এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • dipu | ০৬ এপ্রিল ২০০৯ ১৯:১৪ | 121.243.161.234
  • কতরকম আজব বিষয়েই যে সার্ভে হচ্ছে!!

    http://tinyurl.com/d4alyx
  • arjo | ০৬ এপ্রিল ২০০৯ ১৯:০৮ | 168.26.215.13
  • সেটাই বলছিলাম কিন্তু সার্ভের কথা মাথায় আসাতেই চেপে গেলাম। হানুদা যদি বকে। ঃ(
  • r | ০৬ এপ্রিল ২০০৯ ১৯:০৬ | 125.18.104.1
  • এর ইনভার্সটিও সত্য, লোকের ভালো না লাগলে চুলকায়। এটা নিয়ে এম্পিরিকাল রিসার্চ করে দেখতে পারিস। তবে দেশে করাই ভালো। অনেক বড় স্যাম্পল সাইজ পাবি।
  • stoic | ০৬ এপ্রিল ২০০৯ ১৯:০৪ | 160.103.2.224
  • ঃ)))))
  • arjo | ০৬ এপ্রিল ২০০৯ ১৯:০১ | 168.26.215.13
  • চুলকালে ভালো লাগে তাও লোকে রিসার্চ করে বের করছে। হায়, আর একটা কথা মনে হয়েছিল বললাম না, হানুদা বকবে। ঃ))
  • Arpan | ০৬ এপ্রিল ২০০৯ ১৮:৫৯ | 65.194.243.232
  • আশা দিয়ে কি অইব? কমিট তো করে নাই। করে কিনা তাই তো দেখছিলাম। ঃ))
  • stoic | ০৬ এপ্রিল ২০০৯ ১৮:৩৮ | 160.103.2.224
  • অর্পণের আশা দেখে আমার রোজার গান টা মনে পড়ে গেল। ঃ))
  • h | ০৬ এপ্রিল ২০০৯ ১৮:৩৮ | 203.99.212.224
  • গুড ঃ-)
  • stoic | ০৬ এপ্রিল ২০০৯ ১৮:৩৭ | 160.103.2.224
  • আরে ধুর খামোখা খচতে যাবো ক্যানে ? স্মাইলি দিতে ভুলে গেছি। ঃ)))
  • h | ০৬ এপ্রিল ২০০৯ ১৮:৩৫ | 203.99.212.224
  • স্টৈক শোনো, খোচো না রে বাপ। জেনে রেখো, আমি যা বলি, সব ই মিডিয়ার অ্যাবস্ট্রাকট অ্যানালিসিস ;-)
    নন্দন পত্রিকা বা বেতালের মতন আমি -ও শরীর বাঁচিয়ে চলি;-)

    সকালে এক ঝলক, প্রতিবিম্ব দর্শন ই যথেষ্ট ঃ-)
  • h | ০৬ এপ্রিল ২০০৯ ১৮:৩০ | 203.99.212.224
  • এইমাত্র মনে পড়ে রুবি রায়ের সুরে, মিনু শাড়ীর একটা বিজ্ঞাপণ শুনলাম। ব্যাপক।
  • Arpan | ০৬ এপ্রিল ২০০৯ ১৮:২৮ | 216.52.215.232
  • লিভারপুল লিগ জিতলে এমনিতেই পাওনা হবে।
  • h | ০৬ এপ্রিল ২০০৯ ১৮:২৭ | 203.99.212.224
  • মাইরি বলি নি, সত্যি এরকম বলিনি।

    ঠিকাছে নেক্সট বার বিয়ার অন মি।

    ওফ। কি আন্তর্জাতিক চাপ।
  • Arpan | ০৬ এপ্রিল ২০০৯ ১৮:২৪ | 216.52.215.232
  • একবুক টলটলে অভিমান!!
  • Arpan | ০৬ এপ্রিল ২০০৯ ১৮:২৩ | 216.52.215.232
  • ইন্দোর সেই পোস্টটার ("অজাতকের আত্মকথা') ছবি এখানে।

  • stoic | ০৬ এপ্রিল ২০০৯ ১৮:১২ | 160.103.2.224
  • অ্যাজ আ ম্যাটার অব ফ্যাক্ট ইট ইজ র‌্যাদার ক্লোজ টু দ্য ট্রুথ।
  • sinfaut | ০৬ এপ্রিল ২০০৯ ১৮:১০ | 203.91.207.30
  • কপাল ঠুকে একটা evdos ডেটা কার্ড কিনে ফেললাম। বুধবার সন্ধেবেলা অ্যাক্টিভেশন হয়ে গেলে পাবো। দেখা যাক যা যা দাবী সব পাওয়া যায় কিনা।
  • sinfaut | ০৬ এপ্রিল ২০০৯ ১৮:০৮ | 203.91.207.30
  • আমিও নট অ্যাভালেবল। বিএসেনেল কানেক্সানের মতন।
  • Blank | ০৬ এপ্রিল ২০০৯ ১৮:০৮ | 170.153.65.23
  • বোধিদাও নেতাজী সুভাষ হয়ে গেলো!!! হায় রে বাজার ...
  • r | ০৬ এপ্রিল ২০০৯ ১৮:০৩ | 198.96.180.245
  • বোধি আজ মায়ের নাম নিয়েছে। এত খারাপ কথা বলতেই পারে না।

    জয় প্রভু!
  • Arpan | ০৬ এপ্রিল ২০০৯ ১৮:০৩ | 65.194.243.232
  • অ্যান্ড দ্যাট্‌স আ শিয়ার ব্লিস? ঃ-)
  • stoic | ০৬ এপ্রিল ২০০৯ ১৮:০০ | 160.103.2.224
  • বেসিকালি হনু বোঝাতে চাইল, বা হিন্ট দিল, যে আমার মত গুড ফর নাথিং প্রতিক্রিয়াশীল, এলিটিস্ট, স্নব, এনারাই, তদুপরি ম্যান-ইউর সাপোর্টার, অবসর সময়ে রসালো ট্যাবলয়েডিয় কেচ্ছা কাহিনী পড়ে, অর্থাৎ সোমনাথের ভার্সানে 'কালচারালি চ্যালেঞ্জেড'।
  • Arijit | ০৬ এপ্রিল ২০০৯ ১৭:৫৬ | 61.95.144.123
  • চ ট ত প
  • h | ০৬ এপ্রিল ২০০৯ ১৭:৫১ | 203.99.212.224
  • ক।
  • stoic | ০৬ এপ্রিল ২০০৯ ১৭:১০ | 160.103.2.224
  • বোধি, মাইরি, তা বলে এমন পাব্লিকলি খিল্লি করবে ?
    ঃ)
  • Bratin | ০৬ এপ্রিল ২০০৯ ১৭:০৬ | 117.194.97.102
  • ঃ-))
  • h | ০৬ এপ্রিল ২০০৯ ১৭:০৩ | 203.99.212.224
  • বিবিসির খবর টা যখন পড়েছিলাম, তখন কেন জানি মনে হয়েছিল, স্টৈক, নোবডি এল্‌স, টইটায় জাস্ট লিংক টা দিয়ে আসবে ;-) মাক্কালি।
  • h | ০৬ এপ্রিল ২০০৯ ১৬:৫৮ | 203.99.212.224
  • কারণ এরা কেউ সুসিল তথা দেশপ্রেমী নয় ঃ-)
  • Bratin | ০৬ এপ্রিল ২০০৯ ১৬:৪১ | 117.194.98.34
  • সবাই বিদেশী দল নিয়ে বলছে ।

    কলকাতার একটি ক্লাব অতি কষ্টে অবনমনের ভ্রুকুটি এড়ালো। সে নিয়ে জনগন কিছু বলছে না কেন? ঃ-)))
  • umesh | ০৬ এপ্রিল ২০০৯ ১৬:১১ | 62.254.196.200
  • কোনো ভরসা নেই। Leeds গত বছর-ও প্রথম পাঁচ এ ছিলো। তারপর প্লে-অফ এ হেরে যাই।
  • Arijit | ০৬ এপ্রিল ২০০৯ ১৫:৪৮ | 61.95.144.123
  • লীগ ওয়ানে পাঁচ নম্বর। চ্যাম্পিয়নশিপে থাকার সময় অ্যাডমিনিস্ট্রেশনে চলে যায় - ৯ পয়েন্ট কাটা যায় - দিয়ে লীগ ওয়ান। এবার হয়তো চ্যাম্পিয়নশিপে ফিরবে - প্লে-অফে জিতলে।
  • Arpan | ০৬ এপ্রিল ২০০৯ ১৫:৪৩ | 216.52.215.232
  • হ্যা, লীডসের এখন কী খবর?
  • Arijit | ০৬ এপ্রিল ২০০৯ ১৫:৩১ | 61.95.144.123
  • আট দশ বছর ধরে কনসিস্টেন্টলি প্রথম হাফে থাকা, চার বছর চ্যাম্পিয়নস লীগে খেলা দলের কি অবস্থা। অ্যানাদার লীডস ইন দ্য মেকিং। নামার শুরু ববি রবসনকে তাড়ানো থেকেঃ-(
  • Arijit | ০৬ এপ্রিল ২০০৯ ১৫:৩০ | 61.95.144.123
  • আগেরবার প্রায় এক অবস্থা থেকে বেরিয়ে এসেছিলো কীগানের দৌলতে (৩০টা খেলায় ২৯ পয়েন্ট - তারপর বার্মিংহ্যামে ড্র, সেখান থেকে ওঠা)। কিন্তু এ বছর মর‌্যাল বলে কিছু অবশিষ্ট নেই - কার্টেসি ক্লাব অ্যাডমিনিস্ট্রেশন। কাজেই চ্যাম্পিয়নশিপই নাচছে - এক যদি না শিয়ারার ম্যাজিক কাজ করে।
  • Arpan | ০৬ এপ্রিল ২০০৯ ১৫:২৫ | 216.52.215.232
  • আরে, তিনটে নামে তো! আমি দুটো ভাবছিলাম।

    টাফ আছে। চার-পাঁচ পয়েন্টের বেশি আসা মুশকিল আছে। সান্ডারল্যান্ড অদি এক ছড়াতে শুরু করে।
  • Arijit | ০৬ এপ্রিল ২০০৯ ১৫:০৭ | 61.95.144.123
  • ওয়েস্ট ব্রম, বরো। আরেকটা চাই তো। যা অবস্থা তাতে থার্ড ক্যাণ্ডিডেট নিউক্যাসল - যদি না শেষ সাতটা খেলায় কম করে তিনটে জেতে। এর পর হল স্টোক (অ্যাওয়ে), স্পারস (অ্যাওয়ে), ফুলহ্যাম (হোম), লিভারপুল (অ্যাওয়ে), বরো (হোম), পম্পি (হোম), ভিলা (অ্যাওয়ে)। নর্মালি ৩৮ পয়েন্টে বেঁচে যায় (একটাই এক্সেপশন - রোডার যখন ওয়েস্ট হ্যামের ম্যাঞ্জার ছিলো সেবার হ্যামার্সরা ৪২ পয়েন্টেও নেমে গেসলো - ওই একবারই)।
  • Arpan | ০৬ এপ্রিল ২০০৯ ১৪:৫৫ | 216.52.215.232
  • * নিশ্চিন্ত
  • dipu | ০৬ এপ্রিল ২০০৯ ১৪:৫৫ | 207.179.11.216
  • মণসা না মনসা?
  • Arpan | ০৬ এপ্রিল ২০০৯ ১৪:৫৫ | 216.52.215.232
  • আরে নিশ্চন্ত থাকো। বরোর যা খেলার নমুনা দেখেছি ওরা নামছেই।
  • Arijit | ০৬ এপ্রিল ২০০৯ ১৪:৫১ | 61.95.144.123
  • আমার এখন পুরো কা তব কান্তা ইত্যাদি - কে ভিলা কে ম্যানিউ জানার অবস্থা নেই। সেভেন গেমস টু গো - কাউন্টডাউন স্টার্টস নাউ। স্টোকের সাথে হেরে গেলে ব্যাস্‌ ঃ-(

    হিডিঙ্কও প্রমাণ করলো যে বড় ম্যাঞ্জাররা হাফ টাইমে রুজি রোজগার করে। পুরো সেকেণ্ড হাফ ঝাঁকড়াচুলো আর্জেন্টিনিয়ানটাকে অ্যাটাক করে গেলো।
  • Arpan | ০৬ এপ্রিল ২০০৯ ১৪:৪৯ | 216.52.215.232
  • আর সকালে কাগজ পড়ে তাই ভয়ানক চমকে গেসলাম।
  • Arijit | ০৬ এপ্রিল ২০০৯ ১৪:৪৯ | 61.95.144.123
  • আমাদের বাড়ির পিছনে একটা নতুন ফ্ল্যাট উঠেছে - তার ছাদে একটা ঘর বানিয়ে লোকনাথের "মন্দীর' (টাইপো নয় - নিমন্ত্রণপত্রে তাই লেখা) প্রতিষ্ঠা হচ্ছে - "রণে বনে জলে জঙ্গলে...আমাকে *শরণ* করিও...'

    পিছনে লোকনাথ, আরেট্টু এগিয়ে বড় রাস্তার পাশে মণসা, সামনে আরেকটা কি যেন - পুরো ঘিরে ফেল্ল। লোকনাথের উদ্বোধনের দিন কান ফাটানোর ব্যবস্থাও হচ্ছে দেখে এলুম। ভাবছি মিউজিক সিস্টেমের সাথে কম্পুর স্পীকারগুলো জুড়ে পাল্টা কিছু দেওয়া যায় কিনা।
  • Arpan | ০৬ এপ্রিল ২০০৯ ১৪:৪৭ | 216.52.215.232
  • তবে চুপি চুপি কই, ভিলা হারায় তেমন দুক্কু পাই নাই। আমাদের চার্নং জায়গাটা পাকা হইতাসে।
  • dipu | ০৬ এপ্রিল ২০০৯ ১৪:৪২ | 207.179.11.216
  • কিন্তু ব্যাঙ্গালোরে এসে পজ্জন্ত আবাপর দ্বিতীয় পাতাটা খুব মিস করি। কে কে নাম পাল্টালো, কোথায় কবে কোন জ্যোতিষী বাণী বিতরণ করবেন, কিসুই জানতে পারি না।
  • sayan | ০৬ এপ্রিল ২০০৯ ১৪:৩৯ | 160.83.96.82
  • সব কটা বাংলা খপরের কাগজ আদপে নাথিং মোর দ্যান ভাঁজকরা হাগজ। আঃ বা* পত্রিকা এঁয়াদের শিরোমণি।
  • Arijit | ০৬ এপ্রিল ২০০৯ ১৪:৩০ | 61.95.144.123
  • লীগ ম্যাচ কভার করে না, তবে চ্যাম্পিয়নস লীগ, ইউরোপীয়ান কাপ বা বিশ্বকাপ কভার করে - এবং একইরকম ভুলভাল করে। এক্সপার্টদের দিয়ে লেখায় - এমন এক্সপার্ট যারা ক্লিন্সম্যানের তুলনা করে শিশির ঘোষের সঙ্গে। সেই ডায়লগটা ভোলার নয় - ক্লিন্সম্যানের একটা বিখ্যাত গোল আছে সবাই মনে হয় দেখেছ - কোনো একটা বিশ্বকাপে - প্রায় শুণ্য ডিগ্রী অ্যাঙ্গল থেকে ফ্লিক হেডে সেকেণ্ড পোস্টে গোল। তার পরের দিন আবাপ-তে কোনো এক এক্সপার্ট লিখেছিলেন - "ঠিক যেন ফুল ফর্মের শিশির ঘোষ' ঃ-)

    আর আমাদের এক্সপার্টরাও তেম্নি - হটনকে নিয়ে প্রাক্তন খেলোয়াড়দের চেঁচামেচি কি কম? সেদিন চুনী গোস্বামীর একটা লম্বা চওড়া লেখা বেরোল - এই করা হয়নি, হটন ফালতু - এই বলেছেন, সেই বলেননি। অথচ ফুটবলের স্বার্থে চুনী গোস্বামীর একটা কাজও মনে পড়ছে না - ইভেন মোহনবাগানের দায়িত্বও ভদ্রলোক কখনো নিতে চাননি।
  • umesh | ০৬ এপ্রিল ২০০৯ ১৪:২৪ | 62.254.196.200
  • বাংলা পেপার গুলো কেন যে বিদেশী লীগ ম্যাচ কভার করে বুঝি না। শুধু আনন্দবাজার নয় বাকি পেপার গুলো প্রায় ভুল খবর দেয়। বোধহয় এরা কলকাতা'র জনতা কে বোকা ভাবে, যারা শুধু ইঃবঃ আর মোঃবাঃ নিয়েই মেতে আছে।
  • h | ০৬ এপ্রিল ২০০৯ ১৪:১৬ | 203.99.212.224
  • ঃ-))))))))))
  • stoic | ০৬ এপ্রিল ২০০৯ ১৪:১৪ | 160.103.2.224
  • যাক, সুসিল নই শুনে বেশ হাল্কা লাগচে। রিপ্লেস সুসিল বাই এনারাই ইন মাই ২ঃ০৬ পোস্ট।
    ঃ)
  • h | ০৬ এপ্রিল ২০০৯ ১৪:১২ | 203.99.212.224
  • অন্তত জেরেমি ক্লার্কসন হতে হবে।
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত