হানুদা,আরে ধুর খারাপ লাগবে কেন? ওটাতো ইয়ার্কি মারলাম। আর তোমার সাথে আমার যোগাযোগ কতটা সেটা বোঝানোর জন্য বললাম। ঝগড়া বা খারাপ লাগার কোনো চান্সই নেই। পরিষ্কার করে বললাম।
শ্রাবণীর প্রস্তাব উত্তম, ইন ফ্যাক্ট আমি আলোচনাটাকে ঠেলে ফুটবল ড্রিবলিং-এর দিকে নিয়ে যাবার চেষ্টা করেছি, খানিকটা সফল-ও হয়েছিলাম ঃ)
Arijit | ১৭ এপ্রিল ২০০৯ ১০:৫৩ | 61.95.144.123
নিয়ে যাচ্ছিলুম তো - দ্রিসেসন, ফুটবল - গেলো কই?
Binary | ১৭ এপ্রিল ২০০৯ ১০:৫৩ | 70.64.8.206
ইয়ে, আজ্জোর লেটেস্ট অভিযোগ ছাড়াও আমার জানার ইচ্ছা ছিলো, আমার কোন মন্তব্যটা খুবি-ই অশালীন বা ঐরকম ইত্যাদি .... আর আমি য্যামোন য্যামোন বলেছি, ত্যামোন ত্যামোন আমি-ও এর আগে বহু শুনেছি .... লেটেস্ট অপ্পন বল্ল , 'সালিশি সভা সুলভ ....' ইত্যাদি, তো অপ্পনের ওপরকি আমি গোঁসা করে আছি ? অপ্পন ? ঃ)))
sibu | ১৭ এপ্রিল ২০০৯ ১০:৫৩ | 71.106.244.161
lcm, পারস্পরিক শ্রদ্ধাহীনতার সিম্পটমের লিস্টে আর একটা কথা যোগ কর। বারবার অন্যের মুখে কথা গুঁজে দেওয়া, এবং প্রতিবাদ করা সঙ্কেÄও সংশোধন না করা।
shrabani | ১৭ এপ্রিল ২০০৯ ১০:৫২ | 124.30.233.101
সামনাসামনি তর্কাতর্কিতেও মাথা গরম হয়ে অনেক অনুচিত কথা মুখ দিয়ে বেরিয়ে যায় আর এতো আড়ালের তর্ক! যারা এই তর্কতে নেই তারা দুর থেকে দুঃখ না পেয়ে বা প্রকাশ্যে নিজেদের অপছন্দ টা না জাহির করে আলোচনা গুলোকে একটু অন্য দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করলেও তো পারে।
একটা কথা বলি। ...encourage to respect the difference between individuals which make us so unique...। আমরা সকলেই আলাদা। ধরা যাক, এই যে bb-র সাথে আমার মতের মিল হল না (আমেরিকা থেকে মন্তব্য...এসেট্রা), এটা তো ভালো জিনিস। আমরা তো এখানে কোরাস গান গাইতে আসি নি, বা, কোনো কাল্ট প্র্যাকটিস করতেও আসি নি। কিন্তু, এই ডিফারেন্স-টাকে, ইউনিকনেস-টাকে একটু রেসপেক্ট না করলে আলোচনা ঠিকভাবে করা যায় না। আমার যেটা মনে হয়েছে (খুব ভালো করে ফলো করি নি সব পোষ্ট), শিবুদা/ঈশান/বাইনারি/আর্জো... - এই যে তর্ক বা অলোচনা যা চলছে, তাতে, কোথাও একটা এই মিউচুয়াল রেসপেক্ট-এর কোনোভাবে তাল কেটেছে। কাউকে দু পয়সার এডিটর বলা, বা, বাসে অশালীন আচরণকারীর সাথে কারো তুলনা বা কাউকে একনাগাড়ে মিথ্যাবাদী বলে যাওয়া - এ সব এই পারস্পরিক শ্রদ্ধাহীনতা ব্যক্ত করে। তর্ক বা অলোচনা করতে গেলে শ্রদ্ধায় নতমস্তক হবার দরকার নেই, কিন্তু, যেখানে মতপার্থক্য প্রবল সেখানে সামান্যতম রেসপেক্ট না থাকলে কি হয় তা রেডিফ না toi-এর ফোরামে গেলেই দেখা যায়।
Tim | ১৭ এপ্রিল ২০০৯ ১০:৪৯ | 71.62.2.93
একটা জিনিসকে যখন ""খুব ভালো হয়েছে"" বলা হয়, তখন তাতে যে লিখছে তার উপকার না হলেও ক্ষতি কিসুই হয় না। কিন্তু কারুর "" খুব খারাপ লেগেছে""( কোনো কারণ লেখা নেই যদিও) জানতে পারলে লেখাটা কন্টিনিউ করার আগ্রহটাই চলে যায়। একেবারেই ব্যক্তিগত মত। আর আমি তো একটা জেনেরাল স্টেটমেন্ট করেছিলাম। আজ্জোদার একটা পোস্টের ভিত্তিতে। আমরা এখন গুরুচন্ডালীর পাঠকদের নিয়ে সার্ভে করছি, চাইছি সবাই এগিয়ে এসে মতামত দিক ও লিখুক। তো, সেরকম করতে গেলে ভুলভ্রান্তিগুলো শুধরে নেওয়ার সুযোগ তো দিতে হবে নাকি। আমরা যারা মোটামুটি সিজন্ড, তারা এই কমেন্টগুলো খুব লাইটলি নিতে পারি। আবার অনেকেই পারেন না। ভাট ও টই যেমন খুশি লেখার, হাত মকশো করার জায়গা বলেই জানি। আমার মনে হয়েছে আরো খানিকটা উৎসাহব্যঞ্জক কথাবার্তা লিখলে আদতে জনতা সাহস পাবে ও চেষ্টা করবে। ভুলগুলো তো দেখানোই যায়, বা বাজে ক্যানো সেটা নিয়েও তো আলোচনা হতেই পারে (যদি না সেটা এত বাজে হয় যে পড়াই যাচ্ছেনা, সেরকম লেখা খুব বেশি দেখেছি বলেও তো মনে পড়েনা), তাই না? বাকি কিছু না লিখে শুধু ঐ একটা লাইন লিখে কি এমন মহান কর্তব্য পালন করা হয়? আমার মনে হয়েছিলো এর ফলে কেউ কেউ চেষ্টা করাটা জাস্ট কাটিয়ে দেবে। তাই এত কথা বললাম। টইতে বিশেষ করে এই কমেন্টগুলো লেখার মাঝে মাঝে আসে, নাহলে কোনো অসুবিধে ছিলোনা। এটা অমার কাছে অত্যন্ত বিরক্তিকর বলে মনে হয়েছে।
h | ১৭ এপ্রিল ২০০৯ ১০:৪৮ | 203.99.212.224
ইয়েস, এইটা একটা গুড পদ্ধতি। আমি গুরু চন্ডালির সমস্ত লোকের সঙ্গে ইমেল/এসেমেস/ফোং/অর্কুট/ফেসবুক/আরো আপদ যা আছে সব রকমের যোগাযোগ বন্ধ করে দেওয়ার চেষ্টা করব। তাইলে আর পার্সোনাল বন্ধুঙ্কেÄর চাপ থাকবে না। গুড।
h | ১৭ এপ্রিল ২০০৯ ১০:৪৬ | 203.99.212.224
রিমি, আমি যদি তোর সঙ্গে খারাপ ব্যবহার করে থাকি, বিশেষতঃ আর্জোর সঙ্গে রিসেন্ট তর্কের সুত্র ধরে, তাহলে রিয়েলি সরি।
san | ১৭ এপ্রিল ২০০৯ ১০:৪৫ | 123.201.53.131
ধুস। চাট্টে লোক চেনাপরিচিত বন্ধুবান্ধবের মধ্যে চাট্টে গাল দেবে তার জন্য গুচ্ছ গুচ্ছ মরালিটির আদানপ্রদান।
গুরু প্রচন্ড পাল্টে যাচ্ছে। আমি এটা পছন্দ করছি না।
(একের ঝগড়া অন্যের ঘাড়ে চাপানো প্রসঙ্গে একেবারেই নয়, কেননা সেটা কে কখন করল আমি বুঝিনি)
Binary | ১৭ এপ্রিল ২০০৯ ১০:৪৪ | 70.64.8.206
হায়, আমায় কেউ ফোন-ও করেনা, এসেমেস-ও নয়, তাই আর কি করি গুরুতে স্মাইলি দিই। ঃ)))
sibu | ১৭ এপ্রিল ২০০৯ ১০:৪৩ | 71.106.244.161
আজ্জো,
তোর আর ইশানের সাথে ঝামেলা কি আমি রিমি আর ম-র ওপর চালিয়েছি? মনে পড়ছে না তো। করলে ভাল করিনি। আর রসবড়াটা রেখে দিলুম।
h | ১৭ এপ্রিল ২০০৯ ১০:৪২ | 203.99.212.224
একটু পরিষ্কার করে বল বুঝতে পারছি না। তোকে আমি শুভ নব বর্ষ (SNB) বা লাঞ্চের নেমন্তন্ন করে তোকে এস এম এস করাতে তোর খারাপ লেগেছে? ঠিকাছে তাহলে আর করবো না। আর গুরুতে ;-) এই উইংকিং স্মাইলি টা ব্যবহার করলে তোর খারাপ লাগে? তাইলে সেটাও আর করব না। পরিষ্কার করে বললেই হয়।
sinfaut | ১৭ এপ্রিল ২০০৯ ১০:৩৮ | 203.91.207.30
তুমি মোটেই আমার সাথে ঝগড়া করনি। শুধু মিতাক্ষরা এসেমেস পাঠিয়েছ - SNB, LUNCH ইত্যাদি। আর যখন দেখা হলো তখন তো কন্টি সবাইকে চোখ মেরে গেলে, তাতে আই কিছু মনে করিনি। বাকিরাও করেনি। ;-))
Arijit | ১৭ এপ্রিল ২০০৯ ১০:৩৭ | 61.95.144.123
হ্যাঁ, আমিও জানতে আগ্রহী। কারণ এটা সিরিয়াস। আমি পুরোটা পড়িনি, তাই হয়তো চোখে পড়েনি - কিন্তু নতুন করে পড়া সম্ভব নয়।
Binary | ১৭ এপ্রিল ২০০৯ ১০:৩৭ | 70.64.8.206
হ্যাঁ ওটা নিয়ে আমিও জানতে আগ্রহী, তবে এরম তো অনেককিছু নিয়ে-ই আগ্রহী, কিন্তু সে আর উত্তর পাচ্ছি কোথায় ? তাই কাটিয়ে দিয়েছি।
স্কুলে কর্পোরাল পানিশমেন্ট বন্ধ নিয়ে একটা আইন চালু হবে হবে শুনছিলাম - কি হল কে জানে।
ঋককে পাঠভবনেই পাঠাচ্ছি আমরা। একটা বড় চেঞ্জ অলরেডি হয়েছে, ফের একটা চেঞ্জ করালাম না। আর দ্বিতীয়তঃ ওই প্রথম তিন দিনের মধ্যেই একদিন স্কুলে ক্লাসটীচার স্কেল দিয়ে মেরেছে - কারণ যাই হোক না কেন - নতুন আসা একটা ছেলের সাথে আগে কথা বলা যেত না? স্কুলে পেটালেই ডিসিপ্লিন শেখে বাচ্চারা?
Binary | ১৭ এপ্রিল ২০০৯ ১০:৩৫ | 70.64.8.206
অরিজিত ৩০০ জনের মধ্য ৩ জন বিলিং হওয়ার কেসটা যে বল্লে, সেটা রিসেসনের জন্য নয়, এটা গত ৬/৭ বছরের ট্রেণ্ড। জেনারেলি সব আইটি কোং -এর ৩০% বেঞ্চ বাজেটে থাকে, আর তার মধ্যে ৮০% ফ্রেসার-ট্রেনি-ই হয়।
h | ১৭ এপ্রিল ২০০৯ ১০:৩৫ | 203.99.212.224
আর্জোর লেটেস্ট অভিযোগটা এত সিরিয়াস, যে আমি স্পেসিফিক টা জানতে আগ্রহী।
Binary | ১৭ এপ্রিল ২০০৯ ১০:৩১ | 70.64.8.206
যাঃ এতক্ষন পরে আবার এসে দেখি সেই চলছে, একি আর শেষ হবে না ????
h | ১৭ এপ্রিল ২০০৯ ১০:২৯ | 203.99.212.224
ইশানের সঙ্গে সেই কবে একটু ঝগড়া করেছিলাম, সিঁফোর সঙ্গে তো ঝগড়াও করিনি। রিসেন্টলি করেছি কি?
h | ১৭ এপ্রিল ২০০৯ ১০:২৭ | 203.99.212.224
আর্জো, আর রাগ করিস না। আমি তো কারোর পরিবার কে কিছু বলি নি। ইশান আর মিঠু বর আর বউ। সিঁফো আর সাহানা বর আর বৌ। কিন্তু আমি তো মিঠুকে বা সাহানাকে কিছু কখনো বলিনি। মানে গপ্প করেছি, কিন্তু অপমান করে তো কিছু বলিনি, তোর আমার সম্পর্কে স্পেসিফিক অভিযোগ কী একটু বল, আমার পোস্টের রেফারেন্স(তারিখ প্লাস সময়) দিয়া বল প্লিজ, আই প্রমিস, আমি নিজেকে শুধরে নেবো। আমি কিছুতেই মনে করতে পারছি না, আমি অন্ততঃ জ্ঞানতঃ কারোর পরিবারকে অপমান করেছি। যদি করে থাকি, আমি রিয়েলি সরি। পুরো চেপে যাব, কথা দিলাম।
Arijit | ১৭ এপ্রিল ২০০৯ ১০:২৪ | 61.95.144.123
হাওয়া না, ধোঁয়া। খেয়ে এলুম।
arjo | ১৭ এপ্রিল ২০০৯ ১০:২৩ | 24.42.203.194
অরিজিত তা ঘুরে এস। হাওয়া খাওয়া ভালো। ;)
Arijit | ১৭ এপ্রিল ২০০৯ ১০:১৬ | 61.95.144.123
শুধু আইটি বলে নয় - আপওয়ার্ডলি মোবাইল সব জায়গাতেই একই ধারণা। সেটা তো ওই জেট এয়ারওয়েজের লে-অফের সময়ই দেখা গেলো।
d | ১৭ এপ্রিল ২০০৯ ১০:১৬ | 117.195.36.193
টিম এইটা নিয়ে আমার মনে হয় একটু সিরিয়াস আলোচনা হওয়া প্রয়োজন। এই "সিল্কের চাদর উড়িয়ে' টাও তো একটু খোঁচাই দিলে নাকি? তো, সেটা একটু ডিটেলে জানতে চাই। "খুব ভাল লেগেছে' বললে তো মটকার চাদর না সিল্কের চাদর সে প্রসঙ্গ আসে না। তাহলে কারো শুধুই "খারাপ লেগেছে' বলাটাই বা যথেষ্ট হবে না কেন? সঙ্গে কিছু কারণ দর্শালে অবশ্যই ভাল। কিন্তু না দর্শালেই বা কি। একজনের খারাপ লাগা জিনিষ অন্য আরেকজনের ভাল লাগতেই পারে। লাগেও। তো? তবে হ্যাঁ কেউ বা কাহার যদি রিপিটেডলী কোন একজনের লেখায় "বাজে হয়েছে' বলে যায় তাহলে সেটা ঠিক গ্রহণযোগ্য নয়। কিন্তু সেরকম এখানে হয়েছে বলে তো মনে পড়ছে না।
Arijit | ১৭ এপ্রিল ২০০৯ ১০:১৫ | 61.95.144.123
বাপরে চাদ্দিন ছিলুম না এর মধ্যে সিপিএম মানে কত নতুন নতুন জিনিস হয়েছে। একটু একটু পড়ার চেষ্টা করে বোর হয়েছি (কারণ কনটেন্ট সেই একই), আর এখন বিরক্ত লাগছে।
শেষ করে নেন, আমি বরং আরেট্টু ঘুরে আসি।
Sudipta | ১৭ এপ্রিল ২০০৯ ১০:১৪ | 122.169.130.241
অরিজিৎদার 10:01 am এর পোস্ট প্রসঙ্গেঃ আইটি কোম্পানিগুলোতে এমপ্লয়িজ ইউনিয়ন আর তাদের একটা সে¾ট্রাল গভর্নিং বডি থাকা যে গুরুত্বপুর্ণ সেটা শুধু রেসেশনের সময় লোকে অনুভব করে (হয়ত তা-ও সবাই করে না), আর সারা বছর এই ব্যাপারটাকে ঘৃণার চোখে দেখে ও ট্রীট করে। সেটাই দুঃখের।
d | ১৭ এপ্রিল ২০০৯ ১০:০৭ | 117.195.36.193
উইপ্রো'র জনা ৫০ কে আমাদের কোং তুলেছে। এটা সেই পারমিতা যখন জিগিয়েছিল যে দেশে এক কোম্পানিতে লে-অফ হলে অন্য কোম্পানিতে টেকিদের জন্য মুখিয়ে থাকে কিনা--- তখনই লিখবো ভেবেছিলাম। কিন্তু তখনও এদের ব্যপারটা ফাইনাল হয় নি বলে চেপে গেছিলাম। হ্যাঁ এক্ষেত্রে তাই হয়েছে। আমাদের কোং খাপ পেতে বসেছিল। খপাৎ করে তুলে নিয়েছে।
arjo | ১৭ এপ্রিল ২০০৯ ১০:০৭ | 24.42.203.194
নেটিকেট নিয়ে হানুদার আজকের প্রবন্ধ দেখে কে বলবে এই হানুদা কিছুদিন আগে কল্লোলদা কে ছোট্ট করে ধমকে দিয়েছিল - নেটিকেট নিয়ে।
কে বলবে হানুদা যাদের নকু মনে করে তাদের মধ্যে একজন হানুদাকে কনজারভেটিভ বলায় হানুদার গাল ফুলে গিয়েছিল।
সোমনাথের আজকের পোস্ট দেখলে কে বলবে তনুকে যখন সবাই নেটিকেট নিয়ে বিভিন্ন রকম শিক্ষা দিচ্ছিল তখন সোমনাথ নীরব ছিল।
শিবুদা, কে বলল গুরুতে সবাই সমান জায়গায়। গুরুতে তোমার, বাইনারীদা, হানুদা কারুর স্ত্রীরাই ভাটায় না। তাই ঈশান বা আমি ইচ্ছে করলেও তোমাদের সাথে ঝামেলাটা তোমাদের স্ত্রীদের ওপর চালাতে পারব না। স্মার্টলিও না দাত কেলিয়েও না, তাতে তার যতই অসুবিধা হোক না (ন্যাকামি করবেন না বোঝার মতন আমরা সবাই অ্যাডাল্ট), এটা পড়ে খারাপ লাগলে আগে থেকে রসবড়া দিয়ে রাখলাম, হ্যাঁ। সাথে স্মাইলিও দিলাম। ঃ)))
কোথায় গিয়ে থামলে মনে হবে যে ব্যপারটা ঠিক নয়? বাকী আছে বাড়ির পোটা পুটি গুলো। নামিয়ে দিই, কি বলেন প্রগতিশীল সিপিএম ঘরানার লোকজন ওরফে মাকুরা? একজন যখন বলছে বারবার তখন না থামিয়ে চালিয়ে যাওয়াটাকেই কি ফ্রি মার্কেট বলে? যত বেশি সিপিএম তত বেশি কনজারভেটিভ। ভাগ্যিস আমি সিপিএম নই, ভাগ্যিস নেটে মুখোমুখি দেখা হয় না, ভাগ্যিস।
dipu | ১৭ এপ্রিল ২০০৯ ১০:০৩ | 207.179.11.216
হুঁ, এটা আমিও লক্ষ্য করেছি। অনেক কোম্পানি ই গুছিয়ে ছাঁটছে, কিন্তু চুপিচুপি। কোনো লেঅফ ট্র্যাকারে খবর হচ্ছে না।
nyara | ১৭ এপ্রিল ২০০৯ ১০:০২ | 64.105.168.210
দ্রি তো বলে দিয়েছেন যে মাস তিনেক মার্কেট ওঠাবে। তাতে বোকা ইনভেস্টাররা যা পয়সাকড়ি আছে সেসব মার্কেটে উপুড় করে দেবে মার্কেট উঠল ভেবে। তারপর আবার মার্কেট ক্র্যাশ করিয়ে পরণের কৌপীনটুকুও খুলে নিয়ে ব্যাংকাররা এক কারেন্সি, এক সরকার করার পথে চরৈবেতি বলে এগিয়ে যাবে।
মিলে যাচ্ছে।
h | ১৭ এপ্রিল ২০০৯ ১০:০২ | 203.99.212.224
আজ আবার একজন নেমন্তন্ন করেছে। বলেছে একটু হুইস্কি খেতেই হবে, নইলে গেরস্তের অপমান ;-)
Arijit | ১৭ এপ্রিল ২০০৯ ১০:০১ | 61.95.144.123
এলসিএম - সেটাই তো প্রশ্ন। একটা কোম্পানিও লস বলেনি - উইপ্রো, ইনফি, টিসিএস - সবাই প্রফিট করেছে। তবুও লোক ছাঁটাই চলছে - এবং ইন্টিমিডেশনও। এইবার ছাঁটাইয়ের মধ্যে বেশ একটা সিক্রেটিভ ব্যাপারও আছে। আরো ব্যাপার হল যাদের ছাঁটছে তারা কোথায় কি করছে, আদৌ কিছু পেলো কিনা, নাকি হাওয়ায় উবে গেলো - এসব জানার কোনো উপায় নেই - কেউ জানেও না।
আমি লক্ষ করে দেখেছি, উইকেন্ড এগিয়ে এলেই হনুদা ক্যামন প্রচন্ড উদ্যোগী হয়ে যায়।
san | ১৭ এপ্রিল ২০০৯ ০৯:৫৯ | 123.201.53.131
টিম্মেলদ্যাখ
h | ১৭ এপ্রিল ২০০৯ ০৯:৫৮ | 203.99.212.224
২১০০ অফিসিয়াল ছাঁটাই এর বদলে নয় তো?
d | ১৭ এপ্রিল ২০০৯ ০৯:৫৮ | 117.195.36.193
আহা একেবারেই কি আর তুলে দেবে? রুগ্ন করে রাখবে। যখন হয়েছিল তখন লীডারশিপ টিমটায় অনেক বাঙালী ছিল। তারপর আস্তে আস্তে সেটা তামিল, মালয়ালি আর তেলুগু লোকের সংখ্যা বেড়ে গেছে। এঁরা ব্যাঙ্গালুরু থেকে একঘন্টার ফ্লাইট দূরত্বের কোন সেন্টার ছাড়া কোন অ্যাকাউন্ট যেতেও দিতে চান না, পুরানোদেরও উঠিয়ে আনতে চান। ফলে সব ব্যাঙ্গালুরু , হায়দ্রাবাদ আর চেন্নাইতেই সব মুভ হচ্ছে। বাঙালী লিডারশিপ টিমটা একজোট হয়ে না লড়ে, যে যার মত হয় অন্যত্র কেটে পড়েছে, নয় আস্তে আস্তে চেন্নাই ইত্যাদিতে শিফট করে যাচ্ছে।
h | ১৭ এপ্রিল ২০০৯ ০৯:৫৮ | 203.99.212.224
হতে পারে।
lcm | ১৭ এপ্রিল ২০০৯ ০৯:৫৭ | 69.236.173.221
আর ইনফোসিস, '০৯ ফার্স্ট কোয়ার্টারে ২৯% প্রফিট! ডাকো দ্রি কে ঃ)
sibu | ১৭ এপ্রিল ২০০৯ ০৯:৫৭ | 71.106.244.161
সায়েব ম্যাঞ্জারদের কোয়ালিটির ভ্যারিয়েশনটা খুব হাই হয়। আমার এক ম্যাঞ্জার ছিল সে ব্যাটা পাতি আগের ম্যাঞ্জারের বানানো পিপিটিগুলো তারিখ বদলে চালিয়ে দিত। আবার উল্টো দিকে একজন ছিল। সে লোকটা দুটো টেকনিক্যাল অস্কার পেয়েছিল। খুব ভাল নৌকো চালাতে আর কাঠের কাজ করতে পারত। পিপিটি কখনো বানাত না। মুখে-মুখে যা বলার বলত।
Arijit | ১৭ এপ্রিল ২০০৯ ০৯:৫৭ | 61.95.144.123
উইপ্রো মোড়। নাম শোনো নাই? বিশ মিনিট জ্যামে আটকায় রোজ।
lcm | ১৭ এপ্রিল ২০০৯ ০৯:৫৬ | 69.236.173.221
সিল্কের চাদর! টিম-এর হল কি... ঠান্ডায় কাঁপবে তো লোকে ...
dipu | ১৭ এপ্রিল ২০০৯ ০৯:৫৬ | 207.179.11.216
গুগল, জে পি মরগান ও ভালো রেজাল করেছে। ফেড কত্তারা রোজ নতুন নতুন আশাবাদী বাণী দিচ্ছেন।
rokeyaa | ১৭ এপ্রিল ২০০৯ ০৯:৫৬ | 203.110.246.230
রাস্তা হোলো মানে? উইপ্রো-বীথিকা?
Tim | ১৭ এপ্রিল ২০০৯ ০৯:৫৪ | 71.62.2.93
দমদি, সমালোচনার কথা বলিনি। বরম আলোচনা'র অভাব (বা ব্যাখ্যা'র) কেই বলেছিলাম। সিল্কের চাদর উড়িয়ে এসে " ধুস! কিস্যু হস্যে না!"" বলেই চলে যাওয়া আর যাই হোক সমালোচনা নয়। এই ধরণের এক-দুলাইনের কমেন্ট/খিল্লির ভয়েই অনেকে এখানে লেখেন না বলে আমার বিশ্বাস। একটা পোস্টকে (বা লেখাকে, সে টইতে হলেও) যুক্তিটুক্তি দিয়ে ভালো বা বাজে বলা হোক, কোনো আপত্তি নেই।
ইয়ে, এইপথে যদি রবিন্দোনাথ হওয়া যায়, তবে আমার আপত্তি নাই। ঃ-)
বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে,
মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা,
কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
আমাদের কথা
আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের
কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি
জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্চিন্তার দিন শেষ হল। ... আরও ...
বুলবুলভাজা
এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ।
দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও
লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
হরিদাস পালেরা
এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে
পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান
নিজের চোখে...... আরও ...
টইপত্তর
নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান।
এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর।
... আরও ...
ভাটিয়া৯
যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই,
সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক
আড়ালহীন কমিউনিটি ... আরও ...
টইপত্তর/ভাটিয়া৯/হরিদাসপালের লেখার বক্তব্য লেখকের নিজস্ব, গুরুচণ্ডা৯র কোন দায়িত্ব নেই
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক।
অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি।
যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।
মে ১৩, ২০১৪ থেকে সাইটটি
বার পঠিত
সকলকে জানান
উপরে যে কোনো বোতাম টিপে পরিচিতদের সঙ্গে ভাগ করে নিন