এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • Arijit | ১৬ এপ্রিল ২০০৯ ১২:২৫ | 61.95.144.123
  • ওইত্তো - লাভলি পেরোলেই ভুরিভোজ, আরো একটু এগিয়ে রিশপ ইন। বাঁদিকে ওপরে একটা নতুন লজ হয়েছে - সিলভান না কি যেন নাম।
  • saikat | ১৬ এপ্রিল ২০০৯ ১২:২২ | 202.54.74.119
  • ওখানকার সব লোকই মনে হয় ভাল রান্না করে। ঃ-) আমি যেখানে উঠেছিলাম (lovely resort, লাভা যাওয়ার রাস্তাটা ওর পাশ দিয়েই), সেখানকার লোকটাও দুর্দান্ত কষা মাংস খাইয়েছিল।
  • sibu | ১৬ এপ্রিল ২০০৯ ১২:২০ | 71.106.244.161
  • সেটা তোমার মর‌্যাল ভ্যালুজ-এর ওপর নির্ভর করছে। ডিঅন্টোলজিক্যাল সিস্টেম হলে পাপ ম্যাটার করে না। অবিশ্বাস কর্তব্য হলে করতেই হবে ;)।
  • Arijit | ১৬ এপ্রিল ২০০৯ ১২:১৯ | 61.95.144.123
  • রিশপ ইন্‌ - ছোট হোটেল, কাঠের ঘর, কিন্তু লোকটা রান্নাটা করে বেড়ে।
  • san | ১৬ এপ্রিল ২০০৯ ১২:১৮ | 12.144.134.2
  • কিন্তু গিয়ারের উপর?
  • saikat | ১৬ এপ্রিল ২০০৯ ১২:১৭ | 202.54.74.119
  • মানুষের ওপর বিশ্বাস হারানো পাপ। d-কে।
  • Blank | ১৬ এপ্রিল ২০০৯ ১২:১৫ | 170.153.65.23
  • পুকুরের পাড় বাঁধানোটা খারাপ ব্যপার নয় ততটা ঃ)
  • Blank | ১৬ এপ্রিল ২০০৯ ১২:১০ | 170.153.65.23
  • একটা যাস্ট জয়স্টিক থাকা উচিৎ গাড়িতে। তার পর দেখবো কে কটা রেস জেতে।
  • sibu | ১৬ এপ্রিল ২০০৯ ১২:১০ | 71.106.244.161
  • পাড়ায় পুকুরপাড়ের রাস্তা দিয়ে গাড়ি চলতে চলতে রাস্তা ভেঙ্গে পুকুর বড় হত। তখন সবাই মিলে কাউন্সিলরের বাড়ী গিয়ে বলা হত - এবারে যে আর ও রাস্তায় চলা যাবে না মশাই, কিছু একটা করুন। যেটা বলা হত না, সেটা হল কিছু না করলে সামনের বার আর ভোট পাবেন না। ভোট পাবার জন্য হোক আর যাই হোক, কাউন্সিলর কিছুদিন মুনিসিপালিটিতে বেশ কদিন আপিস কামাই করে যাতায়াত করতেন। শেষে একদিন লরি বোঝাই করে আলকাতরা মাখানো শালের খুঁটি, রং করা করুগেটেড টিন, অনেকখানি ঘ্যাঁষ, এই সব এনে পুকুরপাড়ে ফেলা হত। তারপর মজুরেরা আসত। বড়রা বলত ওরা টিটাগড় থেকে এসেছে কাজ করতে। কিন্তু ওদের কেউ কেউ একা পথ চিনে ইস্টিশন যেতে পারত না। টীটাগড়ের লোক হলে খড়দা ইস্টিশন চিনবে না কেন? পরে মনে হয়েছিল ওরা আসলে মাইগ্র্যান্ট লেবার। সর্দারের পেছনে পেছনে কাজ খুঁজতে এসে পড়েছে। খুব ইন্টারেস্টিং লাগত ওদের লুঙ্গি আর ফতুয়া। খুব রঙ্গীন। রাস্তার কাজ করে যে সব লেবারেরা, তাদের জামা-কাপড় ধুলো ধুলো হয়ে যায়। কিন্তু জলের ধারে কাজ বলে এদের গায়ে ধুলো লাগত না, আর জামা-কাপড়-পৈতে-মাদুলি সব মিলিয়ে ঝকমক করত।

    প্রথমে ঐ শালের খুঁটি লাইন দিয়ে পোঁতা হত পুকুরের মধ্যে। তারপর গজাল দিয়ে ঐ খুঁটির সারির গায়ে টিন লাগানো হত। এবারে টিন আর পাড়ের মধ্যে ঘ্যাঁষ ঢেলে ভরাট করে দিলেই রাস্তা আবার গাড়ী যাবার মত চওড়া হয়ে যেত। এক বর্ষা, দুই বর্ষায় টিনের রং ধুয়ে জং ধরে যেত। তারপর আবার পুকুরে রাস্তা ভেঙ্গে যেই কে সেই।

    ঐ শালের খুঁটি পোঁতা দেখাটা খুব এক্সাইটিং ব্যাপার ছিল। তিনটে বড় বড় খুঁটি একত্রে বেঁধে একটা হোম মেড পাইল ড্রাইভার তৈরী হত। সর্দার বসত একটা টুলে, পাইল ড্রাইভারের গোড়ায়। তারপর সর্দার বিভিন্ন রকম গান করত, কিন্তু সব গানের একটাই ধুঁয়ো - হেঁইয়ো মারি রে। আর মজুরেরা গানের তালে তালে দড়ি টেনে একটা ওজন ওপরে তুলে ছেড়ে দিত। তখন ওজনটা নীচে এসে অর্ধেক ঢোকানো খুঁটির মাথায় পড়ত, খুঁটিটা একটু একটু করে ঢুকে যেত। আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে কানাকানি করতুম, ক'ঘা লাগবে এই খুঁটিটাকে পুততে। আর সর্দারের গানের অর্থবোধ করার চেষ্টা চলত, খুব একটা সাফল্য ছাড়াই। এখনো মনে আছে, একদিন শুনলাম সর্দার গাইছে - সাত ফুট মাঙ্কি তুলে মারো না, হেঁইয়ো মারি রে। শুনে আমরা প্রথমে একটু ভ্যাবাচ্যাকা খেয়ে গেলাম, তার্পর হেসে গড়িয়ে গেলাম এ ওর গায়ে। সেই থেকে নতুন কাউকে দেখলেই তাকে সাত ফুট মাঙ্কি বলে ডাকতাম আমরা। নতুন অঙ্কের মাস্টার, পাড়ায় নতুন ভাড়া আসা সুন্দরী বৌদির গম্ভীর বর, মোড়ের নতুন ফুচকাওয়ালা - সবাইকে, সব্বাইকে।
  • shrabani | ১৬ এপ্রিল ২০০৯ ১২:০৬ | 124.30.233.101
  • সঙ্গে ক্লাচ ব্রেক অ্যাক্সিলারেটর এসবও বহুত ঝামেলার, তার জন্যও লোক চাই। ঃ)
  • saikat | ১৬ এপ্রিল ২০০৯ ১২:০৫ | 202.54.74.119
  • অরিজিত, রিশপে কোথায় ছিলে?
  • shrabani | ১৬ এপ্রিল ২০০৯ ১২:০৩ | 124.30.233.101
  • দ,
    বাড়ি যাওনি?
  • Blank | ১৬ এপ্রিল ২০০৯ ১১:৫৮ | 170.153.65.23
  • গীয়ার ব্যপার্টার সাথে ড্রাইভিং এর কোনো সম্পক্ক নেই। এই যে বিশ্ব সেরা ড্রাইভাররা, ভেবে দেখো এদের গাড়িতে গীয়ার নাই। তাই গীয়ারের জন্য একটা লোক রাখাই যায়
  • d | ১৬ এপ্রিল ২০০৯ ১১:৪৯ | 203.143.184.11
  • ব্ল্যাংকুশ,

    আজ ক্যান্টিনে একটা ক্ল্যাসিক ডায়ালগ শুনলাম। একজন বলল "আরে মুঝে তো ড্রাইব হিং আচ্ছি তরাঁসে আতা হ্যায়। ম্যায়নে সির্ফ গীয়ার ডলনেকে লিয়ে এক লোগ রাক্‌খা।'
    শুনেই আমার তোর কথা মনে হল। ঃ)))))

    অজ্জিত,

    মাক্কালি ঐ টইটা দেখেই আমার তোমার কথা মনে হয়েছিল। মনে হয়েছিল ঐ টইটাতে তোমার একটা সাক্ষাৎকার নেওয়া যেতে পারে। পরে ভেবে দেখলাম এই তুমি, আমি, রঙ্গনের মত কয়েকজন ভেটারেন ছাড়া বাকীরা ঠিক "অনুভব' করতে পারবে না।

    =======================================================

    মাঝে মাঝে সত্যি সত্যিই মনে হয় সাইটে একটা মডারেশান থাকা বোধহয় ভাল।
  • Blank | ১৬ এপ্রিল ২০০৯ ১১:৪৩ | 170.153.65.23
  • স্প্যানিশ শেখার কারন টা কি? ডালে নিশ্চয় কালো কিছু আছে
  • Blank | ১৬ এপ্রিল ২০০৯ ১১:৪৩ | 170.153.65.23
  • পুকুর পাড় বাঁধানো !!!
    জগতে কত্ত দেখার মতন জিনিস আছে
  • san | ১৬ এপ্রিল ২০০৯ ১১:৪২ | 12.144.134.2
  • টিম যে স্প্যানিশ শিখছে , এই সহজ কথা বুঝলি না?
  • sibu | ১৬ এপ্রিল ২০০৯ ১১:৪১ | 71.106.244.161
  • আমিও ইস্কুলে পড়তে ঝালমুড়িওয়ালার কাছে দাঁড়িয়ে ঝালমুড়ি মাখা দেখতাম। তারপর মফস্বলে পুকুরপাড় বাঁধানো বলে একটা ব্যাপার ছিল। সেও দাঁড়িয়ে দেখতে বেশ লাগতো।
  • Blank | ১৬ এপ্রিল ২০০৯ ১১:৩৫ | 170.153.65.23
  • আজ কে প্রায় এমন একটা ঘটনা দেখলাম। মানে কদিন ধরেই দেখছি। আমাদের ওদিকে বাইপাসের কাজ চলছে আর তার পাশা পাশি আদি গঙ্গা সংস্কার হচ্ছে। একটা বড় গাড়ি পাঁক তুলছে আদি গঙ্গা থেকে। আর কত লোক যাস্ট দাঁড়িয়ে দাঁড়িয়ে সেই পাঁক তোলা দেখছে। চুপ চাপ দাঁড়িয়ে পাঁক তোলা দেখে যাচ্ছে !!!!!
  • san | ১৬ এপ্রিল ২০০৯ ১১:৩৪ | 12.144.134.2
  • আমার যদ্দুর মনে হচ্ছে এটাতেই শশার গল্প ছিল। ঘন্টা দুই পরে কনফার্ম করতে পারি ঃ-)
  • san | ১৬ এপ্রিল ২০০৯ ১১:৩৩ | 12.144.134.2
  • 'তোমাদের এই নগরে'
  • Blank | ১৬ এপ্রিল ২০০৯ ১১:৩২ | 170.153.65.23
  • এখানে হিমু র গপ্প নিশ্চয় অনেকে পড়ে। কোন একটা উপন্যাসে এমনি ছিল যে হিমু বলছে ঢাকায় কেউ শশা বিক্রি করার সময় নাকি আশে পাশে প্রচুর লোক দাঁড়িয়ে থাকে। আর তারা যাস্ট দাঁড়িয়ে দাঁড়িয়ে সশা কাটা দেখে। কারোর মনে আছে উপন্যাসটা?
  • Blank | ১৬ এপ্রিল ২০০৯ ১১:৩০ | 170.153.65.23
  • টিম ব্যাটা এসব কি বলছে!!! এবং কেনো
  • Blank | ১৬ এপ্রিল ২০০৯ ১১:৩০ | 170.153.65.23
  • রঞ্জন দার একটা ইমেল আইডি রঞ্জন দা নিজেই কোনো একটা টই তে দিয়েছিলো। তো সেটা কে তো ভাটে লিখে দিতেই পারি।
  • saikat | ১৬ এপ্রিল ২০০৯ ১১:০৫ | 202.54.74.119
  • হনুকে,

    দেখছেন না, ফ্লবেয়ার ও বোকামী নিয়ে লিখছি।ঃ-) বর্তমান পরিস্থিতিতে এর প্রাসঙ্গিকতা নেই নাকি ? হ্যা, আমি interested, ঐ লিস্টটা পাবার ব্যাপারে, further কতটা কি করতে পারব বলতে পারি না। ঃ-)

    csaikat@yahoo.com- পাঠান।
  • Tim | ১৬ এপ্রিল ২০০৯ ১১:০৫ | 71.62.2.93
  • দাঁড়াও আগে আরেট্টু শিকে নি, তাপ্পর টই খুলে প্যাক্টিস করা যাবে'খন। ঃ)
  • Tim | ১৬ এপ্রিল ২০০৯ ১১:০৪ | 71.62.2.93
  • বোয়েনাসই বল্লো। মাইরি! যাগ্গে, বোয়েই গ্যাছে। ঃ-(
  • dipu | ১৬ এপ্রিল ২০০৯ ১১:০১ | 207.179.11.216
  • বোয়েনাস নয়, বুয়েনাস ঃ-)
  • sibu | ১৬ এপ্রিল ২০০৯ ১০:৫৯ | 71.106.244.161
  • মামুর দুর্জয় মান হয়েছে, কথা বলবে না, বলবে না, বলবেই নাঃ।

    মামুকে চুড়ি কিনে দেব ভাবছি। ও মামু, তাইলে কতা কইবে?
  • a x | ১৬ এপ্রিল ২০০৯ ১০:৫৮ | 99.152.72.73
  • বুয়েনা নত্তি
    মনিকা ভিত্তি
  • Tim | ১৬ এপ্রিল ২০০৯ ১০:৫৬ | 71.62.2.93
  • ন্নাহ্‌, কাটি। বোয়েনাস নচেস্‌। ঃ)
  • Tim | ১৬ এপ্রিল ২০০৯ ১০:৫৩ | 71.62.2.93
  • গুরু কমিউনিটির একটা ট্রান্সফর্মেশন হচ্ছে। পুরো ব্যাপারটা শেষ হলে সেটা একটা স্টেপ ফাংশানের মত হবে মনে হয়।
  • arjo | ১৬ এপ্রিল ২০০৯ ১০:৫০ | 24.42.203.194
  • এবারে আমি তিন চারটে লাইন একসাথে দেখছি। গুঃনাঃ।
  • arjo | ১৬ এপ্রিল ২০০৯ ১০:৪৬ | 24.42.203.194
  • এইয়ো হানুদা, ওদিকে যে পাতার পর পাতা লিখলাম কেন মধ্যমেধা সেই নিয়ে কোনো উচ্চবাচ্চ নেই অন্য প্রবন্ধ লেখার মতলব। দেব প্রবন্ধে জল ঢেলে।
  • Arijit | ১৬ এপ্রিল ২০০৯ ১০:৪৬ | 61.95.144.123
  • র‌্যাগিং নিয়ে দু চার কথা বলার ছিলো - কিন্তু গতিক দেখে বলিনি - কাল। গত কয়েকদিনের ভাট আর ওই দুটো টইয়ের অল্প একটু দেখেই আর কিছু লিখতে ইচ্ছে করলো না। ধুর।
  • Tim | ১৬ এপ্রিল ২০০৯ ১০:৪৪ | 71.62.2.93
  • ক মিস গেছে।

    হনুদা অতি ধীরে প্রবাদপ্রতিম হয়ে উঠছে। ঃ)
  • arjo | ১৬ এপ্রিল ২০০৯ ১০:৪২ | 24.42.203.194
  • ম, ওটা মনে হয় ঈশান নামক সুতার্কিকে তর্কে পরাজিত করার ইচ্ছে থেকে। চাঁদমারী করা না হলেই ভালো। করা হলে ঈশানকে এতদিন তো ইগনোর করতেই দেখেছি। সেইজন্য বললাম এট্টু ছুটি নিয়ে বেরিয়ে এস।
  • Binary | ১৬ এপ্রিল ২০০৯ ১০:৪০ | 70.64.8.206
  • আরে আমি ফাইট করেছি নাকি ? গুছিয়ে দেখে বল কোথায় ফাইট দেখলে ? কোনখানে আমি মিথ্যেবাদী এসব বলেছি ? বা নিম্নরুচির গালি দিয়েছি ? পমান চাই পমান দাও .... কোনো জম্মে ফাইট-টাইট কল্লম না এঃ
  • dipu | ১৬ এপ্রিল ২০০৯ ১০:৩৯ | 207.179.11.216
  • ঃ-))
  • Arijit | ১৬ এপ্রিল ২০০৯ ১০:৩৯ | 61.95.144.123
  • তবে এই অস্বাভাবিক পোলারাইজেশনের কথাটা এবার মামুও মেনে নিয়েছে - বছর দুই আগে থেকে আমি এইটে বলে আসছিলুম। এইটে নিয়ে তুই-থুলি-মুই-থুলি করে লাভ নেই - ইরেস্পেক্টিভ অব পলিটিক্যাল অ্যালিজিয়েন্স সকলেই এই দোষে দুষ্ট।
  • nyara | ১৬ এপ্রিল ২০০৯ ১০:৩৭ | 64.105.168.210
  • মেডিকাল সায়েন্স তোমার কথা শুনে চলবে না। ঈশানোফাইটিস চিনচিনাইটিস হলে ঈশানকে দেখলেই ফাইট করার জন্যে হাত চিনচিন করবে। করবেই। হনুর যেমন টপিক দেখলেই প্রবন্ধ পায়। টপিকোসা প্রবন্ধাস। এর কোন সুরাহা নেই।
  • Binary | ১৬ এপ্রিল ২০০৯ ১০:৩৪ | 70.64.8.206
  • আজ্জো, থেমেই তো আছি, কিছু বলেছি নাকি ? বল্লম না মালপো খাও ঃ)))
  • Ishan | ১৬ এপ্রিল ২০০৯ ১০:৩৩ | 12.217.30.133
  • ওভার ওয়ার্কড আবার কি? আমি কয়েকজনের সঙ্গে কথা বলতে আগ্রহী নই। তারা আগ বাড়িয়ে বলতে না এলেই হল। ফুলিস্টপ।
  • m | ১৬ এপ্রিল ২০০৯ ১০:৩১ | 12.217.30.133
  • আজ্জো, তর্ক ইত্যাদি এতদিন জানতাম যুক্তি টুক্তি দিয়ে করতে হয়। সেখানে কোনো একজন বিশেষ ব্যক্তিকে 'চাঁদমারি'হতে হয় জানা ছিলো না।

    যত দেখছি , বিবমিষা জাগছে।
  • dipu | ১৬ এপ্রিল ২০০৯ ১০:৩০ | 207.179.11.216
  • পৃথিবীর প্রথম ক্লোনড উটের জন্ম হয়েছে। এই ঐতিহাসিক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আসুন আমরা কোঁদল বন্ধ করি ঃ-)
  • san | ১৬ এপ্রিল ২০০৯ ১০:২৭ | 123.201.53.131
  • এইরে। আজ্জোদা প্রাইভেট স্পেসে মাথা গলিয়ে ফেলেছে। ছুটি নিতে বলছে।
  • sibu | ১৬ এপ্রিল ২০০৯ ১০:২৫ | 71.106.244.161
  • ছুটি-ই-ই-ই-ই-ই। এক সপ্তাহ।
  • Binary | ১৬ এপ্রিল ২০০৯ ১০:২৪ | 70.64.8.206
  • কেউ কেউ যেটা যানে সেটাই প্রচলিত মরালিটি, 'জনসমক্ষে পশ্চাতদেশ চুল্কানো' বলাটা অ্যাক্‌চুয়ালি প্রচলিত মরালিটি, ঃ))))

    বলব না বলব না করেও বলতে হল, যাউগ্গা।
  • san | ১৬ এপ্রিল ২০০৯ ১০:২৩ | 123.201.53.131
  • ... তা, শিক্ষকগণের ব্যর্থতা না ছাত্রীর, তা জানি না ঃ-)
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত