এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • Arpan | ১৯ মার্চ ২০০৯ ১০:৪৫ | 216.52.215.232
  • * আক্রমণাত্মক
  • Arpan | ১৯ মার্চ ২০০৯ ১০:৪৪ | 216.52.215.232
  • এইবার বুঝেছি। প্রতিদিনে কাকলির অচৈতন্য হবার খবর ছেপেছে।

    যাই হোক, সুদিনকে বড় উদ্ধত মনে হল। লোকের প্রশ্নের জবাব দেবার সময়, হোক না সে বিরোধী দলের এবং প্রশ্নগুলি মনমত নয়, কিন্তু তিনি ফালতু আক্‌র্‌মণাত্মক হবেন কেন? প্রকাশ্য জনসভায়?
  • Arijit | ১৯ মার্চ ২০০৯ ১০:৪২ | 61.95.144.123
  • অ্যাক্রোব্যাট রিডারের মধ্যে একটা দেয় তো। স্ট্যাণ্ড অ্যালোন কিছু আছে কিনা দেখতে হবে। IOTA-র কনভেনশনে একটা ছেলে এসেছিলো - চোখে দেখতে পায় না - সে প্রথম এই Orca-র কথা বলেছিলো।
  • dri | ১৯ মার্চ ২০০৯ ১০:৩৯ | 75.3.201.245
  • অর্জিত, উইন্ডোজ বেসড স্ক্রিন রিডার কিছু জানো?
  • nyara | ১৯ মার্চ ২০০৯ ১০:৩৬ | 64.105.168.210
  • কেউ জয়ঢাক পড়েন? আমার এক বন্ধু আজ খবর দিলঃ

    http://www.joydhak.com/
  • dri | ১৯ মার্চ ২০০৯ ১০:৩৫ | 75.3.201.245
  • না, ব্যাটারি চার্জিং ভালো না হলে আমায় সব সময় পাওয়ারে গুঁজে কাজ করতে হবে। আমি হয়ত খানিকক্ষণ ব্যাটারিতে কাজ করতে চাই।
  • quark | ১৯ মার্চ ২০০৯ ১০:৩৫ | 202.141.148.99
  • বাই দ্য ওয়ে - অজ্জিত এর কালকের ভবিষ্যৎ বাণী মেলে নাই।
  • Arijit | ১৯ মার্চ ২০০৯ ১০:৩৫ | 61.95.144.123
  • আমি যে আমার আপিসের ল্যাপির উদা দিলুম - আম্রিকান এবং লেনোভো এবং শুধু অ্যাডাপ্টর - কেউ দেকলোই নাঃ-(
  • Binary | ১৯ মার্চ ২০০৯ ১০:৩৪ | 70.64.8.206
  • অ্যাকচুয়ালি, আমার দেশের ল্যাপটপ এখানে চালাতে কোনো অসুবিধে হয়নি, খালি অ্যাডাপ্টারে-ই হয়ে গেছে। কিন্তু এখানে কেনা তোশিবা, দেশে গিয়ে, শুধু অ্যাডাপ্টারে স্পীকার ভালো চলছিলো না।
  • quark | ১৯ মার্চ ২০০৯ ১০:৩২ | 202.141.148.99
  • সরি, ট্রান্সফর্মার লাগবে কিসে?
  • quark | ১৯ মার্চ ২০০৯ ১০:৩২ | 202.141.148.99
  • কি আশ্চর্য! বললাম তো ১১০/২২০ দুটোই নেয়, কনভার্টর লাগবে কিসে?
  • Binary | ১৯ মার্চ ২০০৯ ১০:৩০ | 70.64.8.206
  • ব্যাটারি চার্জিং-এ চাপ আছে। এর জন্য ট্রান্সফর্মার নেওয়া-ই ভালো। শুধু অ্যাডাপ্টারে অনন্তকাল লাগে।
  • quark | ১৯ মার্চ ২০০৯ ১০:২৯ | 202.141.148.99
  • হু হা চলছে, স্পীকার এ আলাদা ক'রে প্রবলেম হবে কেন? তবে আমি ঐ অ্যাম্রিকা/এশিয়া কনভার্টর এর বদলে একটা পাওয়ার কর্ড (প্লাগ থেকে অ্যাডাপ্টর পর্যন্ত, অন্য দিকটা একই থাকবে) পছন্দ করি।
  • dri | ১৯ মার্চ ২০০৯ ১০:২৮ | 75.3.201.245
  • ব্যাটারি চার্জিং ঠিকঠাক হয়?
  • Binary | ১৯ মার্চ ২০০৯ ১০:২৬ | 70.64.8.206
  • তাইতো বল্লুম, ট্রান্সফর্মার লাগবে না। তবে জানিনা স্পীকারগুলো ঠিক কাজ করবে কিনা, শুধু অ্যাডাপ্টারে।
  • Arijit | ১৯ মার্চ ২০০৯ ১০:২৬ | 61.95.144.123
  • আমার ম্যাক পাতি অ্যাডাপ্টরে চলছে - কারণ ওতে শুধু প্লাগের শেপ নিয়ে ঝামেলা, ভোল্টেজ একই।
  • dri | ১৯ মার্চ ২০০৯ ১০:২৫ | 75.3.201.245
  • কৈ আমারটা তো ঐ পাতি কনভার্টারগুলোতে কাজ হল না।
  • nyara | ১৯ মার্চ ২০০৯ ১০:২৪ | 64.105.168.210
  • দেশে পাওয়ার কর্ডের দাম কত? আমি ২২ টাকা দিয়ে এখানে থার্ড পার্টি পাওয়ার কর্ড কিনেছি। শিপিং নিয়ে বোধহয় ২৫্‌। তার মানে হল গিয়ে ১২৫০ INR
  • Arijit | ১৯ মার্চ ২০০৯ ১০:২৪ | 61.95.144.123
  • এক মিনিট। আমার আপিসের ল্যাপিটা লেনোভো। এবং সম্ভবতঃ আম্রিকান - কারণ এর প্লাগের পিনগুলো আম্রিকান স্টাইল। টু পিন, আর পাতলা, চ্যাপ্টা। একটা "ইন্টারন্যাশনাল প্লাগ' (অ্যাডাপ্টর) দিয়ে ইউপিএসে লাগানো আছে। কাজেই ট্রান্সফর্মারও হয়তো লাগবে না - পাতি অ্যাডাপ্টর হলেই হবে।
  • quark | ১৯ মার্চ ২০০৯ ১০:২৪ | 202.141.148.99
  • খুব সম্ভতঃ দ্রি'র পাওয়ার কর্ড (ইন ফ্যাক্ট ঐ ইন্ডিয়ান থ্রি পিন এর কনফিগারেশনটা)টি হলেই চলবে। ল্যাপটপের পাওয়ার অ্যাডাপ্টর মনে হয় ১১০/২২০ সবই অ্যাকসেপ্ট করে। যে ওন কম্পিউটার সরঞ্জাম এর দোকানে গেলেই পাওয়া যাবে। আমি তাই করেছিলাম। ১০০ টাকা দাম নিয়েছিলো। এনোভো পাওয়ার কর্ড বানায় না, ওটা Volex এর আর আমাকে এখানে Volex ই দিয়েছিল।
  • Arpan | ১৯ মার্চ ২০০৯ ১০:২৩ | 65.194.243.232
  • দেশি বিদেশি সবই তো তাইওয়ানে অ্যাসেম্বল করা। তার আবার ভালো খারাপ কী?
  • Binary | ১৯ মার্চ ২০০৯ ১০:২৩ | 70.64.8.206
  • হ্যাঁ
  • Arpan | ১৯ মার্চ ২০০৯ ১০:২২ | 65.194.243.232
  • ভালো খারাপের প্রশ্ন না। সস্তা ও কার্যকরী।
  • dri | ১৯ মার্চ ২০০৯ ১০:২১ | 75.3.201.245
  • তারমানে, কেউ দেশের পাওয়ার কর্ড কেউ ইউজ করেন না? সবাই আম্রিকান পাওয়ার কর্ডে অ্যাডাপ্টার লাগান?

    আমার কিন্তু দেশী পাওয়ার কর্ড হলেই ভালো হত। কারণ একটা পাওয়ার কর্ড আমায় কিনতেই হবে, দেশী বা এদেশী। তো তাহলে এটাই কি কনসেন্সাস? আম্রিকান পাওয়ার কর্ড প্লাস অ্যাডাপটার বেশী ভালো, দেশী পাওয়ার কর্ডের চেয়ে?
  • nyara | ১৯ মার্চ ২০০৯ ১০:২১ | 64.105.168.210
  • ধুস, ল্যাপটপের পাওয়ার প্যাক তো আজকাল সব ডুয়াল ভোল্টেজ। আমার লেনোভো দেশে নিয়ে গিয়ে চমৎকার পাওয়ার প্লে করে এলাম!
  • Arijit | ১৯ মার্চ ২০০৯ ১০:২০ | 61.95.144.123
  • স্টেপ ডাউন। এখানে ২২০ ভোল্ট। সেটাকে ১১০-এ নামাতে হবে। তবে ফ্রিকোয়েন্সীর মিসম্যাচটা থেকেই যায়।
  • sibu | ১৯ মার্চ ২০০৯ ১০:২০ | 71.106.244.161
  • আমার আর রবিবারে দেশব্রতী পড়া হল না। হায়, হায়।
  • Binary | ১৯ মার্চ ২০০৯ ১০:১৯ | 70.64.8.206
  • আমার এট্টু সন্দ হচ্ছে ? স্টপ আপ না স্টেপ ডাউন ?
  • Binary | ১৯ মার্চ ২০০৯ ১০:১৮ | 70.64.8.206
  • ওয়ালমার্টের বস্তুটা বড় নয়তো !! ল্যাপটপের ক্ষেত্রে, উইদাউট ট্রান্সফর্মার নিলেও চলে, তবে গান-টান ভালো শোনা যায় না, স্পীকার গুলো ভালো কাজ করে না বলে। ট্রন্সফর্মার ওয়ালা গুলো-ও বেশী বড় নয়। গেল বারে দেশে গিয়ে এগুলো-ই কাজ দিয়েছে।
  • Arijit | ১৯ মার্চ ২০০৯ ১০:১৭ | 61.95.144.123
  • স্টেপ ডাউন ট্রান্সফর্মার আমাদের একখান আছে - আম্রিকান ইস্তিরী চলে ওতে - সেটা তো একটা বড় প্লাগের মতন দেখতে।
  • Arijit | ১৯ মার্চ ২০০৯ ১০:১৬ | 61.95.144.123
  • Orca বলে একটা স্ক্রীন রীডার দেয় ইউবান্টুতে - সেটা ৪৭ টা ভাষা পড়তে পারে - লিস্টিতে হিন্দি আছে, তামিল আছে - কিন্তু হায় বাংলা নাইঃ-(

    BOSS লোডিয়ে দেখা যেতে পারে ওরা কিছু দিয়েছে কিনা। কিন্তু আমার আর মেশিন নাই।
  • h | ১৯ মার্চ ২০০৯ ১০:১৫ | 203.99.212.224
  • 'মেলে বলছি' বা 'মেল করে বলছি' টা হোলো একটা এই ভাটের লোকালাইজ্‌ড ফিগার অফ স্পীচ। গতকাল থেকে। এটার মানে হল, গুরু ইউজার দের (পাঠক পাঠিকা নয়, ইউজার) পাবলিক প্রাইভেট সেপারেশন কে সম্মান করে ডিটেলের পার্সোনালাইজেশনের সম্ভাবনা থাকলেই, প্রাইভেট কম্যুনিকেশনের একটা চ্যানেল এস্ট্যাবলিশ করা। তার পরে সেটা ব্যাভার হল না হল টা আসল কথা নয়।

    পুনরায় অন দ্য এজ অফ অ্যাকসেপ্টেবিলিটি কথা বলে গেলেও চলবে ;-)
  • Arpan | ১৯ মার্চ ২০০৯ ১০:১৩ | 65.194.243.232
  • দ্রি, শোনেন। রেডিও শ্যাক ট্রাই করেন। একটা স্লিক জিনিস দেবে। বেস্ট বাই, ওয়াল মার্ট, সার্কিট সিটি (তখনো ছিল) ঘুরে হা-ক্লান্ত হয়ে ওদের একটা ছোট্ট আউটলেটে মালটা পেয়েছিলাম।

    না হলে, এয়ারপোর্টে ডিউটি ফ্রি শপে পাবেনই পাবেন। গ্রান্টি। থরে থরে সাজানো থাকে।
  • dri | ১৯ মার্চ ২০০৯ ১০:১০ | 75.3.201.245
  • স্টেপ ডাউন ক্‌নভার্টার ব্যাপারটা বেশ গাম্বাট হয় না?

    ছোট স্লিক কিছু আছে?

    ওয়ালম্মর্টের বস্তুটা কত বড়?

    অর্জিত তুমি দ্‌কীন রীডার ইউজ করেছ? বাংলা পড়তে পারে?
  • sibu | ১৯ মার্চ ২০০৯ ১০:০৯ | 71.106.244.161
  • আমার মেল জান? পাইঠ্যে দাও।
  • h | ১৯ মার্চ ২০০৯ ১০:০৯ | 203.99.212.224
  • সিবুদা , মেলে ডিটেল টা বলছি। ইমপ্লিমেন্টেশন হ্যাজার্ডস তো রয়েইছে, কিন্তু আমি তো স্বীকৃত খচ্চর ;-)
  • h | ১৯ মার্চ ২০০৯ ১০:০৭ | 203.99.212.224
  • বাই দ্য ওয়ে তুমি আর আমি কিন্তু এখন পার্সোনাল কথা বলে নিলাম, একটু টুক করে, কাউকে বোলো না ঃ-)

    আরে ফুর্তি তে থাকো, চাপ নিয়ো না।
  • sibu | ১৯ মার্চ ২০০৯ ১০:০৭ | 71.106.244.161
  • হনুমতীকে খুব ভাল মেয়ে বলতে হবে, জাস্ট একটু মুড অফে কাজ হয়ে যায়। কোপো ইয়ত্র ভ্রূকুটিরচনা, নিগ্রহ ইয়ত্র মৌনম্‌।
  • Arijit | ১৯ মার্চ ২০০৯ ১০:০৬ | 61.95.144.123
  • সেও হয় না। অনেক চাপ। জেবনে আর সুখ নাইঃ-(
  • h | ১৯ মার্চ ২০০৯ ১০:০৫ | 203.99.212.224
  • এটা একটা প্রতিষ্ঠিত ঘরোয়া এটিকেট। টিপ্স দিলাম।
  • h | ১৯ মার্চ ২০০৯ ১০:০৪ | 203.99.212.224
  • শনি ও রবি বার সকালে? বেরোতে অসুবিধে হল, একটা অসা টেকনিক হল, সকাল বেলায় বাড়িতে একটু মুড অফ করে বসে থাকবে, পারলে একটা ছোটো ঝগড়া করবে, তার পর দেখবে বেরোলে কেউ কিছু বলছে না। বেরিয়ে , কাগজ পড়ে টড়ে, সামান্য বাজার করে ফিরবে, দরকার না থাকলেও। ফিরে এসে বড় বাওয়াল হবে, কিন্তু ততক্ষণে তোমার কাগজ পড়া হয়ে গেছে।

    অনুভব করেছি তাই বলছি।
  • Binary | ১৯ মার্চ ২০০৯ ১০:০২ | 70.64.8.206
  • ওয়ালমার্টে-ই ট্রাভেল সেকশনে ইউনিভার্সাল কনভার্টার পাওয়া যায়, উইথ-ওর-উইথাউট ট্রান্সফর্মার। ওতে হয় তো, পাওয়ার কর্ড আলাদা লাগে নাকি ? -- দ্রি কে বল্লুম।
  • h | ১৯ মার্চ ২০০৯ ১০:০১ | 203.99.212.224
  • চাঁদনী তে প্রথমেই যাবেন না। প্রচুর ঘুরতে হবে। পাতি সার্ভিস সেন্টারে ফোন করুন। ওরা কলকাতার কোন একটা নাম্বার দেবে। তাদের ফোন করুন, আর জেনে নিন কখন কি ভাবে যাবেন। সেটা হয় থিয়েটার রোডে নয় বৌবাজারে নয় চাঁদনী তে হবেঃ-), মিন্টো পার্কেও হতে পারে।
  • Arijit | ১৯ মার্চ ২০০৯ ০৯:৫৮ | 61.95.144.123
  • সকাল আটটায় বেরিয়ে রাত আটটায় ঢুকে ছেলে পড়িয়ে ছেলের হোমওয়ার্কের কাজে হাত লাগিয়ে হাউজ হান্টিং করে কখন করবো?
  • Arijit | ১৯ মার্চ ২০০৯ ০৯:৫৪ | 61.95.144.123
  • একখান স্টেপডাউন ট্রান্সফর্মার হলে হবে না? আম্রিকান জিনিসপত্র তো ওই দিয়াই চালানো হয় এখানে। ২২০-১১০ ভোল্ট।
  • h | ১৯ মার্চ ২০০৯ ০৯:৫৩ | 203.99.212.224
  • অতএব ফার্দার লাইফ স্টাইল রেকোমেন্ডেশন হল, রেগুলার রাস্তায় বেরোবে, হিসি করবে বা চায়ের দোকানে গেঁজাবে বা বাজারে বিভিন্নওয়ালাদের সঙ্গে আলাপ করবে। আর গম্ভীর হয়ে কোন স্ট্যান্ডে গণশক্তি কোনো স্ট্যান্ডে জাগো বাংলা পড়বে ;-)

    এবং এর পরেও আবিষ্কার করবে যে জনগণকে তুমি বোঝার আগে, জনগণ তোমায় বুঝে ফেলেছে ;-) যেটা আমার প্রায়শঃ হয়। কিন্তু আমি অকারণে লোকের সঙ্গে হেজাই। আমার ভালো লাগে।
  • sibu | ১৯ মার্চ ২০০৯ ০৯:৫৩ | 71.106.244.161
  • প্রতিদিনের ইউআরএলটা কি?
  • dri | ১৯ মার্চ ২০০৯ ০৯:৫০ | 75.3.201.245
  • এবার কোলকাতাবাসীদের জন্য প্রশ্ন।

    যদি আমি লেনোভো ল্যাপটপের পাওয়ার কর্ড (এসি/ডিসি অ্যাডাপ্টার) কিনতে চাই, সবচেয়ে সহজে আমি কি করতে পারি? ব্যাপারটা কি সহজলভ্য? নাকি চাঁদনী মার্কেটের বিশেষ দোকান ছাড়া পাওয়া যাবে না? গেলেই পাওয়া যাবে, না তিনবার চক্কর কাটতে হবে? কোয়ালিটি কেমন? লেনোভোর অরিজিনাল নাকি থার্ড পার্টি? মোটামুটি আরো জত লজিস্টিক্স আছে ...
  • Arijit | ১৯ মার্চ ২০০৯ ০৯:৫০ | 61.95.144.123
  • ওই হল - বাসস্ট্যাণ্ড/রিকশা স্ট্যাণ্ড - ওর কথাই বলছিলুম। যাতায়াতের পথে একখান গণশক্তির স্ট্যাণ্ড পড়ে - জাগো বাংলা সম্ভবতঃ কুঁদঘাট ব্রীজের ওপর একখান লাগাতো - সে গত কয়েকমাস ধরে একটা হলদে হয়ে যাওয়া কাগজ লেগে রয়েছেঃ-) পহা দিয়া কিনুম না - ধুস্‌স্‌স্‌স। ওয়েবে রেগুলার দেখি - আপডেট হয়েছে কিনা।

    তবে ইদানিং প্রতিদিনে কুণাল ঘোষ পড়লেই জাগোবাংলা পড়া হয়ে যায়;-)
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত