এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • Arijit | ১৯ মার্চ ২০০৯ ১১:৪৫ | 61.95.144.123
  • টইটা তো সেদিন তুলেছিলুম - মানে হ্যাকারস নিয়ে টইটা। কিন্তু হ্যাকিং আবার শেখার কি আছে? হ্যাকারস বই অনুযায়ী ওটা ক্রিয়েটিভিটি, এবং পারসুয়েশনের মিকচার।
  • Arijit | ১৯ মার্চ ২০০৯ ১১:৪৪ | 61.95.144.123
  • প্রথমবার (১৯৮৪, যাদবপুর) মমতা এই ট্যাকটিক্স নিয়েছিলো - লোকের বাড়ি ঢুকে রান্নাঘরে গিয়ে খুন্তি টুন্তি নাড়তে শুরু করতো বা সব্জি কাটতে বসে যেত;-)
  • h | ১৯ মার্চ ২০০৯ ১১:৪৩ | 203.99.212.224
  • পাবলিক কালচারের সংজ্ঞা বেঁধে দাওয়ার মহত দায়িঙ্কÄ এই যে ঠান্ডা মাথা ভদ্র রা বা কাঁদো কাঁদোরা নিজেদের কাঁধে তুলে নিয়েছেন এতে দেশবাসীর কৃতজ্ঞ হয়ে কেবল ফিনিশিং স্কুলে এটিকেট শিক্ষা করতে যাওয়া উচিত। শুধু দেখে নিতে হবে, স্কুলে যেন ইন্টারনেট থাকে এবং নেটিকেটের আলাদা ক্লাশ হয়। তাইলেই সব সমস্যার সমাধান হয়ে যাবে। লোকে রেগুলার শুধু নমষ্কার রেঁধে খাবে।
  • Bhuto | ১৯ মার্চ ২০০৯ ১১:৪২ | 203.91.207.30
  • অরিজিৎদা,
    ভোট আসছে , তা নিয়ে না হয় গরম বিতর্ক চললো। তাবলে এই তোমার এই সুশীল ছাত্রটির কথা ভুলে গেলে চলবে? আমার পড়াশুনার কি হবে। সেই কবে থেকে উনিক্স আর হ্যাক হ্যাক করে যাচ্ছি। রিসার্চ কবে চালু করবে আবার? টই টা ওপরে চাই তো বলো নিয়ে আসি।
  • Bhuto | ১৯ মার্চ ২০০৯ ১১:৩৯ | 203.91.207.30
  • হ্যাঁ কাল থেকেই বলব ভাবছিলাম। হাগু-পাদু-বমি এই চলছে। হ্যা হ্যা হ্যা হ্যা।
  • Bhuto | ১৯ মার্চ ২০০৯ ১১:৩৮ | 203.91.207.30
  • স্মরণীয় ** কিবোর্ড টা গেল নাকি রে বাবা?
  • d | ১৯ মার্চ ২০০৯ ১১:৩৭ | 203.143.184.11
  • অর্পণের সাথে তো মতে মেলেই, কিন্তু আবারও অজ্জিতের সাথে মত মিলে গেল।
    কিউরিয়সার! কিউরিয়সার!

    তবে ভাটে আজকাল যে পরিমাণ কঠিন, তরল, গ্যাসীয় পদার্থের মহাভিনিষ্ক্রমণ নিয়ে প্রতর্ক চলে, তাতে দুপুরে ভাটে আসাটা একেবারে ছাড়তে হবে মনে হচ্ছে।
  • Bhuto | ১৯ মার্চ ২০০৯ ১১:৩৭ | 203.91.207.30
  • ওরে একবার জিততেই তো বসে আছে। আগে তো কখনই পুরো জেতে নাই। বাড়ি গিয়ে চা বানিয়ে মাসিমা\পিসীমা কে খাওয়ালে সে বোনঝি\ভাইঝি\বোনপো\ভাইপো কে তো ভোট দিয়ে দিতেই পারেন। আমাগো ঘরের পোলা বা মাইয়া বলে একগাল হেসে লাইনে দাঁড়িয়ে ছাপ্পা টা মেরে এলেই ব্যস। আর সেই একবারের ফল ভুগবে সক্কলে পাঁচবছর ধরে। যেমন একবার বিশ্বকাপ জিতে এখনও ট্রাই করে যাচ্ছে ইন্ডিয়া। আবার জিতলে আগামী ২০-৩০ বছর 'স্মরণেয়া মুহূর্ত' 'স্মরণেয়া মুহূর্ত' করে কাটিয়ে দেবে। পলিটিক্সে একটু অন্যরকম , ক্ষমতায় এলে বিরোধীধের নিশ্চিহ্ন করে দেবে।
  • Arpan | ১৯ মার্চ ২০০৯ ১১:৩১ | 65.194.243.232
  • বিঙ্গো। এইটাই বলার ছিল। শিক্ষিত লোকের ঔদ্ধত্য (সুদিন) আর হাগু-মার্কা লোকের কাঁচা খিস্তির ঔদ্ধত্য (মায়াবতী) দুটোর চরিত্র আলাদা।
  • quark | ১৯ মার্চ ২০০৯ ১১:২৯ | 202.141.148.99
  • অন্যদিকে জনতা জনার্দন অত বোকা নয়, যে লোকটি আসলে ঢপের, সে তার বিনয়ের জন্যে একবার জিতে গেলেও, পরে ফেরাটা অনিশ্চিত।
  • Arijit | ১৯ মার্চ ২০০৯ ১১:২৮ | 61.95.144.123
  • তবে যে কোনো পাবলিক সার্ভিসে ভদ্রতা একটা প্রাইমারি রিকোয়্যারমেন্ট। অনলি বলছি না, কিন্তু ওয়ান অব দ্য প্রাইমারি। সেটা যদি কারো না থাকে তাহলে এটা ড্রব্যাক।
  • Arpan | ১৯ মার্চ ২০০৯ ১১:২৭ | 216.52.215.232
  • মিডিয়া প্রেজেন্টেবিলিটি নিয়েও কোন বক্তব্য রাখিনি। যা হয়, হনু ইন্টার-ডিসকোর্স মেটেরিয়াল হিসেবে আরো চাট্টি বিষয় নিয়ে এসে তোমার মূল বক্তব্যকে খণ্ডন করেন, মূল বক্তব্যের ধারে কাছে না গিয়ে।

    মূল বক্তব্য ছিল এইটাই বিরোধী দলের সমর্থকের মুখে অপ্রিয় প্রশ্ন শুনে কেন তিনি বলবেন আমি যথেষ্ট শিক্ষিত এবং আপনার থেকে আমার রুচিবোধ শেখার কোন দরকার নেই?

    এটা ঔদ্ধত্য তো বটেই। সুশিক্ষিত লোকের ঔদ্ধত্য এবং রুলিং পার্টির ক্যান্ডিডেট হয়ে দাঁড়াবার ঔদ্ধত্য। এইটুকুই বলার ছিল।
  • h | ১৯ মার্চ ২০০৯ ১১:২৭ | 203.99.212.224
  • আমি চাই যাবতীয় অসহ্য হাগু মার্কা লোক, যারা ভদ্রলোক সমাজে একেবারে গ্রহণযোগ্য নয়, তারা ক্ষমতায় আসুক, লাইভ টেলিভিসনে কাঁচা খিস্তি করুক ঃ-)
  • quark | ১৯ মার্চ ২০০৯ ১১:২৭ | 202.141.148.99
  • একটা আদ্যন্ত সৎ, উপযুক্ত লোক জনসভায় গিয়ে খিস্তি-খেউড় করলে, পাব্লিক ক্ষেপে গিয়ে ভোট না দিলে কার কি উপকার হবে? কে, কিভাবে জনতাকে বোঝাবে না বাবা, ও যত খারাপ ই কথা বলুক, ঐ উপযুক্ত, ওকে ভোট দিলে ভালো হবে?
  • Arijit | ১৯ মার্চ ২০০৯ ১১:২৫ | 61.95.144.123
  • ধুর মাইরি সম্পক্কোই নাই তো পার্থক্য বাড়লো কি কমলো তাতে কি এলো গেলো?
  • quark | ১৯ মার্চ ২০০৯ ১১:২৪ | 202.141.148.99
  • দিপু,

    ওটা বাগ নয়, ফিচার। উনি সত্যিই মাস্তান।
  • nyara | ১৯ মার্চ ২০০৯ ১১:২২ | 64.105.168.210
  • অ্যাকচুয়ালি, হনু যেটা বলছে সেটা ঠিক। মেনস্ট্রিম হিন্দি ছবি ও অধুনা মেঘনাদ-মনোজ ব্র্যান্ড বাংলা গ্রুপ থিয়েটারের একটা ডিভাইসই হল হাড় বজ্জাত ভিলেন - মূলতঃ পলিটিশিয়ান-টাইপ - তাদের খুব বিনয়ী দেখান।

    শুধু মেঘনাদ-মনোজ ব্র্যান্ড বলে কি লাভ, জগন্নাথের গাঙ্গুলীমশাইও খুব বিনয়ী ছিলেন।
  • dipu | ১৯ মার্চ ২০০৯ ১১:২২ | 207.179.11.216
  • তিনোমুলের অভদ্র তালিকায় আর একটি নাম মদন মিত্র। কেমন একটা মস্তান মস্তান ভাব।
  • h | ১৯ মার্চ ২০০৯ ১১:২২ | 203.99.212.224
  • ওকে। আদবানী কে একটা চায়ের নিমন্ত্রন করে দেখো, উনি বলে যাবেন এসে ধন্য হলেন। যদি আসেন।

    একেবারেই বাজে , টি পার্টি মার্কা এক্সপেকটেশন। এই এক্সপেকটেশনটা কেই প্রোমোট করেছে, আমাদের ইলেকট্রোনিক মিডিয়া। এবং এইটা হল বড় ইস্যুতে কনসেনশাস প্রোমোট করার একটা উপায়। ধর এফ ডি আই নিয়ে প্রচন্ড থেকে নরেন্দ্র সকলেরি এক মত, অ্যাজ লং ইট কামস টু মাই ভিলেজ অর মহল্লা।

    তোমাদের এই বোগাস অ্যানালিসিসের সঙ্গে আপামরের এলেকটোরাল চয়েসের পার্থক্য যত বাড়ে তত মঙ্গল।
  • dipu | ১৯ মার্চ ২০০৯ ১১:২০ | 207.179.11.216
  • তরমুজদের ঐ প্রদীপ ভট্‌চাজ লোকটিও বেশ বিনয়ী।
  • Arijit | ১৯ মার্চ ২০০৯ ১১:১৯ | 61.95.144.123
  • কোনো সম্পর্ক নেই। কিন্তু একটা লোককে দেখে ধারণা তৈরী করবে না পাবলিক? আমার অনেক লোককে দেখে এরকম হয়েছে - প্রথম দেখেই বাজে ধারণা তৈরী হয়ে যায় ব্যবহারের কারণে - সেটা কোনোদিনও বদলায় না। পার্থ চ্যাটার্জীর ইলেকটোরাল লেজিটিমেসি নিয়ে আপাতত কোনো কথাই বলিনি - অভদ্র এবং তাই ঝাঁট জ্বলে তাই বল্লুম।

    মমতাকে দেখলে আমার বমি পায় - তাতে কি ওর বার বার ইলেকশন জেতা, তাও মিনিমাম দুই লাখ মার্জিনে - মিথ্যে হয়ে যাবে?
  • Arpan | ১৯ মার্চ ২০০৯ ১১:১৮ | 216.52.215.232
  • হনু ছড়িয়ে লাট করচে। আমি একবারও বলিনি নিরুপম সেন ভোটে দাঁড়ালে তিনি আমার ভোটটি পাবেন। অথবা শিল্পমন্ত্রী হিসেবে তিনি অদ্বিতীয়। কিন্তু একটা লোকের বিহেভিয়েরাল কম্পিটেন্সি ভাল/খারাপ/জাস্ট নেই এইটা আলাদা করে আলোচনা করা যাবে না?

    এটা কোন লজিক হল?
  • quark | ১৯ মার্চ ২০০৯ ১১:১৮ | 202.141.148.99
  • সততা নয়, কথাটা হচ্ছিল বিনয় নিয়ে। আর বাজপেয়ীজি বিনয়ী।
  • dipu | ১৯ মার্চ ২০০৯ ১১:১৬ | 207.179.11.216
  • ইন ফ্যাক্ট, শমীক লাহিড়ী টিভিতে কথা বলার সময় মনে হয় যে কোনো মুহূর্তে কেঁদে ফেলবে ঃ))
  • h | ১৯ মার্চ ২০০৯ ১১:১৬ | 203.99.212.224
  • আমি কিছুতেই বুঝতে পারছি না, ভালো পার্সোনাল মিডিয়া প্রেজেন্টিবিলিটির সঙ্গে পোলিটিকাল পলিসি বা ইলেকটোরাল লেজিটিমেসীর কি সম্পর্ক।

    আদবানী তো রেগুলার হিন্দী সিনেমা দেখে কান্নাকাটি করেন, হয়তো পার্সোনালি আমার থেকে অনেক অনেক সৎ লোক। তাতে কি এসে যায়।

    বোগাস বাংলা সিরিয়াল এর মত আলোচনা করছো মাইরী।
  • Arijit | ১৯ মার্চ ২০০৯ ১১:১৫ | 61.95.144.123
  • পার্থ চ্যাটার্জীকে ওই টিভি শো গুলোতে দেখো। রাম ঝগরুটে এবং অভদ্র। এরকম লোক কি করে একটা কোং চালায় কে জানে।
  • quark | ১৯ মার্চ ২০০৯ ১১:১৫ | 202.141.148.99
  • তবে বিতর্কসভায় এই গণ্ডগোলে সঞ্চালক মশায়ের (সুমন) ভূমিকা কিছু কম নয়। আগেরদিন স্টুডিও তে একটা বিতর্ক হচ্ছিলো, তাতে ছিলেন নরেন পার্থ চ্যাটার্জী, সুব্রত মুখার্জী, অভিরূপ সরকার এবং আরো দু জন। সুমন প্রাক্টিক্যালি লড়িয়ে দিলে মজা দেখছিল। সবাই তারস্বরে চেঁচাচ্ছেন। কারো কোন কথা অন্ততঃ টিভির দর্শকের্‌রা কেউ বুঝতে পারছেন না।
  • Arpan | ১৯ মার্চ ২০০৯ ১১:১৩ | 216.52.215.232
  • আরো আছে। সীতারামবাবু বেশ ভদ্র ও বিনয়ী। শমীক লাহিড়িও তাই।
  • h | ১৯ মার্চ ২০০৯ ১১:১৩ | 203.99.212.224
  • পার্থ বাবুর ও তোমাকে বা আমাকে দেখলে ঝাঁট জ্বলতে পারে। এই জ্বলাটা কেই প্রোমোট করেছে আমাদের খেউর আর ইনটলারেন্সের কালচার। এর পরের স্টেজ ধাক্কা ধাক্কি, তার পরের স্টেজ খুন।

    একটা লোক কে দেখলেই রেগে যাচ্ছো, এটা কোন কাজের কথা নয়।
  • quark | ১৯ মার্চ ২০০৯ ১১:১১ | 202.141.148.99
  • যাঃ শালা! এতো পারফেক্ট শাঁখের করাত। খারাপ হলেও তিরিশ বছরের দোষ, ভালো হলেও!
  • Arpan | ১৯ মার্চ ২০০৯ ১১:১১ | 216.52.215.232
  • আর বাজে বা অপ্রয়োজনীয় কথা খুব একটা বলেন না।
  • h | ১৯ মার্চ ২০০৯ ১১:১১ | 203.99.212.224
  • অর্থনইতিক ও সামাজিক পুনর্বাসনের মূল সূত্র একটা ম্যানেজমেন্টে প্যাকেজে পাওয়া যাবে, এইটা ধর গিয়ে আবাপর রাজনৈতিক দাবী। বলতেই হবে, নিরুপম সেনের ও এটাই মূল দাবী। কি মিল কি মিল।
  • Arijit | ১৯ মার্চ ২০০৯ ১১:১০ | 61.95.144.123
  • সবচে ঝাঁট জ্বলে পার্থ চ্যাটার্জীকে দেখলে - ইনহেরেন্টলি অভদ্র।
  • Arpan | ১৯ মার্চ ২০০৯ ১১:১০ | 216.52.215.232
  • নিরুপম সেন বেশ বিনয়ী।
  • h | ১৯ মার্চ ২০০৯ ১১:০৮ | 203.99.212.224
  • খুব মুর্খ না হলে, খারাপ ব্যবহারটা কেউ তিভিতে করে না, যদি না ফায়ার ব্র্যান্ড ইমেজটাকেই ধরে রাখতে চায়। এবং তিরিশ বছর ক্ষমতায় থাকলে, ফায়ার ব্র্যান্ড থাকা যায়?
  • Arijit | ১৯ মার্চ ২০০৯ ১১:০৮ | 61.95.144.123
  • কেন - গত দুদিন আবাপ-তে লোকটা তো মন্দ কিছু বলে নাই।
  • h | ১৯ মার্চ ২০০৯ ১১:০৭ | 203.99.212.224
  • একটা লোক যে মেনলি সিঙ্গুরে ছড়ালো, কন্টি বাজে কথা বলে গেল, তাকে তোমার বেশ লাগে? লাগুক, এটা তোমার এটিকেট হতে পারে। তবে কেউ ভীষণ বিনীত ভাবে মানুষেরে বাঁশ দিয়ে গেলে তাকে ব্যভার ভালো বলে বেশ লাগতে হবে? এটা কোনো লজিক হল?
  • h | ১৯ মার্চ ২০০৯ ১১:০৪ | 203.99.212.224
  • সিপিএম এর রেজাল্ট খারাপ যদি হয়, শুধু হাবভাবের জন্য হবে না। এখন অসংখ্য বিনায়ী নেতা এলেও ২০০৪ এর থেকে রেজাল্ট খারাপ হবে। তবে যতটা খারাপ হবে ভাবা হচ্ছে, ততটা নাও হতে পারে। যাঁরা ভালো করবেন, তাঁরাও বিনয়ের জন্য ভালো করবেন না। অ্যান্টি ইনকাম্বেন্ট খেউরের নতুন সঙ্গী হিসেবে করবেন।
  • quark | ১৯ মার্চ ২০০৯ ১১:০৪ | 202.141.148.99
  • রাইট! সুজন চক্কোত্তিকে এখন দেখলে অবাক হতে হয়।
  • quark | ১৯ মার্চ ২০০৯ ১১:০৩ | 202.141.148.99
  • যদুপুরের কেসটা নিয়ে কেউ কিছু বলছে না।
  • Arijit | ১৯ মার্চ ২০০৯ ১১:০২ | 61.95.144.123
  • কেন - আমার তো সুজনদা কে ইদানিং খুব নরমসরম লাগে। যারা আগে দেখেছে তারা অবাক হবে - আগে লোকটা বেশ ফায়ারব্র্যাণ্ড গোছের ছিলো - যখন শিবপুরে আসতো...অবিশ্যি ছোট নেতা। বড়দের মধ্যে আমার নিরুপম সেনকে বেশ লাগে।
  • h | ১৯ মার্চ ২০০৯ ১১:০০ | 203.99.212.224
  • আমাকে একটু বলো, কোন পার্টির কোন প্রমিনেন্ট নেতা, বিনয়ের জন্য বিখ্যাত। নতুন বা পুরোনো।

    খেউর কালচার আমাদের অনেক দিনের।
  • quark | ১৯ মার্চ ২০০৯ ১০:৫৭ | 202.141.148.99
  • সুদিনবাবুর অ্যাপ্রোচ আমার ভালো লাগে নাই। সারাসরি রাজনীতির ময়দানে নবাগত। প্রথমবার দাঁড়িয়ে এই হাবভাব লোকে ভালোভাবে নেবে না।
  • h | ১৯ মার্চ ২০০৯ ১০:৫০ | 203.99.212.224
  • বেসিকালি ঝগড়ুটে লোক বোধায়। আগে হলে বলা যেত, মানে এখনো বলা হবে, এই তো অনেকদিন ধরে উচ্চপদে থেকে থেকে অবিনয়ী হয়ে গেছে। তবে যাঁরা পদে টদে অনেক দিন নেই বা পদত্যাগ করেছেন, তাঁদের বিনয়ী হিসেবে সুনাম ততটা বেশি নেই ঃ-)
  • Arijit | ১৯ মার্চ ২০০৯ ১০:৪৯ | 61.95.144.123
  • JAWS বলে একটা কিছু আছে উইন্ডোজের জন্যে।
  • Arpan | ১৯ মার্চ ২০০৯ ১০:৪৮ | 216.52.215.232
  • * বিধাননগর
  • Arijit | ১৯ মার্চ ২০০৯ ১০:৪৮ | 61.95.144.123
  • আমিও কালই এটা দেখলাম। সল্লেক কোন যুক্তিতে বারাসতে আসে বোঝা গেলো না।
  • dri | ১৯ মার্চ ২০০৯ ১০:৪৮ | 75.3.201.245
  • অ্যাক্রোব্যাটের স্ক্রিন রিডার নিশ্চয়ই শুধু অ্যাক্রোব্যাট রিডার পড়তে পারে। আর্বিট ওয়েবপেজ পড়তে পারবে?
  • Arpan | ১৯ মার্চ ২০০৯ ১০:৪৭ | 216.52.215.232
  • আজকেই জানলাম বিধানঙ্গর দমদম থেকে বেরিয়ে ওই বারাসাত কেন্দ্রে ঢুকে গেছে। আজকালে কাল খবরের শিরোনাম ছিল "সল্টলেকে সকালে বিকালে সুদিন'। আমি ভাবলাম সল্লেকে বাম পরিচালিত পুরসভার উন্নয়নমূলক কাজকম্মে অবশেষে নাগরিকদের জন্য ২৪x৭ সুদিন এসেছে আর আজকাল সেটা গুরুত্ব দিয়ে ছেপেছে। ;-)
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত