এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • h | ২৮ এপ্রিল ২০০৯ ১০:০৯ | 203.99.212.224
  • খেয়েছি।
  • Tim | ২৮ এপ্রিল ২০০৯ ১০:০৭ | 71.62.2.93
  • দাঁড়াও। একবার চেষ্টা করে বলছি সবাইকে। আগাম থ্যাংকু। ঃ)
  • Arijit | ২৮ এপ্রিল ২০০৯ ১০:০৫ | 61.95.144.123
  • মে বি অ্যাণ্ড আই স্ট্যাণ্ড বাই ইট। ভণ্ডামির একটা লিমিট আছে।
  • arjo | ২৮ এপ্রিল ২০০৯ ১০:০৫ | 24.42.203.194
  • হোয়ার ইজ দা কেঁচো বাই দা ওয়ে।
  • a x | ২৮ এপ্রিল ২০০৯ ০৯:৫৯ | 75.53.196.7
  • অরিজিৎ এটা (ঐ লোকসভার থ্রেডে) যেটা করলে এটা সিপিএম ক্যাডারসুলভ আচরণের একেবারে জলজ্যান্ত দৃষ্টান্ত। তুমি জানতে কি ধরণের উত্তর আসতে পারে, সেটা জেনেই "ক্রিটিকাল" প্রশ্ন করেছিলে। উত্তর পছন্দ হলনা বলে একটা খেউর স্টাইলে "রিবাটাল" এল।
  • shrabani | ২৮ এপ্রিল ২০০৯ ০৯:৫০ | 124.30.233.101
  • ভুতো কি করে জানতে পারল যে আমি পায়রার উৎপাতে সত্যি সত্যি একটা এয়ার গান যোগাড় করার কথা ভাবছি।
  • Arijit | ২৮ এপ্রিল ২০০৯ ০৯:৫০ | 61.95.144.123
  • নিউক্যাসল ০ - পম্পেই ০

    সওয়া দুটো অবধি দেখে মন খারাপ করে শুতে গেলুম, ঘুম এলো না। ওয়েন, মার্টিনস, ভিডুকা - তিনজনেই যা মিস করেছে সেগুলো চোখে দেখা যায় না। চারটে ম্যাচ বাকি, মিনিমাম ছয় থেকে সাত পয়েন্ট চাই। আশার কথা এইটাই যে তলার পাঁচটা খুবই কাছাকাছি, আর বরো এবং হাল সিটির রান-ইন খুবই কঠিন।
  • a x | ২৮ এপ্রিল ২০০৯ ০৯:৪৮ | 75.53.196.7
  • আচ্ছা জনতা দুটো জিনিস খেয়েছ? বিহারী স্টেক কাবাব আর হান্টার'স মিট? দুটৈ আফগানী-পাকিস্তানি কুইসন।
  • Blank | ২৮ এপ্রিল ২০০৯ ০৯:৪৮ | 59.93.209.217
  • শুধু রাম খাওয়ার উপদেশ দিয়েছি, তাতেই কেমন জ্বর পালাও ঃ)
  • arjo | ২৮ এপ্রিল ২০০৯ ০৯:৪৭ | 24.42.203.194
  • এইমাত্তর দেখলাম শুওর নিয়ে খেলা না করলে কোনো চান্স নেই। বেশ ফুরফুরে লাগছে। মাথাটাও ছেরে গেছে। ঃ)

    http://www.msnbc.msn.com/id/30390176/?pg=3#SwineFlu_QA
  • Blank | ২৮ এপ্রিল ২০০৯ ০৯:৪৫ | 59.93.209.217
  • আর মেক্সিকান শুওর থেকে নাকি ছরিয়েছে এবারে।
  • Blank | ২৮ এপ্রিল ২০০৯ ০৯:৪৪ | 59.93.209.217
  • আমি কোথা থেকে জানবো? আমার অনসাইট কো-অর্ডিনেটর বল্লো সব রেড মিট খাওয়া নাকি বারন।
  • a x | ২৮ এপ্রিল ২০০৯ ০৯:৪৩ | 75.53.196.7
  • সোয়াইন ফ্লু মাংসের মাধ্যমে স্প্রেড করেনা। হাঁচি কাশি, ইত্যাদি দিয়ে হয় বরঞ্চ।
  • Blank | ২৮ এপ্রিল ২০০৯ ০৯:৩৯ | 59.93.209.217
  • পেট ভরে রাম খাও। ভাইরাস রামের চেয়ে হাল্কা। পেট ভরে রাম খেলে ভাইরাস ভেসে ওপরে উঠে গলার কাছে চলে আসবে। তখন ওয়াক থু বলে ফেলে দেবে।
  • a x | ২৮ এপ্রিল ২০০৯ ০৯:৩৮ | 75.53.196.7
  • টিম ফাফাতে ওপরের মেনুতে টুলের আন্ডারে "অ্যাড অনস্‌" দেখ। সেখান থেকে গেট অ্যাড অনস্‌ - সার্চ আই ই ট্যাব।
  • arjo | ২৮ এপ্রিল ২০০৯ ০৯:৩৭ | 24.42.203.194
  • মাটি করেছে। আজই তো শুওর ভাজা খেলাম। তাই বিকেল থেকে গা টা কেমন ম্যাজম্যাজ করছে। এখন মনে হচ্ছে একটু মাথাও ধরেছে। না ভালো করে রিপোর্টটা পড়ে আসি।
  • lcm | ২৮ এপ্রিল ২০০৯ ০৯:৩৬ | 69.236.185.230
  • কিন্তু টিভিতে তো বলল মাংস খাওয়ার ওপর কোনো নিষেধাজ্ঞা নেই।
  • Blank | ২৮ এপ্রিল ২০০৯ ০৯:৩৫ | 59.93.209.217
  • প্রধানত শুওরের মাংস থেকে ছরায়। রেড মিট খেতে বারন করে তাই
  • lcm | ২৮ এপ্রিল ২০০৯ ০৯:৩৩ | 69.236.185.230
  • কিন্তু খুলছে না কেন? আনন্দবাজার ইন্টারনেট ভার্শান বেরোনো থেকে ('৯৯ থেকে বোধ হয়) আমার কখনও হয় নি, আই-ই আমার প্রাইমারি ব্রাউজার। এখন 7.0.6001
    কিন্তু, কি হচ্ছে? মূল কারণ কি?
    মাইক্রোসফট স্ক্রিপ্ট ডিবাগার
    (http://www.microsoft.com/downloads/details.aspx?FamilyID=2f465be0-94fd-4569-b3c4-dffdf19ccd99)
    বা, আই-ই ডেভলপার টুলবার
    (http://www.microsoft.com/downloads/details.aspx?familyid=e59c3964-672d-4511-bb3e-2d5e1db91038&displaylang=en)
    -- এসব দিয়ে ডিবাগ করে বের করতে হবে।
    অবশ্য এসব কাজ তো আবাপ-র প্রোগ্রামারদের করার কথা ঃ-)
  • arjo | ২৮ এপ্রিল ২০০৯ ০৯:৩৩ | 24.42.203.194
  • রেড মিটের সাথে সোয়াইন ফ্লুয়ের সম্পর্ক আছে নাকি? ওটা তো একটা ভাইরাস, এপিডেমিক হতে পারে। এখানে টিভিতে, খবরে খুব বলছে।
  • Blank | ২৮ এপ্রিল ২০০৯ ০৯:৩৩ | 59.93.209.217
  • একটা IE প্লাগ ইন আছে। ঐ আবপ সাইটেই লিংক দেয়। ওটা ইনস্টল করলে ফাফেও আবপ পড়া যায়
  • Blank | ২৮ এপ্রিল ২০০৯ ০৯:৩১ | 59.93.209.217
  • সবে ছরাচ্ছে কিনা। তাই র। বেশী ছড়িয়ে গেলে ড় হয়ে যাবে। ছরাবার ডিগ্রী টা বোঝা যায় এভাবে
  • Tim | ২৮ এপ্রিল ২০০৯ ০৯:৩০ | 71.62.2.93
  • অপ্পন,
    ফাফ আছে। কিন্তু অ্যাড অনের কেসটা কিকরে হবে?
  • h | ২৮ এপ্রিল ২০০৯ ০৯:৩০ | 203.99.212.224
  • ছড়ানোর থেকে ছরানো টা দেখতে কি বেটার।
  • Blank | ২৮ এপ্রিল ২০০৯ ০৯:২৮ | 59.93.209.217
  • উঃ আম্রিগা বাসী গন এবং ইউরোপবাসী গন ও , রেড মিট খাওয়া বন্ধ করুন কিছুদিনের জন্য।
    Swine flu ছরাচ্ছে খুব, প্রায় এপিডেমিক ফর্মে। মেক্সিকো থেকে শুরু। নিউ ইয়র্ক, ক্যালি এসব জায়গায় Swine flu আক্রান্ত রোগী পাওয়া গেছে। ইউরোপেও নাকি ছরাবার সম্ভাবনা।
  • Arpan | ২৮ এপ্রিল ২০০৯ ০৮:৫১ | 122.252.231.12
  • এত করে বলি তবু লোকে শুনবে না!

    ফাফ নামাও। তারপরে তাতে আইই ট্যাব অ্যাডঅন বসিয়ে নাও। হইহই করে খুলবে।
  • pinaki | ২৮ এপ্রিল ২০০৯ ০৮:৪৪ | 131.151.102.250
  • অবশ্য আপনার প্রবলেমটা যদি আমি যা ভাবছি সেইটা হয়।
  • pinaki | ২৮ এপ্রিল ২০০৯ ০৮:৩৯ | 131.151.102.250
  • বাঁদিকের ট্যাবগুলোয় লেফ্‌ট ক্লিক না করে রাইট ক্লিক করে open in new window বা open in new tab করে খুলুন। অসুবিধে হবে না। লেফট ক্লিক করলেই ঘেঁটে যাবে। আমিও ওভাবেই চালাচ্ছি।
  • Tim | ২৮ এপ্রিল ২০০৯ ০৮:২১ | 71.62.2.93
  • অনামিকের মত করে পেজটা খুলতে পারছি, তবে ফন্ট ভুলভাল দেখাচ্ছে।
  • dipu | ২৮ এপ্রিল ২০০৯ ০৮:০২ | 121.243.161.234
  • এবার হমীন অস্তর খপ্পরে দমুদি ঃ-)
  • d | ২৮ এপ্রিল ২০০৯ ০৮:০০ | 121.245.188.49
  • ঐ যে অনামিক শিখিয়েছিলো, অমনি করে খোলো তিমি।

    আমি টইতে আবার সেই কেঁচো এনে দিলাম। :))
  • Tim | ২৮ এপ্রিল ২০০৯ ০৭:৫৩ | 71.62.2.93
  • আমার কোনোভাবেই আবাপ খুলছে না। এমন অবস্থা যে আবাপ খুলে তাপ্পর অন্য পেজে পালিয়ে যেতে চাইলেও হ্যাং কচ্ছে। গুগল্ক্রোম দিয়ে খুলছে বটে, কিন্তু ফর্ম্যাট ঘেঁটে যাচ্ছে। ঃ-(
  • dipu | ২৮ এপ্রিল ২০০৯ ০৭:০৯ | 121.243.161.234
  • আবাপ মুদ্রণপ্রমাদের ঠ্যালায় রাহুলকে রাখাল বানিয়ে দিয়েছে
  • pi | ২৮ এপ্রিল ২০০৯ ০৫:৪৪ | 128.231.22.89
  • তুমহারে হ্যায় তুম হি সম্ভালো ইয়ে চকোলেট...

    আমি চল্লুম প্যারাসাইট সামলাতে ঃ(
  • lcm | ২৮ এপ্রিল ২০০৯ ০৫:৩৮ | 128.48.7.72
  • আবার কি গুলালো?
  • Tim | ২৮ এপ্রিল ২০০৯ ০৫:২৯ | 198.82.167.98
  • আমন্ড মে লিপ্টি জরুরত কি চকোলেট ও দুনিয়া রে ঃ-)
    বাকি ভাট খেয়েদেয়ে।
  • pi | ২৮ এপ্রিল ২০০৯ ০৫:২৫ | 128.231.22.89
  • আপনা সমঝকে, আপনোকো জ্যায়সে, উঠা লো ইয়ে আমন্ড কা চকোলেট ঃ)
  • Tim | ২৮ এপ্রিল ২০০৯ ০৫:২২ | 198.82.167.98
  • পাই গুলাল নিয়ে পোস্ট কল্লো। বারণ ছিলো কিন্তু। ঃ-)
  • Tim | ২৮ এপ্রিল ২০০৯ ০৫:১৯ | 198.82.167.98
  • ইয়ে চকোলেট আগর মিল ভি যায়ে তো..... ঃ-)
  • pi | ২৮ এপ্রিল ২০০৯ ০৫:১৭ | 128.231.22.89
  • উহা গুলালের মত। কেউ বলিবে ধুর, কেউ ....:)

  • Tim | ২৮ এপ্রিল ২০০৯ ০৪:৩৫ | 198.82.167.98
  • চিনেবাদাম দেয়া চকোলেট অতি ধুর জিনিস।
  • Binary | ২৮ এপ্রিল ২০০৯ ০৩:০৭ | 198.169.6.69
  • সেটা তো সচ্চেয়ে ভালো জিনিষ। চীনেবাদাম নয় অ্যালমন্ড বলাই ভাল, চীনেবাদামে-ও কেমন যেন মাও-মাও গন্ধ।
  • a x | ২৮ এপ্রিল ২০০৯ ০২:৪২ | 143.111.22.23
  • চকোলেট? চিনেবাদাম দেওয়া?
  • Binary | ২৮ এপ্রিল ২০০৯ ০১:৫২ | 198.169.6.69
  • নক নক।
    গুলাল, সিপিএম আর কেকেআর ছাড়া অন্য কিছু ?
  • arjo | ২৮ এপ্রিল ২০০৯ ০১:০৩ | 168.26.215.13
  • টিম, আমার ভালো লাগে নি মূলত কোনো ভালো গল্প নেই বলে। কয়েকটা ঘটনার কোলাজ স্মার্টলি জুড়ে দিলেই ভালো সিনেমা কারুর কারুর লাগতে পারে। কিন্তু এতই দূর্বল গল্প যে দাঁড় করানো মুশকিল। অহেতুক কিছু ঘটনা। আর দূর্বল কাস্টিং। কলেজ পড়ুয়া সবকটা ছেলে আমার মতন দামড়া। গানের লিরিকস গুলো অনেকটা আধুনিক বাংলা ব্যান্ডের মতন। সুরগুলো একদুবার ভালো লাগে। কে কখন রেগে উঠছে, কেন রেগে উঠছে এসব ঠিকমতন বোঝা যায় নি। জেনারেশন গ্যাপ হে তিমি। ;)

    ব্বাব্বাই। আবার পরে।
  • Tim | ২৮ এপ্রিল ২০০৯ ০০:৫৫ | 198.82.167.98
  • কিছুই পাল্টালো না - মানে সমাজ, রাজনীতি ইত্যাদি।
  • Tim | ২৮ এপ্রিল ২০০৯ ০০:৫৩ | 198.82.167.98
  • এটা একেকজন একেকভাবে দেখতে পারে। আমি দেখলাম পোস্ট ডক করতে আসা একটা ছেলের জীবনের বাঁক। আরো অনেকের মত ওর জীবন অন্য খাতে বইলো। কিছুই পাল্টালো না কিন্তু কিছু মানুষের জীবন পাল্টালো। এইটাই। সেটা ভালো না খারাপ সে নিয়ে তক্কো থাকতেই পারে, তবে সত্যিটা সত্যিই থেকে যায়। এই আর কি।
  • Arpan | ২৮ এপ্রিল ২০০৯ ০০:৫২ | 122.252.231.12
  • দু'দির পোস্টগুলি যেমন মাথার উপর দিয়ে বেরিয়ে যায়। সেই ইনফ্লুয়েন্সেই হবে, "আজ্জো ডাকে নাকি?' বাক্যটিতে প্রথমে ভেবেছিলাম আজ্জো হলেন কর্তা। পড়েটড়ে বেশ ভেবলে গেছিলাম। ঃ-)
  • arjo | ২৮ এপ্রিল ২০০৯ ০০:৪৮ | 168.26.215.13
  • আচ্ছা সত্যি একটা প্রশ্ন ছিল। গুলালের বক্তব্যটা কি? র‌্যাগিং? দলিত? ইলেকশন? ছাত্রদের অবস্থা? রাজনীতি না সবকটা একসাথে?

    সাসপেন্স? থ্রিলার? ড্রামা? মানে জ্যঁরটা কি?
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত