এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • Bratin | ২৩ এপ্রিল ২০০৯ ১১:৫৩ | 117.194.98.118
  • বোধি, আসলে বই কেনা আর নাড়াচাড়া করা ,বই র লিস্ট বানানো আমর খুব পছন্দের বিষয়। কলকাতাই থাকলে আমি মাসে অন্তঃত ২ দিন college street যাই।

    শেষের ৩ বছর টানা বাইরে ছিলাম।

    এই বার আশা করি বোঝাতে পারলাম। ঃ-)))
  • san | ২৩ এপ্রিল ২০০৯ ১১:৫২ | 12.144.134.2
  • ব্যান ফ্যান খুব খারাপ জিনিস। সমর্থনযোগ্য নয় কোনমতেই।
  • Arijit | ২৩ এপ্রিল ২০০৯ ১১:৫০ | 61.95.144.123
  • বাকুগান, হাগেমারু, বেন টেন - এই হল সব টপিক। তাও তো আমি পোকেমন আর ওই পাওয়ার রেঞ্জারস ব্যান করেছি।

    এই নিয়ে অনেক আগে একটা কোশ্চেন করেছিলুম - অধিকাংশ কার্টুন সিরিজ হল জাপানী প্রোডাকশন, এবং তাদের মেজরিটিই বেশ ভায়োলেন্ট। তারমানে জাপানীরা কি ইনহেরেন্টলি একটু ভায়োলেন্ট প্রকৃতির?
  • a x | ২৩ এপ্রিল ২০০৯ ১১:৫০ | 99.152.72.73
  • যাহ্‌ শিশুর অপার কৌতূহলকে লালন করবনা?
  • sayan | ২৩ এপ্রিল ২০০৯ ১১:৪৯ | 160.83.96.82
  • ** আনুষঙ্গিক?
  • Bratin | ২৩ এপ্রিল ২০০৯ ১১:৪৮ | 117.194.98.118
  • আমাদের সময় কিন্তু সমাজ এতো টা আধুনিক হয় নি। ছেলে মেয়ে দের মেলামেশা এতোটা সহজ ছিল না।

    পুজোর ক দিন কিন্তু আলাদা!!

    পাড়া র চেনা মেয়ে গুলো রাতারতি ভোল পাল্টে কি রকম মোহময়ী হয়ে গেল। পুজো র প্যান্ডালে এক ঝলক চোখে চোখ কিংবা বন্ধু দের সাথে তুমুল আলোচোনা "দেখেছিস আজকে বাসন্তী রঙের শাড়ী তে 'অমুক' কে কেমন দেখাচ্ছে" ...ইত্যাদি ইত্যাদি ঃ-))
  • sayan | ২৩ এপ্রিল ২০০৯ ১১:৪৮ | 160.83.96.82
  • ডব্লুডব্লুএফ টুকটাক ঠিক আছে। বড়োটা একদিন বাবা যখন বিশ্রাম নিচ্ছে তখন খাটের ধার থেকে জেফ হার্ডি স্টাইলে পেটের উপর কনুই দিয়ে গোঁত্তা দিয়েছিল। আমি যথাসম্ভব শিশুর বাবা-মা কে "ডোন্ট ট্রাই দিস অ্যাট হোম' বুঝিয়ে ঐসব দেখানো থেকে বিরত রাখতে বলেছি। কিন্তু শিশু যখন পোগো ফেলে টেন স্পোর্টস এ স্ম্যাক ডাউন দেখতে চায়, দ্যাট শোজ বাবা-মা ইন রিয়্যাল ট্রাবল। ঃ))
  • Arpan | ২৩ এপ্রিল ২০০৯ ১১:৪৭ | 122.252.231.12
  • আরে ইউজ করো না, কে বারণ করেছে? মানেফানে জানতে চাইলে মুচকি হেসে কাটিয়ে দিও। ঃ)
  • san | ২৩ এপ্রিল ২০০৯ ১১:৪৭ | 12.144.134.2
  • আমি নেহাৎ নিউ ইয়ারের রেজলিউশন নিয়েছি তাই আজকাল এইসব বুনানদের দেখলে চোখ বন্ধ করে মনে মনে গীতা আওড়াই ঃ-)
  • a x | ২৩ এপ্রিল ২০০৯ ১১:৪৫ | 99.152.72.73
  • তদ্দিন মুখে কুলুপ এঁটে থাকা খুব কঠিন কাজ। এই কদিন আগেই রোহিণীর ঠাকুদ্দা বসে পেছনের সিটে আমি বেশ কয়েকবার "মাল" শব্দের যোগ্য প্রয়োগ নিজের অজান্তেই চালিয়ে গেলাম। আমাকে জানানোর জন্য কোমরে বিস্তর খোঁচা মারা হল তারপর।
  • Arpan | ২৩ এপ্রিল ২০০৯ ১১:৪৫ | 122.252.231.12
  • থাক বাবা, সায়ন, সেই পীপীলীকা কেস হয়ে যাচ্ছে।
  • Samik | ২৩ এপ্রিল ২০০৯ ১১:৪৪ | 122.162.236.125
  • খারাপ ল্যাঙ্গুয়েজ ইউজ করার জন্য শাস্তিও আছে ইস্কুলে। সেদিন মেয়ের নতুন স্কুলে দেখলাম, একটি ক্লাস সিক্স সেভেনের ছেলে একটু দূরে তার বন্ধুকে ডাকছে, আব্বে উল্লু কে পাট্‌ঠে বলে। খেয়াল করে নি গাছতলায় টিচার দাঁড়িয়ে ছিলেন। খানিক বাদে ফেরার সময়ে দেখলাম ছেলেটার ডায়েরিতে দাঁড়িয়ে টিচার নোট লিখে দিচ্ছেন। অ্যানুয়াল মার্কস থেকে বেশ কিছু পয়েন্ট কাটা যাবে। (এটা অবিশ্যি ওখানে দাঁড়িয়ে দেখতে পাই নি, ইস্কুলের রুলবুকে লেখা আছে)।
  • h | ২৩ এপ্রিল ২০০৯ ১১:৪৪ | 203.99.212.224
  • পরিশ্রমে পোসাবে?
  • sayan | ২৩ এপ্রিল ২০০৯ ১১:৪৩ | 160.83.96.82
  • ** আনুষঙ্গীক
  • h | ২৩ এপ্রিল ২০০৯ ১১:৪৩ | 203.99.212.224
  • .পা র বই দেখতে কলেজ স্ট্রীট।
  • Arpan | ২৩ এপ্রিল ২০০৯ ১১:৪২ | 122.252.231.12
  • আমার মেয়েকেও ডব্লুডব্লুএফ দেখানোর নেশা ধরিয়ে দিয়েছি। আর সমানে চড়-থাপ্পড় (আমাদের ওপর) তো চলছেই।
  • san | ২৩ এপ্রিল ২০০৯ ১১:৪১ | 12.144.134.2
  • আরে, ব্রতীনদা আমাদের হিংসে করাবেনই ঃ-)
  • Arpan | ২৩ এপ্রিল ২০০৯ ১১:৪০ | 122.252.231.12
  • না না অক্ষদা, ও কাজটিও কোরো না। নিজে নিজে শেখার, মানে আদ্ধেক বুঝে বা না বুঝে বন্ধু সার্কলে প্রয়োগ করে ফেলার ও সেই নিয়ে খোরাকিত করার/হবার মজাই আলাদা। আলাদা রোমাঞ্চ। ঃ-)
  • Bratin | ২৩ এপ্রিল ২০০৯ ১১:৪০ | 117.194.98.118
  • মানলাম। কিন্তু college street এ ঘোরা। এখন আনন্দের নতুন শীততাপ নিয়ন্ত্রিত দোকানে বই পছন্দ কর যতক্ষন ইচ্ছে। infact এবারে দেখলাম dey's র বিক্রি আগের থেকে অনেক কমে গেছে। সব collection ও নেই।
  • sayan | ২৩ এপ্রিল ২০০৯ ১১:৩৭ | 160.83.96.82
  • ধুস দুগ্গাপূজো নিয়ে আবার নস্টালজিয়া কি? হ্যাঁ, পূজোর আনুসঙ্গীক খাওয়া দাওয়ার ব্যাপারগুলো আলাদা।

    দাদাভাইয়ের দুটো মেয়েই, তানিশা আর অদ্রিজা, দুটোরই রেসলিং-এ খুব ঝোঁক। দুটোই প্রো-রেসলার এখন থেকে। সারাক্ষণ বাড়িতে কিছু না কিছু একটা লেগেই আছে। তার উপ্রে একটা আবার ক্লাইম্যাক্স সীন এ সুমো পালোয়ানের মত দাঁড়িয়ে মুখটাকে যতটাসম্ভব ভয়ংকর করে বলে "বা-তি-স্তা'। ঃ))
  • sinfaut | ২৩ এপ্রিল ২০০৯ ১১:৩৭ | 203.91.207.30
  • ছোটোবেলায় এক নস্যি নেওয়া বুড়ো দাদুর নকল করে বলতাম 'চাত্তালা' আর ভিড়ের মধ্যে যেমন চিড়িয়াখানায় বা বাজারে সামনে না দেখতে পেলে 'একথি'। বড় হয়ে এই চরম আর্দ্রতায় কেমন যেন আপেক্ষিকভাবে মোলায়েম হয়ে গেলাম।
  • Arijit | ২৩ এপ্রিল ২০০৯ ১১:৩৬ | 61.95.144.123
  • মানে? সিঁফোকে কি কনগ্র্যা দিতে হবে?
  • a x | ২৩ এপ্রিল ২০০৯ ১১:৩৫ | 99.152.72.73
  • দেখো বাবা সিঁফো, সামলে রেখো।
  • Bratin | ২৩ এপ্রিল ২০০৯ ১১:৩৫ | 117.194.98.118
  • হমম... ভালো লক্ষণ নয় সিঁফো। ডাক্তার দেখাও ঃ-))
  • d | ২৩ এপ্রিল ২০০৯ ১১:৩৪ | 117.195.36.23
  • ব্রতীন হে, তার জন্য বইমেলা একটি আপদবিশেষ। ইচ্ছেসুখে বই দেখা বেশ কষ্টকর। "চর্চাপদ' টাইপের কটি বইয়ের দোকান হলেই কাজ চলে যায়।

    অপ্পন,
    হেহে।
    আরে এই বোধি যতবার "হেজেমনি' বলে আমার হাসি পায়। সে অনেককাল আগের কথা। আমার মামাতো দিদির ছেলেকে শেখানো হয়েছে আমাকে মাসিমনি বলে ডাকতে। তাই ডাকত। হঠাৎ একদিন, তখন ওর সাড়ে তিনবছর বয়স --- দেখি আমাকে ডাকছে হেজিমনি, হেজিমনি বলে। আমি তো পুরো হতভম্ব। পরে বেশ ভাল করে অনুসন্ধান করে বুঝলাম যে ওর বাবা ও ওর দাদুভাইয়ের কাছে শব্দটা শুনেছে। আসলে শ্বশুর জামাইয়ের মধ্যে কিছু একটা বিষয় নিয়ে কিঞ্চিৎ মতানৈক্য হয় এবং কিছু উত্তপ্ত বাক্য বিনিময় হয়। তো, বাঙালীর যা অভ্যেস আর কি .... সিরিয়াস কথাবার্তা বলতে গেলেই ইঞ্জিরি চলে আসে ..... ফলে সোনাই ভেবে নেয় হেজিমনি ... অর্থাৎ কিনা মাসিমনির কথাই হচ্ছে।
  • a x | ২৩ এপ্রিল ২০০৯ ১১:৩৩ | 99.152.72.73
  • অর্পণ ঃ-)))

    মাইরি আমাদের বাড়িতে যা চলে, এখন থেকে সতর্ক না হলে মুশকিল। তবে আমি একটু বড় মানে এই তেরো চোদ্দ হলে নিজেই সব চার অক্ষর তিন অক্ষর শিখিয়ে দেবো যদিনা নিজেই শিখে যায়।
  • sinfaut | ২৩ এপ্রিল ২০০৯ ১১:৩১ | 203.91.207.30
  • আমার তো সবসময় সবকিছু ছলাৎছল করচে।
  • lcm | ২৩ এপ্রিল ২০০৯ ১১:৩১ | 69.236.185.230
  • শুটিং।
  • Arijit | ২৩ এপ্রিল ২০০৯ ১১:৩০ | 61.95.144.123
  • পুজোটুজো নিয়ে নস্টালজিয়া আমারও নাই। কারণ আমি যে কোনো ভিড়ভাট্টা-আওয়াজ-গ্যাঞ্জাম থেকে দূরে থাকতে পছন্দ করি (কলেজে একটা এক্সেপশন ছিলো - ব্রিগেড) ;-)
  • san | ২৩ এপ্রিল ২০০৯ ১১:২৯ | 12.144.134.2
  • সিরিয়াসলি বাবামায়েদের উচিত মেয়েদের নাচ গান পিয়ানো ছবি আঁকা এসব ললিতকলার থেকে বেশিবেশি করে স্পোর্টস আর ক্যারাটেফ্যারাটে এইসব শেখানো আগে।
  • Arijit | ২৩ এপ্রিল ২০০৯ ১১:২৭ | 61.95.144.123
  • সে গুণ্ডা হোক গে - আপত্তি নাই। তবে বেচারি দাদাটাকে ধরে বেদম পেটায়...
  • Arpan | ২৩ এপ্রিল ২০০৯ ১১:২৫ | 122.252.231.12
  • * গাড়িফাড়ি
  • Bratin | ২৩ এপ্রিল ২০০৯ ১১:২৫ | 117.194.98.118
  • দময়ন্তী বই আনাতে পারো । কিন্তু স্টলে ঘুরে ঘুরে নতুন বই দেখার বা হঠাৎ করে অনেক পুরোনো অথচ কেনার ইচ্ছে ছিল ;হয়ে ওঠে নি ; এমন একটা বই আবিষ্কার করা । তার আনন্দ। আমার তো এই বয়েস ও বুকের ভেতর রক্ত ছলাৎ করে ওঠে সে রকম বই এর দেখা পেলে ঃ-))
  • Arpan | ২৩ এপ্রিল ২০০৯ ১১:২৪ | 122.252.231.12
  • অদ্রিজাও বড় হয়ে যাচ্চে! ঃ(

    মা ও বাবার মুখে যা শোনে তাই রিপিট করে। সেদিন একটা কথা শুনে জাস্ট ব্যোমকে গেলাম। তারপর থেকেই গাঢ়িফাড়ি চালাবার সময় হলেই খুব সাবধানে আছি। খুব না পারলে বলছি ব্রাদার-ইন-ল।
  • d | ২৩ এপ্রিল ২০০৯ ১১:২৪ | 117.195.36.23
  • এঃ আমি বলতে যাচ্ছিলাম, স্যান আর অক্ষ আগেই বলে দিল। অজ্জিত সিরিয়াসলি মেয়েরা যত বেশী গুন্ডা টাইপ হয় ততই ভাল। আর এইটা আমি সব বন্ধুদের ধরে ধরে বলি যে মেয়েগুলোকে ছোট থেকে ক্যারাটে বা তাইকোয়ান্ডো শেখাতে।
  • a x | ২৩ এপ্রিল ২০০৯ ১১:২২ | 99.152.72.73
  • দেখো!
  • a x | ২৩ এপ্রিল ২০০৯ ১১:২২ | 99.152.72.73
  • যত গুন্ডা মেয়ে হয়, বাঙ্গালী জাতির তত মঙ্গল।
  • san | ২৩ এপ্রিল ২০০৯ ১১:২১ | 12.144.134.2
  • অরিজিত দিনকাল ভাল নয় ,মেয়েদের একটু (বা বেশি) ডানপিটে হওয়াই মঙ্গল, যত লক্ষ্মীমন্ত হবে তত কপালে দুঃখ আছে ঃ-)
  • Bratin | ২৩ এপ্রিল ২০০৯ ১১:২০ | 117.194.98.118
  • সেকি san ?? তোমরা সব আজকাল কার ছেলে মেয়ে রা দুর্গা পুজো নিয়ে কোন obsession বা nostalgia নেই।
  • d | ২৩ এপ্রিল ২০০৯ ১১:২০ | 117.195.36.23
  • এহেহে ব্রতীন পুরোই রং নাম্বার। আমার দুর্গাপূজা বা বইমেলা - কোনটা নিয়েই তেমন কোন দুঃখ নেই। দুর্গাপূজায় তো আমি বাড়ী থেকেই বেরোই না। আর অন্য যেকোনসময় গিয়ে বা এমনকি না গিয়েও অন্যকে দিয়ে ইচ্ছেমত বই কিনিয়ে নেই। এবারই যেমন পুণেতে বসেই ঢাকার একুশে বইমেলা থেকে খানিক বই আনিয়েছি।

    কাজেই নো প্রোবলেমো।
  • sinfaut | ২৩ এপ্রিল ২০০৯ ১১:২০ | 203.91.207.30
  • থ্যাঙ্কু দিদিমুনি।
  • Arijit | ২৩ এপ্রিল ২০০৯ ১১:১৭ | 61.95.144.123
  • বড় হচ্ছে এবং গুণ্ডা হচ্ছে। ঋক হাতে প্লাস্টার নিয়ে কাঁটাওয়ালা গেট টপকাতে পারবে না, এ পারবে।
  • d | ২৩ এপ্রিল ২০০৯ ১১:১৭ | 117.195.36.23
  • এইবারে এই এতক্ষণে মনে হচ্ছে ফ্যানটা চালালেও হয়। বেশ বেলা হল। একটু যেন গরম মত লাগছে।
  • san | ২৩ এপ্রিল ২০০৯ ১১:১৭ | 12.144.134.2
  • হে হে ব্রতীনদা রং নাম্বার। দুগ্গাপুজো নিয়ে আমার কোনো নস্টালজিয়া নাই। এখেনে পুজো হয়, আমি যাইনা, ল্যাদ খেয়ে কাটিয়ে দিই। গতবার পুজোয় কলকাতা ছিলাম, একটিও ঠাকুর দেখে ওঠা হয়নি ঃ-) তবে ওইসময়ে বাড়ি যাবার চেষ্টা করি, কেননা মা বাবার লম্বা ছুটি থাকে, আত্মীয়স্বজনের ছুটি থাকে, দেশের অন্য জায়গা কি বিদেশ থেকে লোকে ফেরে, বন্ধুরা একটু ফ্রি থাকে, মোটমাট সবার সঙ্গে দেখাটেখা হয় আর কি।
  • sayan | ২৩ এপ্রিল ২০০৯ ১১:১৬ | 160.83.96.82
  • দুর্গা। দুর্গা।
  • Bratin | ২৩ এপ্রিল ২০০৯ ১১:১৩ | 117.194.98.118
  • আবার san!! আচ্ছা দাঁড়াও দাঁড়াও .....

    বইমেলা আর দূর্গা পুজো আসুক। তখন তোমাদের frustru খাওয়াবো। ঃ-))))))))
  • san | ২৩ এপ্রিল ২০০৯ ১১:১২ | 12.144.134.2
  • তবে লোকেদের ঠান্ডা বেশি লাগে না আমার কম লাগে কে জানে, বাড়িতে রীতিমত ফ্যান-জোন নো-ফ্যান-জোন হয়ে গেছে। অফিসে আমাদের রুমে লোকে কনস্ট্যান্ট এসি বন্ধ করছে আর আমি আর সরোজ আবার চালিয়ে দিচ্ছি, এই চলছে আধঘন্টা ধরে ঃ-)
  • a x | ২৩ এপ্রিল ২০০৯ ১১:১০ | 99.152.72.73
  • ঋতি তো খুব চটপট বড় হয়ে যাচ্ছে ঃ-)
  • san | ২৩ এপ্রিল ২০০৯ ১১:০৯ | 12.144.134.2
  • কাল তো চাদরমুড়ি দিয়ে ঘুমোতে হয়েছিল , ফ্যান চালিয়ে অবশ্য ঃ-)
  • sayan | ২৩ এপ্রিল ২০০৯ ১১:০৮ | 160.83.96.82
  • অপ্পন ফ্যান! কাল রেতে ঠান্ডার জ্বালায় আবার কম্বল বার কত্তে হয়েছিল। এখনও বাইরেটা কি সুন্দর। আহ্‌।
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত