গত কয়েকদিন ধরে সুমনের দুটো গানের এই পংক্তিগুলো মাথায় ঘুরছে। নাবিয়ে ফেলি।
------------- জনতা শব্দটা ভনিতা করে করে ভজাতে পারলে নিয়মমত ইলেকশনে জিতে মন্ত্রী-টন্ত্রী বা সেপাই-সান্ত্রী তো হওয়াই যেত! নিদেন জুটে যেত চামচেগিরি, বড় সুখের কাজ - উইদাউট স্পাইন। এখানে চালু একুশে আইন।
------------
তোমার জন্যে আমার জন্যে ভেবে ভেবে হন্যে যারা তাদের গুপ্ত পকেটগুলো ধনধান্যপুষ্পভরা।
Bratin | ০২ এপ্রিল ২০০৯ ১০:২৩ | 117.194.97.12
আরে যারা কলকাতা য় থাকে না, তাদের মনের দুঃখ কি আর জানি না ঃ-))
সেকি... বেটার ছেলে রা কি আর কোন জায়গা বাদ দেবে না।;-((
Arpan | ০২ এপ্রিল ২০০৯ ১০:০৬ | 122.252.231.12
কলকাতাকে কবে গালি দেই, বালাই ষাট, তবে সুযোগ পেলেই খিল্লি করি।
dipu | ০২ এপ্রিল ২০০৯ ১০:০৬ | 207.179.11.216
আমি ভাবলাম শান্তি নাম্নী কারোর কথা হচ্ছে।
lcm | ০২ এপ্রিল ২০০৯ ১০:০৫ | 69.236.182.236
শান্তি থিয়েটার তো চেন্নাই-তে
Arpan | ০২ এপ্রিল ২০০৯ ১০:০৪ | 122.252.231.12
আরে ব্রতিন্দা, তুমি সিমলিপাল যাইয়ো না। ক'দিন আগেই মাওবাদী হামলা হয়ে গেছে।
Bratin | ০২ এপ্রিল ২০০৯ ১০:০১ | 117.194.97.12
অর্পন , যতো ই কলকাতা কে গালগালি করো, এখনে যা শান্তি সেটা কি অন্য জায়গা তে আছে ?? ঃ-))
dipu | ০২ এপ্রিল ২০০৯ ০৯:৫৭ | 207.179.11.216
উঃ, কি ঘুমটাই পাচ্ছে!!
Arpan | ০২ এপ্রিল ২০০৯ ০৯:৫৩ | 122.252.231.12
এখানে আইস। গিনেস খাওয়াব। কলকাতা পচা। কিছু মেলে না।
h | ০২ এপ্রিল ২০০৯ ০৯:৫১ | 203.99.212.224
মাইরি বলছি, কাল আমি রাগি নি। আমি বাই লিংগুয়াল। কোনো ভাষাটাই ভালো করে জানি না। তার উপরে প্রচুর টাইপো সহ লিখি। আসলে আমার স্লাইট বুদ্ধি কম আছে বলে আমি কিছু মনে হলেই বলে ফেলি। দেয়ার ইজ নো ফিল্টার। যাক গে কাটা।
তোরা এইখানে এলে আড্ডা দোবো। অর্পণ বীয়ারের কথা ভুলিস না।
গুড।
dipu | ০২ এপ্রিল ২০০৯ ০৯:৪৭ | 207.179.11.216
এক এক দিন অমন হয়। তাছাড়া ৪ কিলোমিটার অল্টিচিউডে কি আর ফুটবল খেলা হয়!!!
Arpan | ০২ এপ্রিল ২০০৯ ০৯:৪৩ | 122.252.231.12
হে হে হে, তাই বলে ৬-১!
arjo | ০২ এপ্রিল ২০০৯ ০৯:৪০ | 24.42.203.194
আমি আবার মুখে কথা কইতে পারি না, আটকে যায়। লেখাই ভালো দিব্য।
arjo | ০২ এপ্রিল ২০০৯ ০৯:৩৯ | 24.42.203.194
আরে না রে বাবা। তবে তুমি এট্টু রেগে গিয়েছিলে, তাই না ইংরিজী বলছিলে। ঐ ইন্ডেক্সটা আমি খুব চিনি।
তা এবারে লেখাটা নামিয়ে ফেল, পড়ি। এটা সিরিয়াসলি বললাম।
h | ০২ এপ্রিল ২০০৯ ০৯:৩৮ | 203.99.212.224
;-)
Arpan | ০২ এপ্রিল ২০০৯ ০৯:৩৭ | 122.252.231.12
আরে না।
তবে লিখে তর্ক করার হেবি চাপ। তুমিও তো বেঙ্গালুরু ঘোড়ার পিঠে জিন চাপিয়ে আসো।
h | ০২ এপ্রিল ২০০৯ ০৯:৩৫ | 203.99.212.224
ও তাই এমন আলুথালু বাক্য।
আচ্ছা, তোর কি মনে হয়েছে আমি ঝগড়া করেছি? কাল তোর আর অর্পণের সঙ্গে। আমাকে পরিবার হেবি ঝাড় দিল। আর র প্যাঁক দিল। কিন্তু আমি বল্লাম, আমরা তো আলোচনা করছিলাম। উইথ সাম শার্প এক্সচেঞ্জেস। মাইরি ঝগড়া মনে হয়ে থাকলে সরি। এই লিখে লিখে তর্ক করার এই এক চাপ। মুখে করলে অতটা গায়ে লাগে না।
arjo | ০২ এপ্রিল ২০০৯ ০৯:৩৩ | 24.42.203.194
তোমরা যোগী মানুষ ভোগীদের কথা কি বুঝবে। সেই দুঃখে এবার তাহলে আমি যাই। বাই।
arjo | ০২ এপ্রিল ২০০৯ ০৯:৩১ | 24.42.203.194
আব্বে সক্কাল কই। এতো রাত। গভীর রাত। মাঝরাতে জাগে ভোগী। আর ভোররাতে জাগে যোগী।
h | ০২ এপ্রিল ২০০৯ ০৯:২৯ | 203.99.212.224
'দেখলেই মনে হয় খুলে দেখি' ? সক্কাল সক্কাল যুবা আর্য।
তারপরে নিজেই বলেছে এইটা সান। আর (বাঁদিকের লিস্টিটার দিকে দেখিয়ে) এলুগো মুন। সব সব মুন।
Ishan | ০২ এপ্রিল ২০০৯ ০৯:১৬ | 12.217.30.133
আবে নাচের ছবি আমার আঁকা না। বিভিন্ন জায়গা থেকে ফিগারগুলো জোগাড় করে পেস্ট করা।
সুয্যির ছবিটা জেনুইন এঁকেছি। মাইরি। ঃ) আর ঐ হাত ফাত গুলো কোত্থেকে যে ঝেড়েছিলাম, মনে নাই।
নাঃ অনেক রাত হল। পোশোংসার জন্য থ্যাংকু। ঃ)
a x | ০২ এপ্রিল ২০০৯ ০৯:১২ | 99.152.72.73
আমি সানলাইট বার বলিনি, আমি নিওন বলেছিলুম। আর ছবিটা তো ভালোই। এই টই, বুলবুল ইত্যাদির পাশে ঐ হাসি মুখ সুজ্জিঠাকুর জিনিসটাও কি তোমার আঁকা? এইগুলো আর ওপরে ঐ আল্পনার মত জিনিসগুলো দেখলে আমার কেমন স্কুলের কথা আর সন্দেশ (পত্রিকা)র কথা মনে পড়ে। মানে ভালো অর্থেই মনে পড়ে।
arjo | ০২ এপ্রিল ২০০৯ ০৯:১২ | 24.42.203.194
আমার পুরো ইউআই ডিজাইনটাই ভালো লাগে দুটো জিনিষ ছাড়া। ১, টইয়ের ইন্ডেক্সিং, ২, সার্চটা খুঁজে পাওয়া যায় না। এছাড়া বাকীটা যাস্ট কথা হবে না। সিম্পল, অন্যরকম, দেখলেই মনে হয় খুলে দেখি। এতো বিশেষ দেখা যায় না।
arjo | ০২ এপ্রিল ২০০৯ ০৯:১০ | 24.42.203.194
আচ্ছা ঐ ধরা ... ইত্যাদি মানে যারা কোবল লিখতে জানে তারা ইংরিজী লিখতে পারে না।
Tim | ০২ এপ্রিল ২০০৯ ০৯:১০ | 71.62.2.93
আমারো বেশ লাগে ঐ অন্যরকম ডিজাইনটা। উপরে দুদিকে সুজ্জো ইত্যাদির ছবিগুলোও বেশ। ( মামুর পোশোংসা করার সুযোগ তো বেশি মেলেনা, তাই সুযোগটা ছাড়লাম না আর কি!) ঃ-))
arjo | ০২ এপ্রিল ২০০৯ ০৯:০৬ | 24.42.203.194
ঠিক সেইজন্যই ক্যাঁথার উপর চড়ে বসে আছি। টর্ণেডো এলেই ঘুড়ির মতন ভেসে পড়ব।
Ishan | ০২ এপ্রিল ২০০৯ ০৯:০৪ | 12.217.30.133
টর্নেডো হলে ভয়ের কিছু নেই। একটু চেষ্টা করে শুধু উপর দিকে ভেসে থেকো। টিভিতে দেখিয়েছে, এই করেই একটা লোক কিরকম টর্নেডো চড়ে বেড়িয়ে এসেছিল।
Ishan | ০২ এপ্রিল ২০০৯ ০৯:০৩ | 12.217.30.133
হ্যা হ্যা। ঐ ছবিটা আমি এঁকেছি, থুড়ি বিভিন্ন জায়গা থেকে কপি পেস্ট করে বসিয়েছি। সানলাইট বারের জন্য যদি আমায় খিস্তি খেতে হয়, তবে, নাচের জন্য অক্ষ আমাকে একটা বড়ো তালিয়া দিক। ঃ)
arjo | ০২ এপ্রিল ২০০৯ ০৯:০৩ | 24.42.203.194
না রে বাবা। এখানে বাজ পড়ছে এখন সেই নিয়ে চিন্তা। ভয়ে ঘুমোতে পাচ্ছি না। যদি টর্ণেডো হয়ে উড়িয়ে নিয়ে যায়। ঘুমোলে তো দেখতে পাব না।
dipu | ০২ এপ্রিল ২০০৯ ০৯:০০ | 207.179.11.216
আর্জেন্টিনা ১-৬ হেরেছে ঃ-((((
বলিভিয়ায় অত উঁচুতে খেলা বন্ধ করে দেওয়া যায় না :-x
Binary | ০২ এপ্রিল ২০০৯ ০৮:৫৫ | 70.64.8.206
সার্ভের ব্যাপারটা মুলতঃ আজ্জো vs হ, হয়ে গেছে। আজ্জো, বেশী চিন্তিও না এনিয়ে, হাইপারটেনশন হবে যে ঃ))
a x | ০২ এপ্রিল ২০০৯ ০৮:৫৫ | 99.152.72.73
বলে রাখা ভালো, ঐ ছবিটা আমার বেশ ভালো লাগে, গতি আছে ওটার মধ্যে। আর তার সাথে এই পুটুস পুটুস স্মাইলি দেওয়া সূচীটা আর ঐ আঁকিবুঁকি গুলোও।
Binary | ০২ এপ্রিল ২০০৯ ০৮:৫৩ | 70.64.8.206
আমি জানি, আমি জানি, আমি কোবোল জানি, আর হ্যাঃ ইঞ্জিরিটাও জানিনা।
a x | ০২ এপ্রিল ২০০৯ ০৮:৪৮ | 99.152.72.73
আচ্ছা, গুরুর ঐ নীল নাচছে লাফাচ্ছে ছবিটা কে এঁকেছিল?
Arpan | ০২ এপ্রিল ২০০৯ ০৮:৪৫ | 122.252.231.12
এতো অতি সহজ। আমাদের এক নতুন ডেঃম্যাঃ জয়েন করেই বলেছিলেন যারা কোবল লিখতে জানে, তারা ইঞ্জিরি লিখতে পারে না। ঃ-))
a x | ০২ এপ্রিল ২০০৯ ০৮:৪৪ | 99.152.72.73
এটার মানে কি? মানে ঐ ধড়াল্লেসে ইত্যাদি?
Binary | ০২ এপ্রিল ২০০৯ ০৮:১০ | 70.64.8.206
এর আবার ক্লারিফিকেশন কি ? এতো সহজ কথার, আবার ক্ল্যারিফিকেশন হয় নাকি ? এতো জলের মত পরিস্কার !!!
d | ০২ এপ্রিল ২০০৯ ০৮:০৩ | 117.195.37.70
হিন্দীতে একটা কথা আছে, "ধড়াল্লেসে রাট্টা মারা'। সার্ভের টইটা পড়ে কথাটা আরেকবার মনে পড়ল।
arjo | ০২ এপ্রিল ২০০৯ ০৭:৫৫ | 24.42.203.194
""কালচারালি চ্যালেঞ্জড লোকজন টেকনিকাল সাপোর্ট দিচ্ছে বলেই, বা ম্যানেজমেন্ট হেল্প করছে বলেই কিছু একটা সাহিত্য পত্রিকার ওরিয়েন্টেশান বা বেশিরভাগ লেখার প্রকৃতি নির্ধারণ সম্পর্কিত পপুলিস্ট পিয়ার প্রেসার তৈরি করলে তা দূর্ভাগ্যজনক (ওখানে বানামটা ভুল ছিল) বলতেই হবে।""
সোমনাথ এখানেও রেখে গেলাম। এই বক্তব্যটার ক্ল্যারিফিকেশন আমার চাই আর কেউ না চাইলেও। হোয়াট এক্স্যাকটলি ডু ইউ ওয়ান্ট টু মিন?
tania | ০২ এপ্রিল ২০০৯ ০৫:৫৩ | 65.115.93.98
আরে আড্ডা কখনো একটা টপিকে থেমে থাকে নাকি? গালফোলা নিয়ে শুরু হয়ে কোথাকার জল কোথায় গড়াবে বলা যায়? ঃ-) এনিওয়ে, আমি কাটি।
Binary | ০২ এপ্রিল ২০০৯ ০৫:৪৬ | 70.64.8.206
সার্ভে কি ও কেন, নিয়ে ৪০ পাতা ঠিক আছে, কিন্তু গালফোলা নিয়ে ৪০ পাতাটা এট্টু বাড়াবাড়ি হয়ে যাবে না ?
চালতেতলায় যেতে কেন মানা করা হচ্ছে সেটা বলার ঠিক সাহস পাচ্ছি না, কারন চালতে যার জন্য যাওয়া বারণ, সে খানিক আগের পাতায় পাতায় সার্ভে নিয়ে উত্তাল ডিবেট করেছে, শেষে যদি 'গালফোলা'র কেসে-ও ত্যামন সুরু হয় ?
tania | ০২ এপ্রিল ২০০৯ ০৫:১৩ | 65.115.93.98
আমার মনে হয় চালতাতলায় কেন যেতে মানা করা হচ্ছে সেটা key। তার সঙ্গে ফোলা গালের কোনো সম্পক্কো আছে কি? if yes, then মায়ের গাল ফোলা else ছেলের।
tania | ০২ এপ্রিল ২০০৯ ০৫:১০ | 65.115.93.98
দেকেচো! ঠিক এই কনফুশনটাই আমারও। বাইনারিদা আর শিবুদার ডিবেট দেখে কি যে আনন্দ পাচ্ছি কি বলব!
Binary | ০২ এপ্রিল ২০০৯ ০৫:০৫ | 70.64.8.206
শিবুদা, এলিট আর প্রোলেতারিয়েত গুল্যে ফ্যালসে। আমি বল্লুম ভদ্দরনোক বৌ-গিন্নির কথা, আর শিবুদা বল্ল হ্যাবনটস-দের কথা। 'খেঁদির মা' হ্যাবনট্স দের প্রতিনিধি, আর কে না জানে নারীমুক্তি প্রোলেতারিয়েত মানুষে-ই সর্বাগ্রে।
sibu | ০২ এপ্রিল ২০০৯ ০৪:০৭ | 216.239.45.4
ও হ্যাঁ, 'বানীর মা' বা 'বুলবুলির মা' না শুনলেও 'খেঁদির মা' শুনেছি।
sibu | ০২ এপ্রিল ২০০৯ ০৪:০৫ | 216.239.45.4
নোপ, মায়ের গালফোলা হলে - গোবিন্দের গালফোলা মা, বলা হত।
বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে,
মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা,
কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
আমাদের কথা
আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের
কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি
জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্চিন্তার দিন শেষ হল। ... আরও ...
বুলবুলভাজা
এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ।
দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও
লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
হরিদাস পালেরা
এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে
পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান
নিজের চোখে...... আরও ...
টইপত্তর
নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান।
এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর।
... আরও ...
ভাটিয়া৯
যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই,
সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক
আড়ালহীন কমিউনিটি ... আরও ...
টইপত্তর/ভাটিয়া৯/হরিদাসপালের লেখার বক্তব্য লেখকের নিজস্ব, গুরুচণ্ডা৯র কোন দায়িত্ব নেই
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক।
অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি।
যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।
মে ১৩, ২০১৪ থেকে সাইটটি
বার পঠিত
সকলকে জানান
উপরে যে কোনো বোতাম টিপে পরিচিতদের সঙ্গে ভাগ করে নিন