এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • I | ০২ এপ্রিল ২০০৯ ২২:২৪ | 59.93.217.36
  • মহাত্মা গাঁধি (আর না মিলে উপায় নেই, ছাগলে ও খাদিতে আষ্টেপৃষ্টে মিল)
  • I | ০২ এপ্রিল ২০০৯ ২২:২২ | 59.93.217.36
  • ছাগলের নাদি (চলবে?)
  • arjo | ০২ এপ্রিল ২০০৯ ২২:১৮ | 168.26.215.13
  • গ্রামোদ্যোগ খাদি..... (এইবারে মিলেছে, খুব মিলেছে)
  • I | ০২ এপ্রিল ২০০৯ ২২:১৬ | 59.93.217.36
  • পিঁপিড়া ইত্যাদি.......
  • I | ০২ এপ্রিল ২০০৯ ২১:৩৮ | 59.93.217.36
  • একটি অজাত শিশুর আত্মকথা
    ----------------------------
    ""বাংলার মা-মাটি-মানুষ, আমাকে যারা এই বাংলার মাটিতে জন্মাতে দিল না,এই নির্বাচনে তোমরা সেই অত্যাচারীদের ক্ষমা করো না।''
    ইতি ন্যানো।

    (আমাদের পাড়ায় সিপিএম-এর দেওয়াল লিখন। ওপরে একখানি ফ্লুরোসেন্ট গোলাপী রংয়ের বোঁচা গাড়ির ছবি। পড়েই আমার অপ্পনের পোস্টটা মনে পড়ে গেল। বুক-ভরা টলটলে অভিমান না কি যেন?)
  • I | ০২ এপ্রিল ২০০৯ ২১:২৯ | 59.93.217.36
  • আমি রেডিফ ব্লগ পড়ি না, আমি কত সুখী ! একটুখানি পড়তেই গা চিড়বিড় করে উঠলো।
  • Bratin | ০২ এপ্রিল ২০০৯ ২০:৩৪ | 117.194.98.55
  • ছোট বেলায় কে কি খেতো ( মানে খাবার জিনিস ছাড়া!!) সেই নিয়ে একটা টই ছিলো না? সেখানে অনেক intersting তথ্য এবং তঙ্কÄ পাওয়া গিয়েছিল। ঃ-))
  • Arpan | ০২ এপ্রিল ২০০৯ ১৯:২৭ | 65.194.243.232
  • মেয়ে কাল বন্ধ করেছিল। একটু বলপ্রয়োগ, বিস্তর কান্নাকাটি ও তদুপরি একটি অ্যালপেনলেবি ঘুষ দেওয়ার পরে।

    মজার কথা, গত মাস অব্দি তার টুথপেস্ট ঝাল লাগত!!
  • arjo | ০২ এপ্রিল ২০০৯ ১৯:২৫ | 168.26.215.13
  • আমারও লাগে। ছোটবেলায় লাভা মাজন খেতাম তো সেটা একটু বেটার ছিল।
  • I | ০২ এপ্রিল ২০০৯ ১৯:২৩ | 59.93.241.14
  • অপ্পন,
    মেয়ে টুথপেস্ট খাওয়া বন্ধ করেছে?
    পৃথিবী কি ডাইভার্স ! কেউ ঝাল লাগা বন্ধ করতে টুথপেস্ট খায়, আর আমার ছেলের টুথপেস্ট খেলে ঝাল লাগে।
  • h | ০২ এপ্রিল ২০০৯ ১৮:৪৮ | 203.99.212.224
  • চলো।
  • r | ০২ এপ্রিল ২০০৯ ১৮:৪৬ | 198.96.180.245
  • বাইরই। ফোঙে আছ?
  • Bratin | ০২ এপ্রিল ২০০৯ ১৮:৪৫ | 117.194.96.222
  • "যেতে পারি কিন্তু কেন যাব?" ঃ-)))
  • h | ০২ এপ্রিল ২০০৯ ১৮:৪১ | 203.99.212.224
  • যাবা?
  • arjo | ০২ এপ্রিল ২০০৯ ১৮:২১ | 168.26.215.13
  • ব্ল্যাংককে ধন্যবাদ।
  • Shn | ০২ এপ্রিল ২০০৯ ১৬:২৯ | 123.201.130.118
  • ব্ল্যাঙ্ককে ধন্যবাদ।
  • Arpan | ০২ এপ্রিল ২০০৯ ১৬:০১ | 216.52.215.232
  • কেরেস্তান থেকে হিঁদু হয়ে গেলে এই হয়। এই তো বলে গেছিলি মাইকেলনগর না কোথায় থাকবি।
  • Arpan | ০২ এপ্রিল ২০০৯ ১৫:৫৮ | 216.52.215.232
  • কেষ্ট বলেছে কষ্ট করে পুরে নে, তারপরে লাঞ্চে বেগুনের ঘ্যাঁট খাবি।
  • dipu | ০২ এপ্রিল ২০০৯ ১৫:৫৫ | 207.179.11.216
  • সকাল সাড়ে ছটায় অফিস আসতে হচ্ছে। লাঞ্চে বেগুনের তরকারি দিচ্ছে। আর্জেন্টিনা ষাট বছরের মধ্যে সবচেয়ে বিচ্ছিরিভাবে হারছে। মোহনবাগানের লিগ জয় ক্রমশঃ মায়া হয়ে যাচ্ছে।
    জেবোনে সুখ নাই ঃ-((
  • sinfaut | ০২ এপ্রিল ২০০৯ ১৫:৫৫ | 203.91.207.30
  • কেষ্ট পুরে দিল পুরো।
  • Blank | ০২ এপ্রিল ২০০৯ ১৫:৪৯ | 170.153.65.23
  • আমার আর এক খানি প্রশ্ন ছিল। কিন্তু কেউ পাত্তা দিচ্ছে না ঃ(
  • sinfaut | ০২ এপ্রিল ২০০৯ ১৫:৪৮ | 203.91.207.30
  • বললো যে, কাছের এক্সচেঞ্জে evdo সার্ভিস না থাকলে ঐ evdo কার্ড দিয়েও 144kbps পাওয়া যাবে। কেষ্টপুরে evdo সার্ভিস নেই।
  • saikat | ০২ এপ্রিল ২০০৯ ১৫:৪৭ | 202.54.74.119
  • সার্চ পাতায় ইংরেজীতে লিখলে বাংলাটা আসছে না। জাভাস্ক্রীপ্ট এরর খাচ্ছে।
  • Arijit | ০২ এপ্রিল ২০০৯ ১৫:৪৫ | 61.95.144.123
  • আমি আমার জন্যে জিগ্গেস করছি না। রাজারহাট/সেক্টর ফাইভে আছে, কিন্তু তোদের ওদিকে আছে না নেই সেটা জিগ্গেস করতে বলছিলুম। সাথে আগের কোশ্চেনটা।
  • Arijit | ০২ এপ্রিল ২০০৯ ১৫:৪৪ | 61.95.144.123
  • আমার টালিগঞ্জ। কিন্তু কোশ্চেন হল থ্রী-জি মোবাইল আবার এখানে আছে - ওখানে নেই কি করে হয়? সব টাওয়ারগুলো সাপোর্ট করে না?
  • sinfaut | ০২ এপ্রিল ২০০৯ ১৫:৪৩ | 203.91.207.30
  • বাদ আর কত বাকি থাকে? আমি প্রথমবার তো সবকটা জায়গার খোঁজ নিইনি। আরেকবার যখন ফোন করবে তখন জেনে নেবো। তোমার লোকেশনটা কী? টালিগঞ্জ?
  • Arijit | ০২ এপ্রিল ২০০৯ ১৫:৪১ | 61.95.144.123
  • আর বাদবাকি কোথাও নেই - সেটা?
  • sinfaut | ০২ এপ্রিল ২০০৯ ১৫:৩৬ | 203.91.207.30
  • রাজারহাটে কনফার্মড। সেক্টর ফাইভ টা নাকি।
  • Arijit | ০২ এপ্রিল ২০০৯ ১৫:৩৪ | 61.95.144.123
  • "নাকি' কেন? আগে কনফার্মড খবর নে - ফোং করে।
  • sinfaut | ০২ এপ্রিল ২০০৯ ১৫:৩২ | 203.91.207.30
  • 3G শুধু নাকি রাজারহাট আর সেক্টর ফাইভে চলছে। তবে ক্রমে আসিতেছে।
  • sinfaut | ০২ এপ্রিল ২০০৯ ১৫:৩১ | 203.91.207.30
  • মেঘবেলা যদি কেটে যায়, তাহলে এই জাগতিক যত স্পৃহা দূর হয়ে গিয়ে আমি নির্বাণপ্রাপ্ত হব, এই আশাই করি।
  • Arijit | ০২ এপ্রিল ২০০৯ ১৫:৩০ | 61.95.144.123
  • http://www.calcuttatelephones.com/3Gfaq.shtml - থ্রী-জি ডেটা কার্ড - এটা দেখিস তো। এটাই কি EVDO?
  • sinfaut | ০২ এপ্রিল ২০০৯ ১৫:২৮ | 203.91.207.30
  • এইমাত্তর খবর পেলাম, EVDO সার্ভিস ম্যাক্সিমাম জায়গাতেই নেই। যদিও EVDO কার্ড দিচ্ছে, কিন্তু ম্যাক্স স্পিড ১৪৪ kbps। হম্‌ম্‌ম, বাকি থাকলো মেঘবেলা ব্রডব্যান্ড।
  • Arijit | ০২ এপ্রিল ২০০৯ ১৫:২৭ | 61.95.144.123
  • আর আমার মোডেম খারাপ - তাই কাজ করছিলো না। বাবা নিয়ে গেছিলো - ওরা টেস্ট করে বলেছে। বাড়ি এসে পাল্টে দিয়ে যাবে। আগে টেস্ট করে দেয় না কেন?
  • Arijit | ০২ এপ্রিল ২০০৯ ১৫:২৪ | 61.95.144.123
  • কালও ওই ২ এমবিপিএস ওয়্যারলেস ব্রডব্যাণ্ডের কথা শুনলাম - ক্যালকাটা টেলিফোনসের সাইটে মনে হয় অ্যাডও আছে - একবার দেখিস তো।

    কেব্‌ল ব্রডব্যাণ্ডের মধ্যে অ্যালায়েন্স নিয়ে মিক্সড ফীডব্যাক আছে।
  • sinfaut | ০২ এপ্রিল ২০০৯ ১৫:২১ | 203.91.207.30
  • এবার অপশনের মধ্যে বাকি থাকল বিএসএনএল ডেটা কার্ড (EVDO) যদি কাছের এক্সচেঞ্জে EVDO সার্ভিস থাকে। নয়তো কেবল ব্রডব্যান্ড। (রিলায়েন্স নেই, টাটার কম স্পিডে বেশি দাম)
  • Arijit | ০২ এপ্রিল ২০০৯ ১৫:১৯ | 61.95.144.123
  • হুম্‌ম্‌ম্‌ম্‌ম। লোকাল ছেলে, লোকাল হিরো। আমি একবারই ওর খেলা দেখেছি - ওরকম কমিটেড প্লেয়ার খুব কম দেখা যায়। গত বছর কীগান আসার সময় যেমন লাইন পড়ে গেছিলো, এবারও তাই হচ্ছে বলে এক বন্ধু খবর দিলো।
  • Arpan | ০২ এপ্রিল ২০০৯ ১৫:১৬ | 216.52.215.232
  • শিয়ারার সাফল্য পাক। ফুটবলার হিসেবে খুব পছন্দের ছিল।
  • Blank | ০২ এপ্রিল ২০০৯ ১৫:১০ | 203.99.212.224
  • ফুলবানি, দারিংবাড়ির দিকে বেড়াতে কেউ গেছো কখনো?
  • Arijit | ০২ এপ্রিল ২০০৯ ১৫:০৫ | 61.95.144.123
  • সেটা অ্যাজেন্ডায় থাকতে পারে, তবে যতদূর শুনলাম অন্যান্যদের কাছে মূল বক্তব্য মাইনে নিয়েই। আজ সেন্ট লরেন্সেও একই নোটিশ দেখে অনেকে ক্ষুব্ধ - ইনফ্যাক্ট আমি যখন বাস-ফী জমা দিচ্ছি তখন দু একজনের মুখে পাঠভবনের কথাটা শুনলুম - এবার এখানেও হবে হয়তোঃ-)

    আমরা যখন ছোট, তখন একবার টিচারদের ডিএ দেবার জন্যে স্কুল থেকে একমাসের মাইনে এক্সট্রা নিয়েছিলো। তখন মাইনেও ছিলো কম - আমরা পঁচিশ টাকায় ঢুকেছিলাম, উমা দিয়ে যখন বেরোই তখন একশো কত যেন। এখন হাজার ছাড়িয়ে গেছে (তিনশো বেড়েছে এই মাসেই)।
  • r | ০২ এপ্রিল ২০০৯ ১৫:০১ | 198.96.180.245
  • আমার মনে হয় মাইনে বাড়ানোটা প্রতিবাদের আসল কারণ নয়, কারণ পে কমিশনের মাইনে বাড়ার পর অনেক স্কুলেরই মাইনে বেড়েছে। বেসিক কারণ নিশ্চয় বিল্ডিং তৈরির নামে বহু বছর ধরে টাকা নিয়ে কিছু তৈরি না করা।
  • Arijit | ০২ এপ্রিল ২০০৯ ১৪:৫০ | 61.95.144.123
  • কদিন ধরেই হচ্ছে - অবস্থান ইত্যাদি। অ্যাকচুয়ালি এই মাস থেকে মাইনে বেড়েছে তিনশো টাকা করে। একটা নোটিশ দিয়েছিলো যে গত পাঁচ বছর বাড়েনি, আর যেহেতু সরকারি সাহায্য পায় না তাই টিচারদের মাইনে বাড়ার দায়টাও এদের নিজেদের কাঁধে - তাই এবার বাড়ানো হল। তো সেই নিয়েই গেটে লিফলেটিং ইত্যাদি হচ্ছিলো। সেটা নিয়েও স্কুল থেকে একটা চিঠি দিয়েছিলো - যে দেখা করে কথা বলার অপশন তো রয়েইছে - গেট মিটিং না করে কথা বলতে।
  • r | ০২ এপ্রিল ২০০৯ ১৪:৪৭ | 198.96.180.245
  • কাল নাকি পাঠভবনে অভিভাবকদের প্রতিবাদ ইত্যাদি ব্যাপক ঝামেলা হয়েছে?
  • Arpan | ০২ এপ্রিল ২০০৯ ১৪:৪৭ | 65.194.243.232
  • আমার এর সাথে বিষফোঁড়া রয়েছে ঐ সময়ের মধ্যে কলকাতা ফেরা হবে কিনা, মার্কেটের অবস্থা কেমন থাকবে ইত্যাদি।
  • Arijit | ০২ এপ্রিল ২০০৯ ১৪:৪৭ | 61.95.144.123
  • ইয়ে - কাল নাকি দিদি পঃবঙ্গে রেইনফরেস্টের দাবি রেখেছেন?
  • Arijit | ০২ এপ্রিল ২০০৯ ১৪:৪৪ | 61.95.144.123
  • হ। কিছুই যদি করতে না হত তাইলে বেশ ভালো হত।
  • Arijit | ০২ এপ্রিল ২০০৯ ১৪:৪৪ | 61.95.144.123
  • আমার পাঠভবনের ওপর রাগও হয় মাঝে মাঝে - সেই কবে থেকে (সম্ভবতঃ যবে শুরু হয়েছিলো তখন থেকেই) মাসে মাসে ডেভেলপমেন্ট ফী নেয়। অ্যাডমিশন ফী-টা নেহাত কম নয়। কিন্তু এখনও বাড়ি হল না। না হয় সেকেন্ডারি সেকশনের সঙ্গে জমি নিয়ে ঝগড়া চলছিলো - কিন্তু এতদিনে একটা ভাড়া বাড়ির ব্যবস্থাও তো করা যেত - বা কোনো অল্টারনেটিভ ব্যবস্থা। বাবা-মায়েদের অনেকে ভলান্টারিলি প্রোপোজাল দিয়েছিলো প্ল্যান থেকে শুরু করে পুরো বাড়ি তৈরী করিয়ে দেবার...
  • r | ০২ এপ্রিল ২০০৯ ১৪:৪৩ | 198.96.180.245
  • ধুস! ঝামেলা ভাবলেই ঝামেলা। বেঁচে থাকতে গেলে যা যা করতে হয় তার বেশির ভাগই ঝামেলা।
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত