ব্ল্যাঙ্কের "হোস্টেল দূর্নীতির বীজতলা' থ্রেডে 23 Feb 11.33PMএর লেখার 24 Feb 11.34PM এর লেখার পর কাল ওকে র্যাগিং বিরোধী হতে দেখে মজা পেয়েছিলাম। সত্যি সত্যিই বেশ কৌতুক অনুভব করেছিলাম। কারণ আমি মনে করি এই দুটো (মানে র্যাগিং করা আর আশেপাশে ঝামেলা করা) একই মানসিকতা থেকে সঞ্জাত।
কিন্তু আজ ব্ল্যাঙ্ককে কনসিসটেন্টলি রঙের ব্যপারে অবসেসড দেখে মনে হচ্ছে ব্ল্যাঙ্কও আসলে বিপরীত রং মনে করছে বলেই এত কথা।
সরি ব্ল্যাঙ্ক। তোর র্যাগিংবিরোধী অবস্থানটা আমি বিশ্বাস করতে পারছি না।
Ishan | ১০ এপ্রিল ২০০৯ ২৩:০৮ | 12.163.39.254
আরেকটা জিনিস ক্লিয়ার করে নি। যাদবপুরের ক্ষেত্রে আমি কারো কোনো ভুল ধরিনি। কমিউনিটি সার্ভিস বনাম সাসপেনসান নিয়ে একটা তর্ক হচ্ছিল, তাতেও আমি সেভাবে পার্টিসিপেট করিনি। জনৈক শিবুবাবু এখানে পুলিশ আদালত এবং পিটনির সমর্থনে ঝাঁপিয়ে পড়লেন, সেটার বিরুদ্ধেই শুধু বলেছি।
দলে দলে এসেফাই সাপোর্টার শিবুবাবুর সমর্থনে মাঠে নামলেন কেন সেটা তাঁরা বলতে পারবেন। ঃ)
Ishan | ১০ এপ্রিল ২০০৯ ২৩:০৫ | 12.163.39.254
বেশ। ব্ল্যাংকি র্যাগিং করেছে। এবং ব্ল্যাংকি র্যাগিং বিরোধী। র্যাগারদের মেরে দাঁত ভেঙে দেবার কথা বলে। চমৎকার।ঃ)
এবং ব্ল্যাংকি এস এফ আই। তা সত্বেও ব্ল্যাংকির দাঁত ভাঙার বিরুদ্ধে আমাকে দাঁড়াতে হচ্ছে। ঃ)
এস এফ আই র্যাগিং করলে আমি কি বলব, জানতে চাইছিলে, এই হল তার উত্তর।
জয় গুরু।
Somnath | ১০ এপ্রিল ২০০৯ ২৩:০২ | 117.194.199.122
পামিতাদি, ৪০০ র এপারে এই ৭২ পাতা, ওপারে প্রায় ১০ পাতা। কিন্তু পিছন থেকে পড়া যাবে না, কারণ ততক্ষণে নতুন পোস্ট পড়ে পাতাগুলোর সিরিয়াল এত ঘেঁটে দেবে যে প্রতি পাতার ৩-৪ টা করে পোস্ট মিস হবেই। তার চেয়ে সামনের দিক থেকেই পিছনের দিকে এগোতে হবে। তাতে মোট মিসড পোস্টের সংখ্যা মিনিমাম থাকবে।
ভাটের পুরো এই ৪০৭২ পাতাই ডাইনামিক কিনা। প্রথম পাতায় একটা পোস্ট পড়লে শেষ পাতায়ও লেখা ওঠে নামে।
Du | ১০ এপ্রিল ২০০৯ ২৩:০২ | 71.123.206.135
মারধোর বরং নতুন ছাত্রটিকেই করা হয়েছিল। রঞ্জনদার পোস্ট পড়ার পরও আমরা এই নিয়ে তর্ক করছি!! কোন নিয়মই মানবো না , প্রতি ক্ষেত্রে ডিবেট শুরু করবো - এতো আজব !
Blank | ১০ এপ্রিল ২০০৯ ২২:৫৯ | 59.93.213.193
হ্যা লিখেছি তো। হয়েছি, করেও ছি।
Blank | ১০ এপ্রিল ২০০৯ ২২:৫৭ | 59.93.213.193
আমি কাল UGC গাইড লাইন দিয়েছি। আর যাদবপুরের কেসে মার ধোর কিস্যু হয় নি। যাস্ট সাসপেন্ড করেছে। তো ভুল কোথায়?
Ishan | ১০ এপ্রিল ২০০৯ ২২:৫৫ | 12.163.39.254
আমার যদ্দুর মনে হচ্ছে ব্ল্যাংকি কালকে আমি র্যাগড হয়েছি এবং করেছি, জাতীয় কোনো একটা কথা লিখেছিল। ঠিক শিওর না। লিখেছিলে কি?
Du | ১০ এপ্রিল ২০০৯ ২২:৫৫ | 71.123.206.135
তোডির জন্য তাহলে কি শাস্তি ঠিক হলো- বিনে পয়সায় একবছর গেঞ্জী বানানো ?
a x | ১০ এপ্রিল ২০০৯ ২২:৫৫ | 143.111.22.23
আহা তোমরা বোঝনি এতক্ষণ? আমরা হলাম গিয়ে ওরা, মানে যা কিছু অ-সিপিএম। আমরা এক্ষেত্রে কোনো শাস্তি'ই চাইছিনা। সব ডাইভার্ট করে দেবার চেষ্টা। এরা হলেন সিপিএম, তাই এক্ষেত্রে কড়া দাওয়াই চাই। শুধু বুদ্ধবাবুর বেলা, ও তো ভুল হয়ে গেছে। মানে অ্যাট দ্য এন্ড, সব তর্কেরই তো এটাই সামারি।
Ishan | ১০ এপ্রিল ২০০৯ ২২:৫৪ | 12.163.39.254
খুব ক্লিয়ার করে বলেছি কাল। এই ফাইনাল টাইম।
যেখানে ক্রিমিনাল অফেন্স সেখানে পুলিশ ডাকুন। মার-ধোর-নষ্টামির বিচার আইনের পথে হোক।
যেখানে ক্রিমিনাল অফেন্স নয়, সেখানে পেঁদিয়ে সিধে করে দেব, জাতীয় কথা বলবেন না। সেখানে কমিউনিটি প্রসেসে কাজ হোক।
Blank | ১০ এপ্রিল ২০০৯ ২২:৫৩ | 59.93.213.193
হ্যা রঙীন তো। কিন্তু নিজের রঙের ছেলেগুলো কে 'পোলাপান' বলে ছেরে দিতে বলছি না।
dipu | ১০ এপ্রিল ২০০৯ ২২:৫০ | 121.243.161.234
তবে কিনা র্যাগিংয়ের টইয়ে বিবির পোস্টগুলো পড়ে ওনাকে ঠিক সাদাকালো মনে হচ্ছে না ঃ-))
Blank | ১০ এপ্রিল ২০০৯ ২২:৫০ | 59.93.213.193
মামু ও শেষে আইন এর কথা বলে??? এ কি হলো!!!! ওসব তো অস্পৃশ্য বল জানতুম। (কাল মামুকে জিজ্ঞাসা করেছিলাম যে যদি আইন নাই থাকে, তাহলে কি আইন না হওয়া অব্দি শাস্তি দেওয়া যায় না। ফের এক প্রশ্ন রিপিট করতে এক ঘেয়ে লাগছে)
d | ১০ এপ্রিল ২০০৯ ২২:৪৯ | 117.195.43.169
কিন্তু ব্ল্যাঙ্কও তো দিব্বি রঙীন। তো ব্ল্যাঙ্কের কি নিজের শেড ছাড়া বাকী শেডগুলো ভেঙ্গে গুঁড়িয়ে দেওয়ার ইচ্ছে।
Ishan | ১০ এপ্রিল ২০০৯ ২২:৪৮ | 12.163.39.254
আর হ্যাঁ, নিজের ঠ্যাঙান বা পুলিশ দিয়ে ঠ্যাঙান। আইন-কানুনের ধার কিন্তু ধারবেন না। কোন আইনে ঠ্যাঙাচ্ছেন জিজ্ঞাসা করলে প্যান্টুলে হিসি করে ফেলুন। বলুন, ওসব সুপ্রিম কোর্ট জানে। আমি কি জানি? ঃ)
Blank | ১০ এপ্রিল ২০০৯ ২২:৪৭ | 59.93.213.193
হেহে, এগুলোকেই বলে এক্সট্রিমিজম। যেটা পাইদি আগের দিন লিখেছিলো। মাঝে মাঝে ভয়ানক বোকা লাগে এক্সট্রিমিজম গুলো। যাগ্গে এই ধরনের এক্সট্রিমিজনের লাস্ট পোস্ট করে দিয়েছি। এক জিনিস ঘ্যানাতে বোর লাগছে।
bb | ১০ এপ্রিল ২০০৯ ২২:৪৬ | 117.195.161.184
এইটাকেই আমি গুলিয়ে দেওয়া বলেছিলাম। যারা রঙ্গিন তারা অপরাধকে লঘু করে দেখানর জন্য উল্টপাল্টা উদা দিচ্ছেন। আর পুলিশের কথা নয়, শাস্তির কথা হচ্ছে।
arjo | ১০ এপ্রিল ২০০৯ ২২:৪৩ | 24.42.203.194
চোখের বদলে চোখ, দাঁতের বদলে দাঁত।, র্যাগিংয়ের বদলে র্যাগিং। এই আমাদের মূল মন্ত্র। দলমত নির্বিশেষে এগিয়ে আসুন।
Blank | ১০ এপ্রিল ২০০৯ ২২:৪৩ | 59.93.213.193
অথবা পুলিশ, আইন, আদালত, কর্তৃপক্ষ এসব হলো খারাপ ও অস্পৃশ্য জিনিস। বরং সব কিছু তে নাগরিক কমিটি থাক। যারা চুরি করলে, ডাকাতি করলে বলে দেবে যে কি কি করতে হবে। জেল টেল তুলে দেওয়াই ভালো। বরং মানুষকে বোঝানোর চেষ্টা করা হোক যে চুরি ডাকাতি কত খারাপ। সত্যি তো আইন করে আজ অব্দি চুরি ডাকাতি বন্ধ হয় নি। এই চিন্তা ভাবনা গুলো, মাইরি বলছি, শুনলেই রঙ বোঝা যায়। অথবা এই চিন্তা ভাবনা যাদের থাকে তারা ঐ রঙটাই মেখে নেয়।
omnath | ১০ এপ্রিল ২০০৯ ২২:৪৩ | 117.194.199.122
আর এই যে রেস্তোরায় খাবার সময় তাকানো? সেটাও তো প্রকারান্তরে র্যাগিংই? ভিক্টিমের দিক থেকে দেখলে? তার শাস্তি হিসেবে .....
Paramita | ১০ এপ্রিল ২০০৯ ২২:৪২ | 63.82.71.141
কত পাতা থেকে পড়তে শুরু করলে একটু সুবিধে হবে?
dipu | ১০ এপ্রিল ২০০৯ ২২:৪২ | 121.243.161.234
রস্তার ধারে হিসি করা গভীরতর সামাজিক অপরাধ। আশা করা যায় এ অপরাধের শাস্তিও এই লাইন মেনেই হবে ঃ-))
I | ১০ এপ্রিল ২০০৯ ২২:৩৯ | 59.93.240.206
লিস্টিতে একখানা বাদ গেছে। ঝাড়ি করা। সে-ও সামাজিক অপরাধ। চোখ গেলে দেওয়াকে সমর্থন করুন।
pi | ১০ এপ্রিল ২০০৯ ২২:৩৮ | 128.231.22.89
হ্যাঁ , আমার পোস্টে একটা কথা ব্ল্যাংক , বিবি, বাইনারি ,দুটো কথা স্যানের পোস্ট প্রসংগে ছিলো। সকলের হয়ে স্যান নিজেকে 'কেউ' বলে বলে লিকে দিয়েছে।
ও, বুয়েচি। স্যান হল গে কেউকেটা ঃ) কি বুদ্ধি আমার ঃ)
dipu | ১০ এপ্রিল ২০০৯ ২২:৩৬ | 121.243.161.234
না, বিবি কে।
Ishan | ১০ এপ্রিল ২০০৯ ২২:৩৫ | 12.163.39.254
চুরি এক গভীর সামাজিক অপরাধ। তার জন্য প্রত্যেকের উচিত গণপিটুনিকে সমর্থন করা।
ধর্ষণ এক সামাজিক অপরাধ। সে জন্য প্রত্যেকের উচিত ধনঞ্জয়ের ফাঁসি চাওয়া।
র্যাগিং এক সামাজিক অপরাধ। তার জন্য প্রত্যেকের উচিত ক্যাম্পাসে পুলিশ পিটনিকে সমর্থন করা।
করলে ভালো। নচেত তোমার রাজৈতিক দুরভিসন্ধি আছে। পলিটিকাল কালার ফালারের ব্যাপার আছে। সেকি আমরা বুঝিনা? হুঁহুঁ বাওয়া আমরা বুদ্ধিমান। ঃ)
Blank | ১০ এপ্রিল ২০০৯ ২২:৩৪ | 59.93.213.193
কারে দিলো, আমারে নাকি?
dipu | ১০ এপ্রিল ২০০৯ ২২:৩৩ | 121.243.161.234
ক্ল্যাপক্ল্যাপ ক্ল্যাপ
Blank | ১০ এপ্রিল ২০০৯ ২২:৩২ | 59.93.213.193
SFI অম্নি র্যাগিং করলে মামু কি বলতো সেটা পরে কখনো জানবো (এখন জেনে লাভ নেই)
bb | ১০ এপ্রিল ২০০৯ ২২:৩১ | 117.195.161.184
I এস এফ আই হোক বা সিপি বা DSO র্যাগিং এক অতন্তঃ গভীর ব্যাধি এবং দলমত নির্বিশিষে তার নিন্দা করা উচিত এবং শাস্তির দাবি করা উচিত বলে মনে হয়।
I | ১০ এপ্রিল ২০০৯ ২২:৩০ | 59.93.240.206
প্রজেক্ট বাদুড়ভাটিয়ালী।
Ishan | ১০ এপ্রিল ২০০৯ ২২:৩০ | 12.163.39.254
এছাড়াও ভাটের পাতায় যারা যারা বাল বোকাচোদা বলে মুখ খারাপ করে, সব ব্যাটাকে পুলিশে দিতে হবে। সব আপব্রিংগিং এর দোষ পুলিশ দিয়ে পিটলেই শুধরে যাবে।
Ishan | ১০ এপ্রিল ২০০৯ ২২:২৭ | 12.163.39.254
ওরকম কথা আমরা হামেশাই বলে থাকি? আমাদের কালচার? সমোস্কিতি? ভাটের ধরণ দেখাচ্ছো অ্যাঁ? ঝ্যাঁটা মারি মুখে। অবিলম্বে একটা ইউনিফর্ম পুলিশি আইন বানিয়ে যে যে মিথ্যেবাদী বলে হিমিলিয়েট করেছে, সব ব্যাটাকে ঝুলিয়ে দেওয়া দরকার।
dipu | ১০ এপ্রিল ২০০৯ ২২:২৭ | 121.243.161.234
আই দা কে উল্টো করে ঝোলানো হোক। আনস্মার্ট বলায় আমি রীতিমত হিউমিলিয়েটেড ফিল করছি ঃ-))
I | ১০ এপ্রিল ২০০৯ ২২:২৬ | 59.93.240.206
সমরঙী বলতে কি এস এফ আই-য়ের কথাও বলা হচ্ছে? তাদের দিব্য র্যাগিং কত্তে দেখেছি কিনা !
I | ১০ এপ্রিল ২০০৯ ২২:২৫ | 59.93.240.206
ডিট্টো দিলে কি করে হবে? দর হাঁকতে হবে তো ! দেখেছো, দীপু ব্যাপারটাই ধরতে পারেনি। নাঃ, ওকে স্মার্ট করতে হবে। র্যাগিং দরকার।
Blank | ১০ এপ্রিল ২০০৯ ২২:২৪ | 59.93.213.193
গুড সকাল ঃ)
dipu | ১০ এপ্রিল ২০০৯ ২২:২৩ | 121.243.161.234
আই দা কে ডিট্টো ঃ-))
Blank | ১০ এপ্রিল ২০০৯ ২২:২৩ | 59.93.213.193
কালকের পোস্ট গুলো থেকে পরিষ্কার মনে হচ্ছিলো (পাস্ট টেন্স নয় এখনো) যে মামু এবং অক্ষদির কথা বার্তা হলো, 'আহা পোলাপান, না হয় দুটো র্যাগিং করেই ফেলেছে। তাই বলে *কতৃপক্ষ ওদের শাস্তি দেবে? অবরোধ করেছে বেশ করেছে'।
আর বহুবার মনে হয়েছে যে রকম চিন্তা ভাবনার কারন হলো ওরা আমরা সমরঙী। এখনো অব্দি এই চিন্তা পাল্টায় নি
san | ১০ এপ্রিল ২০০৯ ২২:২২ | 123.201.53.131
আরে, বললাম তো, পাইদি, ৪০৫৯ পাতায় ০১ঃ ১৫ র পোস্টে একসঙ্গে যা যা লিখেছিল, তাতে তো আমাকে বলাই মনে হয়েছিল, তার উত্তরে বলেছি না মোটেই কেউ এরকম বলেনি। ওরকম ভাবে কথা আমরা হামেশাই বলে থাকি, তবে সেটা প্রমাণ করা যাবেনা, সেই জন্য উইথড্র ও করে নিলাম তো। নয়তো গুচ্ছ গুচ্ছ রেফারেন্স দিয়ে কেউ না কেউ বলেছে এরকম কথা আসবে।
I | ১০ এপ্রিল ২০০৯ ২২:২১ | 59.93.240.206
যত্তো ঝগড়া তত্তো টি আর পি। লাগ লাগ লাগ চল্লিশ।
a x | ১০ এপ্রিল ২০০৯ ২২:১৬ | 143.111.22.23
পাতা ৪০৩৯, সময়ঃ ২ঃ২০ AM
Ishan | ১০ এপ্রিল ২০০৯ ২২:১৬ | 12.163.39.254
কেউ মানে আমি!!!!
বাংলা জানেনা? না মিথ্যেবাদী?
d | ১০ এপ্রিল ২০০৯ ২২:১৪ | 117.195.43.169
ওফ! এতক্ষণ ধরে ডাউন থাকায় বলতে পারছিলাম না। আমার কিন্তু এই থাপ্পড় দেওয়া -- ট্রীটমেন্টটা বেশ পছন্দ হয়েছে। আমি বরাবরই থাপ্পড় দিতে ভালবাসি।
a x | ১০ এপ্রিল ২০০৯ ২২:১৩ | 143.111.22.23
দ, না কালকেই খেয়াল করেছি, একসাথে কতগুলো ঝগড়া করব!
আর ব্ল্যাংক তো কাল পরিষ্কার বলল "শুধু র্যাগিং কে সাপোর্ট করার জন্য?" তারপর কিসব ছু ছি শব্দ করল।
san | ১০ এপ্রিল ২০০৯ ২২:১২ | 123.201.53.131
আচ্ছা, মিথ্যে কথায় আপত্তি, উইথড্র করে বলে দিলাম, ওটা তুমি ঠিক ভাবনি। কথা না চালালে ঝগড়া করব কি করে ! এখন না হোক, পরে !
তবে হ্যাঁ, আমি 'কেউ' বলতে তখন নিজের কথাই বলেছিলাম, ব্ল্যাংকি ট্যাংকি না, এটাও সত্যি। কেননা তোমার ওই বাক্যবন্ধের বাকি সবকটা আমার কথা তুলে এনে বলা তো, হাতের লেখা করানো, কাউ স্লটার, তাই ..... তবে টেকনিকালি প্রমাণ করা যাবেনা, কেউ মানে কেউ কিনা !!! সুতরাং ......
ঈশান, গুলিয়ে দেবার চেষ্টা তো হচ্ছেই। র্যাগিং এর সমর্থনে অবশ্য নয়, তবে শাস্তির সমর্থন বা অসমর্থনে ডেফিনিটলি।
pi | ১০ এপ্রিল ২০০৯ ২২:১২ | 128.231.22.89
রেফারেন্সে আরো অনেক পোস্ট ও দেওয়া যায়। কিন্তু সেগুলো আমরা বোধহয় সব ভুলভাল বর্ণমালা পড়ছি !
যাই হোক, একটা কথা একটু ক্লিয়ার করে দি, এ বিষয়ে ব্ল্যাংকি কে আমার কিছু বলার নেই কিন্তু। ও কোথাও আমরা মিথ্যে বলেছি টলেছি এমন কিছু বলেনি। ওর পোস্টটা রেফারেন্স হিসেবে জাস্ট দিয়েছি।
এত এভিডেন্ট কথাটা আলাদা করে বলার দরকার ছিলো না, কিন্তু দিনকাল তো মোটেও ভাল না।
আর কিছু ই বলার নেই। এরপর বল্লে সব চর্বিতচর্বণ হবে, কিম্বা ঝগড়া। কোনোটাই স্বাস্থ্যের পক্ষে ভালো না।
Du | ১০ এপ্রিল ২০০৯ ২১:৩১ | 71.123.206.135
আপব্রিঙ্গিং এ গন্ডগোল বললে সবারই লাগে ? অথচ মা নিয়ে কথাবার্তা ক্যাজুয়ালি নেওয়া স্মার্ট !
Ishan | ১০ এপ্রিল ২০০৯ ২১:৩১ | 12.163.39.254
জাস্ট ফর রেফারেন্স।
বিবির পোস্টঃ IP Address : 117.195.181.216 Date :09 Apr 2009 -- 11:39 PM
"আমি একটু আশ্চয বোধ করছি।একটি ছেলে র্যাগিংএ দোষী প্রমাণিত হয়েছে। তার দৃস্টান্তমূলক শাস্তি হওয়া উচিত। এটা গুলিয়ে দেবার জন্য এত রকম ভাবে কেন একদল চেষ্টা করে চলেছেন? alma matar বলে, বা রাজনৈতিক মতবাদের জন্য?'
বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে,
মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা,
কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
আমাদের কথা
আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের
কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি
জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্চিন্তার দিন শেষ হল। ... আরও ...
বুলবুলভাজা
এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ।
দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও
লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
হরিদাস পালেরা
এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে
পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান
নিজের চোখে...... আরও ...
টইপত্তর
নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান।
এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর।
... আরও ...
ভাটিয়া৯
যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই,
সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক
আড়ালহীন কমিউনিটি ... আরও ...
টইপত্তর/ভাটিয়া৯/হরিদাসপালের লেখার বক্তব্য লেখকের নিজস্ব, গুরুচণ্ডা৯র কোন দায়িত্ব নেই
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক।
অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি।
যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।
মে ১৩, ২০১৪ থেকে সাইটটি
বার পঠিত
সকলকে জানান
উপরে যে কোনো বোতাম টিপে পরিচিতদের সঙ্গে ভাগ করে নিন