এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • sayan | ২৪ মার্চ ২০০৯ ১৭:২৯ | 160.83.96.82
  • ভুতো, যাও গিয়ে খেলা করো।
    আহেম, আমার কাল থেকে পাঁচদিন ছুটি। আবার সেই সোম্বার আপিস।
  • Bhuto | ২৪ মার্চ ২০০৯ ১৭:২৬ | 203.91.207.30
  • এই বাংলার ঘরের মা-বোনেদের চোখের জলের জন্য দায়ী দুর্নীতিগ্রস্থ কেন্দ্রীয় সরকারের ঘৃন্য চক্রান্ত মানছি না মানবো না.... মানছি না মানবো না।

    ইনকিলাব জিন্দাবাদ
    জিঁয়ব্বও জিঁয়ব্বও (বা জিঁয়ব্ব জিঁয়ব্ব)

    বিস্তিতে ভিজে এগ রোল খেয়ে এলাম, বস দাঁড়িয়েছিল দরজায়, বললাম ভিজে গেছি , ছুটি চাই। পেয়ে গেলাম। ইক্কুল ছুটি, কেউ নজর দেবে নিকো, আমাদের ইক্কুল দুম দাম TC ও দেয়। কোনো গার্জেন কল নয়,একেবারে টিসি।
  • sayan | ২৪ মার্চ ২০০৯ ১৭:১১ | 160.83.96.82
  • ক্রেক্ট!
  • Arpan | ২৪ মার্চ ২০০৯ ১৭:১০ | 65.194.243.232
  • আমি না, বেথে।
  • sayan | ২৪ মার্চ ২০০৯ ১৭:০৭ | 160.83.96.82
  • জিনাঃবৌদ - কার্টেসি অপ্পন
  • quark | ২৪ মার্চ ২০০৯ ১৭:০৭ | 202.141.148.99
  • খেয়েচে! অজ্জিত পুরো কমিটেড! ভাটে স্লোগান দিতে মাইক?
  • quark | ২৪ মার্চ ২০০৯ ১৭:০৫ | 202.141.148.99
  • ভোট ভোট ভোট দিন, হাতচিহ্নে ছাপ দিন
  • Arijit | ২৪ মার্চ ২০০৯ ১৭:০৫ | 61.95.144.123
  • না আমি একটা মাইক খুঁজছি। ওয়েবেক্স করতে গেলে তো মাইক লাগে দেখি। কি ঝামেলা।
  • san | ২৪ মার্চ ২০০৯ ১৭:০৪ | 123.201.53.131
  • বোনাস টোনাসের আগে - এ লড়াই বাঁচার লড়াই/এ লড়াই জিততে হবে - বাঁচার আর জিততে কে প্রচন্ড চেঁচিয়ে বলা হত
  • Sudipta | ২৪ মার্চ ২০০৯ ১৭:০৩ | 122.169.138.196
  • অরিজিৎদা কি স্লোগানগুলোর উচ্চারণগত দুর্দশা সইতে না পেরে চলে গেল!
  • san | ২৪ মার্চ ২০০৯ ১৬:৫৮ | 123.201.53.131
  • ইয়েস ইয়েস সিফো
  • dipu | ২৪ মার্চ ২০০৯ ১৬:৫৭ | 207.179.11.216
  • জ্জিনাঃঃঃব্বাহ
  • Sudipta | ২৪ মার্চ ২০০৯ ১৬:৫৭ | 122.169.138.196
  • ঠিক ঠিক, এক্কেবারে একশো ভাগ সঠিক উচ্চারণ এটা!
  • d | ২৪ মার্চ ২০০৯ ১৬:৫৭ | 203.143.184.11
  • কিন্তু অস্ত্রে, শ্লোগানে, সিঁড়িতে, তলোয়ারে পুরো জট পাকিয়ে গেছে।
  • d | ২৪ মার্চ ২০০৯ ১৬:৫৬ | 203.143.184.11
  • আমার ভাই তো খুব ছোটবেলায় ইন্দিরা গান্ধীর ছবি দেখলেই কেঁদে দিত। ওর ধারণা ছিল, ঐ রক্ত গড়িয়ে পড়া নখ বাড়িয়ে এক্ষুণি নেমে আসবে ছবি দেখে।
  • sinfaut | ২৪ মার্চ ২০০৯ ১৬:৫৬ | 203.91.193.5
  • জ্জিনাঃবাউ।
  • Sudipta | ২৪ মার্চ ২০০৯ ১৬:৫৪ | 122.169.138.196
  • কালো হাত প্রসঙ্গে আমার মনে হত বুঝি হাতগুলো সত্যি-ই কালো রঙের!
  • saikat | ২৪ মার্চ ২০০৯ ১৬:৫৩ | 202.54.74.119
  • ইইইইইইইনকিলা আ আ আ ব জিন্দাআআআআবাআআদ
  • h | ২৪ মার্চ ২০০৯ ১৬:৫৩ | 203.99.212.224
  • বাড়িতে এসে কি আয়নায় দেখতি, হাত কালো কিনা?
  • san | ২৪ মার্চ ২০০৯ ১৬:৫১ | 123.201.53.131
  • সাম্রাজ্যবাদ বিরোধী মিছিলের দরুণ বেশ মাঝেমাঝেই বাসট্রাম আটকে থাকত বলেই বোধহয় আমার বেশ অনেকদিন ধারণা ছিল যারা বাসট্রামে চড়ে তাদের সাম্রাজ্যবাদী বলে। মাক্কালি।
  • baps | ২৪ মার্চ ২০০৯ ১৬:৫১ | 203.199.41.181
  • হোপ ৮৬ এর পরে

    "মিঠুন নাচে ডিস্কো নাচ
    লতা গায় গান
    রেখার গায়ে গা ঠেকিয়ে
    জ্যোতি চিবোয় পান।'
  • Sudipta | ২৪ মার্চ ২০০৯ ১৬:৫১ | 122.169.138.196
  • উঁহু, ইনকিলাব জিন্দাবাদ নয় মোটেই, ওটা ইনক্লাব জিনা - - বাদ ছিল ('ন্দা' শোনা যেত না) ঃ)

    সিরাজের-ও তো এক পিস দশ সেরি তলোয়ার দেখিয়েছিল হাজার দুয়ারীতে, একটা লোক দশ সেরী তলোয়ার নিয়ে যুদ্ধ করত কি করে? (যদি-ও সিরাজ কোনোদিন সম্মুখ সমরে যায় নি বোধ হয়!)
  • Blank | ২৪ মার্চ ২০০৯ ১৬:৫১ | 170.153.65.23
  • সে সিরাজ দৌল্লার তরোয়াল ও ভয়ানক লম্বা। কিন্তু সিরাজ খুব ই বেঁটে ছিলো। এই ধরনের তরোয়াল গুলো যুদ্ধের জন্য নয়। ওগুলো রাজ দন্ড টাইপ, ক্ষমতা প্রদর্শনের।
    সাধারন সৈন্যদের জন্য রাখা অস্ত্র বা বন্দুক দেখো (কোলকাতার মিউজিয়ামেও আছে)। সবই সাধারন উচ্চতার। বা পুরনো দিনের বর্ম, রাজপুতদের পোশাক। সব ই সাধারন।
    এই কদিন আগে বেনারস গিয়ে রামনগর রাজাদের অস্ত্রের কালেকশান দেখছিলাম (যুদ্ধাস্ত্র)। সব ই সাধারন।
  • h | ২৪ মার্চ ২০০৯ ১৬:৫০ | 203.99.212.224
  • ঃ-))))
  • quark | ২৪ মার্চ ২০০৯ ১৬:৫০ | 202.141.148.99
  • স্লোগান লিখে দেওয়ার একটা টেকনিক্যাল সমস্যা আছে, সেটা হ'ল স্লোগানের লিখিত রূপের সাথে মিছিলে যখন স্লোগানটা দেওয়া হয়, তার বিশেষ পার্থক্যা আছে, ঐ স্যান বা সুদীপ্ত যেটা বলছে আর কি।

    ইনকিলাব জিঁয়াবাদ!
  • h | ২৪ মার্চ ২০০৯ ১৬:৪৯ | 203.99.212.224
  • হএত পারে না, বল্লে হবে। সিরাজের তলোয়ার, রানা প্রতাপের তলোয়ার বলে যেগুলো দেখানো হয়, সব-ই ছ ফুট। হতেই পারে মাঝে মাঝে অস্ত্রের ওয়েটে র অ্যাডভান্টেজ নেওয়ার জন্য ব্যাভার করত বা এগুলো শুধুই অ-ইন্সপায়ারিং ডেকোরেটিভ। বর্ডারের ওভার এম্ফাটিক মার্চিং এর মত।

    এগুলো সব ডিডি দা এলে উত্তর পাবে, যদি ওঁর মুড হয়।
  • r | ২৪ মার্চ ২০০৯ ১৬:৪৯ | 198.96.180.245
  • এখন পুরোটাই ভক্তিভাবাশ্রিত এথনিক প্যারাডাইমঃ

    জয় তারা জয় মমতা
  • Arijit | ২৪ মার্চ ২০০৯ ১৬:৪৬ | 61.95.144.123
  • মানুষের গড় উচ্চতা যদি বাড়ে তাইলে কোনো মতেই উইলিয়াম ওয়ালেসের তরোয়ালটা উইলিয়াম ওয়ালেসের হতে পারে না - কারণ ভদ্রলোক আমার চেয়ে বেঁটে ছিলেন, আর ওই তরোয়ালটা আমার কাঁধের হাইটের।

    সব দুর্গ-টুর্গতে যা অস্ত্রশস্ত্র রাখা থাকে সেগুনো দেখলে মনে হয় ও ব্যাটারা মিনিমাম সাত ফুট লম্বা হত।
  • r | ২৪ মার্চ ২০০৯ ১৬:৪৬ | 198.96.180.245
  • লাল বাংলার লাল মাটিতে লাল পতাকা উঠছে উঠবে।

    লাল ঝান্ডা করে পুকার, ইনকিলাব জিন্দাবাদ।

    এগুলো ছিল মডার্নিস্ট প্রোগ্রেসিভ স্লোগান।

    পরে এল উত্তরাধুনিক হাইকুঃ

    চুপচাপ ফুলে ছাপ।
  • h | ২৪ মার্চ ২০০৯ ১৬:৪৫ | 203.99.212.224
  • হেনরি দ্য এইটথ কে জায়ান্ট বলা হত। সাড়ে পাঁচের অল্প বেশি অ্যাপারেন্টলি।
  • Sudipta | ২৪ মার্চ ২০০৯ ১৬:৪৫ | 122.169.138.196
  • ঃ))) হল
  • saikat | ২৪ মার্চ ২০০৯ ১৬:৪৪ | 202.54.74.119
  • হ্যা, আমিও পড়লাম যে শিল্প বিপ্লবের সময়ে ইংরেজদের উচ্চতা কম ছিল।
  • h | ২৪ মার্চ ২০০৯ ১৬:৪৩ | 203.99.212.224
  • সাম্রাজ্যবাদ যে একটা আইডেন্টিফায়েবল, মেটেরিয়ালি একজিস্টিং ব্যবস্থা সেটা বোঝানোর জন্য। আঙুল দিয়ে ম্যাপ দ্যাখানো বা 'এই ধর গেছো বৌদি রান্না করছে' বলার মত।

    হল?
  • san | ২৪ মার্চ ২০০৯ ১৬:৪২ | 123.201.53.131
  • আর প্রথমদিকের শব্দগুলো ভীষণ তাড়াতাড়ি বলত। র‌্যাপের মতন। সব একসঙ্গে জড়িয়ে যেত।

    ভেঙে দাও গুঁড়িয়ে দাও বা চলছে না চলবে না টা সময় নিয়ে বলত।
  • Sudipta | ২৪ মার্চ ২০০৯ ১৬:৪২ | 122.169.138.196
  • আচ্ছা মারাঠীরা ঐ গান্ধী টুপি পরে কেন? ওটা কি এক ধরণের ড্রেস কোড? তা-ও সবাই কিন্তু পরে না দেখলাম, মোটামুটি একটু বয়স্ক লোকেরা পরে। মানে ৩৫ বছর হলে তবে টুপি পরার অধিকার জন্মাবে টাইপ ব্যাপার?
  • h | ২৪ মার্চ ২০০৯ ১৬:৩৯ | 203.99.212.224
  • মারাঠিরা তিন চারশো বছর আগে বেঁটে হয়েও, সম্ভাব্য হামাগুড়ি দিয়েও যুদ্ধে যিতে যেত, কারণ তারা সিপিএম ছিল না (প্রমাণিত।)

    হাঁটুর সমান সিঁড়ি তে হামাগুড়ি দেওআর আরেকটা ঝাপসা কারণ হতে পারে। হাঁটুর উপরের নেট উচ্চতাটা, হাঁটুর বেশি উপরে না যাওয়া।মেটাফোরিকালি।
  • Sudipta | ২৪ মার্চ ২০০৯ ১৬:৩৮ | 122.169.138.196
  • মিছিলে স্লোগানে যারা ধরতাই দিত, তাদের গলায় একটা টান থাকত কেমন। যেমন একটা উদাহরণ
    'এই সাম্রাজ্যবাদের কালো হাত ভেঙ্গে দাও, গুঁড়িয়ে দাও', আমার বহুদিন মনে প্রশ্ন ছিল, ওরা সব স্লোগানের আগে ওরম 'এই' লাগিয়ে দেয় কেন!
  • Blank | ২৪ মার্চ ২০০৯ ১৬:৩৮ | 170.153.65.23
  • ওটা একটা প্রচলিত বিশ্বাস। দত্যি দানবের গপ্পের মতন। মানুষের গড় উচ্চতা আসলে বাড়ছে, কমছে ব্রেনের ভল্যুম।
  • dipu | ২৪ মার্চ ২০০৯ ১৬:৩৭ | 207.179.11.216
  • কি একটা স্লোগানে মমতা ব্যানার্জীর হাত শক্ত করার আবেদন থাকত।
  • sayan | ২৪ মার্চ ২০০৯ ১৬:৩৪ | 160.83.96.82
  • "লড়াই লড়াই লড়াই চাই/ লড়াই করে বাঁচতে চাই'

    এছাড়া,
    "বাংলার মাটি দুর্জয় ঘাঁটি ...'
  • Bhuto | ২৪ মার্চ ২০০৯ ১৬:৩২ | 203.91.207.30
  • নামাটা হয়তো একটু সুবিধাই হতো। কিন্তু ঐ পাথরের সাইজটাও কেসটা ও এক্ষেত্রে বলা যেতে পারে। কিন্তু আর্কিটেক্ট হলে হয়তো কেউ বলতে পারবে, খাড়া এবং উঁচু সিঁড়ির পেছনে কোনো প্রযুক্তিগত অপারগতা\অনুন্নতি ছিল কিনা। কেল্লাগুলো হতও তো বেশ উঁচু উঁচু। সিঁড়ির ধাপ কমিয়ে দিত। আর সৈন্যরা নিশ্চয় লম্বা হতো।
  • Arijit | ২৪ মার্চ ২০০৯ ১৬:৩২ | 61.95.144.123
  • তিন চারশো বছর আগে মারাঠিদের অ্যাভারেজ হাইট কত হত সেটা তুমি আজকের মারাঠিদের দেখে বুঝবে ক্যামনে? কোথায় যেন পড়েছিলাম - মানুষের গড় হাইট ক্রমশঃ কমছে। আরো হাজার বছর পর সব যশুরে কই হয়ে যাবে - ক্ষীণদেহ খর্বকায় মুণ্ড তাহে ভারি...
  • Arijit | ২৪ মার্চ ২০০৯ ১৬:২৯ | 61.95.144.123
  • ধেৎ তপন শিকদার তো সেদিনের ছোকরা। আমি এই ছড়া শুনে আসছি সেই হাফ পেন্টুল পরা অবস্থা থেকে।

    ছড়া লেখো, ছড়া লেখো। এর পর একটা স্লোগানের টই খুলবো - কেউ যদি না খচে যায়। কলেজ লাইফের গা গরম করা স্লোগানগুলো তুলে দেবো;-)
  • Arpan | ২৪ মার্চ ২০০৯ ১৬:২৮ | 65.194.243.232
  • গলি গলি মে শোর হ্যায় ...

    এটা আমাদের ছোটবেলার।
  • Sudipta | ২৪ মার্চ ২০০৯ ১৬:২৮ | 122.169.138.196
  • শত্রুপক্ষ যাতে সহজে উঠতে না পারে সেজন্যেই হয়ত! নিজেরা ধীরে সুস্থে উঠে বন্দুক, তোপ বাগিয়ে বসে থাকত। লম্বা সিঁড়ি চড়তে গেলে মনোযোগ লাগবে, সেই সুযোগে ওপর থেকে ঠাঁই ঠাঁই ঠাঁই ঠাঁই ঠাঁই
  • Blank | ২৪ মার্চ ২০০৯ ১৬:২৭ | 170.153.65.23
  • দুর্গের সব কিছু দুর্গম করে রাখা হতো শত্রু আক্রমনের ভয়ে। প্রত্যেক দুর্গেই বহু আলাদা লুকনো রাস্তা থাকে যা দিয়ে নর্মাল লোকে হাঁটা চলা করে। চোখের সামনের রাস্তা গুলো দুর্গম হয়।
  • san | ২৪ মার্চ ২০০৯ ১৬:২৫ | 123.201.53.131
  • সে যাই বল চুপচাপ ফুলে ছাপ টা আমার বেশি পছন্দ
  • Sudipta | ২৪ মার্চ ২০০৯ ১৬:২৪ | 122.169.138.196
  • 'এবার ভোটে জিতবে কারা / হা- তুড়ি কাস্তে তারা' (মতভেদে 'হাতুড়ি আর কাস্তে তারা')

    অরিজিৎদা, ওটা 'ভোট দেবেন কোনখানে / পদ্মফুলের মাঝখানে' ছিল না? তপন শিকদার এসে বলত যে!
  • d | ২৪ মার্চ ২০০৯ ১৬:২৪ | 203.143.184.11
  • কিন্তু মারাঠীরা তো আমাদের মতই একটু বেঁটের দিকে। তাও মাহারাষ্ট্রের দূর্গগুলোর সিঁড়িগুলো এত উঁচু কেন?? এরা প্রয়োজনের সময় দ্রুত ওঠানামা করত কিকরে?
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত