এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • d | ১২ এপ্রিল ২০০৯ ১১:২৮ | 117.195.37.179
  • হ্যাঁ বাইনারি আমি সত্যিই মনে করি ওটা একটা অত্যন্ত কুৎসিৎ বাক্য। অন্যের কথা থাক আপাতত, আমি নিজেই এই গুরুচন্ডা৯তেই ওটা ব্যবহার করেছি অপরিসীম ঘৃণা বোঝাতে। যেমন শ্যামল চক্কোত্তি'র কলকাতা এয়ারপোর্ট অকেজো করে দেওয়া ও সেই সম্পর্কে অত্যন্ত ক্যালাস মন্তব্য করা দেখে। আর একবার অনেক অনেক আগে অন্য একজন সম্পর্কে।
    করেছি কারণ থকথকে ভড়ভড়ে ঘেন্না বোঝানোর আর কোন রাস্তা খুঁজে পাইনি। ওটাই অপমান করার চরম সীমা বলে মনে করেছি তাই।

    বুবুভা আপিয়ে এসে বাকী কিছু বক্তব্য থাকলে লিখে দেব।
  • Binary | ১২ এপ্রিল ২০০৯ ১১:২৮ | 70.64.8.206
  • এটা আবার কোন প্রসঙ্গে ? বুঝিনা বাপু।
  • Arpan | ১২ এপ্রিল ২০০৯ ১১:২০ | 122.252.231.12
  • ঃ))

    আজকে তো রোদ ওঠেনি!! দিব্যি সুন্দর ওয়েদার।
  • dipu | ১২ এপ্রিল ২০০৯ ১১:১৯ | 121.243.161.234
  • রসমালাই কিনলাম। কুড়ি টাকা পিস ঃ-(
    ঐজন্য মনে হয় বেশি বেশি গরম পাচ্ছে।
  • dipu | ১২ এপ্রিল ২০০৯ ১১:১৩ | 121.243.161.234
  • হেবি গরম
  • Binary | ১২ এপ্রিল ২০০৯ ১১:১০ | 70.64.8.206
  • তবে হ্যাঁ, দু , Date :10 Apr 2009 -- 11:26 PM পোস্টে আরো গুছিয়ে লিখেছে, আমি এতটা পারিনি। তবে দ, তুমি কি সত্যি ভাবো, 'কি সব ....' অন্যতম কুৎসিত বাক্য ? এরম আর কেউ বলে নি, কখনো ? কোনো পাতায় ?
  • Binary | ১২ এপ্রিল ২০০৯ ১১:০৪ | 70.64.8.206
  • টীম, এসে যাও, এনি টাইম মানে, পরে শীতের আগে, না হলে আবার পরের শীতের পরে, মানে শীত বাদ দিয়ে ঃ))
  • Binary | ১২ এপ্রিল ২০০৯ ১১:০২ | 70.64.8.206
  • এখানে-ও মোটামুটি সকলেই মানে। তবে না মানলে ধ্রার জন্য পুলিশ-ও কম। আমি আজ (অন্য শহরে) অন্যমনস্ক ভাবে লালআলো ভাংগলাম, হ্‌দকম্প হচ্ছিল।

    উঃ কতকথা হয়ে গেছে। মাইরি বলছি, 'কি সব মালের পাল্লায় পড়েছি' এই মন্তব্যটা আগে দেখিনি, এখন দ-এর পোস্ট পড়ে, এতক্ষণ ধরে খুঁজে পেলাম। তো, এটাও খারাপ, ১০০বার। আপোষ নয়, এখানেও।
  • Arpan | ১২ এপ্রিল ২০০৯ ১১:০১ | 122.252.231.12
  • দিপু, আজ গরম লাগছে?
  • dipu | ১২ এপ্রিল ২০০৯ ১০:৫৯ | 121.243.161.234
  • বুয়েনাস নোচেস ঃ-)
  • Tim | ১২ এপ্রিল ২০০৯ ১০:৫৬ | 71.62.2.93
  • হুঁ রিতুপন্নো কিরকম হয়ে গেছে। যাগ্গে। ঘুমোই। গুন্নাইট। ঃ)
  • Tim | ১২ এপ্রিল ২০০৯ ১০:৫৫ | 71.62.2.93
  • শর্ট অ্যান্ড ওয়াইড। ছেড়ে দিলাম। ঃ-)
  • dipu | ১২ এপ্রিল ২০০৯ ১০:৫৪ | 121.243.161.234
  • নতুন বাংলা সিনেমা দেখার লেবার ঃ-))
  • dipu | ১২ এপ্রিল ২০০৯ ১০:৫৩ | 121.243.161.234
  • গোটা সিনেমা জুড়ে ছড়ানো আর ন্যাকামির প্রতিযোগিতা চলল। আজগুবি চিত্রনাট্য। দুদ্দুর ঃ-(
  • Tim | ১২ এপ্রিল ২০০৯ ১০:৫৩ | 71.62.2.93
  • বলে কি?!!!
  • dipu | ১২ এপ্রিল ২০০৯ ১০:৫২ | 121.243.161.234
  • এবার থেকে বাংলা সিনেমার লেবার নেবার আগে দশবার ভাবব।
  • Tim | ১২ এপ্রিল ২০০৯ ১০:৫১ | 71.62.2.93
  • রিতুপন্নো কি খেল্লো? ঃ-))
  • dipu | ১২ এপ্রিল ২০০৯ ১০:৪৯ | 121.243.161.234
  • কালকে রিতুপন্নোর "খেলা' দেখে এতটাই র‌্যাগড ফিল করছিলাম যে লোকটাকে সামনে পেলে উল্টো করে ঝোলাতাম ঃ-)
  • Tim | ১২ এপ্রিল ২০০৯ ১০:৪৯ | 71.62.2.93
  • বাইনারিদা,
    এখানে তো আইন মানে বেশিরভাগ লোক। তোমাদের ওখানে আইন অমান্য করে কেউ?
    ইয়ে, আমার একবার ওদিকটা ঘুরে দেখার শখ আছে। কবে যে হবে কে জানে। আঃ কঃ বাঃ.....
  • Binary | ১২ এপ্রিল ২০০৯ ১০:৩৭ | 70.64.8.206
  • আর মালখেয়ে গাড়ি চালিয়ে ধরা পল্লে একেবারেই লাইসেন্স সাঃ ১ বছর।
  • Binary | ১২ এপ্রিল ২০০৯ ১০:৩৫ | 70.64.8.206
  • আবার র‌্যাগিং ???

    আর ইয়ে, আমাদের এখানে ট্রফিক সিগনাল ব্রেক কল্লে পঞ্চাশ ডলার ফাইন, আর তারসঙ্গে ৫ ডিমেরিট্‌স পয়েন্ট, ১০ পয়েন্ট হলে ওয়ার্নিং, ১৫ তে লাইসেন্স সাসপেন্ড, ১ বছর।
  • arjo | ১২ এপ্রিল ২০০৯ ১০:৩০ | 24.42.203.194
  • আর রাগ হলেই জল ঢালুন, ঢালতে ইচ্ছে না হলে খান, জল ভালো না লাগলে, হেঁ হেঁ তাও বলে দিতে হবে। এখনো শনিবার। আচ্ছা একটা প্রশ্ন ছিল ডাক্তারী কলেজগুলোতে এমন র‌্যাগিং হয়? একটু আধটু হয় জানি।
  • Tim | ১২ এপ্রিল ২০০৯ ১০:২৭ | 71.62.2.93
  • এবার থেকে কেউ র‌্যাগিং কল্লে তার জন্য শাস্তি হিসেবে ভাট ও টইয়ের র‌্যাগিং সম্পক্কিত তক্কোর পোস্ট মুখস্থ করানো যেতে পারে। কমে যেতেও পারে। র‌্যাগিং।
  • Binary | ১২ এপ্রিল ২০০৯ ১০:২৬ | 70.64.8.206
  • র‌্যাগিং নিয়ে আলোচনা গুলো দেকলেই টেনশন-হাইপারটেন্‌শন, পেটগরম, মাথা-ও গরম হচ্ছে।

    যাগ্গে ।
  • Binary | ১২ এপ্রিল ২০০৯ ১০:২২ | 70.64.8.206
  • তবে থাক ঃ)))
  • Arpan | ১২ এপ্রিল ২০০৯ ১০:২১ | 122.252.231.12
  • থাক। কমিউনিকেশন গ্যাপ হয়ে যাচ্ছে মনে হয়!
  • Binary | ১২ এপ্রিল ২০০৯ ১০:১৮ | 70.64.8.206
  • কোনটা মনে ? আমি তো এট্টাই বলেছি ।।। নাকি একাধিক বলেছি ?
  • Binary | ১২ এপ্রিল ২০০৯ ১০:১৭ | 70.64.8.206
  • র‌্যাগিং নিয়ে দু-দুটো টই ইত্যাদি, পিনাকী-র টই এর প্রথম পোস্ট গুলো, এসব নিয়ে পেটের মধ্যে প্রচ্চুর 'পোস্টিং' গজগজ কচ্চে। কিন্তু এনিয়ে এত-ই কচর-মচর হয়ে গেছে, যে এন্থু পাচ্ছি না।

    কেবল মনে হল, ঈশেন যেরম, 'দুর্গাপুর-টুর' বল্ল, এলিটিস্ট-টেলিটিস্ট ???
  • Arpan | ১২ এপ্রিল ২০০৯ ১০:১১ | 122.252.231.12
  • তাহলে কী খাড়াইল, আপব্রিংগিঙের প্রবলেম তাহলে কোনটা?
  • Binary | ১২ এপ্রিল ২০০৯ ১০:০৬ | 70.64.8.206
  • কেন ? না বোঝার-তো কিছু লিখি নাই ? আগে-ও অন্যরকম কিছু বলেছি বলে মনে হচ্ছে না।
  • Arpan | ১২ এপ্রিল ২০০৯ ১০:০৩ | 122.252.231.12
  • সে বলো না, কিন্তু ৩ নং পড়ে পরিষ্কার হল না আপব্রিংগিংয়ের কথাটা কী প্রসঙ্গে এসেছিল আর এখন কেনই বা সেটা গুটিয়ে নেওয়া হচ্ছে?

    ডিঃ এমনিতে জানাটা ইম্পর্ট্যান্ট কিছু নয়, প্রথমবারে পড়ার পরেই কাঁধ ঝাঁকিয়ে দিয়েছি!!
  • Binary | ১২ এপ্রিল ২০০৯ ০৯:৫৯ | 70.64.8.206
  • ওকে মাইনাস প্রগতিশীলতা (রেগে গিয়ে লিখে ফেলেছি), কিন্তু বাকিটা এখনো বলব।
  • Binary | ১২ এপ্রিল ২০০৯ ০৯:৫৭ | 70.64.8.206
  • এঃ অপ্পন ঠি সেয় বিদ্রুপ নিয়ে বিদ্রূপ কল্লে ঃ)))
  • Arpan | ১২ এপ্রিল ২০০৯ ০৯:৫৩ | 122.252.231.12
  • সবই বুঝলাম, বাইনারিদা, কিন্তু প্রগতিশীল বলে তো কেউ দাবি করে নাই (চোখে পড়ে নাই, এত পোস্টের ভিড়ে হারিয়েই যেতে পারে)। উহা কি আপনার কর্তৃক সংযোজিত একখানি "বিদ্রুপ'?
  • Arpan | ১২ এপ্রিল ২০০৯ ০৯:৪৯ | 122.252.231.12
  • আরে বিদ্রুপ না, বিদ্রূপ।
  • h | ১২ এপ্রিল ২০০৯ ০৯:৪৩ | 61.95.144.10
  • বাবা ইশান তো থ্রেট করছে ঃ-) আর আমি ঠক ঠক করে কাঁপছি! বয়স হয়েছে বাপ, র‌্যাগিং আর কালেজ নিয়ে অবসেশন টা ছাড়ো। চলো যাই কিসু ছেড়ে দেখাই। আর যদি এই শান্তিবচন পসন্দ না হয়, এক কেন অসংক্‌খ্‌য় হাতেও আমি রাজি।
  • Binary | ১২ এপ্রিল ২০০৯ ০৯:০১ | 70.64.8.206
  • পুরোটা পত্তে সময় লাগবে, কিন্তুক তার আগে 'আপব্রিংগিং' সংক্রান্ত, হাসি-ঠাটা-স্যাটায়ার-বিদ্রুপ যাকিনা পরিশালিত প্রগতিশীল জনগন করিলেন, সেই সম্পক্কে কিছু বলার ছিলো।
    ১) পার্টি সঙ্ক্রান্ত বিদ্রুপ গুলি হজম করিলাম, কারণ এরম বিদ্রুপ, যুক্তি না খাটিলে বলিতে হয় (আবাপ ভাষা)।
    ২) দু-এর মন্তব্য, আপব্রিংগিং নিয়ে খিল্লি করা যায়, কিন্তু 'তোর মা' ইত্যাদি খাঁধ ঝাঁকিয়ে, খিস্তি-তো সব্বাই করে থাকে বলে উড়িয়ে দেওয়া যায়, প্রগতিশীলতা !!!!!
    ৩) খিস্তি করা নিয়ে আমি মোটেও 'আপব্রিংগিং -এর প্রবলেম বলি নাই, বলে ছি, হ্যা হ্যা করে হেসে হেসে, আনকোরা জুনিয়ার-দের যারা এরম বলতে পারে, তাদের, সুপার ইনি্‌ফরিওরিটি বা সুপার সুপিরিওরিটি-এলিটিস্ট কম্পেলক্স আছে, যেটা ১০০ বার বিদ্রুপের পরে-ও পরিস্কার, সেটা-ই প্রবলেম, খিস্তিটা নয়।
  • arjo | ১২ এপ্রিল ২০০৯ ০৭:৪৩ | 24.42.203.194
  • উঁহু পোস্ট কলোনিয়াল। ;)
  • Tim | ১২ এপ্রিল ২০০৯ ০৭:৪৩ | 71.62.2.93
  • কলোনিয়াল কি একটা যেন। ;-)
  • Tim | ১২ এপ্রিল ২০০৯ ০৭:৪২ | 71.62.2.93
  • আমি মোটেই ফুলদানী নই। হতেই পারিনা। অবশ্য যেকোনোদিন হয়ে যেতে পারি। বক হতে পারবো কি? অধার্মিক বক হয়? কত্তো প্রশ্ন।
  • arjo | ১২ এপ্রিল ২০০৯ ০৭:৪০ | 24.42.203.194
  • শক্তি সামন্ত আমার জন্য আর ইওরোপীয়ান রিয়ালিজম তোমার জন্য। ;)
  • Tim | ১২ এপ্রিল ২০০৯ ০৭:৩৮ | 71.62.2.93
  • কি কঠিন প্রবন্ধ। বুঝতেই পারলাম না!
  • arjo | ১২ এপ্রিল ২০০৯ ০৭:৩২ | 24.42.203.194
  • দু দির সাথে আমার কি মিল। আমিও এই পড়লাম এইটা। কিন্তু আবার ধাঁধায় আটকে গেছি, তাও প্রশ্নচিহ্ন ছাড়া।ঃ((
  • Du | ১২ এপ্রিল ২০০৯ ০৭:২০ | 71.252.203.28
  • যা পাও, খড় ভরে নাও। বাছুর তৈরী।
    http://www.anandabazar.com/12edit2.htm
  • Arpan | ১১ এপ্রিল ২০০৯ ২৩:৩০ | 122.252.231.12
  • সকলেই ত্রিপিটক পড়ে ভোটের আসরে নেমেছেন কিনা!
  • dipu | ১১ এপ্রিল ২০০৯ ২২:৫২ | 121.243.161.234
  • এবং এই জুতো ছোঁড়াচুঁড়ির ভিক্টিমরা সকলেই হেবি ক্ষমাশীল। কেউ উল্টো করে ঝোলানোর নামটি করছে না।
  • arjo | ১১ এপ্রিল ২০০৯ ২২:৫১ | 66.56.63.166
  • ব্ল্যাংকিবাবু এখন তো প্রচণ্ড ব্যস্ত। এগুলো বড্ড বেসিক প্রশ্ন। পরে যদি জানার ইচ্ছে একই রকম থাকে তাহলে লেখা যাবে খন।
  • Blank | ১১ এপ্রিল ২০০৯ ২২:৪১ | 59.93.206.97
  • আজকাল তো ক্যালানো উঠে গেছে। এখন খালি জুতো ছোঁড়া।
  • arjo | ১১ এপ্রিল ২০০৯ ২২:৩৮ | 66.56.63.166
  • কেলানো একেবারেই কাজের কথা নয়। কে কাকে কেলাবে, কার গায়ে জোর বেশি, কার কটা দাদা ধরা আছে এইসবের ওপর ডিপেন্ড করবে। কেলাকেলির থেকে রোজ বোকাচোদা বলা ভালো। মাইরী বলছি আমাকে কেউ কেলালে আমার প্রচণ্ড লাগে। বোকাচোদা বললে প্রথমে অসুবিধা হয় কিন্তু পরে ইগনোর মারি।
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত