খিল্লি কেন করব! সেল্ফ রেগুলেশন সম্পর্কে আমার ধারণাটা খুব ক্লিয়ার।
Paramita | ১৬ এপ্রিল ২০০৯ ০৩:৪৮ | 63.82.71.141
কার কাছে কতটা হলে বাঁচাটা অ্যাট স্টেক হয়ে যায়, সেটা এখানে কলমবাজী করে ঠিক করা যাবে না। ক্ষতিপূরণের যথার্থতাও নয়। তোমার কি আমার পক্ষে(দুজনেই প্লেসহোল্ডার) টাইপ করতে করতে জাস্ট অন্যের জুতো পায়ে গলানো সম্ভব নয়। লে-অফের তর্কে গেলাম না কারণ যেকোন উপমা শুনতে যতটা ভালো যুক্তির রিপ্লেসমেন্ট হিসেবে ততটা নয়।
sibu | ১৬ এপ্রিল ২০০৯ ০৩:৩৪ | 207.47.98.129
খিল্লি করবে বলছ? করতেই পার। কিন্তু মিথ্যাবাদীকে মিথ্যাবাদী বলা অন্যায় না। এবারে তুমি কি করবে তোমার চয়েস।
sibu | ১৬ এপ্রিল ২০০৯ ০৩:৩৩ | 207.47.98.129
পামিতা, বাঁচাটা অ্যাট স্টেক হলে তুমি বন্দুক ধরবে সেটা খুব ন্যায্য কথা। আম্মো ধরবো।
কিন্তু উপযুক্ত ক্ষতিপূরণ দিয়ে কেউ জমি নিলে সেখানে কি বাঁচা অ্যাট স্টেক হয়?
আরো একটা ইস্যু আছে এখানে। আম্রিকায় যখন লে-অফ হয়। তখন কি তুমি বন্দুক নিয়ে কোম্পানীর অফিসে হামলা সমর্থন করবে? সে কিন্তু বলতেই পারে, আমার বেঁচে থাকার উপায় অ্যাট স্টেক।
arjo | ১৬ এপ্রিল ২০০৯ ০৩:৩১ | 24.42.203.194
তা না দেখতে পেলে কিছু করার নেই। তবে পাব্লিক ফোরামে কমদিন হল না। শুধু এইটুকুই বলি যে যার যার নিজেদের সম্মান তার তার নিজেদের কাছে এবং নিজেকে কিভাবে রিপ্রেজেন্ট করবেন তা আপনাদের নিজের ওপর।
Paramita | ১৬ এপ্রিল ২০০৯ ০৩:২৯ | 63.82.71.141
শিবুদা, সবই তো বুঝলাম - কিন্তু আমি তো কর্পোরেটের জন্য বাঁচি না, আমি মোস্টলি আমার জন্য বাঁচি। এইবার সেই বাঁচা যদি অ্যাট স্টেক হয়, তাহলে মরতে মরতেও কেন আমায় আইন মানতে হবে, এই সহজ কথাটা আমার মাথায় ঢোকে না।
ডিঃ এটাকে চাষী কি বাবুভাইদের কেসের সঙ্গে অ্যানালজি ধরলে ভুল হবে। আমি ওদের থেকে অনেক বেটার পোজিশনে আছি। ওদের মত অল্প লইয়া থাকি না, তবু আমার যাহা যায় তাহা যায়। তাহলে ওদের কথাটা ভাবো।
sibu | ১৬ এপ্রিল ২০০৯ ০৩:০২ | 207.47.98.129
মামুর কিছু আবদার। আরে গাল প্রাইভেট স্পেসে রাখতে হলে বোরখা পরতে হয়। ওটা যখন পাবলিক স্পেসে, তখন ওটাকে ফোলা বলা প্রাইভেসিতে হস্তক্ষেপ কি করে হয়?
খিস্তি ? কে কল্ল ? খিল্লি-ই বা কে কল্ল ? দেখিনি তো ..... যাঃ
arjo | ১৬ এপ্রিল ২০০৯ ০২:৪৭ | 168.26.215.13
একটা কথা বলি। আপনারা অনেকেই আমার থেকে বয়সে বড়। পাব্লিক ফোরামে কিরকম আচরণ করবেন সেই নিয়ে জ্ঞান দিতে চাই না। এই বয়সে এসে মতাদর্শের পার্থক্য যদি ব্যক্তিগত আক্রমণের উদ্দেশ্য হয়ে ওঠে বা খিস্তির ফোয়ারা ছোটায় তাহলে তা হতাশাজনক। খিস্তি বা খিল্লি কেউই আমরা কম করি না বা কম জানি না, কিন্তু ফাইন লাইনটা ধরে রাখি এবং অন্যেও ধরে রাখবে এই আশাটা বোধহয় খুব বেশি না, অন্তত এই বয়সে। একটা সেল্ফ রেগুলেটেড পাব্লিক ফোরাম এই আশা থেকেই চলে, এই আশা থেকেই বেঁচে থাকে।
Ishan | ১৬ এপ্রিল ২০০৯ ০২:৪১ | 12.163.39.254
উৎপল বাবুর মতো বলতে পারেন। কবীর সুমনের মতো বলতে পারেন। মাথায় লাল-নীল টুপি পরে সার্কাস ময়দানে ডিগবাজি দিতে পারেন। এগুলোকে বলে ব্যক্তিগত অভিরুচি। এ নিয়ে আমার কোনো মন্তব্য করা ঠিক না।
আশা করি বোঝাতে পেরেছি। এখন একটু কাজাই। নমস্কার।ঃ)
Binary | ১৬ এপ্রিল ২০০৯ ০২:৩৩ | 198.169.6.69
উৎপল বাবুর মত একটাই কথা বলার ইচ্ছা হল , 'ইস্স্স্স্স'।
এখানে যাঁরা লেখেন, তাঁদের কেউ সর্বসমক্ষে পশ্চাদ্দেশ চুলকোন কিনা, বা মাল খেয়ে কারো হাত ধরে টানেন কিনা, এ নিয়ে আমি নাক গলাইনা। সিমিলারলি, আমার গাল ফোলা না শুকনো, বা আইডেন্টিটি ক্রাইসিস আছে কিনা, এটা আমার ব্যক্তিগত স্পেসে হস্তক্ষেপ বলেই মনে করি। সেগুলো না করলেই খুশি হব।
অঙ্কটা সোজাই। তবু না বুঝতে পারলে বলবেন, আবার বুঝিয়ে দেব। কেমন? ঃ)
Paramita | ১৬ এপ্রিল ২০০৯ ০২:২৮ | 63.82.71.141
তোমার আবার কথা কইবার কি দরকার? তোমার-আমার বাড়িটা তো কেউ নেয় নি এখনও? কারখানা হবে কি বার্ট রেললাইন চলবে বলে? নিলে তোমায় ভাবতে হবে না, বন্দুক হাতে (বাজারে বেরোলেই কিনতে পাওয়া যায়), আমিই ঢিশুম ঢিশুম চালিয়ে.. "বাবু-ভাই" সাজবো।
m | ১৬ এপ্রিল ২০০৯ ০২:২৬ | 12.217.30.133
বাইনারি আপনি যখন ডুগডুগি টা হাতে নিজ দায়িত্বে তুলেই নিয়েছেন..
nyara | ১৬ এপ্রিল ২০০৯ ০২:২১ | 67.88.241.3
আমার আবার মনে হচ্ছে সিপিয়েমের 'আমার সাজানো বাগান শুকিয়ে গেল' হাহাকার আর চিড়বিড়ানি। "সিঙ্গুর থেকে ট্যারালাপ ট্যারালাপ করে ন্যানো বেরোবে আর জগৎ হাততালি দিয়ে বলবে, 'দেকেচো? কৃষিজমির ভিত্তিতে আমাদের শিল্পের বর্তমান!' লোকে না ডাকতেই উন্নয়ন ছাপে ভোট দিয়ে আরও তিরিশ বছরের সংস্থান করে দেবে তা' নয় নকুরা দল পাকিয়ে দিদির সঙ্গে গিয়ে সব কেঁচিয়ে দিলে গা!"
Binary | ১৬ এপ্রিল ২০০৯ ০২:১৯ | 198.169.6.69
এইত্তো মাইমা এসেছেন, এতদিনেও ঈশেনকে বাঙাল বানাতে পল্লেন না ?
Paramita | ১৬ এপ্রিল ২০০৯ ০২:১৮ | 63.82.71.141
ঝাঁঝটা এদিকেই একটু বেশী লাগছে স্বাদের চেয়ে, কাভারেজটাও বেশ ভালো। স্যাম্পল এরর ধরে নিতে পারেন ইচ্ছে হলে।
Blank | ১৬ এপ্রিল ২০০৯ ০২:১৭ | 59.93.255.14
তাও আবার জার্মান নই, ঘটি
m | ১৬ এপ্রিল ২০০৯ ০২:১৬ | 12.217.30.133
আমার ছেলের বলা নানা হাসির গল্পগুলোর কথা মনে পড়ে যায়!ঃ))
Binary | ১৬ এপ্রিল ২০০৯ ০২:১৩ | 198.169.6.69
এক্কিরে সাত জার্মান কই হলো, সাকুল্যে শিবুদা আর আমি আর ঐ ব্ল্যাঙ্কিছোঁড়া। ইদিকে ঈশেন, পিনাকি, আজ্জো আআআআর অক্ষ। বল্লেই হলো ? ঃ))))
Paramita | ১৬ এপ্রিল ২০০৯ ০২:০৯ | 63.82.71.141
ইয়ে, মাঝে মাঝে এসে স্যাম্পল করলে কিন্তু একটুও ইশেনের গাল ফোলানো মনে হচ্ছে না। মনে হচ্ছে সাত জার্মান জগাই একা তবুও জগাই লড়ে।
আমাগো কালে শ্যাম থাপা এমন গোল অনেক দিত। সায়েব দেশে খেলা হইতাছে বলেই এরে ভালো গোল কইতে হইব। হেজে ইত্যাদিঃ)
Tim | ১৬ এপ্রিল ২০০৯ ০২:০১ | 198.82.167.98
আরে আজ্জোদা, বল্লামই তো ডেনিলসন ব্যতিক্রম। আর কে না জানে ব্যতিক্রম নিয়মকেই ইয়ে করে। ঃ-)
সোসন চলছে। কাটি ঃ-(
a x | ১৬ এপ্রিল ২০০৯ ০২:০১ | 143.111.22.23
ইয়ে, ঈশান কি সিঙ্গুর পরবর্তী কালে প্রেসিতে এসএফআই-এর "তেভাগা-তেলেঙ্গানার কালো হাত ভেঙ্গে দাও" পোস্টারের ছবিখান দেখে নি?
lcm | ১৬ এপ্রিল ২০০৯ ০১:৫৯ | 128.48.7.72
পেলে হল হাওয়াই-এর দবী।
Arpan | ১৬ এপ্রিল ২০০৯ ০১:৫৯ | 122.252.231.12
ল্যাদোশদা, এই গোলটা দ্যাহেন। এইবারের লিগের এখনো অবধি সেরা গোল বলা হচ্ছে।
sibu | ১৬ এপ্রিল ২০০৯ ০১:৫৮ | 207.47.98.129
আর বোলো না ন্যাড়া। বাড়ীতে গিন্নি গাল ফুলিয়ে, গুরুতে মামু।
Blank | ১৬ এপ্রিল ২০০৯ ০১:৫২ | 59.93.202.207
পেলে আবার ক্যাডা?
Binary | ১৬ এপ্রিল ২০০৯ ০১:৫২ | 198.169.6.69
এই খেয়েছে, আইডেন্টিটি ক্রাইসিস তো পরিস্কার, এতে আর মাথা ঘামানোর কি আছে, মাথা আর ঘামাচ্ছি না তো। সোজা অংকে আবার মাথা ঘামাতে হয় নাকি ?
nyara | ১৬ এপ্রিল ২০০৯ ০১:৪৮ | 67.88.241.3
শিবুদা আর বাইনারিদার দেখছি ঈশানোফাইটিস চিনচিনাইটিস হয়েছে!
arjo | ১৬ এপ্রিল ২০০৯ ০১:৪৮ | 168.26.215.13
এইযে ডেনিলসন ড্রিবল ৩৫ - ৩৭ সেকেন্ড নাগাদ আছে।
lcm | ১৬ এপ্রিল ২০০৯ ০১:৪৭ | 128.48.7.72
না, না, অর্পন, সাত্যি বলছি, খুব বেশী দেখা হয়ে ওঠে না। কিন্তু, মারাদোনা, কেম্পে-র লেভেলে ড্রিবল আজকাল দেখি না। পেলে-র কথা আলাদা করে রাখাছি। এসব ছাড়ো, সুরজিৎ/কৃশানু-র লেভেলে ড্রিবলংই বা কোথায়?
sibu | ১৬ এপ্রিল ২০০৯ ০১:৪৭ | 207.47.98.129
বাইনারি, মামুকে খুশী কর। ও-ও-ওপ্, দুষ্টু ছেলে।
Blank | ১৬ এপ্রিল ২০০৯ ০১:৪৬ | 59.93.202.207
ফের সেই কেস হলো, টিমের এক পোস্ট পর পর দুবার। রিফ্রেশ করতেই একবার হয়ে গেলো
Arpan | ১৬ এপ্রিল ২০০৯ ০১:৪৪ | 122.252.231.12
সবাই আমাদের সময়টা কত্ত ভাল ছিল সিন্ড্রোমে ভুগিতেছেন। ঃ-)
Tim | ১৬ এপ্রিল ২০০৯ ০১:৪৪ | 198.82.167.98
হ্যাঁ, এক গোলে এগিয়ে থাকলে ঐ মিনিট তিনেক আগে নামিয়ে দিতো ওকে। একাই ইনজুরি টাইমটা খেয়ে নিতো ডেনিলসন।
lcm | ১৬ এপ্রিল ২০০৯ ০১:৪৩ | 128.48.7.72
ধুর! রোনাল্ডো, ফিগো... এরা ড্রিবল করে নাকি? সে তো মারাদোনা করত। মারিও কেম্পে-ও করত। ডেনিলসন-তো অদ্ভুত। হঠাৎ বল টা থামিয়ে দিয়ে, বলের এপাশ ওপাশ ওপর দিয়ে নানা ভাবে পা-টাকে চাকুর মতন ঘোরাতো, তাতে কোনো লাভ হত না যদি ঃ)
Arpan | ১৬ এপ্রিল ২০০৯ ০১:৪২ | 122.252.231.12
২০০২ সালের বিশ্বকাপের ম্যাচ ছিল। টার্কির বিরুদ্ধে। ডেনিলসন একা টার্কির সাতজনকে নিয়ে কর্নার ফ্ল্যাগের কাছে বল ড্রিবল করে যাচ্ছে। বেশ কিছুক্ষণ চলার পরে একজন কোনমতে বল বের করে কর্নার করে দিল।
Tim | ১৬ এপ্রিল ২০০৯ ০১:৪২ | 198.82.167.98
সেদিন এক বায়ার্ন সমর্থকের সাথে গপ্পো হচ্ছিলো। ভারি কষ্ট হলো ওদের দুঃখ দেখে। বেচারা। ঝিমিয়ে পড়েছে।
Arpan | ১৬ এপ্রিল ২০০৯ ০১:৪০ | 122.252.231.12
কমরেড, রোনাল্ডো না থাকলে গতবছর ম্যানিউর ট্রেবল হয় না। আর ২৪ বছরের মধ্যে একবার প্লেয়ার অব দ্য ইয়ার হয়ে গেছে। সামনে প্রচুর সময় পড়ে আছে।
Tim | ১৬ এপ্রিল ২০০৯ ০১:৩৯ | 198.82.167.98
বল এক সেমিও নড়বে না, পা প্রপ্লারের মত পাক খেয়ে যাবে, এ জিনিস ডেনিলসন ছাড়া আর দেখিনি। ঃ-))))
Arpan | ১৬ এপ্রিল ২০০৯ ০১:৩৭ | 122.252.231.12
টিম, ডেনিলসন গুরুদেব লোক মাইরি। ঃ-)
arjo | ১৬ এপ্রিল ২০০৯ ০১:৩৭ | 168.26.215.13
দাঁড়াও টীমকে আগে ফালে্তা ড্রিবলের ইউটিউব টা দেখাই।
বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে,
মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা,
কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
আমাদের কথা
আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের
কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি
জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্চিন্তার দিন শেষ হল। ... আরও ...
বুলবুলভাজা
এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ।
দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও
লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
হরিদাস পালেরা
এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে
পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান
নিজের চোখে...... আরও ...
টইপত্তর
নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান।
এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর।
... আরও ...
ভাটিয়া৯
যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই,
সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক
আড়ালহীন কমিউনিটি ... আরও ...
টইপত্তর/ভাটিয়া৯/হরিদাসপালের লেখার বক্তব্য লেখকের নিজস্ব, গুরুচণ্ডা৯র কোন দায়িত্ব নেই
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক।
অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি।
যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।
মে ১৩, ২০১৪ থেকে সাইটটি
বার পঠিত
সকলকে জানান
উপরে যে কোনো বোতাম টিপে পরিচিতদের সঙ্গে ভাগ করে নিন