tim | ২৯ এপ্রিল ২০০৯ ০৮:৩৬ | 71.62.2.93
  • তবে বার্কাও বেশ বাজেই খেলেছে। পরের লেগে চাপ হবে।
  • dipu | ২৯ এপ্রিল ২০০৯ ০৭:০৪ | 121.243.161.234
  • বক্সের বাইরেরটা বলিনি, অঁরি কে বক্সের ভেতর টেনে ফেলে দিল...সেইটা বলছি।
  • tania | ২৯ এপ্রিল ২০০৯ ০৫:৪৬ | 65.115.93.98
  • একটা অদ্ভুত ভালো বই হাতে এসেছে। আবু ইসহাকের সূর্য দীঘল বাড়ি। পড়ছি আর মুগ্‌ধ হচ্ছি।
  • pi | ২৯ এপ্রিল ২০০৯ ০৩:০১ | 128.231.22.89
  • অক্ষদা, পার্সোন্যাল প্রেফারেন্স থেকেই হায়ারার্কি আসে না। আনা হয়। আর সেই আনাটাতে আপত্তি। কারুর পার্সোন্যাল প্রেফারেন্সে আপত্তি নাই।

    গানকে প্রফেশন করে নেওয়ার ব্যাপারে ঋত্বিক বাবু সিম্প্যাথেটিক আর তার থেকে ধরে নেওয়া তিনি এটাকে ব্যবসা করার থেকে প্রেফার করেন এই অব্দি ঠিক ই আছে।
    কিন্তু এবার ঋত্বিক বাবু করেছেন এরকম প্রেফার করেছেন বলেই সেইটা হায়ারার্কিগত ভাবে উপরে চলে গেল, অন্যদের প্রেফারেন্স ও এবার সেই হায়ারার্কি দ্বারা কন্ডিশন্ড হয়ে গেল, সেই ব্যাপারটাতে আপত্তি।
  • Tim | ২৯ এপ্রিল ২০০৯ ০২:৪৫ | 198.82.167.98
  • ধুস চেলসি যেটা খেল্লো সেটা আর যাই হোক ফুটবল না। পয়েন ফয়েন সব ঠিক আছে, কিন্তু ওটা ফুটবল না।
  • Arpan | ২৯ এপ্রিল ২০০৯ ০২:১৯ | 122.252.231.12
  • ধুর, বক্সের বাইরে হয়েছিল।

    দ্রোগবা যদি মিস না করত, খেলা তখনই শেষ হয়ে যায়। এনিওয়ে, ন্যুক্যাম্প থেকে পয়েন্ট নিয়ে ফেরা চাট্টিখানিক কথা নয়।
  • arjo | ২৯ এপ্রিল ২০০৯ ০২:১৩ | 168.26.215.13
  • ওটা প্ল্যান্টি নয় প্ল্যান্টিক বা পেনাল্টিক।
  • dipu | ২৯ এপ্রিল ২০০৯ ০২:১০ | 121.243.161.234
  • ধুস্‌স্‌স, পোষ্কার প্ল্যান্টি দিলো না ঃ-((
  • Binary | ২৯ এপ্রিল ২০০৯ ০১:১৯ | 198.169.6.69
  • না, অন্যটা, তবে এখন নয় আগে, এখন মাঝে মাঝে বই পড়াটা হলে মন্দ হয় না ঃ))
  • a x | ২৯ এপ্রিল ২০০৯ ০১:১৬ | 143.111.22.23
  • বাইনারি কি লেকে বই পড়তে যান? ঃ-)
  • Binary | ২৯ এপ্রিল ২০০৯ ০১:১১ | 198.169.6.69
  • ছবিটা অবশ্য আমি দেখেছি, আর কিছু অবাক লাগেনি, এরম তো আমাদের বালিগঞ্জ লেকে কত্ত হয় .... :))
  • Binary | ২৯ এপ্রিল ২০০৯ ০১:০৯ | 198.169.6.69
  • হবে হবে ... তাড়া কিসের ?
  • Binary | ২৯ এপ্রিল ২০০৯ ০১:০৮ | 198.169.6.69
  • হুম, তাই বলে লোকে খাবে না ?
  • dipu | ২৯ এপ্রিল ২০০৯ ০১:০৭ | 121.243.161.234
  • বলি ও বাইনারিদা, গপ্পটা কি শেষ হবেনি?
  • a x | ২৯ এপ্রিল ২০০৯ ০১:০৩ | 143.111.22.23
  • সম্পর্ক নেই।
  • arjo | ২৯ এপ্রিল ২০০৯ ০১:০২ | 168.26.215.13
  • :D:D:D। খেতে গেলে এমনই হয়।
  • Binary | ২৯ এপ্রিল ২০০৯ ০১:০১ | 198.169.6.69
  • খেতে গেলাম আর এলাম, তাতেই কত্ত পোস্টিং। কিন্তু স্টিভ ম্যাক্করির ছবিটার সাথে, সুযোগ পাওয়া না পাওয়ার কি সম্পক্ক ?
  • a x | ২৯ এপ্রিল ২০০৯ ০০:৫২ | 143.111.22.23
  • ঘনিষ্ঠ*
  • a x | ২৯ এপ্রিল ২০০৯ ০০:৫০ | 143.111.22.23
  • স্টিভ ম্যাক্কারির গ্যালারিতে একটা ছবি দেখলাম - ভিক্টোরিয়াতে একটা বেঞ্চে বসে প্রেমিক প্রেমিকা ঘনিষ্ট হচ্ছে, আর ঠিক তার পাশেই একজন মনোযোগ সহকারে বই পড়ে যাচ্ছে! ঃ-))
  • arjo | ২৯ এপ্রিল ২০০৯ ০০:৪৭ | 168.26.215.13
  • দাঁড়ান দাঁড়ান ল্যালা থিওরীতে গলতা ধরেছি। মানে আমি কফি বানাই কিন্তু ততটা ভালো পারি না। তাহলে আমি ল্যালা নই। নিজের জায়গায় শ্রেষ্ঠ হলে তবেই ল্যালা। তাহলে তো আইনস্টাইনও ল্যালা। ল্যালায় ল্যালায় যুদ্ধু?
  • a x | ২৯ এপ্রিল ২০০৯ ০০:৪৪ | 143.111.22.23
  • সুযোগ সুবিধে পাবার পর তো বলেছি বিরোধীতা কর, যত ইচ্ছে। কিন্তু সুযোগ পাচ্ছি বলে নিজের পার্সোনাল প্রেফারেন্স, নিজের ছেলের মেয়ের ক্ষেত্রে পার্সোনাল প্রেফারেন্স একদিকেই খালি রাখছি, এটা কাঠবেরালী থেকে আইনস্টাইন কোথাও আমি ঠিক খাপ খাওয়াতে পারিনা। এই আর কি।
  • Ishan | ২৯ এপ্রিল ২০০৯ ০০:৪২ | 12.163.39.254
  • বরং এইভাবে ভাবুন। আইনস্টাইন খুব ভালো ফিজিক্স জানেন আর আমি খুব ভালো কফি বানাতে জানি। দুজনেই দুজনের জগতে শ্রদ্ধেয়।

    নাঃ খেতে যাই। ঃ)
  • Ishan | ২৯ এপ্রিল ২০০৯ ০০:৩৯ | 12.163.39.254
  • নানা। আপনি সেই কাঠবেড়ালিটির কথা ভাবুন। সেতুবন্ধনের সময় যে কাজে হাত লাগিয়েছিল। আপনি কি বলতে চান, স্রেফ বড়ো চেহারা ও বৃহল্লাঙ্গুলের কারণে লঙ্কাজয়ে বীর হনুমানের গুরুত্ব সেই কাঠবেড়ালির চেয়ে বেশি?
  • a x | ২৯ এপ্রিল ২০০৯ ০০:৩৫ | 143.111.22.23
  • ইয়ে এটা একটু বাড়াবাড়ি হল। আইনস্টাইন না বলে পাতি সায়েন্টিস্ট কিছু বললে ঠিক হত। আইনস্টাইন তো ঘোড়া উড়িয়েছেই। মানে র‌্যাশনালি ভাবলে, আইনস্টাইনের থিওরি, অ্যাপ্লিকেশন তো সভ্যতাকে কিছুটা উড়িয়ে নিয়ে গেছে বটেই!
  • san | ২৯ এপ্রিল ২০০৯ ০০:৩৫ | 123.201.53.131
  • অ্যাঁ???
  • Arpan | ২৯ এপ্রিল ২০০৯ ০০:৩৪ | 122.252.231.12
  • রহমানিয়া ওখানে না। আরো এগিয়ে। কোয়ালিটি আর সেন মশায়ের মাঝখানে।

    অক্ষ, স্যানের জন্য প্রথমটা। আর আমার পরেরটা। ঃ)
  • Ishan | ২৯ এপ্রিল ২০০৯ ০০:৩২ | 12.163.39.254
  • সুযোগ তো পায়ই না। সে নিয়ে কোনো কথাই নেই।

    কিন্তু সুযোগ পেলেই বা কি হয়েছে। তুমি আলবার্ট আইনস্টাইন হয়েছ আর আমি একই সুযোগ পেয়ে আলবার্ট হলে কফি বেচি -- তাতে হয়েছে টা কি? আইনস্টাইন হয়ে তুমি কি এমন ঘোড়া উড়িয়েছ, যা আমি ওড়াইনি?

    ল্যালা ম্যানিফেস্টো আপলোড করে দেব। ঃ)
  • a x | ২৯ এপ্রিল ২০০৯ ০০:৩১ | 143.111.22.23
  • সুইট দেখতে, মেয়েরা ভীড়...
    না
    সুইট দেখতে মেয়েরা, ...?
  • arjo | ২৯ এপ্রিল ২০০৯ ০০:৩১ | 168.26.215.13
  • রহমানিয়াটাও ওখানেই না?
  • Arpan | ২৯ এপ্রিল ২০০৯ ০০:৩০ | 122.252.231.12
  • আরে ওখানে রলিকের একটা দোকান ছিল। সেখানে সুইট দেখতে মেয়েরা ভিড় জমাত। আর আমাদের ইংরেজি ক্লাসের কোচিনটা ভাঙ্গলেই ... ঃ-)
  • a x | ২৯ এপ্রিল ২০০৯ ০০:২৯ | 143.111.22.23
  • যাঁরা দারোয়ান, রাঁধুনি, মিষ্টি বেচা এই কাজ গুলো করেন, তাঁরা যদি ইকোনমিস্ট, ডাক্তার, প্রফেসার, অ্যাস্ট্রনমিস্ট এরা যা সুযোগ সুবিধে পেয়েছেন, সেগুলো পান, তারপর এই আলোচনা বা হায়ারার্কির বিরোধীতা করার মানে হয়।

    তদ্দিন সব কাজেরই একই মান বলা ও কে কি কাজ করছে সেই নিরিখে -সেই ব্যক্তিকে- অশ্রদ্ধা করা এদুটো এপিঠ ওপিঠ।
  • arjo | ২৯ এপ্রিল ২০০৯ ০০:২৮ | 168.26.215.13
  • ঐ যে বিচ্ছিরি দেখতে ছেলেটার কথা মনে পড়ে না এটাও এক ধরণের হায়ারর্কি। এটাও মনে হয় আছে ল্যালা ম্যানিফেস্টোতে।
  • san | ২৯ এপ্রিল ২০০৯ ০০:২৬ | 123.201.53.131
  • সেন মহাশয় শুনলে আমার সল্লেকের ওই স্টপেজটা মনে পড়ে, তাত্থেকে ফিজিক্স কোচিং ক্লাসটা মনে পড়ে, তাত্থেকে একটি হেবি সুইট দেখতে ছেলের কথা মনে পড়ে ঃ-(

    জীবনে কোন সিরিয়াসনেস নাই , আমার কি হবে !
  • Arpan | ২৯ এপ্রিল ২০০৯ ০০:২৫ | 122.252.231.12
  • বার্সারই জেতার কথা। কিন্তু ইদিকে চেলসিও হারুক মন চায় না।
  • Blank | ২৯ এপ্রিল ২০০৯ ০০:২৪ | 59.93.255.216
  • আমি মনে হয় এই সব হায়ারার্কি মন থেকে ঝেরে ফেলেছি। নইলে সেন মহাশয় বলতে খালি মিষ্টির কথা মনে আসে ক্যান। মামু বলতে বুঝলুম যে ওটি আসলে অমর্ত্য সেন
  • dipu | ২৯ এপ্রিল ২০০৯ ০০:২৩ | 121.243.161.234
  • বার্সা, আবার্কি?!
  • Arpan | ২৯ এপ্রিল ২০০৯ ০০:২১ | 122.252.231.12
  • দিপু কাকে সাপোট কর্বে?
  • Ishan | ২৯ এপ্রিল ২০০৯ ০০:২১ | 12.163.39.254
  • আরে, সেন মশাই তো রয়্যাল রোড দিয়েই এলেন। ডাক্তার-প্রফেসার যে জন্য ভালো, নোবেল লরিয়েটও তো সেজন্যই ভালো। সেন মহাশয় যিনি মিষ্টি বেচেন, তার চেয়ে সেন মশায় যিনি ইকনমিক্স পড়ান, তিনি উচ্চতর অবস্থানে নন? মনে রাখবেন কমরেড, এইটাই তো সেই হায়ারার্কি, যার বিরুদ্ধে আমাদের বক্তব্য।
  • dipu | ২৯ এপ্রিল ২০০৯ ০০:১৯ | 121.243.161.234
  • কোতা পাবো এই ম্যানিফেস্টো?
  • Ishan | ২৯ এপ্রিল ২০০৯ ০০:১৯ | 12.163.39.254
  • হায়ারার্কি থাকবেই। রবীন্দ্রনাথের গান শুনে গভীর রাতে আমরা চোখের জল ফেলবই। গম্ভীর প্রফেসারকে দেখে মুখ খুলতে ইতস্ততঃ হবেই।

    এই রোগ নিরাময়ের একমাত্র উপায় হল খিল্লি। মূল্যবোধ, যা না মানলেই নয়, মেনে চলুন এবং তাকে নিয়ে খিল্লিও করুন। বিশদে জানিবার জন্য পড়ুন ল্যালা ম্যানিফেস্টো। পড়তে পয়সা লাগেনা। পড়লেই কিনতে হয়না। কেনাকাটি সম্পূর্ণ ব্যক্তিগত ব্যপার।
  • a x | ২৯ এপ্রিল ২০০৯ ০০:১৬ | 143.111.22.23
  • সেন মশাই এলেন কোদ্দিয়ে হঠাৎ?
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত