এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • dipu | ১৬ এপ্রিল ২০০৯ ১৫:৫৭ | 207.179.11.216
  • Pawas Agrawal, an ex-BJP worker who hurled a slipper on party's PM in-waiting accepted that he was forced to do this act because he was angry with the senior leader.

    Pawas said, ‘It wasn't just another slipper that I threw, it was my father's Khadaun.'

    Expressing his anguish over Advani, Pawas said, ‘He is not a true iron man. BJP workers in Katni are not satisfied with the party and we don't want him to be projected as the prime ministerial candidate.'

    Pawas is a BJP worker for 27 years now.

    Pawas said that his act was not pre-planned. ‘I felt divine power to throw the slipper,' he added.


    পোশ্নোঃ Khadaun কি খড়ম?
  • Arijit | ১৬ এপ্রিল ২০০৯ ১৫:৪৯ | 61.95.144.123
  • http://www.loksatta.org - এটার ব্যাপারে কেউ কিছু জানো?
  • Arijit | ১৬ এপ্রিল ২০০৯ ১৫:১৩ | 61.95.144.123
  • উইপ্রো কলকাতায় অনেক ট্রেনিদের বলেছে হাফ মাইনে নিয়ে হপ্তায় দুদিন আসতে। এদের ঝাড়টা হল সত্তর হাজার টাকার বণ্ডের দৌলতে কেউ অন্য চাকরি খুঁজতেও পারবে না।
  • h | ১৬ এপ্রিল ২০০৯ ১৫:০৫ | 203.99.212.224
  • ওক গুড পাঠিয়ে দেবো।
  • Sudipta | ১৬ এপ্রিল ২০০৯ ১৫:০০ | 122.169.130.241
  • হানুদা কাল একটা বই এর লিস্টের কথা বলছিলে বোধ হয়, পাঠিয়ে দিলে আনন্দিত হই। আমার আইডি sudipta.bhattacharya83 জিমেল এ।

    আজ এখানে ভোটের জন্যে ছুটি দিয়েছে। সবাই নয়, তবে বেশ কিছু দোকানে।
  • saikat | ১৬ এপ্রিল ২০০৯ ১৪:৩৬ | 202.54.74.119
  • হ্যা, অমর্ত্য সেনের লেখাটা পেলে ভাল হোত।

    আর একটা interesting লেখা পড়েছিলাম ২০০৭-এর পুজোসংখ্যা অনুষ্টুপ-এ। শিবাজী বন্দ্যোপাধ্যায়ের। প্রতিপাদ্য ছিল 'মা ফলেষু কদাচন' কথাটি কি ভাবে শংকরাচার্য-হেগেল- বঙ্কিম-রবি ঠাকুর- অগ্নি যুগের বিপ্লবীর ইত্যদিরা interpret করেছিলেন।
  • r | ১৬ এপ্রিল ২০০৯ ১৪:৩১ | 198.96.180.245
  • স্টোঃ, করে দিচ্ছি।
  • h | ১৬ এপ্রিল ২০০৯ ১৪:২৯ | 203.99.212.224
  • আর্সেনালে ছোট লায়ন হার্টেড ছেলেরা আছে। তোমরা বড় টিম, বেরিয়ে যাবে।
  • r | ১৬ এপ্রিল ২০০৯ ১৪:১৭ | 198.96.180.245
  • সৈকত, লেখাটির লিঙ্ক দিয়ে ভালো করলেন। অমর্ত্য সেনের লেখাটাও পড়তে ইচ্ছে করছে।
  • stoic | ১৬ এপ্রিল ২০০৯ ১৪:১৬ | 160.103.2.224
  • কাল আমার টিম জিতলো বটে, কিন্তু একেবারেই কনভিন্সিং নয়। আর্সেনালের এগেনস্টে এরম খেললে কপালে প্রচুর দুঃখ আছে।
  • stoic | ১৬ এপ্রিল ২০০৯ ১৪:১৪ | 160.103.2.224
  • হনু, দুঃখ করার প্রশ্নই নেই। ফাটাফাটি খেলেচ সেদিন।
  • r | ১৬ এপ্রিল ২০০৯ ১৪:১৪ | 198.96.180.245
  • হ্‌ম্‌ম। যদিও ইদানীং আমি আইডেন্টিটি পোলিটিক্স থেকে আইডেন্টিটি নিয়েই বেশি ভাবি। ;-)
  • h | ১৬ এপ্রিল ২০০৯ ১৪:০৯ | 203.99.212.224
  • স্টৈক, ঐ ম্যাচ হেরে ফ্যান হিসেবে দুঃখ নাই।
  • stoic | ১৬ এপ্রিল ২০০৯ ১৪:০৪ | 160.103.2.224
  • অরিজিত, ছবিগুলো বেড়ে হয়েচে।
  • h | ১৬ এপ্রিল ২০০৯ ১৪:০০ | 203.99.212.224
  • আর্জো, ওকে, লিখবো।
  • h | ১৬ এপ্রিল ২০০৯ ১৪:০০ | 203.99.212.224
  • দ্বিতীয় সৈকত, ওকে।
  • h | ১৬ এপ্রিল ২০০৯ ১৩:৫৮ | 203.99.212.224
  • র, আরে বিপক্ষে তো আমিও। তার পরেও তো প্রচুর কিন্তু থাকে। তো বিপক্ষেই লেখো না রে বাবা। নইলে অন্তত ক¾ট্রারিয়ান কিসু লেখো।

    পক্ষ বিপক্ষ নিয়া আর কয়ো না, আন্দ্রে বেতেই, যাঁর সেই তাঞ্জোরের উপরে বিখ্যাত কাজ এবং জেনেরালি, যিনি সারাজীবন দেখিয়ে গেছেন, ক্লাস ক্যাটেগোরিটি , ভরাতীয় সামাজিক অবস্থাসমূহ বিশ্লেষণে কিরকম অসুবিধে তৈরী করছে এবং কাস্ট ক্যাটিগোরি দিয়ে কত সুন্দর সব সমাধান হচ্ছে, তিনি রিসেন্টলি, টেলিগ্রাফে প্রবন্ধ লিখে জানিয়েছেন, আইডেন্টিটি পলিটিক্সের কত অসুবিধে ঃ-) মায়াবতী সিপিএম নেক্‌শাসে মন খারাপ হয়েছে বোধায়। তাঙ্কিÄক ভাবে ইরিকন্সিলিয়েবল জিনিস পত্র রিয়েল-পোলিটিকে এক জায়্‌গায় এসে যাচ্ছে দেখে, এমনকি পোমো দেরো অসুবিদে হচ্ছে ;-)
  • Arijit | ১৬ এপ্রিল ২০০৯ ১৩:৫৮ | 61.95.144.123
  • এটার ভিডিও কই? মানে এই জুতো ছোঁড়ার?
  • dipu | ১৬ এপ্রিল ২০০৯ ১৩:৫৪ | 207.179.11.216
  • বিজেপিরই সাপোর্টার জুতো ছুঁড়েছে। তবে যথারীতি জুতোর ব্র্যান্ড অজানা।
  • Arijit | ১৬ এপ্রিল ২০০৯ ১৩:৪৭ | 61.95.144.123
  • কি ubiquitous ব্যাপারস্যাপার;-)
  • saikat | ১৬ এপ্রিল ২০০৯ ১৩:৪৭ | 202.54.74.119
  • হ্যা। MP-তে।
  • r | ১৬ এপ্রিল ২০০৯ ১৩:৪৬ | 198.96.180.245
  • জুতো? শুনলাম আদবানিকেও নাকি জুতো ছুঁড়েছে।
  • Blank | ১৬ এপ্রিল ২০০৯ ১৩:৪৫ | 170.153.65.23
  • হ্যা, সৈকত দা মানেটা ঠিক বলেছে। আমি আর একটু পরিষ্কার করে দিচ্ছি। বাইনারি তে ওটার মানে হলো, '০০০১১১১০১০১০০০১০১১১০১০০১১০১০১০০১০১১১১০০০১০০১০১০১০১০১০১০'
    আর হেক্সে লিখলে 0x78EA189BF00A18179C00D'
    আর নিশ্চয় কনফিউশান নেই কারোর?
  • saikat | ১৬ এপ্রিল ২০০৯ ১৩:৪৪ | 202.54.74.119
  • তাক করে ধরেছে।
  • dipu | ১৬ এপ্রিল ২০০৯ ১৩:৪৩ | 207.179.11.216
  • হয় এভাবে লিখুন......."শক্ত হল?' নয়ত "শক্ত হোলো'?
  • saikat | ১৬ এপ্রিল ২০০৯ ১৩:৪২ | 202.54.74.119
  • বাংলায় মনে হয় উপযোগীতাবাদ বলে। এটা কি আরো শক্ত হোল ?
  • saikat | ১৬ এপ্রিল ২০০৯ ১৩:৩৭ | 202.54.74.119
  • আমি সেই জন্য বাংলায় লিখলাম না। মাউসের তারটা জড়িয়ে যাচ্ছিল।
  • Blank | ১৬ এপ্রিল ২০০৯ ১৩:৩৪ | 170.153.65.23
  • আমি নামাইনি, যাস্ট টুকেছি
  • r | ১৬ এপ্রিল ২০০৯ ১৩:২৭ | 198.96.180.245
  • এইভাবে বলুন- উট্টিলিট্টিরিয়ান।
  • lcm | ১৬ এপ্রিল ২০০৯ ১৩:২৫ | 69.236.173.221
  • আচ্ছা, সৈকত/ব্ল্যাংক কি একটা ইংরেজি শব্দ লিখেছে Utilita... - উচ্চারণ করতে গেলে কিরকম জিভ জড়িয়ে যাচ্ছে।
  • sinfaut | ১৬ এপ্রিল ২০০৯ ১৩:২৩ | 203.91.207.30
  • আমি 4shared থেকে শুনতে পেলাম ডাউনলোড করতে পারলাম না ঃ-(

    এই ডেটা কার্ড কানেক্সানে শেয়ার্ড স্ট্যাটিক আইপি থাকে, তারফলে আমার ঐ আইপি থেকে অন্য লোকও ঐ সাইট থেকে নামালে আমাকে ব্লক করে দেয়। ঃ(

    টরেন্ট এ স্পিড না পাওয়ার এটা অন্যতম কারন।

    ও, গানদুটো শুনলাম, অসাধারন।
  • lcm | ১৬ এপ্রিল ২০০৯ ১৩:১৭ | 69.236.173.221
  • না না পিছিয়ে কেন! এই তো, কয়েকদিনে কতটা এগিয়ে গেলাম -- গান শুনলাম + ডাউনলোড করলাম... ফুটবলের দুর্দান্ত ভিডিও ক্লিপ দেখলাম... অরিজিৎ-এর ছবিতে পাহাড়ে বৌদ্ধ মন্দির দেখলাম... আমপোড়ার শরবৎ (শুনে কিরকম মুখপোড়ার সরবৎ মনে হচ্ছে যদিও)-এর কথা শুনলাম... ডাবচিংড়ি-র ফান্ডা পেলাম... নেতাজী ইনডোরে অভিজিৎ/মমতা/সুদীপ জলসা-র দুরন্ত বর্ণনা উপভোগ করলাম...ফাইল শেয়ার করবার একটা ভালো সাইটের খবর পেলাম ... ...
    আর, আবাপ-তে মনমোহনের বরফ গলানোর খবর... ধুর, ধুর।
  • saikat | ১৬ এপ্রিল ২০০৯ ১৩:১১ | 202.54.74.119
  • ব্ল্যাঙ্কি সব মিশিয়ে ভাল রান্নাই নামিয়েছে। ঃ-)
  • sinfaut | ১৬ এপ্রিল ২০০৯ ১৩:১০ | 203.91.207.30
  • রিশপ ইন এ এইবারে আমরাও ছিলাম। খাবর জায়গাটা বাইরে তো? কাঠের ঘরগুলো বেশ ভালো।
  • r | ১৬ এপ্রিল ২০০৯ ১৩:০৬ | 198.96.180.245
  • গুচ পড়লে পিছিয়ে পড়তে হয়।
  • Blank | ১৬ এপ্রিল ২০০৯ ১৩:০৬ | 170.153.65.23
  • হ্যা, আজকাল গান টান শেয়ার করতে হলে আমি এটা দিয়েই করি। এদের ঐ কপিরাইট মার্কা বাজে হ্যপা নেই
  • r | ১৬ এপ্রিল ২০০৯ ১৩:০৫ | 198.96.180.245
  • বেশি গুচ পড়লে হালখাতা ভোলার হাল হয়। ;-)
  • dipu | ১৬ এপ্রিল ২০০৯ ১৩:০৫ | 207.179.11.216
  • মহায়, পিছিয়ে পড়ছেন ঃ)
  • lcm | ১৬ এপ্রিল ২০০৯ ১৩:০৩ | 69.236.173.221
  • দ্যাখো কান্ড, হাতে এক্সট্রা মিষ্টির প্যাকেট, বাংলা ক্যালেন্ডার গুঁজে দিচ্ছে তাও খেয়াল হচ্ছে না যে পয়লা বৈশাখ ঃ)
  • lcm | ১৬ এপ্রিল ২০০৯ ১৩:০২ | 69.236.173.221
  • দীপু, তাইতো! এই গোল কবে হল। একেবারে ৮৬-র কপি।

    ব্ল্যাংক, এই 4shared.com টা বেশ ভালো। r-এর দেওয়া গানটা ডাউনলোড করলাম। বিশেষ ঝামেলা নেই, শুধু ১০ সেকেন্ড অপেক্ষা করালো।
  • Blank | ১৬ এপ্রিল ২০০৯ ১২:৫৮ | 170.153.65.23
  • পরপর কয়েকটি ডায়লগ,

    অজ্জিত দাঃ লোকটা রান্না করে বেড়ে
    শিবু দাঃ সেটা তোমার মরাল ভ্যালুজের ওপর নির্ভর করছে
    সৈকত দাঃ ওখান কার সব লোকই মনে হয় ভাল রান্না করে। আমাদের তো সব Utilitarianism

    হে ঈশ্বর !!!
  • shrabani | ১৬ এপ্রিল ২০০৯ ১২:৫৫ | 124.30.233.101
  • তাও তো আমপোড়ার শরবত মিষ্টিমুখের ক্ষীরকদম আর মিষ্টি দই এসব বলিনি!
    তবে সবথেকে মজার ব্যাপার হল দইমিষ্টি কেনার ভার আমার ওপর ছিল। বিকেলে অফিসের পরে গেছি কিনতে। দাম দিতে গিয়ে দেখি একটা ছোট মিষ্টির প্যাকেট এগিয়ে দিচ্ছে, আমি খুব অস্থির হয়ে বলে উঠি, "আরে আমার ঐ বড় প্যাকেটটা"। আর কাউন্টারের লোকটা আস্তে করে বলে "এটা দিদি আমরা দিচ্ছি"। তাও আমার মাথায় ঢোকেনা। শেষে যখন একটা ক্যালেন্ডারও এগিয়ে দেয় তখন খেয়াল হয়, আরে হালখাতা!
  • dipu | ১৬ এপ্রিল ২০০৯ ১২:৪৭ | 207.179.11.216
  • ইদানীংকালের ভাল গোল বলতে মেসি আগের বছর গেটাফের বিরুদ্ধে যে গোলটা করল। প্পুরো মারাদোনার ৮৬ র গোলের কপি।

    অ্যাই যে লিংক.............

  • r | ১৬ এপ্রিল ২০০৯ ১২:৪৫ | 198.96.180.245
  • হ, আমি তো আইডেন্টিটি পোলিটিক্সের বিপক্ষে। দেখি, চেষ্টা করব। ঃ-)
  • lcm | ১৬ এপ্রিল ২০০৯ ১২:৪১ | 69.236.173.221
  • এই তো শ্রাবনী কষা মাংস-র উল্লেখ করায় পয়লা বৈশাখের খাওয়া মনে হল। কালকে নববর্ষের খাবার দাবারের ব্যাপারে কোয়েরি করলাম, তো, ভুতো কি এক ডাবচিংড়ি-র ফান্ডা দিল।

    অরিজিৎ, ছোট রোনাল্ডো-র খেলা (খুব কমই দেখেছি) খুব একটা চোখ বা মন ভরায় নি।
  • shrabani | ১৬ এপ্রিল ২০০৯ ১২:৩৫ | 124.30.233.101
  • কালকে আমাদের পয়লা বৈশাখ গেট ট্যুগেদারে লোকটা যা দুর্দান্ত কষা মাংস রান্না করেছিল, আর তেমনি ভাল ফ্রায়েড রাইস!
  • Arijit | ১৬ এপ্রিল ২০০৯ ১২:৩৩ | 61.95.144.123
  • যাক বাঁচা গেলো - চেনা বিষয়;-)

    ছোট রোনাল্ডো ইদানিং অনেক ম্যাচিওর করেছে। আগেও প্রচুর ড্রিবল করতো - কিন্তু আইদার এক জায়গায় বা ধারে সরে যেত। তাতে কাজের কাজটা কম হত। ইদানিং সামনে এগোচ্ছে - মোটামুটি গত বছর থেকেই এই চেঞ্জটা দেখছি। তবে এখনো ইপিএলে যতটা ডেস্ট্রাকটিভ, আসল ইন্টারন্যাশনাল এরিনায় এখনো অনেক প্রমাণ করতে হবে।

    যদিও বেসিক্যালি ব্যাটা এক নম্বরের চীট। আমার ডার্টি ইলেভেনের ক্যাপ্টেন;-)
  • saikat | ১৬ এপ্রিল ২০০৯ ১২:৩১ | 202.54.74.119
  • আমদের তো সবই Utilitarianism। ঃ-)
  • lcm | ১৬ এপ্রিল ২০০৯ ১২:৩০ | 69.236.173.221
  • অর্পন-এর দেওয়া ভিডিও লিংকে গোলটা দেখলাম। কিন্তু ড্রিবল কোথায়? '৭৮-এ বিশ্বকাপ ফাইনালে মারিও কেম্পে-র দ্বিতীয় গোলটা , পুরো ছবি। অফ্‌ কোর্স, ৮৬-র মারাদোনা বেস্ট। আমার কাছে একটা টেপ ছিল, মারাদোনা-র নাপোলি-র হয়ে ইতালি লিগের কিছু খেলা... অবিশ্বাস্য কিছু ড্রিবল ছিল... কিন্তু, কেউ আমার ঐ টেপটা ঝেড়ে দিয়েছে।

    আর্য-র লিংকে ডেনিলসন-এর ঐ বলের ওপর দিয়ে পা চালানো দেখলাম...যেরকম লিখেছিলাম ঃ-)
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত