এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • rokeyaa | ৩১ মার্চ ২০০৯ ১২:৪৪ | 203.110.246.230
  • কাঁঠাল এবং এঁচোড়েপাকার মধ্যে পার্থক্য কি?
  • Arpan | ৩১ মার্চ ২০০৯ ১২:৪১ | 216.52.215.232
  • হ্যাল মার্কেটে ঢেলে বিক্কি হয়। কিন্তু কাটবে কে?
  • san | ৩১ মার্চ ২০০৯ ১২:৪০ | 12.144.134.2
  • কি হিংসুটে লোকজন।

    যাগ্গে, আমি বেঙ্গালুরুতে আসার পরে এই প্রথম এঁচোড় দেখে কিনে ফেল্লাম। কম পাওয়া যায় বোধহয়।দোকানে এক বাঙালী মহিলা তাই দেখে 'ওমা ওমা এঁচোড়' বলে চিল্লিয়ে উঠলেন ঃ-)
  • Arpan | ৩১ মার্চ ২০০৯ ১২:৩৮ | 216.52.215.232
  • ঠিক হয়েছে!
  • sinfaut | ৩১ মার্চ ২০০৯ ১২:৩৭ | 203.91.193.7
  • কলকাতায় এয়ারটেল "মেঘবেলা ব্রডব্যান্ড" নামে নতুন সার্ভিস খুলেছে।

    http://www.meghbelabroadband.com
  • san | ৩১ মার্চ ২০০৯ ১২:৩৬ | 12.144.134.2
  • মনে হচ্ছে আমাকেই শনিবার সোসিত হতে হবে ঃ-(
  • Arpan | ৩১ মার্চ ২০০৯ ১২:৩৫ | 216.52.215.232
  • কিন্তু আমার প্রশ্নের জবাব কি দম দিয়েছে? মাঝখানে ক'দিন ভাটিয়ালি চেক না করে পিছিয়ে পড়েছি।
  • sayan | ৩১ মার্চ ২০০৯ ১২:৩১ | 160.83.96.82
  • দমদি, কানেকশন জঘন্য মানে কি? স্পীড কম? না, খুব ফ্রীকোয়েন্টলি ডিসকানেক্টেড হয়? স্পীড আমিও ঐ ৩৮৪ আনলিমিটেড নিয়ে অ্যাভারেজ ৪০-৪৮ এর বেশী পাই না। ডিসকানেকশন হওয়া বা সার্ভার ডাউন থাকা - এটা গত তিন মাসে একবারও হয়নি। তবে শেডিউলড মেইনটেন্যান্স এর জন্য এক শনিবার ঘন্টাখানেক সার্ভিস ছিল না। এর বাইরে আর কি হয় বা হতে পারে? আমার বাড়ির কাছে এয়ারটেল আসবে না। বিএসেনেল এ ভরসা নেই। তবে কোনও বেটার সার্ভিস পেলে এটা ছেড়ে দেব।

    সিফি নিয়ে কিছু কই নাই। সিঁফি সিঁফোর অপভ্রংশ ছিল।
  • Blank | ৩১ মার্চ ২০০৯ ১২:২৭ | 203.99.212.224
  • আপিস এলুম ফের ঃ(
  • Arijit | ৩১ মার্চ ২০০৯ ১২:১৯ | 61.95.144.123
  • গত উইকেণ্ডের আবাপ-তে আমাদের ওদিকটা নিয়ে লিখেছে - http://www.anandabazar.com/28kols1.htm - ৩ নং ছবিটা হল শান্তিনগর ব্রীজ - জন্ম ইস্তক ওই দেখে আসছি - ওটা নাকি ইরিগেশন ডিপার্টমেন্টের ব্রীজ, টাকা এসে ফেরত চলে গেছে দখল সরাতে না পারায়।
  • Arpan | ৩১ মার্চ ২০০৯ ১২:১৪ | 65.194.243.232
  • রিলায়েন্স বেশ ভাল। ছ'মাসে একবার মত খারাপ হয়েছিল। খারাপ হয়নি ঠিক, অ্যাকাউন্ট লক হয়ে গিয়েছিল কোন কারণে। মিনিট পাঁচেকের মধ্যে রিসেট করে দিয়েছিল। একটাই সমস্যা, কাস্টমার কেয়ার নং মুম্বাইয়ের। রিলায়েন্সের ফোং কানেকশন না থাকলে এসটিডি হবে।
  • Arijit | ৩১ মার্চ ২০০৯ ১২:১৩ | 61.95.144.123
  • এখন ব্ল্যাকবেরির দাম কত? ব্ল্যাকবেরি সার্ভিস (এয়ারটেল বা বিএসএনএল যেই হোক) কি এম্নি মোবাইলের ইন্টারনেট সার্ভিসের চেয়ে আলাদা কিছু? আমার এয়ারটেল পোস্টপেইডে ইন্টারনেট এনেবল করা আছে, কিন্তু আজ অবধি একদিনের তরেও কানেক্ট হয়নি!
  • d | ৩১ মার্চ ২০০৯ ১২:০৯ | 203.143.184.11
  • টাটা ইন্ডি'র কানেকশান অতি জঘন্য। ব্রডব্যান্ড তবু ক্ষমাঘেন্না করে ব্যবহার করা যায়। কিন্তু ডেটা কার্ড বা ইউ এস বি, আমি বলব, উপায় থাকলে এড়িয়ে চলাই ভাল। সিফি'র কানেকশান হচ্ছে সবচেয়ে খারাপ। তারপরেই আসবে টাটা ইন্ডি। রিলায়েন্স শুনেছি তার চেয়ে ভাল।

    এয়ারটেল থেকে গুরগাঁওতে দুর্দান্ত সার্ভিস পেয়েছি। ৩ বছরে একবার মাত্র কানেকশান গেছিল। খুব ঝড়বৃষ্টিতে লাইনে কিসব যেন হয়েছিল। ৩ ঘন্টায় ঠিক হয়ে যায়।

    বি এস এন এল এমনিতে ভালই। তবে ৩-৪ বার ডিসকানেক্ট হয়ে যাওয়াটা বেশ নর্মাল ব্যপার। সেই নিয়ে অভিযোগ করলে ওরা খুব অবাক টবাক হয়।

    আচ্ছা বি এস এন এল একটা ব্ল্যাকবেরী সার্ভিস লঞ্চ করছে। কেউ জানে, কিরকম কি দামটাম?
  • dipu | ৩১ মার্চ ২০০৯ ১২:০৪ | 207.179.11.216
  • আরো একটা পোশ্নো আছে।

    অনেকদিন আগে টিভিতে ভানুর একটা সিনেমা দেখেছিলাম। শুধু মনে আছে তাতে ভানুর সাথে ভানুর পিসির মামলা হয়েছিল আর কোন এক সুন্দরীর মুখে নিজের নাম শুনে ভানু বন্ধুমহলে "কইছে কথা আমার লগে' - এই বলে খুব লাফাচ্ছিল। সিনেমাটাতে ভানুর বয়স খুব কম ছিল, সাড়ে চুয়াত্তরের ভানুর মত। আবার দেখতে চাই। কিন্তু কিছুতেই নাম মনে পড়ছে না। কেউ জান?
  • dipu | ৩১ মার্চ ২০০৯ ১১:৫১ | 207.179.11.216
  • অ্যাভারেজ ৪০kbps মত থাকে, ১১০ kbps তো কখনো দেখিনি।
  • sayan | ৩১ মার্চ ২০০৯ ১১:৪৫ | 160.83.96.82
  • দীপু, 384 kbps কানেকশানে 48 KB/s (মানে 48 x 8kbps), এটা ম্যাক্সিমাম। এটা যদি WiMax ব্রডব্যান্ড হয় তো মাঝরাত এবং সকালের দিকে 110 KB/s পর্যন্ত স্পীড পাওয়া যায়।

    সিঁফি, টাটা ইন্ডি একটা ওয়্যারলেস ব্রডব্যান্ড (ইউএসবি), ফোটন প্লাস, আপটু 3.1 mbps বাজারে নামিয়েছে। এটার ডেমো দেখতে পারো। ওভারল, এদের সার্ভিস মন্দ নয়।
  • sinfaut | ৩১ মার্চ ২০০৯ ১১:৩৭ | 203.91.193.7
  • অলরেডি জেম্যা, এম্যা কে ফোন করে ফেলেছি। সেখান থেকে আরেকজনের নাম্বার দিল যে কোনো ম্যা না, সেই নাকি কনফার্ম করতে পারবে।
  • dipu | ৩১ মার্চ ২০০৯ ১১:৩৭ | 207.179.11.216
  • টাটার ৩৮৪ kbps আনলিমিটেড কানেক্সানে ম্যাক্সিমাম ৪৮kbps স্পীড ওঠে। এটা কম না বেশী?
  • sinfaut | ৩১ মার্চ ২০০৯ ১১:২৯ | 203.91.193.7
  • এয়ারটেল এর আনলিমিটেড কানেক্সানের স্পিড খুব কম না?
  • Arpan | ৩১ মার্চ ২০০৯ ১১:২৪ | 216.52.215.232
  • ঠিক হবে না?
  • h | ৩১ মার্চ ২০০৯ ১১:২২ | 203.99.212.224
  • আমার মোবাইল ফোন খারাপ হয়ে গেছে। ইমিডিয়েটলি ফোন কেনার কোন ইচ্ছা ও পয়হা নাই। জিসিবন্ধুগণ ইমেলে যোগাযোগ রাখুন।
  • Bhuto | ৩১ মার্চ ২০০৯ ১১:১৪ | 203.91.207.30
  • ভালো তো বটেই , সুন্দর SLA মেনে চলে। আর আমাদের কানেকশন দিয়েছিল ঠিক দুদিনে। এয়ারটেল সত্যিই ভালো। সেলস ই বলো বা সার্ভিস ই বলো। তবে বিএসএনএল ও খারাপ বলি কি করে। ভাই তো তাদের হাত টাত করে নিয়ে সুন্দর ম্যানেজ করছে কলকাতার বাড়িতে ঃ-) । লাইন খারাপ হলে একদিনে ঠিক। তবে ঐ, লাইন খারাপ হতেই পারে। এয়ারটেলে সেটা কমই হয়।
  • h | ৩১ মার্চ ২০০৯ ১১:১১ | 203.99.212.224
  • কেরালা আর পঃ বঙ্গের মধ্যে এই বন্ধুঙ্কÄমূলক প্রতিযোগিতা টা আমার খুব ভাল্লাগে।
  • Arijit | ৩১ মার্চ ২০০৯ ১০:৫৫ | 61.95.144.123
  • দাঁড়া - কাল জেনে এসে বলবো। এক্সচেঞ্জে কার কাছে যেন বাবা গেসলো। আর আমি ব্রডব্যাণ্ড আর কাস্টমার সার্ভিসের জেনারেল ম্যাঞ্জারদ্বয়কে মেল করেছিলুম এই বলে যে "হিন্দুস্তাঁ বোল রহা হ্যায়, সির্ফ ৬০ মিটার তক্‌'

    দমু বলতো এয়ারটেল ভালো (ব্রডব্যাণ্ড) - কিন্তু ওদেরও কিন্তু স্পেসিফিক জায়গা ছাড়া দেয় না - ওদের সাইটে দেখে নে।
  • sinfaut | ৩১ মার্চ ২০০৯ ১০:৫২ | 203.91.193.7
  • সেটা আমারও ধারনা। কিন্তু এখন আমি কাকে বলব? District officer কে? নাকি অন্য কাউকে?

    আর অন্য অপশনটাও খোলা থাকুকঃ এয়ারটেল না রিলায়েন্স? কার স্পিড/দাম ভালো?
  • M | ৩১ মার্চ ২০০৯ ১০:৪৯ | 59.93.210.211
  • দ,
    আমি বুঝেছি আর মনেও রাখবো,কিন্তু আমায় কড়া করে কেউ কিছু বললে ভারী কান্না পায়।
    BSNL না নেওয়ায় ভালো, কানেকশান ঠিক দু মিনিট করে থাকে।
  • Arijit | ৩১ মার্চ ২০০৯ ১০:৪৪ | 61.95.144.123
  • আমার ধারণা এটাও ঢপবাজি।
  • Arijit | ৩১ মার্চ ২০০৯ ১০:৪৪ | 61.95.144.123
  • পোর্ট খালি নেই আবার কি কথা? ফোনের মেইন বক্সে আর তার লাগানোর জায়গা নেই?
  • Arijit | ৩১ মার্চ ২০০৯ ১০:৪১ | 61.95.144.123
  • আমাদের তো যন্ত্রপাতি দিয়ে গেছে, ফোন নম্বরও পেয়ে গেছি, ফোন চলছে। কিন্তু ইউজার আইডি/পাসওয়ার্ড দেয়নি এখনো। আমি ওই মেলগুলো করার পর পরই ওরা কিসব করে কানেকশন দিয়েছে - মেলের এফেক্ট কিনা কে জানে। যেটা বোঝা গেল সেটা হল ওরা যতই বলুক ওই ষাট মিটারের গপ্পোটা গপ্পোই।

    সিঁফো - বিএসএনএল একটা ২ এমবিপিএস ডেটাকার্ড এনেছে বা আনছে। কেরালায় অলরেডি চালু হয়ে গেছে। এখানে একবার খোঁজ নে না।
  • sinfaut | ৩১ মার্চ ২০০৯ ১০:৩৮ | 203.91.193.7
  • কালকে প্রায় একমাস পরে আমাকে জানানো গেল যে আমি যে এরিয়াতে থাকি সেটা 'নন-ফিসবল', নাকি ইতিমধ্যেই সব কানেক্সান দেওয়া হয়ে গেছে, নতুন কানেক্সান দেওয়ার পোর্ট খালি নেই। তাই আমি শুধু wll পেতে পারি, কিন্তু এখন broadband পাওয়া সম্ভব নয়।
  • h | ৩১ মার্চ ২০০৯ ০৯:১৫ | 203.99.212.224
  • ইন্দো, অবভাস একটা সংখ্যা বার করেছে। জয়ন্ত ভট্টাচার্য্যের সম্পাদনা, চিকিৎসা চর্চার ইতিহাস,সমাজতঙ্কÄ,দর্শন ইত্যাদি নিয়ে। তুই যদি রিভিউ করতে রাজি হোস, বইটা দিয়ে আসতে পারি।

    প্লিজ?
  • ranjan roy | ৩১ মার্চ ২০০৯ ০৬:১০ | 122.168.71.228
  • বিক্রমের গান শোনা হইল না। সবে রঙ্গনের দেয়া লিংক টাইপাইতেছিলাম, একটি মৌমাছি বাঁহাতের তালুতে দংশন করিল। উঃ, কি জ্বালা! আমি দুইটি হুল বাহির করিয়া সমস্ত মধ্যবয়স্ক বাঙালীর ন্যায় বৌয়ের কাছে সান্ত্বনার আশায় দৌড় দিলাম। তিনি ক্ষতস্থানে রসুনবাটা লাগাইয়া দিলেন।
    আমার শনির বা সাড়ে সাতির দশা চলিতেছে।
    তন্ত্রসাধনার বিদ্বান -গুরু ব্ল্যাংকির কাছে দশামুক্তির কোন নিদান আছে কি?
  • ranjan roy | ৩১ মার্চ ২০০৯ ০৫:৫৭ | 122.168.71.228
  • চাঁদসীঃ বাংলাদেশের দক্ষিণবঙ্গের সমুদ্রের নিকটবর্তী একটি গ্রাম। এই জনপদের নিবাসীরা নিজেদের শিবভক্ত এবং শিবের কৃপায় যাবতীয় আধিব্যাধি নিবারণের ঔষধ সম্বন্ধে গুপ্তজ্ঞানের অধিকারী--- এমত দাবী করিয়া থাকেন।
    কিন্তু ইহাদের বিশেষ দক্ষতা ""বিনা ছুরিকাঁচি''( গো-বলয়ে এবংপ্রকার বিজ্ঞাপন) অর্শ ও ভগন্দরের উপচার।
    আসলে টোয়াইন সুতা দিয়া ফিশ্চুলা আদিকে পেঁচাইয়া হটাৎ টান মারে এবং বস্তুটি বারসোপ কাটার মত কর্তিত হইয়া ভূমিগ্রহণ করে।
    ইহারা সাধারণতঃ "" বিশ্বাস''উপনাম লেখেন এবং চেম্বারের সাইনবোর্ডে একটি সাপের ফণার সিম্বল শুদ্ধ ""নাগমাতা দাওয়াখানা'' ইত্যাদি নাম লেখেন। গো-বলয়ে গ্রামে গ্রামে ইহাদের পসার এম বি বি এস ডাক্তারের চেয়ে বেশি।
    সারিবাদি সালসাঃ
    অধুনা লুপ্ত ঢাকার ""সাধনা ঔষধালয়''এর প্রোডাক্ট, দেওঘরের বৈদ্যনাথ ইহাকেই "সারিবাদ্যারিষ্ট'' নামে বিক্রয় করে। খোস-পাঁচড়া হইলে রক্ত বিশুদ্ধিকরণে ভাল আয়ুর্বৈদিক টনিক।
  • tania | ৩১ মার্চ ২০০৯ ০৪:৪৩ | 65.115.93.98
  • ভাটপাড়া মাছি তাড়ায় ঃ-(
  • Du | ৩১ মার্চ ২০০৯ ০২:৫৬ | 74.7.148.7
  • টাটা গেল দাদা গেল
    বাংলা হল শুদ্ধ -
    আজকের উপলব্ধি -
    তৃণমূলের স্লোগানে দাদা মানে নাকি কংগ্রেসের নেতাদের মনে হয়েছে জনৈক নুরুল ইসলাম - তাই ছড়া বদল ।

    দাদা শব্দটার তাহলে আরও মানে হয় !!
  • a x | ৩১ মার্চ ২০০৯ ০০:০০ | 143.111.22.23
  • ফর অফ প্র পরা অপ সম নি অব অনু নির দূর বি অধি সু উৎ পরি প্রতি অভি অতি অপি উপ আ।
  • I | ৩০ মার্চ ২০০৯ ২২:৩১ | 59.93.160.43
  • of তো সাউথ আফ্রিকান !
  • a x | ৩০ মার্চ ২০০৯ ২২:৩০ | 143.111.22.23
  • কিন্তু এরা কারা? মানে মল্লিকা কি এটা বানিয়েছেন? ওয়ান (উও)ম্যান আর্মি?
  • a x | ৩০ মার্চ ২০০৯ ২২:২৯ | 143.111.22.23
  • হ্যাঁ, for হবে।
  • Arpan | ৩০ মার্চ ২০০৯ ২২:২৬ | 122.252.231.12
  • ওটা Friends for Democracy হবে না?
  • a x | ৩০ মার্চ ২০০৯ ২২:১৩ | 143.111.22.23
  • কেউ কি "friends of democracy" সম্বন্ধে কিছু জান/এন? এদের হয়ে মল্লিকা সরাভাই ভোটে দাঁড়াচ্ছেন গান্ধীনগরে।
  • I | ৩০ মার্চ ২০০৯ ২২:০৬ | 59.93.160.43
  • ব্রতীনবাবুকে,
    আমি বহুকালই অনিয়মিত।
  • rokeyaa | ৩০ মার্চ ২০০৯ ২১:৫৭ | 203.110.246.230
  • ওটা দ-দি না, ঈশানদা করেছে।
  • rokeyaa | ৩০ মার্চ ২০০৯ ২১:৫৬ | 203.110.246.230
  • #২৪৩৮;#২৪৭৮;#২৪৯৫; #২৪৫৯;#২৫২৪;#২৪৯৫;#২৫২৭;#২৫০৩;#২৪৫৯;#২৪৯৫;#২৪০৪; #২৪৭০;-#২৪৭০;#২৪৯৫; #২৪৭২;#২৪৯৪;, #২৪৪০;#২৪৮৬;#২৪৯৪;#২৪৭২;#২৪৭০;#২৪৯৪; #২৪৬৪;#২৪৯৫;#২৪৫৩; #২৪৫৩;#২৪৮০;#২৫০৩;#২৪৫৯;#২৫০৩;#২৪০৪;
    কি কেস? ইউনিকোড নেয় না ক্যানো?
  • a x | ৩০ মার্চ ২০০৯ ২১:১৬ | 143.111.22.23
  • কি ঘুম যে পায়!
  • dipu | ৩০ মার্চ ২০০৯ ২১:০৪ | 121.243.161.234
  • বাঃ
  • rokeyaa | ৩০ মার্চ ২০০৯ ২০:৫৭ | 203.110.243.21
  • হঃ।
    দ-দি একা লড়ে ঠিক করে দিয়েছে।
  • dipu | ৩০ মার্চ ২০০৯ ২০:৪৮ | 121.243.161.234
  • সার্ভারে গোলমাল?
  • dipu | ৩০ মার্চ ২০০৯ ১৫:৪১ | 207.179.11.216
  • চাঁদসী মনে হয় বাংলাদেশের একটা জায়গার নাম। ওখানকার প্রচলিত চিকিৎসাপদ্ধতির নামেই চাঁদসী ক্লিনিক।
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত