আমি রোকেয়া দমদি অক্ষদি আর ঈশান সকলেরই তো এই একটাই আসছে , তাইলে?
a x | ২৮ মার্চ ২০০৯ ০০:০০ | 143.111.22.23
আর্য্য, গোটা ১২ লোকের মধ্যে ১০ জনের কিন্তু ঐ leapnyc এলো। তোমারই এক্সপেরিমেন্ট। এবার ডাটা অ্যানালিসিস কর।
arjo | ২৭ মার্চ ২০০৯ ২৩:৫৪ | 168.26.215.13
লোকেশনটা ইম্পর্ট্যান্ট নয় এমন কথা মনে হল কি করে?
আমাকে দিয়েছে The Art Institute of Atlanta - Get Info on the Design Programs কারণ আমি আটলান্টার কাছে থাকি।
san | ২৭ মার্চ ২০০৯ ২৩:৪৯ | 123.201.53.131
হ্যাঁ লোকেশন তো জানা যাবেই। নাম ধাম ও যায়। তা সার্চ রেজাল্ট তো মনে হচ্ছেনা লোকেশনের উপরে ডিপেন্ড করছে। মে বি সময় টা ইম্পর্ট্যান্ট, মানে আজ্জোদা তার বউ আর বন্ধুরা সকলে কি একই সময়ে সার্চ করেছিল , বা কাছাকাছি সময়ে? না কদিন আগে পরে?
Ishan | ২৭ মার্চ ২০০৯ ২৩:৪৭ | 12.163.39.254
ন্যাড়াদাকে ডিটো। এই এদিন টিভিতে দেখাচ্ছিল, কোন একটা খুনের কিনারায় সার্চ হিস্ট্রি নাকি খুব কাজে লেগেছে। সেই থেকে কি দিয়ে খুন হয়েছে সেটাও বার করে ফেলেছে গোয়েন্দারা।
আমি ডিটেলটা ভুলে গেছি। কিন্তু গপ্পটা মোটামুটি এরকমই।
Ishan | ২৭ মার্চ ২০০৯ ২৩:৪৫ | 12.163.39.254
ভার্জিন মেশিনেও লোকেশন জানা যায়। আমেরিকা হলে কার নামে ইন্টারনেট কানেকশন, সেটাও জানা যায় (দেশেও বোধহয় যায়)। সেই নামের এগেন্সটে পুরোনো হিস্ট্রি বার করা যায়। ইত্যাদি। এবার গুগল কি কি করে খোদা জানে।
এটা স্যানের উত্তরে।
san | ২৭ মার্চ ২০০৯ ২৩:৪৫ | 123.201.53.131
আমার ও তো এইগুলোই আসলো
Ishan | ২৭ মার্চ ২০০৯ ২৩:৪২ | 12.163.39.254
আমার এলঃ
leapnyc.org/
ডানদিকেঃ
san | ২৭ মার্চ ২০০৯ ২৩:৪২ | 123.201.53.131
আরে ওটা অ্যানালজি ধরেই বলছি তো । ফার্স্ট টাইম সার্চ এও তো স্পেসিফিক ট্রেন্ড আসে, সে কি আর ডেটা স্টোর করে আসে নাকি!
অক্ষ, বলা যাচ্ছে না, কলকাতায় একটা ভার্জিন মেশিনে সার্চ করলে কেসি দাস আসবে কিন্তু দিল্লিতে গুলাবজামুন বিক্রেতার নাম আসতে পারে, দেওঘরে প্যাঁড়া বিক্রেতার নাম আসতে পারে। এতো আমার মোটা মাথায় এল। এবারে গুগুলের ইন্টেলিজেন্ট সার্চ অ্যালগোতে কি আসবে তা অ্যালগোটা না জানলে কিছুতেই বলা সম্ভব নয়।
arjo | ২৭ মার্চ ২০০৯ ২৩:৩৫ | 168.26.215.13
জলভরাটা অ্যানালজি মাত্তর কিন্তু গুগুলের আল্টিমেট এইম এটাই। ঐ যে ইশান বললে আজ আমার কি কি করা উচিত, সেই প্রশ্নের উত্তর দেওয়া। সেটা আমার ডেটা সেভ না করে সম্ভব নয়। এখনই সার্চ রেজাল্ট অনেকটাই কাস্টোমাইজড। তাই তার থেকে জেনেরিক কনক্লুশন ড্র করাও উচিত নয়।
a x | ২৭ মার্চ ২০০৯ ২৩:৩১ | 143.111.22.23
আর্য্য, ধরা যাক ঐ সিনারিও টা ট্রু। অর্থাৎ তুমি সার্চ করলে রসগোল্লা, তোমার বউ সার্চ করলে জলভরা। এবার যদি ১০০জনের মধ্যে দেখা যায় ৯০ জনের প্রেফারেন্স রসোগোল্লা, মাত্র ১০ জনের জলভরা, তাইলে একজন প্রথম বার কম্পু টিপে মিষ্টি সার্চালে কি আসবে?
san | ২৭ মার্চ ২০০৯ ২৩:২৮ | 123.201.53.131
জলভরার কেসটা একটু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না কি? অ্যাতটা ?
nyara | ২৭ মার্চ ২০০৯ ২৩:২৮ | 67.88.241.3
এদেশে সব কিছু সেভ করে, শুধু পয়সা ছাড়া।
a x | ২৭ মার্চ ২০০৯ ২৩:২৪ | 143.111.22.23
আরে ভাই এদেশে সব কিছু সেভ করে। আপনি যখন গিয়ে গ্রোসারি দোকানে কার্ড করেন, যে কার্ড দিয়ে আপনি স্টোর ডিসকাউন্ট পান, সেই কার্ড দিয়ে আপনি ডিজিটাল ফুটপ্রিন্ট রেখে গেলেন। দই কিনলেন ২০ পয়সা কম দিলেন, মুরগী কিনলেন ১ টাক অকম দিলেন। কিন্তু ওদিকে মার্কেট সার্ভে হল। আপনি যদি কার্ড না করেন, তাইলে আপনাকে বেশি দাম দিয়ে জিনিস কিনতে হবে। অর্থাৎ আপনি যদি চান আপনার কোনো ডিজিটাল ফুটপ্রিন্ট থাকবেনা, তা বিনে পয়সায় হবেনা।
nyara | ২৭ মার্চ ২০০৯ ২৩:২৪ | 67.88.241.3
অফ কোর্স সার্চ ইনফো স্টোর করে। এরকম কেস তো বেশ কয়েকটা হয়েছে যে সাস্পেক্টেড খুনির গুগল সার্চ সুপিনা করে করে দেখা গেছে খুনের দিন সকালে তার সার্চ টার্ম ছিল, "পয়জন" বা "বডি হাইড'।
d | ২৭ মার্চ ২০০৯ ২৩:২৪ | 117.195.39.6
আমার প্রথমে এলো leapnyc.com তারপর এলো NFAA
আর আমি জিন্দেগীত কখনও এই স্ট্রিং দিয়ে সার্চাই নি।
arjo | ২৭ মার্চ ২০০৯ ২৩:২২ | 168.26.215.13
ন্যাড়াদা সেটা আমাকে স্যটিসফাই করল, কিন্তু আমার বউকে নয়। আমার বউ মিষ্টি বলতে জলভরা বোঝে এটা বুঝে যদি সূর্য মোদকের নাম না বলতে পারে তাহলে আর ইন্টেলিজেন্স কিসের?
san | ২৭ মার্চ ২০০৯ ২৩:২২ | 123.201.53.131
সকলকে হ্যাপি উগাদি।
এই যে ছুটির দিনে সারাদিন ঘুমোনো যায় আর সারারাত জাগা যায় এর থেকে ভাল কিছু হয়না ঃ-))))
Ishan | ২৭ মার্চ ২০০৯ ২৩:২১ | 12.163.39.254
আর লিংক চাইবেন না, কিন্তু আমি পড়েছি, যে, গুগল সার্চ হিস্ট্রি সেভ করে। লগড ইন থাকলেও করে, না থাকলেও করে। এবার তার উপর কি অ্যালগো চালায়, সেটা অবশ্য জানিনা। ঃ)
এবং গুগল সেইসব পার্সোনাল ইনফো সরকারের হাতে দিতেও পারে। যদি আইন বাধ্য করে।
arjo | ২৭ মার্চ ২০০৯ ২৩:১৯ | 168.26.215.13
অক্ষ র্যাংকিং থেকে একটা হাল্কা আভাস পাওয়া হয়ত যায়, কিন্তু গিভেন অল দিজ তার থেকে কোনো কনক্লুসন ড্র করলে তার স্ট্যান্ডার্ড এরর অনেক বেশি হবে বলেই আমার মনে হয়।
মেল বডি স্ক্যান করেই কিওয়ার্ড অনুযায়ী অ্যাড লিংক দিতেই পারে। কিন্তু ঐ যে বললাম আমি প্রফেসর হলে আমার কাছে বইয়ের অ্যাড বেশি আসবে আর আমি যদি ছাত্র হই তাহলে হয়ত বিয়ারের অ্যাড বেশি আসবে। এবার আমি ছাত্র না প্রফেসর তা আমার ডেটা অ্যানালিসিস করেই বলতে হবে। তার জন্য ডেটা স্টোর করতেই হবে।
Ishan | ২৭ মার্চ ২০০৯ ২৩:১৮ | 12.163.39.254
গুগলের আল্টিমেট গোল বলেছিল, একটা লোক সকাল বেলা উঠে নাকি গুগল খুলে টাইপ করবে, "আজ আমার কি করা উচিত?' তাপ্পর সার্চ বাটনে হিট করলেই গুগল বলে দেবে উত্তরটা। লোককে আর ফালতু কনফিশনে ভুগতে হবেনা।
কাকু বলেছিল, এটা করা খুব চাপ। কিন্তু লক্ষ্য বলতে গেলে, ঐটাই। এবার যদ্দূর করা যায়, সেটাই হবে।
nyara | ২৭ মার্চ ২০০৯ ২৩:১৮ | 67.88.241.3
কেন? তুমি 'কলকাতা'য় বসে 'মিষ্টি' সার্চ করেছ। আমি আইপি থেকে জানলাম তুমি 'কলকাতায়'। কীওয়ার্ড দেখলাম 'মিষ্টি'। এবার দেখলাম 'কলকাতা + মিষ্টি' নিয়ে কে কে অ্যাড দিচ্ছে। 'কে সি দাস' পেলাম। দেখিয়ে দিলাম। এর জন্যে আগে কি সার্চ করেছ কেন জানা প্রয়োজন বুঝতে পারছি না।
অ্যাম আই মিসিং সামথিং?
a x | ২৭ মার্চ ২০০৯ ২৩:১৬ | 143.111.22.23
ইয়ে, আর যদি এমন কিছু সার্চ কর, যা আগে কখনো করনি, তাইলে কি দেখায়? সেটা কি ম্যাক্স কি হয় তার ওপর নয়? উদাঃ আমি আগে কখনো মেয়েদের বীচভলিবল বা ইত্যাদি সার্চ করিনি, তাহলে আমাকে যা দেখালো, সেটা বেশিরভাগ লোক যা দেখে সেই র্যাশনাল থেকে না?
arjo | ২৭ মার্চ ২০০৯ ২৩:১২ | 168.26.215.13
ন্যাড়াদা, লোকেশন তো আইপি থেকেই দেখা যাবে। কিন্তু আমার পার্সোনাল প্রেফারেন্স? সেটা বুঝতে গেলে আমি কি সার্চ করি সেটা জানতে হবে। যেমন, কলকাতায় বসে আমি যদি ""মিষ্টি"" সার্চ করি তাহলে বলবে যাও কেসি দাসের দোকানে যাও। কিন্তু শ্যামনগরে বসে করলে বলবে সরকার সুইটসে যাও। কারণ আমি রসগোল্লা খেতে ভালোবাসি।
অন্যদিকে আমার বউয়ের কম্পিউটার থেকে সার্চ করলে বলবে চন্দননগরে যাও সূর্য মোদক আছে, কারণ বউ জলভরা ভালোবাসে। সম্পূর্ণ পার্সোনালাইজড সার্চ রেজাল্ট।
rokeyaa | ২৭ মার্চ ২০০৯ ২৩:১২ | 203.110.246.230
না, মানে প্রথম পাতার সাইড বারে আসে নি, পরের গুলো আর দেখিনি। এটা অবশ্য অক্ষদির কথা শুনে আবার সার্চ করে পাওয়া। আর অক্ষদি, পত্রের প্রাপ্তিস্বীকার করলুম ঃ)
a x | ২৭ মার্চ ২০০৯ ২৩:০৯ | 143.111.22.23
রোকেয়া, সাইড বারেও এসেছিল বোধহয়।
leapnyc.org লিংক
a x | ২৭ মার্চ ২০০৯ ২৩:০৮ | 143.111.22.23
মেল-এর পাশে যে অ্যাড আসে, তারজন্য পার্সোনাল ইনফো স্টোর করা দরকার? মেলবডি স্ক্যান করে কি-ওয়ার্ডস দিয়ে তো অ্যাড দিতে পারে। মানে স্টোর করেনা, বলছিনা, কিন্তু অ্যাড দেবার জন্য স্টোর করাটা নেসেসারি কি?
rokeyaa | ২৭ মার্চ ২০০৯ ২৩:০৬ | 203.110.246.230
আজ্জোদার রেজাল্ট আমার থার্ড পেজে এসেছে।
arjo | ২৭ মার্চ ২০০৯ ২৩:০৬ | 168.26.215.13
লিংকটা কি?
a x | ২৭ মার্চ ২০০৯ ২৩:০৫ | 143.111.22.23
Learning through an Expanded Arts Program এইটা এল, তুমি যেটা বললে সেটা পাশে সাইড বারে আসছে।
গুগল তো ডেটা স্টোর করেই, এবং তুমি যদি লগ-ইন করে সার্চ কর, ভার্সাস এমনি, তাইলে দুরকম রেসাল্ট আসতে পারে।
কিন্তু একটা জেনেরাল ট্রেন্ড ফলো করে। আমি উদাহরণ দিয়েছিলাম মেল বীচভলিবল ভার্সাস ফিমেল বীচভলিবল। ইমেজ সার্চে। তাতে সাইট আগে পরে হতে পারে, প্রেফারেন্স অনুযায়ী। কিন্তু জেনেরাল ট্রেন্ড বদলায়না। বহুদিন আগে পড়েছিলাম, যেহেতু আইটি আমার ডোমেন না, কাজেই বলতে পারবনা কিভাবে কি করে, এবং কবে কোথায় পড়েছিলাম তাও মনে নেই। কিন্তু এই যে কোন লিংক আগে আসবে কোনটা পরে আসবে সেটা ডিপেন্ড করে কোন সাইট কতবেশি অ্যাক্সেস্ড। একই সার্চ স্ট্রিং দিয়ে কোনো পাতা ১৩ নং পাতায় আসছে আরেকটা ১ নং পাতায়, even when the relevance are similar, তার কারণ, ১নং পাতারটাতে ট্র্যাফিক বেশি, ১৩টাতে কম।
nyara | ২৭ মার্চ ২০০৯ ২৩:০৪ | 67.88.241.3
লোকেশন জানতে গেলে সার্চ হিস্ট্রি জানতে হবে কেন? তোমার আইপি দিয়েও তো জানা যেতে পারে। প্রক্সি ব্যবহার করলে সবসময়ে একদম কারেক্ট নাও হতে পারে, কিন্তু আইপি দিয়ে লোকেশন জানা সবথেকে স্ট্রেট ফরোয়ার্ড। সঠিক আইপি না জানলেও আইপি ব্লক দিয়ে গোদাভাবে লোকেশন - ভারতে না অ্যামেরিকায় ইত্যাদি জানা সম্ভব।
দ্বিতীয়তঃ তুমি যদি গুগলে লগড-ইন থাক, তাহলে গুগল তোমার নাম-ধাম জানে। অন্ততঃ নাম। নাম থেকে স্রেফ পাব্লিক রেকর্ড লুকাপ করে তোমার ধাম জানা সম্ভব। বিশেষতঃ অ্যামেরিকায়। সার্চ রেজাল্ট স্টোর না করেও।
আমি বলছি না যে তোমার সার্চ রেজাল্ট, বা তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ তোমার ক্লিক, গুগল ট্র্যাক করে না। বরং করে বলেই মনে হয়। বছর ৫-৬ আগে অব্দি গুগলের সার্চ রেজাল্ট সরাসরি টার্গেটে অ্যাঙ্কার করত। এখন গুগলের ভেতর দিয়ে যায়, যাতে গুগল ক্লিক ট্র্যাক করতে পারে। কিন্তু তার মানে এই নয় যে ওগুলো ট্র্যাক না করে তোমার লোকেশন ইনফর্মেশন জানা একেবারে অসম্ভব।
rokeyaa | ২৭ মার্চ ২০০৯ ২৩:০৩ | 203.110.246.230
আমার এইটা এলো Learning through an Expanded Arts Program
অক্ষ, অর্জিত এবং দ, বহুদিন আগে গুগুলের সার্চ রেজাল্ট থেকে সোশ্যাল পারস্পেকটিভ বোঝা কতটা যুক্তিসংগত তাই নিয়ে কিছু তক্ক হয়েছিল। তোমাদের বক্তব্য ছিল গুগুলের সার্চ রেজাল্ট থেকে লোকে কি খোঁজে, কি চায় তার একটা ধারণা করা যায়। আমি বলেছিলাম যায় না, করাই উচিত নয় কারণ অ্যালগোটাই জানা নেই।
বেশ কিছুদিন আগে গুগুল বলেছিল যে ওরা নাকি পার্সোনাল ইনফরমেশন স্টোর করে না। কোনো একটা খবরের কাগজে বেরিয়েছিল। মনে নেই। কিন্তু যারা জিমেল ইউজ করে তারা জানে এটা ভুল। ইমেলের কন্টেন্ট অনুযায়ী পাশের অ্যাড লিংক বদলে বদলে যায়। শুধু তাই নয়, কি ধরণের ইমেল বেশি আসছে তার ওপর ডিপেন্ড করেও পাশের অ্যাড লিংক বদলে যায়। বিভেরিয়াল টার্গেটিং।
গুগুল সার্চও তাই। আল্টিমেট এইম পার্সোনালাইজড সার্চ রেজাল্ট। আইপি থেকে লোক চিনে, তার সার্চ প্যাটার্নের রেজাল্ট দেখে কাস্টোমাইজড সার্চ রেজাল্ট দেখানো। র্যাংকিং ও নির্ভর করবে এতদিন ধরে সেই কম্পিউটার থেকে কেমন সার্চ হয়েছে তার ইতিহাস ও ভুগলের ওপর।
ছোট্ট একটা পরীক্ষা করা যাক। arts program সার্চ করলে প্রথম লিংকটা কে কি পায় জানালে ভালো হয়।
আমার প্রথম রেজাল্ট হচ্ছে The Art Institute of Atlanta - Get Info on the Design Programs.
কলকাতায় আমার এক বন্ধুর রেজাল্ট The DCCA Offers a Wide Variety Find an Art Program. Join Us Today!
লণ্ডনে Learning through an Expanded Arts Program LEAP, Inc. is a non-profit educational organization offering innovative hands-on arts educational programs, lesson plans and teacher workshops. leapnyc.org/
লং বীচে - ঐ
গুগুল র্যাংকিং অ্যালগো থেকে কনকুশন টানতে গেলে আমি বলব সব থেকে বেশি হিট হয় তে, কলকাতার ছেলেটি বলবে না না তে আর লণ্ডন বা লংবীচের দুই বন্ধু বলবে না leapnyc.org লিংকে।
আসল হল গুগুলের অ্যালগো আমার সার্চ হিস্ট্রি দেখে, আমার লোকেশন দেখে মনে করেছে আমার কাছে সবথেকে গুরুত্বপূর্ণ। এর বেশিও না কমও না।
rokeyaa | ২৭ মার্চ ২০০৯ ২২:৪৬ | 203.110.246.230
কেউ নাই!
I | ২৭ মার্চ ২০০৯ ২১:৪৮ | 59.93.247.21
হ্যা হ্যা, ঐ জন্ডিস কেসটা বেশ জন্ডিস হয়ে গেছে। ওটাকে সারিয়ে দাও।
Bhuto | ২৭ মার্চ ২০০৯ ২০:১০ | 122.172.1.161
ছাতার মাথা হইল। অতঃপর বছরের প্রথম দিনটাই সারা বছরের অভ্যাস হয়ে গেল।ঃ((
মামুরে কেউ কও সানলাইট বারসোপটা সরাতে। উদ্ভুটে লাগছে। অন্য কোনো ব্যবস্থা করুক।
sinfaut | ২৭ মার্চ ২০০৯ ১৭:৫৬ | 203.91.207.30
∞
Blank | ২৭ মার্চ ২০০৯ ১৭:১৩ | 170.153.65.23
সিঁফো এই বিক্কেল বেলায় কারে চুমু খায়?
sinfaut | ২৭ মার্চ ২০০৯ ১৭:১০ | 203.91.207.30
ম্ফুকে ফেফোটেফ লাঁঘিয়ে ধিয়েখি।
quark | ২৭ মার্চ ২০০৯ ১৭:০৫ | 202.141.148.99
X মানে কি ক্যান্সিল?
sinfaut | ২৭ মার্চ ২০০৯ ১৭:০৩ | 203.91.207.30
ঃ-X
Arijit | ২৭ মার্চ ২০০৯ ১৬:৫২ | 61.95.144.123
আমার খুব মনে দুঃখু। একটা মেশিনে ইউবান্টু ছিলো, বাধ্য হয়ে CentOS করতে হল - তাতে ক্ষতি নেই, কিন্তু ইউবান্টুতে একটা ঘ্যামা Matrix স্ক্রীনসেভার ছিলো - ওই ঝরে পড়া অক্ষরগুলো দিয়ে মেট্রিক্সের সব লোকজনের মুখ তৈরী হত - সেটা ভোগে গ্যালোঃ-((
r | ২৭ মার্চ ২০০৯ ১৬:৪৯ | 198.96.180.245
সিঁফো কবে খাওয়াবে বলছে না দেখে সবাই বিষাদে রুদ্ধবাক।
বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে,
মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা,
কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
আমাদের কথা
আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের
কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি
জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্চিন্তার দিন শেষ হল। ... আরও ...
বুলবুলভাজা
এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ।
দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও
লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
হরিদাস পালেরা
এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে
পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান
নিজের চোখে...... আরও ...
টইপত্তর
নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান।
এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর।
... আরও ...
ভাটিয়া৯
যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই,
সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক
আড়ালহীন কমিউনিটি ... আরও ...
টইপত্তর/ভাটিয়া৯/হরিদাসপালের লেখার বক্তব্য লেখকের নিজস্ব, গুরুচণ্ডা৯র কোন দায়িত্ব নেই
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক।
অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি।
যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।
মে ১৩, ২০১৪ থেকে সাইটটি
বার পঠিত
সকলকে জানান
উপরে যে কোনো বোতাম টিপে পরিচিতদের সঙ্গে ভাগ করে নিন