দেখেছ, শিবুদা এই খবরটা মিস করে গেলে। মধ্যপ্রদেশে টিকিট না পওয়া লোক্যাল বিজেপি লিডার খড়ম ছুড়েছে। এর একটা ব্যাখ্যা আছে। যে লোকটা ছুড়েছে ও ভরত, রামচন্দ্র-কে খড়ম ফেরৎ দিল।
pi | ১৭ এপ্রিল ২০০৯ ১১:৪৭ | 69.255.233.93
আমি তো আপনার মুখে কোন কথা গুঁজে দিইনি শিবুদা। বরং আপনি দিচ্ছেন। ভালো করে আমার পোস্ট পড়ে দেখুন। আমি কখনো বলিনি দুর্বল, সবল, পীয়ার এসব কোন গুরুত্বপূর্ণ ব্যাপার না। শুধু বলেছি, পীয়ারদের মধ্যে হচ্ছে বলেই ব্যাপারটা খারাপ কিনা সেই নিয়ে আলোচনা গুরুত্ব হারিয়ে ফেলে না। আর হ্যাঁ, আমার মতে ব্যাপারটা সেক্ষেত্রেও খারাপ।
আর তর্কাতর্কি করতে গিয়ে কথা কাটাকাটি এসব নিয়ে আমার কোনো বক্তব্য ই নেই, আগেও অনেকবার বলেছি। তর্ক করতে গেলে ওসব হবেই। কিন্তু দুমদাম মিথ্যেবাদী, ঢ্যামনা, মূর্খ, দু পয়সার.. ইত্যাদি ইত্যাদি আরো অনেক কিছু .. বলে দেওয়া বা বলতেই থাকা ... ঐ ল্যাদোষদা যা বল্লেন, মনে হয় পারস্পরিক শ্রদ্ধার ন্যূনতম জায়গা টুকুনিও নেই। সেটা হলে ভালো লাগেনা। র্যাদার খারাপ লাগে, বিরক্তি লাগে। এই অব্দি। আর আমি এ নিয়ে কিছু বলবো না। অনেক হেজিয়েছি।
কিন্তু ভুতো, কথা হল আড্বানী কি ক্ষমা করেছে। বুশ অনেক পরে ক্ষমা করেছে, আর চিদাম্বরম একদম রেডি হয়ে ছিল, ইন্সট্যান্টলি ক্ষমা করেছে।
Bhuto | ১৭ এপ্রিল ২০০৯ ১১:৪২ | 203.91.207.30
যাক সায়ন্দার কথা সত্যি হল, আডবানী খড়ম খেল।
জুতো খড়ম সিকিউরিটি চেক হওয়া উচিৎ।
lcm | ১৭ এপ্রিল ২০০৯ ১১:৪১ | 69.236.173.221
আমি ফুলস্টপ। দুটো পোস্ট করেছি এ নিয়ে, তার মধ্যে প্রথমটা আমার টাইপানোর অনুপাতে বেশ মাঝারি সাইজের ঃ) তবে কি হ্যাঁ, শেষ দুপুরে কাজের ফাঁকে, ভাটিয়ালি-তে উঁকি দিয়ে মাঝে মাঝে শিবু/বাইনারি/m/ন্যাড়া...-দের কথাবার্তা পড়তে বেশ লাগে, বেশ একটা আড্ডাঘর স্টাইল।
Binary | ১৭ এপ্রিল ২০০৯ ১১:৪০ | 70.64.8.206
বাকিটা কাল, অনেক রাত হলো, ঘুমোতে যাই ...
san | ১৭ এপ্রিল ২০০৯ ১১:৪০ | 12.144.134.2
এইও সবাই মনে মনে আওড়াও কোই নেহি জি কোই নেহি
আসুন আমরা ফের খাবার দাবারে ফেরত যাই
sibu | ১৭ এপ্রিল ২০০৯ ১১:৩৯ | 71.106.244.161
ফার্স্ট উইকে তো বঙ্গ সম্মেলন থাকবে। তখন তো আমার হবে না।
Binary | ১৭ এপ্রিল ২০০৯ ১১:৩৯ | 70.64.8.206
হ্যাঁ, জুলাই ফার্স্ট উইক।
sibu | ১৭ এপ্রিল ২০০৯ ১১:৩৭ | 71.106.244.161
এই বাইনারী, যেতে দাও বাবা। চলো ব্যানফের প্ল্যানটা করি। তুমি জুলাই-এর শেষে প্ল্যান করছ বললে না।
dipu | ১৭ এপ্রিল ২০০৯ ১১:৩৭ | 207.179.11.216
শেষ হয়েও হইল না শেষ ঃ-))
Binary | ১৭ এপ্রিল ২০০৯ ১১:৩৬ | 70.64.8.206
শেষতো অনেক আগেই, আর সরি বলে দিলুম, অবশ্য উল্টো সরি এক্সেপেক্ট করি না, কারণ কিছু কিছু কমেন্ট স্রেফ ইগনোর করেছি ঃ)))
sibu | ১৭ এপ্রিল ২০০৯ ১১:৩৫ | 71.106.244.161
হ্যাঁ হ্যাঁ অজ্জিত, তাতো বটেই। আমি তো চটিনি মোটেই।
Arijit | ১৭ এপ্রিল ২০০৯ ১১:৩৪ | 61.95.144.123
মনে তো হচ্ছে - এখন মশলার ডিমাণ্ড;-)
dipu | ১৭ এপ্রিল ২০০৯ ১১:৩৩ | 207.179.11.216
ঝগড়াঝাঁটি সব শেষ? ঃ-)
h | ১৭ এপ্রিল ২০০৯ ১১:৩০ | 203.99.212.224
গুড।
arjo | ১৭ এপ্রিল ২০০৯ ১১:২৭ | 24.42.203.194
রিমির ব্যপারে কিছু নেই। আমার লেখার স্টাইলের ভুল।
Binary | ১৭ এপ্রিল ২০০৯ ১১:২৭ | 70.64.8.206
হাসিটা মনে হয় প্রাসংগিক ছিলো না, আর শিবুদার কথাটাও তক্ক-বিতক্ক রিলেটেড ছিলো না। তবু যদি এটা খরাপ লেগে থাকে হাসির জন্য সরি, সত্যি বলছি।
sibu | ১৭ এপ্রিল ২০০৯ ১১:২৫ | 71.106.244.161
যতদূর মনে পড়ছে ওটা মিঠুর লেখা কবিতা প্রসঙ্গে বলা হয়েছিল। মিঠুর কবিতা বাইনারী পড়তে চেয়েছিল। আমি মিঠুর কবিতা সম্পর্কে কিছু একটা ইনফর্মেশন দিয়েছিলাম। বাইনারীর পরের প্রশ্নের উত্তরে মিঠু আমাকে জিগ্যেস করতে বলে। তখন আমি ঐ মন্তব্য করি।
এরকম কথার এক্সচেঞ্জ অনেক বন্ধুপত্নীর সাথেই আমার হতে পারত। এরকম এক্সচেঞ্জ আমার স্ত্রীর সাথে আমাদের বন্ধুদের হয়। আমার কিন্তু সত্যি এটা নিয়ে কিছু মনে হয় নি। মিঠু কিছু মনে করেছে, সেটাও আমি বুঝিনি। যাই হোক, তোমার কথায় জানলাম মিঠু এই এক্সচেঞ্জটা ভাল ভাবে নেয় নি। মাই অ্যাপোলজিস মিঠু।
রিমির ব্যাপারটা কি সেটা কি তুমি আমাকে বলবে?
Binary | ১৭ এপ্রিল ২০০৯ ১১:২৪ | 70.64.8.206
ঘুমোতে যাই .....
arjo | ১৭ এপ্রিল ২০০৯ ১১:১৭ | 24.42.203.194
হানুদা তুমি চাপ নিও না। মধ্যে ঢুকে পড়েছ। সরি।
Binary | ১৭ এপ্রিল ২০০৯ ১১:১৬ | 70.64.8.206
যাগ্গে, জুলাই-এর ফার্স্ট উইক .... মোটামুটি
sibu | ১৭ এপ্রিল ২০০৯ ১১:১৬ | 71.106.244.161
আরে ন্না, এসব ফ্যামিলির ব্যাপার। একটু চাপ খেতেই হয়।
arjo | ১৭ এপ্রিল ২০০৯ ১১:১৫ | 24.42.203.194
নাঃ আমারও ধৈর্য্যের অভাব ঘটেছে।
১। শিবুদা, ""আইব্বাপ মাইমাও সোসন করছে, ফ্রি সেক্রেটারী"" এইটা এবং তারপরে বাইনারী দার হাসি আমার কাছে সবথেকে বিরক্তিকর লেগেছে। যদি তোমাদের আর কারুর কিছু না মনে হয় থাকে তাহলে আমার দোষ। নিজগুণে ক্ষমা করে দিও।
২। সৈকত, মাপ করবেন আমি একটু ওভাররিঅ্যাক্ট করছি মনে হয়। বয়স হচ্ছে মনে হয়। ঃ))
আর সত্যি যদি থামাও তাহলে সবথেকে খুশী হই। এই বিষয়ে যদি আর কারুর কিছু জিজ্ঞাস্য না থাকে তাহলে এই আমার শেষ পোস্ট।
Binary | ১৭ এপ্রিল ২০০৯ ১১:১৪ | 70.64.8.206
শিবুদা, তুমি আবার চাপ খাও নাকি ? হাসালে, তুমি তো সব চাপের ঊর্ধে ঃ)))
sibu | ১৭ এপ্রিল ২০০৯ ১১:১৩ | 71.106.244.161
lcm, সুর তো একটা কেটেছিলই। যাই হোক, সেটা আমার ঈশানের মধ্যের ব্যাপার। এ নিয়ে অন্যদের জড়িয়ে আলোচনা প্রোডাকটিভ হবে বলে মনে হয় না। যাই হোক, এবারে আমারও একটু বোর লাগছে। কাটিয়ে দাও এটা। মানে ঈশেনের অ্যাপোলজি ছাড়া এটা নিয়ে অন্য কোন কথা শুনতে ইচ্ছে করছে না ;)।
Tim | ১৭ এপ্রিল ২০০৯ ১১:১৩ | 71.62.2.93
ওহ্, টই স্পেসিফিক ব্যাপারটা খ্যাল করিনি। দরকার নেই। কথায় কথা বাড়ে, তাই বলছি ছোট্টো করে....কাটাও। ঃ)
saikat | ১৭ এপ্রিল ২০০৯ ১১:০৮ | 202.54.74.119
সাত্যকি এবং কৃষ্ণার্জুনের বন্ধুর পক্ষ থেকে ক'টি কথা -
১) আর্য, আপনাকে যখন বলেছিলাম যে আমি আপনাদের লেখা থেকে শিখি, সেটা সিরিয়াসলি বলেছিলাম। এখনো তাই বলছি।
২) উন্নয়ন বিষয়ক টই খোলার যে কথাটা লিখেছিলাম, তাতে আপনাকে খোঁচা মারার কোন উদ্দেশ্য ছিল না। ভাটিয়ালিতে লিখছি বলে ঐ একলাইনই লিখেছিলাম, এবং মজা করার জন্যই লিখেছিলাম। এটাও মাথায় ছিল যে সিঙ্গুর থ্রেডে আপনার পোস্টের সুত্র ধরে অন্য অনেক টইয়ের মতই তর্কের বিষয়টা অন্যদিকে চলে যেতে পারে। ফলে অন্য আর একটা টইয়ের উল্লেখ। এখন বুঝছি যে নিদেনপক্ষে একটা স্মাইলি দিয়ে দেয়া উচিত ছিল কিংবা ঐ টইটে লেখা উচিত ছিল।
বোঝাতে পারলাম কিনা জানিনা।
sibu | ১৭ এপ্রিল ২০০৯ ১১:০৭ | 71.106.244.161
গিন্নির ছুটির ব্যাপারটা ফাইনাল হলেই ব্যানফের ব্যাপারটা ঠিক করে ফেলব।
দ-কি বলল আমার চাপ খাবার দরকার আছে? কিন্তু কেন সেটা বলল না কেন?
lcm | ১৭ এপ্রিল ২০০৯ ১১:০৭ | 69.236.173.221
শিবু-দা, না, না, আমি সব ফলো করি নি, শেষের দিকের দু এক পাতা দেখে টাইপ করেছি। নিশ্চয়ই কোথাও একটা সুর কেটেছিল। এরকম ঘটনা ফোরামে নতুন কিছু নয়। আমরা সবাই সময় বিশেষে অসহিষ্ণু হয়ে পড়ি, কারণ আমরা সবাই মানুষ। কিন্তু, আমাদের মতন বাকীদের কাছে এটা দুর্ভাগ্যজনক। তোমাদের সবার কিবোর্ড থেকে টাইপানো অক্ষর গুলো দেখতে ভালো লাগে বলেই তো আমাদের এখানে আসা।
Tim | ১৭ এপ্রিল ২০০৯ ১১:০৬ | 71.62.2.93
দমদি,একটা টই খুলে সিরিয়াস আলোচনা হোক। বা ভাটেই প্রশ্ন কত্তে পারো। লোকজন বোর হবে বুঝলে মেলেও কত্তে পারো।
Arijit | ১৭ এপ্রিল ২০০৯ ১১:০৩ | 61.95.144.123
** শরৎ বোস রোডের পার্পেন্ডিকুলার **
প্রোজেক্ট বেসিসে কাজ করি না তো - তাই বিলেবিলিটি আর বেঞ্চ ব্যাপারটা বুঝি না। যখন করতুম তখন এত বেঞ্চের গপ্পো ছিলো না।
shrabani | ১৭ এপ্রিল ২০০৯ ১১:০২ | 124.30.233.101
h এত কঠিন কঠিন জিনিস বলে আর বোঝে। অথচ মাঝে মাঝে দেখেছি গোঁসাটা ঠিক বাচ্চাদের মত করে! (সিঁফোর কথাতে রিয়্যাক্ট করতে দেখে মনে হল!)।
Binary | ১৭ এপ্রিল ২০০৯ ১১:০২ | 70.64.8.206
শিবুদা তোমার ব্যানফে আসার প্ল্যান কদ্দুর ?
d | ১৭ এপ্রিল ২০০৯ ১১:০১ | 117.195.36.193
আমি যতটুকু যা বুঝলাম তাতে বোধি বা বাইনারির চাপ খাবার মনে হয় প্রয়োজন নেই।
টিম, আমি তারপরেও বুঝলাম না। টই এবং পোস্ট স্পেসিফিক দিলে ভাল হয়। এছাড়াও আরো প্রশ্ন পাচ্ছে, কিন্তু করব কিনা বুঝতে পারছি না।
অজ্জিত বেঞ্চ আর বিলেবিলিটির গল্পটা মনে হয় ঠিকঠাক বোঝে না। সাক্ষাতে বুঝাইয়া বলিব।
আর বোধি কাউকে লাঞ্চ খাবার নেমন্ত করেছে? না ভাই, তোমরা আমাকে এটা বিশ্বাস করতে বোলো না ভাই।
অজ্জিতের মিষ্টি খাবার ঘরে কিছু ঢ্যাঁড়া আছে। আমিও তো কবেথেকেই অজ্জিতকে যত পারে তত মিষ্টি খাওয়াতে চাই .... কিন্তু পারছি কই।
sibu | ১৭ এপ্রিল ২০০৯ ১১:০১ | 71.106.244.161
দেশের বিয়ে কতদিন খাই না। সেই লম্বা লম্বা করে বেগুন ভাজা। সে এখনো দেয়?
Arijit | ১৭ এপ্রিল ২০০৯ ১১:০০ | 61.95.144.123
লেক গার্ডেন্সের দিক থেকে শরৎ বোস রোডে ঢুকলে প্রথম পেট্রোল পাম্পের পরেই শরৎ বোস রোড পোস্ট-অফিস - তার গায়েই পার্পেন্ডিকুলার রাস্তাটা রাজা বসন্ত রায় রোড।
Arijit | ১৭ এপ্রিল ২০০৯ ১০:৫৯ | 61.95.144.123
একটা ফুটবলের টই আছে - কিন্তু সেটা পাট্টিকুলার বছরের ওপর। আরেকটা বানিয়ে নাও না।
shrabani | ১৭ এপ্রিল ২০০৯ ১০:৫৯ | 124.30.233.101
এটাই তো গন্ডগোল, আপনাদের ফুটবল আলোচনা গুরুগম্ভীর আর সবাই পার্ট নিতে পারেনা। দ্রিসেশনের আলোচনাই বা ইন্টারেস্টিং হয় কি ভাবে?
যাক কলকাতার জনগণ আমাকে বল রাজা বসন্ত রায় রোডটা কোথায়, আমার খেয়াল হচ্ছে না। ওখানে ত্যাগরাজ হলে আমাকে একটা বিয়ে বাড়ী অ্যাটেন্ড করতে হবে পাঁচ তারিখে।
Tim | ১৭ এপ্রিল ২০০৯ ১০:৫৮ | 71.62.2.93
এই কথাগুলোর মানে যদি হয় "" টিম সমালোচনা সহ্য কত্তে পারেনা"" - তাহলে তাই সই। সবাইকে সবকিচু সহ্য করতে হবে এমন তো মাথার দিব্যি দেয়নি কেউ। ঃ) উফ্ফ, কত্ত টাইপাতে হলো। ঘুমোতে যাই। সব্বাইকে গুন্নাইট।
h | ১৭ এপ্রিল ২০০৯ ১০:৫৭ | 203.99.212.224
গুড। এইবার আর্জো ক্লিয়ার করলেই হয়।
dipu | ১৭ এপ্রিল ২০০৯ ১০:৫৭ | 207.179.11.216
কালকে অনামিক দা একটা ভালো প্রস্তাব দিয়েছিল। একটা টই খোলা হোক যাতে এই ভালো ভালো ফুটবল ভিডিওগুলোর লিঙ্ক জমানো থাকবে। বেশ একটা কালেকশন কালেকশন ব্যাপার হবে।
বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে,
মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা,
কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
আমাদের কথা
আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের
কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি
জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্চিন্তার দিন শেষ হল। ... আরও ...
বুলবুলভাজা
এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ।
দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও
লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
হরিদাস পালেরা
এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে
পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান
নিজের চোখে...... আরও ...
টইপত্তর
নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান।
এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর।
... আরও ...
ভাটিয়া৯
যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই,
সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক
আড়ালহীন কমিউনিটি ... আরও ...
টইপত্তর/ভাটিয়া৯/হরিদাসপালের লেখার বক্তব্য লেখকের নিজস্ব, গুরুচণ্ডা৯র কোন দায়িত্ব নেই
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক।
অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি।
যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।
মে ১৩, ২০১৪ থেকে সাইটটি
বার পঠিত
সকলকে জানান
উপরে যে কোনো বোতাম টিপে পরিচিতদের সঙ্গে ভাগ করে নিন