এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • Arijit | ২৩ এপ্রিল ২০০৯ ১১:০৮ | 61.95.144.123
  • তাও নক্ষ্মী মেয়ে। ঋতি এখন রোজ নিয়ম করে এগারোটা অবধি দাদার সাথে জায়গা নিয়ে ঝগড়া করে - নতুন শিখেছে "আমাল দায়গা'। এনজেপি স্টেশনের ওয়েটিং রুমে ওদের বসিয়ে আমি জল কিনতে গেসলুম - তো তিনি চেয়ার ছেড়ে উঠে ঘুরে বেড়াচ্ছিলেন - এক ভদ্রলোক এসে টুপ করে বসে পড়াতে তিনি গুটি গুটি গিয়ে বল্লেন "আমাল দায়গা' - ভদ্রলোক কেয়ারই করলেন না দেখে নিরাশ হয়ে মায়ের কোলে চাপলেনঃ-)

    রাতে ঘুম পাড়ানোর সময় আমাকে হুকুম করে - "তম্মা থোল, ধয়ি থোল' - চশমা আর ঘড়ি খুলে শোয়ানোর চেষ্টা শুরু করলাম, এই সময়ে ওর মা চলে এলেই আমাকে বলে "তলে দাও'।

    পরশু থেকে সকলকে আদর করে বুবু ডাকছে - "তোয়ে নাও বুবু', "এগিদে দাও বুবু' ইত্যাদিঃ-)
  • sayan | ২৩ এপ্রিল ২০০৯ ১১:০৭ | 160.83.96.82
  • ন্যানো'র সামনের বুটে স্টেপনীর বদলে একধামা পাকা কলা রাখলে ভালো হত কি??
  • Bratin | ২৩ এপ্রিল ২০০৯ ১১:০৬ | 117.194.98.118
  • আবার অর্পন।!! ঃ-((((((((((((((
  • Bratin | ২৩ এপ্রিল ২০০৯ ১১:০৫ | 117.194.98.118
  • বেলুড়ে ও power cut হচ্ছে । কিন্তু খুব কম সময়ের জন্যে। দিনে এক - দেড় ঘন্টার বেশী নয়। গরম এ নাজেহাল অবস্থা । দীপ্তেন দা আর দময়ন্তী এর মধ্যে ওদের ভালো আবহাওয়া র কথা শুনিয়ে আরো মন খারাপ করিয়ে দিচ্ছে। ঃ-(((
  • Arpan | ২৩ এপ্রিল ২০০৯ ১১:০৫ | 122.252.231.12
  • আঃ। কী মিষ্টি সোনা রোদ চাদ্দিকে। ফ্যান বন্ধ করেই আছি। কারেন্ট আছে না গেছে বোঝাই দায়।
  • a x | ২৩ এপ্রিল ২০০৯ ১১:০৪ | 99.152.72.73
  • রাত ১২ঃ৩০ টা বাজে তো, ঘুমোবেনা তো কি করবে! আমি ঘুমোবো ছ ঘন্টা, তিনি ঘুমোবেন ১০ ঘন্টা।
  • Arijit | ২৩ এপ্রিল ২০০৯ ১১:০১ | 61.95.144.123
  • সে তো ক.সু.-ও গান গেয়েছিলো "ডলার কিম্বা কলার খোসা...' - পাঊণ্ড বা ইয়েন কিম্বা কলার খোসা হলে থোড়াই ছন্দে মিলতো। পাঊণ্ড কলার খোসায় নাকাল? ধুস্‌স্‌স্‌স্‌স।

    (ডিঃ মঃ)
  • d | ২৩ এপ্রিল ২০০৯ ১১:০০ | 117.195.36.23
  • এমনকি ইউরো না অয়েরো নিয়েও বিশেষ অভিমান নাইক্কা। আসোলে পিত্থিমি অ্যাট্টা ভ্রান্ত ধারমামাত্র আর দুনিয়াজুড়া পোচুর গিয়ানজাম --- এর লাইগ্যা।

    কিন্তু বুঁচিরানী কি লক্ষ্মী! রোজ রাতে চটপট ঘুমিয়ে পড়ে আর অক্ষদা নিশ্চিন্তে ভাটায়।
  • Bratin | ২৩ এপ্রিল ২০০৯ ১০:৫৯ | 117.194.98.118
  • অক্ষ দা কে, কার রাগ?

    আমি এখন ও ২ বছরের tax refund পাবো । আর এবারের ও $ গুলো ও ওখানে পড়ে আছে। money to indiapassword ভুলে মেরে দিয়েছি । বুদ্ধি করে client mail থেকে registration করেছিলম। তাই password reset করা যাচ্ছে না। ঃ-)))

    আবার চাপ নিয়ে registration করতে হবে।তত দিন $ র দাম বাড়ুক ঃ-))
  • a x | ২৩ এপ্রিল ২০০৯ ১০:৫৫ | 99.152.72.73
  • আমি একটা বলব? এনাকেই বেশি শুনেছি তাই। Dave Brubeck জ্যাজ পিয়ানিস্ট। এর "টেক ফাইভ" শোনা উচিৎ।
  • sinfaut | ২৩ এপ্রিল ২০০৯ ১০:৫২ | 203.91.207.30
  • মেনলি ন্যাড়া কাকুকে,

    ইন্সট্রুমেন্টাল জ্যাজ শুনতে গেলে কোন অ্যালবাম দিয়ে শুরু করবো? এখনো পর্যন্ত ক'টা স্তেফান গ্রাপেলি আর অল্প আর্মস্ট্রং ছাড়া কিছু শুনিনি।
  • a x | ২৩ এপ্রিল ২০০৯ ১০:৫২ | 99.152.72.73
  • আচ্ছা এই বিদেশী ডলারেই লোকের এত রাগ কেন? বিলিতি পাউন্ড, রুশি রুবল, জাপানী ইয়েন নিয়ে তো এত অভিমান দেখিনা।
  • Bratin | ২৩ এপ্রিল ২০০৯ ১০:৫০ | 117.194.98.118
  • আগের শুক্র বার আমি,অরিজিত আর সোমনাথ বসলাম । দিব্বি গুচিয়ে ভাট হল। ঃ-))
  • sinfaut | ২৩ এপ্রিল ২০০৯ ১০:৪৭ | 203.91.207.30
  • ঃ-(((

    ১১ - ১। ৬.৩০ - ৮। লোডশেডিং।

    তারউপর ৮টায় যখন কারেন্ট এলো, ঘরের মেন সুইচটা খারাপ হয়ে গেল। ঃ-((

    সেটাকে সারানোর পর এই আপিস এলাম। ঃ-(
  • Arijit | ২৩ এপ্রিল ২০০৯ ১০:৩৬ | 61.95.144.123
  • এখন যা গরম তাতে উদ্বৃত্ত কিছু থাকে না হয়তো, আর এখন যেটা হচ্ছে সেগুলো মূলতঃ স্টেশনগুলো বসে যাচ্ছে। পর পর দুদিন - একদিন সিইএসসি, আরেকদিন এসইবি-র একাধিক স্টেশন একবারে বসে গেছে।

    এরকম গরম চলতে থাকলে দিল্লীর মতন অবস্থায় পৌঁছবে - প্রচণ্ড ডিমাণ্ড, অথচ সেই মতন সাপ্লাই নেই।
  • a x | ২৩ এপ্রিল ২০০৯ ১০:৩২ | 99.152.72.73
  • উদ্বৃত্ত ইলেক্ট্রিসিটি সব গেল কোথায়? ;-)
  • h | ২৩ এপ্রিল ২০০৯ ১০:৩১ | 203.99.212.224
  • সোমনাথ, ব্ল্যাংকি, সৈকত (২য়), আমি এক্সেল ফাইলটা আপডেট করেছি। কোথাও একটা তুলে দেবো।
  • Arijit | ২৩ এপ্রিল ২০০৯ ১০:২০ | 61.95.144.123
  • প্রতিদিন রাতে সাড়ে দশটা থেকে প্রায় একটা দেড়টা অবধি কারেন্ট থাকছে না। নেহাত নতুন ইনভার্টারগুলো টেনে দেয় বলে বেঁচে আছি। সকালেও ছটা থেকে ছিলো না। কাল তো সন্ধ্যে ছটা থেকে গরমে সেদ্ধ হতে হতে কংকল করেছি - সোসনের চূড়ান্ত।
  • d | ২৩ এপ্রিল ২০০৯ ১০:১৪ | 117.195.36.23
  • আহা এখানেও আজ অল্প অল্প মেঘ আর তার সাথে হু হু করে হাওয়া দিচ্ছে। বড়ই মনোরম আবহাওয়া। কাল মাঝরাতের বৃষ্টিটার পর যেমন কাঁপুনি ধরছিল, সেটা অবশ্য এখন আর নেই।

    অজ্জিত, সানন্দে।
  • arjo | ২৩ এপ্রিল ২০০৯ ০৯:৫৭ | 24.42.203.194
  • আজ ছিল ১৬ কাল থাকবে ১৭। আস্তে আস্তে বাড়ছে যদিও। ;)। উফ ডিডিদার কথা শোনার পর থেকে এইজন্য অপেক্ষা করছিলাম।
  • Arijit | ২৩ এপ্রিল ২০০৯ ০৯:৫০ | 61.95.144.123
  • আজ সকাল সাতটায় কলকাতায় টেম্পারেচার ছিলো ৩০ ডিগ্রী!
  • Arijit | ২৩ এপ্রিল ২০০৯ ০৯:৩১ | 61.95.144.123
  • কোথায় যেন একটা গপ্পো পড়েছিলুম - একটা লোক ভকসওয়্যাগন চালাচ্ছে - তো একবার ডিকি খুলে কি একটা বের করতে গিয়ে দ্যাখে একখান ইঞ্জিন - ফালতু ফালতু ডিকি ভত্তি করে রেখে দিয়েছে বলে সেটাকে খুলে ফেলে দিয়েছে...

    ন্যানো চালাতে গিয়ে অনেকেই দ্যাখো তাই করবে। আমি সেদিন প্রথম চাক্ষুষ দেখলুম - দেখে মনে হল একটা অটোকে টেনে এট্টুস লম্বা করে ছেড়ে দিয়েছে।
  • Binary | ২৩ এপ্রিল ২০০৯ ০৮:৪০ | 70.64.8.206
  • অ্যাঃ কোলকাতা, কোলকাতা http://tinyurl.com/c3znud
  • arjo | ২৩ এপ্রিল ২০০৯ ০৭:২৪ | 24.42.203.194
  • you should
    treat yourself good
    to feed the thoughts some food
  • pinaki | ২৩ এপ্রিল ২০০৯ ০৭:১৩ | 131.151.102.250
  • I would
    like to have some food


    would এর সাথে food এর মিলটিই এই কবিতার প্রধান উপজীব্য। তাছাড়া কবিতাটির দেশ কালের সীমানার উর্দ্ধে যে সার্বজনীন আবেদন সেটাকেও অস্বীকার করা যায় না। বিদেশে পাঠরত পি এইচ ডি ছাত্ররা সন্ধ্যের দিকে ল্যাবে বসে কাজ করতে করতে কত সময়ে যে এই কবিতার প্রতিটি অক্ষর তাঁদের জীবনে মূর্ত হয়ে উঠতে দেখবেন সে আর বলার অপেক্ষা রাখে না।
  • Tim | ২৩ এপ্রিল ২০০৯ ০৭:০৫ | 71.62.2.93
  • নিশ্চই! হয়ে যাক! এখানে বা কবিতার থ্রেডে।
  • pinaki | ২৩ এপ্রিল ২০০৯ ০৬:৫৪ | 131.151.102.250
  • 'ক্ষুধা' মানে "hunger" নিয়ে আমি এইমাত্র একটা ইংরাজি কবিতা লিখলাম। কেউ উৎসাহী হলে শোনাতে পারি।
  • lcm | ২৩ এপ্রিল ২০০৯ ০৫:০৫ | 128.48.7.72
  • বাজলো তোমার আলোর বেণু - প্রতি বছর মহালয়ায়।
  • agantuk | ২৩ এপ্রিল ২০০৯ ০৪:৪৯ | 128.48.203.91
  • বুধবার সকালে গোল পার্কের বাড়িতে মারা গেলেন সুপ্রীতি ঘোষ, বয়েস হয়েছিল ৮৭। আনন্দবাজারের খবরঃ http://www.anandabazar.com/23cal6.htm

    যেথায় গেলে হারায় সবাই ফেরার ঠিকানা গো/আজ ডাক এসেছে আমার সে দেশ থেকে/বিদায় নেব একটিবার শুধু তোমায় দেখে।
  • tania | ২৩ এপ্রিল ২০০৯ ০২:০১ | 65.115.93.98
  • একটা জিনিস জনতা খ্যাল করেছেন? জনতা যেদিন থেকে 'সোসিত' হচ্ছে, ব্ল্যাঙ্কি সেদিন থেকে 'শোষিত' হচ্ছে। তার মানে কি বুনান ভুলের দাওয়াই হচ্ছে গণ-বানাম্ভুল? ঃ-)
  • Blank | ২৩ এপ্রিল ২০০৯ ০১:৫৩ | 170.153.65.23
  • আমি এখুনো শোষিতো। এখুনো। আমি যেতে চাই বাড়ি ঃ(
  • Arpan | ২৩ এপ্রিল ২০০৯ ০০:০৫ | 122.252.231.12
  • এটাও জানে না! বৈ নিয়ে হৈচৈ।
  • arjo | ২২ এপ্রিল ২০০৯ ২৩:৪৩ | 168.26.215.13
  • ইয়ে বৈচৈ কেয়া হোতা হ্যায়?
  • Arpan | ২২ এপ্রিল ২০০৯ ২৩:৩২ | 122.252.231.12
  • বৈচৈ তে যাবার ইচ্ছে আছে। গেলে কেউ একটু নক কোরো।
  • sayan | ২২ এপ্রিল ২০০৯ ২২:৫৯ | 115.108.25.26
  • দারুণ তো! তারমানে লম্বা উইকেন্ড। ব্যাপক।
  • dd | ২২ এপ্রিল ২০০৯ ২২:৫৩ | 122.167.13.149
  • সায়ন - ব্যাংগালুরে দু দিন ইলেকশন। আগামী কাল ও নেকট বেষ্পতিবার। আমার যাদের সাথে ওঠাবসা, কাস্টমস, এক্‌স্‌সাইজ, গবরমেন্ট ওয়ারহাউস, সবারই দু দিন ই ছুটি। আমারও।
    অপ্পন - সেটা তো ভালো প্রস্তাব, কিন্তু রেস্তোরায় না হলেই ভালো। দাঁড়ও, এট্টু চিন্তা করে দেখি।
  • san | ২২ এপ্রিল ২০০৯ ২২:৫০ | 123.201.53.131
  • ভাল কথা বইচইতে কি কেউ যাচ্ছে? (আমি যাচ্ছি কিনা জানিনা)
  • Arpan | ২২ এপ্রিল ২০০৯ ২২:৪৯ | 122.252.231.12
  • ডিডিদা, বছর গড়িয়ে গেল। আরেকবার বসে পানাহার করা যায় না? নতুন নতুন কিছু মুখ ইদিকপানে উঁকিও মারছে।
  • sayan | ২২ এপ্রিল ২০০৯ ২২:৪৮ | 115.108.25.26
  • সাম্নের বেষ্পতিবার কিসের ছুটি? শুক্রবার পয়লা মে ছুটি তো।
  • dd | ২২ এপ্রিল ২০০৯ ২২:৪৭ | 122.167.13.149
  • আমার কাল ছুটি - আন রেস্ট্রিকটেড হলিডে, নেকস্ট বেস্পতিবারেও তাই। ব্যাংগলুরে নির্বাচন।
    তবে যে বলেন পার্লিয়ামেন্টারি ডেমোক্রেসি না কি খুব খারাপ ?
  • sayan | ২২ এপ্রিল ২০০৯ ২২:৪৫ | 115.108.25.26
  • আমাদেরও কাল ছুটি। কিন্তু কাল আপিস করে শুক্কুর্বার হাপ ডে আর সোম্বার কম্প অফ। আমার কি বুদ্ধি!
  • Arpan | ২২ এপ্রিল ২০০৯ ২২:৪৩ | 122.252.231.12
  • আর এদিকে আমাকে নিতেই হবে। আমার রিসোর্সেরা সব আপিসের বাসে করে আসে। সে বাস কাল বন্ধ। শুধু বিপিও আর শিফটে কাজ করা লোকেদের জন্য ব্যবস্থা থাকবে।
  • san | ২২ এপ্রিল ২০০৯ ২২:৪২ | 123.201.53.131
  • আমাদের কাল রেসট্রিকটেড হলিডে। আমি অবশ্য নিচ্ছিনা।
  • Binary | ২২ এপ্রিল ২০০৯ ২২:৪০ | 198.169.6.69
  • এখানে কি একটা গাড়ি রাস্তায় দেখেছি। পেছুনে ইঞ্জিন, দুটো মাত্তর বসার সীট, আবার ডিজেল, আবার এখন শুনছি, ডিজেল হাইব্রিড বেরোবে।
  • Tim | ২২ এপ্রিল ২০০৯ ২২:৩৯ | 198.82.167.98
  • আমার আর কিচু হারাবার নেই। এম্নিতেই বেজায় খারাপ সময় যাচ্ছে। ঃ(
  • sayan | ২২ এপ্রিল ২০০৯ ২২:৩৮ | 115.108.25.26
  • ঝিরি ঝিরি বিষ্টি হয়েই চলেছে হয়েই চলেছে আর তার সাথে কুলকুল ঠান্ডা বাতাস। প্রাণ জুড়িয়ে গেল আহ্‌! কোথায় লাগে এসি।
  • Arpan | ২২ এপ্রিল ২০০৯ ২২:৩৮ | 122.252.231.12
  • একালাখি আর নেই দাদা। সব মিলে ঐ প্রায় দেড়।
  • Arpan | ২২ এপ্রিল ২০০৯ ২২:৩৭ | 122.252.231.12
  • হ্যা ফ্যান্ট্যান বন্ধ করে ভদকায় চুমুক মারতে হচ্ছে। ঃ-)
  • san | ২২ এপ্রিল ২০০৯ ২২:৩৬ | 123.201.53.131
  • মেলা বকিস না। গতবার আমাকে ধমকি দেবার পরে ঠ্যাঙের কি দশা হয়েছিল, মনে আছে? হ্যা হ্যা হ্যা।
  • Tim | ২২ এপ্রিল ২০০৯ ২২:৩৫ | 198.82.167.98
  • ইয়ে, আম্মো অবিশ্যি জ্যাকেট পরে এলুম ল্যাবে। বেশ ঠান্ডা এদিকপানেও।
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত