এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • Binary | ১৭ এপ্রিল ২০০৯ ০৯:০১ | 70.64.8.206
  • ন্যাড়াকে আমারো সমত্তন। হনু আমাকে তো চেনেই না বলতে গেলে, আর পাত্তাও দেয় না, কি আর করব ঃ)))
  • pi | ১৭ এপ্রিল ২০০৯ ০৮:৪০ | 128.231.22.89
  • শিবুদা,উঁহু। মোটেও আউট অব কনটেক্সট না।
    ঐ ঐ পার্থক্যগুলোর জন্য এখানের কাজগুলোর নাম র‌্যাগিং হবে না, সে তো আমিও আগে বলেছি। আপনার ঐ পোস্ট আমার যে পোস্টের উত্তরে ছিল, তাতেই ।
    কিন্তু তাই বলে
    কিন্তু র‌্যাগিং যেমন খারাপ মানসিক নির্যাতন করার জন্য, অন্যকে খিল্লি/খিস্তি হত করে আনন্দ পাবার জন্য, ঠিক সেই কারণে খিল্লি/খিস্তি করে কি গোদা ভাবে বলে অকারণ ও ভিত্তিহীন ব্যক্তিগত আক্রমণ করাও খারাপ। আর সেই খারাপগুলো জাস্টিফায়েড হয়ে যায় না র‌্যাগিং এর সাথে ক্রাইটেরিয়া গত ঐ ঐ পার্থক্যগুলির জন্য।
    সেটুকুই বলার ছিল।

    তবে, এগুলো করা খারাপ ব্যাপার মানছেন, এটা খুব ভালো তো।
    তা, খারাপ ই যখন, তখন খামোখা পাটকেল ছুঁড়ছেন ক্যানো ? আর তাছাড়া আপনাকে তো কেউ ঢিল মারেনি । ঃ)
  • Bratin | ১৭ এপ্রিল ২০০৯ ০৮:৩৩ | 117.194.97.42
  • ন্যাড়া দা, কে আমার পুর্ণ সমর্থন ঃ-))))))))))))))))))))))
  • nyara | ১৭ এপ্রিল ২০০৯ ০৭:০৯ | 64.105.168.210
  • এইসব সিলেক্টিভ সেন্ডিং করে ও রেসিপিয়েন্টদের নাম প্রচার করে হনু গুরুতে ইনটেলেকচুয়াল পোলারাইজেশন আনছে। হে আমার নন-ইনটেলেকচুয়াল ভ্রাতা ও ভগিনীগণ, দিকে দিকে প্রতিবাদের ব্যারিকেড গড়ে তোলো।
  • h | ১৭ এপ্রিল ২০০৯ ০৬:৫৭ | 61.95.144.10
  • সিঁফো তোকেও পাঠিয়েছি, বাই দ্য ওয়ে। সোমনাথ আর ব্ল্যাংকি তোদেরো পাঠিয়েছি। দিকে দিকে পোচারে কোন খামতি রাখছি না।
  • h | ১৭ এপ্রিল ২০০৯ ০৬:৫৫ | 61.95.144.10
  • অক্ষ/ইশান/অরিজিত, তোমাদের আমি আমার বৌ এর লেখা একটা প্রবন্ধ পাঠিয়েছি। নির্লজ্জ ভাবে বৌ কে প্রমোট করছিঃ-) টাইম আর আগ্রহ পেলে পোড়ো। এই সব নিয়ে আঅমরা অনেক কথা বলেছি এইখানে, তাই পাঠিয়েছি বেসিকালি।
  • h | ১৭ এপ্রিল ২০০৯ ০৬:৫০ | 61.95.144.10
  • বিতর্ক হলে হবে, তা নিয়ে অত ভাবনা চিন্তা করতে আমি রাজি নই। এখানে অনেকেই আক্রমণাত্মক ভাবেই কথা বলে। এবং বহুদিন আগে থেকেই বলে, কথায় মাঝে মাঝে দেখতে গেলে, টোটাল ডিসরেস্পেক্ট প্রকাশ পেয়েও যেত এবং যায়, নতুন কিসু নয়, তো কী হয়েছে? রাজনীতি নিয়ে কথা হলে ওরকম একটু হবে, কেউ কিসু মনে না করলেই হল বা মনে করলে কদিন বাদে ভুলে গেলেই হল। কেউ তো আর সিরিয়াসলি নিচ্ছে না। আর নিলেও সত্যি সত্যি বেশি দিনের জন্য নিচ্ছে না। শমীক তুমি তো দিব্য স্পোর্টিং পোলা, তোমার আবার কি হল?

    আরেকটা কথা, অনেকটা টাইপ করলেই কেউ সমালোচনা করবে না, এই দাবী অবাস্তব। ইকি রে ভাই, আমি ছোটো থেকে বেশি কথা বলি আর বেশি গাল খাই। লেখার বেলাতেও তাই। আমি বেশি লিখছি বলে গুরুর নকুরা কোনদিন আমায় ছেড়েছে নাকি? বেশ করেছে ছাড়েনি;-)

    হ্যাঁ একটা বিষয় আছে, সেটা হল আমরা বেশির ভাগই প্রফেসনাল আকাডেমিক পন্ডিত টাইপের অপ-এড রাইটার বা কমেন্টেটর নই বলে, আমাগো কেউ পাত্তা দেবে না। সেটাই স্বাভাবিক। আমি জদি পাঁচটা বই পড়ি তো কি হয়েসে, প্রফেসনাল তো নই, ও লাইনে তো কিসু করতে পারিনি, মুরোদ নেই, অতএব প্যাঁক খেতে হবে, পিরিয়ড। ও ভেবে লাভ নেই। আমি যদি অমর্ত্য সেন হতাম, অবভিয়াসলি, বিলো দ্য বেল্ট প্যাঁক গুলো কম খাবো, লোকে একটু বেসিক সম্ভ্রম নিয়ে কথা বলবে, কিন্তু আমি যেহেতু ক্যালানে দাশগুপ্ত, সেটা এক্সপেক্ট কি করে করবো।

    আরে মেন হল, অত মাইন্ড করতে নেই।
  • kd | ১৭ এপ্রিল ২০০৯ ০৫:১৮ | 72.229.130.144
  • গুরুতে বীনা রায় এসে গেছেন; এবার প্রদীপকুমার এলেই ক্লাসিক (সিনেমা) হবেঃ-)
  • Ishan | ১৭ এপ্রিল ২০০৯ ০৩:৪৩ | 12.163.39.254
  • আর্য তাহলে আজকেও ফেল? ঃ)
  • sibu | ১৭ এপ্রিল ২০০৯ ০৩:১০ | 207.47.98.129
  • পাই,

    আমি ধরে নিচ্ছি তোমার প্রশ্নের কিছুটা আমার দিকে লক্ষ্য করে। সেটা না হলে তুমি পরিষ্কার বলে দিলে খুশী হব।

    আমি তোমাকে যে কথা লিখেছিলাম সেটা তুমি স্পষ্টতই আউট অফ কনটেকস্ট নিয়েছ। আমি তোমাকে লিখেছিলাম গুরুর পাতায় ঢিল ছোঁড়াছুঁড়ি আর র‌্যাগিং, এক স্তরের ব্যাপার নয়। কেননা সবাই সমান, লাইভলিহুডের সাথে এর কোন সম্পর্ক নেই ইত্যাদি। আমি কখনো বলিনি ঢিল ছোঁড়াছুঁড়ি খুব শালীন ব্যাপার।

    আর হ্যাঁ, অন্যের কাছে পাটকেল আছে বলেই ঢিল ছোঁড়া ঠিক নয়। তবে অন্যে পাটকেল ছুঁড়লে দু-চাট্টে ঢিল তো এদিক থেকে ছোঁড়া হতেই পারে।
  • Blank | ১৭ এপ্রিল ২০০৯ ০২:৫৭ | 170.153.65.23
  • সকাল ১০ঃ৩০ টা থেকে ডিউটি কিনা ঃ)
  • Binary | ১৭ এপ্রিল ২০০৯ ০২:৫৫ | 198.169.6.69
  • এখন বাড়ী যাও, তোমার কি নাইট ডিউটি না এখন ২৪/৭ হয়ে গেছে ?? ঃ))
  • BLank | ১৭ এপ্রিল ২০০৯ ০২:৫৪ | 170.153.65.23
  • কারুর বিন্দু মাত্তার মায়া দয়া নেই। ইদিকে আমি এখুনো আপিসে বসে ঃ(
  • pi | ১৭ এপ্রিল ২০০৯ ০২:৪২ | 128.231.22.89
  • আর শুধুই পলিটিক্যাল পোলারাইজেশনের জন্য এসব হচ্ছে বল্লে ট্রিভিয়ালাইজেশন হয়ে যায়। এটা তো এখানে যেকোন মতের অমিলের ঘটনা হলেই মাঝেমধ্যে ই ঘটে থাকতে দেখেছি। যদিও খুব বেশি জনকে ঘটাতে দেখিনি। সুখের কথা। ঃ)
  • pi | ১৭ এপ্রিল ২০০৯ ০২:৪১ | 128.231.22.89
  • এই ইঁট পাটকেল বিষয়ে একটু জনগণের মতামত জানার ইচ্ছা ছিল।
    সোমনথবাবু, তর্ক-পদ্ধতি নিয়ে পাঠ্যসূচী বানানোর কোন প্রশ্ন তো নেই। কিন্তু এটা মায়াপাতা বলেই, ওপেন ফোরাম বলেই ধরে নেওয়া হয়, অনেক কিছু করা যায়। সেই ধরে নেওয়ার জাস্টিফিকেশন নিয়ে প্রশ্ন তো তোলাই যায় ।
    আর তুলছি ও ।

    কাল শিবুদা আমাকে তিন চারখানি পয়েন্ট বল্লেন,
    কদিন ধরেই অনেকেই বলছেন, আর সে নিয়ে আমি প্রশ্ন ও করে যাচ্ছি। কারণ এব্যাপারে এখনো কনফিঊসড।

    ওনাদের যুক্তিগুলো অনুরূপ,
    ১। এখানে আমরা সকলে সমান। কোনো হায়ারার্কি নেই। তাই একে অন্যকে আক্রমণ করা দোষের কিছু না।

    ২। আমি ভাট মারতে মারতে তাকে ভার্চুয়ালি অপমান, আক্রমণ করলে তাকে ফিজিক্যালি কি ভাতে তো মারছিনা , তাই করতেই পারি।

    ৩।আর অপর পক্ষের ও পাল্টা আক্রমণ করার সুযোগ আছে
    বলেই তাকে আক্রমণ করা জাস্টিফায়েড হয়ে যায়।

    এবার এই যুক্তি(?)গুলোকে একটু রিয়েল লাইফে ফেলার চেষ্টা করে দেখুন। তেমন একস্ট্রীমেও যেতে হবে না, রিডিকিউলাস সব সিচুয়েশন আসবে কিন্তু !

    অন্যের কাছে ছোঁড়ার মতন পাটকেল আছে জানি বলেই আমি ইঁট ছুঁড়তে পারি ? অপ্রয়োজনে, অকারণে ? জাস্ট ঐ ছোঁড়াছুঁড়ি করে আমি একটু আনন্দ পাচ্ছি বলে ?

    যুক্তি তক্কোর গপ্পো ও নাহয় ছাড়ুন, স্বাভাবিক বোধ কী বলে ?

    নেটের দুনিয়া বলেই কি সব জাস্টিফায়েড হয়ে যায় ?

    এই গুরুতেই পামিতাদির খোলা নেটিকেট নামক একটা টই তে
    এটা পেলুম।
    Rule 2: Adhere to the same standards of behavior online that you follow in real life

    ঃ)
  • Binary | ১৭ এপ্রিল ২০০৯ ০২:৩৮ | 198.169.6.69
  • ব্ল্যাংকি-কি সেদ্ধ চিংড়ি শিভাসের বোতলে দুই দিন ঝুলিয়ে রাখতে বল্ল ? ঝুলিয়ে মানে ডুবিয়ে ?

    ডাব চিংড়ির কথা অনেকের কাছে শুনেছি, দেশি নয় ক্যারাবিয়ান প্রিপারেশন, ঐ ঝাল ঝাল .... অ্যাকচুয়াল রেসিপি জানিনা।
  • sibu | ১৭ এপ্রিল ২০০৯ ০২:৩৪ | 207.47.98.129
  • হুইস্কির সাথে আমার একটু বাদাম ধরনের জিনিষই ভাল লাগে। ঝাল ভাল লাগে রিসলিং বা ঐ রকম একটু মিষ্টি ওয়াইন হলে।
  • lcm | ১৭ এপ্রিল ২০০৯ ০২:৩১ | 128.48.7.72
  • হুইস্কি-র সাথে একটু ঝাল ঝাল। তাই তো লোকে বলে। চিংড়ি-র একটা অদ্ভুত রেসিপি কোথাও একটা শুনেছিলাম, যাতে মোদ্দা কথা হল, চিংড়ি সেদ্ধ টেদ্ধ করে, মাংসটা ফেলে দিয়ে ছালটা ভাজা খাওয়া।
    শোষিত হলে, চিংড়ি-র মাথা শুষে খাও ঃ)
  • sibu | ১৭ এপ্রিল ২০০৯ ০২:২৬ | 207.47.98.129
  • আমাদের কুককে ডাব-চিংড়ির রেসিপি বোঝালাম। তার উৎসাহ দেখে এখন আমার ভয় করছে। মানে, যখন মাস্টারি করতাম, তখন চালু কথা ছিল - কঠিন অ্যাসাইনমেন্ট দেখে যদি ছাত্র একদম না ঘাবড়ায় তো নির্ঘাৎ C পাবে।
  • Blank | ১৭ এপ্রিল ২০০৯ ০২:২৫ | 170.153.65.23
  • চিংড়ি গুলো সেদ্ধ করে শিভাসের বোতলে ডুবিয়ে রাখো। দি দুই পরে খেয়ে নাও।
  • Blank | ১৭ এপ্রিল ২০০৯ ০২:২৫ | 170.153.65.23
  • আমার হেব্বি রাগ আসছে কিন্তু। আমি এখনো আপিসে শোষিত হচ্চি আর এনারা চিংড়ির আলোচনা কচ্চেন। একেই বলে এনারাই ....
  • Binary | ১৭ এপ্রিল ২০০৯ ০২:২৪ | 198.169.6.69
  • ডাব এখানে কোথায় পাবো ? আর শিভাসের সঙ্গে জমবে এরকম রেসিপি চাই !!!
  • lcm | ১৭ এপ্রিল ২০০৯ ০২:২০ | 128.48.7.72
  • চিংড়ি নিয়ে কথা হচ্ছে বুঝি। বেশ, বেশ। চিংড়িভাজা যদি ডাবের পেটের মধ্যে ভরে দেওয়া যায়, তাহলে কি 'ফ্রায়েড ডাবচিংড়ি' গোছের কিছু একটা হবে ঃ)
  • Binary | ১৭ এপ্রিল ২০০৯ ০২:০৪ | 198.169.6.69
  • পিনাকী আর আজ্জো, যারা যারা বাক্যালাপে ইচ্ছুক,

    সত্যি, পোলারাইজেশনটা এতটাই বড় যে, ঝগড়া-ঝাঁটি-র তুল্য-মুল্য বিচারে-ও পোলারাইজেশন, একচোখো মাছ ঐ আর কি ....

    নাঃ, হিটিং বিলো দি বেল্ট আবার আমার ধাতে সয় না ঃ)))

    যাগ্গে, আজ্জো, চিংড় ভাজার নতুন কি রেসিপি দেবে বলেছিলে না ?? কই ?? ঃ)))
  • pinaki | ১৭ এপ্রিল ২০০৯ ০১:৩৯ | 131.151.102.250
  • দেখুন পোলারাইজেশনটা বাজে লেভেলের হয়ে গ্যাছে সমাজেই। আলোচনার ফোরাম তার থেকে মুক্ত থাকবে - এটা আশা করলে বাড়তি আশা করা হবে। দুবছর আগের সাথে যাঁরা তুলনা করছেন, তাঁরা ভাবুন তো দুবছর আগের পঃ বঃ ইটসেল্ফ আজকের মত পোলারাইজড ছিল?

    কাজেই পোলারাইজেশনটা মেনে নিয়েই আলোচনাটা যাতে ব্যাক্তিগত আক্রমণের জায়গায় না যায় সেদিকে নজর রাখাটাই মনে হয় ভালো। ঠেস দিয়ে কথা বলার ক্ষেত্রেও নিজের উপর একটু নিয়ন্ত্রণ রাখতে পারলে ভালো। এই আর কি।

    সবার ক্ষেত্রেই প্রযোজ্য এটা। নিজেকেও বল্লাম।
  • Arpan | ১৭ এপ্রিল ২০০৯ ০০:২৮ | 122.252.231.12
  • সোমনাথ, ওটা ন্যাড়াদার বানানো অ্যাড-অন। ফাফাতে বাংলা লেখার জন্য।

    হার্ড ডিস্ক রক্ষণাবেক্ষণের টিউটোরিয়ালটা নামাবে বলেছিলে? লুরুতে বহুত পাওয়ার কাট হচ্ছে। ঃ(
  • omnath | ১৭ এপ্রিল ২০০৯ ০০:২৭ | 117.194.199.32
  • আরে, এটা শমীকের পোস্ট পড়ার আগেই লিখে ফেলেছি।
  • Somnath | ১৭ এপ্রিল ২০০৯ ০০:২৪ | 117.194.199.32
  • আচ্ছা, কিছুদিন থেকেই আমার মোজিলা ব্রাউসারের নিচের ডানদিকের কোনায়, যেখানে আই ই ট্যাবের আইকন টা আসে, তার পাশে আরো একটা আইকন আসছে। i-trans আর গুরুচন্ডালি তে টগল করার জন্যে। সেইটে কি ন্যাড়াদার বানানো আড-অন টা ইন্সটল হয়ে রয়েছে বলে? এটার কাজ কি কেউ আমায় বলতে পরে?

    আর শিবুদা ও বাইনারী দার সাথে ঈশানের কথোপকথন, হয়তো আমি অনলাইন থেকে পুরো ব্যপারটা টাইমলি ফলো করিনি, রাতে একসাথে বাল্ক পড়ে দেখেছি বলেই, হেবি চাপের কিছু লাগেনি। একটু বেশি অ্যাগ্রেসিভ ভাট, বা, মোলায়েম প্রলেপ বিহীন কথা বলেই মনে হয়েছে। মানে প্রতিটি আক্রমনাত্মক বাক্য শেষ করার পর, কেউ যাতে ব্যক্তিগত ভাবে আঘাত না পায় এইরকম যে মধুর প্রলেপ লোকে দিয়ে থাকে চক্ষুলজ্জার খাতিরে বা বন্ধুবিচ্ছেদের ভয়ে, সেটা বাদ দিয়ে কথাবার্তা। এইটুকুই। তো, এইটুকুতে চটে যাওয়ার মতো ছেলে তো ঈশান ছিলো না বলেই মনে পড়ে। যথা, শিবু দা বা বাইনারীদা ও খুব চটেছে বলে মনে হচ্ছে না। আর ঈশান ও তো চিরকাল ই বলে এসেছে, আমাকে ঢিল মারিলে পাটকেলটি একই ভাবে খাবার জন্যে প্রস্তুত থাকিবেন। পাটকেল গুটিয়ে রেখে - এভাবে ঢিল মারাটা আমি পছন্দ করছি না বলতে কোনোদিন দেখিনি মামুকে।

    অবিশ্যি দ্রিশেষনের বাজারে লোকজনের বিহেভেরিয়াল প্যাটার্ণ পাল্টাচ্ছে হয়তো।

    ব্যক্তিগত ভাবে নেট এ ফেসলেস ফ্রী-টেক্সট ডিবেটে পার্টিসিপেট করতে গিয়ে এটিকেট ও বিহেভেরিয়াল পাঠ্যসূচী দেখলে আমার বোর লাগে। কে কি ভাবে তর্ক করবে তার গাইডলাইন লোকে ঠিক করে দেবে নাকি? বাজে হেজিয়ে লোককে বোর করা, বা অপ্রয়োজনীয় খিস্তি করে বক্তব্যের গ্রহণযোগ্যতা হারানো এ তো কতই দেখলাম। পার্সোনাল অ্যাটাক বা নেম কলিং করে জনসমর্থন হারাতেও। তাবলে - প্লীজ এইভাবে তর্ক করুন, ওভাবে নয়, এই ক্লাস নেওয়াটাকে এখনো সাপোর্ট করতে পারিনা।
  • Samik | ১৭ এপ্রিল ২০০৯ ০০:০৪ | 122.162.236.218
  • মৌনি নিয়েছিলাম কদিন, বিশেষ কারণে। ভেবেছিলাম তপস্যার গোঁ কমে গেলে নিজে নিজেই ফিরে আসব।

    এতদিন ভাটিয়ালির পাতায় কিছু লিখি নি, কেবল পাতার পর পাতা উল্টে পড়ে গেছি নিঃশব্দে। কিন্তু আস্তে আস্তে যে জায়গায় চলে যাচ্ছে প্রতিদিনের সো-কল্‌ড আলোচনা, এবং এই মায়াপাতায় আলাপ হওয়া কিছু মানুষের পারস্পরিক সম্পর্ক, গুরুর ফাউন্ডার মেম্বার হিসেবে খুব খুব ডাউন ফীল করছি। মাঝে মাঝে পেছনের পাতাগুলো উল্টে পুরনো ভাটিয়ালি, টই পড়ি, আর এখনকার পাতা পড়ি, আর ভাবি, আমরা সবাই কী রকম পাল্টে গেছি, যাচ্ছি। গুরু কী ছিলেন, কী হইয়াছেন। গুরুতে লিখি বলে কিছুদিন আগে পর্যন্ত মনে খুব একটা গর্ব ছিল, এখন আর সেই গর্বটা, সেই ভালোলাগাটা অনুভব করতে পারছি না। এবার হয় তো পাতা উল্টোনোও ছেড়ে দেব।

    যা হচ্ছে, ভালো হচ্ছে না। খুব মন খারাপ লাগছে গুরুর লাস্ট কদিনের অবনতিতে।

    আপাতত মন ভালো করবার টনিক হিসেবে, বৈকুণ্ঠ মল্লিক'স কালেকশন্‌স।

    http://diptakirti.blogspot.com/2009/03/baikuntha-mallick-poetry-in-obscurity.html
  • a x | ১৬ এপ্রিল ২০০৯ ২৩:২৯ | 143.111.22.23
  • দুটো কথা বলে যাই। এখানে আলোচনা বলে কিছু তো নেই। তর্ক। এবং সে তর্কও আমি-ই ঠিক জানি, তোকে মানতেই হবে আমি ঠিক, এই ভাবেই চলে। সব পক্ষেই। তবে এইবার প্রথম দেখলাম সেটা রীতিমত দাঁত নখ বার করা আক্রোশের স্তরে চলে গেছিল। এটাকে খিল্লি বলা যায়না। একজন যখন বারবার বোঝাচ্ছে যে তার পছন্দ হচ্ছেনা, তখনও একই জিনিস আরো আরো মাত্রা চড়িয়ে করে যাওয়াটা স্রেফ বুলিং টাইপ। আমি নিজে স্রেফ কাটিয়ে নিলাম এইধরণের কারো সাথে ভবিষ্যতে কোনো রকম বাক্যালাপে। জীবনে প্রচুর চাপ এমনিতেই।

    দুই সিঙ্গুর নন্দীগ্রাম ইত্যাদি যেকোনো বিষয় যা চিবিয়ে চিবিয়ে ছিবড়ে হয়ে গেছে, তাতে একটা জিনিস প্রায়শ দেখি। সরকারের এই মডেলের বিপক্ষে অনেক কিছু বলা হয়েছে, কিভাবে কারখানার নামে জমি নিয়ে রিয়াল এস্টেট ইত্যাদি, কিভাবে সরকারের ওপর মানুষের আস্থা উঠে গেছে, কেন উঠে গেছে, বন্ধ লক আউট কারখানা ইত্যাদির কথা। এই কথা গুলো যেই শুরু হয়, সরকার পক্ষের লোকেরা চুপ চাপ হয়ে যান। থ্রেডের তোড় থেমে যায়। আমার কিছুদিনের গ্যাপ দিয়ে ঐ কথা গুলো বাদ দিয়ে নতুন থ্রেড খুলে একই জিনিস শুরু হয়। এই চক্রাবৎ খেলাটা বোধহয় চলতেই থাকবে।
  • Binary | ১৬ এপ্রিল ২০০৯ ২৩:১৫ | 198.169.6.69
  • ওড়িশায়
  • a x | ১৬ এপ্রিল ২০০৯ ২৩:১৩ | 143.111.22.23
  • অর্পণ, কোথায়?
  • ranjan roy | ১৬ এপ্রিল ২০০৯ ২৩:১০ | 122.168.77.144
  • হনুকে,
    serpent_roy@yahoo.com
    ranjanr52@gmail.com
  • a x | ১৬ এপ্রিল ২০০৯ ২৩:০৯ | 143.111.22.23
  • আমি পারছিনা। কি জানি এরা কি জালি করেছে।

    আচ্ছা একটা প্রশ্ন। ঐ কোন একট মঞ্চ থেকে অনেক "বুদ্ধিজীবি" রা তৃণমূলকে ভোট দেবার জন্য আহ্বান জানিয়েছেন শুনলাম। সেই মঞ্চে কি প্রতুল ছিলেন?
  • Arpan | ১৬ এপ্রিল ২০০৯ ২৩:০৯ | 122.252.231.12
  • ব্যাপক মাওবাদী হামলা হয়েছে তো আজ ইলেকশনে।
  • Binary | ১৬ এপ্রিল ২০০৯ ২৩:০৫ | 198.169.6.69
  • অক্কুটে আবার কি প্রবলেম ? দিব্যি খোলা যাচ্ছে তো !!
  • Tim | ১৬ এপ্রিল ২০০৯ ২৩:০৪ | 198.82.167.98
  • অক্ষ,
    হ্যাঁ, এইমাত্তর লগইন কল্লুম।
  • Binary | ১৬ এপ্রিল ২০০৯ ২৩:০৩ | 198.169.6.69
  • ক্‌ষ্ণার্জুনের দোস্ত।
  • Tim | ১৬ এপ্রিল ২০০৯ ২২:৫৯ | 198.82.167.98
  • একখান ভালো সিনিমা দেখলুম। Remains of the Day
    হেব্বি!
  • a x | ১৬ এপ্রিল ২০০৯ ২২:৫৮ | 143.111.22.23
  • ওর্কুট খোলা যাচ্ছে?
  • Tim | ১৬ এপ্রিল ২০০৯ ২২:৫৮ | 198.82.167.98
  • আহারে!
  • Blank | ১৬ এপ্রিল ২০০৯ ২২:৫৭ | 170.153.65.23
  • আমি এখনো সোশিত
  • Tim | ১৬ এপ্রিল ২০০৯ ২২:৫৪ | 198.82.167.98
  • ইয়ে, সমর্থনটা জেনেরাল এই টপিকে। স্টৈকের মন্তব্য নিয়ে কিসু বক্তব্য নেই। এটা নিয়ে কোনো কনফিউশন হবেনা আশাকরি।
  • a x | ১৬ এপ্রিল ২০০৯ ২২:৫৩ | 143.111.22.23
  • সাত্যকি আবার কে?
  • Tim | ১৬ এপ্রিল ২০০৯ ২২:৫০ | 198.82.167.98
  • ইয়াকুবুটাকে আরো আগে পেলে এরম হতোনা।
  • Tim | ১৬ এপ্রিল ২০০৯ ২২:৪৮ | 198.82.167.98
  • আজ্জোদাকে সমর্থন কল্লুম। তবে কি জানো, এটা টিপিকাল গুরু কালচার। এখানে খেটেখুটে টাইপ করা জিনিসকে এক নিঃশ্বাসে "বাজে" বলে দেওয়াই যায়। ব্যাখ্যা লাগেনা। আজ পজ্জন্ত কাউকে এ নিয়ে টুঁ শব্দটি কত্তে দেখলাম না। কে জানে, এইটাই দস্তুর হয়ত বা। ঃ)
  • dipu | ১৬ এপ্রিল ২০০৯ ২২:৪১ | 121.243.161.234
  • কে বলে অলস?! এই যে আদ্রিয়ানো অভিমান করে ব্রাজিলে চলে গেল, আর ইতালিতে ফিরতে চাইছে না, তা যানিনা ভেবেছ?

    (কাউক্কে বোলো না, প্রাথমিক কথাবার্তা চলছে, ফাইনাল হলে জানাব ঃ-)))
  • Arpan | ১৬ এপ্রিল ২০০৯ ২২:৩২ | 122.252.231.12
  • ফুত্তির তো কিসু নাই। চক্রবৎ পরিবর্তন্তে!

    ঘটিরা যে অলস তা আবার প্রমাণিত হল। নেট থাকতেও কিছু আপডেট রাখে না।
  • dipu | ১৬ এপ্রিল ২০০৯ ২২:২৫ | 121.243.161.234
  • অঃ, ড্র করেছে! তাতেই এত ফুত্তি!! মাইরি!

    কতয় শেষ করলে? ৭? ঃ-))
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত