এলিটিস্ট এবং স্নব হলে সুঃ হওয়া যায় না। সুঃ হতে গেলে তোকে একজন সেল্ফ-ডিক্লেয়ার্ড মানবদরদী, চিন্তাক্লিষ্ট, সংগ্রামী, প্রতিবাদী ও হৃদয়বান মানুষ হতে হবে, এবং একজন আনডিক্লেয়ার্ড ক, খ, গ, ঘ.... হতে হবে।
বাংলা জার্নালিজ্মের হাল এইরকম কেন তা নিয়ে আমার একটা মেঠো থিওরি আছে। কিন্তু তাতে কোনো সামাজিক ইতিহাস বা রাজনৈতিক অর্থনীতি নেই বলে আমি সেটা হনুর সামনে কই না। ;-))
Arpan | ০৬ এপ্রিল ২০০৯ ১৪:০৬ | 216.52.215.232
ঃ))))
stoic | ০৬ এপ্রিল ২০০৯ ১৪:০৬ | 160.103.2.224
সবাই কে খুশি করে চলা যায় না। সে তো সেই কবে ইশপ্স ফেবল্সে পড়েছিলাম। বাপ আর ছেলে গাধা নিয়ে হাটে যাচ্ছে। প্রত্যেক মোড়ে লোকজন তাদের ট্র্যাভেল অ্যারেঞ্জমেন্ট নিয়ে খিল্লি করছে।
তাই, অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে, নিজেকে খুশি কর। অর্থাৎ খবরের কাগজ হিসেবে নিজের সার্কুলেশান বাড়াও। ঃ-) (ডিঃ আমি একজন সেল্ফ ডিক্লেয়ার্ড প্রতিক্রিয়াশীল, এলিটিস্ট, স্নব, সুসিল। তাই দিল পে মাত লো।)
r | ০৬ এপ্রিল ২০০৯ ১৪:০৫ | 125.18.104.1
ঐ জন্যই এখন শুধু জয় গুরু! জয় নিতাই!
h | ০৬ এপ্রিল ২০০৯ ১৪:০৪ | 203.99.212.224
পুনরায় ক।
h | ০৬ এপ্রিল ২০০৯ ১৪:০৩ | 203.99.212.224
বেসিক অবজেক্টিভিটি কারো নাই।
Arpan | ০৬ এপ্রিল ২০০৯ ১৪:০২ | 216.52.215.232
বাকিটা কার জন্যে? বুঃ সঃ গঃ? ;-)
r | ০৬ এপ্রিল ২০০৯ ১৪:০০ | 125.18.104.1
আসলে নিরপেক্ষতা ফিরপেক্ষতা ইস্যু নয়, ইস্যু হল এরা সবাই হেব্বি ঢপবাজ। যেদিন আমার সুন্দর নামের শেষে একটা দীর্ঘ-ঈকার বসিয়েছিল, সেদিন থেকেই বুঝতে পেরেছি। ঃ-|
Arpan | ০৬ এপ্রিল ২০০৯ ১৪:০০ | 216.52.215.232
আমি? আমি তো আদেবাওরের কামব্যাক নিয়ে একটা বড় স্টোরি লিখতাম। ;-)
h | ০৬ এপ্রিল ২০০৯ ১৪:০০ | 203.99.212.224
এর সঙ্গে আমার লেখা বেনিতেজের ইন্টারভিউ টা বাদ দিলে যে? কি পার্শিয়াল।
কিন্তু যদি কেউ তিনটেই ছেপে দেয়?
stoic | ০৬ এপ্রিল ২০০৯ ১৩:৫৭ | 160.103.2.224
এই খেলার রিপোর্ট টাই এগস্যাম্পল হিসেবে ধরা যেতে পারে। ঐ ম্যান ইউ--ভিলা র খেলার রিপোর্ট আমি লিখলে একরকম হবে, আর অরিজিত/অর্পণ লিখলে আরেক রকম হবে। আমার হেডিং হবে 'লাস্ট গ্যাস্প ব্রিলিয়ান্ট গোল পুটস্ ম্যান ইউ অ্যাট দ্য টপ অফ দ্য লিগ টেব্ল'। আর অরিজিত বা অর্পণ লিখলে হবে 'ব্রিলিয়ান্ট ভিলা লুসেস বাই লাস্ট মিনিট লাকি গোল'। তো নিরপেক্ষ খবর বলতে গেলে শুধু কে কে খেলেচে, কি স্কোর আর কে কে গোল দিয়েচে তাই বলে শেষ করতে হয়। সেই খবরের কাগজ কেউ পহা দিয়ে কিনবে? বাল কিনবে। (ডিঃ সরি)
h | ০৬ এপ্রিল ২০০৯ ১৩:৫৬ | 203.99.212.224
হাহাহাহাহাহাহা -ঃ-))))))))))))
r | ০৬ এপ্রিল ২০০৯ ১৩:৫৪ | 125.18.104.1
ধম্মং শরণং গচ্ছামি তো আমার ব্যাপার। তোমার জন্য সঙ্ঘং শরণং গচ্ছামি।
আমরা নিরপেক্ষতায় নেই। ;-)
h | ০৬ এপ্রিল ২০০৯ ১৩:৫১ | 203.99.212.224
ব্যাপক গোল। তবে এই অসহায়তার আরেকটি প্রকাশ ধম্মং স্মরণং গচ্ছামি কিনা সেটা র বলবে। আমার ধারণা আমার বাবা খুব বোর হয়ে গিয়ে ১৯৬৯ এ আমার নাম রেখেছিল বোধিসঙ্কÄ। তার পরে আরো বোর হয়েছে কিনা এ সম্পর্কে পারিবারিক ওরাল হিস্টরি, মুজফ্হর আহমদ স্মৃতি গ্রন্থাগার বা ব্রিটিশ লাইব্রেরী বা আবাপ সকলেই নীরব ;-)
r | ০৬ এপ্রিল ২০০৯ ১৩:৫০ | 125.18.104.1
আম্মো। যদিও রস ও বশ, কোনোটাই নিরপেক্ষ নয়। এবং আমি নিরপেক্ষভাবে অপেক্ষমান। ;-)
stoic | ০৬ এপ্রিল ২০০৯ ১৩:৪৯ | 160.103.2.224
মাচেদা, মাচেদা। উফ, দ্যাট ওয়াস আ পিচ অফ আ গোল। ১৭ বছরের ছেলেটার ভবিষ্যত উঙ্কÄল।
r | ০৬ এপ্রিল ২০০৯ ১৩:৪৭ | 125.18.104.1
ঃ-))
h | ০৬ এপ্রিল ২০০৯ ১৩:৪৬ | 203.99.212.224
ঃ-)। তোমার সুখের ইমিডিয়েট গুঢ় কারণ কি মেচেদা র ঐ ব্যাপক গোল টা ?
stoic | ০৬ এপ্রিল ২০০৯ ১৩:৪৪ | 160.103.2.224
হনুর সাথে একমত। কেবল একটা লাইন ছাড়া। ১ঃ২২ এর থার্ড প্যারার প্রথম লাইন 'আমদের সকলেরি বেসিকালি খুব বাজে অবস্থা' এটা ভুল জেনেরালাইজেশান। আমি দিব্য আছি, ফর দ্য রেকর্ড। যাকে বলে একদম রসেবশে। ঃ-))
h | ০৬ এপ্রিল ২০০৯ ১৩:৩৯ | 203.99.212.224
এছাড়া বাংলা মিডিয়ার একটা ইতিহাস আছে। সেই ইতিহাস সরল কিসু নয়।
Blank | ০৬ এপ্রিল ২০০৯ ১৩:৩৫ | 203.99.212.224
সেই কত যুগ আগে আমি বানী দিয়েছিলাম যে আবপ একটু বড় ঢপ। কেউ তখন শোনে নি
Blank | ০৬ এপ্রিল ২০০৯ ১৩:৩২ | 203.99.212.224
আমি শুধু কালকে নেই
h | ০৬ এপ্রিল ২০০৯ ১৩:৩০ | 203.99.212.224
মরাল বা তার্কিক নিরপেক্ষতার প্রশ্ন এই জন্য অবান্তর। তাঙ্কিÄক নিরপেক্ষতাও অবান্তর, তবে ওটা প্যাঁচালো ভাবে অবান্তর।
h | ০৬ এপ্রিল ২০০৯ ১৩:২৬ | 203.99.212.224
একটু পরিষ্কার করে বলি, শেষ প্যারায়, যে পারিবারিক গল্প বলেছি, প্রত্যেকটাই আমার পরিবারের গল্প। সত্যি এবং অ্যাডালট গল্প। এতে কোন কনফিউসন না থাকাই ভালো। এবং এই সত্যকথনে, আমার মহঙ্কÄ যে আদৌ প্রশ্নাতীত হয়ে উঠলো না, এতেও আমার অন্তত কোন সন্দেহ নাই।
h | ০৬ এপ্রিল ২০০৯ ১৩:২৩ | 203.99.212.224
আমি অ্যাভেলেবল নই।
h | ০৬ এপ্রিল ২০০৯ ১৩:২২ | 203.99.212.224
দময়ন্তী র পজিশন আজব। এই মতামত অনুযায়ী যে কোন প্রসঙ্গে প্রথম পোস্টের পর থেকে সমস্ত পোস্ট ই পরমত-অসহিষ্ণু। এই জন্যেই আমি বলেছিলাম, মতামত বলতে ক টু ঙ ভালো। জাস্ট ফর রেকরড্স আমি চ অব্দি যাই নি। ওটা দুষ্ট পাই এর চক্রান্ত, অথবা আমার অক্ষরজ্ঞানের সীমাবদ্ধতা।
আমি যে কথাটা বলেছিলাম, যেহেতু আমার ভাষার কারণে দময়ন্তী বুঝতে পারে নি, তাই আবার বলছি।
আমাদের সকলেরি বেসিকালি খুব বাজে অবস্থা। কাকে কাকে সমর্থন করি না, কেন করিনা , রাজনীতিতে সেটা পষ্ট কইরা বলতে পারি। কিন্তু অলটারনেটিভ খোঁজার ব্যাপারে, আমাদের সীমাবদ্ধতার কথাটা আমরা সকলেই, ব্যক্তিগত নিরপেক্ষতা বা সততা বা অনুকরণীয় হাই মরাল পজিশন ইত্যাদি বলে টলে এড়িয়ে যাই। কারণ অলটারনেটিভ বলতে আমরা কতগুলো অ্যাডমিনিস্ট্রেটিভ অলটারনেটিভ বুঝি এবং তার বাইরে প্রশ্ন করি না, হয় জানি না নয় ভয় পাই। ধরেন, পাকিস্তানের সঙ্গে যুদ্ধ করা উচিত নয় বলতে পারি, শান্তিপ্রিয় অবস্থান থেকে বা অসাম্প্রদায়িক অবস্থান থেকে, কিন্তু কিছুতেই 'রাষ্ট্র আক্রান্ত' হলে কি বলবো বুঝতে পারি না, কিম্বা, যুদ্ধ করলে আদৌ সাম্প্রদায়িকতা কমে যাবে কিনা (যেমন নাকি কমে গেছে, অক্ষ শক্তির জয়ে) এই সব আমরা জানি না। সিঙ্গুরে পুনর্বাসনের পরিকল্পনা করতে সরকার ব্যর্থ হয়েছে বলতে পারি, কিন্তু মুনাফার রাজনীতির শর্ত হিসেবে এই ব্যর্থতা কে মানতে পারি না, পারলেও কই না। পষ্ট করে কই না। প্যাঁচানো করে কখনো কখনো অবশ্য অনেকে কন, যেমন অমিত ভাদুড়ি বা প্রভাত পট্টনায়ক। (এর গুঢ় অর্থ হল আমি মহান;-) )
এই অলটারনেটিভ এর খোঁজ থেকেই, ভয়টা কটানোর জায়গাটা থেকেই, নিজেকে প্রশ্ন না করার অভ্যেস টাকে নিয়েই সম্প্রতি বলছিলাম দুটো কথা - ক। বিজ্ঞাপন নির্ভরতা এখনো না থাকার কারণে এই গুলো গুরু র মত জায়্গায়, প্রেফারেবলি ফ্রি টেকস্টে বলা সম্ভব। খ। দুই আমরা প্রত্যেকে ব্যক্তিগত ভাবে অসম্ভব সৎ হলেও (মাথা ঠান্ডা বা গরম) , নিরপেক্ষতার দাবী করতে পারি না, কারণ রাজনীতিতে এবং অর্থনীতিতে আমরা এইখানে (সরবেরা) নানা অর্থে বিভিন্ন সামাজিক পরিবর্তনের বেনেফিসিয়ারী। এবং অসংখ্য লোকজন আছে, যারা সত্যিকারে, শিক্ষার সুযোগের অভাবের কারণে, সাইলেন্ট মেজরিটি, যাদের পক্ষে বিভিন্ন ভুল ভাল অর্গানাইজিং প্রিন্সিপল অনুযায়ে নিজেদের অর্গানাইজ করা ছাড়া আর বিশেষ কিছু করার নাই। এর উপরে যে হারে, পাবলিক লাইফ বলতে, রাজনীইতি বলতে যে ব্যাপক পোলারাইজেশন বোঝায়, তাতে এই নিরপেক্ষতার দাবী আরো-ই হাস্যকর। এই কমেডির প্রোডাকশনের ভূমিকায়, আমরা কেউ ই নিজেদের বাদ দিতে পারবো না। আমার (এবার ব্যক্তিগতঃ) আমার সেরা বন্ধুরা সবসময়েই লিবেরেল ছিলেন, বা সৎ ছিলেন, বা আমি খারাপ সিপিএম দেখলেই রে রে করে তেড়ে যাই, বা টি এম সি র নেতাদের আমার বোকা বলে মনে হয়, ওরা কেউ লন্ডনে পড়ে নি, বা আমি কখনো ঘুষ নি ই নি, বা আমার বাবা কোনদিন সূর্য প্রণাম না করে প্রাইভেট টিউশনি করতেন না, বা আমার কোরাপ্ট মামা যিনি বহুবার ট্রেড ইউনিয়নকে থকিয়েছেন, তিনি আত্মীয়দের উপকারে শতাব্দীর সেরা, এই গল্প গুলো প্রত্যেকটা পরিবারে আছে। তাতে আর যাই হোক, নিরপেক্ষতা প্রমাণিত হয় না। স্বাধীনতার পরের ষাট বছরের গতি প্রকৃতি সরল ভাবে দেখলে।
এইটা আমি পেঁচিয়ে এবং গাঁ গাঁ করে লিখলাম। আবাপ কোন দিন আত্ম সমালোচনায় আমাকে প্রতিযোগিতার মুখে ফেলবে বলে মনে হয় না ঃ-)))
অরিজিত কি কোথাও ঘুরতে যাচ্ছো নাকি ৩দিনের ছুটি তে ?
Arijit | ০৬ এপ্রিল ২০০৯ ১২:৪৬ | 61.95.144.123
আমি ৯ তারিখ অবধি আছি। বাকিদের জিগাও।
Bratin | ০৬ এপ্রিল ২০০৯ ১২:৪৪ | 117.194.96.111
ওরে বাবা!! পরিস্থিতি যে অগ্নি-গর্ভ হয়ে উঠছে ।
তা জনগন lunch এ যাবে না?
অরিজিত আমাদের প্ল্যান টা কি এ সপ্তাহে হতে পারে?
Arijit | ০৬ এপ্রিল ২০০৯ ১২:৩০ | 61.95.144.123
আগে আমি একটু বই টই ঘেঁটে আসি যে অমুকে ভুল করেছে বল্লে তমুকে কি করেছে সেই কথাটা আসে কি করে। ওই ক অংক ভুল করেছে সেটা বল্লে খ আর গ অন্য সাবজেক্টে কি করেছে সেটা কেন আসবে এই প্রশ্নটার উত্তর খুঁজি আগে। তারপর কমেন্ট করবো।
d | ০৬ এপ্রিল ২০০৯ ১২:২৫ | 144.160.5.25
নিজের অপছন্দের কথা শুনলেই যখন তেড়ে আসতে হয়, তখন "কথা ওঠার যুক্তি' র একটা তালিকা তৈরী করে টাঙিয়ে দাও। যার যার ইচ্ছে হবে মেনে চলবেখনে।
আর হ্যাঁ ঝুড়ি কোদাল নিয়ে বলে না দিলে তো আবার আমার মুখে কথা বসানো হবে, তারপর প্রতিবাদ করলে "রিফ্রেজ করছি' বলা হবে, তাই আগেভাগেই জানিয়ে রাখি খেলা না দেখে খবর ছাপলে সেটা শুধু ভুল নয়, আনএথিকাল। এবারে অমুক এটা করছে কাজেই তমুকের সব মাপ --- এটার বিরুদ্ধেই বক্তব্য। তাতে যত খুশী কটুকাটব্য করতে পার। কিস্যু যায় আসে না।
ও হ্যাঁ ব্যক্তিআমি'র "প্রশ্নাতীত তার্কিক সঙ্কÄ¡' কিম্বা "নিরপেক্ষতা' নিয়ে এবারে নিশ্চয় সুন্দরভাবে আলোচনা চলবে।প্যাঁচানো ভাষার মোড়কে মুড়ে অনেক গালিগালাজও হবে।
তা হোক। ওতে আমার কোন সমস্যা নাই। আফটার অল সব ভয়ানক "পরমতসহিষ্ণু' লোকজন কিনা!
Arpan | ০৬ এপ্রিল ২০০৯ ১২:১৫ | 216.52.215.232
কে বলল বোর হয় না। আমি বোর হয়ে চুপ করে আছি ও থাকব।
Bratin | ০৬ এপ্রিল ২০০৯ ১২:১৫ | 117.194.98.209
ঃ-)))
Arijit | ০৬ এপ্রিল ২০০৯ ১২:১১ | 61.95.144.123
একাধিক তো পড়িই। যেমন স্টারানন্দর ইন্টারভ্যু নিয়ে আবাপ চুপ, আজকাল সেটা নিয়ে লিখেছে। প্রতিদিনে দেখতে হবে অজুহাতগুলো কি;-)
h | ০৬ এপ্রিল ২০০৯ ১২:১০ | 203.99.212.224
সার্ভে থেকে মার্কেজ, চিয়ার মেয়ে থেকে বিয়ার ছেলে, বাজার থেকে খামার, সমস্ত বিষয়ে সবাই বোর হয়, সিপিএম-টিএমসি, আবাপ-আজকাল-বত্তমানে হয় না কেন?
Bratin | ০৬ এপ্রিল ২০০৯ ১২:০৯ | 117.194.98.209
তাহলে একাধিক কাগজ পড়তে হবে । তারপর convolution technique প্রয়োগ করে আসলে খবর টা কি ছিল সেই সম্পর্কে একটা ধারণা করা যেতে পারে ১% ওর ৫% error র সাথে।
খুব ই চাপের ব্যপার ঃ-)))
Arijit | ০৬ এপ্রিল ২০০৯ ১২:০৮ | 61.95.144.123
যাকগে - খবরটা এখনও পাল্টায়নি। কাল একবার দেখতে হবে কি করলো।
G | ০৬ এপ্রিল ২০০৯ ১২:০৭ | 220.224.68.93
না না হেইচ-দা, বলে যাও। শুনছি।
dipu | ০৬ এপ্রিল ২০০৯ ১২:০৫ | 207.179.11.216
ঃ)) ক্ক
Arijit | ০৬ এপ্রিল ২০০৯ ১২:০৪ | 61.95.144.123
সঠিক খবর চাইলে সবকটা কাগজকে জলে ভিজিয়ে মণ্ড বানিয়ে ফের প্রেস করে কাগজ বানিয়ে পড়তে হয়। তবে ঢপবাজির ট্রেণ্ড আর লিমিটগুলো জানা বলে ওই মিলিয়ে মিশিয়ে একটা দাঁড় করিয়ে নেওয়া যায় আর কি।
h | ০৬ এপ্রিল ২০০৯ ১২:০২ | 203.99.212.224
আবাপসহ কোন বাংলা কাগজকে আদপে বিশ্বাস না করলেই অবশ্য যাকে বলে প্রশ্নাতীত তার্কিক বা তাঙ্কিÄক নিরপেক্ষতা ঠিক অর্জন করা যায় না। তূলনামূলক ব্যক্তিগত ইϾট্রগ্রিটি বা মহঙ্কÄ এমনকি নির্মা ধোয়া কনশাইন্সের ব্যক্তিগত ইতিহাসের প্রশ্ন এখানে অবান্তর। আইডিওলোজিকাল নিরপেক্ষতা অবশ্যই জেনেরালি ক্যালাকেলি নির্ভর জনজীবনে প্রায় অসম্ভব। নির্বানের ন্যায়। তার গোটা পাঁচেক মূল সমস্যা।
কিন্তু এই আলোচনায় নীরবেরা সরব হয়ে ওঠার কোন চান্স নেই, উল্টে সরবেরা আরো সরব হয়ে উঠতে পারেন, তাতে নীরবেরা আরো নীরব হয়ে যেতে পারেন। তাই জনস্বার্থে আমি দৃষ্টিভঙ্গী প্রচারে বিরত থাকলাম।
বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে,
মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা,
কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
আমাদের কথা
আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের
কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি
জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্চিন্তার দিন শেষ হল। ... আরও ...
বুলবুলভাজা
এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ।
দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও
লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
হরিদাস পালেরা
এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে
পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান
নিজের চোখে...... আরও ...
টইপত্তর
নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান।
এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর।
... আরও ...
ভাটিয়া৯
যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই,
সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক
আড়ালহীন কমিউনিটি ... আরও ...
টইপত্তর/ভাটিয়া৯/হরিদাসপালের লেখার বক্তব্য লেখকের নিজস্ব, গুরুচণ্ডা৯র কোন দায়িত্ব নেই
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক।
অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি।
যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।
মে ১৩, ২০১৪ থেকে সাইটটি
বার পঠিত
সকলকে জানান
উপরে যে কোনো বোতাম টিপে পরিচিতদের সঙ্গে ভাগ করে নিন