এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • stoic | ২০ মার্চ ২০০৯ ২১:৪৯ | 160.103.2.224
  • পারোলিন কে মাচ বিলেটেড সেন্ট প্যাট্রিক্স ডে'র উইশেস, উইথ আ পাইন্ট অফ গিনেস। আয়ারল্যান্ড এ রিসেশন এর এফেক্ট নিয়ে লেখার অপেক্ষায় রইলাম।
  • d | ২০ মার্চ ২০০৯ ২১:৪৫ | 117.195.32.154
  • *অভিজ্ঞতা

    সবশেষের লাইনটা আমি কাটিয়ে দিয়েছি দু। ঐ দুটোকে ধরে নিয়েছি।
  • d | ২০ মার্চ ২০০৯ ২১:৪৪ | 117.195.32.154
  • গান্ডেপিন্ডে গিলে টেনশান কাটানো তো আজ্জোরই দাওয়াই। পাল্লিন আজ বলেছে। আজ্জো কব্বে বলেছে।

    পাল্লিনের দোকানের খবরটা খুব ঃ(
    দুম করে নিজে ছাঁটাই হয়ে যাওয়া, আর চোখের সামনে অন্যদের দেখা, দুই অভিজঞতাই আমার আছে।
  • Du | ২০ মার্চ ২০০৯ ২১:৩২ | 71.252.226.146
  • দ, এইটাই ভেবেছিলাম।
    মামা মামী ইউনিভার্সাল - স্যানের জন্য
  • stoic | ২০ মার্চ ২০০৯ ২১:২৯ | 160.103.2.224
  • সবাই হঠাৎ ত্রিপিটক পড়তে শুরু কল্ল কেন? আয়্যাম কিউরিয়াস।
  • stoic | ২০ মার্চ ২০০৯ ২১:২৭ | 160.103.2.224
  • থ্যাংক্স ভুতো। নাইস্‌লি ডান। ঃ-)
  • d | ২০ মার্চ ২০০৯ ২১:২৫ | 117.195.32.154
  • বুদ্ধদেবের সর্বশ্রেষ্ঠ বাণী
    "আত্মদীপো ভব
    আত্মশরণো ভব'
  • Bhuto | ২০ মার্চ ২০০৯ ২১:২২ | 122.172.6.25
  • আজ সকালে উঠে হনুদার অট্টহাসি আর সেই হাসি শুনে স্যানের ভয় পেয়ে যাওয়া। সমাজে সুশীল দুশীল ভাগাভাগি, ব্ল্যাংকি, ভুতো, অজ্জিত, হনু সবাইকে দুশীল আখ্যায় ভূষিত করা,অতঃপর আরো কিছু চাগ্রি খোয়ানোর খবর। মনের দুঃখে সকলের খিদে পেয়ে যাওয়া, মাঝে কিঞ্চিৎ খালা-ফুফা-ভ্রমণ ইত্যাদি নিয়ে আলোচনা। আর ছিলো হিমালয়েও বিস্তৃত যার নেটওয়ার্ক সেই সংস্থার সন্ধান(এখনো নাম জানা যায় নি)।

    ঘাম মুছে আজ তক এর মতো লিখে দিয়েছি আজকের সামারি, এবার ফাইনাল কাটি। স্যানের সোসন এখনো চলছে , তাই ত্রিপিটক পড়ছে ও পড়াচ্ছে। আমি সোসন হয়ে চলে এয়েচি।
  • stoic | ২০ মার্চ ২০০৯ ২১:২১ | 160.103.2.224
  • আমি কোনোরূপ খারাপ মানে ভাবি নাই। ;-)
  • san | ২০ মার্চ ২০০৯ ২১:২১ | 123.201.53.141
  • কোনো না কোনো বুদ্ধ তো করেছেনই। সংঘং শরণং গচ্ছামি। এখন সংঘ মানে সুসিল সমাজ না সিপিএম সে নিয়ে তক্ক আছে বটে।
  • a x | ২০ মার্চ ২০০৯ ২১:১৮ | 99.152.72.73
  • দেখো, দু সেকেন্ড ধৈর্য্য নেই, হাসিটা আগেই দিয়ে দিল।
  • Du | ২০ মার্চ ২০০৯ ২১:১৮ | 71.252.226.146
  • বুদ্ধ বেঁচে থাকতে কি লোককে শরণ দেওয়ার কোন প্রমিস করেছিলেন ? সিরিয়াস প্রশ্ন।
  • san | ২০ মার্চ ২০০৯ ২১:১৭ | 123.201.53.141
  • সরি, পড়ুন এবং বলুন হবে, কিছু মনে করবেন না।
  • a x | ২০ মার্চ ২০০৯ ২১:১৭ | 99.152.72.73
  • অ্যান্ড, আই ওয়াস টকিং অ্যাবাউট সুসিল অ্যান্ড সুসিল ওনলি। নো খারাপ খারাপ মানে।
  • stoic | ২০ মার্চ ২০০৯ ২১:১৭ | 160.103.2.224
  • ঃ-)))))
  • stoic | ২০ মার্চ ২০০৯ ২১:১৬ | 160.103.2.224
  • ত্রিপিটক কি অনলাইনে অ্যাভেইলেভল ?
  • a x | ২০ মার্চ ২০০৯ ২১:১৬ | 99.152.72.73
  • সামারি - কিছুই দাঁড়ায় না, অবস্থান বুঝে সবই পিছলে পিছলে যায়।
  • san | ২০ মার্চ ২০০৯ ২১:১৪ | 123.201.53.141
  • মোদ্দা কথা হল ত্রিপিটক পড় এবং বল বুদ্ধং শরণং গচ্ছামি।
  • stoic | ২০ মার্চ ২০০৯ ২১:১২ | 160.103.2.224
  • মানে গত চব্বিশ ঘন্টার তক্ক বিতক্কের মোদ্দা কথাটা সামারাইজ কর। (১০ নম্বর)
  • arjo | ২০ মার্চ ২০০৯ ২১:০৯ | 168.26.215.13
  • ""কি দাঁড়াল""? এ কেমনতর প্রশ্ন বাপু তোমার।
  • stoic | ২০ মার্চ ২০০৯ ২১:০৭ | 160.103.2.224
  • সক্কলকে হ্যাপি উইকএন্ড বলে পাবে গিয়ে দু পাত্তর ঢালবার আগে আমার শুধু একটাই প্রশ্ন ছিলঃ
    তাহলে শেষ পর্যন্ত কি দাঁড়াল ? ;-)
  • Bhuto | ২০ মার্চ ২০০৯ ২১:০৭ | 122.172.6.25
  • দূর আজ্জোদা, আবার পড়বে পিছিয়ে পড়া জনতা। আমি দেখো কেমন গুরু পড়ে লিয়েচি, গরম খবর জেনে গেছি। আবাপ কাল বেরোক লোকে পড়ুক । আমি কাটি। শুক্কুর্বার বলে কথা।
  • Du | ২০ মার্চ ২০০৯ ২১:০৬ | 71.252.226.146
  • ছেলে গাইছে শুনছি - জর্জিয়া, জাস্ট অ্যান ওল্ড সুইট সং - দ্যাট কীপ্স ---ইং ইন মা মাইন্ড - ড্যাশ এর জায়গায় যে ভার্বটা ও বসিয়েছে তা আমার মামাবাড়ির জিনবাহিত ঃ্‌(
  • arjo | ২০ মার্চ ২০০৯ ২১:০৪ | 168.26.215.13
  • দেকো শ্রীলঙ্কার ক্রিকেটারদের মতন আম্মো ইম্পর্ট্যান্ট। র কেলাচ্ছে। হুঁ হুঁ বাওয়া। কাল আবাপটা পড়তে ভুলবেন না যেন।
  • Bhuto | ২০ মার্চ ২০০৯ ২০:৩৫ | 122.172.6.25
  • Ode to Joy এর তালে তালে। সেইমতো বাজাই।
  • Bhuto | ২০ মার্চ ২০০৯ ২০:৩৪ | 122.172.6.25
  • অর্থ হলো র-এর হাতে raw মার খাচ্ছে আজ্জোদা। কিলিয়ার করে লেখা ভালো।
  • Bhuto | ২০ মার্চ ২০০৯ ২০:৩৩ | 122.172.6.25
  • জোরে বাজাই তবলা, তাহলে মারের আওয়াজ চাপা পড়ে যাবে। র মার খাচ্ছে।
  • r | ২০ মার্চ ২০০৯ ২০:৩১ | 198.96.180.245
  • ক্যাল, ক্যালা, আজ্জোকে ক্যালা, ঘিপ ঘাপ।
  • Bhuto | ২০ মার্চ ২০০৯ ২০:৩০ | 122.172.6.25
  • এই রে ? পুরোনো কেস, ভুলে গেছি। ইয়ে আমি কিছুই দেখিনি , কিছুই শুনি নি, একটু গান বাজনা কচ্চিলাম, যাই তবলা বাজাই।
  • P | ২০ মার্চ ২০০৯ ২০:৩০ | 163.244.62.125
  • ইকিরে প্রথমে চোতা করে তার ওপর গলাবাজি! আবার কি ভুলভাল ফান্ডা , আমি মোট্টেও পয়্‌সা গুনি না , স্যাট স্যাট ব্যাংকে ঢুকিয়ে দিই।গুনলে যদি ক্ষয়ে যায়।
  • r | ২০ মার্চ ২০০৯ ২০:৩০ | 198.96.180.245
  • দু ত্রিপিটক পড়া শুরু করুক।
  • arjo | ২০ মার্চ ২০০৯ ২০:২৮ | 168.26.215.13
  • বল্লে হবে। ওটা আমার প্রোপাইটরি। তোমার আর ন্যাড়াদার পয়সা গোনা। (উফ্‌ফ কি স্মৃতি আমার)। যাই খেয়ে আসি। ;)
  • Bhuto | ২০ মার্চ ২০০৯ ২০:২৭ | 122.172.6.25
  • আমি সাক্ষী, আমি দেখেছি । আজ্জোদা টুকেছে। কি শাস্তি দেওয়া যায়?
  • Bhuto | ২০ মার্চ ২০০৯ ২০:২৫ | 122.172.6.25
  • আজব কেস মাইরি, বাঁচার জন্য পয়সা দেওয়া হল, ওমা মদো-মাতালের মতো সেই পয়সায় ফূর্তি? অ্যাঁ? বলি ঐ পয়সায় কতগুলোর চাগ্রি বেঁচে যেত,আর আমাকে এমন টেনশন খেয়ে বাড়ি এসে বসে থাকতে হতো না। হ্যাঁ মনের উচাটনে বাড়ি চলে এয়েচি।
  • P | ২০ মার্চ ২০০৯ ২০:২৫ | 163.244.62.125
  • ইকিরে , আজ্জো আমার গান্ডেপিন্ডে গেলাটা পুরো চোতা করে আবার দুকে দে দিল, কি দিনকাল !
  • arjo | ২০ মার্চ ২০০৯ ২০:১৯ | 168.26.215.13
  • দুদি এর একটা ভালো ওষুধ হল গান্ডেপিন্ডে খাওয়া। ভালো খেলে আমার এই জাতীয় চিন্তা ভাবনা সব কেমন হুস হয়ে যায়। রাগ কেমন জল হয়ে যায়।
  • Du | ২০ মার্চ ২০০৯ ২০:০৯ | 71.252.226.146
  • সিসিফাসের কথা আমি আগে পড়ি নি, কিন্তু এখন নিজেকে সর্বদাই সিসিফাস মনে হয় । নিজেকে শুধু কেন, সবাইকেই। মিছে এই জীবন ঃ(
  • arjo | ২০ মার্চ ২০০৯ ২০:০৪ | 168.26.215.13
  • এই নিয়ে আম্রিগায় ঝড় বয়ে গেছে। বেইল আউট মানি নেবার পরে, এআইজি নাকি ১৬৫ মিলিয়নের রিটেনশন বোনাস দিয়েছে। জনগণ বলেছে টাকা ফেরত দাও নইলে মেরে চামড়া গুটিয়ে দেব। শুনছি অনেকেই টাকা ফেরত দিয়েছে। যারা দিচ্ছে না তাদের জন্য ঐ ৯০% বোনাস ট্যাক্স। সিইও র একবছর টাকা না পেলেও চলবে। ও কোনো বোনাস টোনাস নিচ্ছে না। এবারে মুশকিল হল বেশ কিছু আমাদের মতন লোকজন ১০০০ ডলার টাইপ বোনাস পেয়েছিল। তাদেরও মারা গেল এই বাজারে।
  • Blank | ২০ মার্চ ২০০৯ ২০:০০ | 203.99.212.224
  • আর বোনাস কত নেবে?
  • arjo | ২০ মার্চ ২০০৯ ১৯:৫৭ | 168.26.215.13
  • এআইজি র সিইও লিডি নাকি এবছরে ১ ডলার মাইনে নেবে। দেখে একটু শেখো তোমরা, বড় হয়ে সিইও হতে হবে না।
  • san | ২০ মার্চ ২০০৯ ১৯:৫৫ | 123.201.53.133
  • মানে এই আইটিসমুদ্রে আমি বিপিও/কেপিওর সবেধন নীলমণি প্রতিনিধি হিসেবে স্বেচ্ছাপ্রণোদিত হয়ে খবর দিলাম ঃ-))))

    এই বাজারে আবার আরেক বন্ধু প্রোমোটেড হয়ে ম্যাঞ্জার হল , আজকেই খবর এসেছে। আরেকজনের চাক্রি গেছে।
  • r | ২০ মার্চ ২০০৯ ১৯:৫৫ | 198.96.180.245
  • গরীব মানুষকে ভালো বোনাস দিলে ভগবান আশীর্বাদ করে। ওবামাও জানে।
  • san | ২০ মার্চ ২০০৯ ১৯:৫২ | 123.201.53.133
  • আমাদের কেউ কিছু বলেনি হাইক টাইক আছে না নেই। আর মজার ব্যাপার হল আজকে কঠিন অফিসিয়াল মেল এসেছে লে-অফ সংক্রান্ত কোনো গুজব ছড়ালে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে (গত কয়েকদিন ধরেই শুনছিলাম দশ ভাগের এক ভাগ ছাঁটাই হতে চলেছে, হাওয়ায় খবর ভাসে)।
  • Blank | ২০ মার্চ ২০০৯ ১৯:৪৯ | 203.99.212.224
  • হাইক নাই হয়ে গেছে
  • arjo | ২০ মার্চ ২০০৯ ১৯:৪৮ | 168.26.215.13
  • ইকিরে। এরা কি? কোনো একটা সমাজ চেতনা নেই। আম্রিগা হলে ওবামা এতক্ষণে ৯০% বোনাস ট্যাক্স বসিয়ে দিত। আছে তাই খাচ্ছ।
  • r | ২০ মার্চ ২০০৯ ১৯:৪৭ | 198.96.180.245
  • ভিপিপি-টা কি?
  • Arpan | ২০ মার্চ ২০০৯ ১৯:৪৬ | 216.52.215.232
  • হাইক তো জিরো।

    বাড়ি যাই।
  • Arpan | ২০ মার্চ ২০০৯ ১৯:৪৬ | 216.52.215.232
  • ভিপিপি তো মায়া হয়ে গেল।
  • san | ২০ মার্চ ২০০৯ ১৯:৪৫ | 123.201.53.133
  • হাইক টাইক ক্যামন হচ্ছে জনতার ? আজকে একজন খুবই বিমর্ষ দেখলাম মোটে দশ পার্সেন্ট হচ্ছে বলে ! (আমাদের অফিসের নয়) আমরা হুলিয়ে গাল দিলাম, এই বাজারে , যত্তসব।
  • r | ২০ মার্চ ২০০৯ ১৯:৪৪ | 198.96.180.245
  • তোমার দোকান তো আর খেলনার দিকে হাত বাড়াচ্ছে না শুনলাম। তাও মুখ ব্যাঁকাচ্ছ কেন?
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত