এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • pi | ১০ এপ্রিল ২০০৯ ২১:৩০ | 128.231.22.89
  • আমিও কোথাও বলিনি তো স্যান , 'স্টেটমেন্ট' দেওয়া হয়েছে। আর 'আমাকে' বলা হয়েছে তাও বলিনি।
    এগুলো যে বাজে তক্কো করছিস, সে কিন্তু তুই ও জানিস।

    আর বুঝেসুঝেই বলছি তো।
    খালি 'মিথ্যে' কোথায় বল্লাম সেটা বুঝছি না।
    এনি ওয়ে, ঐ 'আউট এন্ড আউট মিথ্যে কথা' র ব্যাপারটা উইথড্রন না হলে আমি এ ব্যাপারে তোর সাথে আর একটিও ফার্দার বাক্যালাপে উৎসাহী নই।
  • san | ১০ এপ্রিল ২০০৯ ২১:২৮ | 123.201.53.131
  • বাই দ্য ওয়ে, একই রকম ভাবে বলে দেওয়া ভাল, আমি কাউ স্লটার ও হিন্দুত্বের পাল্‌স নিয়ে ঈশানের মতামত জানতে চেয়েছি,দ্যাটস অল, ও (বা অন্য কেউ) সমর্থন করে এরকম কোনোই স্টেটমেন্ট দিইনি, এক্সট্রাপোলেট করিনি। ইহাও পাইদির মস্তিষ্কপ্রসূত। একই রকম ভাবে।
  • Ishan | ১০ এপ্রিল ২০০৯ ২১:২৩ | 12.163.39.254
  • ইকিরে ভাই। এবার শুনব, রাজনৈতিক কারণে র‌্যাগিং এর পক্ষে বলা হচ্ছে, এটাও কেউ বলেনি। কতই রঙ্গ দেখাবি মা। ঃ)
  • san | ১০ এপ্রিল ২০০৯ ২১:২৩ | 123.201.53.131
  • ইন ফ্যাক্ট মিথ্যে না বলে বোঝার ভুল ও বলা যেত, কিন্তু বাংলা পড়ে বোঝোনি বললে তো তুমি রেগে যাও ! ঈশানও রেগে যায় ! অতএব, ধরে নিতে হয় বুঝেসুঝেই বলা !
  • d | ১০ এপ্রিল ২০০৯ ২১:২২ | 117.195.40.99
  • ব্ল্যাঙ্কি এখনও ঘুম থেকে ওঠে নি!!
  • pi | ১০ এপ্রিল ২০০৯ ২১:২২ | 128.231.22.89
  • আর ভাল কথা। আচরণবিধি নিয়ে এত কথা এত জনায় বল্লেন বলে , বলবো না বলবো না করেও বলেই ফেলি।
    নেটিকেট নিয়েও তো বিস্তর কথাবার্তা হয় এখেনে। সে হয় ভালো ই হয়।
    কিন্তু ভালো যেগুলো লাগেনা ...
    এখেনে কখনো সখনো ( ফ্রিকোয়েন্টলি নয় যদিও) কিছু কিছু লোকজনের এই নাম টাম ধরে ব্যক্তিগত আক্রমণ সূচক কথাবার্তা, বা কেমন কেমন জানি সব বাক্যবন্ধের প্রয়োগ ... নিজেকে বলা হলে বাজে তো লাগেই ( মানসিক নির্যাতন ? ) , অন্যকে বলা হলেও কানে লাগে কিঞ্চিৎ।
    তক্কো করতে করতে রেগে যাওয়া তো বোঝা যায়, সে ঠিক ও আছে, কিন্তু এগুলোতো জানি কেমন তিক্ততাপ্রসূত মনে হয়?
    এই তেঁতো ব্যাঁপারটা কিন্তু আমার মোট্টেও ভাল লাগে না ঃ(

    ওসব ছাড়াও তো দিব্বি তক্কো করা যায়, গলা ফাটিয়েই, থুড়ি আঙুলে ঝড় তুলে।
    উঁহু, এতে অপমানিত বোধ করার সুযোগ থাকে বা সেরকম কেউ হয়েছে বলে দৃষ্টান্তমূলক শাস্তির দাবীর জন্য জনমত মোটেও গড়ে তুলতে চাইছিনা। ঃ)
    কারণ জানি তো , এগুলো মোটেও তাঁদের 'কালচার' নয়। গুরুর কালচার তো নয় ই । ঃ)
  • san | ১০ এপ্রিল ২০০৯ ২১:১৩ | 123.201.53.131
  • ব্ল্যাংকি তো সন্দেহ প্রকাশ করেছে ! সাপোর্টের জন্য গুলিয়ে দেওয়া হচ্ছে কিনা সে ব্যাপারে। সন্দেহ প্রকাশ করা আর স্টেটমেন্ট দেওয়া এক নাকি !

    আমি তো এক নয় বলেই জানি।

    অক্ষদি বা পাইদিকে কেউ অবশ্য সন্দেহও প্রকাশ করেনি। অতএব ওনারা যদি ভাবেন যে ওঁদের র‌্যাগিং এর সমর্থক 'ভাবা হচ্ছে' সেটা তাঁদের অনুমানপ্রসূত। সে বিষয়ে আমি আর কি বলব !
  • d | ১০ এপ্রিল ২০০৯ ২১:১১ | 117.195.40.99
  • অ ক্ষ কি আপব্রিঙ্গিং এর কথাটা আজ খেয়াল করলে?
  • Ishan | ১০ এপ্রিল ২০০৯ ২১:১১ | 12.163.39.254
  • তুমি না বুঝলেও হবে। ভিকটিম বুঝলেই চলবে।
  • a x | ১০ এপ্রিল ২০০৯ ২১:১০ | 143.111.22.23
  • ও বুঝিনাই বাইনারি পার্টির কথা কয়েছিলেন। :-|
  • Ishan | ১০ এপ্রিল ২০০৯ ২১:০৮ | 12.163.39.254
  • আহ। বাপমা কেন, পার্টির আপব্রিংগিং বলেও তো একটা ব্যাপার আছে। যথাঃ তালিবানি আপব্রিংগিং। ঃ)
  • a x | ১০ এপ্রিল ২০০৯ ২১:০৮ | 143.111.22.23
  • বা যেন খুব শিক্ষিত পরিশালিত বাড়ি থেকে বেরিয়ে ছেলেপুলে খিস্তি করেনা।
  • dipu | ১০ এপ্রিল ২০০৯ ২১:০৮ | 121.243.161.234
  • যঃ, আমি ভেবেছিলাম ওটা এখনো শেষ হয়ি্‌ন।
  • a x | ১০ এপ্রিল ২০০৯ ২১:০৫ | 143.111.22.23
  • এই upbringing'এর প্রবলেম কথাটা অত্যন্ত কন্‌জার্ভেটিভ কথা। আর আমি অ্যাস অ্যান অ্যাডাল্ট কি করি সেটা খুব রেয়ারলি বাবা মা দ্বারা পরিচালিত। বা ছোটবেলায় কি শিক্ষা দেওয়া হয়েছে তার সাথে আদৌ কোনো সম্পর্ক নেই।
  • dipu | ১০ এপ্রিল ২০০৯ ২০:৫৯ | 121.243.161.234
  • ও টিম দা, মেঘনাদ দু হপ্তা হল পুজোয় বসেছে, এখনো ওঠেনা কেন? বিভীষণ আর লক্ষণ মিলে কি র‌্যাগিং করছে?
  • Tim | ১০ এপ্রিল ২০০৯ ২০:৫৯ | 71.62.2.93
  • ঐসব হুকেই ঝোলাবে তো!
    হনুদা নিজেই মারবে। ছানি দেওয়ালের মার, দুনিয়ার বার। ঃ)
    নাহ্‌, কাজ কত্তে যাই।
  • Du | ১০ এপ্রিল ২০০৯ ২০:৫৮ | 71.123.206.135
  • পাই, টই তে লিখেছি, আমরা মনে করলেও(তর্কের খাতিরে) কিছু এসে যায়না - কিন্তু র‌্যাগার ছাত্ররা বা ভবিষ্যতে যারা র‌্যাগ করবে তারাও মনে করবে।
    দাদারা দিদিরা ঠিক বাঁচিয়ে দেবে - এই মনোভাবটা অন্ততঃ ঐ বয়সে এসে যাওয়া ঠিক নয়।
  • Tim | ১০ এপ্রিল ২০০৯ ২০:৫৭ | 71.62.2.93
  • পাই প্রাচীনতর ভাট ও টইগুলো ভালো করে পড়ে নাই।
    জয়ত্তারা! য্‌যাই। ঃ)
  • pi | ১০ এপ্রিল ২০০৯ ২০:৫৭ | 128.231.22.89
  • যাচ্চলে , কপি পেস্ট করলে এমন '???' আসে কেনে !! ঃ-০ ঃ-(

    যাই হোক, ঐ ৪০৩৯ পাতার পোস্টে লেখা ছিল,

    'আইন আদালত এবং পুলিশকে এই তিনটে জিনিষকে কি ইচ্ছে করে ঘাঁটা হচ্ছে !! র‌্যাগিং কে সাপোর্ট করার জন্যে !!!"
  • d | ১০ এপ্রিল ২০০৯ ২০:৫৭ | 117.195.40.99
  • এইরে! তিমি গুলিয়ে ফেলছে।
    হনু ঝোলানোর বিপক্ষে। হনু একটা জুনিয়র ধরে এনে থাপ্পড় দেওয়াবে। রোকেয়া কি সেই জুনিয়ার?
  • d | ১০ এপ্রিল ২০০৯ ২০:৫৫ | 117.195.40.99
  • ব্বাপরে! ইপ্পির মনে কত হুকের মত জিজ্ঞাসা!
  • Tim | ১০ এপ্রিল ২০০৯ ২০:৫৪ | 71.62.2.93
  • এখন হনুদা এটাকে র‌্যাগিং বলে আমাকে পুলিশে বা জলপুলিশে দিতেই পারে। কিম্বা আমাকেও ঝুলিয়ে দিলো হয়ত বা।
  • pi | ১০ এপ্রিল ২০০৯ ২০:৫৩ | 128.231.22.89
  • ৪০৬১ পাতায় স্যানের ২ঃ২৬ pm এর পোস্ট ঃ

    আমাদেরকে কেউ 'র‌্যাগিং এর সমর্থক তো বলেনি'। এটা আউট অ্যান্ড আউট মিথ্যে কথা'।

    একথাটা মনে হয় আমাকে বলা হয়েছে।
    আমার ১ঃ১৫ তে করা পোস্ট প্রসংগে।
    অক্ষদা বা মামুকে ও বলা হয়ে থাকতে পারে। কারণ আমাদের র‌্যাগিংএর সমর্থক ভাবা হচ্ছে, আর সেটা ঠিক না, এটা এনারাও উল্লেখ করেছিলেন।

    এবার কথাটি কেমন 'আউট অ্যান্ড আউট মিথ্যে ', একটু দেখা যাক। ঃ)

    ৪০৩৯ পাতায় ব্ল্যাংকির ২ঃ২০ র পোস্ট দ্রষ্টব্য।
    '???, ?????, ?? ????? ?? ????? ??????? ?? ????? ??? ????? ?????!! ??? র‌্যাগিং কে সাপোর্ট করার জন্য !!!

    এছাড়াও কথা প্রসংগে কাল অনেকেই অনেকবার বার বলেছেন যে আমরা র‌্যাগিং শাস্তিযোগ্য মনে করিনা ইত্যাদি।
    পিছনের পাতাগুলো একটু ঘেঁটে নিলেই পাওয়া যাবে।

    তাহলে আমরা মিথ্যে বলিনি তো ?
    আর তাইলে আমরা মিথ্যে বলেছি, একথাটা মিথ্যে, তাই তো ?

    একটি ওপেন ফোরামে এরকম মিথ্যে অভিযোগে আমি কিন্তু রীতিমরন 'হিউমিলিয়েটেড' বোধ করছি।

    তাইলে ?

    ডিঃ এবার আমি কিন্তু সিরিয়াসলি 'খচে' গেছি।
    আর মোটেও এটাকে 'স্পোর্টিংলি' নিই নাই। ঃ)
  • d | ১০ এপ্রিল ২০০৯ ২০:৫২ | 117.195.40.99
  • ঃ)))
  • d | ১০ এপ্রিল ২০০৯ ২০:৫২ | 117.195.40.99
  • কিন্তু আফগানিস্তানে মনে হয় সোজা করে ঝোলায়।
  • Tim | ১০ এপ্রিল ২০০৯ ২০:৫২ | 71.62.2.93
  • পাঞ্চিং ব্যাগের মত করেও ঝোলাতে পারে।

    এইটা লিখেই ক্যানো জানি হনুদার কথা মনে হলো। ঃ)
  • dipu | ১০ এপ্রিল ২০০৯ ২০:৫২ | 121.243.161.234
  • * সফল
  • dipu | ১০ এপ্রিল ২০০৯ ২০:৫১ | 121.243.161.234
  • ল্যাম্পপোস্ট মনে হয়। আফগানিস্তানে এই পদ্ধতির সফম প্রয়োগ হয়েছে।
  • d | ১০ এপ্রিল ২০০৯ ২০:৪৯ | 117.195.40.99
  • এমনকি কিসে ঝোলাবে সেই নিয়েও কোন বিতর্ক নেই। গাছ না গোলপোস্ট? নাকি অন্য কিছু?
  • Tim | ১০ এপ্রিল ২০০৯ ২০:৪৯ | 71.62.2.93
  • পরি আর ধান কক্ষনো এক সারিতে আসে না। এটাও বেসিক আপব্রিঙ্গিং এর প্রবলেম।
  • dipu | ১০ এপ্রিল ২০০৯ ২০:৪৭ | 121.243.161.234
  • এবং ঝোলানোর সময় পরিধানে কি থাকবে সে বিষয়েও সকলে নীরব।
  • Tim | ১০ এপ্রিল ২০০৯ ২০:৪৬ | 71.62.2.93
  • জ্যান্ত ঝোলাতে হবে কিনা কেউ কিন্তু বলছেনা।
  • d | ১০ এপ্রিল ২০০৯ ২০:৪৫ | 117.195.40.99
  • আমার অবশ্য বাইনারির মত মনে হচ্ছে এরকম ভাষা আসলে আপব্রিঙ্গিঙের প্রবলেম।
  • Ishan | ১০ এপ্রিল ২০০৯ ২০:৪৪ | 12.163.39.254
  • "এইসব মালকে উল্টো করে ঝোলালে ঠিক হয়।' ঃ)
  • Tim | ১০ এপ্রিল ২০০৯ ২০:৪৩ | 71.62.2.93
  • শিবুদা মামুকে র‌্যাগিং কচ্ছে। আর মামু দেখাচ্ছে কিভাবে র‌্যাগিং স্পোর্টিংলি নিতে হয়।
  • Ishan | ১০ এপ্রিল ২০০৯ ২০:৪২ | 12.163.39.254
  • সেটা তো যে ভিকটিম, সে ঠিক করবে। তারপর পুলিশ ডেকে উল্টো করে ঠ্যাঙাবে। ঃ)
  • a x | ১০ এপ্রিল ২০০৯ ২০:৩৮ | 143.111.22.23
  • যাঃ মাল কি গালাগাল নাকি?
  • Ishan | ১০ এপ্রিল ২০০৯ ২০:৩১ | 12.163.39.254
  • একটা লোক শেষে যুক্তিতে না পেরে লোককে মিথ্যেবাদী, মাল, এইসব বলে গাল পাড়ছে। খ্যাক খ্যাক। সিপিএম কি আর সাধে বলে? ঃ)
  • arjo | ১০ এপ্রিল ২০০৯ ২০:২৮ | 168.26.215.13
  • কিন্তু অভিকর্ষজ ত্বরণ, হনুদার ভরবেগ ও তৎজনিত অভিঘাতে রজ্জু এবং ভূমির আসন্ন দূর্দশার কথা স্মরণ করিয়া মহামান্য আদালত হনুদাকে বেকসুর খালাস করিল। জয় হো।
  • a x | ১০ এপ্রিল ২০০৯ ২০:২৫ | 143.111.22.23
  • লোকে বলে আমাদের বারো মাসে, তেরো পার্বণ। এদেশে আজ ভ্যালেন্টাইন, কাল সেন্ট প্যাট্রিক্স, পর্শু গুড ফ্রাইডে চলছেই। আর রোজ ডে কেয়ারে এটা নিয়ে আসবে ওটা নিয়ে আসবে আর তারপর মিষ্টি হেসে "তুমি না চাইলে আনতে হবেনা"।
  • arjo | ১০ এপ্রিল ২০০৯ ২০:২০ | 168.26.215.13
  • হ্যাঁ এইটা হনুদার মেল করেই জানানো উচিত ছিল। শাস্তি কি? উল্টো ঝোলানো?
  • a x | ১০ এপ্রিল ২০০৯ ২০:১৯ | 143.111.22.23
  • ঐ যে পার্সোনাল মেলের কথা এখানে বলল!
  • arjo | ১০ এপ্রিল ২০০৯ ২০:১৭ | 168.26.215.13
  • কই দেখি দেখি।
  • a x | ১০ এপ্রিল ২০০৯ ২০:১৬ | 143.111.22.23
  • অ্যাই হনু আবার এটিকেট ভেঙ্গেছে! পুলিশ ডাকো!
  • a x | ১০ এপ্রিল ২০০৯ ২০:১৬ | 143.111.22.23
  • হনু কি এটা সিরিয়াসলি বলল যে বাবা মা রা কলেজে পাঠানো ছেলে মেয়ের ক্ষেত্রে নক্সাল এবং সিপিএম (বা এসএফআই) কে একই দৃষ্টিতে দেখে? এবং এটা পোস্ট ৬০'স প্রজন্ম হয়েই বলল?
  • h | ১০ এপ্রিল ২০০৯ ২০:১৪ | 61.95.144.10
  • র, তোমারে লিংকটা পাঠালাম। বৌ য়ের লেখাটা বেরিয়েছে।
  • arjo | ১০ এপ্রিল ২০০৯ ২০:১৩ | 168.26.215.13
  • ঠিক ঠিক। এই বাগটা আমিও লক্ষ্য করেছি। মাঝে মাঝেই কিছু পোস্ট খুঁজে পাই না আবার খানিক বাদে ফিরে আসে। আমার মনে বাঃলাঃ তেও এই সমস্যা ছিল। ঠিক মনে নেই।
  • a x | ১০ এপ্রিল ২০০৯ ২০:১২ | 143.111.22.23
  • এই বাগটার কথা নিশ্চয়ই আগে বলা হয়েছে। যখন অনেকে লিখছে, তখন মাঝে মাঝে এক দুটো পোস্ট উধাও হয়ে যায়, পরে পাতা গুলো রিঅ্যারেঞ্জ করে এবং সেই পোস্ট ফিরে আসে। জেনেরালি সেই আগে-উধাও-পোস্ট পাতার একদম শেষের অর্থাৎ ঐ পাতার প্রথম পোস্ট হয়। এই রিঅ্যারেঞ্জ করা বা উধাও হওয়াটা ঠেকানো যায় কি?
  • arjo | ১০ এপ্রিল ২০০৯ ১৯:৪২ | 168.26.215.13
  • বাস নাই, ট্রেন নাই, থাকলেও গাড়িতে দাম কম ইত্যাদি ইত্যাদি। আম্রিগার গেরামে গাড়ি না থাকলে চলা সম্ভব নয়। কানাডায় শুনেছি বড় শহরে পাব্লিক ট্রান্সপোর্ট ভালো কিন্তু গেরামে জানি না।
  • Binary | ১০ এপ্রিল ২০০৯ ১৯:৪১ | 70.64.8.206
  • শুধু নিজে না, একজ্জন হোমরা-চোম্রা কে নিয়ে যেতে হবে, উঃ। আবার বিকেলে ব্যাক ৩০০ কিমি। তাও আবার ছুটিদ্দিনে।

    গন্যমিডিস হবে হবে .... ঃ))

    যাআআআই
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত