এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • Binary | ১৩ এপ্রিল ২০০৯ ১০:৫৪ | 70.64.8.206
  • ব্রেস ব্রেস, অক্ষ আমাকেও পাক্কা সিপিএম বানিয়ে দিলো।
    আরে না, কোনো মিথ চালাতে চাইছিনা, ওটা কেবল আমার-ই মনে হয়, ঃ))))

    তবে, সত্যি সত্যি এনারাই কোলকাতায় নিয়ে যেতে পারলে, মানে আজ থেকে বিশ সাল বাদ, তখন বোলো ,'ইউ নেভার নো', তার আগে ঃ))))
  • a x | ১৩ এপ্রিল ২০০৯ ১০:৫৩ | 99.152.72.73
  • এটা কি বিষ্ণুপুর ঘরানার অফশুট?
  • a x | ১৩ এপ্রিল ২০০৯ ১০:৫২ | 99.152.72.73
  • তারমানে এই নয় যে ভোপাল ইত্যাদি না করলে হেলাফেলা করা যায় ঃ-)
  • arjo | ১৩ এপ্রিল ২০০৯ ১০:৫২ | 24.42.203.194
  • সমর্থক না ঘরানা। সিপিএম ঘরানা। ;)
  • a x | ১৩ এপ্রিল ২০০৯ ১০:৫০ | 99.152.72.73
  • সিপিএম সমর্থকরা আবার একটা মিথ চালাতে চেষ্টা করছে বাজারে - আমি নাকি রাগি (বা রাগী)!

    নাড়ানো ঐ বাইনারির এনারাই কি করে কোলকাতার বাসে সেই প্রসঙ্গে।

    মাওবাদী মেল আসে যে বই'এর দোকানে কোন সিনেমা দেখাবে, কোথায় পোস্টার নিয়ে দাঁড়াবে এইসব।
    তবে অত হেলাফেলা করবেন না। ফার্স্ট জেনেরাশেন অ্যামেরিকান সব ছেড়ে গত বেশ কিছু বছর ধরে ভোপালে বা পাচিমাড়িতে পড়ে আছে, এই ধরণের একটা দুটো খুঁজলেই পাবেন।
  • Binary | ১৩ এপ্রিল ২০০৯ ১০:৪৮ | 70.64.8.206
  • ভ্যাঙ্কুবার হলে দু হপ্তা। তবে টোরোন্টো যাওয়ারে সেরম ইচ্ছে নেই, কারণ ঐ রুটটা সেরম ইন্টেরেস্টিং নয়।
  • sibu | ১৩ এপ্রিল ২০০৯ ১০:৪৮ | 71.106.244.161
  • :D:D:D:D:D
  • Binary | ১৩ এপ্রিল ২০০৯ ১০:৪৬ | 70.64.8.206
  • সে আবার যে সে এনারাই নয় একেবারে আরসিপি, মানে মাওবাদী এনারাই , অক্ষ আবার এক্ষুনি খচে গেল বলে ঃ)))
  • sibu | ১৩ এপ্রিল ২০০৯ ১০:৪৪ | 71.106.244.161
  • ঠিক কতা, ঐ রুট বড্ড চাপের হবে। ক'দিনের প্ল্যান করছ? আমি দু'হপ্তা ধরে লস এঞ্জেলেস থেকে ক্যাম্প কত্তে কত্তে গ্লেসিয়ার অবধি গিয়ে তারপর I-5 ধরে দু'দিনে ফেরত ভাবছি।

    আর অক্ষ রাগ না করলে শুধোই। এনারাইদের নাড়ানোর কতা কোত্থেকে এল?
  • a x | ১৩ এপ্রিল ২০০৯ ১০:৪৩ | 99.152.72.73
  • you never know!
  • Binary | ১৩ এপ্রিল ২০০৯ ১০:৪০ | 70.64.8.206
  • * বল্লে
  • Binary | ১৩ এপ্রিল ২০০৯ ১০:৪০ | 70.64.8.206
  • শিবুদা যে রুট বলী, সে বড় চাপের ঃ))
  • Binary | ১৩ এপ্রিল ২০০৯ ১০:৩৯ | 70.64.8.206
  • এনারাই নাড়ানো যাবে না কেন ? তবে এনারাই নিজেই নড়তে চাইবে না ঃ)))
  • a x | ১৩ এপ্রিল ২০০৯ ১০:৩৪ | 99.152.72.73
  • এনারাই কি একটা তাজমহল না হাওড়া-ধানবাদ-মুঘলসরাই লাইন যে নাড়ানো যাবেনা?
  • sibu | ১৩ এপ্রিল ২০০৯ ১০:৩৩ | 71.106.244.161
  • তবে তো তুমি সাস্কাটুন-ভ্যাঙ্কুভার-টরন্টো-সাস্কাটুন করলে তবে কোটুকো হবে।
  • Binary | ১৩ এপ্রিল ২০০৯ ১০:৩০ | 70.64.8.206
  • হুঁ, সাস্কাটুন।
  • sibu | ১৩ এপ্রিল ২০০৯ ১০:২৪ | 71.106.244.161
  • তোমার বাড়ী কি সাস্কাটুন?
  • Binary | ১৩ এপ্রিল ২০০৯ ১০:২৩ | 70.64.8.206
  • হেঃ হেঃ

    প্ল্যানটা আইদার সাস্কাটুন - ভ্যাঙ্কুবার-রিটার্ন বা সাস্কাটুন-টোরোন্টো-রিটার্ন।
  • Binary | ১৩ এপ্রিল ২০০৯ ১০:২১ | 70.64.8.206
  • অক্ষ-র মেয়ে কলকাতা-র বাসে-ট্রামে ক্যারাটে চালাচ্ছে, উরিব্বাস !!! তবে সেকি আর হবে ? মেয়েতো জন্মে-ই এনারাই !!
  • Binary | ১৩ এপ্রিল ২০০৯ ১০:২০ | 70.64.8.206
  • আমার জুলাই-এ একটা কানাডা ক্রশ কাϾট্র করার প্ল্যান আছে।
  • sibu | ১৩ এপ্রিল ২০০৯ ১০:২০ | 71.106.244.161
  • কোত্থেকে কোতায়? প্লেনে নাকি ঃP
  • sibu | ১৩ এপ্রিল ২০০৯ ১০:১৮ | 71.106.244.161
  • থ্যাঙ্কু বাইনারি। আমি জুলাই আগস্ট মতলব কচ্ছিলুম।
  • Binary | ১৩ এপ্রিল ২০০৯ ১০:১৭ | 70.64.8.206
  • ও, সেতো আম্রিকায় বেশীরভাগ, তবে ওখানে-ও মে এন্ড-ই হবে মনে হয়।
  • sibu | ১৩ এপ্রিল ২০০৯ ১০:১৩ | 71.106.244.161
  • গ্লেসিয়ার ন্যাশনাল পার্ক ভাবছিলুম।
  • Binary | ১৩ এপ্রিল ২০০৯ ১০:১১ | 70.64.8.206
  • রকিজ হলে, মে এন্ড।
  • Binary | ১৩ এপ্রিল ২০০৯ ১০:১০ | 70.64.8.206
  • দক্ষিণ কানাডা মনে কোথায় এক্স্যাক্টলি ?
  • sibu | ১৩ এপ্রিল ২০০৯ ১০:০৭ | 71.106.244.161
  • এই যে বাইনারি। আমি তো দুদিন ঝগড়া না করে ছিলুম। নাও আই ওয়ান্ট মাই পাউন্ড অফ ফ্লেশ ;)।

    এই, কানাডার দক্ষিণে কবে ক্যাম্প করে থাকার মত গরম পড়ে বলতে পার?
  • Binary | ১৩ এপ্রিল ২০০৯ ১০:০৬ | 70.64.8.206
  • কেউ কেউ বলিবে উন্নয়ন একটি মব অ্যাকটিভিট, অবশ্য এর অন্যনাম-ও হতে পারে ঃ))
  • kc | ১৩ এপ্রিল ২০০৯ ১০:০৬ | 213.132.250.2
  • ঈশেন তো ঠিকই কইসে। আমাদের সময় (৯০-৯৪) যদুপুরে mental র‌্যাগিঙ খুবই হত। এখনও হয়। তবে আমি এখন র‌্যাগিঙ এর বিপক্ষে। ছেলে বড় হচ্ছে কিনা।
  • Binary | ১৩ এপ্রিল ২০০৯ ১০:০৩ | 70.64.8.206
  • তাইতো বলি শিবুদা এদ্দিন কোথায় ছিলো !

    হে মার্কস (আমি আবার সচেতনে-অবচেতনে-ও ইশ্বর-ফিশ্বর বলিনা), এরা কবে যে, র‌্যাগিং আর তজ্জনিত ঝগড়া বন্ধ করিবে ???
  • sibu | ১৩ এপ্রিল ২০০৯ ০৯:৪৬ | 71.106.244.161
  • ঈশেনের কাজ ঈশেন করেছে, মিথ্যে বলেছে হায় ...
  • h | ১৩ এপ্রিল ২০০৯ ০৯:৪২ | 203.99.212.224
  • বাই দ্য ওয়ে, পিনাকীর পেনাল রিফর্ম সম্পর্কে বক্তব্য টাকে আরেকটু বড় কইরা আলোচনায় দিলে হয় না?

    পিনাকী একটু বড় করে দেবেন?
  • Ishan | ১৩ এপ্রিল ২০০৯ ০৯:৪১ | 12.217.30.133
  • শিবুদার কাজ শিবুদা করেছে, কামড় দিয়াছে পায় ... ঃ)
  • h | ১৩ এপ্রিল ২০০৯ ০৯:৩৯ | 203.99.212.224
  • নানা ওটা তুমি বোলো না, ওটা সুদু স্যামলদাঃ-)
  • arjo | ১৩ এপ্রিল ২০০৯ ০৯:৩৪ | 24.42.203.194
  • কর্পোরেটিয় উত্তর - পিছিয়ে পড়া অঞ্চলে উন্নয়নের চেষ্টা নিছক পয়সা নষ্ট। কোথায় উন্নয়ন হবে সেটা বাজার ঠিক করে দেয়। আর কে না জানে ঝাড়খন্ড পিছিয়ে পড়া অঞ্চল।
  • h | ১৩ এপ্রিল ২০০৯ ০৯:২৯ | 203.99.212.224
  • রঞ্জনদা র একটা স্টক পোস্নো আছে। টাটারা ঝাড়খন্ডে থাকা সঙ্কেÄও ঝাড়খন্ড ডেভেলপমেন্ট ইন্ডেক্সে পেছোনো কেন? এইটার স্টক উত্তর গুলো জাস্ট ডকুমেন্টেশনের জন্য এক জায়গায় করে দি ;-)

    নকু উত্তর - কারণ টাটা রা ডেভেলপমেন্টে কমিটেড নয়।
    নন পার্টিজান লেফট উত্তর - ক্যাপিটালিস্ট রা আবার উন্নয়ন কবে করলো।
    কংগ্রেসী উত্তর - ওখানে আমরা যখন থাকি না কোন কাজ হয় না, আমরা থাকলেই ব্যাপক কাজ হয়। তাছাড়া গরীবি হটাও এর কাজ তো আমরাই আরম্ভ করেছি, এখনো সব জায়্‌গায় আরম্ভ করে চলেছি।
    টিএমসি উত্তর - ঐ ব্যাপারে মমতা যা বলার বলবেন।
    সিপিএমের উত্তর - ওখানে ভূমি সংস্কার হয় নি, অর্থাৎ উন্নয়নের ভিত দুর্বল।
    জে এম এম এর উত্তর- আদিবাসীদের নেতাদের হাতে সত্যিকারের ক্ষমতা এলে উন্নয়ন শুরু হবে।
    বিমল গুরুং এর উত্তর- বিজেপি রাজ্য করে দিয়েছে, ধীরে ধীরে ডেভেলপমেন্ট হো রহা হ্যায়।
    ভাদুড়ির উত্তর - টাটাদের বা অন্যান্য কারখানায় ঝাড়খন্ডের সমস্ত লোকের ফুল এমপ্লয়মেন্ট ছিল না, তাই উন্নয়ন হয় নি।
    রঞ্জনদার উত্তর - ডেভেলপমেন্ট কারে কয়।

    ইত্যাদি।
  • Arpan | ১৩ এপ্রিল ২০০৯ ০৯:২৪ | 122.252.231.12
  • * পিডিএফ
  • Arpan | ১৩ এপ্রিল ২০০৯ ০৯:২৪ | 122.252.231.12
  • সোমনাথ, একটা কী করিতে হইবে টাইপের জিনিস লিখে দাও এইখানে। পিডীএপ বানিয়ে রেখে দেব।
  • Somnat | ১৩ এপ্রিল ২০০৯ ০৯:২১ | 220.226.186.71
  • ঠিক আটটায় পুরো স্ক্যান কমপ্লীট হয়েছে। সুখের কথা সব ফাইল আর ফোল্ডারকে দেখিয়েছে আর ব্রাউজ করতে দিয়েছে। আজ সীগেটের সফটওয়্যা বাদ দিয়ে নর্মালি হার্ড ডিস্কটা কি করে দেখতে হবে।

    পূর্ণ আশাপ্রদ ব্যপার। ১৪-১৫ টা ফ্যাট ৩২ সেগমেন্ট দেখালো স্ক্যানের শেষে।
  • sibu | ১৩ এপ্রিল ২০০৯ ০৯:২০ | 71.106.244.161
  • গত দুদিন বেড়াতে গেছিলাম বলে কিচু বলা হয় নি। মিথ্যেবাদীকে মিথ্যেবাদী বলা গাল পাড়া নয়।
  • m | ১৩ এপ্রিল ২০০৯ ০৮:১২ | 12.217.30.133
  • ভাতের পাতে বাঙালি তেচোখা মাছ খায়!!!কে খায়??
  • Somnath | ১৩ এপ্রিল ২০০৯ ০৫:৫৫ | 117.194.192.155
  • ৭৮৫জিবি
  • Somnath | ১৩ এপ্রিল ২০০৯ ০২:২৮ | 117.194.192.173
  • ৪৫৭ জিবি
  • ranjan roy | ১৩ এপ্রিল ২০০৯ ০১:৩৯ | 122.168.205.15
  • দ এবং ব্রতীন,
    পুণেতে ড্রিংকসের নাম কেন মস্তানি ভাবো।
    মস্তানী ছিল বাজীরাও জমানার লাস্যময়ী নর্তকী। বাজীরাওয়ের সাথে প্রেম ছিল। স্টেটক্র্যাফটে ও রুচি ছিল। এইবার পানীয়টি খেয়ে দেখ।
  • Bratin | ১৩ এপ্রিল ২০০৯ ০০:২১ | 117.194.96.27
  • সোমনাথ, এত রাতে কি করছো?
  • Somnath | ১৩ এপ্রিল ২০০৯ ০০:১৮ | 117.194.193.61
  • ২৫৬ জিবি
  • dipu | ১২ এপ্রিল ২০০৯ ২৩:০১ | 121.243.161.234
  • বাড়ি যেতে যেতে মনে হয় সেই পুজো। জুনে যাবার একটা ক্ষীণ চান্স আছে। গেলে বলব।
  • dipu | ১২ এপ্রিল ২০০৯ ২২:৫৯ | 121.243.161.234
  • মাটি মায় রাইট করা হয়ে গেছে। আমার জায়গাপাতি কম, আমি চটপট রাইট করে ফেলি।
  • omnath | ১২ এপ্রিল ২০০৯ ২২:৩৮ | 117.194.194.75
  • দীপু কবে বাড়ি ফিরবি? হার্ড ড্রাইভ নিয়ে ফিরিস। ডিভিডি থেকে কপি করা হেভি চাপ মাইরি। প্রচুর সময় নেয়। এঁইও আজ্জো ভয় দেখিয়ো না।

    রোকেয়া, ওসব বলে লিনাক্ষওলাদের ডরানো যাবে না। পাতি দমাদ্দম গান ডাউনলোড হবে। প্রেফারেবলি downthemall অ্যাড-অন ইউজ করে, মোজিলাতে। স্মুদ।

    সিফো, এই অ্যাড-অনটাতে একসথে অনেকগুলো ডাউনলোড দিয়ে দ্যাখ তো কত স্পীড ওঠে। এটা দাবি অনুযায়ী ফুল ব্যান্ড উইডথ ইউজ করে। সেটিংস এ গিয়ে ম্যাক্স সাইমালটেনিয়াস ডাউনলোড ১০ আর অ্যাডভান্স এ ওয়েটিং টাইম ১৫ মিনিট করে নিবি।
  • omnath | ১২ এপ্রিল ২০০৯ ২২:২৯ | 117.194.194.75
  • ১০৬ জিবি
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত