মুসলমান হওয়াতে দোষের কিছু নেই। মহম্মদ আলি ও হয়েছে। পৈতেতেও দোষের কিছু নেই। যে লোকটা জোর গলায় বলত আমি ধর্মটর্ম মানিনা, সেও কালে-কালে এসব করতেই পারে। তাতেও দোষের কিছু নেই। শুধু তাকে এইটুকু জানাতে হবে, যে, আগে যা বলেছিলাম, ভুল বলেছিলাম। মানে, এমনিতে নাও জানাতে পারে, সেটা তার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু ভোটে দাঁড়ালে কিছু একটা ব্যাখ্যা দিতে হবে আর কি।
এটা শুধু মুসলমান হওয়া প্রসঙ্গেই নয়। এরকম স্ববিরোধিতার কথা আরও উঠতে পারে। কিন্তু সেসব অজ আর না। গুন্নাইট। কালকে আবার সোসিত হতে হবে। ঃ(
a x | ২০ মার্চ ২০০৯ ০৯:৩৩ | 99.152.72.73
মানে ঈশানের পোস্টটা।
মিঠু, সুমন আমাকে দেখুন করত, নিঃসন্দেহে, আর তা জেনেই লোকে দেখতও, ও দেখাতে জানতও, অল ওয়াস পার্ট অফ দ্য শো।
এবার বলি, সুমনকে, ব্যক্তি সুমনকে আমার চিরকালই ঝাঁটের লাগে। এটা আমি আগেও গুরুতে বলেছি। কিন্তু তার সাথে শিল্পী সুমনের কোনো সম্পর্ক নেই। আর আমার ঝাঁটের লাগে সে কি গান গেয়ে নিজে সেটা কেন প্র্যাক্টিস করেনি, তাই দিয়ে না। সুমন কে বিশেষ করে ঝাঁটের লাগে যেদিন একটি মেয়েকে স্টেজে তুলে, ঐ "কে ধর্ষণ করবি দেখি, করে যা" বলার পর থেকে। এর সাথে সুমনের গানের কোনো সম্পর্ক নেই।
san | ২০ মার্চ ২০০৯ ০৯:৩১ | 123.201.53.133
বুঝলাম। গাদাগুচ্ছের বামপন্থা কপচাবার পরে পার্টির নেতা ও ক্যাডারেরা পৈতে থেকে শ্রাদ্ধ সবই করেন ও করান, তাতে আদর্শচ্যুতি হয়না, শুধু মুসলমান হয়ে যাওয়াটা দোষ। 'হিন্দু' কমিউনিস্ট হলে তত প্রশ্ন পায়না বোধহয় ঃ-)
arjo | ২০ মার্চ ২০০৯ ০৯:২৫ | 24.42.203.194
হ্যাপি খিল্লি জনতা, আজকের মতন ব্বাব্বাই।
a x | ২০ মার্চ ২০০৯ ০৯:২১ | 99.152.72.73
এটা আজকের বেস্ট ঃ-)))))
m | ২০ মার্চ ২০০৯ ০৯:২১ | 12.217.30.133
ঠিক ই তো অক্ষ, কোনো কিছুর ই কোনো মানে হয় না- যদি না তার পিছনে আমাকে দেখুন গোছের একটা পতাকা পতপত করে ওড়ে।
Ishan | ২০ মার্চ ২০০৯ ০৯:১৯ | 12.217.30.133
আমি ঠিক করলাম, আমার ঐ ফুকো টুকোই ভালো। সাম্প্রতিক ইতিহাস নিয়ে আমি আর খেলবনা। মানে শ্যামলবাবুর সঙ্গে কিছুতেই পেরে উঠবনা আর কি। ঃ)
a x | ২০ মার্চ ২০০৯ ০৯:১৯ | 99.152.72.73
আর আর্য্য, এত খিল্লি খিল্লি করনা, খালি শিবুর ল্যাবেঞ্চুসে ভাগ বসানোর তাল!
arjo | ২০ মার্চ ২০০৯ ০৯:১৯ | 24.42.203.194
অক্ষর আরও দশ মিনিটের খিল্লি বেড়ে গেল। সব সময়ে ছাত্রবন্ধু পড়তে হয়। নইলে মিলন দার থেকে জেনে নিতে হয়।
a x | ২০ মার্চ ২০০৯ ০৯:১৬ | 99.152.72.73
আরে আমি তো সুশীলবাবুর মানে বই পড়েই জেনেছিলাম! নীরা ছন্দোকে কি তাহলে এখন বেশি চলছে? সাজেশন মিলছে? টেন টিচার্স ভালো না ABTA?
Ishan | ২০ মার্চ ২০০৯ ০৯:১৬ | 12.217.30.133
সেকি, আমিও সুসিল নাকি? :o
আর সুমন প্রসঙ্গে। সুমনের পশ্চাদ্দেশে হেবি কাঠি করা হয়েছে। সেসবের ডিটেল সুমনের লেখায় আছে। ঐ এফ আই আর। তারপর ফোনে হুমকি। ইত্যাদি। সেসব ঠিকই আছে।
কিন্তু কতগুলো জায়গায় এই ছাড়টা দেওয়া যাবেনা। মানে ভোটে দাঁড়ালে দেওয়া যাবেনা। যেমন এই যে সুমন দুম করে মুসলমান হয়ে গেলেন। এর কি ব্যাখ্যা? ভোটে দাঁড়ানোর পর "ওটা আমার ব্যক্তিগত ব্যাপার' আর বলা যাবেনা। এইটা বলছিলাম।
নইলে ভোটে দাঁড়িয়েছে, বেশ করেছে।
arjo | ২০ মার্চ ২০০৯ ০৯:১৩ | 24.42.203.194
আর অক্ষ সুসিলের ডেফিনিশনই জানে না। অক্ষকে আধ ঘন্টার খিল্লি।
arjo | ২০ মার্চ ২০০৯ ০৯:১১ | 24.42.203.194
এর ফলে ইশানের শাস্তি পাঁচ মাথার মোড়ে দাঁড়িয়ে দু ঘণ্টার খিল্লি। কে দেবে সেটা ইশান নিজেই চয়েজ করে নিতে পারবে।
a x | ২০ মার্চ ২০০৯ ০৯:০৯ | 99.152.72.73
যাহ, খালি বুদ্ধিজীবি আর শিল্পীরাই সুশীল? আমরা বুঝি কেউ নই?
Binary | ২০ মার্চ ২০০৯ ০৯:০৮ | 70.64.8.206
ঈশানে 'সুসিল'টা পান নাকি ?
a x | ২০ মার্চ ২০০৯ ০৯:০৮ | 99.152.72.73
ঠিক। সুমন যখন গিটার বাজিয়ে গান গাইত, তখন মধ্যবিত্তের মনের মত পছন্দের কথা বলত বলে ভালো লাগত, কিন্তু এখন সুমন যেহেতু টিকিট পেয়েছে, তখন তার কথার দায়িত্ব আলাদা, এখন যদি সুমনের এগেনস্টে বৌ পেটানোর FIR বার করা হয়, তার দায়ও তাকে নিতে হবে, কিন্তু এখনের সুমনকে কেন তুই তখন বাংলা মিডিয়ামে পড়ানোর কথা গান গেয়ে, নিজের মেয়েকে ইংরেজি মিডিয়ামে পাঠালি বালার কোনো মানে হয়না।
Binary | ২০ মার্চ ২০০৯ ০৯:০৭ | 70.64.8.206
আজ্জোভাই, চিংড়ির রেসিপিটা চুপিচুপি মেল করে দিও ঃ))
Ishan | ২০ মার্চ ২০০৯ ০৯:০৬ | 12.217.30.133
আরও আছে। ফ্যাসিবিরোধি সিল্পিদের কি একটা যেন। ছেচল্লিস নম্বর ধর্মতলা স্ট্রিটের বিসাল ঐতিহ্য। ইত্যাদি। তখন বোধহয় সিল্পিদের স্রেনিচরিত্র অন্য ছিল। ঃ)
Ishan | ২০ মার্চ ২০০৯ ০৮:৫৮ | 12.217.30.133
কিন্তু এর পরেও পোস্নো থেকে গেল, সুসিল কে অথবা কারা?
মানে বুদ্ধবাবু সুনিল মিনাল এরাও সুসিল তো? এরা সিল্পি ও বুদ্ধিজিবি সমাজের নাম করে বছর বছর সিপিয়েমকে ভোট দ্যান বলে আবেদন জানিয়ে এসেছেন। তখন তো সুসিলদের নিয়ে খিল্লি করতে হবে, এই সুভবুদ্ধির উদয় কারো হতে দেখিনি। এখন সিল্পিদের একদল ঘুরে জেতেই সুসিল? ঃ)
Ishan | ২০ মার্চ ২০০৯ ০৮:৫৫ | 12.217.30.133
সুমন তো ভোটে দাঁড়িয়েছে। এখন তো পাব্লিক লাইফ। লোকে তো এগুলো জিজ্ঞেস করবেই। শিল্পী হিসেবে যে যুক্তিগুলো চলে জননেতা হিসেবে সেগুলো তো চলবেনা।
arjo | ২০ মার্চ ২০০৯ ০৮:৫২ | 24.42.203.194
বাইনারীদা আমাদের পিঠ চুলকানো সেলিব্রেট করার জন্য কাল একটা চিংড়ীর রেসিপি দেব। চিংড়ী পিল পিল। রামের সাথে চলবে ভালো।
Arpan | ২০ মার্চ ২০০৯ ০৮:৪৯ | 122.252.231.12
চাকা ঘুচ্ছে নাকি? প্রথম বিস্বে সারাদিন সোসন?
Binary | ২০ মার্চ ২০০৯ ০৮:৪৯ | 70.64.8.206
আজ্জোভাই, হেইডা তো আমারো কতা। বেসিকালি সিপিএম-অসিপিএম কিচু না, হক্কলেই আমরা জাতভাই, এসো তুমি আমার, আমি তোমার পিঠটা চুলকে দি।
Ishan | ২০ মার্চ ২০০৯ ০৮:৪৬ | 12.217.30.133
সারাদিন সোসিত হতে হতে আর পারিনা। উফ।
arjo | ২০ মার্চ ২০০৯ ০৮:০৪ | 24.42.203.194
আর এইসব পইর্যা আমারে গাল দিতে ইস্যে হল প্লিজ মেইল কইরে দিও। মেইল আইডির অভাবে অন্য কারুরে একটা মেইল করে দিও। অথবা মনে মনে ভেবে নিও। ঃ)))
arjo | ২০ মার্চ ২০০৯ ০৭:৩৭ | 24.42.203.194
এর পরে হানুদা ফার্গুসনের পোবন্ধো পড়তে দেবে, তারপরে কইবে এই সিভিল সোসাইটি ক্যাপিটালিজমের দান, তারপরে ছোট্ট করে এট্টু হেগেলস টেগেলস আইতে পারে। এবারে চেনা গন্ধ, চেনা সুখ, চেনা চেনা হাসিমুখ। তো, এইসব করনের আগে কই, কাঁচের ঘরে বইস্যা ঢিল ছোঁড়া ভালো কাম না। কেমন জানি কালিদাস কালিদাস দেখতে লাগব। খ্যাল রাখবেন কিন্তু। এখনই লাগছে তখন আরও বেশি কইর্যা লাগব।
এই যে শুক্কুরবারে সন্ধ্যেয় আমরা মদ ও মুডের ডুয়েলিটি নিয়ে কাব্যি করি আর ভুলে যাই দেশ ও কালের সীমানা এরেই কয় ওপেন ডেমোক্রেসি, ওদিকে না যাওয়াই ভালো।
এর থেকে ইচ্ছে হয় খিল্লি দিই শুনতে বেশ সুইট। শুনলেই মনে হয় ল্যাবঞ্চুস দিই। ঃ))))))
Binary | ২০ মার্চ ২০০৯ ০৬:৫২ | 70.64.8.206
এইটা মনে হল, আমাদের হয়ে গান গায় না বলেই সুমনকে ডেভিল বানানোতে যদি অপত্তি থাকতে পারে (গানের কথা অবশ্য অন্য রকম, আসলে ব্যাপারটা ফোকাসে থাকা নিয়ে) তবে মনে হয়, সিপিএমের বিরূদ্ধে যে মঞ্চ-ই হোক না কেন, মমতা বা সুসি তাকেই সপোর্ট করে যেতে হবে, সেটাই বা কি প্রগতিশীলতা?
arjo | ২০ মার্চ ২০০৯ ০৬:৪৮ | 24.42.203.194
হানুদা, লিঙ্কটা দিয়ে যাও, যেটা দিয়েছ সেটা কাজ করে না।
m | ২০ মার্চ ২০০৯ ০৬:৪৫ | 12.217.30.133
ইপি, আজ্জো কে সাপোর্ট করলাম!
arjo | ২০ মার্চ ২০০৯ ০৬:৪৪ | 24.42.203.194
ওটা নো রেজাল্ট দেখাচ্ছে।
arjo | ২০ মার্চ ২০০৯ ০৬:৪৩ | 24.42.203.194
সকালে উঠে হাসা ভালো দাঁত, মাড়ি ও হৃৎপিন্ড ভালো থাকে। আর এখন অল্প গরম পড়ে যাওয়ায় হঠাৎ ঠান্ডা লাগারও চান্স নেই।
আর পুরোনো গান গুলো? এই রোকেয়া, দীপু, সুদীপ্ত, টীম, ব্ল্যাংকি, স্যান এরা কি আর সুমনের ক্যাসেট কেনে না? আমি তো গানওয়ালার পর থেকেই আর কিনি না। ;)। বন্ধুদের থেকে নিয়ে পুরোটা না শুনেই ফেরত দিতাম।
h | ২০ মার্চ ২০০৯ ০৬:৩৫ | 61.95.144.10
শিবু দার সম্পর্কর পোস্ট টা হিলারিয়াস। ব্যাপক হাসলাম। ঃ-)))))))))))
omnath | ২০ মার্চ ২০০৯ ০৬:০৫ | 117.194.193.115
মামু তো বোধহয় জিপ করা ব্যপারটা কাটিয়েই দিয়েছে, কিন্তু ভাটের ক্যাপাসিটি কত? কবে থেকে পাতা ওড়া শুরু হবে?
pi | ২০ মার্চ ২০০৯ ০৫:৪৯ | 128.231.22.89
গান বিক্রির ব্যাপারে ম দি র কথা তো আজ্জোদার বক্তব্যকেই সাপোর্ট কল্লো ! ঃ)
m | ২০ মার্চ ২০০৯ ০৫:১৮ | 12.217.30.133
**বেরিয়েছে
m | ২০ মার্চ ২০০৯ ০৫:১৭ | 12.217.30.133
আজ্জো, তুমি কোন গানের বিক্রির কথা বলছো? যে গুলো ইদানীং কালে বেড়িয়েছে- খুব হার্ডকোর সুমনের ফ্যান ছাড়া সেগুলো কেউ কেনে বলে জানি না।
(আমার জানাটাই অবশ্য শেষ কথা নয়।)
আর নিজের ইমেজ এর একরকম বারোটা ওর অনেক কারণেই অনেক দিন ধরেই বেজে আছে- আর কেনা জানে নেগেটিভ ইমেজ ও আসলে একধরণের ইমেজ ই কোনো না কোনো রকম ভাবে পরিচিতির আলোয় থাকলেই হলোঃ)
arjo | ২০ মার্চ ২০০৯ ০৫:০৪ | 24.42.203.194
ইন ফ্যাক্ট ক্যাসেট বিক্রি কমে (শহুরে, ইয়ং, অ্যাডালট, বাঙালী অর্থাৎ কিঞ্চিত বাম লোকেরা আর কিনবে না) যাবে জেনে কিম্বা নিজের ইমেজে বিসর্জন দিয়েও যে তৃণমূলের হয়ে দাঁড়িয়েছে সে আর যাই হোক ভন্ড নয়।
Binary | ২০ মার্চ ২০০৯ ০৫:০২ | 70.64.8.206
কিন্তু যে মঞ্চটা যে ত্নমুলের, সেখানে দাঁড়িয়ে বামপন্থী বিচার হয় নাকি ?
m | ২০ মার্চ ২০০৯ ০৪:৫৫ | 12.217.30.133
আজ্জো, আমি ব্যক্তিগত ভাবে ভোটে ই বিশ্বাস করিনা, কাজেই উনি সিপিয়েমের হয়ে দাঁড়ালেন না মমতার আমার কিছু যায় আসে না। কিন্তু বিশ্বাস যোগ্যতা অবশ্যই একটা বড়ো ব্যাপার- দারুন ভালো সংগঠক অথচ বাড়িতে বৌ পেটান-ভোটে দাঁড়ালে সেটাকে তার ব্যক্তিজীবন বলে আলাদা করা আমার পক্ষে সম্ভব নয়।
pi | ২০ মার্চ ২০০৯ ০৪:৫২ | 128.231.22.89
আমিও মনে করিনা, মিল খোঁজার মানে নেই। আচ্ছা, সুমন ঠিক কোথায় কোথায় উল্টো পথে পা ফেলেছে ? প্রশ্নটা খুব পেল বলে করে ফেল্লুম। করাটা যদিও একদম ই ঠিক হলনা এখন, হাতে যখন তক্কো করার মতন একফোঁটা সময় নেই। যাহোক, পেন্ডিং রইলো।
ও হ্যাঁ, একটা কথা মনে পড়লো। এবার গিয়ে পাঁচমাথার মোড়ের কাছে সুমনের একটা অনুষ্ঠান দেখছিলুম। মঞ্চ টা তৃণমূলের ছিল বটেক। গানের সাথে সাথে কথা ছুঁড়ে দেওয়া ও চলছিল, যেমন চলে। পলিটিক্যাল কথাবার্তাই। নন্দীগ্রাম , সিংগুর ইত্যাদি। সিপিয়েমের বিরুদ্ধে ই সব কথা। শুধু , একটা কথাও বামপন্থার বিরুদ্ধে শুনিনি। একটা কথাই ঘুরে ফিরে বলছিলেন, এ রাজ্যে সিপিয়েম আর নিজেকে বামপন্থী বলে দাবী করতে পারে না। নিজেদের কার্যকলাপে সে অধিকার খুইয়েছে। অন্তত আমি শুনেছি যতক্ষণ। রেকর্ডিং আছে।
m | ২০ মার্চ ২০০৯ ০৪:৫০ | 12.217.30.133
মঞ্চে উঠে দু ঘন্টার একক অনুষ্ঠানে প্রায় পয়তাল্লিশ মিনিট ধরে উনি নিজের বিষয়ে যে বা যা বানী দিতেন -আমাকে যদি ধরে নিতে হয় সেগুলি নিজের বিজ্ঞাপন নয়- তাহলে আমি নাচার। আর নিজের ভন্ডামির কথা টা আসলে ততটা প্রকট থাকতো না, যতটা বাংলা গানের প্রতি প্রগাঢ় ভালোবাসায় নিজের আত্মসুখ বিসর্জনের গপ্পোটা থাকতো।আর ভালো কথা,ফ্যান দের ওর প্রতি,ওর জীবন দর্শনের প্রতি আপ্লুত ভাব টা ওকে তারিয়ে তারিয়ে উপভোগ করতে দেখেছি- সেটাও একপ্রকার ভন্ডামি ই হয়ে থাকবেঃ)আসলে হয়তো বোকা তাই শিল্প আর জীবন কে আলাদা করতে পারে নি।
মাঠে ঘাটে যে সব নেতারা বক্তব্য রাখেন-সবার জন্যে শিক্ষা-স্বাস্থ্য ইত্যাদি ইত্যাদি,ধরে নিচ্ছি অন্তরে সবাই অসৎ নন-কি করবেন, সিস্টেমের চাপে পড়ে বহুকাজ করতে পারেন না-তাই বলে আমরা কি তাদের প্রতি কম খড়গহস্ত?
arjo | ২০ মার্চ ২০০৯ ০৪:৪১ | 24.42.203.194
আসলে বিরোধী মানেই ধান্দাবাজ, খুনী, চোর, জোচ্চর, ধর্ষক এই যে মিডিওকার রাজনীতি পঃবঃ এ চলে তারই এক্সটেন্ডেড ভার্সন হল সুশীল সমাজ। খুব সহজ, কারণ পলিসি ফলিসির মতন জটিল জিনিষপত্তর লাগে না। যাস্ট কিছু মিডিয়ার সাহায্য এবং এইরকম ছোট ছোট ফোরামে কমিটেড প্রাক্তনী। ডানপন্থী, বামপন্থী এসব কিছুই নয় পঃবঃ এ এই রাজনীতিই চলছে, চলবে। ও তৃণমূল এলেও একই ঘটনা ঘটবে। যদিও কোনো চান্স নেই।
মমতা ভালো নয় এই যুক্তিতে যদি সিপিএমকে ভোট দিতে হয় তাহলে সিপিএম ভালো নয় সেই যুক্তিতে মমতার সঙ্গটাও একই রকম লেজিটিমেট। নয় কেন সেটাই বুঝছি না।
সুমন তৃণমূলের হয়ে দাঁড়িয়েছে বেশ করেছে। ভোটে দাঁড়ানো ওর গণতান্ত্রিক অধিকার। এর পরে কারুর যদি ওর গান কিনতে ইচ্ছে না হয় কিনবেন না। আর রাজনৈতিক মতাদর্শও চিরকাল একইরকম থাকবে এরকম কোনো কথাও নেই।
nyara | ২০ মার্চ ২০০৯ ০৪:৪০ | 64.105.168.210
আমার এক বন্ধু সেদিন ঠিক অক্ষর লাইনে কথা বলল। বললে যে যারা সুমনের স্টেজ পারফরমেন্সের বাতেলায় বিশ্বাস করেছে সেটা তাদের প্রবলেম। সুমনের পারফরমেন্সে নাটক-সিনেমার মতন। নট স্টেজে কি বলছে সেটা যেমন তাদের নিজেদের জীবনে প্রজেক্ট করা যায়না, সুমনের কেসেও একই ব্যাপার।
আমি অবশ্য এখনও এটা পুরোপুরি খাইনি।
a x | ২০ মার্চ ২০০৯ ০৪:৩১ | 99.152.72.73
সুমন "আমার জীবনই আমার বাণী" বলেছিল নাকি? আমি জানিনা। আমি ভাবতাম আরো বহু বহু স্রষ্টার মত ব্যক্তি ও শিল্পীর মধ্যে মিল খোঁজার কোনো মানে নেই। তবে বললে তো আরোই ভালো "আমিও ভন্ড আর সবার মত..." এরকমই কি একটা আছে না? তাইলে লোকে তখন বিশ্বাস করেনি?
m | ২০ মার্চ ২০০৯ ০৪:২৭ | 12.217.30.133
অক্ষ, সুমন আমাদের গান গায় না বলে লোকে তাকে খুব ভিলেন বানাচ্ছে এইটা আমার বিশ্বাস করতে অসুবিধে আছে। সুমনের গ্রহণযোগ্যতাই বলো বা বিশ্বাসযোগ্যতা দুটিই অত্যন্ত নড়বড়ে অবস্থায় দাঁড়িয়ে আছে- একটা লোক যদি আমার জীবন ই আমার বানী বলে বেশ কিছু লোকের কাছে অন্য উচ্চতায় পৌঁছে থাকে ,সেখান থেকে পুরো উল্টো পথে পা বাড়ালে,লোকের গালাগালের জন্যে তাকে প্রস্তুত থাকতে হবে বইকি।
Binary | ২০ মার্চ ২০০৯ ০৩:৫৮ | 198.169.6.69
এঃ অক্ষ আমাকে, 'আমাদের হয়ে' বলার দলে ফেলে দিলো ঃ(((
a x | ২০ মার্চ ২০০৯ ০৩:৫৪ | 99.152.72.73
বলে রাখা ভালো, এগুলো হাইপোথেটিকাল, আমি নিজে পার্লামেন্টারি ডেমোক্র্যাসি তে বিশ্বাস করি কিনা, আজ ভোট দিলে তৃণমূলকে ভোট দিতাম কিনা, সেগুলো এখানে আসছেনা। আমি খালি যেহেতু একটা লোক আর "আমাদের হয়ে" গান গায়না, তাই তাকে ডেভিল বানাতেই হবে, এটাকে মানতে চাইনা।
sibu | ২০ মার্চ ২০০৯ ০৩:৫৪ | 207.47.98.129
সুমন নিয়ে এত্ত কি কথা মাইরি!! সুমন ভাল গান লেখে, ভাল গান গায়, টিকিট কেটে ওর গান আগেও শুনেছি, এখনো শুনব। তাই বলে ওকে ভোট দেব না।
বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে,
মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা,
কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
আমাদের কথা
আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের
কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি
জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্চিন্তার দিন শেষ হল। ... আরও ...
বুলবুলভাজা
এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ।
দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও
লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
হরিদাস পালেরা
এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে
পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান
নিজের চোখে...... আরও ...
টইপত্তর
নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান।
এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর।
... আরও ...
ভাটিয়া৯
যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই,
সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক
আড়ালহীন কমিউনিটি ... আরও ...
টইপত্তর/ভাটিয়া৯/হরিদাসপালের লেখার বক্তব্য লেখকের নিজস্ব, গুরুচণ্ডা৯র কোন দায়িত্ব নেই
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক।
অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি।
যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।
মে ১৩, ২০১৪ থেকে সাইটটি
বার পঠিত
সকলকে জানান
উপরে যে কোনো বোতাম টিপে পরিচিতদের সঙ্গে ভাগ করে নিন