এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • Blank | ২২ এপ্রিল ২০০৯ ১২:১৮ | 59.93.180.128
  • এবারে আপিসের দিকে যাই
  • Arijit | ২২ এপ্রিল ২০০৯ ১১:২৭ | 61.95.144.123
  • আর ওপেন সোর্স সংক্রান্ত একটা লেখা - http://www.linux-mag.com/cache/7299/1.html
  • h | ২২ এপ্রিল ২০০৯ ১১:২৩ | 203.99.212.224
  • হ্যাঁ অরিজিত, থ্যাংকু।
  • Arijit | ২২ এপ্রিল ২০০৯ ১১:১২ | 61.95.144.123
  • ডেটাবেজ নিয়ে যারা কাজকম্মো করে তাদের এটা ইন্টারেস্টিং মনে হতে পারে - http://www.linux-mag.com/cache/7309/1.html
  • Arijit | ২২ এপ্রিল ২০০৯ ১১:০৫ | 61.95.144.123
  • জানি না। তবে কোনো একটা ক্লাসের সবাইকে মাঠে দাঁড় করিয়ে রেখেছিলো কিছুদিন আগে। কোন ক্লাস সেটা ঋক বলতে পারেনি - তবে খুব বড় ছেলে নয়। দিল্লীতে কদিন আগেই একটা ঘটনা ঘটেছে এরকম।

    আমাদের প্রিফেক্ট ছিলেন ডি'অ্যাব্রু - চারানা/আটানা/একটাকার সন্দেশ খুব প্রচলিত মিষ্টি(!) ছিলো - মানে বেত আর কি। তবে ভদ্রলোক মারতেন আবার পরক্ষণেই কোলে বসিয়ে (এটা নিয়ে আবার নানান কথা আছে) আদরও করতেন। আরো কয়েকজন টিচার ছিলেন - তাঁদের মারকে এখন স্যাডিস্ট বলে মনে হয়।
  • a x | ২২ এপ্রিল ২০০৯ ১১:০২ | 99.152.72.73
  • গাধার টুপি পরায় না এখন আর? একবার দাদাদের হোল ক্লাসকে পরিয়ে বারান্দায় দাঁড় করিয়ে দিয়েছিল ঃ-)
  • Arijit | ২২ এপ্রিল ২০০৯ ১১:০১ | 61.95.144.123
  • আমিও সবে নক্সাটাই পড়েছি। আজ হয়তো আরেকটা কিছু পড়বো...মোটামুটি মাসখানেক লাগবেঃ-)

    দোকানে বসতে সিরিয়াসলি আর ভাল্লাগছে না।
  • Arijit | ২২ এপ্রিল ২০০৯ ১১:০০ | 61.95.144.123
  • আমার বাড়িতেও এগুলোকে খুব একটা বড় ইস্যু বলে মনে করেনি। গ্যাপটা বেশ বড় হয়ে গেছে।
  • a x | ২২ এপ্রিল ২০০৯ ১০:৫৯ | 99.152.72.73
  • দ, হ্যাঁ কারণটা বুঝেছি। তবে আমি এখন একটা পড়ি একমাস বাদে আরেকটা, এই জন্য জিগাচ্ছিলাম।
  • a x | ২২ এপ্রিল ২০০৯ ১০:৫৭ | 99.152.72.73
  • এই মারার ট্র্যাডিশনটা আমাদেরও ঐ মিশন ইত্যাদি বা গুরুকুল টাইপের জায়গায় দেখা যায়। আর এদিকে এইসব ফাদার টাদারের মধ্যে। ফ্রয়েড বলতে পারতেন অবদমিত যৌন তাড়নার সাথে কিছু সম্পর্ক আছে কিনা।
  • Arijit | ২২ এপ্রিল ২০০৯ ১০:৫৪ | 61.95.144.123
  • মজাটা কি জানো - আমার কলেজের বন্ধুবান্ধবদের কয়েকজনের ছেলে ওখানে পড়ে - তাদের বক্তব্য হল এরকম তো স্কুলে হবেই! পড়া-পরীক্ষা-হোমওয়ার্কের চাপ-দরকারে মার - এসব নর্মাল ব্যাপার। লার্নিং ইজ ফান আবার একটা কথা হল! আসলে এটাই এখানে চলে আসছে, সবাই এতেই ইউজড টু। এডুকেশন বিলটা পাস হলে হয়তো সবাই তখন ভাববে।
  • a x | ২২ এপ্রিল ২০০৯ ১০:৫৩ | 99.152.72.73
  • হ্যাঁ অনেক আগের সিডি ছিল, তাতে "ক্রাই মি আ রিভার" গেয়েছিলেন।
  • d | ২২ এপ্রিল ২০০৯ ১০:৫২ | 144.160.5.25
  • অক্ষ,

    একটা একটা করে হলেও সবকটা লেখা যদি পড়ো, তাহলে সবকটা সম্পর্কেই ১ - ২ লাইন লিখো, এটি অনুরোধ। তাতে হয় কি, লেখকরা জানেন যে অনেকেপড়ছে। এখানে অনেককেই আমরা হয়ত তুতিয়ে পাতিয়ে লেখাই। তারপর যখন তিনি স্বাভাবিক সংকোচ কাটিয়ে কিছু একটা লেখেন তখন বাকী পাঠকদের একটা মন্তব্য প্রত্যাশা করতেই পারেন। ধর তুমি বললে ক'এর লেখা তোমার একদম ভাল লাগে নি। তো, ঠিক আছে, তাই দেখে টিম এসে বললো না না ক'এর লেখা ওর বেশ লেগেছে। তখন ক মনে মনে ভাবলেন যাক অক্ষ আর টিম তো পড়েছে। তারপর উনি অক্ষ'র ভাল লাগানোর জন্য পরেরবার চেষ্টা করবেন কিনা ----- সে ওঁর ব্যপার।

    এই আর কি।
  • Arijit | ২২ এপ্রিল ২০০৯ ১০:৫০ | 61.95.144.123
  • ইউটিউব আটকানো নেই তো। ব্যাণ্ডউইডথ কম বলে ঝুলে যায় - সাদা পাতা খুলে বসে থাকে - চলেই না।
  • shrabani | ২২ এপ্রিল ২০০৯ ১০:৫০ | 124.30.233.101
  • কিছুদিন আগে WB movie চ্যানেল এই নিয়ে একটা বেশ অনেকক্ষণের রিপোর্ট দেখাচ্ছিল। ভদ্রমহিলার স্কটল্যান্ডের শহর বাড়ি, মায়ের অসুস্থতা, ট্যালেন্ট শোর জাজেদের ইন্টারভিউ। অনেক আগে বেরোনো একটা সিডিতে (বোধহয় নেচার নিয়ে) অনেকের সাথে ওর গান।
  • Arijit | ২২ এপ্রিল ২০০৯ ১০:৪৯ | 61.95.144.123
  • ফাদার নয় - ক্লাস টিচার। কমপ্লেন করে কি হবে - এটা তো ট্র্যাডিশন - আমরাও খেতাম। কিন্তু এখন আমরা অন্যভাবে ভাবি যে। যে চিঠিটা বানিয়েছি দিয়ে আসবো বলে তাতে বেশ কড়া করে লিখেছি।
  • a x | ২২ এপ্রিল ২০০৯ ১০:৪৯ | 99.152.72.73
  • প্রক্সি ইত্যাদি দিয়ে অ্যাক্সেস করা যায়না?

    http://tinyurl.com/crjujq
  • a x | ২২ এপ্রিল ২০০৯ ১০:৪৭ | 99.152.72.73
  • অরিজিৎ, ঋককে কোন ফাদার স্কেল দিয়ে মেরেছেন? রেকটরকে কমপ্লেন করলেনা?
  • Arijit | ২২ এপ্রিল ২০০৯ ১০:৪৪ | 61.95.144.123
  • চাকরি করতে এসে এই ইউটিউব ইত্যাদিতে টুকটাক দেখা পুরো বন্ধ। আপিসে চলে না, বাড়িতে টাইম নাই। বেঁচে আছি কি করে?
  • a x | ২২ এপ্রিল ২০০৯ ১০:৪২ | 99.152.72.73
  • তোমরা কি কেউ সুসান বয়েল ফেনোমেননটা ফলো করছ? বৃটেন'স গট ট্যালেন্ট বলে যে শো'টা হয় তাতে একজন পার্টিসিপেন্ট। ইউটিউবে susan boyle সার্চিয়ে দেখ। একদম প্রথম এপিসোডটা দেখ।
  • h | ২২ এপ্রিল ২০০৯ ০৯:৩২ | 203.99.212.224
  • আর্জো, ঃ-))
  • sayan | ২২ এপ্রিল ২০০৯ ০৮:২৫ | 115.108.25.26
  • তাই তো! স্মৃতিতে পলি সঞ্চয়মান।

    ব্ল্যাঙ্কি ভুঁই পটকাগুলো ফাটার আগেই খেয়ে নিস তো।
  • Bratin | ২২ এপ্রিল ২০০৯ ০৭:৫৩ | 117.194.96.167
  • Binary দা র ৪ number point র উত্তরেঃ

    ১। দাদা কিন্তু বোলার হিসাবে প্রতিভা র স্বাক্ষর আগেই রেখেছে। উদাহরণ "সাহারা কাপ"..

    এই প্রসঙ্গে সঞ্জীব চট্টোপাধ্যায়ের উক্তি প্রনিধান যোগ্য ঃ " দু টি জিনিশ কখনও লুকিয়ে রাখা যায় না ঃ ১। চুলকুনি
    ২। প্রতিভা। ঃ-)))
  • d | ২২ এপ্রিল ২০০৯ ০৭:৪৪ | 117.195.36.81
  • সায়নের ভুঁড়িতে আর ব্ল্যাংকির বাবরিতে ভুঁই পটকা ছেড়ে দেবো।
    অর্পণের কবিতা দিব্বি গুরু দশে বেরিয়েছিল।
    সেই যে "রঙীন পাসওয়ার্ড চুরি করে জমাচ্ছি পকেটে। বিকেলে ধীরে ধীরে হাটে যাব জমানো সঞ্চয় নিয়ে। সব বেচেবুচে কিনব ছোট ছোট তালা খোলার চাবি।' বহুত ভাল লেগেছিল ঐটা আমার।
  • pinaki | ২২ এপ্রিল ২০০৯ ০৭:২৭ | 131.151.102.250
  • একটা ছোট প্রশ্ন। উত্তরবঙ্গের লেখক শমীক কোন ব্যাচের পাস আউট? আমার একটা সময় ওখানে যাতায়াত ছিল। তাই কৌতূহলবশতঃ জানতে চাইছি। চেনা বেরোতে পারে।

    শমীক তুমি কি ওখানে যে বছর ন্যাশনাল হাইওয়ে অবরোধ হল, হোস্টেলে র‌্যাফ নামল, তার অনেক আগে বেরিয়ে গেছ?
  • a x | ২২ এপ্রিল ২০০৯ ০৩:৪৩ | 143.111.22.23
  • Calcutta low crime linked to books: Sen
    http://tinyurl.com/dnn4bp

    !
  • stoic | ২২ এপ্রিল ২০০৯ ০২:৩৩ | 79.82.14.223
  • পাশে বা'লা দেখতে পাচ্ছি না, তই আন্দাজে লিখছি। হোয়াট আ ফ্যানটাসটিক ম্যাচ !! দিল খুশ হো গ্যয়া।
  • Binary | ২২ এপ্রিল ২০০৯ ০২:২৮ | 198.169.6.69
  • ১) আজ্জোর চিঁড়ি পিলপিলি ট্রাই কল্লাম। একটু মাখন বেশী হওয়া ছাড়া বেড়ে হয়েছিলো।

    ২) ভিনিগার আর শিভাশে চিংড়ির জবাব নেই।

    ৩) বীউলির ডাল আর বীয়ার ?

    ৪) দাদা শেষে ব্যাটার থেকে বোলার হয়ে গেলো ?

    ৫) হোয়াট্‌স নিউ অ্যাবাউট ফার্ট ?
  • RATssss | ২২ এপ্রিল ২০০৯ ০১:৫৩ | 63.192.82.30
  • এঃ এদ্দিন পরে এলুম, দেখি কি গন্ধ কি গন্ধ -- ভুতোটা পুরো...
  • pi | ২২ এপ্রিল ২০০৯ ০০:৪৭ | 69.255.233.93
  • রোকেয়াবিবি খায় তামাক বিস্কুট।
  • a x | ২২ এপ্রিল ২০০৯ ০০:৪৩ | 143.111.22.23
  • অলরাইট। ভেরিগুড।
  • rokeyaa | ২২ এপ্রিল ২০০৯ ০০:৪০ | 203.110.246.230
  • হৈ হৈ করে খুলছে।
  • a x | ২২ এপ্রিল ২০০৯ ০০:৩২ | 143.111.22.23
  • ঠিক আছে। আর আপনার অধুনা নিবাসেও এই ব্যাপারে কি অবস্থান তাহাও জানাইবেন।
  • rokeyaa | ২২ এপ্রিল ২০০৯ ০০:২৯ | 203.110.246.230
  • "বিশয়'-টা গুচ্ছ দেখতে হয়েছে!
  • rokeyaa | ২২ এপ্রিল ২০০৯ ০০:২৭ | 203.110.246.230
  • পত্রের উত্তর দিয়াছি, পরের পত্রখানির প্রাপ্তিও স্বীকার করিলাম। এই বিশয়ে আমার যথাসাধ্য করিব।(বেশী বিলম্ব হইলে রিমাইন্ডার ভেজিবেন)
    [হায়! কোথায় সখী, কোথায় বা তাহাদের কলহাস্য! চাদ্দিকে শুধু ধেড়ে ধেড়ে দামড়াদের গাঁতের শব্দ ঃ(]
  • a x | ২২ এপ্রিল ২০০৯ ০০:১৯ | 143.111.22.23
  • কেন, খালি কি ব্রাহ্মমুহূর্তেই খাওয়ার কথা?
  • Ishan | ২২ এপ্রিল ২০০৯ ০০:১৭ | 12.163.39.254
  • রোকেয়া বিবি সন্ধেবেলা সখীদের সঙ্গে তামাকু খায়? কেলো তো। ঃ)
  • a x | ২২ এপ্রিল ২০০৯ ০০:১৩ | 143.111.22.23
  • রোকেয়া বিবি, আপনারে একখান পত্র পাঠায়েছি। আপনি যখন সন্ধ্যাকালে গা ধুয়ে, ছাদে বসে তামাকু সহকারে আপনার সখীদের নিয়ে কলহাস্যে ব্যস্ত হইবেন, তখন তাহার হইতে কিছু পল ব্যয় করিয়া উত্তর দিয়া বাধিত করিবেন।
  • Arpan | ২২ এপ্রিল ২০০৯ ০০:০৬ | 122.252.231.12
  • * ঘুনু
  • Arpan | ২২ এপ্রিল ২০০৯ ০০:০৫ | 122.252.231.12
  • দাদা টিমকে জিতিয়েছে।

    ঘটির পোয়েরা ছ'গোল খেয়েছে।

    আহ্‌হ্‌হ!

    ঘুন কত্তে যাই।
  • pi | ২২ এপ্রিল ২০০৯ ০০:০৩ | 69.255.233.93
  • শুনে হাড় হিম।
    অতঃ কিম ?
  • arjo | ২১ এপ্রিল ২০০৯ ২৩:৫১ | 168.26.215.13
  • বুইলে টীম
    করছি জিম
    মারব ঘুঁষি
    ধরবে ঝিম
  • tania | ২১ এপ্রিল ২০০৯ ২৩:৪৫ | 65.115.93.98
  • অনামিক, জ্জিও তো! এক্ষুনি ট্রাই করে দেখলাম। অবশ্য পরে আই ই বন্ধ করতে গেলে এখনও জি পি এফ মারছে, তো সেখানে অন্য ট্যাব না খুললেই হল! থ্যাঙ্কু ঃ-)
  • anaamik | ২১ এপ্রিল ২০০৯ ২৩:৪১ | 59.164.101.99
  • আই-ইতে আবাপ-র ক্র্যাশ-এর একটি অসাধারণ নন-টেক সল্যুশন আছে, যদি আপনি গুগ্‌ল ক্রোম ব্যবহার করেন।
    এমনিতে ক্রোম আবাপ-র ফন্ট রেন্ডার করতে পারে না। অতএব -

    ১। আপনি আই-ইতে আবাপ-র হোম পেজ খুলুন (কিন্তু ভুলেও কোন খবরে ক্লিক করবেন না।)
    ২। এবার ক্রোমে গিয়ে আবাপ খুলুন, মনের আনন্দে যে কোন খবরে ক্লিক করুন এবং পড়ুন। (সিক্যোয়েন্স ম্যাটার্স) আই-ইর উইন্ডোটি বন্ধ করবেন না।
  • a x | ২১ এপ্রিল ২০০৯ ২৩:৩৮ | 143.111.22.23
  • কেয়াবাৎ। গুরুতেরো ভূমিষ্ঠ!

    আস্তে আস্তে পড়ব। কিন্তু হনু কোথায় একটা লিখেছে লোকে আওয়াজ দেয় আর ওর ধরণের লেখা লোকে পড়েনা বলে ও সিরিয়াস লেখা লেখেনা। এটা ঠিক হলনা। লোকে ভালোবেসে একটু লেগ পুল করলে তুমি লিখবেনা? সবাই সব কিছু পড়বেই বা কেন? সবাই কি কবিতা পড়ে? কম পাঠক/পাঠিকা বলে সিরিয়াস লেখা কমে যাবে? ধুর তোমার আবার এসব কবে থেকে হল?
  • AB | ২১ এপ্রিল ২০০৯ ২৩:২২ | 135.214.42.162
  • ও হ্যাঁ, xp-র ঐ probalem টা তো আমার বহুদিনের...

    xp তে ছবি খুললেই blue screen দেখায়, কোনো এক display driver corrupt করে যায়
  • Tim | ২১ এপ্রিল ২০০৯ ২৩:১৮ | 198.82.167.98
  • আজ্জোদা বড় হয়ে সানি দেওল হবে। ঃ-)
  • Du | ২১ এপ্রিল ২০০৯ ২৩:১২ | 65.124.26.7
  • আমি ফেস করছি, xp তে ঃ(
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত