এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • a x | ১১ এপ্রিল ২০০৯ ০১:৪৪ | 143.111.22.23
  • কিন্তু উনি তো ভেবেছেন দৃষ্টান্তমূলক। যে অন্য বাচ্চারা দেখবে, দেখে আর জ্বালাবেনা। যেমন তোমরা বলছ। অথচ দেখ, দীপঙ্করদার ক্লাসে এই সব দরকারও হতনা। উনি আবার টিচার চেয়ার ছেড়ে ছাত্রদের সামনে বেঞ্চে বসে পড়াতেন।
  • Somnath | ১১ এপ্রিল ২০০৯ ০১:৩৮ | 117.194.198.200
  • হ্যাঁ। ক্যাসেটে দেখে নিলাম। এমনও হয় তে অছে। কথা সৌগত রুদ্র, সুর জয় সরকার।
    লোপার ক্যাসেটের ইনলে তে লিরিকস থাকে না। আমার ওয়াকম্যান কিনব কিনব করে এখনও কেনা হয় নাই।

    দাঁড়াও দেখছি কি করা যায়। লিংক দিলে চলবে?

    http://ww.smashits.com/music/bengali/songs/5822/emono-hoy-lopamudra-mitra.html

    ইউটিউবে আছে।
  • Du | ১১ এপ্রিল ২০০৯ ০১:৩৩ | 71.123.206.135
  • স্কুলের নিয়মে মারা বারণ হলে এটা কোন দৃষ্টান্তমূলক শাস্তি নয়। স্রেফ শিশু নির্যাতন।
  • a x | ১১ এপ্রিল ২০০৯ ০১:৩৩ | 143.111.22.23
  • অ্যাঁ?
  • anaamik | ১১ এপ্রিল ২০০৯ ০১:৩১ | 59.164.100.123
  • কমরেড আজ্জো ২৪শে মার্চ দেখেই অবাক হচ্ছেন!
    আর এদিকে "তুমি কিছু বোঝ নি" বলে বকে দেওয়ার পর থেকে (তাও কিনা ঐরকম একটা বিশেষ দিনে ...... ফোঁওওওওস্‌স্‌স্‌) অঃখ-র ওপর প্রচন্ড দুক্ষে আমি ২৪শে ফেব্রুয়ারি রাত ১০ঃ০৯ কথাটার জুৎসই জবাব খুঁজতে ফামা ইত্যাদি গামাদের নিয়ে চর্চা করছি। একদিন উত্তর তৈরী হবেই ঃ-)
  • Paramita | ১১ এপ্রিল ২০০৯ ০১:২৭ | 63.82.71.141
  • কাকু বলছে লোপামুদ্রার "এমনও হয়" অ্যালবামে আছে। কিন্তু আমি শিওর যে ঐ অ্যালবাম আমি শুনি নি। চলো লেটস গো-র অ্যালবাম শুনেছি।
  • Paramita | ১১ এপ্রিল ২০০৯ ০১:২৪ | 63.82.71.141
  • আমি কনফিউজড। ঐ কাম ক্রস দা লাইন দিয়ে শুরু অসম্ভব খারাপ গানটার সঙ্গেই তো এটা ছিল। দাঁড়াও গুগলাই।
  • a x | ১১ এপ্রিল ২০০৯ ০১:২৪ | 143.111.22.23
  • নাহ, স্কুলের নিয়মে মারা বারণ। কিন্তু চিমটি কাটা আর মারার মধ্যে সূক্ষ রেখার কথা কেউ বলেনি।
  • Somnath | ১১ এপ্রিল ২০০৯ ০১:১৯ | 117.194.198.200
  • না।
    লোপার নতুন অ্যালবাম বেরিয়েছে। প-য়ে পড়া ফ-য়ে ফেল। সেটার হতে পারে। যদি ডাকছে আকাশ-এর না হয়। দুটোই আমার কাছে নেই।
  • Paramita | ১১ এপ্রিল ২০০৯ ০১:১৪ | 63.82.71.141
  • লোপামুদ্রার গাওয়া -

    ছোটো ছোটো পায়ে
    যেতে চাস মেঘেদের গায়ে
    নীল পাখি ডাকে ঈশারায়

    এটা চলো-র গান নয়?
  • sayan | ১১ এপ্রিল ২০০৯ ০১:০৯ | 115.108.25.26
  • গুঃনাঃ।
  • Arpan | ১১ এপ্রিল ২০০৯ ০১:০২ | 122.252.231.12
  • মলের ছাতে সেক্সি বার আছে একটা।

    আইটিপিএলে ঢুকতে গেলে এখন হেভি কড়াকড়ি করে।

    গুন্নাইট।
  • sayan | ১১ এপ্রিল ২০০৯ ০০:৫৬ | 115.108.25.26
  • অফ অল ইনোভেটিভ প্লেসেস, হোয়াই অনলি বিছানা?
  • sayan | ১১ এপ্রিল ২০০৯ ০০:৫৪ | 115.108.25.26
  • বাড়ির উল্টোদিকে মলের ছাতে উঠতে দেয়? তেমন হলে আরেক্টু এগিয়ে আইটিপিএল'এর ছাতে বসা যায় না?
  • Blank | ১১ এপ্রিল ২০০৯ ০০:৫৩ | 59.93.203.108
  • বিছানায় ছারপোকা আছে ঃ)
  • sayan | ১১ এপ্রিল ২০০৯ ০০:৫১ | 115.108.25.26
  • "ভয় দেখালে শুতাম না' মানে? কি থেকে ভয়!! অ্যাঁ?
  • Blank | ১১ এপ্রিল ২০০৯ ০০:৫০ | 59.93.203.108
  • ভাইরাস প্রোগ্রামার রাই সবচেয়ে ভালো অ্যান্টি ভাইরাস বানাতে পারে।
    ভালো হ্যাকার রাই কম্পিউটার সিকিওরিটি নিয়ে কাজ করতে পারে
  • Arpan | ১১ এপ্রিল ২০০৯ ০০:৪৯ | 122.252.231.12
  • * আকাশের
  • Arpan | ১১ এপ্রিল ২০০৯ ০০:৪৯ | 122.252.231.12
  • না হলে আমাদের বাড়ির উল্টোদিকে মলের ছাতে খোলা আকাশে নিচে বসা যায়। পানপাত্র হাতে।
  • Ishan | ১১ এপ্রিল ২০০৯ ০০:৪৮ | 12.163.39.254
  • ডাকাতরা ডাকাতি থামানোর সলিউশনগুলো দিতে পারেনা। কারণ,

    এক, তারা যখন যেমন তখন তেমন। চান্স পেলেই ডাকাতি করত, নেহাৎ ভয় পেয়েছে বলে করেনা।
    দুই, তারা সারাজীবন ডাকাতি করেছে, থামানোর চেষ্টা করেনি কখনও। ফলে কিকরে থামাতে হয়, সেটা তাদের জানা নেই।
  • Somnath | ১১ এপ্রিল ২০০৯ ০০:৪৮ | 117.194.198.200
  • আছে দূঃখ আছে সুখ
    Amazing Grace
    চলো লেটস গো
    চুপি চুপি রাত
    cross the line
    এই পথ
    গান খুঁজে পায়

    এই কটা গান আছে চলো লেটস গো তে। কোনটা চাইছো?
  • Blank | ১১ এপ্রিল ২০০৯ ০০:৪৫ | 59.93.203.108
  • সলিউশান টা ফিজিবল উপায়ে দেওয়ার চেষ্টা করি ... কারন সিচুয়েশান গুলো চেনা তাই।
    (মামু ঠিক আধ খানা বুঝে বাকি টা বুঝতে চায় না [ইচ্ছে করে])
  • sayan | ১১ এপ্রিল ২০০৯ ০০:৪৪ | 115.108.25.26
  • কলকাতা? ওকি ডকি। দেখা যাক।

    ইটিভি বাংলায় কেউ বুধ-বিষ্যুদ রাত ন'টায় নচিকেতা সঞ্চালিত দাদা না দিদি নামক "রিয়্যালিটি শো' টি দেখেছেন কি?
  • Du | ১১ এপ্রিল ২০০৯ ০০:৪১ | 71.123.206.135
  • ঐ রকম দৃষ্টান্তমূলক শাস্তি দিতে পারেন বলে স্কুলে ঠিক হয়েছিল কমিটি করে?
  • Ishan | ১১ এপ্রিল ২০০৯ ০০:৪১ | 12.163.39.254
  • আমার যখন সুযোগ ছিল যার তার সঙ্গে শুয়েছি। ভয় দেখালে অবশ্য শুতামনা।

    এখন সুযোগ নেই, তাই কম বয়সীদের কারো সঙ্গে ঘুরতে দেখলেই এন্তার নীতিশিক্ষার বুলি ঝাড়ি। আর ভয় দেখাই। যাতে ভুল করে কারো সঙ্গে শুয়ে না পড়ে।

    এ আমার নৈতিক কর্তব্য। পবিত্র বামপন্থী ও বৈপ্লবিক। ঃ)
  • Blank | ১১ এপ্রিল ২০০৯ ০০:৪০ | 59.93.203.108
  • মামু এই বুঝলো ঃ( ঃ(
  • sayan | ১১ এপ্রিল ২০০৯ ০০:৩৯ | 115.108.25.26
  • ওয়েঃ, না শুয়ে ঘুমোও ক্যাম্নে?

    আবার সেই হস্টেলকথা মনে পড়ে। বাণীব্রত কাউকে জোরে জোরে বলছে, "হামনে কাল রাতকো ইতনা ঘুমায়া, ইতনা ঘুমায়া না কি সুভা মেরা নিন্দ নেহি উঠা'
  • Somnath | ১১ এপ্রিল ২০০৯ ০০:৩৭ | 117.194.198.200
  • সেটা আবার কোন গানটা? আর দু একটা লাইন বলো? রূপঙ্কর? চুপি চুপি রাত?
  • Ishan | ১১ এপ্রিল ২০০৯ ০০:৩৬ | 12.163.39.254
  • তাহলে কি দাঁড়াল?

    যখন র‌্যাগ করার করেছি। বেশ করেছি। ভয় দেখালে আর করতামনা।

    এখন পাট্টি বলেছে র‌্যাগিং বিরোধী হতে তাই হয়েছি। ভয় দেখালেই আবার র‌্যাগ করব। ঃ)

    একে বলে যুক্তি দিয়ে সিদ্ধান্ত নেওয়া। ঃ)
  • Arpan | ১১ এপ্রিল ২০০৯ ০০:৩৫ | 122.252.231.12
  • হলেই হয়। কোরমঙ্গলার কলকাতায়। দুপুরের নির্জন ঠেক। কিন্তু এখনো বোধহয় বিয়ারের লাইসেন পায়নি।
  • sayan | ১১ এপ্রিল ২০০৯ ০০:৩৪ | 115.108.25.26
  • কোমল বুদ্ধিরাজা আছেন একজন তবে কর নেই।

    কিন্তু অধ কে/কি??
  • tania | ১১ এপ্রিল ২০০৯ ০০:৩৩ | 65.115.93.98
  • একি! ঘুমোতে যাবার আগেকে শুতে যাবার আগে বলা হচ্ছে! ঝোলাও উল্টো করে! আমাদের এক FOB একদিন লাঞ্চের সময় গল্প করছিল ...then I watched TV a little, then slept for an hour and then... শুনে এক সাহেব হাঁ হাঁ করে বলেছিল You mean you fell asleep. Say that. Dont say you slept! Its vulgur! ঃ-) ঃ-)
  • sayan | ১১ এপ্রিল ২০০৯ ০০:৩২ | 115.108.25.26
  • এই যে অপ্পন্দা, আমার ল্যাজ না টেনে বলো আমাদের এপ্রিলের প্ল্যানটা চৌপাট হল কিনা। আইপিএল তো সাউতাপ্রিকা পলাইলো! ঃ((
  • Paramita | ১১ এপ্রিল ২০০৯ ০০:৩০ | 63.82.71.141
  • সোমনাথ, ঐ দেয়া নেয়ার পেজে গিয়ে চলো লেটস গো-র ছোটো ছোটো পায়ে গানটার কথা লিখে দেবে? অধ।
  • omnath | ১১ এপ্রিল ২০০৯ ০০:২৯ | 117.194.198.200
  • ইঃ। চাপের তারতম্য বোঝেন না, উনি এসেছেন মর্দন করতে!

    যাও প্র্যাকটিশ করো গে।
  • sayan | ১১ এপ্রিল ২০০৯ ০০:২৯ | 115.108.25.26
  • সোমু আজ কেস খাবেই। "শুতে যাওয়ার আগে আগুন' ইত্যাদি দ্বর্থ্যবোধক শব্দসমষ্টিযোগে জনতার সুপ্ত প্যাশন উজ্জীবিত করতে চাইছে।
  • omnath | ১১ এপ্রিল ২০০৯ ০০:২৮ | 117.194.198.200
  • গুড ক্যাচ। শার্প।
  • Arpan | ১১ এপ্রিল ২০০৯ ০০:২৭ | 122.252.231.12
  • কোমল কর কি কারোর নাম? সান্দা তাকে জোরে মর্দিত করেছে?
  • a x | ১১ এপ্রিল ২০০৯ ০০:২৬ | 143.111.22.23
  • "গে বলে গালি"
  • sayan | ১১ এপ্রিল ২০০৯ ০০:২৪ | 115.108.25.26
  • কোমল কর সজোরে মর্দিত এবং অতঃপর ফ্যালাঞ্জেস কারপল হইতে ডিস্লোকেটেড হইলে ওয়ার্কপ্লেসে ভায়োলেন্সের দরুণ জেল হইবার সম্ভাবনা প্রবল।
  • Arpan | ১১ এপ্রিল ২০০৯ ০০:২৩ | 122.252.231.12
  • * কনফিউশন
  • omnath | ১১ এপ্রিল ২০০৯ ০০:২৩ | 117.194.198.200
  • ইতরেতর কি হে? কুৎসিৎ বল!
    আজ ঘুমোতে যাওয়ার আগে আগুন জ্বলবেই।

    হ্যাঁ অক্ষদা, শুনছি।
  • Arpan | ১১ এপ্রিল ২০০৯ ০০:২২ | 122.252.231.12
  • যাগ্গে, স্যানের পোস্টের প্রথম লাইনটা দরকারি। সবাইকে বলনি আবার নাম না করে কাউকে বললেও বলে থাকতে পারো বলেই তো এত কনফিশন।
  • omnath | ১১ এপ্রিল ২০০৯ ০০:১৯ | 117.194.198.200
  • যাঃ আজ্জো গুলায়েছে। বেশি জোরে মর্দন না করাতেই তো সব সমস্যার শুরু।
  • sayan | ১১ এপ্রিল ২০০৯ ০০:১৯ | 115.108.25.26
  • চটকাচটকির মত একটি ইতরেতর শব্দবিশেষের জন্য, ঐ পাছা বগল পোঁটা ইত্যাদির মত এবং একথা বলার জন্য সোমুকে উল্টো করে ঝোলানো হোক।
  • a x | ১১ এপ্রিল ২০০৯ ০০:১৮ | 143.111.22.23
  • সোমনাথ কি খচরামি করেই টোপ ফেলল?
  • Blank | ১১ এপ্রিল ২০০৯ ০০:১৭ | 59.93.203.108
  • আমি কারোর সাথে হ্যান্ড শেক করি না। আপিসে অনেক লোক দেখেছি হিসি করে হাত ধোয় না। তার পর থেকে আমি একদম হ্যান্ড শেকের ধারে কাছে যাই না।
    ঃ( ঃ(
  • arjo | ১১ এপ্রিল ২০০৯ ০০:১৩ | 168.26.215.13
  • আবার বেশি জোরে মর্দন না করলে বলবে কনফিডেন্সের অভাব। কোথায় যে যাই।
  • san | ১১ এপ্রিল ২০০৯ ০০:১৩ | 123.201.53.131
  • অবশ্য যে যে মালেরা (সব নয়) বলার পরেও পাইদি বলল নাকি জেনারালাইজেশন করছি। বলতেই পারে, অভিধা না দিয়ে তো সবাইকে সবই বলা যায়। ভেবে দেখার দরকার হয়না।
  • omnath | ১১ এপ্রিল ২০০৯ ০০:১১ | 117.194.198.200
  • অ, তুমি হ্যান্ডশেক না করে লোকের হাত নিয়ে চটকাচটকি করবা, আর লোকে তোমারে কিসু বলবো না? আমার সাথে এমনি করলে তো আমি পাতি গে বলে গালি দিতুম।
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত