এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • baps | ৩০ মার্চ ২০০৯ ১২:২৮ | 203.199.41.181
  • না পেলে পুকুর কেটে ফেলুন। খাল কাটবেন না যেন কুমির আসতি পারে।
  • san | ৩০ মার্চ ২০০৯ ১২:২৫ | 12.144.134.2
  • বেঙ্গালুরুতে কোথায় সাঁতার শিখবার জায়গা আছে? আমি শিখতে চাইইইইই
  • Arpan | ৩০ মার্চ ২০০৯ ১২:২২ | 216.52.215.232
  • আমাদের কোয়ার্টার কোয়ার্টারে অ্যাড হয়।
  • baps | ৩০ মার্চ ২০০৯ ১২:১৮ | 203.199.41.181
  • সিকি বচ্ছর এর প্রথম চতুর্থাংশেই ছুটি শেষ!!!!
  • Arpan | ৩০ মার্চ ২০০৯ ১২:১০ | 216.52.215.232
  • হ্যাঃ, গত বছর ওই লাভেলি রোডে খাওয়াদাওয়া সেরে ওর সামনে দিয়ে এলাম না? ভুতো আর অমিতাভও তো ছিল।

    ঘুরেছি খারাপ না। কিন্তু, কী গরম। ডিহাইড্রেশন হয়ে গেছে সবার! নেহাত ছুটি নেই, তাই অফিসে এলাম।
  • san | ৩০ মার্চ ২০০৯ ১২:০৩ | 12.144.134.2
  • তাইতো। কোথায় কোথায় ঘুরলে? কেমন ঘুরলে?

    (সবাই চেনে না মোটেই, আমি চিনিনা)
  • Arpan | ৩০ মার্চ ২০০৯ ১২:০২ | 216.52.215.232
  • হ্যাঁ, এম জি রোডের খুব কাছে। সবাই চেনে।
  • Arpan | ৩০ মার্চ ২০০৯ ১২:০০ | 216.52.215.232
  • আমি এখনই কনফার্ম করতে পারছি না। গত তিনদিনের গরমের হলকায় একেবারে বিধ্বস্ত। পরিবারের সবাই।
  • dipu | ৩০ মার্চ ২০০৯ ১১:৫৯ | 207.179.11.216
  • উৎসাহী।
  • dipu | ৩০ মার্চ ২০০৯ ১১:৫৯ | 207.179.11.216
  • আর সেন্ট মার্কস রোডে oh! calcutta খুলেছে। সেটা কোথায়?
  • san | ৩০ মার্চ ২০০৯ ১১:৫৮ | 12.144.134.2
  • অপ্পন, সায়ন্দা, ভুতো, অনামিক, দিপু - কেউ কি শনিবার দুপুরে নাটক (ও লাঞ্চে) উৎসাহী?
  • dipu | ৩০ মার্চ ২০০৯ ১১:৫৬ | 207.179.11.216
  • আমি ইন্দিরানগরেই ১০০ ফীট রোডে একটা রেস্টুরেন্টে ফিসফ্রাই চেয়ে পাতি মাছভাজা পেলাম। চার্চ স্ট্রীটটা কোথায়? এমজি রোডের কাছে?
  • Arpan | ৩০ মার্চ ২০০৯ ১১:৫০ | 65.194.243.232
  • বাঙালি স্টাইলের ফিশফ্রাই খাবার ঠেক - কোরমঙ্গলার "কলকাতা" অথবা ইন্দিরানগরের "৬ বালিগঞ্জ প্লেস'। এছাড়া চার্চ স্ট্রীটে কে সি দাসের ওপরের তলায় 'বে অফ বেঙ্গল' আছে (বিজলিগ্রিলের) সেখানেও হয়ত পাওয়া যেতে পারে।
  • quark | ৩০ মার্চ ২০০৯ ১১:২৭ | 202.141.148.99
  • তবে এই ছেলেটা মনে হয় একটু আলাদাই। দুটো ভার্সানে একেবারে দু রকম খেলে, ঠিক খাপে খাপ। তুলনা করার সময় আসেনি ঠিকই, তবে আশা করাই যায় ...
  • Arijit | ৩০ মার্চ ২০০৯ ১১:২৩ | 61.95.144.123
  • "ডস' আর এর চেয়ে বেশি আপডেটেড কি করে হবে?
  • Arijit | ৩০ মার্চ ২০০৯ ১১:১৮ | 61.95.144.123
  • হুম্‌ম্‌ম্‌ম্‌ম সেই এককালে বেঁটেখাটো একটা লোক এরকম ইনিংস খেলে ম্যাচ বাঁচাতো। সেই স্ট্যান্ডার্ডে পৌঁছতে অনেক দেরী, তবে এখন এই জিনিস চট করে দেখা যায় না।
  • Bratin | ৩০ মার্চ ২০০৯ ১১:১৫ | 117.194.96.89
  • আরে, ১০ ঘন্টার ওপর ব্যাটিং করে ম্যাচ বাঁচালো যে
  • dipu | ৩০ মার্চ ২০০৯ ১১:১১ | 207.179.11.216
  • কোনটার কথা?
  • Bratin | ৩০ মার্চ ২০০৯ ১১:১০ | 117.194.96.89
  • গম্ভীরের অসাধারন ইনিংস নিয়ে জনগনের কি বক্তব্য?
  • Arijit | ৩০ মার্চ ২০০৯ ১১:০৯ | 61.95.144.123
  • সেদিন টেলিগ্রাফ না কোথায় যেন বেরিয়েছিলো এটার কথাঃ-)
  • Arijit | ৩০ মার্চ ২০০৯ ১০:৫৪ | 61.95.144.123
  • ধেত্তেরি - দুবার হল কি করে? একবার ক্লিক করলুম তো ফেইলড বল্ল, আবার করলুম - আমাদের নেটওয়ার্ক ডাউন হয়ে গেলো - এখন দেখছি দুবার দেখাচ্ছে আলাদা আলাদা সময়ে!!!
  • Arijit | ৩০ মার্চ ২০০৯ ১০:৫৩ | 61.95.144.123
  • স্টইক, দ্রি ইত্যাদি এক্স লরেন্সিয়ানদের জন্যে খবর হল আমাদের পরের জেনারেশনের একটা সম্ভবতঃ কিছুদিন পর থেকে লরেন্সিয়ান হতে চলেছে - মানে ঋক সেন্ট লরেন্সে ক্লাস টু-তে চান্স পেয়েছে।

    একটু দোটানায় আছি - পাঠভবনে গিয়ে বলতেই খারাপ লাগবে, কিন্তু দুটো প্র্যাক্টিক্যাল প্রবলেম রয়েছে - যার মধ্যে একটা খুব বড় ইস্যু - সেটা হল টাইমিং। এখন সাড়ে সাতটা, থ্রী-ফোর বারোটায়, ফাইভ-সিক্স ফের সাড়ে সাতটা, সেভেন-এইট আবার বারোটা - এরকম চলতেই থাকবে - বিল্ডিং-এর অভাবের জন্যে। বার বার এই সময় পাল্টানো খুব ঝাড়ের। আর দুই তো খেলার মাঠ - আদারওয়াইজ আর কোনো কমপ্লেন ছিলো না...
  • Arijit | ৩০ মার্চ ২০০৯ ১০:৪৬ | 61.95.144.123
  • স্টইক, দ্রি ইত্যাদি এক্স লরেন্সিয়ানদের জন্যে খবর হল আমাদের পরের জেনারেশনের একটা সম্ভবতঃ কিছুদিন পর থেকে লরেন্সিয়ান হতে চলেছে - মানে ঋক সেন্ট লরেন্সে ক্লাস টু-তে চান্স পেয়েছে।

    একটু দোটানায় আছি - পাঠভবনে গিয়ে বলতেই খারাপ লাগবে, কিন্তু দুটো প্র্যাক্টিক্যাল প্রবলেম রয়েছে - যার মধ্যে একটা খুব বড় ইস্যু - সেটা হল টাইমিং। এখন সাড়ে সাতটা, থ্রী-ফোর বারোটায়, ফাইভ-সিক্স ফের সাড়ে সাতটা, সেভেন-এইট আবার বারোটা - এরকম চলতেই থাকবে - বিল্ডিং-এর অভাবের জন্যে। বার বার এই সময় পাল্টানো খুব ঝাড়ের। আর দুই তো খেলার মাঠ - আদারওয়াইজ আর কোনো কমপ্লেন ছিলো না...
  • dipu | ৩০ মার্চ ২০০৯ ১০:৪১ | 207.179.11.216
  • এতক্ষণ অফিস থেকে সাইট খুলছিলো না।
  • Bratin | ৩০ মার্চ ২০০৯ ০৭:৫৯ | 117.194.96.19
  • হি হি । testing আমার area । শেষ ৬ বছর ধরে এই সব করছি । ঃ-))
  • arjo | ৩০ মার্চ ২০০৯ ০৭:২৮ | 24.42.203.194
  • ন্যাড়া দা টেস্ট করছে!
  • nyara | ৩০ মার্চ ২০০৯ ০৬:৩৮ | 64.105.168.210
  • ????? ????!
  • arjo | ৩০ মার্চ ২০০৯ ০২:১১ | 24.42.203.194
  • ব্রতীন, উইকএন্ডে আর কি? এই বাজার দোকান, রান্না বান্না, ইত্যাদি ইত্যাদি।
  • arjo | ২৯ মার্চ ২০০৯ ২৩:৪৩ | 24.42.203.194
  • তব্বে, ফাণ্ডায় ঢ্যাঁড়া বললেই হল। কেন্দীয় চক্কান্তে কান দিবেন না। গুগুলের সার্চ অ্যালগো খুব ইন্টেলিজেন্ট। আল্টিমেট লক্ষ্য প্রত্যেকের জন্য আলাদা আলাদা সার্চ রেজাল্ট দেওয়া। কোনো একদিন নাকি এমনই হবে। তা সেটা তো একদিনে হয় না, প্রতিদিন একটু একটু করে উন্নতি হয়। উন্নতি হতে হতে সার্চ রেজাল্ট আজ কতটা পার্সোনালাইজড তা জানা নেই। আমি একটা কাউন্টার এক্সাম্পল দিয়েছি যে কিছু কিছু ক্ষেত্রে একই সার্চ স্ট্রীং এর ক্ষেত্রেও স্থান, কাল ও পাত্র ভেদে ভালোরকম ডেভিয়েশন পাওয়া যায়। মূল প্রতিপাদ্য ছিল এই যে গুগুল সার্চ রেজাল্ট থেকে সোশ্যাল পার্সপেকটিভ বুঝতে গেলে বা কোনোরকম কনক্লুশন ড্র করতে গেলে তার স্ট্যান্ডার্ড এরর খুব বেশি হবে।
  • pi | ২৯ মার্চ ২০০৯ ২২:২২ | 69.255.233.93
  • আরো মজা। বাড়ির অন্য একটা ল্যাপি থেকে এবার সার্চ মারলে প্রথমবারেই দ্বিতীয় লিংক হিসেবে আমার জায়গার আর্টস প্রোগ্রাম দেখাচ্ছে। স্পনসরড লিংকেও তাই।
  • pi | ২৯ মার্চ ২০০৯ ২২:১৮ | 69.255.233.93
  • উঁহু, এই সার্চে একটা মজার ব্যাপার আছে।
    প্রথমবার সার্চিয়ে ঠিক ঐ মামুর লিস্টিটা ই এল , ডানদিকেও তাই।

    এরপর আমি একবার সার্চ করলুম আর্টস প্রোগ্রাম আর আমার স্টেটের নাম দিয়ে। সে যা দেওয়ার দিল।

    এরপর যেইনা আবার কেবল আর্টস প্রোগ্রাম দিয়ে প্রথমবারের সার্চটা করেছি, নাঃ প্রথমেই ঐ Leap ব্যাটার লাপালাপি এখনো অব্যাহত। কিন্তু মজাটা হল দ্বিতীয় লিংক এ NFAA র আগে ঢুকে পড়েছে আমার লোকাল একটি আর্টস প্রোগ্রামের লিংক। বদলে গেছে পাশের স্পনসর্ড লিংক গুলিও। বেশিরভাগই আমার লোক্যাল। মানে শুধু স্টেটওআইজ লোক্যাল ই না। অন্য স্টেটের ও যে জায়গা দূরত্ব হিসেবে আমার কাছাকাছি, সেগুলো ও চলে এল।

    তার মানে কি ? একদম প্রথমে কাকু আমার আইপি অনুযায়ী ট্রেস করেনি । কিন্তু যেই আমি একবার স্পেসিফিক সার্চ মারলুম, অমনি আমার ঐ খোঁজের খবর স্টোর হয়ে রইলো ? পরের বার নইলে বদলে গিয়ে আমার জায়গার জিনিসপত্তর চলে এল ক্যামনে ?
    আর সাথে সাথে কি এবার আইপি দেখে সেই অনুযায়ী স্পনসর্ড লিংক দেওয়া শুরু হল ? নইলে অন্য স্টেট , কিন্তু আমার নিকটবর্তী জায়গা সব আবির্ভূত হচ্ছে কোন ম্যাজিকে ?
  • Bratin | ২৯ মার্চ ২০০৯ ২২:১৪ | 117.194.97.166
  • ইন্দ্রনীল দা, কেমন আছেন? এখন কি গুরু তে একটু অনিয়মিত?
  • I | ২৯ মার্চ ২০০৯ ২২:০২ | 59.93.219.108
  • পয়সা নেই। রিসেশন।
  • d | ২৯ মার্চ ২০০৯ ১৬:০১ | 117.195.42.223
  • Amos Oz - এঁর কোন লেখাপত্তর কেউ পড়েছে? সে সম্পর্কে দু-চার পয়সা দেবে?
  • sinfaut | ২৯ মার্চ ২০০৯ ১৩:৪৬ | 59.93.254.247
  • আমারও কলকাতা থেকে সার্চে এলো leapnyc
  • I | ২৯ মার্চ ২০০৯ ১৩:৪১ | 59.93.214.34
  • নাঃ , আজ্জোর কনসেপ্টে ঢ্যাঁড়া । কলকেতা থেকে সার্চ মারলাম-আমার এল leapnyc

    কই, আমি তো লন্ডনে নাই। এখন যদি দুষ্টু আজ্জো বলে তুমি কোন রামযুগে কয়েকদিন লন্ডনে ছিলে, তাইলে খেলবো না।
  • sinfaut | ২৯ মার্চ ২০০৯ ১৩:০৪ | 59.93.254.247
  • নিশ্চয় খেলবো। একবার নেটটা বাড়িতে আসতে দাও।
  • Bratin | ২৯ মার্চ ২০০৯ ১০:৪১ | 117.194.97.105
  • সিঁফো, আমি সেবারে time out হয়ে হেরে গেলাম। আরেক টা খেলা যাক।
  • dipu | ২৯ মার্চ ২০০৯ ০৯:৫৫ | 121.243.161.234
  • এবারে ব্যাঙ্গালোরের খাবারদাবার নিয়েও কেউ লিখুক। রেস্টুরেন্টে গিয়ে ফিসফ্রাই চাইলে স্রেফ মাছ ভেজে দিয়ে দিচ্ছে। বাঙালী ফিসফ্রাই এর কনসেপ্টই মনে হয় ব্যাঙ্গালোরে নেই।
  • Bratin | ২৯ মার্চ ২০০৯ ০৮:৪৪ | 117.194.96.14
  • কি অবস্থা !! রবি বারেও কেউ ভাটাচ্ছে ন। কি দিন কাল এল!!
  • h | ২৯ মার্চ ২০০৯ ০২:৫৬ | 61.95.144.10
  • কি দরকার। ঠিক ই তো আছে।
  • Somnath | ২৯ মার্চ ২০০৯ ০০:৩৬ | 117.194.193.8
  • সার্ভে হল, পি ডি এফ হল, এবার আর্কাইভটার কিছু ব্যবস্থা করা হোক !!!!!!!!!
  • M1 | ২৯ মার্চ ২০০৯ ০০:০০ | 59.93.193.31
  • এখানে যে নিভেছিল বেশ দেখতে পাচ্ছি।মাঝখানে বেটাইমে এসে আজ্জো দা আলো জ্বালাবার চেষ্টা করেছিল অবিশ্যি
  • Bhuto | ২৮ মার্চ ২০০৯ ২৩:৪৪ | 122.172.23.213
  • কেউ কি আলো নেভালো?
  • bb | ২৮ মার্চ ২০০৯ ২৩:৪২ | 117.195.167.118
  • Times Hyderabad Festival এর আজ শুরু হল। এই উপলক্ষে chowmalla প্যালেসে পন্ডিত হরিপ্রসাদ চৌরাসিয়া এবং সোনাল মান সিং একটি অতন্তঃ মনজ্ঞ সুন্দর সন্ধ্যা উপহার দিলেন। প্রাসাদটিও অতীব সুন্দর, হায়েদ্রাবাদের আরও কেউকি গিয়েছিলেন?
  • Bratin | ২৮ মার্চ ২০০৯ ২২:৫২ | 117.194.96.95
  • আর্য, week end এ কি প্ল্যান?
  • dipu | ২৮ মার্চ ২০০৯ ২২:৪৯ | 121.243.161.234
  • আজকেও কোনো অশুভযোগ-টোগ আছে নাকি?
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত