এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • r | ১০ এপ্রিল ২০০৯ ১১:৩০ | 125.18.104.1
  • ধুস্‌!
  • bb | ১০ এপ্রিল ২০০৯ ১১:১৪ | 125.16.17.152
  • dipu আমাদের সময় আমরাও engg এ তাই করে র‌্যাগিং থেকে বেঁচেছি, কিন্তু পরে aprreciate করেছি, সবাই সমান নয়। আমার দ্বায়িত্ব নয় কাউকে smart বানানোর। এগুলি আমারা Justify করার জন্য বলে থাকি।
  • dipu | ১০ এপ্রিল ২০০৯ ১১:০৪ | 207.179.11.216
  • bb, প্রশ্নটিকে আপাতঃ vulgar কিন্তু অন্ততঃ নিরীহ, এভাবেও দেখা যায়। আর উত্তর দেওয়া, না দেওয়া জুনিয়রের ব্যাপার। যেমন, আমি ক্যাবলার মত তাকিয়ে ছিলাম, কোন উত্তর দিতে পারিনি।
  • Binary | ১০ এপ্রিল ২০০৯ ১১:০৩ | 70.64.8.206
  • খুব সামনের উদাহরণ দেখতে পাচ্ছি, আমার ভাইপো, এবার হায়ার্সেকেন্ডারি-জয়েন্ট দিয়েছে, নেখা পড়ায় ভালই মনে হয়, যাদবপুর-আইআইটি-তে যেতে-ই পারে। কিন্তু ওকে এরকম একটা পোশ্ন করা হলে কি হবে কি হবে ভাবতে-ই হ্‌দকম্প হচ্ছে !!!
  • dipu | ১০ এপ্রিল ২০০৯ ১১:০১ | 207.179.11.216
  • ছুটির দিনে অফিস এসেছি, কিন্তু কফি মেশিনটা কাজ করছে না। ব্যাপাট্টা মোটেই স্পোর্টিংলি নিতে পারছি না ঃ-))
  • bb | ১০ এপ্রিল ২০০৯ ১১:০১ | 125.16.17.152
  • somnath একটা প্রশ্ন? যদি আমি আপনার এই আপাতঃ নিরীহ কিন্তু অন্ততঃ vulgar প্রশ্নগুলি পছন্দ না করি, তাহলেও জুনিয়ার হিসাবে আমাকে উত্তর দিতে হবে? কারণ আপনি কলেজে আমার সিনিয়ার এবং আপনার দ্বায়িত্ব আমাকে smart বানানোর? তাই র‌্যাগিং ভালো?
  • Binary | ১০ এপ্রিল ২০০৯ ১০:৫৭ | 70.64.8.206
  • যারা স্পোর্টিং-লি (এসব কথা আবার স্পোর্টিঁ-আনস্পোর্টিং হয় কিনা জানা নেই) নিতে পারে তাদের তো র‌্যাগ্‌ড হতে হয় না, র‌্যাগড হতে হয় তাদের-ই যারা নিতে পারে না।
  • Arpan | ১০ এপ্রিল ২০০৯ ১০:৫৫ | 216.52.215.232
  • ইলেকশনে জেতা-হারার প্রশ্ন তুলিনি। তোমার ওই পার্টিকুলার কমেন্টটার সাথে পুরনো কিছু মিল খুঁজে পেলাম (লিখলাম তো সেটা) বলে লেখা।
  • Arpan | ১০ এপ্রিল ২০০৯ ১০:৫৩ | 216.52.215.232
  • হ্যা, এই ব্যপারটা আমিও মানি যে এই জিনিসগুলি স্পোর্টিংলি নিতে পারে না, তাকে একা ছেড়ে দাও। বারবার বিরক্ত করে 'মজা' পাবার কোন কারণ নেই।
  • arjo | ১০ এপ্রিল ২০০৯ ১০:৫০ | 24.42.203.194
  • প্লাগড ইন হিটারে হিসি করার আর একটা নিয়ম হল থেমে থেমে করা। কন্টি করলেই কারেন। শায়াটা পান, এমনই ছিল মেয়েরা কি কামাবে? বা ইস হয়ে গেল জাতীয় নিরীহ এক্সটেম্পোর। নিরীহ কিন্তু খুব ইরিটেটিং। এসব করার কোনো দরকার নেই। বন্ধুত্ব, স্মার্টনেস বল কোনোটাই এর থেকে হয় না। আবার এটা রুখতে পুলিশ ডাকারও মানে নেই। এই যা।
  • Binary | ১০ এপ্রিল ২০০৯ ১০:৪৮ | 70.64.8.206
  • দ্যাখো অপ্পন, 'তোর মা ...' ইত্যাদি বল্লে, আমি হতেই পারি পেছন উলটে পড়াশোনা করা গাম্বাট, এসব কথার দুন্বরি-তিননম্বরি মানে বুঝিনা, বাবা-মায়ের ছাতার তলায় থাকা এতদিনের ঘেরাটোপ কাটিয়ে উঠতে অসুবিধা হচ্ছে, আমার মনে হতেই পারে, যে এই মন্তব্যটা সহ্য-ই করতে পারছিনা, আমার মেন্টাল ব্রকডাউন হচ্ছে। সেখানে ইলেকশানে জেতা হারা বানের জলে ভাসিয়ে দাও। আমার মনে হতেই পারে আমার প্রাইভেট স্পেসে নির্মম ভাবে আঘাত করা হচ্ছে। তার জন্য তুল্য শাস্তি যে বলছে তার অবশ্য-ই প্রাপ্য, এখানে ইলেকশনে হারা জেতা পোশ্ন তোলা ধ্যাষ্টামো।
  • san | ১০ এপ্রিল ২০০৯ ১০:৩৬ | 123.201.53.131
  • যেমন কলকাতার বাসে মেয়েদের বুকে হাত দেওয়া কালচারের অঙ্গ। এসবে আমি কড়া শাস্তি চাই। কিন্তু ছিঁচকে চোরকে ধরে কমিউনিটি সার্ভিস করালে আমার কোনো প্রবলেম নাই ।
  • san | ১০ এপ্রিল ২০০৯ ১০:৩৪ | 123.201.53.131
  • কি জ্বালাতন। পরিষ্কার লিখলাম যে যে অফেন্স কালচারের মধ্যে ঢুকে গেছে বলে আলাদা করে আর অফেন্স লোকে ভাবেও না, তাদের ক্ষেত্রে আমি কড়া শাস্তি চাই। নয়তো লোকে চলছে চলুক বলে চোখ বন্ধ করে রাখে।

    পকেটমার, জঙ্গীপনা এগুলো কবে থেকে আমাদের কালচারের অঙ্গ?
  • Arpan | ১০ এপ্রিল ২০০৯ ১০:২৭ | 216.52.215.232
  • বাইনারিদা এসএফআইয়ের র‌্যাগিং বিরোধী সেলের মত কথাবাত্তা বলছেন।

    অন্যদিকে কমরেড আজ্জো, ঈশান বা পাইয়ের কথায় ডিএসফের নেতৃবৃন্দের মিল খুঁজে পেলাম।

    নো ওয়ান্ডার, যদুপুরে কেন এসএফআই বছর বছর হারে। "এই র‌্যাগিং যারা করে তাদের বেসিক আপব্রিংগিনং-এ মেজর প্রবলেম আছে' এই জাতীয় মন্তব্য করলে তো তাই হবেই।

    দ্বিতীয় কথা, যদুপুরে নকশাল-এসএফআই রাজনীতির পোলারাইজেশন এত বেশি এবং তাতে কর্মচারী সংসদ-জুটা ইত্যাদি প্রতিষ্ঠান তাদের সমস্ত রাজনৈতিক রং নিয়ে সর্বান্তকরণে অংশগ্রহণ করে যে (যাদবপুরের এলসির কথা আর তুললাম না) যেকোন বিষয়েই দর-কষাকষি হয়েই থাক এবং হবেও।
  • dipu | ১০ এপ্রিল ২০০৯ ১০:২৩ | 207.179.11.216
  • একদম ঠিক।
  • Somnath | ১০ এপ্রিল ২০০৯ ১০:১৭ | 117.194.195.226
  • মানে সায়া কেসটা আমি যদ্দুর জানি, লোকে রেগে গিয়ে, কান লাল করে না দেখিনি বলায় বা, এভাবে আমাকে অপমান করতে পারেন না ইত্যাদি বলায় বা সিনিয়ারদের বেসিক আপব্রিংগিং এর মেজর প্রবলেম থাকাটাকে হাইলাইট করলে পরে সিনিয়ারেরা খোরাক করে বলে থাকে - কেন তোদের বাড়িতে জামাকাপড় কোথায় শুকোতে দেওয়া হয়? বা জানতে চায় তাদের বাড়িতে ওয়াশিং মেসিন থেকেই জামাকাপড় শুকনো হয়ে, ইস্ত্রি হয়ে বেরিয়ে আসে কিনা।
  • Arpan | ১০ এপ্রিল ২০০৯ ১০:১৫ | 216.52.215.232
  • ওরে নারে কমরেড, আমি সবার বক্তব্য মোটামুটি পড়েছি। হনুর জলের মত সোজা করে লেখা বক্তব্যও বুঝেছি।

    আমার দুই-তিনটে কথা লেখার ছিল। আপাতত কাজাই। পরে সময় পেলেই লিখে দেব।
  • pi | ১০ এপ্রিল ২০০৯ ১০:১২ | 69.255.233.93
  • স্যানদিমণি আমাকে কিসব যেন বলেছে আমি বাংলা পড়তে পারি না, স্যান আরো বলেছে , যার ঘুরিয়ে মানে দাঁড়ায়, আমার সেন্স টেন্স নাই।
    আমি এগুলোতে হিউমিলিয়েটেড ফিল করেছি।
    কাল ও করেছিলাম। কলকাতার নাগরিক হিসেবে কলকাতার লোকজনকে নিয়ে অমনি করে বলায়।
    আমি দাবী করছি ( মানে ঐ জনমত গঠনের চেষ্টা করছি আর কি ঃ)) স্যান দি কে উল্টে ঝুলিয়ে দেওয়া হোক। ঃ)

    হাস্যকর লাগছে তো ?

    আমারো এমনি হাসি পাচ্ছিলো পুরানো পোস্ট গুলো পড়তে গিয়ে।
    যেকোনো কিছুর জন্য অমনতর ফ্ল্যাট রেটে শাস্তি ধার্য হচ্ছে দেখে।
    তার উপর আবার এই মেরে মুখ ভেংগে দেওয়া, উল্টো করে ঝুলিয়ে দেওয়া এইসব শাস্তি।
    জনমত গঠন করে আবার এইসব শাস্তি আইনতঃ সিদ্ধ করার কথাও বলছে লোকে।
    আচ্ছা, পাথর ছুঁড়ে মারাটা কেমন অপশান ?
    হাতি টাতি নেহাত অত সহজে পাওয়া যাবে না, নইলে ওটাও মন্দ ছিল না।
    আরেকটা ভালো আইডিয়া আছে। যদিও ধার করা ঃ( ।
    ঐ গঙ্গাজল।

    পকেটমার ধরলেই গণপ্রহারে তার ইহলীলা সাঙ্গ করতে হবে, জঙ্গী টঙ্গী ধরা মানেই এনকাউন্টার, কি , তাইতো , স্যানদি ?
    এক্কেরে ক---ড়া শাস্তি ।
  • Binary | ১০ এপ্রিল ২০০৯ ১০:০৬ | 70.64.8.206
  • র‌্যাগিং যারা করে তাদের বেসিক আপব্রিংগিনং-এ মেজর প্রবলেম আছে, সেখানে ঈশানে-র, 'তুইয়ে-তাইয়ে বুঝিয়ে বল্লে বোঝে' এসব ফালতু লজিক খাটেই না। যারা বলে 'তোর মা...' ইত্যাদি, তাদের বেসিক ভ্যালু নিয়েই পোশ্ন থাক উচিত।
  • I | ১০ এপ্রিল ২০০৯ ১০:০৫ | 59.93.194.150
  • কমনিস পাট্টি ঋত্বিককে র‌্যাগ করেছিল। ঋত্বিক কাকে র‌্যাগ করেছিল?
  • dipu | ১০ এপ্রিল ২০০৯ ১০:০৫ | 207.179.11.216
  • এবং এর থেকেই পরিষ্কার, র‌্যাগিং কি, তাই ডিফাইন্ড নয়।
  • Somnath | ১০ এপ্রিল ২০০৯ ১০:০৪ | 117.194.195.226
  • সরি টিম না, দীপু।
  • I | ১০ এপ্রিল ২০০৯ ১০:০৪ | 59.93.194.150
  • তারাশঙ্কর বিভূতি বাড়ুজ্যেকে র‌্যাগ করত। মেন্টাল টর্চার।
  • Somnath | ১০ এপ্রিল ২০০৯ ১০:০৪ | 117.194.195.226
  • টিম বলতে পারবে অ্যাকচুয়াল কেসটা কি। তবে আমার যদ্দুর জানা, প্রশ্নটাকে এদিকে ঘুরিয়ে দিলেই সিনিয়ারেরা হেসে অ্যাপ্রিসিয়েট করে থাকে। মানে সেইজন্যেই প্রশ্নটা করা। যেমন হিটারে হিসি করতে বলা। মেঝেতে ইলেকট্রিক হীটার লিখে, বা কাগজে লিখে সেটা মাটিতে ফেলে - "এখানে করব না বাইরে গিয়ে" জিজ্ঞেস করলেই এই এপিসোডটা শেষ হয়।
  • dipu | ১০ এপ্রিল ২০০৯ ১০:০৩ | 207.179.11.216
  • মা কে সায়া কেসে আমি একটুও রাগিনি। তাৎক্ষণিক হকচকিয়ে গেছিলাম, এবং পরে ভেবে দেখেছি, বাংলা ভাষায় দ্ব্যর্থবোধক বাক্যের এটা একটা উঙ্কÄল উদাহরণ। এবং ফ্রেশাররা যদি সত্যি ই একদম অপাপবিদ্ধ ছুঙ্কুমুনু হয়, তবে তাদের থেকে "হ্যাঁ, দেখেছি তো', এই উত্তরই প্রত্যাশিত।
  • Binary | ১০ এপ্রিল ২০০৯ ১০:০০ | 70.64.8.206
  • মাল খেয়ে ২ডিগ্রি আউট হয়ে আছি, কেন জানি মাল খেলেই ঋত্তিক আর তারাশংকরের কথা মনে হয়, কে জানে ?
  • Binary | ১০ এপ্রিল ২০০৯ ০৯:৫৮ | 70.64.8.206
  • ইও সোমনাথ, এই নিরিহ পোশ্নো করার জন্য-ই এটা পোশ্নোটা করা হয় নকি ?? নাকি পেছনের মানেটা কে সামনে আনার জন্য ? টচ ইওর হার্ট অ্যান্ড সে ...
  • Somnath | ১০ এপ্রিল ২০০৯ ০৯:৫৫ | 117.194.195.226
  • এই র‌্যাগিং নিয়ে সত্তর পাতা ভাট না লিখে প্রথমেই একটা টই খুলে নিলে কি খুব সমস্যা হত?

    মা কে সায়া তুলতে দেখেছে কিনা জিজ্ঞাসা করায় সবাই খুব রেগে গেছে মনে হল। কিন্তু জামা কাপড় কেচে রোদে শুকোতে দিলে তারপর তো তুলতেই হবে। এতো প্রতিদিনই দেখতে পাবার কথা।

    কোড অফ কন্ডাক্টে কি ডুয়াল মিনিং কথাবার্তা বলা নিষিদ্ধ করা হল? মানে যতদিন না ততদূর ইন্টিমেসি হয় ততদিন পর্যন্ত?
  • san | ১০ এপ্রিল ২০০৯ ০৯:৫১ | 123.201.53.131
  • না , না, আমি র‌্যাগিং রুখতে পুলিশ ডাকার পক্ষে

    এই পারস্পরিক ডায়ালগের মাধ্যমে সমস্যা মেটান এই দাবি কিছু কিছু ক্ষেত্রে আমি বিশ্বাস করি না

    কোন কোন ক্ষেত্রে? যেখানে পানিশেবল অফেন্স গুলো আসলে কালচারের অঙ্গ হয়ে গেছে। র‌্যাগিং, পণ ফন, তারপরে রাত জেগে ধর্মের নামে মাইক চালানো । এসবে আমি কড়া শাস্তির পক্ষে। এগুলোর ক্ষেত্রে জনপ্রতিনিধিরা হয় নিজেরাই বায়াসড নয় দর কষাকষিতে ব্যস্ত এবং তাদের আমি বিশ্বাস করিনা।

    (চুপ)
  • arjo | ১০ এপ্রিল ২০০৯ ০৯:৪৪ | 24.42.203.194
  • অপ্পনকে একটা আপডেট দিয়েই ঘুমোতে চলে যাব।

    আমি, অক্ষ, পাই, ইশান, রোকেয়া এরা সবাই র‌্যাগিং বিরোধী কিন্তু র‌্যাগিং রুখতে পুলিশ ডাকারও বিপক্ষে। সিবুদা, বুনান, বাইনারীদা, স্যান সকাল থেকে মনে করছিল র‌্যাগিং রুখতে পুলিশ ডেকে কেলিয়ে দেওয়া উচিত। কিন্তু সর্বশেষ খবরে প্রকাশ ওনারাও এখন আমাদেরই মতন একই মত প্রকাশ করেন। অতএব;)
  • m | ১০ এপ্রিল ২০০৯ ০৯:৪৪ | 12.217.30.133
  • *** চ্যবনপ্রাশ
  • Arpan | ১০ এপ্রিল ২০০৯ ০৯:৪১ | 122.252.231.12
  • শনিমনসা? কিন্তু তাহলে যে ফুল ও কাঁটে একসঙ্গে গলাঃধরণ করতে হয়।
  • m | ১০ এপ্রিল ২০০৯ ০৯:৪০ | 12.217.30.133
  • এরমধ্যে আমার চবনপ্র্যাশ আখ্যানটাও তুলে ধরি। আমি ছোটবেলায় একবার ট্রাই করেছিলাম( আমার দাদামশাই ওটা নিয়মিত খেতেন) খুব বাজে লেগেছিলো।হজমি গুলির একটা খুব বাজে সংস্করণ।সে নাকি কাশির মহৌষধ, আনা হলো।শুভানুধ্যায়ীর পরামর্শ মেনে গরম করে ফেল্লাম হাফ গ্লাস দুধ- শিশি থেকে খুবলে দু চামচ ফেলে দিলাম দুধে- চামচ দিয়ে কয়েক পাক মারতেই দেখি ওপরে ছানা ভাসছে,একটু নাড়তেই পুরো দুধটা জলের মত পাতলা হয়ে গেলো-তলায় কালচে রংএর এক কাদার মত বস্তু। সে সব ফেলে দিয়ে এইবার গুললাম গরম জলে- কোঁত করে গিলে ফেল্লাম। সকাল থেকে কাশি উধাও- এখন শুধু প্রবল হাসলেই কাশি আসছেঃ)
  • arjo | ১০ এপ্রিল ২০০৯ ০৯:৩৩ | 24.42.203.194
  • সবাই যখন সেই মেনেই নিল তাহলে সকাল সকাল মেনে নিলেই হত। তাহলে এত বাইট, এনার্জী কিছুই খরচ হত না। ঃ))। না বোর হয়ে ঘুম পেয়ে গেল, বাই।
  • arjo | ১০ এপ্রিল ২০০৯ ০৯:২৮ | 24.42.203.194
  • সিবুদাও পুলিশ চায় না, ব্ল্যাংকিও পুলিশ চায় না। হায় হায় হায় এবারে কি হবে। দেখেছ খানিক ছেড়ে দিয়ে গেলে কি হয়। আমি থাকলে কোনোদিন এই জিনিষ হতে দিতাম। বাইনারীদা? এমনকি বাইনারীদাও বাকার্ডি খেয়ে পুলিশ চায় না।
  • d | ১০ এপ্রিল ২০০৯ ০৯:২৫ | 117.195.39.81
  • এই তিমি, মেল দেখো।
  • d | ১০ এপ্রিল ২০০৯ ০৯:২৪ | 117.195.39.81
  • হ্যাঁ এটা তো যখন সার্চ লিখেছিলে তখনই ছিল যে দিনে ৫০০০ এর বেশী সার্চ করা যাবে না। কিন্তু লোকে দিনে ৫০০০ বার বা তারও বেশী কি এত খোঁজে!!!!!!!
  • Tim | ১০ এপ্রিল ২০০৯ ০৯:২৪ | 71.62.2.93
  • এনকাউন্টার কত্তে গিয়ে লেগে গেছে।
  • Tim | ১০ এপ্রিল ২০০৯ ০৯:২৩ | 71.62.2.93
  • আরো একটা কথা। ধরা যাক, x , y কে খিস্তি দিলো। একা ডেকে র‌্যাগিং এর মত করেই নাহয় দিলো। তার বদলে y , x কে ব্যাপক ঠ্যাঙ্গালো। ইনস্টিংক্ট বলছে অমার বেশ ভালোই লাগবে ব্যাপারটায়, মানে আমি সমর্থন করতে চাইবো। কিন্তু....
    এখানে পুলিশের কোনো রোল নেই। তবু একটা কিন্তু থেকেই যাচ্ছে।
  • san | ১০ এপ্রিল ২০০৯ ০৯:২১ | 123.201.53.131
  • আরে, আমার ঘাড়ে বেজায় ব্যথা, শোয়াও যাচ্ছে না, ঘুমোনোও যাচ্ছে না

    তা নয়তো ছুটির দিনে আটটায় বিছানা ছেড়ে উঠি ঃ-(((((
  • arjo | ১০ এপ্রিল ২০০৯ ০৯:২০ | 24.42.203.194
  • অ্যাঁ, খেয়েছে। সার্চে বাঙলা দেখাচ্ছে না, সেটাও একটা প্রবলেম। মানে আমাকে দেখাচ্ছে না।
  • d | ১০ এপ্রিল ২০০৯ ০৯:২০ | 117.195.39.81
  • স্যান কি কাল রাত্রে আর ঘুমোতে যাও নি?

    স্যান সম্পর্কে একটা কথা বেশ কিছুকাল ধরে মনে হচ্ছে। ভাবছি বলে ফেলব কিনা!
  • Ishan | ১০ এপ্রিল ২০০৯ ০৯:১৯ | 12.217.30.133
  • সার্চের প্রবলেমটা ধরে ফেলেছি। কি এক কারণে দিনে পাঁচ হাজারটার বেশি সার্চ হলে আর রেজাল্ট দিতে বারণ করে দেওয়া আছে। ঃ)

    আপাততঃ ঠিক করে দিয়েছি। কোডে কাল ফিক্স করে দেব।
  • san | ১০ এপ্রিল ২০০৯ ০৯:১৯ | 123.201.53.131
  • দমদির মনে মায়ার জীবাণু ঢুকে পড়েছে। চাপ
  • san | ১০ এপ্রিল ২০০৯ ০৯:১৮ | 123.201.53.131
  • আমার আজ ছুটি, আবার সোমবার ও ছুটি, রেস্ট্রিকটেড হলিডে
  • dipu | ১০ এপ্রিল ২০০৯ ০৯:১৮ | 207.179.11.216
  • ছুটিওলা/উলিদের হেবি হিংসে করলাম। সকাল সকাল সোসিত হচ্ছি।
  • Tim | ১০ এপ্রিল ২০০৯ ০৯:১৬ | 71.62.2.93
  • হ্যাঁ খেয়ে নাও। পুলিশ এসে গেলে কি হয় কিসুই কওয়া যায় না।
  • d | ১০ এপ্রিল ২০০৯ ০৯:১৫ | 117.195.39.81
  • আজ কি মিষ্টি একটা ছুটি। শুক্রবারে ছুটি থাকাটা ভারী ভাল ব্যপার।
    আর ব্ল্যাংকি র‌্যাগিং ঠ্যাকাতে চাইছে দেখে পরম পুলকিত হলাম।

    কিন্তু সিরিয়াসলি কাল থেকে আমি শাস্তি ইত্যাদির ব্যপারে প্রচন্ড ঘেঁটে আছি,

    সৈকত, সার্চটা আবার কাজ করছে না।
  • arjo | ১০ এপ্রিল ২০০৯ ০৯:১৫ | 24.42.203.194
  • যাঃ তালে কেউই আর পুলিশ ডাকছে না? এ কি অ্যান্টিক্লাইম্যাক্স! আমার আরও কিছু বলার ছিল কিন্তু ভুলে যাচ্ছি। খেয়ে নিই।
  • Tim | ১০ এপ্রিল ২০০৯ ০৯:১৪ | 71.62.2.93
  • আমার মনে হয় ঈশানদা এবং আরো যাঁরা প্রত্যক্ষভাবে এই কাজটা করেছেন/করছেন, তাঁদের নিজেদের অভিজ্ঞতাগুলো শেয়ার করা উচিত এই প্রসঙ্গে। অন্তত কি কি অসুবিধে হয়েছিলো সেগুলো। আরেকটা জিনিসও পরিস্কার। ব্যাপারটা শুধু কঠিন তাই নয়, লেগে থাকার মত লোকজনেরও প্রচন্ড অভাব। সব ভালো কাজেই যেমন হয় আর কি। তো, এর পরেও যাঁরা কাজ করছেন, তাঁদের সুবিধে হতো।
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত