এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • arjo | ২১ মার্চ ২০০৯ ০২:২৮ | 168.26.215.13
  • অরিজিত,

    ওরাকলে ১ লাখ রেকর্ড যাস্ট কোনো ব্যপার নয়। অ্যানালিটিকাল ডিবি (ডিনরমালাইজড) স্ট্রাকচার, ট্র্যান্সকশানাল ডিবি (নর্মালাইজড) স্ট্রাকচার, ডেটা এলিমেন্টে ক্লব, ব্লব ইত্যাদি ইত্যাদি যাই থাক না কেন। ফিউ সেকেন্ডস লাগা উচিত। যদি কোনো লোডারের পারফর্ম্যান্স মাপতে হয় তাহলে বেশ কিছু মিলিয়ন ডেটা নিয়ে টেস্ট করা উচিত। কারণ আমার নিজস্ব এক্সপেরিয়েন্স হল ওরাকলের টাইম ড্রপ অফটা উপরের দিকে বেশ সিগনিফিকেন্ট। মানে ২০০ মিলিয়ন আর ৩৫০ মিলিয়নে ডিফারেন্সটা অনেক। ডেটা ওয়ারহাউসের ক্ষেত্রে মূলত সমস্যা হয় ডেটা আপডেটে, ইনসার্ট যেকোনো ইটিএলই মোটামুটি ভালো সামলে দেয়।
  • Binary | ২১ মার্চ ২০০৯ ০২:১৬ | 198.169.6.69
  • দূ-এর কীবোর্ড দেহ রেখেছে মনে হচ্ছে।

    বাপরে, পাই টুলে ওঠার যা লিস্টী দিলো, টুলের ব্যাবসায় নামলে লাভ আছে।
  • pi | ২১ মার্চ ২০০৯ ০১:৪৭ | 128.231.22.89
  • নাঃ, দুদির তুলের পোয়োজোন বুত্তে পাত্তি ঃ)
  • pi | ২১ মার্চ ২০০৯ ০১:৪৪ | 128.231.22.89
  • হ্যাঁ হ্যাঁ, খুব দরকার পড়ে। আমাদের তো হরবখত উঠতে হয়। যেসব নিন্দুকজনেরা মেয়েদের শপিং নিয়ে বক্রোক্তি করেন, তাঁদের একবার দেখাতে হয়, আমার সিনিয়রদের ল্যাবশপিং এর এক এক লটের লটবহর !
    এবার ঐ,গাবদা গাবদা বাক্সো , গুচ্ছগুচ্ছ প্যাঁটরা তো টেবিলের তলা , তাক সব ঠুসে ঠুসেও তো ধরে না... অগত্যা তাকের মাথায় চড়িয়ে রাখা আর পাড়তে গেলেই টুলে চড়া ছাড়া উপায় কি ।

    বেশিরভাগ সময় ই যথারীতি টুল খুঁজে পাওয়া যায় না। তখন টেবিলে চড়ে নানাবিধ সার্কাসীয় ট্রিক ভরসা।

    তবে মনে আছে, সেই কোন ছোটোবেলায় পি এইচ ডি ল্যাবে যখন প্রথম ঢুকেছি, টুল মুল কোথায় কি কিছুই জানিনা। ল্যাবে চেয়াররা সবাই ঘূর্ণায়মান। তাতে চড়ে তারপর ট্র্যাজিক পতনের সে কি কমেডি দৃশ্য ! ঃ(

    পরে একটা ল্যাব সেফটি কোর্স নিতে গিয়ে দেখি, বড় বড় অক্ষরে তার প্রথম পাঠ, ভুলেও কখনো ঐ চেয়ারকে টুলের বিকল্প বলিয়া ব্যবহারের ভুল করিবেন না !
  • nyara | ২১ মার্চ ২০০৯ ০১:৪৪ | 67.88.241.3
  • রোকেয়া, এখন JU Prod-এর হেড কে? বিজনদা?
  • Du | ২১ মার্চ ২০০৯ ০১:৩৮ | 71.252.226.146
  • ইস্নিপ্সকে রিপোর্তেদ অয়াটাক সাইট বলছে।
  • rokeyaa | ২১ মার্চ ২০০৯ ০১:৩৩ | 203.110.243.21
  • জিমেইল/ওর্কুট খুলছে?
  • Blank | ২১ মার্চ ২০০৯ ০১:১৯ | 59.93.247.229
  • রঞ্জন দার কেস গুলো হ্যান্ডল করার সবচেয়ে ভালো উপায় হলো, যাস্ট বিল্ডার কে বাড়ি তে ডাকো। দরজা বন্ধ করে আচ্ছা করে ধোলাই দাও। আশে পাশের ছেলে পিলেদের ও ডেকে আনতে পারো। আচ্ছাসে ধোলাই দিয়ে পাট পাট করে দাও
  • Binary | ২১ মার্চ ২০০৯ ০১:০১ | 198.169.6.69
  • একমাত্র ঝুল ঝাড়ার সময় ছাড়া টুলে ওঠার প্রয়োজন কি ?
  • Binary | ২১ মার্চ ২০০৯ ০০:৫৪ | 198.169.6.69
  • এত পিছিয়ে পড়েছি যে, আর ক্যাচাপ করা যাবে না। পরে আসবো।
  • anaamik | ২১ মার্চ ২০০৯ ০০:৪৮ | 59.164.101.115
  • দঃ দাম বাড়ানো নাম-টা বেশ ভালো ছিলো তো। তুমি ওটা নিয়ে নাও না।
  • Du | ২১ মার্চ ২০০৯ ০০:৪২ | 71.252.226.146
  • ঃ) এই আবার উঠে পড়েছি টুলে
  • pi | ২১ মার্চ ২০০৯ ০০:৩৪ | 128.231.22.89
  • টুল আর লাগবে ক্যানো !
    বড় হয়ে গেছে তো ! এখন তো এমনি এমনি ই হাত পাবে ঃ)
  • d | ২১ মার্চ ২০০৯ ০০:৩৩ | 117.195.32.154
  • দুয়ের তলা থেকে হ্রস্ব-উকারের ছোট্ট টুলটা কে যেন সরিয়ে নিয়েছে।
  • sayan | ২১ মার্চ ২০০৯ ০০:৩০ | 115.108.25.26
  • একচামচে এলেসডি, লাইটার আর একটা সিরিঞ্জ। ব্যাস।
  • D | ২১ মার্চ ২০০৯ ০০:৩০ | 71.252.226.146
  • থুতু লাগিয়ে গোনায়, পাতা ওল্টানোয় আম্রিগানরা সবার ওপরে
    আর শব্দ করে নাক ঝাড়ায় -
  • Arpan | ২১ মার্চ ২০০৯ ০০:২৬ | 122.252.231.12
  • কনজিউমার ফোরাম দিয়েও মামলা করা যায়। তবে সে তো পরের ব্যাপার। আগে এফআইআর।
  • Arpan | ২১ মার্চ ২০০৯ ০০:২৫ | 122.252.231.12
  • মোলো যা, ইইইঃ করার কী আছে? তাও আবার সবকটায় চন্দ্রবিন্দু লাগিয়ে!

    খামের মুখের ধারে যে শুকনো আঠা থাকে, তাকে আলগা করে ঠোঁট বরাবর বুলিয়ে না গেলে কেং কয়ে হবে?

    তাই বলে কি আমি বইয়ের পাতা, নোটের তাড়া (এইটা আজকাল দুর্লভ) থুতু লাগিয়ে গুনি?
  • d | ২১ মার্চ ২০০৯ ০০:২৫ | 117.195.32.154
  • হ্যাঁ জল বা আলো কাটার জন্য যে কোন লোকের নামেই কমপ্লেইন করা যায়।
  • pi | ২১ মার্চ ২০০৯ ০০:২৪ | 128.231.22.89
  • আচ্ছা রঞ্জনদা, এরকম অহেতুক জল , আলো কাটার জন্য তো বিল্ডারের নামেই কমপ্লেইন করা যায়, তাই না ?

    আর মন্দির বানানোটা বন্ধ করা গেল ?
  • d | ২১ মার্চ ২০০৯ ০০:২৪ | 117.195.32.154
  • (স্যানটা আসলে "ডন' তো। তাই এইসব সিন্ড্রোম মোম দেখে অভ্যস্ত। ঠিক চিনেছে দেখো)
  • sayan | ২১ মার্চ ২০০৯ ০০:২২ | 115.108.25.26
  • আমার উপর থেকে উইথড্রয়াল সিম্পটমের অভিযোগ এখুনি উইথড্র না কল্লে স্যান তোমায় একপ্লেট সীজন্‌ড মচ্ছর হরিয়ালি উপহার দেব।
  • d | ২১ মার্চ ২০০৯ ০০:২০ | 117.195.32.154
  • ইঁইঁইঁঃ
  • Arpan | ২১ মার্চ ২০০৯ ০০:১৯ | 122.252.231.12
  • আরে করব না কেন? নিজেও তো অভাবে ওই দিয়ে চালাই। তবে এইটা পুরো অপ্রত্যাশিত। ঃ))
  • a x | ২১ মার্চ ২০০৯ ০০:১৬ | 99.152.72.73
  • অর্পণ কি থুতুর মাল্টিলেভেল টাস্ক হ্যান্ডলিংএ বিশ্বাস করেনা?
  • sayan | ২১ মার্চ ২০০৯ ০০:১৬ | 115.108.25.26
  • অনুবীক্ষণ যন্ত্রের ইলুমিনাস চোখের নীচে বসা সোসনশীল কিউলেক্স ফ্যাটিগ্যান্সের সাথে পরকীয় প্রেম। এর পরেও সোসন পোঁ পোঁ করে উড়ে যাবে না তো কি?
  • a x | ২১ মার্চ ২০০৯ ০০:১৪ | 99.152.72.73
  • রঞ্জন্দা, একটা মেল করেছি, এখানেই লিখেছিলাম, দেখলাম বড্ড পার্সোনাল হয়ে যাচ্ছে ঃ-)
  • Binary | ২১ মার্চ ২০০৯ ০০:১৪ | 198.169.6.69
  • কেলো করেছে, এতো পাতা পিছিয়ে পড়েছি ?
  • pi | ২১ মার্চ ২০০৯ ০০:১৩ | 128.231.22.89
  • পাইপেট দিয়ে পাই তার পেট প্যারাসাইটদের খাবার দাবার রান্না করে।
  • Du | ২১ মার্চ ২০০৯ ০০:১১ | 71.252.226.146
  • শোনো একটা ইউনিফায়িং সং - (পাল্লিনের জন্যে বিশেষ করে)
    আজ বাড়িতে আছি যখন টুকে দিই - (পাই আর সায়ন ডিমের জায়গায় আলু বসিয়ে নাও)

    Eggs by Jack Prelutski

    Eggs!
    You're excellent, excuisite,
    I exalt you, hot or cold,
    I salute you in a salad,
    I commend you in a mold,
    You are scrumptious lightly scrambled,
    fully fascinating fried,
    incandescent over easy,
    dazzling on your sunny side.

    Eggs!
    You are dainty when you're coddled,
    when you're stuffed, I long to bite
    you're angelic when you're deviled,
    when you're shirred, you're sheer delight,
    you are magic on a muffin,
    gold ambrosia on a bun,
    you are princely,poached precisely,
    when your yellow starts to run

    eggs!
    You're nectar in an omletter,
    in souffles, a savourt dream
    baked or boiled, you'e bewitching,
    in a quiche, you reign supreme
    ইত্যাদি।
  • anaamik | ২১ মার্চ ২০০৯ ০০:১১ | 59.164.101.115
  • পাইপেট কি? পাই তাই দিয়ে কি করে?
  • pi | ২১ মার্চ ২০০৯ ০০:১০ | 128.231.22.89
  • স্যান নিশ্চয় আমাকে বলেনি !
    উইথড্রয়াল সিস্টেম যদি মধুর এমন ...
  • Arpan | ২১ মার্চ ২০০৯ ০০:০৯ | 122.252.231.12
  • আসছি স্যার।
  • anaamik | ২১ মার্চ ২০০৯ ০০:০৮ | 59.164.101.115
  • অর্পণ, জিটকে আসতে পারবে?
  • pi | ২১ মার্চ ২০০৯ ০০:০৮ | 128.231.22.89
  • পয়সা তো পাই ! মানে আমি যদিও পয়সা নই । ঃ)
    তবে পাইপয়সা হিসেব করে তো দেখি নাই কার লাভ, কার ক্ষতি ।

    আর দুদি, ধুর, সে সৌভাগ্য আর হল কই ঃ(
    কম্পু, পাইপেট, সেϾট্রফিউজের জংগলে কি আর প্রেম হয়! চোখাচোখি করার জন্য আছে এক মাইক্রোস্কোপ আর দেখার জন্য তো সেই প্যারাসাইট ঃ(
  • ranjan roy | ২১ মার্চ ২০০৯ ০০:০২ | 122.168.68.144
  • অক্ষ,
    হ্যাঁ, ওটা ফ্ল্যাট। ৯৫% পেমেন্ট করে দশ মাস হল শিফট করেছি। আমার মাথার ওপর ছাত। ওটা ব্যবহারের রাইট আমার। তাই মিসেস এফ আই আর করেছেন। বিল্ডার মাথামোটা, ফিউডাল। ও ভাবে ওর রাইট অ্যাবসলিউট।
    আর এদিকে সবাই বিল্ডারকে ভয়ে ভয়ে থাকে।
    মিসেস সাহসী মহিলা, একটু ক্র্যাক। পাড়ায় মারপিট হলে মাঝখানে গিয়ে হাতচেপে ধরে।
    ওর বাবা মারাযাওয়ার সময় ছাড়া কক্ষণও কাঁদতে দেখিনি। হাসিমুখে ঝামেলা ফেস করছে, থানায় যাচ্ছে,
    আবার বিল্ডারের সামনে দিয়েই রাত্তিরে সাড়ে দশটায় একা একা কুকুর ঘুরিয়ে আনছে।
    একটু দীর্ঘস্থায়ী লড়াই হবে। আমরা নড়বো না। ওরা আমাদের কুছ্‌পরোয়া নেই ভাব দেখে অস্বস্তিতে আছে।
  • sayan | ২০ মার্চ ২০০৯ ২৩:৫৮ | 115.108.25.26
  • ত্রিপিটকে কি আছে? পেটা পিটির কিছু? হাউ টু আউট কোল্ড সামওয়ান ইন থ্রী ইজি স্টেপস?

    মেটামরফোসিস? বেশ শুনতে। রাতারাতি বদলে সেবার টুথওয়ালা একটা সিঙ্গো হতে পাল্লে মন্দ হয় না।

    কিন্তু বাঁড়ুজ্যেমশাই লেখে গেস্লেন্নাকি যে আমি ত্রিপিটক পড়ব! হবেও বা!
  • Arpan | ২০ মার্চ ২০০৯ ২৩:৫৭ | 122.252.231.12
  • স্যান কার সম্বন্ধে বল্ল? সান্দা না পাইদি।
  • Arpan | ২০ মার্চ ২০০৯ ২৩:৫৬ | 122.252.231.12
  • হ্যাঃ হ্যাঃ। দুদি এইটা দারুণ দিয়েছে।
  • san | ২০ মার্চ ২০০৯ ২৩:৫৬ | 123.201.53.141
  • ড্রাগ নিচ্ছে না তো ! উইথড্রয়াল সিম্পটম হতে পারে।
  • arjo | ২০ মার্চ ২০০৯ ২৩:৫২ | 168.26.215.13
  • মার্ক্স তো ছাত্তরদের সোসোন নিয়ে এইজন্যই কোনো কথা বলেন নি। তখন ছাত্তররা পয়সা পেত না। এটা হাল আমলের ফ্যাশন।
  • Du | ২০ মার্চ ২০০৯ ২৩:৫০ | 71.252.226.146
  • সরি, একটু বেশি ইয়ার্কি হয়ে গেল
  • arjo | ২০ মার্চ ২০০৯ ২৩:৪৯ | 168.26.215.13
  • ল্যাবে কাজ করার জন্য কি পয়সা পাও? তোমার কাজে কারুর লাভ হয়েছে কি? এইসব প্রশ্নের উত্তর জানলেই বলে দেওয়া যাবে।
  • Du | ২০ মার্চ ২০০৯ ২৩:৪৯ | 71.252.226.146
  • প্রেম করছো না তো? হ্যাঃ হ্যাঃ
  • pi | ২০ মার্চ ২০০৯ ২৩:৪৭ | 128.231.22.89
  • গত প্রায় হপ্তা দুই ধরে রাত দুটো অব্দি ল্যাবে কাটালুম। কিন্তু তাও ঠিক সোসিত মনে হচ্ছে না ... কেন, কেন ?
    যদি ভাবো দুপুর ছটাএ আপিস এয়েচি, তা মোটেও না, ভোর দশটাতেই হাজিরা দিয়েচি। তাও, তাও।ঃ)

    আর আই তে এখন সরু মোটা মোটেও দেখাচ্ছে না। বল্লে হবে ?
    তবে মাঝেমাঝেই দেখায় তো। বেশ ভালো ই লাগে দেখতে । মোটা সিকি , সরু ... ;)
  • Du | ২০ মার্চ ২০০৯ ২৩:৪৫ | 71.252.226.146
  • কি অবস্থা ! বিদ্যাসাগর ঠিকই বলেছিলেন।
  • d | ২০ মার্চ ২০০৯ ২৩:৪৪ | 117.195.32.154
  • সায়নের বোধহয় মেটামরফোসিস হচ্ছে। মানুষ থেকে আস্তে আস্তে বাঘ বা সিংহ কিছু একটা হতে চাইছে। প্রায়ই দেখি খিদে পাওয়ার টাইমগুলোতে কোরকম যেন ভায়োলেন্ট হয়ে ওঠে।
  • Arpan | ২০ মার্চ ২০০৯ ২৩:৩৮ | 122.252.231.12
  • হ্যা হ্যা হ্যা, মন দিয়ে ত্রিপিটক পড়।

    আজ সন্ধ্যায় আমাদের বড়কত্তার মেল এসেছে ভেরিয়েবল পে বেশ কিছুটা দেবে, কোম্পানির প্রফিট কমলেও দেবে।
  • sayan | ২০ মার্চ ২০০৯ ২৩:৩৬ | 115.108.25.26
  • আজ সন্ধ্যে থেকে হাতগুলো কেমন নিশপিশ করছে। কাউকে গলা টিপে মারতে পারলে ভালো লাগত। হ্যায় কোই?
  • Arpan | ২০ মার্চ ২০০৯ ২৩:২৮ | 122.252.231.12
  • বল্লে হবে? আইইতেও আলাদা দেখাচ্ছে।
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত