এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • Arpan | ১৪ মার্চ ২০০৯ ১৪:০১ | 122.252.231.12
  • এখন ক্লান্ত না? ফোনাবো বা চ্যাটাবো?
  • I | ১৪ মার্চ ২০০৯ ১৩:৫৮ | 59.93.160.27
  • থ্যাংকু অপ্পন। কিন্তু নতুন কল কাজ কচ্ছে না ক্যানো, হ্যা?
  • Arpan | ১৪ মার্চ ২০০৯ ১৩:৪০ | 122.252.231.12
  • হ্যা হ্যা, সব পাওয়া যাবে। না হলে এই রইল লিংক।

    http://www.java.com/en/download/index.jsp
  • kallol | ১৪ মার্চ ২০০৯ ১৩:৩৮ | 220.226.209.2
  • ভারতের মেয়েরা বিশ্বকাপে অস্ট্রেলিয়াকে হারিয়ে দিয়েছে। জ্জিও.............
  • I | ১৪ মার্চ ২০০৯ ১৩:৩০ | 59.94.2.178
  • আরে, পুরনো ব্যাকলগ ক্লিয়ার কচ্ছিলাম। কিন্তু এখন খেতে জাবো, আর বেজায় ঘুম পাচ্ছে। সেই সাতসকালে টেরেন থেকে নেমি্‌ছ। গুগল সার্চালে পাওয়া যাবে না?
  • Arpan | ১৪ মার্চ ২০০৯ ১২:৫২ | 122.252.231.12
  • যাক্কলা, কই গেল?
  • Arpan | ১৪ মার্চ ২০০৯ ১২:৪৯ | 122.252.231.12
  • ইন্দো, জাভা ইন্সটল কর। জিটকে এলে বলে দেব।
  • I | ১৪ মার্চ ২০০৯ ১২:৪৮ | 59.94.2.178
  • আমার কী java support-এর অভাব পড়িয়াছে? কে বলে দেবে? আছে কার হিম্মত? মশামাছিদের কী সে খ্যামতা আছে?
  • I | ১৪ মার্চ ২০০৯ ১২:৪৫ | 59.94.2.178
  • আর বাংলায় মতামত দিলে বাঁদিকে বাংলা আসছে না। হায় হায় !
  • I | ১৪ মার্চ ২০০৯ ১২:৪০ | 59.94.2.178
  • আমার বাংলালেখার নতুন কল কাজ করছে না ক্যানো-ও-ও? কি উপায়?
  • m | ১৪ মার্চ ২০০৯ ১২:৩৪ | 12.217.30.133
  • আজ আমার কপাল মন্দ, এই মাত্র হাউ টু শেষ হতেই 'গুরু' নামে একটা কি বস্তু শুরু হয়ে গেলো- আর বসে দেখা যাচ্ছে নাঃ(((
  • pi | ১৪ মার্চ ২০০৯ ১২:১৫ | 69.255.233.93
  • যাচ্চলে !
    all in one piece মানে ?
    দশজন গেল আর একজন ফিরলো !
    যা তা ফিউশান তো ! ঃ)
    কতটা শক্তি উৎপাদিত হল ?
  • I | ১৪ মার্চ ২০০৯ ১২:১১ | 59.94.2.178
  • বাঃ, এভাবেও ফিরে আসা যায়। all in one piece

    হ্যা, ভ্রমণ সাঙ্গ হল বটেক। (বাঁদিকে বাঙ্‌লা নাই)।
  • Arpan | ১৪ মার্চ ২০০৯ ১২:০২ | 122.252.231.12
  • গুরুর কতিপয় লোক সত্যিই উচ্চবিত্ত। না হলে দেশে বসে সিগনেচারের নামে নাক সিঁটকোয়!

    আর হানুর পোস্টের সেকেন্ড প্যারাটা অক্ষরে অক্ষরে সত্যি। পরে কবে মাল খাবো প্ল্যানিং করা ছাড়া বিশেষ কিছু করার নেই।
  • arjo | ১৪ মার্চ ২০০৯ ১১:৪৬ | 24.42.203.194
  • কাজ বলতে আমরা জেনেরালি সোশ্যাল সায়েন্স পার্সপেক্টিভ বুঝি, বলতে আমরা এক্স্যাক্টলি কি বুঝি একটুও বোঝা গেল না। উদাহরণ চাই।

    নইলে দাবী যদি এই হয় যে সোশ্যাল সায়েন্স ছাড়া আর কিছু কাজই নয় তাইলে একটুখানি মুচকি হাসি রইল।

    আর বাকী সব বুঝতে গেলে আগে ক্যাপিটালিস্ট ইকনমিতে বাঁচছি সেটা মেনে নিতে হবে। হানুদার বাম মনোভাবকে ডান করার দায়িত্ব ফাইনান্স নেবে কেন?

    গ্লোবালাইজেশন কে দায়ী করতে হলে ট্রেড কে দায়ী করো। সে বহু প্রাচীন ইকনমিক্স। খামোকা বিস্কুলকে ধরো কেন?

    বরম উল্টো একটা প্রশ্ন করি। এই যে অর্থনৈতিক ভূমিকম্প টম্প হল তাতে কি একজনা ফাইনান্স প্রফেসরকেও দেখেছো বলছে যে যা হয়েছে ঠিক হয়েছে? আসলে ক্রিটিক বলতে হানুদা ঠিক কি বলছে সেটাও ক্লিয়ার নয়। মানে দাবীটা অনেকটা জগদীশ ভাগবতীর গ্লোবালাইজেশনের ফলে কি সমস্যা হয়েছে তাই নিয়ে পেপার লেখার মতন। আসলে যেকোনো অ্যালাইভ সাবজেক্টে যা হয় তাহল ক্রমাগত পরিবর্তন। ফাইনান্স ইজ অ্যাজ অ্যালাইভ অ্যাজ আস। একটু ধৈর্য্য ধরে সঙ্গে থাকুন। জগদীশ ভাগবতী তাঁর ফ্রি ট্রেড ও গ্লোবালাইজেশনের নতুন ডেফিনেশন দেন ""ইন ডিফেন্স অফ গ্লোবালাইজেশন""। বা সামুয়েলসনের পেপারের জবাবে লেখা The Muddles Over Outsourcing. ক্রিটিক সর্বদা আসে উল্টো শিবির থেকে সাবজেক্ট তাতে রিডিফাইন হয়।
  • h | ১৪ মার্চ ২০০৯ ১১:০০ | 61.95.144.10
  • স্যানের জন্য ক্লারিফিকেশন ঃ- কাজ হবে না কেন , কাজ হয়, ঐ তো ফিনান্সিয়াল প্রোডাক্ট/মডেল ডিসাইনের, রিস্ক ম্যানেজমেন্টের, বা ইন্সিওরেন্সের কোন একটা কঠিন কিছু, হয়ে্‌তা ফ্রি ট্রেড লেগিস্লেশনের জটিল তঙ্কÄ, হয়তো কারেন্সি মুভমেন্টের উপরে অ্যায়্‌সা কোন কঠিন ও এলিগ্যান্ট অংক হয়, যে আমি বা আমার পিতৃপুরুষেরা কেউ ই বুঝতে পারবো না, একশোবার পড়ানোর পরেও পরীক্ষায় ডাঁহা ফেল করবো। ডেরিভেটিভের অংক তো কঠিন, অনেক রগড়ানো ছাড়া হয়তো একটা টারিফ মডেল বুঝতেও পারবো না, নিজে লেখা দূরে থাক, কিন্তু ম্যাথমেটিকাল এলিগান্স আর ইকোনোমিক প্রুডেন্স কি এক কথা? বুমে বা রিসেশনে? তাইলে স্পেকুলেশন কারে কয়?

    পয়েন্ট হল দুটো ঃ-

    কাজ বলতে আমরা যেনেরালি সোশাল সায়েন্সে পার্সপেক্টিভ তৈরী বুঝি। সেটা নতুন কতটা কি হয়েছে, জানার আগ্রহ প্রকাশ করেছি।

    দ্বিতীয়ত, মোর ইম্পর্টান্টলি, ক্রিটিকের উন্মেষ, সেটা কদ্দূর কি হয়েছে। হতেই পারে, বড় বি-স্কুলে কিস্যু হয় নি, ইন ফ্যাক্ট আমি এক্সপেক্ট করবো, হয়তো ছোটো, কম এন্ডোমেন্টের কালেজ বা ইউনিতে এমন কোনো তাঙ্কিÄক কাজ হয়েছে যেটা চমকে দেওয়ার মত, স্কেপটিকদের কাছেও, কারণ আর কিছুই নয়, এনডোর্সমেন্টের সঙ্গে আর ক্ষমতার সঙ্গে সম্পৃক্তি কম।

    আমি একশো বার ভুল প্রমাণিত হতে রাজি আছি। কাজের খবর তোরা দে। শুধু আমারে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দে কোন ম্যানেজমেন্ট স্কুল সরাসরি বলছে, স্টক টেকিং করে বলছে, WTA এগ্রিমেন্টে গলতা ছিল, বা ইনইকুআলিটি বাড়ানোতে গ্লোবালাইজেশনের সঙ্গে জড়িত স্ট্রাকচারাল রিফর্ম খানিকটা খানিকটা দায়ী। এই ধরণের কাজ চকচকে বি-স্কুলের স্ট্রাকচারে প্রায় অসম্ভব। হয়তো অপেক্ষাকৃত কম চকচকে জায়্‌গায় হচ্ছে, হয়তো হার্ভার্ডের থেকে আইআইএম বা ইরমা তে হওয়ার প্রবেবিলিটি বেশি, সে টা মানতে পারি।

    আমার এই মতামত, আজ ফিনান্সিয়াল ক্রাইসিস আদৌ হলেও বদলাতো না, প্রাচীন সব বুমের সময়েও ছিল। বলছি তো ভুল প্রমাণিত হতে রাজি আছি, আগে তুই আমারে দেখিয়ে দে, অমুক পেপারে বা অমুক লেকচারে বা অমুক বইতে (যেটা কিনা ম্যা তে পাঠ্য বা রেফার্ড) দ্যাকো এইসব কথা বলা হয়েছে বা এই দেখো আস্তো আস্তো ইকোনোমিক্স ডিপার্টমেন্ট গুলো এইসব কিসু বলে নি।
  • Binary | ১৪ মার্চ ২০০৯ ১০:৫৭ | 70.64.8.206
  • ছোটবলায় দুইটা মদ খেতাম, সিগনেচার আর টীচার্স। দুটাই, অসঙ্খ্য, সুখ দুঃখ্যের স্ম্‌তির সাথে জড়িত।
  • arjo | ১৪ মার্চ ২০০৯ ১০:৪৬ | 24.42.203.194
  • বাইনারীদা এটা শনিবারের ঢেলে নেওয়া। শুক্কুরবারের টা ছেলেকে গাড়ির গল্প শোনাতে গিয়ে গেছে।

    হানুদা, সিগনেচার বড্ড ভালো মদ। ছোটবেলার দামী হুইস্কি। সুখ দুঃখের কথা কইতে হইলে চলো কন্টেসা খাই। খানিক বাদে সুখ ও যা দুঃখ্যও তাই। সব নিরাকার।
  • h | ১৪ মার্চ ২০০৯ ১০:৪০ | 61.95.144.10
  • চিংড়ি মোটে খাই নি। শুধু সিগনেচার নামক বাজে হুইস্কি। তাও কাল মাত্র দু পেগ খেলাম। আজকালকার ছেলেদের মুখে আমাগো জন্য কোন ছইদ্দা ভক্তি নাই।

    ভেবে দেখলাম, মাঝে মাঝে মাল খেতে খেতে এই তো দেশের অবস্তা বলে পরে কবে মাল খাবো প্ল্যানিং করা ছাড়া খুব বেশি কিসু করার নাই। এইবার এইখানে এলে যোগাযোগ করিস, সুখ দুঃখের কথা হবে হুইস্কি ও চিংড়ি দিয়ে। বৈজয়ন্ত আজকাল মোটে মাল খায় না, অরিজিত তো জেবনের এদিকটা ধরলে মানুষ ই না, নেহাত আমরা ওভারলুক করি তাই ;-)
  • Binary | ১৪ মার্চ ২০০৯ ১০:৪০ | 70.64.8.206
  • আজ্জো আবার ঢেলে নিতে কয়, অলরেডি অসংখ্য বার ঢেলেছি, আবার নেব নাকি ?
  • Binary | ১৪ মার্চ ২০০৯ ১০:৩৮ | 70.64.8.206
  • ওকে, ওকে, হাত তুললাম, পুরোনো পাতা পরে পড়ে নেবো। কিন্তু, এখন আমার ভায়ানক দুষ্টুমিষ্টি প্রেমের ছবি দেখতে ইচ্ছা কচ্ছে, অবশ্য মাল খেলে এরকম হয়। কিন্তুক আমি 'হাউ টু লুজ অ্যা গাই .....' দেখতে রাজি নাই, আমি দেখতে চাই 'হাউ টু উইন অ্যা গাই/গার্ল ইন টেন ডেজ .....' ইত্যাদি ইত্যাদি।
  • arjo | ১৪ মার্চ ২০০৯ ১০:৩০ | 24.42.203.194
  • ও অসইব্য সিনিমা আমি দেকি না। আমি কি তেমন গাই নাকি যে গাই হারানোর সিনিমা দেকে দুখ্যু করব। বরম অন্য একটা বলো।
  • m | ১৪ মার্চ ২০০৯ ১০:২৫ | 12.217.30.133
  • আজ্জো ,
    সঙ্গে একটা দুষ্টু মিষ্টি ছবি সাজেস্ট কল্লাম তোঃ)
  • arjo | ১৪ মার্চ ২০০৯ ১০:২৩ | 24.42.203.194
  • বাই দা ওয়ে কিছুক্ষণ আগেই শেষ হল রাম খাবার দিন,
    তো? নাইট ইজ স্টিল ইয়ং, কাল তো ছুটি? ঢেলেই নিন।
  • arjo | ১৪ মার্চ ২০০৯ ১০:১৮ | 24.42.203.194
  • বোঝো লোক রাত জেগে রাম আর চিংড়ী ভাজা খেয়ে কি ঝগড়াই করতে পারে। আমি আবার কখন কইলাম ফাইনান্সই মূল। গত কয়েকবছর যাবত বিস্কুল গ্র্যাডেরা ফাইনান্স পড়ে টড়ে ঝিনচ্যাক চাকরী পাচ্ছিল তাই লোকের ধারণা হয়েছে বিস্কুল মানেই ফিনান্স। এর সাথে আমার কুনো সম্পোক্ক নাই। পেত্যয় না হয় পিছায়ে গিয়ে দেকো।
  • Binary | ১৪ মার্চ ২০০৯ ১০:১১ | 70.64.8.206
  • দ্যাখো আজ্জোভাই, আমি অন্তত ফাইনান্সকে, সাবজেক্ট হিসাবে কখনই দোষি করিনি। ফাইনান্স সাবজেক্ট হিসাবে অতি উৎক্‌ষ্ট, কোনো সন্দেহ নাই। কিন্তু, আমার কথা হইলো, আগে উৎপাদন, পরে ফাইনান্স। আসল টাকা কখনই ব্যাঙ্কে নয়, আসল টাকা, উৎপাদনে। প্রথমে একটা সমতা চাই। আগে কাগজের টাকা নয়, আগে স্টীল প্লান্ট, আগে ঔষধ, আগে খাদ্য, আগে বস্ত্র, আগে অ্যালুমিনিয়াম, পরে টাকা। কোনো অটোমোবাইলস কোম্পানী যদি ভাবে, শেয়ারে টাকা খাটিয়ে মুলধন বাড়াবো, তারপর নতুন প্রোডাকশন এক্সপ্যানশন করবো, তাহলে সে ভুলে স্বর্গে বাস করছে। মিন্টে টাকা ছাপায় না, টাকা আসে উৎপাদনে। জানিনা বিস্কুল গ্রাডরা এই মুল শর্ত মানে কি না।
  • m | ১৪ মার্চ ২০০৯ ১০:০৯ | 12.217.30.133
  • অথবা শুক্কুরবার রাত্তিরে দেখুন দুষ্টু মিষ্টি প্রেমের ছবি,হাউ টু লুজ আ গাই ইন টেন ডেইজঃ)
  • arjo | ১৪ মার্চ ২০০৯ ০৯:৫১ | 24.42.203.194
  • *পনজি
  • sibu | ১৪ মার্চ ২০০৯ ০৯:১৭ | 71.106.244.161
  • আসলে হিরোশিমায় বোম পড়ার ব্যাপারে নিউক্লিয়ার ফিজিক্সের কϾট্রবিউশান ট্যানজিবল, মানে বোমাটা নিউক্লিয়ার ফিজিসিস্টরা বান্যেছিল। সিXও-দের কফার ভর্তি করায় ফাইনান্সের রোল ট্যানজেনশিয়াল। পকেট ভরার আসল অ্যালগো প্রোপ্রাইটারি। ফাইন্যান্সের কাজ হল জাস্ট পাবলিক আর শেয়ারহোল্ডারদের ঢপ মারা।
  • arjo | ১৪ মার্চ ২০০৯ ০৯:১৭ | 24.42.203.194
  • হ্যাঁ শরীর খারাপ হলে তাবিজ পরুন অথবা বালা। এক ঢিলে দুই পাখি - শরীর তো সারবেই ভাগ্যও ফিরবে।
  • san | ১৪ মার্চ ২০০৯ ০৯:১৩ | 123.201.53.134
  • এইটা তো ভাল । ফিনান্সিয়াল মার্কেটের অবস্থা খারাপ, অতএব ফিনান্সে তেমন কিছু কাজ-টাজ হয়না নিশ্চই !
  • Ishan | ১৪ মার্চ ২০০৯ ০৯:০৯ | 12.217.27.213
  • তবে একটা কথা ঠিক। ডাক্তার দেখানো ব্যাপারটাই একটা কুসংস্কার মাত্র। ঃ)
  • arjo | ১৪ মার্চ ২০০৯ ০৯:০৮ | 24.42.203.194
  • বেশি বলতে গেলে ভান্ডা ফুটে যাবার একটা বিরাট চান্স তার উপর রামসেবা। ;)

    বর্তমান এই অস্থিরতার উপর আমার নিজস্ব (মানে খুব নিজস্ব কিছু না) একটা ধারণা আছে। এবং তার সাথে ম্যানেজমেন্ট নামক সাবজেক্টটির কোনো সম্পর্ক নেই।

    খুব ছোট করে কর্পোরেট হাউস চলে একটাই বিশেষ ধারণার ওপরে তাহল সবাই নিজের জন্য বাঁচে। তাই কর্পোরেট ভ্যালু চেনে সবাইকার অস্তিত্ব মোটামুটি একটাই তঙ্কেÄর উপর দাঁড়িয়ে তাহল ইন্সেনটিভ। তার সাথে আর একটা গুরুত্বপূর্ণ তথ্য হল এইসব হর্তাকর্তা বিধাতারা মানে সমস্ত সিএক্সও দের গড় চাকরীর আয়ু হল দুই থেকে আড়াই বছর। এবারে যদি ফিরে যাই সেই মূল অ্যাক্সিওমে তাহলে এই দুই আড়াই বছরে সিএক্সওর লক্ষ্য একটাই নিজের ভালোমন্দ গুছিয়ে নেওয়া। চিন্তা করার জানালা মাত্তর দুই থেকে আড়াই। কিন্তু হায় সমস্ত গবেষণা তো লং টার্ম ভাবে। ফলত যা হয় বেশ কিছু ইনোভেটিভ স্পনজি স্কিম শুধুমাত্র দুই থেকে আড়াই বছরে নিজের আখের গুছিয়ে নিতে। আর ফ্রি মার্কেট নামক অ্যানার্কিতে সবাই রাজা। অতএব মন্ত্রীও নাই পেয়াদাও নাই। এর ফল আজকের টেনশন মানে বেশি খাওয়া মানে অবিলম্বে ওবিজ হওয়া। ঃ)

    এরজন্য ফাইনান্স নামক সাবজেক্টকে গাল দিলে হিরোসিমায় বোম ফেলার জন্য নিউক্লিয়ার ফিজিক্সকে দায়ী করতে হয়।

    আগেই বলেছি বেশি বলতে গেলে ভান্ডা ফুটুড্ডুম হবার একটা বিরাট চান্স কিন্তু তাও চেষ্টা করব একটা ছোটখাটো লিস্টি তৈরী করতে। আজকালকার নেটের দুনিয়ায় কিছুই কারুর অজানা নয়, তবুও চেষ্টা করব (কবে বলতে পারছি না)।
  • h | ১৪ মার্চ ২০০৯ ০৮:১২ | 61.95.144.10
  • কিন্তু সিরিয়াসলি, ফাইনান্সে কি কাজ হচ্ছে , সেটা নিয়ে সংক্ষেপে পপুলার ফর্মে জানতে আগ্রহ প্রকাশ করে গেলাম।
    বি-স্কুলে হয়তো ভালো কাজ হচ্ছে এবং সে খবর আমার কাছে না থাকার -ই কথা, তবে, ফিনান্সইয়াল মার্কেটের যা অবস্তা, তাতে গত বছর দশেকে, খুব বিশেষ কিসু কাজে লাগার মত চিন্তা ভাবনা অন্তত প্রিমিয়ার ফিনানিসিয়াল ইনস্টিটিউশন গুলোতে তে হয়েছে বলে মনে হয় না। সেখানে, হতেই পারে, বি স্কুলের লোকদের, গবেষক দের আদৌ কথা শোনা হয় না। এটা সত্যি হওআর চান্স কম, বেনেফিট অফ ডাউট দিয়ে রাখছি এই মুহুর্তে তব্য পেত্যয় হয় না।
    কারণ, যারে কয়, 'আমরায়ণ' বা 'হেজেমনি' ;-)

    ভাট বলে একটু আগিয়ে বলাই যায়, এল এস ই যে মূলতঃ হার্ভার্ড বি স্কুল মডেলে স্ট্রাকচারিলি এবং রিসার্চ কন্টেন্টের দিক দিয়ে পরিবর্তিত হয়ে যাচ্ছে, এই নিয়ে আমি বছর পাঁচেক আগে কয়েকজন তাবড় লোকের নানা মেলাংকালিক লেখা পড়েছি, কিছু রেফারেন্স পেলে দেবো। লোকে অ্যাকচুরিয়ান সায়েন্স আর ফাইনান্সিয়াল প্রোডাক্ট নিয়ে অ্যাপারেন্টলি এত বেশি কাজ করছিল যে, অ্যালেজেডলি স্থুলে ভুল হচ্ছিলো। সেটা খানিকটা তো পোমানিত।

    ;-)
  • dri | ১৪ মার্চ ২০০৯ ০৮:০২ | 75.3.201.245
  • আবার ঢাকায় আগুন। http://tinyurl.com/dj8mrp। কি যে হচ্ছে!
  • h | ১৪ মার্চ ২০০৯ ০৭:৫৬ | 61.95.144.10
  • আর্যো, ঃ-)
  • a x | ১৪ মার্চ ২০০৯ ০৩:১৪ | 143.111.22.23
  • না না খোজা, এবং এই পুং নর্ত্তক, এদের কি বলে এখন ঠিক মনে পড়ছেনা।
  • agantuk | ১৪ মার্চ ২০০৯ ০৩:১৪ | 128.48.203.91
  • শুধু জাপানেই নয়, চীনেও - http://www.boingboing.net/2009/03/06/biography-of-the-las.html। এইবার আবার সবাই রে রে করে homosexual আর eunuch এর তফাৎ বোঝাতে বসবেন না যেন। অক্ষ সেক্সুয়ালিটির একটা ব্রড স্পেকট্রামের কথা ধরছেন, এটা সেই কনটেক্সটে বলা।

    তবে সমকামিদের ট্রীটমেন্টে কমুনিস্ট আর নাৎসিদের মধ্যে তেমন ফারাক নেই। এমনকি আইজেনস্টাইনকেও সামাজিক এবং রাজনৈতিক কারনে নিজের সমকামিতা গোপন রাখতে হয়েছিল।
  • Blank | ১৪ মার্চ ২০০৯ ০৩:০৭ | 59.93.209.35
  • খোজারা নর্তক নাকি? আমি তো জানতুম খোজারা মহিলা মহলের প্রহরী।
    জাপানের সমকামীতার জিনিসপত্র পাওয়া যায় শুডো তে। এϾট্র লেভেল সামুরাই বা স্টুডেন্ট সামুরাই দের সাথে সামুরাই ম্যাঞ্জার দের সম্পর্ক।
  • a x | ১৪ মার্চ ২০০৯ ০২:২৮ | 143.111.22.23
  • ডিডি, সমকামিতার বিভিন্ন ক্লাসিফিকেশন যা আছে, তাতে প্রাচ্যে এর উদাহরণ আছে তো? খোজা, বিশেষ ধরণের পুং নর্ত্তক। ফিলিপিনসে বহু শতক ধরে যথেষ্ট ভাবে, জাপানের কাবুকির অনেক অভিনেতা পেশাগতভাবে, ইত্যাদি।

    হিন্দু মাইথোলজি নিয়ে আমি কিছুই জানিনা, কাজেই বলতে পারবনা। শুধু একটা কৌতুহল বহুদিনের, অর্ধ্বনারীশ্বরকে কিভাবে ব্যখা করা হয়?
  • a x | ১৪ মার্চ ২০০৯ ০২:১১ | 143.111.22.23
  • বেশ তাহলে দুজনেই একই কথা বলেছি। এই যে মানসিক অসুখ একটি ন্যাকমি, এটি বিশাল সংখ্যক লোকের ধারণা। এই ধারণার জন্যই আমাদের সমাজে এর অসুখ নির্ধারণ এবং চিকিৎসা হয়না।
    এবং এই মানসিকতা অবশ্যই প্রতিবাদযোগ্য আমার কাছে, সেটা কত সংখ্যক লোকের মানসিকতা সেটা অবান্তর।
  • Blank | ১৪ মার্চ ২০০৯ ০২:০৬ | 59.93.209.35
  • পার্সেন্টেজ কম মানে এটাই বলতে চাইলাম যে সিকি একা নয়। বরং সিকি ই সংখ্যা গুরু।
  • a x | ১৪ মার্চ ২০০৯ ০২:০৫ | 143.111.22.23
  • উফফ। এত বুঝতে অসুবিধে কেন হয় কে জানে। পার্সেন্টেজ কথাটা বললাম ব্ল্যাংকির কথার রেস্পেক্টে। যে পার্সেন্টেজ কম মানেই প্রেভ্যালেন্স কম না। পার্সেন্টেজ কম মানে উদাঃ সহ দেখানোর প্রচেষ্টা ছিল, যে বিভিন্ন সোশ্যাল স্টিগ্মার কারণে এগুলো ক্লোসেট কেস হয়ে বসে থাকে, বাইরে আসেনা। বোঝা গেলো কি? সোশ্যাল স্টিগমা আছে বলেই এগুলো কে উদাহরণ করা হয়েছিল।
  • m | ১৪ মার্চ ২০০৯ ০১:৫৮ | 12.217.30.133
  • মঃ কাঃ শুনলেই লাঙল হাতে মনোজ কুমারের কথা মনে পড়েঃ(
  • Binary | ১৪ মার্চ ২০০৯ ০১:৫২ | 198.169.6.69
  • স্যান, অক্ষর কথা ধরেন্না। মাঝে মাঝে অক্ষ-র ভেতরে বিপ্লবটা কথা বলে, তাই বলেছে, আর কিছু না।

    আবার সরি বল্লুম আগে থেকে ঃ))
  • Binary | ১৪ মার্চ ২০০৯ ০১:৪৮ | 198.169.6.69
  • যাগ্গে আর ঘন্টা তিনেক, তাপ্পার বাড়ী গিয়ে চিংড়ি ভাজব, আর শশা, আর বাকার্ডি লাল। মশা নেই তাই মশাদের খাওয়াতে পারবো না, সরি।

    আর শিবুদা প্যারাসাইটরা মাল খেলেও প্যারাসাইট-ই থাকে বদলায় না।
  • lcm | ১৪ মার্চ ২০০৯ ০১:৪১ | 128.48.7.222
  • মহেন্দ্র কাপুর - চলো একবার ফির সে আজনবি বন যায় হাম দোনো
  • san | ১৪ মার্চ ২০০৯ ০১:৩৫ | 123.201.53.134
  • এই সব প্রশ্ন সহ গুন্নাইট।
  • san | ১৪ মার্চ ২০০৯ ০১:৩৩ | 123.201.53.134
  • আমিও বুঝিনি।

    প্যারাসাইট চোলাই ও বুঝিনি।

    মশাদের কেন রাম খাওয়ানো হবে তাও বুঝিনি।

    এছাড়া শমীকের একটা কথা অক্ষ কেন গুচ পাঠ বলে চালিয়ে দিলেন, তাও বুঝিনি। শমীক কি গুচ? মানে কোন একজন কি গুচ হতে পারে?
  • nyara | ১৪ মার্চ ২০০৯ ০১:২৩ | 67.88.241.3
  • পুং সীমাবদ্ধতার ব্যাপারটা জানতে আমিও আগ্রহী।
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত