এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • r | ২৪ এপ্রিল ২০০৯ ১৬:১৯ | 198.96.180.245
  • এই গরমের মধ্যে মায়া-মায়া করে কেন?
  • san | ২৪ এপ্রিল ২০০৯ ১৬:১৭ | 12.144.134.2
  • বয়েস? বয়েস তো মনের। তাছাড়া , সবই তো মায়া !
  • r | ২৪ এপ্রিল ২০০৯ ১৬:১৫ | 198.96.180.245
  • বয়সে অনেক বড় তো আফটার অল; তাই লজ্জায় আর কাঁচির ব্যাপারটা জিজ্ঞাসা করি নি।
  • san | ২৪ এপ্রিল ২০০৯ ১৬:১৩ | 12.144.134.2
  • কিন্তু কাঁচি নিয়ে আমি চিন্তিত
  • r | ২৪ এপ্রিল ২০০৯ ১৬:১২ | 198.96.180.245
  • ও বাবা! এ তো অন্য মাত্রা পেলো। এবার শুশুকটাও বোঝা যাচ্ছে। ইস্‌! এ বাবা! অ্যাল!
  • dipu | ২৪ এপ্রিল ২০০৯ ১৬:০৯ | 207.179.11.216
  • হ্যাঁ এই পোস্নোটা আমারও পেয়েছিল, শালীনতা রক্ষার খাতিরে স্রেফ চেপে গেছি।
  • Blank | ২৪ এপ্রিল ২০০৯ ১৬:০৮ | 203.99.212.224
  • স্বদেশের অর্থ নিয়ে আমি খুব সন্দিহান। গরম কালে যাহা যাহা কুট কুট করে তার মধ্যে কোনটি স্বদেশ?
  • Arijit | ২৪ এপ্রিল ২০০৯ ১৬:০৫ | 61.95.144.123
  • জেরি ওর গত্তের বাইরে কিসুই চেনে না।
  • Blank | ২৪ এপ্রিল ২০০৯ ১৬:০৪ | 203.99.212.224
  • দীপু, বাড়ি গিয়ে অ্যাডাচ্ছি তোকে
  • shrabani | ২৪ এপ্রিল ২০০৯ ১৬:০৩ | 124.30.233.101
  • লোকসভা কি শুধু পঃ বঙ্গে?
  • r | ২৪ এপ্রিল ২০০৯ ১৬:০৩ | 198.96.180.245
  • শুশুক বাদে বাকিটা আমি বুঝতে পেরেছি।
  • dipu | ২৪ এপ্রিল ২০০৯ ১৫:৫৯ | 207.179.11.216
  • দাঁড়াও, বাড়ি গিয়ে আপডেট করে মেল করে দেব।
  • sinfaut | ২৪ এপ্রিল ২০০৯ ১৫:৫৮ | 203.91.207.30
  • যাক উদ্দেশ্য সার্থক।
  • san | ২৪ এপ্রিল ২০০৯ ১৫:৫৭ | 12.144.134.2
  • সিফোর কবিতা পড়ে আমি খুবই ভয় পাচ্ছি
  • sinfaut | ২৪ এপ্রিল ২০০৯ ১৫:৫৬ | 203.91.207.30
  • ৬০ টেরাবাইটে খাবার কিন্তু তেমন কিছু নেই। ঐ কয়েকটা। এখন নতুন কেউ এনেছে কিনা কে জানে।

    দিপু, তোর ফিল্ম লিস্টটা দিতে পারবি? আমারটা দিয়ে দেবো ঃ

    sujoy.imran জিমেলে ধাক্কা মার।
  • dipu | ২৪ এপ্রিল ২০০৯ ১৫:৫৫ | 207.179.11.216
  • না।
  • Arijit | ২৪ এপ্রিল ২০০৯ ১৫:৫৩ | 61.95.144.123
  • ওইটে কি বাইরের পৃথিবীর জন্যে খোলা?
  • sinfaut | ২৪ এপ্রিল ২০০৯ ১৫:৫২ | 203.91.207.30
  • এই অনল দুপুরে কুটকুট করে স্বদেশ,
    এই নিদ্রাহীন প্রহর দেখে ইউনিয়ন জ্যাক
    অগোচরে নেমে আসে সুড়সুড়;
    যেন লজেন্স প্রত্যাশী খোকনের খাকি প্যান্ট
    অথবা তার নাকের জল।
    গোপনে সঙ্ঘটিত হয় বিপ্লব
    সিঙ্গুর থেকে শিকাগো
    ফাটে পেটো, অহরহ পাদে লোকে
    খন্ড বিখন্ড শব ভেসে ওঠে, ডুবে যায় সময়ের নির্দেশে
    তবুও আশ্চর্য নিঃশব্দ এই প্রদেশ -
    প্রান্তিক টইপোকা শুশুকের মত হাসে
    কাঁচি হাতে নিরুচ্চার।
  • Blank | ২৪ এপ্রিল ২০০৯ ১৫:৪৯ | 203.99.212.224
  • আই আই টির ঐ ভান্ডারটার খবর আমিও জানি
  • Blank | ২৪ এপ্রিল ২০০৯ ১৫:৪৮ | 203.99.212.224
  • আমারো আছে। সেটা একটু আপডেট করে অপলোড করে দেবো তাহলে ঃ)
  • dipu | ২৪ এপ্রিল ২০০৯ ১৫:৪৬ | 207.179.11.216
  • আমাদের রোকেয়াবিবি ৬০-৭০ টেরাবাইটের বিপুল ভান্ডারের সন্ধান রাখেন। আমার আর তাতে অ্যাক্সেস নেই ঃ-(
  • dipu | ২৪ এপ্রিল ২০০৯ ১৫:৩৯ | 207.179.11.216
  • আমার একখান সফটকপি আছে। সেটা আপডেট করে দোবোখন। তোমার সফটকপি থাকলে দিও।
  • Blank | ২৪ এপ্রিল ২০০৯ ১৫:৩৫ | 203.99.212.224
  • আমি কিচ্ছুটি চাই নি। শুধু তুই ডিভিডি গুলো সঙ্গে আনিস, আমি আমার হার্ড ডিস্ক নিয়ে চলে যাবো।
    না হয় শ খানেক ই ডিভিডি আনলি
  • dipu | ২৪ এপ্রিল ২০০৯ ১৫:৩৩ | 207.179.11.216
  • অনেকে অনেককিছু চেয়েছে। সেগুলো নিয়ে যাব।
  • Blank | ২৪ এপ্রিল ২০০৯ ১৫:৩২ | 203.99.212.224
  • ডিভিডি গুলো কি তুই নিয়ে আসবি সাথে করে?
  • dipu | ২৪ এপ্রিল ২০০৯ ১৫:৩০ | 207.179.11.216
  • ডিভিডি চাইলে পাবে। শতিনেক ডিভিডি হয়ে গেছে।
  • sinfaut | ২৪ এপ্রিল ২০০৯ ১৫:২৮ | 203.91.207.30
  • দিপু, আমি কিন্তু স্বপ্ন দেখেছিলাম। আ আ আ ...
  • dipu | ২৪ এপ্রিল ২০০৯ ১৫:২৬ | 207.179.11.216
  • আমি তো নামিয়েই রাইট করে ফেলি! আমার তো কোনো এক্সটার্নাল হার্ডডিস্ক নাই!!
  • sinfaut | ২৪ এপ্রিল ২০০৯ ১৫:২৩ | 203.91.207.30
  • দিপু, বগলে সিনেমা ভরা হার্ডডিস্কটা নিয়ে দেখা করবি তো? জানিসই তো আমার ডেটাকার্ডে আর তেমন সিনেমা নামাতে পারিনা। তোরা না দিলে কোথায় যাবো বল। আঃ কঃ বাঃ
  • shrabani | ২৪ এপ্রিল ২০০৯ ১৫:২১ | 124.30.233.101
  • আমাদের এখানে মাঝখানে সব সাইট খুলে দিয়েছিল, এখন আবার ব্লক করে দিয়েছে। গুরু আইপি দিয়ে আসছে কিন্তু অন্যান্য সাইট আইপি দিয়েও আসছেনা। জিমেল ছাড়া google এর আর কিছু খুলছেনা!ঃ-(
  • h | ২৪ এপ্রিল ২০০৯ ১৫:১৫ | 203.99.212.224
  • ও।
  • dipu | ২৪ এপ্রিল ২০০৯ ১৪:৫৯ | 207.179.11.216
  • বাড়ি যাব।
  • h | ২৪ এপ্রিল ২০০৯ ১৪:৫৭ | 203.99.212.224
  • কেন ?
  • dipu | ২৪ এপ্রিল ২০০৯ ১৪:১৩ | 207.179.11.216
  • কবে আসবে জুন মাসের ১৯? আর কতদিন?
  • san | ২৪ এপ্রিল ২০০৯ ১৩:৫৩ | 12.144.134.2
  • সিকি, পরস্মৈপদী ধাতুর উদাহরণ হল জন্মানো , বেঁচে থাকা, মরা এইসব ঃ-)

    ১) বর্ততে, বর্তন্তে ইত্যাদি - বর্ত ধাতু

    ১) জায়তে, ম্রিয়তে ইত্যাদি - ওরিজিনাল ধাতু মনে পড়ছেনা কিন্তু ন জায়তে ম্রিয়তে বা কদাচিৎ ... শ্লোকটা মনে পড়ল
  • Arijit | ২৪ এপ্রিল ২০০৯ ১৩:৩২ | 61.95.144.123
  • এবং আমি যা করতে চাই, কিন্তু হয় নাঃ-(
  • Arijit | ২৪ এপ্রিল ২০০৯ ১৩:৩১ | 61.95.144.123
  • আমি শুধু পরস্মৈপদী খাওয়া হয় বলেই জানতুম - টেনিদা যা করতো।
  • Samik | ২৪ এপ্রিল ২০০৯ ১৩:২৮ | 122.160.41.29
  • দু-কে,

    সংস্কৃতে ধাতু দু রকমের হয়। আত্মনেপদী, আর পরস্মৈপদী। আত্মনেপদীর ক্রিয়ারূপগুলো এই রকমের হয়

    তি     তস্‌     অন্তি
    সি     থস্‌    
    মি     বস্‌     মস্‌

    উদাহরণ হিসেবে, গচ্ছ ধাতু (যাওয়া) এই খাপে ফেললে হয়

    গচ্ছতি     গচ্ছতঃ     গচ্ছন্তি
    গচ্ছসি     গচ্ছথঃ     গচ্ছথ
    গচ্ছামি     গচ্ছাব     গচ্ছাম

    পরস্মৈপদী ধাতুর উদাহরণ মনে নেই। তার ধাতুরূপ হল এই রকমঃ

    তে     আতে     অন্তে
    সে     আথে     ধ্বে
        বহে     মহে
  • Bhuto | ২৪ এপ্রিল ২০০৯ ১২:৩৭ | 203.91.207.30
  • ভারত আর বিদেশ এই তফাৎ, হ্যাঁ আলাদা, দুটোর কাজের মোদ্দা পার্থক্য ছিলো ঐ নামের দ্বারা যা বোঝানো হয়। ডিটেলস এ পেয়ে যাবে সাইটে, এখন কাজের জন্য আপিস কাটব, তাই জলদি করছি। কালকের ছুটির পর আজ একটু বেড়াতে এসেছিলাম আপিসে। যদ্দিন চাগ্রিটা আছে একটু জীবনটাকে উপভোগ করে নি ঃ-(
  • Arijit | ২৪ এপ্রিল ২০০৯ ১২:৩১ | 61.95.144.123
  • আমার কেন জানি না আইডিয়া ছিলো VSNL-টাই BSNL হয়েছে। এখন দেখছি তা নয়। টাটা গ্রুপ VSNL-এর মেজরিটি শেয়ার কিনেছিলো, তাপ্পর একটা VSNL International তৈরী হয়। ২০০৮-এ এই দুটো আর টেলিগ্লোব মিলে টাটা কমিউনিকেশনস হয়েছে।

    BSNL কি তাইলে পুরো নতুন কোম্পানি হিসেবে তৈরী হয়েছিলো?
  • sinfaut | ২৪ এপ্রিল ২০০৯ ১১:৫২ | 203.91.207.30
  • জ্জিও জ্জিও, ল্যাদোষদা কি দিলো।
  • Tim | ২৪ এপ্রিল ২০০৯ ১১:৫০ | 71.62.2.93
  • ঘুমের সময় হলো, য্‌যাই।
    গুন্নাইট অ্যান্ড গুডবাই!
  • Tim | ২৪ এপ্রিল ২০০৯ ১১:৪৪ | 71.62.2.93
  • ল্যাদোষদার কবিতাটা পড়ে হাসলাম।
    (ডিঃ এটা ডিঃ নয়)
  • Tim | ২৪ এপ্রিল ২০০৯ ১১:৪২ | 71.62.2.93
  • বোঝো! এখন টেস্টটিউবে স্বপ্নও বানানো যাচ্ছে।
  • Tim | ২৪ এপ্রিল ২০০৯ ১১:৪১ | 71.62.2.93
  • ঃ-)))))))))))))))
  • san | ২৪ এপ্রিল ২০০৯ ১১:৪১ | 12.144.134.2
  • ইদিকে ভোরবেলা আমি স্বপ্ন দেখলাম আমার পিছনে পুলিশ লেগেছে, আর আমি একটা টেস্টটিউব সঙ্গে করে আত্মগোপন করার জন্য অনেকগুলো ট্রেনফেনে করে পালিয়েই চলেছি। টেস্টটিউবে সন্দেহজনক কিছু। মানে সেটা লুকোনোর জন্যই। কি কেস।একেবারে ব্রাহ্মমুহূর্তে।
  • lcm | ২৪ এপ্রিল ২০০৯ ১১:৪০ | 69.236.185.230
  • ম্যায়, আউর মেরে (উইন্ডোজ) ভিস্তা,
    আকসর ইয়ে বাতে করতে হ্যায়,
    তুম (লিনাক্ষ) হোতি তো ক্যায়সা হোতা,
    তুম ছোটা (মেমরি) ফুটপ্রিন্ট পর হাসতি,
    তুম জলদি সে জলদি বুট করতি,
    তুম হোতি তো অ্যায়্‌সা হোতা
    ...
    ইয়ে কাঁহা আ গ্যয়ে হাম
    ...
    ইয়ে রাত হ্যায়,
    তুমহারা ডেবিয়ান সিডি পাস মে পরা হুয়া হ্যায়,
    ইয়ে ইন্স্‌টলেশন ইতনা খতরনক, কে
    গুগল মে ড্রাইভার ঢুন্ডতে ঢুন্ডতে থক গ্যয়া হুঁ ম্যায়
    যব নেট পে কানেক্ট নহি হোতা হ্যায়
    লাগতা হ্যায় কে তুম নেহি হো, কহি নেহি হো
    ...
    ইয়ে সোচতা হুঁ ম্যায় কবসে গুমসুম
    কে জব মুঝকো ভি ইয়ে খবর হ্যায়
    কে তুম ইতনা বড়িয়া হো
    মগর দিল কহে রাহ হ্যায়
    কে তুম ইতনা ইউজার ফ্রেন্ডলি নহি হো, নহি হো
  • shrabani | ২৪ এপ্রিল ২০০৯ ১১:৩৯ | 124.30.233.101
  • এরা যা পদ্য লিখতে শুরু করেছে, টের পেলে লোকে গুরুতে এসে বিয়েবাড়ীর জন্যে অর্ডার দিয়ে নিয়ে যাবে!
  • Tim | ২৪ এপ্রিল ২০০৯ ১১:৩৮ | 71.62.2.93
  • এক কথায় সরীসৃপ বল্লেই হয়। এবার টইতে ডাইনোসর ছুটে বেড়াবে।
  • dipu | ২৪ এপ্রিল ২০০৯ ১১:৩৮ | 207.179.11.216
  • দেহাবশেষের উপরের চারটি টই ফন্ট পাল্টেছে। তার উপরের দুটি পাল্টায়নি।

    সবই মায়া।
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত