এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • a x | ১১ এপ্রিল ২০০৯ ২২:২৯ | 99.152.72.73
  • হনু, বাজে কথা বলে লাভ নেই। এই সেদিনও ব্ল্যাংক র‌্যাগিং'এর থ্রেডে কি লিখেছে, দ লিংক দিয়েছে। কদিন আগেই অরিজিৎকে সমস্যার সমাধান হিসেবে দল বেঁধে কাকে একটা পিটিয়ে আসার প্ল্যান বাতলেছিল। এখনে আবার দুদিন আইন আদালত কমিশন হ্যানত্যান চলল। র‌্যাগিং একটা মেন্টালিটি, সেটা ঐ মব মেন্টালিটির'ই একস্টেনশন। সেখানে সিপিএম সমর্থকরা অনেককে লজ্জা দিতে পারবে।
  • Blan | ১১ এপ্রিল ২০০৯ ২২:২৮ | 59.93.206.97
  • দুটো টাটকা টই এনো তবে
  • Ishan | ১১ এপ্রিল ২০০৯ ২২:২৬ | 12.217.30.133
  • টই খুলে কি হবে? আমি এখন বাজারে যাচ্ছি। ঃ)
  • Blank | ১১ এপ্রিল ২০০৯ ২২:২৩ | 59.93.206.97
  • টই খুলে দিলাম
  • saikat | ১১ এপ্রিল ২০০৯ ২২:২০ | 59.93.197.75
  • যাক, বিতর্কাটা সমাহিতির দিকে এগোচ্ছে। ঃ-)

    একজন রাজনৈতিক ভাবে অচেতন ব্যাক্তি হিসেবে যদুপুরে ফেটসুর মুভমেন্ট বোগাস ব্যাপার বলেই মনে হোত। বিতর্কের একটা সুজোগ করে দিলাম।
  • Blank | ১১ এপ্রিল ২০০৯ ২২:১৭ | 59.93.206.97
  • মামু আর হানুদার এক হাত !!!!!
    আমি দুই হাত দুরে রইলুম এবারে
  • Ishan | ১১ এপ্রিল ২০০৯ ২২:১৬ | 12.217.30.133
  • এইসব করলে সাসপেনসন ঠিকই আছে। স্রেফ ছাত্রদের বেস ধরে রাখার জন্য, এই নিয়ে ফেটসুর আন্দোলনও বাজে ব্যাপার। ট্র্যাডিশনগুলো পাল্টানোর সময় এসেছে। পৃথিবীর সব জিনিসই ভোটকেন্দ্রিক না।

    তবে হনু ক্যালানিকে প্রোমোট করলে আবার এক হাত হয়ে যাবে।
  • Blank | ১১ এপ্রিল ২০০৯ ২২:১৫ | 59.93.206.97
  • ঃ)
  • saikat | ১১ এপ্রিল ২০০৯ ২২:১৩ | 59.93.197.75
  • হনুর মতটা extreme, সে ব্যপারে সন্দেহ নেই। ঃ-)

    প্রাপ্তবয়স্ক বাচ্চা এবং ওস্তাদ ছেলেরা এটা করলে, ছোট করে সাসপেন্সনটাই ভাল।
  • h | ১১ এপ্রিল ২০০৯ ২২:১১ | 61.95.144.10
  • আমার বা তোর পোস্ট টা বুঝলি ব্ল্যাংকি একটু লিঞ্চিং হয়ে যাচ্ছে। হাল্কা করে , ভার্চুয়াল। কাটা। যা শাস্তি হয়েছে সত্যি বড্ড কম হয়েছে অবশ্য। তবে ইউ অ্যান্ড আই আর নট কম্পিটেন্ট অথরিটিজ। বেসিকালি ঐ পর্যান্ত যেতই না, যাকে মেরেছে, তার বন্ধুরা মিলে আচ্ছা তেরে ঝিলের পারে কান ধরে ওঠবোস করালে আর না করলে দু ঘা দিলে সব ঠিক হয়ে যেত। পরিষ্কার কথা ফার্স্ট ইয়ারকে একজোট হতে হবে। মুক্তাঞ্চল না করেও একজোটা হওয়া যায়;-)

    ছোটো করে নকু দের প্যাঁক দিয়েও সিপিএম এর আভ্যন্তরীন ডিবেটের প্রমাণ রাখার জন্য জাস্ট এইটুকু বল্লাম;-)
  • Arpan | ১১ এপ্রিল ২০০৯ ২২:১০ | 122.252.231.12
  • ছোট কেলানি থেকে যেখানে রাজনীতির রং দেখে বড় কেলাকেলি শুরু হবার ট্র্যাডিশন রয়েছে।
  • Arpan | ১১ এপ্রিল ২০০৯ ২২:০৯ | 122.252.231.12
  • না, সাসপেন্সন ঠিকই আছে। সেটা নিয়ে দর কষাকষি হতে পারে বড়জোর। পাল্টা কেলানি লিড্‌স টু নোহোয়্যার।
  • Blank | ১১ এপ্রিল ২০০৯ ২২:০৬ | 59.93.206.97
  • রেসাল্ট আটকে রাখা পরবর্তী ৬ মাস।
  • h | ১১ এপ্রিল ২০০৯ ২২:০৪ | 61.95.144.10
  • আসলে কোনোটাই (নরম বা চরম বা পাল্টা ক্যাল) আদৌ পরের র‌্যাগিংটা আটকাবে কিনা জানিনা ঃ-)

    আচ্ছা তুমি কি লক্ষ্য করলে আমি সুক্ষ্ম ভাবে, ছাত্রদের মধ্যে মারামারিটা 'মধ্য' পন্থা হিসেবে প্রমোট করছি ;-) দু ডিফেন্সিভ হয়ে যাওয়ায় কত ব্যবস্থাই আমাকে নিতে হচ্ছে;-)
  • Du | ১১ এপ্রিল ২০০৯ ২২:০৩ | 71.252.203.28
  • ঃ) সুশীল সিপিএম তো
  • h | ১১ এপ্রিল ২০০৯ ২২:০১ | 61.95.144.10
  • একি রে ভাই, সিপিএম এত ডিফেন্সিভ হয়ে গেলে চলবে? এদিকে সামনে ভোট;-)
  • saikat | ১১ এপ্রিল ২০০৯ ২১:৫৯ | 59.93.197.75
  • ক্যাম্পাস ইন্টারভিউতে না বসতে দিলেই অনেকটা কাজ হবে। অবশ্য সে ক্ষেত্রে যেখানে ঐটি হয় না সেখানে কি হবে ?
  • Du | ১১ এপ্রিল ২০০৯ ২১:৫৮ | 71.252.203.28
  • অক্ষ, ভালো লাগলো তোমার কথা শুনে। মারা হয়েছিল (লাথি, ঘুষি) সেটা আনন্দবাজারের নিউজেই ছিল আর এখানেও লেখা হয়েছে। তুমি দেখনি বলেই তর্কটা দুটো জায়গা থেকে চলছিল আর লোকে ভেবে পাচ্ছিলনা কেন এটাকে এত ট্রিভিয়াল ভাবা হচ্ছে, যা থেকে রং ইত্যাদি কথার সৃষ্টি। আমার দিক থেকে রং এড়ানোর জন্য আমি আজকালের লিংকটা পড়িইনি, প্রথম পাতায় দেখেও - খুঁজে আবাপর লিংক বের করে পড়ি।
  • h | ১১ এপ্রিল ২০০৯ ২১:৫৫ | 61.95.144.10
  • ক্যালানিটা সাসপেন্সনের থেকে বেটার। একেবারেই ক্যালানো না গেলে, মিনিমাম দু বছর সাসপেন্সন। প্লাস নো ক্যাম্পাস ইন্টারভিউ ফর পিরিয়ড অফ সাসপেন্সন। লাইব্রেরী তে মিনিমাম দিনে চার ঘন্টা কাটাতে হবে।

    কিন্তু অত্যাচারিত ছেলেটির বাড়ি থেকে যদি ফৌজদারী মামলা করে, তখন তো ইউনি কো অপারেট করতে বাধ্য। ওয়ারান্ট বা অর্ডার থাকলে গ্রেপ্তার করতেও দিতে হবে। যত জন জড়িত সবাই কে।

    আর পাই বেশি রেগে গেলে, একে র‌্যাগিং কমানোর বিরুদ্ধে প্রবন্ধ লিখে আবাপ তে ছাপানোর শাস্তি দেওয়া হোক। পুরো অবজেকটিভ পোবোন্ধো হতে হবে। পার্সোনাল রেফারেন্স থাকলেই শাস্তি বেড়ে যাবে। তার পর সেটা কমেডি হিসেবে আলোচনায় ছাপা হবে
    ;-)

    তৃতীয় প্যারাটা জাস্ট ইয়ার্কি।
  • Arpan | ১১ এপ্রিল ২০০৯ ২১:৩৮ | 122.252.231.12
  • বরো জিতে গেল, অরিজিত। তোমাগো কঠিন লড়াই সামনে।
  • saikat | ১১ এপ্রিল ২০০৯ ২১:৩৭ | 59.93.197.75
  • আর মাঝে মাঝে sense of social and civic responsibility develop করবে।
  • Blank | ১১ এপ্রিল ২০০৯ ২১:৩৪ | 59.93.206.97
  • তিন মাস সাসপেনসান!!! ৬ মাস নয়!!! আমি তো জানতুম এক সেমেস্টার। তিন মাস সাসপেনসান কোনো শাস্তি হলো নাকি? ইঞ্জিনিয়ারিং এর স্টুডেন্ট তো এমনিতেই পড়া শোনা করে পরীক্ষার এক মাস আগে। তিন মাস তো পাতি ছুটি কাটাবে বাড়িতে। লম্বা গরমের ছুটি।
  • a x | ১১ এপ্রিল ২০০৯ ২১:০৬ | 99.152.72.73
  • আসলে সকালে উঠে এটা পড়েই মেজাজ গরম হয়ে গেল, আর ফেল্ট অলমোস্ট বিট্রেয়েড। এতদিন শুনলাম খালি গালাগাল, তাহলে এটা কি?

    তারপর লিখছে যে র‌্যাগ করেছে, সে দোষ স্বীকার করেছে, তারমানে কি সে স্বীকার করেছে যে সে মেরেছিল এবং ফিজিকাল স্পেস ভাওয়েলেট করেছিল?

    যদি সত্যি খালি গালাগাল হত, আই স্টিল স্টিক টু কালকের বক্তব্য। যদি না হয়, তাহলে তানিয়া যা বলেছিল অর্থাৎ তিনমাস সাস্পেন্‌শন প্লাস কম্যুনিটি সার্ভিস, সেটাই এখন সবচেয়ে প্রেফারেবল। ফিজিকাল স্পেস ভাওয়েলেশন ইস আ বিগ লিপ ফ্রম গালাগালি।
  • saikat | ১১ এপ্রিল ২০০৯ ২১:০৩ | 59.93.197.75
  • এর মধ্যে অনেকগুলো তো রাজনৈতিক ভাবে সচেতন ইউনিয়নের করার কথা ছিল।
  • a x | ১১ এপ্রিল ২০০৯ ২১:০২ | 99.152.72.73
  • সরি, ছমাস না, তিনমাস।
  • saikat | ১১ এপ্রিল ২০০৯ ২০:৫৮ | 59.93.197.75
  • Popularly known as NSS, the scheme was launched in Gandhiji's Centenary year, 1969. Aimed at developing student's personality through community service. NSS, is a voluntary association of young people in Colleges, Universities and at +2 level working for a campus-community linkage.

    The cardinal principle of the NSS programme is that it is organised by the students themselves, and both students and teachers through their combined participation in community service, get a sense of involvement in the tasks of nation building.

    Objectives behind NSS:

    *To enable the students to understand the community in which they work.
    *To understand themselves in relation to their community.
    *To identify the needs and problems in the community in the solution of which they can be involved.
    *To develop among themselves a sense of social and civic responsibility.
    *To apply their education in finding practical solution to individual and community problems.
    *To develop competence required for group living and sharing responsibilities.
    *Gain skills in mobilising community participation.
    To acquire leadership qualities and democratic attitude.
    *To develop capacity to meet emergencies and national disasters
    To practice national integration.
  • a x | ১১ এপ্রিল ২০০৯ ২০:৫৫ | 99.152.72.73
  • তানিয়া আর দু'র প্রশ্নর উত্তরে - " কি কম্যুনিটি সার্ভিস"? এখানে বলেছে "ন্যাশনাল সার্ভিস স্কীম"। উইকি এবং গুগল করলে এই নিয়ে জানা যবে।
  • saikat | ১১ এপ্রিল ২০০৯ ২০:৪৯ | 59.93.197.75
  • If the decision is implemented, Rajiv will miss the third-year placements and effectively lose a year,

    হ্যা, হবে। তা না হলে কি আশা করছে?
  • a x | ১১ এপ্রিল ২০০৯ ২০:৪৯ | 99.152.72.73
  • *তলার লিংকে।
  • a x | ১১ এপ্রিল ২০০৯ ২০:৪৮ | 99.152.72.73
  • আর দু, তুমি বলেছিলে যে ঐ র‌্যাগিং বিরোধী কমিটিই শাস্তি ঠিক করেছে, তারপরে কেন "দর কষাকষি"। সেটা সত্যি না। অ্যাকর্ডিং টু টেলিগ্র্যাফ নিউজ, ওপরের লিংকে। কমিটি'র সিদ্ধান্ত কলেজের এক্সেকিউটিভ কমিটি ইগনোর করে।

    আমি জানিনা এইসব ক্ষেত্রে কিভাবে প্রমাণ হয়, যে মারা হয়েছিল না স্রেফ গালাগালি।
  • a x | ১১ এপ্রিল ২০০৯ ২০:৪৩ | 99.152.72.73
  • http://tinyurl.com/cnqwtv

    এইখানে যা বলা হয়েছে, অর্থাৎ ছাত্রটিকে চেয়ারের মত করে শরীর বাঁকিয়ে দাঁড়াতে হবে বলে জোর করা, এবং তাকে মারা হয়েছে, তাতো সম্পূর্ণ আলাদা এতদিন যা শুনলাম তার থেকে (মানে স্রেফ গালাগাল দেওয়া হয়েছে)। এইটা যদি সত্যি হয়, তাহলে ৬ মাস সাস্পেনশন বেশ কম শাস্তি।
  • h | ১১ এপ্রিল ২০০৯ ২০:০৪ | 61.95.144.10
  • দ্বিতীয় সৈকত, আমি গোটা দশেক বই এর তালিকা করে ফেলেছি। আমার ধারণা গোটা পঞ্চাশেক হলে আমি তোমারে আর ব্ল্যাংকিরে দিয়ে দেবো, অ্যানোটেট করেই দেবো। জতদূর সম্ভব। তোমরা আরো কিছু যোগাড় করে, বইয়ের দোকানে গিয়ে বা আমাজন দেখে জতটা পারো অ্যানোটেট করবা, আর আমার ভুল থাকলে কারেকশন করবা। এর পর রঞ্জনদারে পাঠাবা। উনি গোটা ট দেখে দেবেন আর কাজ টা করে দেবেন। জিজ্ঞেস করার দরকার নেই, মাল পাঠাবা আর তাড়া দেবা। তারপরে ফাইনালি, বৈজয়ন্তরে দিয়ে দেবো, এডিটোরিয়াল কমেন্ট কিসু লিখে দেওয়ার জন্য। যেহেতু এই টই টা ও শুরু করসে। তার পরে, কল্লোলদা বা ইশান যদি কিসু কমেন্ট যোগ করে দিলো তো মাল টা দাঁনি্‌ড়য়ে গেল। ব্যাস তারপর মোটামুটি কোন এক সপ্তাহের আলোচনায় ছপিয়ে দিলেই হবে। আমি বেসিকালি দিন দশেকের মধ্যে গোটা কেসটা আমার হাত থেকে ছেড়ে দেবো।ওকে? গুড।

    ও আর বাংলা বইয়ের অ্যানোটেশনের কাজটা ইন্ডিপেন্ডেন্টলি সোমনাথ আর ব্ল্যাংকি করতে শুরু করে দে। দলিত আর কাস্ট পলিটিক্স নিয়া বাংলা বই। হিস্টরি, রিলিজিয়ন, পলিটিক্স, এনভায়রন্মেন্ট সব ধরবি।
    গুড।
  • h | ১১ এপ্রিল ২০০৯ ১৯:১৫ | 61.95.144.10
  • টিম আমাকে ঝোলানো বস্তা বলে যে আমারে কঠিন অপমান করেচে। আমি টিমকে দাঁড় করানো ঈশপের গল্পের বকের কুঁজো বা আধুনিক সরু ফ্লাওয়ার ভাস বলে গাল দিলুম। প্রকারান্তরে একটি ডেইজি গুচ্ছর টিমে আগমন সম্ভাবনার কথা বলে গেলাম।

    বোঝাই যাচ্ছে, আমার পরিবারের লোক কি খারাপ। ছোটো থেকে আমাকে জলহীন ঘট বলে এসেছে, অথচ বড় হয়ে দেখা গেল, আমি আসলে ঝোলানো বস্তা। কোনো দূরদৃষ্টি নাই।

    ;-))
  • h | ১১ এপ্রিল ২০০৯ ১৯:০৩ | 61.95.144.10
  • ধুর, অক্ষ অ্যাসাম্পশন কেউ করে নি। পিনাকি র পজিশন নিয় আমার বক্তব্য আমি বলেছি। বড় কথা বললে আমার অন্তত আপত্তি কিসু নেই। শুধু বড় কথা শোনার জন্য অভ্যেস টা তো রাখতে হবে।
  • bb | ১১ এপ্রিল ২০০৯ ১৪:০৩ | 117.195.170.61
  • ওঁ শান্তি ওঁ শান্তি ওঁ শান্তি
  • pi | ১১ এপ্রিল ২০০৯ ১১:২১ | 69.255.233.93
  • কারুর ভাবনাসূত্র ধরে এই এই গুলো ভাবা যেতে পারে, কিম্বা এটার মানে এটা দাঁড়াচ্ছে কিনা জিগানো/বলা ( আর সেটা একটা আলোচনা হলে হবেই), আর এগুলো সে ভাবে বা বলেছে বলে তার মুখে কথা বসিয়ে দেওয়ার তো তফাত আছে ম্যাডাম।

    আমি তো কোথাও বলিনি যে তুই এগুলো বলেছিস !
    বরং আমি ওগুলো বলেছি,একথা বল্লি বলে বলতে বাধ্য হচ্ছি, তুই আমার মুখে কথা বসাচ্ছিস ঃ(
    যেমন , আগেও আমার নাম নিয়ে বলেছিস, আমি নাকি বলেছি, তুই ঐ যাদবপুর আর স্বর্গের চাংড় নিয়ে জেনেরালাইগেশন করেছিস ইত্যাদি। যেটা মোটেও বলিনি।
    তবে, তোকে অ্যাকিউজ ও করিনি তুই মুখে কথা বসাচ্ছিস বলে।ঃ)

    যা হোগ্গে, এটাই বলার ছিলো, সব কিছু ইউনিভার্সালি হয় না। সব কিছুর একরকম ইউনিভার্সাল শাস্তি ও হয়না, অন্যান্য অপরাধের ও না, কোনকিছুকে কালচারের অঙ্গ মনে করলেও না ( যদিও এই সব কটাকে কালচারের অঙ্গ মনে করা ব্যাপারটাতেও আপত্তি আছে আমার)।

    আর ইসব উদাহরণগুলি আনা একটাই কারণে। কোনটা নিপীড়ন,কোনটা অস্বস্তিকর , বিরক্তিকর, কোনটা পাত্তা দেবার মত,এই বিভাজন গুলো এত ই সূক্ষ্ম , ভেগ আর সাবজেকটিভ যে মেন্টাল র‌্যাগিং এর ক্ষেত্রে সেগুলো আরো বেশি করে ভাবনার, আর বিচার করার। সবের জন্য ও ক্যালপল বিলোলে অসুখ সারার নয়,এইটি (আশা করি ঃ) ) শেষ বারের মতন বলার।

    আর হ্যাঁ, পকেটমারি আমাদের কালচারের অঙ্গ নয় বটে, কিন্তু পকেটমারকে ধরে গণপিটুনি দেওয়াটা তাই বটে।
    রকমসকম দেখে মনে হছে, র‌্যাগিং ধরা পড়লেও ঐ উল্টে ঝুলিয়ে দেওয়া ও দেখবো কোনদিন ঐ রকম ই কালচারের অংগ হয়ে গেছে ! সেটা র‌্যাগিং কালচারের অংগ হবার থেকে কিছু কম ক্ষতিকর হবে না !
  • pepe | ১১ এপ্রিল ২০০৯ ১১:২১ | 74.192.194.238
  • তাহলে র‌্যাগিং নিয়ে একটা সার্ভে হয়ে যাক ঃ)
  • Arpan | ১১ এপ্রিল ২০০৯ ১০:০৫ | 122.252.231.12
  • স্যান এত সকালে উঠে গেছে!! একবার জিটকে এসো। কাজের কথা আছে।
  • arjo | ১১ এপ্রিল ২০০৯ ১০:০১ | 24.42.203.194
  • যাঃ ঝাড়ি মারা মোটে খারাপ কাজ না।
  • san | ১১ এপ্রিল ২০০৯ ১০:০১ | 123.201.53.131
  • ১) আমি তো কিছু অপরাধের নাম করে বলেছি এই এই অপরাধের জন্য এই এই শাস্তি আমি প্রেফার করি। যেমন কালচারের অঙ্গ হয়ে যাওয়া অপরাধগুলির জন্য কড়া শাস্তি, পকেটমারের জন্য কমিউনিটি সার্ভিস।

    কিন্তু কালচারের অঙ্গ না হয়ে যাওয়া বাকি সব অপরাধের সবকটার জন্য একটা ইউনিভার্সাল দন্ড প্রেফার করি এটা কোথায় বলেছি? সেগুলোর মধ্যে তিনরকম ভাগ থাকবে না বা তিনটে আলাদা দন্ড হবে না এটাই বা কোথা থেকে এক্সট্রাপোলেট করা হল?

    ধর্ষণকে আমি পণ র‌্যাগিং এদের মত মনে করি এটা যেমন ভুল সংযোজন, তেমনি ধর্ষণ কে আমি পকেটমারের সগোত্র ভাবি এটা তো আরেকটা ভুল সংযোজন। মুখে কথা বসানো।

    কেননা পৃথিবীতে শুধু দুই ধরণের অপরাধ আছে - এবং দুই ধরণের শাস্তি আছে - এই অ্যাজাম্পশান গুলো আমার করা নয়। স্যান এটা ভাবেনা মানেই ওটা ভাবে - এটা কেউ মনে করলে তাঁর দায়িত্ব, আমার নয়।

    ইহারে কয় বেসিক লজিকের গন্ডগোল।

    ধর্ষণের শাস্তি নিয়ে আমি কিছুই বলিনি, কারণ যা শাস্তি আছে তা পাল্টানোর দরকার মনে হয়নি।

    ২) আদেখলার মতন তাকানো কালচারের অঙ্গ, ব্যাড ম্যানার্স ও বটে কিন্তু অপরাধ বলে 'আমি' মনে করিনা। তাই শাস্তি আদৌ দাবি করছিনা। অস্বস্তি প্রদান আর মানসিক নির্যাতন কে কড়ায় গন্ডায় এক ভাবিনা তো।
  • pi | ১১ এপ্রিল ২০০৯ ০৮:৪৫ | 128.231.22.89
  • সেই পুরানো কাসুন্দি যখন ঘাঁটাই হচ্ছে।
    এলিট কলেজের ছেলেপুলে মানেই নিজেকে খসে পড়া চাংড় ভাবে এই জেনেরালাইজেশনে আপত্তি এসেছিল বাইনারিদার কথা প্রসংগে, স্যানের কথা না। যখন উনি আমাকে বল্লেন, আমি ও নাকি ঐ 'পার্ট অব এলিট কনসেপ্ট' , তাই বুঝতে পারি না কারা অমন ভাবে । এলিট কলেজের পড়েছি বলেই ঐ কনসেপ্টে বিশ্বাসী হয়ে যাব, এই জেনেরালাইজেশন টা তে আপত্তি ছিল।
    বোঝা গেল ?

    স্যানের বক্তব্যের জেনেরালাইজেশন না তো, উল্টোটা ...ঐ স্পেসিফিক্যালি যাদবপুর , শিবপুর, তার ও আবার কিছু মালকে সিংগল আউট করা নিয়েই আপত্তি ছিল তো ! ঃ)

    আর না, ধর্ষণের কথা স্যান ঐ কালচারের প্রসংগে বলেনি। বুকে হাত দেওয়ার কথা বলেছিল। ধর্ষণ টা আমার ভুল সংযোজন।

    কিন্তু এই ব্যাপারটা তাইলে কেমন হল ?
    যুক্তিটা ছিল, র‌্যাগিং , বাসে টাসে বুকে হাত দেওয়া যেগুলো আমাদের কালচারের অংগ, তাদের জন্য উল্টে ঝোলানোর মত দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। চুরি, পকেটমারি যেগুলো নয়, সেগুলোর জন্য কমিউনিটি সার্ভিস ও চলবে। তালে এক ই যুক্তিতে, ধর্ষণ যখন আমাদের কালচারের অংগ নয়, তখন তার জন্যেও তালে কমিউনিটি সার্ভিস চলতে পারে। তাই তো ?
    তাহলে কী দাঁড়ালো ? বুকে হাত দিলে শাস্তি উল্টো করে ঝোলানো আর ধর্ষণ করলে কম্যুনিটি সার্ভিস ! ঃ)

    আর ভালো কথা, আদেখলার মতন তাকিয়ে থাকাও তো শুনলাম কলকাতার সব লোকজনের স্বভাব। তার মানে কি বুঝবো, এটাও কালচারের অঙ্গ ?
    যার দিকে তাকানো হচ্ছে, সে বুঝতে পারলে তার পক্ষে এটা অনেকসময় ই খুব অস্বস্তিকর, সেক্ষেত্রে এটা ও অপরাধ। তাহলে এটার জন্যেও কি দাবী? আইন করে দৃষ্টান্তমূলক শাস্তি ?

    ডিঃ এগুলো অপরাধ নয় বলছিনা। বোঝাতে অক্ষম হলেও অপরাধ নেবেন না ঃ)
  • lcm | ১১ এপ্রিল ২০০৯ ০২:৪৪ | 128.48.7.72
  • গুরুর মতিগতি বোঝা ভার। সার্ভে, র‌্যাগিং - এই দুটো টপিক যে এত পপুলার হবে বোঝা যায় নি, ভাটের বন্যা বয়ে গেল। আর কি ডেভিয়েশন, স্টুডেন্ট পলিটিক্স থেকে ট্রাফিক রুল.. ঘুরে... শেষে, মুখে কথা বসানো নিয়ে কনফিউশন। মহাগুরুর মহাভাট।
  • Blank | ১১ এপ্রিল ২০০৯ ০২:২০ | 59.93.203.108
  • কম্যুনিটি সার্ভিস নিয়ে অনেক সমস্যা।
    প্রথমত সরকার ফ্রীতে কাজ করাতে পারে না। এমনকি জেলের কয়েদীরাও কাজ করে টাকা পায়। তো লোকে তো চাকরি বাকরি না পেলে এর পর র‌্যাগিং করতে শুরু করবে, কম্যুনিটি সারভিস করে ইনকামের জন্য।
  • tania | ১১ এপ্রিল ২০০৯ ০২:০৯ | 65.115.93.98
  • দু, ঃ-)
    একটা জিনিস একবারও শোনা গেলনা যে কমিউনিটি সার্ভিস বলতে কি বলা হচ্ছে প্রিসাইজলি? যদুর বাগানের আগাছা পরিষ্কার করা? বৃদ্ধাশ্রমে দিনে n ঘন্টা কাজ করা? কি exactly? আর সেটা কখন করা হবে? অ্যাকচুয়ালি, ভাবতে ভাবতে মনে হল how about suspension plus community service? ছমাস ক্লাসের সময় বৃদ্ধাশ্রমে কাজ। একেবারে ইন লাইন উইথ ফাইন অ্যান্ড ট্র্যাফিক ক্লাস ঃ-) নেগোসিয়েশনেরও জায়্‌গা রইল। দিনে কঘন্টা খাটতে হবে সেটা। ঃ-)

    এনিওয়ে, যাই এখন। বিতর্কটা হেজিয়ে গেছে। তার চেয়ে উইকেন্ডের প্ল্যান করিগে ঃ-)
  • Du | ১১ এপ্রিল ২০০৯ ০২:০৬ | 71.123.206.135
  • আমরা দৃষ্টান্তমূলক শাস্তি বলে 'উল্টো ঝোলাতে' চাই যদি তবে সেটা তোমার দিদিমানির মতো হবে। কিন্তু সাস্পেনশনের শাস্তিটা এইরকম কোন আমাদের মস্তিষ্কপ্রসূত শাস্তি নয়।
  • Du | ১১ এপ্রিল ২০০৯ ০১:৫৮ | 71.123.206.135
  • টেক্সাসেও তাই। কিন্তু আর ঢুকলাম না
  • tania | ১১ এপ্রিল ২০০৯ ০১:৫৫ | 65.115.93.98
  • কথাটা র‌্যাগিং বিষয়ক নয় বলে এখানে লিখছি। ক্যালিফর্নিয়া এবং নেভাডায় অন্তত রেড লাইট ভায়োলেশন বা স্পিডিংয়ের জন্য মানিটারি পেনাল্টি এবং ক্লাস করা দুটই চালু আছে। গত আঠারো মাসের মধ্যে প্রথম অফেন্স হলে ক্লাস করলে পয়েন্ট দেওয়া হয়না। কিন্তু ফাইন দিতেই হয়। অতয়েব ব্যাপারটা আইদার অর নয়। অ্যান্ড। তবে অন্য স্টেটের কথা জানিনা।
  • Paramita | ১১ এপ্রিল ২০০৯ ০১:৪৪ | 63.82.71.141
  • কত্তা ফোনে জানালেন ওটা একটা বানানো সিডিতে আছে চলো লেটস গো-এর গানের সঙ্গে।

    আমি একটু শর্টকাট মারতে চাইছিলাম আর কি ঃ) আমিই শুনে শুনে লিখে নেবো। ভাবছিলাম যদি তোমার কি অন্য কারুর মুখস্ত থাকে। সুরটা বেশ লেগেছে।
  • a x | ১১ এপ্রিল ২০০৯ ০১:৪৪ | 143.111.22.23
  • এই ২৪শে ফেব, ২৪শে মার্চের গল্পটা কিস্‌সু বুঝলাম না অনামিক!
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত