এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • Binary | ১৮ এপ্রিল ২০০৯ ০১:২৮ | 198.169.6.69
  • শিবুদা, অ্যাটলিস্ট সন্ধ্যে হতে দাও ঃ))

    কুসুম মানে কি কাঁচা কুসুম না পোচের কুসুম ?
  • Blank | ১৮ এপ্রিল ২০০৯ ০১:২৮ | 170.153.65.23
  • না যাই, ভাবছি বাড়ি যাই
  • Blank | ১৮ এপ্রিল ২০০৯ ০১:২৭ | 170.153.65.23
  • ভদকা খাবার অগে এট্টু টেকিলা খেলে ঘুমটা ভালো হয়
  • sayan | ১৮ এপ্রিল ২০০৯ ০১:২৬ | 115.108.25.26
  • মাইরি বলছি, এতটা হুইস্কির পরে ভদকা নামালে ধনুষ্টংকার হয়ে কাল সকালের আগে মরেই যাবো।
  • Blank | ১৮ এপ্রিল ২০০৯ ০১:২৫ | 170.153.65.23
  • নানা ডিম একদম না। ডিম জায় শুধু মাত্র স্কচের সাথে। তাও সামান্য। পেগে এক চামচ কুসুম। গুলবে না কিন্তু
  • dd | ১৮ এপ্রিল ২০০৯ ০১:২৫ | 122.167.9.251
  • এইডা পাইরে কই
    আমি না এড্ডা আত্মজৈবনিক পোবোন্ধো লিখসিলাম "আমার সত্তর" নামে। এই গু চতেই। হোথায় ইম্পোটেন্ট অর্থে নপুংসক লিখসিলাম। ব্যাংগার্থে। হ্যাদার জইন্য বকুনিও খাইসি।
    একাধিকবার।
    হ্যাডার জন্য দুঃখিতও।
    আর কেউ ল্যাখে নাই। নপুংসকেরে গাল হিসাবে দায় আর কারুর নাই।শুদু আমি ই লিখসি। একবারই।
    সরি রে দিদি ভাই।
  • sayan | ১৮ এপ্রিল ২০০৯ ০১:২৪ | 115.108.25.26
  • আচ্ছা।
    বাজে ভাট না করে কিছু লেখ না। আগে লিখতিস তো। না কি তোরও অনুঘটক দরকার?
  • sibu | ১৮ এপ্রিল ২০০৯ ০১:২৩ | 207.47.98.129
  • গুরুতো অনেক কালই মাতালদের স্যাংচুয়ারি। বল মাল দিবি কি না ... মালের বোতল উথাল-পাথাল আর তো পাবি না , হিঁক।
  • arjo | ১৮ এপ্রিল ২০০৯ ০১:২২ | 168.26.215.13
  • আর শেষে একটা ডিম গুলে ফেলে দাও। ভদকা, জুস, ডিম হেবি কম্বি।
  • Binary | ১৮ এপ্রিল ২০০৯ ০১:২১ | 198.169.6.69
  • শুক্কুরে শুক্কুরে মাতাল আমি জম্ম থেকেই, তবে ডিডিদা আর মাল খাইয়েন্না, ঃ)))
  • Blank | ১৮ এপ্রিল ২০০৯ ০১:২১ | 170.153.65.23
  • তবে সত্যি ভালো হবে ভদকায় লংকা ভেজালে। খুব ভালো হয় যে বড় টোপা লাল মেক্সিকান লংকা গুলো। চিরে নিয়ে এক সপ্তাহ মতন ভিজিয়ে রাখো।
    খায়ার সময় সামান্য ফ্রুট জুস মিশিও ভদকায়।। গুয়াভা জুস হলে ভালো হয়।
  • Tim | ১৮ এপ্রিল ২০০৯ ০১:২০ | 198.82.167.98
  • আমি টইতে মামুর নাম দেখে চমকে গেলুম। ভাবলাম মামুও লিকেচে কি করে প্রথম গুরুতে এলো। ঃ-))))
  • Blank | ১৮ এপ্রিল ২০০৯ ০১:১৯ | 170.153.65.23
  • বাইনারি দা, বেঁচে থেকো অন্তত। আমার আইপি টা এখুনো রয়ে গেছে ঃ(
    পুলিশ ধরতেই পারে
  • Binary | ১৮ এপ্রিল ২০০৯ ০১:১৯ | 198.169.6.69
  • নারে, আমি ভিনিগারে- চিংড়ি ভিজিয়েছি, তবে একটু শিভাশ-ও অ্যাড করেছি, জাস্ট এক্সপেরিমেন্ট, হয়ে গেলে ব্ল্যাংকি -কে মার্ক্স বলবো ঃ))
  • Blank | ১৮ এপ্রিল ২০০৯ ০১:১৮ | 170.153.65.23
  • এগুলো তো প্রচলিত ব্যপার। হানু দা হলে সমাজে নারীর স্থান নিয়ে এই নিয়ে একটা পোবোন্ধ নামিয়ে দিতো।
    এছারাও বং, কমি, পাকি এগুলো কেওতো গালাগালি হিসেবে ব্যবহার করা হয়
  • arjo | ১৮ এপ্রিল ২০০৯ ০১:১৮ | 168.26.215.13
  • ডিডিদা,

    কেনা জানে গ্রেট মাইন্ডস থিংক অ্যালাইক। ঃ))
  • Tim | ১৮ এপ্রিল ২০০৯ ০১:১৭ | 198.82.167.98
  • এব্বাওয়া ডিডিদা মাতালদের মাতাল বল্লো।
  • arjo | ১৮ এপ্রিল ২০০৯ ০১:১৬ | 168.26.215.13
  • আরি শ্না আমি ব্লাইন্ড টাইপ করছি। পিৎজায় যে লংকা ছড়াও সেটা দিলেই হবে।
  • dd | ১৮ এপ্রিল ২০০৯ ০১:১৬ | 122.167.9.251
  • আরে, শিভাসে ভিজাতে হল নিজেরে ভিজাও। ডুব ডুব ডুব..... চিংরি ক্যানো ?
    কিছু মনে কইরেন না, মানে মাইন্ড কইরেন না, গু চতে কি অত্যাধিক মাতাল জুটেছে? মানে সংক্রমন ? মদ্যপের ?
    সেই রকম বোধোয়।
    ছি ।
    (হিক)
  • Tim | ১৮ এপ্রিল ২০০৯ ০১:১৬ | 198.82.167.98
  • পাই, গালাগালের থ্রেডটা দেখে নাও।

    সায়ন্দা, তুই চুপ মেরে গেলি দেখে ভাবলাম বেশি ইয়র্কি হচ্চে। কিচ্ছু হয়নি। ঃ)

    উইকেন্ড এসেও আসেনা হায়।
  • Ishan | ১৮ এপ্রিল ২০০৯ ০১:১৫ | 12.163.39.254
  • ঃ))
  • Binary | ১৮ এপ্রিল ২০০৯ ০১:১৫ | 198.169.6.69
  • থ্যাংকু,
    চিনিটা বাদ, লঙ্কা মানে আমাদের কোলকাতার বাজারে যেরম পাওয়া যায় ? এখানে ওরম পাওয়া একটু চাপের, তবে বড় লঙ্কা পাওয়া যায়।
  • arjo | ১৮ এপ্রিল ২০০৯ ০১:১৫ | 168.26.215.13
  • কোনো এক অজ্ঞাত কারণে আমি বাঙ্‌লা দেখতে নারি। রসুনটা ভেজে নিতে হবে মাখনে। আর অলিভ অয়েলটা স্বান্তনার জন্য। মাখন খেতে মনোবেদনা হলে অলিভ অয়েলটা দেখে নেওয়ার জন্য।
  • sibu | ১৮ এপ্রিল ২০০৯ ০১:১২ | 207.47.98.129
  • আজ্জোর রেসিপিতে ওলিভ অয়েল আর রসুন ডিক্লেয়ার করা হয়েছে, ব্যবহার হয় নি। কমপাইলার এরর দেবে।
  • pi | ১৮ এপ্রিল ২০০৯ ০১:১২ | 128.231.22.89
  • আচ্ছা, এটা অনেক দিনের জানার ইচ্ছে আমার।
    অনেককেই ব্যবহার করতে দেখেছি কথাগুলো।
    এবং অবাক হয়েছি।

    চুড়ি পরে থাকা, এফিমিনেট কথাগুলো গাল হিসেবে বা গাল না হলেও ডেরোগেটরি সেন্সে ব্যবহার হয় কেন ?
    যে কাজের জন্য কোন ছেলেকে এফিমিনেট বলা হয়, এক ই কাজ কোন মেয়ে করলে তখন কি বলা হবে ? ঃ)
    নাকি তখন নিন্দনীয় কাজটা নিয়ে আর নিন্দা করার কিছু থাকবে না ? ঃ)

    ঠিক তেমনি দেখেছি , হিজড়ে, নপুংসক শব্দগুলোর ও গালি/ব্যঙ্গার্থে ব্যবহার ...
  • sayan | ১৮ এপ্রিল ২০০৯ ০১:১১ | 115.108.25.26
  • দেশে বিদেশে সব শালা টুন্‌ হয়ে আছে, আর আমি! আমার হুইস্কির বোতল ফাঁকা! কে খেয়ে গেল!! এত রাতে কোথাই যাই এখন ঃ(((
  • Blank | ১৮ এপ্রিল ২০০৯ ০১:১১ | 170.153.65.23
  • আমি তো ভদকা লংকা আর ভিনিগারে চিংড়ি ডোবানোর ফান্ডা মিশিয়ে এই আইডিয়াটা দিয়েছিলুম ঃ(
  • sibu | ১৮ এপ্রিল ২০০৯ ০১:১০ | 207.47.98.129
  • বাইনারি কি সত্যি শিভাসে চিংড়ি ভেজালে নাকি? খেয়ে রিপোর্ট দিও তো।
  • Binary | ১৮ এপ্রিল ২০০৯ ০১:১০ | 198.169.6.69
  • তার আমি কি জানি, যেরম বল্লে সেরম ভিজিয়ে দিলাম, রেতে নিয়ে বসব ঃ)))
  • arjo | ১৮ এপ্রিল ২০০৯ ০১:০৯ | 168.26.215.13
  • বাইনারীদা,

    চিংড়ী পিলপিলঃ

    ১। গোটা দশ বারো চিংড়ী (খোলাটোলা ছাড়ানো)
    ২। ওলিভ ওয়েল
    ৩। ক্রাশড লাল লংকা
    ৪। রসুন কোয়া ৪-৫ টি
    ৫। অল্প একটু ধনে পাতা
    ৬। এক কিউব মাখন

    কড়ায় মাখন দিন। গরম করুন অল্প আঁচে। গরম হলে লাল লংকা ঢেলে দিন এবং নুন দিন। অল্প নাড়াচাড়া করে একদম ঢিমে আঁচে মিনিট খানেক রাখুন। এবারে চিংড়ী ছেড়ে দিন। এক এক পিঠ এক এক মিনিট।

    খাওয়ার আগে ধনে পাতা ছড়িয়ে নিতে ভুলবেন না।

    ( ঘটি হলে এট্টু চিনি)।
  • Blank | ১৮ এপ্রিল ২০০৯ ০১:০৮ | 170.153.65.23
  • সত্যি চিংড়ি সেদ্ধ শিভাসে ভিজছে নাকি!!!! সত্যি নাকি !!!!!!
  • sayan | ১৮ এপ্রিল ২০০৯ ০১:০৮ | 115.108.25.26
  • তিমি? যাচ্চলে! তোর আবার কি হ'ল!!
  • Binary | ১৮ এপ্রিল ২০০৯ ০১:০৬ | 198.169.6.69
  • এইটা টিম ঠিক বলেছে, আজকাল দেখেশুনে, ইস্কেল দিয়ে মেপেটেপে খিল্লি কত্তে হয়, দুইটা-একটা খিল্লির পর, 'কিছু মনে করনিতো বাপু ?' বলতে হয়।

    ঃ))

    ব্ল্যাংকি কিছু মনে করনি তো ?
  • sibu | ১৮ এপ্রিল ২০০৯ ০১:০৪ | 207.47.98.129
  • সরি দীপ্তেনদা, এই গালাগালি বন্ধ করলুম। মানে ঈশানের নেকস্ট স্নাইড কমেন্ট পর্য্যন্ত ঃ))।
  • Tim | ১৮ এপ্রিল ২০০৯ ০১:০৩ | 198.82.167.98
  • নাহ্‌ অনেক খিল্লি হলো। কখন কি ঘটে যায় কিস্যু বলা যায়না।
    সায়ন, ইয়ার্কি মাত্রাতিরিক্ত হয়ে গেলে সরি।
    য্‌যাই। সোসন ডাকে আয় আয় আয়। ঃ)
  • dd | ১৮ এপ্রিল ২০০৯ ০১:০২ | 122.167.9.251
  • শিবু সাহেব, শিবু সাহেব
    ফ্যাঃ
    এফিমিনেট? এফিমিনেট? গালাগালি?
    ফ্যাঃ

    দীপ্তেন
  • Binary | ১৮ এপ্রিল ২০০৯ ০১:০১ | 198.169.6.69
  • একতো, চিংড়ি সেদ্ধো শিভাশে ভিজছে, ব্ল্যাঙ্কি যদি ঢপ দিয়ে থাকে, তাইলে কাল ওর কপালে দুঃখু আছে। দুই, কোলকাতা ব্‌ষ্টি হচ্ছে নাকি ?
  • Tim | ১৮ এপ্রিল ২০০৯ ০১:০১ | 198.82.167.98
  • নাহয় ভিজেইছে, এত পোশ্নো কিসের?
  • Blank | ১৮ এপ্রিল ২০০৯ ০০:৫৯ | 170.153.65.23
  • অনেক দিন বৃষ্টি হয় না কোলকাতায় ঃ(
  • arjo | ১৮ এপ্রিল ২০০৯ ০০:৫৮ | 168.26.215.13
  • কি ভিজলো?
  • Binary | ১৮ এপ্রিল ২০০৯ ০০:৫৭ | 198.169.6.69
  • কে ভিজলো ? কিসে ভিজলো ?
  • Blank | ১৮ এপ্রিল ২০০৯ ০০:৫৪ | 170.153.65.23
  • অনামিক কি রানার?
  • sibu | ১৮ এপ্রিল ২০০৯ ০০:৫৪ | 207.47.98.129
  • ঈশানকে,

    মডারেটর বলে যদি ঢিলের বদলে পাটকেল দিতে অসুবিধা হয় তো ঢিল পাটকেল যাস্ট ছুঁড়ো না। কিন্তু কয়েকটা এক্সচেঞ্জের পর মডারেটরির আড়ালে লুকোনো, ওয়েল, এফিমিনেট। হয় ঢিল পাটকেলের কান্ড কোরো না, নইলে ঢিল-পাটকেল যাস্ট চালিয়ে যাও, হার-জিৎ-ড্র যাই হোক।

    ইগনোর করলে করবে, দ্যাট ডাস নট ম্যাটার। আমি তো আর তোমার সাথে প্রেম করছি না যে তুমি ইগনোর করলে ভারী দুঃখু হবে। কিন্তু ইগনোর করার ভান করে স্নাইড রিমার্ক কোরো না। দ্যাট ইজ, এগেন, এফিমিনেট।
  • Blank | ১৮ এপ্রিল ২০০৯ ০০:৪৪ | 170.153.65.23
  • আসল জিনিস টাই দিলো না, বলে শরবত খাওয়াবে
  • anaamik | ১৮ এপ্রিল ২০০৯ ০০:৪২ | 59.164.105.240
  • মামু,
    ডাক দিয়েছি, একটু দেখে সিদ্ধান্ত জানাবে?
    (আমি ডিভিলিয়ার্স আউট হলেই ঘুমোতে চলে যাবো।)
  • sayan | ১৮ এপ্রিল ২০০৯ ০০:৪০ | 115.108.25.26
  • অ্যাতো খাই খাই করিস ক্যানো!
    ঠান্ডাই চাই তো আয় এখানে, পেস্তা কেসর ইলাইচি দেওয়া কনকনে দুধ বাদাম পাবি।
  • Tim | ১৮ এপ্রিল ২০০৯ ০০:৪০ | 198.82.167.98
  • আমি কখনো খাইনি। ঃ-(

    কবিতার টইটা জমে গেছে। জ্জিও!
  • Blank | ১৮ এপ্রিল ২০০৯ ০০:৩৬ | 170.153.65.23
  • কিন্তু ঠান্ডাই? ও আমি এম্নি খেতেই ভালোবাসি। রোম কূপের কি দরকার?
  • sayan | ১৮ এপ্রিল ২০০৯ ০০:৩৬ | 115.108.25.26
  • ছাতা? ধুস্‌স্‌। বৃষ্টি হয় ভেজার জন্য। রোমকূপ দিয়ে ঠান্ডাই শুষে নে, বেঁচে থাক।
  • Blank | ১৮ এপ্রিল ২০০৯ ০০:৩৩ | 170.153.65.23
  • ছাতানাই?
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত