না, তর্কের খাতিরে না, এইরকম ধর তক্তা মার পেরেক টাইপের স্টেটমেন্টের জন্য বলছি।
a x | ০৯ এপ্রিল ২০০৯ ২২:২০ | 143.111.22.23
DUIর শাস্তি ৭ বছর থেকে যাবজ্জীবন জেল?!! কোথায়?!
Binary | ০৯ এপ্রিল ২০০৯ ২২:১৯ | 198.169.6.69
হ্যাঁ গুরুতে যদি কারো সেরকম ফিলিং হয় তবে সে বলতে-ই পারে 'হিউমিলেটেড'। তবে তার জন্য পুলিশ ইত্যাদি এনে শাস্তি ইত্যাদি দেওয়ার টেকনিকাল ডিফিকাল্টি আছে, র্যাগিং-এর ক্ষেত্রে সেটা .....
আর অক্ষ, কথাটা কি তর্কের খাতিরে বলছ না ?? মানে এই র্যাগিং আর গুরু-র তুলনা টানাটা ?
sibu | ০৯ এপ্রিল ২০০৯ ২২:১৫ | 71.106.244.161
হ্যারাসমেন্ট কেস করার আগে তিনটে স্টেপ আছে।
১। সিমিলার ব্যবহার আগে ঘটতে হবে। ২। ভিক্টিমকে জানাতে হবে যে এরকম ব্যবহার তার পছন্দ হচ্ছে না।
তারপরে আবার যদি তেমন ঘটনা ঘটে তবেই হ্যারাসমেন্ট কেস।
আর শাস্তি তো আদালতে।
pi | ০৯ এপ্রিল ২০০৯ ২২:১৫ | 69.255.233.93
শিবুদা, বড়লোকের আদরের বখাটে ছেলের জন্য রাস্তা পরিষ্কার করা কি অনাথ কি বৃদ্ধাশ্রমে গিয়ে সময় দেওয়া ( জানিনা, কি কি ধরণের কম্যুনিটি সার্ভিসের কথা বলা হয়েছে) বোধহয় ঠ্যাঙানির র সমান কিম্বা আরো বেশি ভীতিপ্রদ হবে ঃ) আর ভয় ই যদি কার্যকরী করার একমাত্র রাস্তা হয়, তো সেই পারপস ও এতে সার্ভড হচ্ছে। যদিও আমার মতে, এতে তার মধ্যে অপরাধবোধ, উচিত অনুচিত বোধ, দায়িত্ব কর্তব্য বোধ এগুলো আরো ভালো ভাবে ঢোকানোর সুযোগ থাকে, আর সেগুলো ও দরকারী। এবং এতে সোসাইটির ও উল্টে কিছু লাভ হচ্ছে।
নাঃ, এবার না গেলে মশারা ছিঁড়ে খাবে ঃ(
Du | ০৯ এপ্রিল ২০০৯ ২২:১৩ | 74.7.148.7
অক্ষ, যে ডায়ালগটা দিয়ে ভয় ইনস্টীলের কথায় সাপোর্ট করেছিলাম - সেটা প্রায় সব ড্রাইভারই এদেশে শুনেছে। ক্যাপিট্যাল পানিশমেন্টের সঙ্গে তার কি সম্বন্ধ?? সেটা ঐ ধ্রুবক। সব কিছুই করে পার পাওয়া যাবে এই ধারনার অনুপস্থিতি।
DUIর শাস্তি এখানে মিনিমাম সাত বছর, যাবজ্জীবনও হতে পারে। কঠোর হয়তো, কিন্তু যখন উল্টোদিকে থাকে মানুষের প্রাণ তখন ঐ ভয়টা দরকার।
a x | ০৯ এপ্রিল ২০০৯ ২২:১০ | 143.111.22.23
যাহক্কলা! যাকে হ্যারাস করা হচ্ছে, সে হ্যারাসড ফিল করলেই তো কেস গুরুম, জলদি পুলিশ লাও! মানে তাই তো বুঝলুম! তাইলে হ্যারাসমেন্টের শ্রেণীবিন্যাস আছে, কে করছে সেটা?
pi | ০৯ এপ্রিল ২০০৯ ২২:০৯ | 69.255.233.93
বাইনারিদা, আমার বন্ধু সার্কলে ঠিক তত বা আরো বেশি সংখ্যক সো কলড নন-এলিট লোকজন ও আছেন ঃ) আর আমি কি বলেছি একবার ও যে এরকম কেউ করেনা বা করলে সেটা ভালো, বা অপরাধ নয় !! আর না আমি কোনোদিন ছেলেপুলেদের এইভাবে র্যাগ করেছি, বা যারা করেছে তাদের নীরব সম্মতি জানিয়েছি। ঃ) কিন্তু,এই সব এলিট কলেজের ছেলেপুলে মানেই সেল্ফ প্রোক্লেমড স্বর্গ থেকে খসে পড়া চাংড় , আর সব অপরাধের শাস্তি উল্টো করে ঝুলিয়ে রাখা কি পুলিশ দিয়ে ঠ্যাঙ্যানি ... এই দুটো জেনেরালাইজেশন বেশ আপত্তিকর, এটুকু বলেছি।
আর আইন নিয়ে কিছু বলার ছিল, একটা এক্সপেরিমেন্ট আছে, এসে লিখচি।
Binary | ০৯ এপ্রিল ২০০৯ ২২:০৮ | 198.169.6.69
গুরু-র হ্যারসমেন্ট আর, 'তোর মা সায়া তোলে ?' কি এক হল ?
sibu | ০৯ এপ্রিল ২০০৯ ২২:০২ | 71.106.244.161
কোন রকম নেগেটিভ রিইনফোর্সমেন্ট ছাড়াই যদি লোকে রেসপন্সিবিলিটি নিতে শিখতো তো বড়লোকের আদুরে ছেলে বখে যেত না। আর আইন-ফাইন তো দেশ থেকে তুলেই দেওয়া যায় তবে।
a x | ০৯ এপ্রিল ২০০৯ ২২:০১ | 143.111.22.23
ধুস্স্স রাগবো কেন? লেখার তোড়ে লিখেছি।
Binary | ০৯ এপ্রিল ২০০৯ ২২:০১ | 198.169.6.69
ঃ)) হিঃ হিঃ, অক্ষ রেগে গেলে আমায় 'বাবু' বলে ঃ))
dipu | ০৯ এপ্রিল ২০০৯ ২২:০০ | 121.243.161.234
বাইনারিদা ঢপ শুনে ফেলেছেন।
a x | ০৯ এপ্রিল ২০০৯ ২২:০০ | 143.111.22.23
এবং আরো ব্যপার আছে, কোলকাতার একটি ছেলে, র্যাগিংএ অতি উৎসাহ তার, JNU গিয়ে আদৌ র্যাগ করেনা। JNU তে কি পুলিশের ভয়?
Binary | ০৯ এপ্রিল ২০০৯ ২১:৫৮ | 198.169.6.69
পাই, তুমি বোঝোনি, কারণ তুমি পর্ট ওফ দ্যাট এলিট কন্সেপ্ট।
আমি এরকম-ও শুনেছি, যাদবপুরের ফার্স্ট ইয়ারের ইঞ্জিনিয়ারিং-র ছেলে, ওদের ইয়ারের-ই আর্টসের ছেলে কে র্যাগ করবে, কারণ কি সে মনে করে সে অপেক্ষাক্ত এলিট।
pi | ০৯ এপ্রিল ২০০৯ ২১:৫৮ | 69.255.233.93
সমান প্ল্যাটফর্মে থাকা একটি মানুষ অপর মানুষকে খুন করলেও সেই নিয়ে তেমন কিছু বলার থাকে না।
a x | ০৯ এপ্রিল ২০০৯ ২১:৫৮ | 143.111.22.23
রাইট, নিজের কাজের রেস্পন্সিবিলিটি, ওনারশিপ। সেটা পুলিশের ভয় থেকে আসেনা। আমি একটা ছেলেকে কতটা কিভাবে কি করলে সে মানসিক ভাবে অসুস্থ হতে পারে, শারীরিক ক্ষতি হতে পারে, সুইসাইড করতে পারে সেটা জানা। বাউন্ডারি লাইন জানা। এটা পুলিশের ভয় দিয়ে করা যায় এ দাবীটা বাইনারি বাবুই বলতে পারবেন কোন রাজনৈতিক রং দিয়ে বোঝা সম্ভব।
ও আর এই গুরুতেই তো তাহলে হাজার হাজার হ্যারাসমেন্টের উদাহরণ আছে! হিউমিলিয়েট করার দৃষ্টান্ত কখনো চোখে পড়েনি? তাদের কি উল্টো করে ঝোলানো উচিৎ?
কিন্তু কে স্বর্গ থেকে খসে পড়া চাঙড়, সেটা এখনও জানা গেলনা।
আরবিট কথা বলে আমাদের কলেজের ছেলেপুলেদের অপমান করার জন্যও জনতাকে উল্টো করে ঝুলিয়ে রাখা উচিত।
pi | ০৯ এপ্রিল ২০০৯ ২১:৫৬ | 69.255.233.93
বাইনারিদা, সব কিছু সমান নয়, আমি এটাই তো বলতে চাইছি ঃ)
pi | ০৯ এপ্রিল ২০০৯ ২১:৫৫ | 69.255.233.93
হ্যাং, রোকেয়ার সাথে একমত। আর কোন কথাগুলো রাগিং এর পর্যায়ে গেছে, এটা বোঝানোর জন্য সাসপেন্ড করার থেকে কমিউনিটি সার্ভিস অনেক বেশি ফলপ্রসূ বলেও মনে করি বিশেষতঃ, সেটা যখন , সব রকমের ( শুধু ছাত্র ই নয় ) রিপ্রেসেন্টেটিভ নিয়ে তৈরি একটা কমিটি সব কিছু পর্যালোচনা করে সাজেস্ট করেছে।
san | ০৯ এপ্রিল ২০০৯ ২১:৫৫ | 123.201.53.131
তার থেকেও বড় কথা, এখানে (গুরুতে) আমরা সকলে সমান প্লাটফর্মে। কলেজের সিনিয়ার আর জুনিয়ার ঠিক এক প্লাটফর্মে থাকেনা।
অতএব তুলনার মানেই হয়না।
Du | ০৯ এপ্রিল ২০০৯ ২১:৫৪ | 74.7.148.7
তাদের শাস্তিটা উদ্দেশ্য নয়, কিন্তু ধ্রুবক হলো (হওয়া উচিত) জানা দরকার শাস্তি হবেই। যেমন চোর জানে। নিজের কাজের রেস্পন্সিবিলিটি নিতে জানাটাও পড়াশোনার একটা পার্ট।
Binary | ০৯ এপ্রিল ২০০৯ ২১:৫২ | 198.169.6.69
একটা ছেলে, এখন পর্জন্ত বাবা-মায়ের ঘেরাটোপে মানুষ হয়েছে, পড়াশোনা-কম্পিউটার-লাইব্রেরি এসব ছাড়া কিছু জানেনা, তাকে প্রথমদিন কলেজে সম্বোধন করা হল, 'এই খান..-র বাচ্চা' বা 'তোর মা সায়া তোলে ?', আর সেটা সাধারণ তক্কাতক্কি-র এখানে সমান তার বেশী কিছু নয়, পাই-ই এরকম বলতে চাইলো ?
san | ০৯ এপ্রিল ২০০৯ ২১:৫২ | 123.201.53.131
সব অসুখ কেন, আইনভঙ্গের জন্য আইনী শাস্তি হল দাওয়াই।
আইনরক্ষাতেই যদি পুলিশকে রাখা না হয়, তো তারা আছে কি জন্য? কি অদ্ভুত।
pi | ০৯ এপ্রিল ২০০৯ ২১:৫২ | 69.255.233.93
টু পুট দেম ইন দেওয়ার প্লেস ই বা আবার কোন ধরণের দিদিমণিগিরি ? কোনটা ঠিক প্লেস, সেটাই বা কে ঠিক করে দেবে ?
আমিও একটু উদাহরণ সহ আলোচনা শুনতে চাই। যদুপুরে কলেজ জীবন কাটিয়ে এবং এইসব গুচ্ছ জনতার সাথে মিশে আমিও এরকম খসে পড়া চাংড় টাংড় বুঝিনি কিছু। হবে হয়তো, আমিও একি গোত্রে, তাই তফাতটা বুঝিনি। হায়, আমারো শাস্তি উল্টো করে ঝোলাঃ(
a x | ০৯ এপ্রিল ২০০৯ ২১:৫১ | 143.111.22.23
দু, আমি খালি ভয় ইনস্টিল করা নিয়ে বলেছি। একই যুক্তিতে নিশ্চই ক্যাপিটাল পানিশমেন্ট সাপোর্ট করো?
dipu | ০৯ এপ্রিল ২০০৯ ২১:৫১ | 121.243.161.234
এখন গালাগালির মধ্যে কোনটা হিউমিলিয়েটিং, কোনটা নয়, বাছতে বসলে গাঁ উজাড় হয়ে যাবে।
sibu | ০৯ এপ্রিল ২০০৯ ২১:৫১ | 71.106.244.161
সব অসুখের তো এক দাওয়াই না। দোষ করলে আদালত ঠিক করবে কি দাওয়াই। কেউ বা কারা যদি আদালতকে কাজ করতে না দেয়, তখন পুলিশ আদালতকে কাজ করতে সাহায্য করবে। তাতে দরকার হলে পেটাই হতেই পারে। ইঞ্জিনীয়ারিংয়ের ছাত্রদের জন্য এই নিয়ম খাটবেনা, বা কোন বেআইনী কাজকে র্যাগিং নামে ডাকলে পুলিশের বদলে জল-পুলিশ চাই - এমন প্রিভিলেজ দাবী করা চলবে না।
rokeyaa | ০৯ এপ্রিল ২০০৯ ২১:৫০ | 203.110.246.230
আমি গালাগালি দেওয়া কে ডিফেন্ড না করেও এটুকু তো বলতেই পারি যে সাধারনত ইঞ্জিঃ কলেজে যে ধরনের কথা বলা হয়, সেগুলূ যে কখনো র্যাঃ এর পর্যায়ে যেতে পারে, সেটা বোঝার মতো সেন্সিটিভ সবাই নয়।
Ishan | ০৯ এপ্রিল ২০০৯ ২১:৪৭ | 12.163.39.254
কে বা কারা নিজেদের "স্বর্গ থেকে খসে পড়া চাঙড়' হিসেবে দেখেছে, উদাহরণ সহ আলোচনা করলে বাধিত হব।
rokeyaa | ০৯ এপ্রিল ২০০৯ ২১:৪৭ | 203.110.246.230
বাইনারি দাকে, এই ক্ষেত্রে তদন্ত কমিটির বক্তব্যও কিন্তু এই-ই যে ঐ ছেলেটি কেবল গালাগালি করে ডাকতো।
pi | ০৯ এপ্রিল ২০০৯ ২১:৪৬ | 69.255.233.93
স্যান, আমি ফালতু তর্কে যাবো না। সময় , ইচ্ছা কোনোটাই নেই। আমি সব অসুখের এক দাওয়াই, ঐ পুলিশ দিয়ে পেটাই, এরকম জেনেরালাইজ করার বিরুদ্ধে বলেছি।
আর হিউমিলিয়েশান ? হাঃ। অন্য কথা থাক, এখানেই অনেক তক্কাতক্কির সময় লোকে একে অন্যকে যেসব কথা বলে থাকে, তা পাতি কথায় হিউমিলিয়েশান। এখানের সেই সব কটা মালকে উল্টো করে ঝুলিয়ে রাখা উচিত।
san | ০৯ এপ্রিল ২০০৯ ২১:৪৫ | 123.201.53.131
হ্যাঁ, অন্যত্রও র্যাগিং হয়। র্যাগিং সব জায়গায় সমান অপরাধ নিশ্চয়। তবে নিজেদের স্বর্গ থেকে খসে পড়া চাঙড় তারা ভাবে বলে দেখিনি, আর ওই মেন্টালিটির জন্য কিছু লোককে ঝুলিয়ে রাখার কথা বলেছি। টু পুট দেম ইন দেয়ার প্লেস।
Binary | ০৯ এপ্রিল ২০০৯ ২১:৪৫ | 198.169.6.69
আর দিপু যেটা বল্ল, সেটা ২০০% হিউমিলেটিং , এবং তার জন্য ছয় মাস কেন, আজীবন সাসপেন্সন পাওয়া উচিত।
Ishan | ০৯ এপ্রিল ২০০৯ ২১:৪৪ | 12.163.39.254
কি কারণে হচ্ছে, সেটা কোথাও লেখা নেই। প্রসঙ্গতঃ আমি মনে করি, আমার উদাহরণটা খুব "সামান্য' কিছু না। ওটা যথেষ্ট ইরিটেটিং। এবং বন্ধ করা দরকার।
কিন্তু তুমি কি মনে করো, একটা ছেলেকে সারারাত উল্টো করে ঝুলিয়ে রেখে র্যাগিং করা হয়েছে, আর দলে দলে ছাত্ররা তার সমর্থনে নেমে পড়েছে?
rokeyaa | ০৯ এপ্রিল ২০০৯ ২১:৪৩ | 203.110.246.230
স্যান্দিকে, খুন করাটা অপরাধ এটা যেমন একটা স্বাভাবিক ধারনা, কোনো ছেলেকে গালাগাল দেওয়া বা নাচতে বলাও যে ক্ষেত্রবিশেষে তা-ই, এটা কি সব্বাই বোঝে?
Binary | ০৯ এপ্রিল ২০০৯ ২১:৪২ | 198.169.6.69
ঈশেন, তুমি কি সত্যি বিশ্বাস কর, যে, এই সাধারণ কথার জন্য-ই সাসপেন্সসের শাস্তি হচ্ছে ???
sibu | ০৯ এপ্রিল ২০০৯ ২১:৪২ | 71.106.244.161
অভদ্রভাবে নাম জিজ্ঞেস করা বেআইনী নয়। তাই সেটা পুলিস দিয়ে থামানোর কথা কেউ বলে নি। যদিও সেটা ইউনিভার্সিটির আচরণবিধির বিরোধী হতে পারে। সেক্ষেত্রে ইউনিভার্সিটি শাস্তি দিতেই পারে। আমার ব্যক্তিগত মত হল - যাকে ঐ ভাবে কথা বলা হল, সে যদি তা পছন্দ না করে (এবং সেটা মুখ ফুটে বলে), তাহলে আবার ঐ রকম আচরণ করা অন্যায় হবে। সেক্ষেত্রে ব্যাপারটাকে হ্যারাসমেন্টের পর্য্যায়ে ফেলা যাবে। হ্যারাসমেন্ট অনেক ক্ষেত্রেই শাস্তিযোগ্য অপরাধ।
Ishan | ০৯ এপ্রিল ২০০৯ ২১:৪১ | 12.163.39.254
আজ্ঞে র্যাগিং শুধু শিবপুর-যাদবপুরে হয়না। পলিটেকনিক কলেজগুলোতে ভয়াবহ র্যাগিং হয়। সাধারণ কলেজগুলোতেও নবীন বরণের নামে র্যাগিং হয়। যে মালেরা (সবাই নয়) সেসব খোঁজ না রেখে শুধু শিবপুর-যাদবপুরের থোঁতা মুখ ভোঁতা করতে উৎসাহী, তাদের ক-মাসে জন্য পলিটেকনিকে পড়তে পাঠানো হোক।
dipu | ০৯ এপ্রিল ২০০৯ ২১:৪১ | 121.243.161.234
আই আই টি খড়্গপুর কিছুটা হলেও থামিয়েছে। ফার্স্ট ইয়ার এর হোস্টেল এবং 2nd, 3rd ইয়ারের হোস্টেল পুরোপুরি আলাদা। কেউ কাউকে চেনে না। কিন্তু যদুপুর, শিবপুরে এ মডেল অচল।
rokeyaa | ০৯ এপ্রিল ২০০৯ ২১:৪০ | 203.110.246.230
প্রথমতঃ, এটা একটা টকেন ফর গ্র্যান্টেড অবস্থান হওয়া উচিত, যে কোনটা র্যা, আর কোনটা নয়, সেটা ডিসাইড করবে যে র্যাগ্ড হচ্ছে সে। এইটা নিয়ে আমার ধারণা কারুরই দ্বিমত নেই। (ছোটো ছোটো করে লিখছি, তাহলে আলোচনা এগিয়ে যাচ্ছে কি না বুঝতে পারব।)
san | ০৯ এপ্রিল ২০০৯ ২১:৪০ | 123.201.53.131
অপরাধ 'বুঝতে' পেরে থাকে মানে ! করার আগে বুঝতে পারেনি এমন অবোধ সারল্য ! ন্যাকা ! না রিটার্ডেড !
তবে আর কি, আমি দুখান মানুষ খুন করে তারপরে বুঝতে শিখি আমার অপরাধ কোথায় ! ছিল কি ছিল না ! আর হ্যাঁ, একবার বুঝতে পারলে কিন্তু কমিউনিটি সার্ভিস করিয়ে ছেড়ে দিতে হবে। পুলিশ, আইন, ছিঃ, সব খারাপ শব্দ।
Ishan | ০৯ এপ্রিল ২০০৯ ২১:৩৬ | 12.163.39.254
ধরেন ফার্স্ট ইয়ারে একটা ছেলে কলেজে এল। তারপর কোনো এক বড়দা তাকে দূর থেকে আঙুল উঁচিয়ে ডাকলেনঃ অ্যাই এদিকে আয়।
ছেলে এল।
-- নাম কি?
নাম বলা হল। ধরুন, নাম বলল, পলাশ।
-- পলাশ কি? পুরো নাম বলতে পারিস না? বাপ মা সভ্যতা ভদ্রতা শেখায়নি?
এপিসোড এক সমাপ্ত। এই পুরো জিনিসটা খুব ইরিটেটিং। লাগতেই পারে। কিন্তু থামাবেন কিকরে? পুলিশ দিয়ে? এটাই হল প্রশ্ন।
এর সঙ্গে রাজনীতি-অরাজনীতি-যদুপুর-শিবপুরের কোনো সম্পর্ক নেই।
sibu | ০৯ এপ্রিল ২০০৯ ২১:৩৪ | 71.106.244.161
আম্রিকায় চাকরি করতে গেলে সেক্সুয়াল হ্যারাসমেন্টের ক্লাস করতে হয়। সেখানে এক ইনস্ট্রাকটর আমাদের একটি অতি সরল নিয়ম পড়িয়েছিলেন - নো মিনস নো। অর্থাৎ কখনো ধরে নিওনা অন্য পক্ষ তোমাকে খুব পছন্দ করছে, কিন্তু জাস্ট লজ্জায় না বলছে। র্যাগিং নিয়েও এই নিয়মটা ঠিক বলে মনে হয়। কোন ছাত্র/ছাত্রী যদি কিছু করতে না চায়, তাহলে তাকে সেটা আবার করতে বলা যাবে না।
san | ০৯ এপ্রিল ২০০৯ ২১:৩৪ | 123.201.53.131
এই যে শুনলাম, অপরাধী উপযুক্ত শাস্তি পেল কি না তার থেকেও জরুরি কথা হল শাস্তির পরিমাণ নিয়ে ছাত্রদের কতটা 'সে' থাকল এই নিয়ে বেশি চিন্তিত লোকজন।
dipu | ০৯ এপ্রিল ২০০৯ ২১:৩৩ | 121.243.161.234
এই উল্টোঝুলন কি র্যাগিং এর আওতায় পরবে?
pi | ০৯ এপ্রিল ২০০৯ ২১:৩৩ | 69.255.233.93
কনফিউসড হয়ে যাচ্ছি। পাতি বাওয়ালি, খিল্লি, ঐ এক্সটেম্পো বলতে বলার মতন খুচরো মজা করার র্যাগিং, আর সেই র্যাগিং, যা মৃত্যু অব্দি এনে দিতে পারে সব সমার্থক ? আইন করে র্যাগিং মাত্রেই কড়া শাস্তি দেওয়া হোক, এটা খুব পাতি আর ভেগ জেনেরালাইজেশন হয়ে গেল না কি ?
আর পুলিশ ঠ্যাঙালে ই সব ঠিক আছে ? সেখানে কোন হিউম্যান রাইটস ভায়োলেশন হয় না ?
আর আমি তো বুঝলাম না, এক্ষেত্রে ছেলেটি যদি অপরাধ বুঝতে পেরে থাকে, সেক্ষেত্রে ঐ কমিউনিটি সার্ভিস ইত্যাদি তো ভালো প্রস্তাব ছিল !
এদেশেও তো অনেক অপরাধে এই কমিউনিটি সার্ভিসের ব্যবস্থা আছে। রেকলেস ড্রাইভিং, মদ্যপান করে ড্রাইভিং এগুলো সব ই তো অন্যের মৃত্যুর কারণ হতে পার, তো এদের সব জেলে পুরে ঠেঙিয়ে না মেরে কম্যুনিটি সার্ভিসের সুযোগ টুযোগ দেওয়া হয় কেন !
আর অপরাধীকে অনুতপ্ত বোধ করিয়ে সংশোধনের সুযোগ দেওয়া কে আর যাই হোক, শারীরিক/মানসিক নির্যাতনের শাস্তি দিয়ে তাকে ও অন্যান্যদের অপরাধ থেকে নিবৃত্ত করার চেষ্টার থেকে আমি অনেক বেশি কার্যকরী ও হিউম্যান মনে করি।
san | ০৯ এপ্রিল ২০০৯ ২১:৩২ | 123.201.53.131
ইয়েস, আমি বাইনারির সঙ্গে একমত। এই শিবপুর আর যাদবপুরের যে যে মালেরা (সব নয়) কথায় কথায় 'ঐতিহ্য' দেখায় তাদেরকে জাস্ট তিনদিন উল্টো করে ঝুলিয়ে রাখা উচিত।
Binary | ০৯ এপ্রিল ২০০৯ ২১:৩০ | 198.169.6.69
র্যাগিং ব্যাপারটা ক্রিমিনাল অফেন্স, এতে একমাত্র 'সে' থাকতে পারে আদালতে-র। সেটাই আইন হওয়া উচিত। আর র্যাগিং-এর কোনো মাপকাঠি হয় না। পুরোটাই স্রেফ হিউমিলেশন আর পৈশাচিক আনন্দ।
বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে,
মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা,
কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
আমাদের কথা
আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের
কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি
জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্চিন্তার দিন শেষ হল। ... আরও ...
বুলবুলভাজা
এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ।
দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও
লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
হরিদাস পালেরা
এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে
পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান
নিজের চোখে...... আরও ...
টইপত্তর
নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান।
এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর।
... আরও ...
ভাটিয়া৯
যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই,
সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক
আড়ালহীন কমিউনিটি ... আরও ...
টইপত্তর/ভাটিয়া৯/হরিদাসপালের লেখার বক্তব্য লেখকের নিজস্ব, গুরুচণ্ডা৯র কোন দায়িত্ব নেই
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক।
অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি।
যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।
মে ১৩, ২০১৪ থেকে সাইটটি
বার পঠিত
সকলকে জানান
উপরে যে কোনো বোতাম টিপে পরিচিতদের সঙ্গে ভাগ করে নিন