এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • Bratin | ১৭ মার্চ ২০০৯ ১৩:০৭ | 117.194.98.41
  • কালকে ই জনগনের অতি উৎসাহে stage ভেঙ্গে পড়ে গিয়েছিলেন তিনি। সে টা ও তো এক রকম "পদস্খলন" ঃ-))
  • quark | ১৭ মার্চ ২০০৯ ১৩:০৪ | 202.141.148.99
  • শতাব্দী আর কত "নামবেন"? একবার সিনেমায় "নেমেছিলেন", এতদিন পর আবার সেখান থেকে রাজনীতিতে "নামলেন"!
  • dipu | ১৭ মার্চ ২০০৯ ১৩:০২ | 207.179.11.216
  • তালে যাব। পরের রোব্বার। আরো কাউকে জোটাটে হবে।
  • Arijit | ১৭ মার্চ ২০০৯ ১২:৪১ | 61.95.144.123
  • ধুস্‌স্‌স্‌স্‌স্‌স্‌স্‌স্‌স্‌স্‌স।
  • quark | ১৭ মার্চ ২০০৯ ১২:৩৭ | 202.141.148.99
  • (কালো) হাত ভেঙে গুঁড়িয়ে দেওয়ার কথা বল্লে যদি জেল না হয়, তাইলে হাত কেটে দেওয়ার কথা বল্লে হবে কেন?
  • Arijit | ১৭ মার্চ ২০০৯ ১২:৩৪ | 61.95.144.123
  • কোথায় কি কবে বলেছে?
  • h | ১৭ মার্চ ২০০৯ ১২:৩০ | 203.99.212.224
  • অবশ্য বলেই বা কি লাভ। এরকম বলেও তো পার পেয়ে গেছে কত লোক।
  • h | ১৭ মার্চ ২০০৯ ১২:২৯ | 203.99.212.224
  • বরুন গান্ধী র কেন জেল হবে না?
  • Bratin | ১৭ মার্চ ২০০৯ ১২:২৯ | 117.194.98.73
  • আমরা ২০০৭ সালে বাঙ্গালোর থেকে মাইশোর,ঊটি আর কুন্নুর র ৩ দিনের conducted tour নিয়েছিলাম । ওখান এ মধু মালাই র মধ্যে দিয়ে গেল । প্রচুর হরিন,ময়ুর দেখলাম রাস্তার ধারে। guide বাঘ দেখা যেতে পারে বলে "ভয়" দেখালে ও কিছু ই চোখে পড়ে নি।
  • Arpan | ১৭ মার্চ ২০০৯ ১২:২৯ | 216.52.215.232
  • বানেরঘাটা অবশ্য দ্রষ্টব্য। আমি গত বছর গিয়ে হতাশ তো হইনি।
  • quark | ১৭ মার্চ ২০০৯ ১২:২৪ | 202.141.148.99
  • দেবী প্রপন্নার্তি হরে প্রসীদ ...

    http://tinyurl.com/d4kaqy
  • Sudipta | ১৭ মার্চ ২০০৯ ১২:১৯ | 122.169.138.196
  • আরে আমাদের ড্রাইভার বাবাজী ছিল এক লেভেলের লোক। সে ব্যাঙ্গালোর থেকে আমাদের নিয়ে চলল, কিন্তু রুট মাইসোরের পর কিছু তার জানা নেই। কি ভাগ্যি আমি একটা খসড়া মত করে নিয়ে গিয়েছিলাম। সেই দেখে দেখে তাকে থেপাক্কাড়ু থেকে বাঁদিকে ঘুরিয়ে মুদুমালাই হয়ে গেছিলাম। এবার পাহাড়ে উঠতে শুরু করেই কেলো; দুটো হেয়ার্পিন পেরিয়ে তৃতীয়-টায় ঠিক বাঁকের মুখে গাড়ি বন্ধ হয়ে গেল; সে বাবাজী-ও এমন, তখন-ও ব্রেক কষে নি, এদিকে গাড়ি গড়িয়ে গড়িয়ে পেছনে খাদের দিকে নিশ্চিন্ত হয়ে চলেছে! সবাই মিলে চিৎকার চেঁচামিচি করে উঠতে ব্রেক কষলো। তারপ্র বলে কিনা গাড়ির সেকেন্ড গিয়ার ভালো কাজ করে না; শেষে ঐ বেন্ড টা চারজন মিলে গাড়ি ঠেলে তুলতে হল। যেখানে কিনা নিজেরা উঠতেই দম বেরিয়ে যায় এত চড়াই। তার ওপর সে ড্রাইভার হিন্দী, ইংরাজী কিছুই বোঝে না, সব আকারে ইঙ্গিতে! শুধু ড্রাইভার সাহেব নিজেই ঐ টুরে আমাদের একটা খোরাক ছিল ঃ)
  • Arijit | ১৭ মার্চ ২০০৯ ১২:১১ | 61.95.144.123
  • ওই হেয়ারপিন বেণ্ডগুলোর কথা শুনে লোভ হচ্ছে। কিন্তু বড্ড দূর যেঃ-(
  • dipu | ১৭ মার্চ ২০০৯ ১২:০৮ | 207.179.11.216
  • তালে যাবনা।
  • Sudipta | ১৭ মার্চ ২০০৯ ১২:০৫ | 122.169.138.196
  • যদি বন্দীপুর হয়ে উটি যান, তাহলে থেপাক্কাড়ু থেকে নর্মাল বাস রুট দিয়ে না গিয়ে বাঁ দিকে সিঙ্গল ট্র্যাক (যেটা মাসিনাগুড়ি গেছে) ধরুন, জঙ্গল টা আরো ভালো ফিল করতে পারবেন। আর জঙ্গল শেষ হলেই ৩৬ টা hairpin bend আছে, সোজা উটি তে তুলে দেবে। উটি থেকে আসতে গেলে মনে হয় ঐ পথে আসতে দেয় না, কারণ ঐ হেয়ার্পিন বেন্ড গুলো লোমহর্ষক হলেও বেশ বিপজ্জনক; তাই চেকপোস্ট এ আটকে দেয়। আর থেপাক্কাড়ু হল মুদুমালাই এর এ¾ট্রান্স। আসার পথে নর্মাল রুট হয়ে ফিরতে হবে, এটা ৩০ কিলোমিটার বেশি পড়বে। বাঘের দেখা পাবেন কিনা জানি না, তবে হাতির পাল, হরিণ, গাউর, ময়ূর এসব অনেক দেখতে পাওয়ার কথা। মুদুমালাই তে যদি থাকতে চান সে অবিশ্যি আমি জানি না, ভুতোদা বলতে পারবে।
  • Bhuto | ১৭ মার্চ ২০০৯ ১২:০১ | 203.91.207.30
  • প্রায় ৮০-৯০ কিমি।

    আমি ন্যাশনাল পার্কে ২০০০ সালে বেড়ু বেড়ু করতে এসে গেছিলাম, তখন বেশ তাকতবর ছিল, এখন শুনেছি আমি যত ফুলছি ওরা ততই শুকোচ্ছে। নির্জীব হয়ে পড়ে থাকে। রিসেশন বোধহয়।
  • Sudipta | ১৭ মার্চ ২০০৯ ১১:৫৯ | 122.169.138.196
  • কোয়ার্ক, আপনি বন্দীপুর হয়ে উটি যাবেন না উটি থেকে বন্দীপুর আসবেন?
  • dipu | ১৭ মার্চ ২০০৯ ১১:৫৮ | 207.179.11.216
  • ভুতোদা, ব্যানারঘাটা ন্যাশনাল পার্কটা কেমন? এক বন্ধু বলল বাঘ-টাঘ আছে, কিন্তু তাদের অবস্থা ভাল নয় - ল্যাল্যাল করছে।
  • quark | ১৭ মার্চ ২০০৯ ১১:৫৪ | 202.141.148.99
  • বান্দিপুর উটি থেকে কতদূর?
  • Bhuto | ১৭ মার্চ ২০০৯ ১১:৫০ | 203.91.207.30
  • quark হ্যা খবর নিয়ে জানলাম, দাবানলের জন্য মধুমালাই বন্ধ তবে বান্দিপুর এখনও খোলা আছে , একটু বৃষ্টি শুরু হলেই আবার খুলে দেবে, হয়তো এপ্রিলেই। আমি যে Jungle Home এ ছিলাম তার মালিক (বা ম্যানেজার হবে হয়তো) বললো সেরকমই।
  • Bhuto | ১৭ মার্চ ২০০৯ ১১:৪১ | 203.91.207.30
  • এই রে quark অপরাধ নেবেন নেকো। এই দিলাম বলে ইনফো।

    ব্রতীনদা, হ ম ম,ঐ একলাইনেই বুঝতে পারলাম তুমিই সেই। ইশারা কাফি হ্যায়।
  • Bratin | ১৭ মার্চ ২০০৯ ১১:৩৯ | 117.194.96.251
  • অনির্বান , আমার বাড়ি বেলুড় স্টেশন র কাছে।
  • quark | ১৭ মার্চ ২০০৯ ১১:৩৮ | 202.141.148.99
  • ভুতো,

    মুদুমালাই কই?
  • Bhuto | ১৭ মার্চ ২০০৯ ১১:৩৭ | 203.91.207.30
  • ওহ্‌হ সরি আগের লেখাটা দেখি নি। মানে আমাদের তারকদার বন্ধু?
  • Arijit | ১৭ মার্চ ২০০৯ ১১:৩৭ | 61.95.144.123
  • ওমর খৈয়ামের মতন? ;-)
  • Bhuto | ১৭ মার্চ ২০০৯ ১১:৩৭ | 203.91.207.30
  • ব্রতীনবাবু কি হাওড়ার?
  • Bhuto | ১৭ মার্চ ২০০৯ ১১:৩৫ | 203.91.207.30
  • ভাগ্যিস কলকেতাতে নেই আমি , নইলে আমার বোধিদার দু পিস লিভার রাস্তায় পড়ে গড়াগড়ি খেত। কি ডেঞ্জারাস, আমার মতো এমন ব্যচেলর মন বোধিদার এখনো আছে কি করে সেটাই ভাবছি, নেহাৎ রিসেশন নইলে সারা বছর এমন উড়ু উড়ু মন থাকে আমার। বুনু ব্যাটার শৌখিন পান। বোধিদার তো দেখি আমার মতো বিষপানেও আপত্তি লাই।
  • Bratin | ১৭ মার্চ ২০০৯ ১১:৩৩ | 117.194.96.251
  • ঠিক আছে । একটু আগে বলো । বেলুড়ে থাকি ।২/৩ জেলা পেরিয়ে যেতে হবেঃ-))

    তা কে কে আসছে ?
  • san | ১৭ মার্চ ২০০৯ ১১:৩২ | 12.144.134.2
  • কতদিন সুজ কিচেনে খাইনি ঃ-(
  • Arpan | ১৭ মার্চ ২০০৯ ১১:৩০ | 65.194.243.232
  • সই মানে সখা/সখীর কথা হচ্ছে কি? ;-)
  • Blank | ১৭ মার্চ ২০০৯ ১১:২৭ | 170.153.65.23
  • প্ল্যান করার কিস্যু নাই।
  • h | ১৭ মার্চ ২০০৯ ১১:২৪ | 203.99.212.224
  • বারণ আবার কি, আসবা খাবা গ্যাঁজাবা। আমার ধারণা ঠেক টা আদৌ হবে না যদিও। জেনেরালি বেশি প্ল্যান করলে কিসু হয় না।
  • h | ১৭ মার্চ ২০০৯ ১১:২২ | 203.99.212.224
  • হাহাহাহাহাহাহা । এইটা স্যান এক্কেরে মোক্ষম দিল। হাহাহাহাহাহা
  • Arijit | ১৭ মার্চ ২০০৯ ১১:১৯ | 61.95.144.123
  • না মানে ওই সেই বলেছিলাম না যে আমাদের সাট্টিফিকেটে একখান স্ট্যাম্প মেরে দিয়েছিলো যে ভিসার জন্যে ইহাকে বিদেশ মন্ত্রক হইতে অ্যাটেস্ট করাইতে হইবে - তো তার জন্যে অনেক দৌড়ঝাঁপ করতে হয়েছিলো - আগে কর্পোরেশনে কি একটা হবে, তাপ্পর সেখান থেকে রাইটার্সে যাবে (অফিসিয়াল চ্যানেলে - কাজেই খোয়া যাবার সম্ভাবনা ৯০%) - সেখানে সই হলে ডেলিভারী নেবে - তাপ্পর দিল্লীতে বিদেশ মন্ত্রকের আপিসে সই করাতে হবে।

    তো আমার মনে হয়েছিলো যে এটা ওই ট্রু কপি হওয়ার জন্যে হয়তো করতে হয়েছিলো। তাই জন্যেই খোঁজ নেওয়া চলছে আর কি - যাতে ওই ঝক্কি না পোয়াতে হয়। যার বিয়ে সে বেজায় ফ্রেজাইল অসুস্থ পাবলিক - এরকম দৌড়ঝাঁপ করতে হলে হয়তো উল্টে পড়ে যাবে;-)
  • Bratin | ১৭ মার্চ ২০০৯ ১১:১৯ | 117.194.97.17
  • এই কবে খেতে যাওয়া র plan হচ্ছে? আমি ও যাব। যদি জনগণের বারন না থাকে। কালকে বহু দিন পরে বেজিং এ খেলাম। কোন জায়গা তেই আমার অসুবিধা নেই।

    এই সুযোগ এ সবার সাথে আলাপ হয়ে যাবে।
  • san | ১৭ মার্চ ২০০৯ ১১:১৫ | 12.144.134.2
  • কোনটা ঠিক মানে? বিয়েতে ঠিক বলে কিছু হয়না। বিয়ে মাত্রেই ভুলের জগতে প্রবেশ। সই সহ বা ছাড়া।
  • san | ১৭ মার্চ ২০০৯ ১১:১৩ | 12.144.134.2
  • 'এটা অবশ্য ঠিক' আর 'স্যান কিসু বোঝে নি' একসঙ্গে কিকরে হবে?

    অতএব, বোধিদা অংকে তেরো।প্রমাণিত।
  • Blank | ১৭ মার্চ ২০০৯ ১১:১০ | 170.153.65.23
  • আমি যা খুঁজি ঐ দুটো তেই খুঁজি রে দিপু
  • h | ১৭ মার্চ ২০০৯ ১১:০৯ | 203.99.212.224
  • এটা অবশ্য ঠিক। আমার মন খারাপ ব্যাপারটা বেশ কম।

    তবে বন্ধুদের সঙ্গে দেখা করার একটা সুযোগ মেটেরিয়ালাইজ না করলে খারাপ লাগবে। কিন্তু তাই বলে মাল খাবো না এটা হয় না।

    অতএব, স্যান কিসু বোঝে নি (পোমাণিত) ;-)
  • Blank | ১৭ মার্চ ২০০৯ ১১:০৯ | 170.153.65.23
  • বে করে নিয়ে তাপ্পর জানাবো
  • quark | ১৭ মার্চ ২০০৯ ১১:০৯ | 202.141.148.99
  • পেত্যেকটা আলাদা - ইস্পেশ্যাল অ্যাক্ট যে ;-)
  • Blank | ১৭ মার্চ ২০০৯ ১১:০৯ | 170.153.65.23
  • আরে জ্বর তো কাল সেরে যাবে। না সারলে দু চুমুক কড়া ওল্ড মঙ্ক গিলিয়ে দিলেই হলো।
  • Arijit | ১৭ মার্চ ২০০৯ ১১:০৭ | 61.95.144.123
  • সই থাকার কথা কিনা সেটাই তো কনফার্মড নয়। আমাদের নেই। রেজিস্ট্রারের ফাইলে অজ্জিনাল কপিতে সই আছে। বাকি সবগুলোতে (যেগুলো আমাদের কপি) sd/- বলে নাম টাইপ করা আছে। আবার দিদিদের সাট্টিফিকেটে সব সই আছে। আসলে মেজশালীর বিয়ে - মে-তে - তার জন্যেই এই সব খবর নিতে হচ্ছে - যে কোনটা ঠিক।
  • san | ১৭ মার্চ ২০০৯ ১১:০৪ | 12.144.134.2
  • বাকিরাই বা সামলাবে কিকরে? সেটা ভাবলে না?

    হেন্স প্রুভড, বোধিদার যে শুধু র এর জন্যে মন খারাপ করেনা তা নয়, কারো জন্যেই করেনা ঃ-))))))
  • h | ১৭ মার্চ ২০০৯ ১১:০২ | 203.99.212.224
  • না না করবে। কিন্তু না খেলে সেইটাকে সামলাবো কি করে। আইজকাল কার পোলা গুলো বড্ড কথা ধরে ঃ-)
  • dipu | ১৭ মার্চ ২০০৯ ১১:০১ | 207.179.11.216
  • btw, সিঁফোদা বুঝি উলবেড়ের? আম্মো লাইনে আছি, আন্দুলে।
  • san | ১৭ মার্চ ২০০৯ ১১:০১ | 12.144.134.2
  • বাকিদের মন খারাপ করবে, কিন্তু বোধিদার করবে না ঃ-)))))))
  • h | ১৭ মার্চ ২০০৯ ১১:০০ | 203.99.212.224
  • তবে ঠেকটা না হলেও, আমি অবশ্য একটু চাট্টি খেয়ে আসবো। একবার খাওআর কথা উঠলে আমি আবার কেমন চঞ্চল হয়ে উঠি। প্লাস অপ্প করে একটু ঢুকু।
  • dipu | ১৭ মার্চ ২০০৯ ১১:০০ | 207.179.11.216
  • আমি Entre les murs, Der baader meinhof komplex নামিয়ে হাঁ করে বসে আছি - কোত্থাও সাবটাইটেল নেই ঃ((। Pasolini র কয়েকটা সিনেমারও সাবটাইটেল পাচ্ছি না।

    ব্ল্যাংকিদা, সিঁফোদা - opensubtitles.org, mysubtitles.com ছাড়া আর কিছু জানো?
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত