এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • lcm | ১৯ মার্চ ২০০৯ ২৩:৫১ | 128.48.7.222
  • হে হে, রিসোর্সিত... এটা বেশ ভালো।
  • h | ১৯ মার্চ ২০০৯ ২৩:৫০ | 61.95.144.10
  • সুশীল সমাজ আর বিদ্বজন সমাজ যাই এখন তৈরী হয়েছে, সেটাকে অর্গানাইজড পলিটিক্স এর সুবিধে মত বিরোধিতা করার জন্য তৈরী করা হয়েছে। এই ভাবেই এই ফোরাম টার ট্রিভিয়ালাইজেশন সবচেয় বেশি হয়েছে। তার জন্য স্টার বা মিডিয়ারা সকলেই দয়ী। আর কিছু লোক আগে কখনো মিছিলে হাঁটেনি এবং একটা মিছিলে হেঁটেছে বলে তারা বা সেই মিছিল শুধু সেই কারণেই মহান কিসু হয় না। আমি বলবো, যারা অনেকদিন ধরে বিভিন্ন মিচিলে হাঁটে, তারাই সমাজ পরিবর্তন করে। (আমেন! সেই ছোটোবেলার কতা) একটা লোক শুধু পার্সোনালি মহান না মহান নয়, তাতে জাস্ট কিছুই আসে যায় না, এবং সেই কারণেই আমাদের বন্ধুরা কে কী ঠিক বা ভুল করেছেন, মিছিলে হেঁটে বা না হেঁটে সেটা আলোচনা করাটা এক ধরণের বাজে ডাইগ্রেসন।

    এটা বাস্তব, শখের চিন্তা নায়ক দের কেউ বেসিকালি সিরিয়াসলি নেয় না, অন্য শখের খেলুড়ে রা ছাড়া। যারা খুন হচ্ছেন, বিভিন্ন দলের লোক জন, তারা বেশির ভাগই গ্রামের ক্যালানে লোকজন, তারা বেশির ভাগ সময়েই চিন্তিত বা উল্লসিত দুই ধরণের বড়লোকদের ই কম বিশ্বাস করে থাকেন।

    একটা খুন হয়েছে। সবচেয়ে বড় কথা সরকার খুন করেছে। তার প্রতিবাদ হয়েছে। বেশ হয়েছে। এই ইস্যুতে তে বড় পোলারাইজেশন হয়েছিল, লোকে পক্ষ নিয়েছে, খচে গেছে ইত্যাদি। কেউ তার বিপক্ষ নিয়েছে খচে গেছে। এই স্বাভাবিকতা টাকে অস্বীকার করার প্রশ্নই ওঠে না। কেউ মহান কিসু করছে না। মনে করেছে খচা উচিত, সিপিএম মেরেছে বলে বা পুলিশ মেরেছে বলে বা সিপিএম কে খুন করা হয়েছে বলে ইত্যাদি।

    কিন্তু সরকারের শিক্ষা স্বাস্থ্য পারফর্মেন্সের বিরুদ্ধে ঠিক এই মোবিলাইজেশন সম্ভব নয়, যেটা এইরকম ব্লাডি টার্ফ ওয়ারে র ইস্যুতে ছাড়া সম্ভব নয়। শুধু এই সামান্য রাজনৈতিক কারণেই, সিপিআইএম এর কমন রাজনৈতিক শক্তিরা এই ইস্যুতে এক জায়্‌গায় হয়েছিলেন। বেশ করেছিলেন। তেমনি অন্য বিভিন্ন ইস্যুতে আবার সিপিআইএম এর সংগে নানা লোক যাবে বা গেছে। তারা সকলেই কিসু পেসাদ পেয়েছেন এটা নাও হতে পারে। সিপিআইএম এর বাইরের বিভিন্ন এস্টাবলিশমেন্টের পেসাদ দেওয়ার ক্ষমতা কিছু কম নাই, বাজে বকে লাভ নেই।

    যে কোনো বড় ফোরামে নানা লোক থাকে।

    নন্দীগ্রামের ব্লাডি ঘটনা সমূহকে যে যেরকম ভাবে পারবেন ব্যবহার করবেন, এটা হবেই, সিপিআইএম বিরোধী রা কি ছেড়ে দেবেন নাকি। শুধু এই ঘটনার জন্য, অনকেই মমতার অনেক অপদার্থতা ভুলে গিয়ে মমতাকে সমর্থন করলেও কিছু বলার নেই, কারণ সিম্পল, সরকার খুন করেছে। মমতার লজিক, পুরো সঞ্জয় গান্ধীএ জাতীয়, কমপ্লিট বোগাস রেটোরিক অ্যান্ড নাথিং এল্‌স। তবু অনেকেই মমতাকে সমর্থন করবেন। কি করা যাবে। খচে গেলে মানুষ রেগে যাবেই।

    এই মোবিলাইজেশন একটা ছোটো আপত্তিকর করোলারি আছে, সরকার ছাড়া আর কারো দায়বদ্ধতার কথা না বলাটাই ফ্যাশন, এবং এই ফ্যাশনটাই, সিভিল সোসাইটি আর্গুমেন্টের স্থানীয় সাফল্য। এবং এই সাফল্যটা আরো বেশি করে বোঝা যায় গ্লোবালাইজেশন ডিবেটে জেনেরালি সুশীল সমাজের ভূমিকা দেখলে।
  • sibu | ১৯ মার্চ ২০০৯ ২৩:৪৭ | 207.47.98.129
  • আপ মার্কেটে রিসোর্স ডাউন মার্কেটে রিসোর্সিত।
  • sayan | ১৯ মার্চ ২০০৯ ২৩:৪৪ | 115.108.25.26
  • অন সেকেন্ড থট, গজাল? হোয়াই নট? দেখি খুঁজে পেতে।
  • lcm | ১৯ মার্চ ২০০৯ ২৩:৪৩ | 128.48.7.222
  • উহুঁ, এই রিসেশনের বাজারে, সোসিত নয়, এখন রিসোসিত।
  • Arpan | ১৯ মার্চ ২০০৯ ২৩:৪১ | 122.252.231.12
  • তাও ভাল, হারমাদ কস নাই। সোসিত হারমাদ। ভেবেই কুল পাচ্ছি না!
  • Du | ১৯ মার্চ ২০০৯ ২৩:৪১ | 74.7.148.7
  • গুজরাটে জিতলেই সিপিএম কম্পিটেন্ট হয়ে যাবে অজদা, চিন্তা কইরেন না ঃ)
  • sayan | ১৯ মার্চ ২০০৯ ২৩:৪০ | 115.108.25.26
  • পোতিক্কিয়াসিল ও অসুসিল অপ্পন সোসিতো হও ঃ-$
  • Du | ১৯ মার্চ ২০০৯ ২৩:৩৯ | 74.7.148.7
  • লিংক দিতে হবে? কেউই না দেখে থাকলে খুঁজে দেবখন। ঐ লিংক দেখে ভোটের নির্নয় বদলে যেতে পারে তো ঃ)
  • Arpan | ১৯ মার্চ ২০০৯ ২৩:৩৬ | 122.252.231.12
  • এম-সিক্সটিন নয়, একটা গজাল জোগাড় কর। তারপরে নিজের মাথায় ঢোকা। ঃ-)
  • sayan | ১৯ মার্চ ২০০৯ ২৩:৩৫ | 115.108.25.26
  • ২) এর উত্ত ৩) এ মানে?
    নাকের নীচে শীতল চৌধুরি? শীতল চৌধুরি'র নাক নেই বা গুপ্ত্‌ নাক? নাকি চৌধুরি গুপ্ত্‌ হয়েছে? ই কি চাপের হিন্ট!!
  • Arpan | ১৯ মার্চ ২০০৯ ২৩:৩৫ | 122.252.231.12
  • ন্যাড়াদার সেকন্ড প্যারাকে ডিটো দিলাম।
  • lcm | ১৯ মার্চ ২০০৯ ২৩:৩৩ | 128.48.7.222
  • আমি এখানে গাড়িতে স্টিকার দেখেছিলাম, লিবারিলিজম ইস এ মেন্টাল ডিসওর্ডার।
  • sayan | ১৯ মার্চ ২০০৯ ২৩:৩৩ | 115.108.25.26
  • কালকেই একটা বেসবল ব্যাট খুঁজছিলাম। আজ দেখছি নিদেন একটা এম-সিক্সটিন না হলে চলবে না।
  • sibu | ১৯ মার্চ ২০০৯ ২৩:৩২ | 207.47.98.129
  • ফ্র্যাঙ্কলি, সিপিএম খুবই ইনকমপিটেন্ট। আমি অবিশ্যি সোশ্যাল ডেমোক্র্যাট, এবং সে হিসেবে সিপিএমের সাথে আমার ইডিওলজিক্যালি মেলে ভাল। তবে এদের একটু কমপিটেন্ট যে কি করে করা যায়!!
  • pi | ১৯ মার্চ ২০০৯ ২৩:৩২ | 69.255.233.93
  • মানে বই ছাড়া সুশীলের মানে বোঝা চাপ।

    http://tinyurl.com/cbcefq

    ঃ)
  • Arpan | ১৯ মার্চ ২০০৯ ২৩:৩১ | 122.252.231.12
  • ২) এর উত্তর ৩)-এ আছে। গুপ্ত্‌। গুপ্ত্‌। গুপ্ত্‌গুপ্ত্‌।
  • lcm | ১৯ মার্চ ২০০৯ ২৩:৩০ | 128.48.7.222
  • আরে না, সিপিএম তো নোন ডিভিল-ই ছিল, চাষীদের ওপর গুলি টুলি চালিয়ে এখন আননোন হয়ে গেছে।
  • Arpan | ১৯ মার্চ ২০০৯ ২৩:৩০ | 122.252.231.12
  • বিরোধী নেত্রীর কথা অনেকদিন ধরেই পাত্তা দেবার প্রয়োজন অনুভব করি না। কিন্তু এই মন্তব্যটি কোথায় কবে বেরিয়েছে একটু জানা যাবে? এনি লিংক?
  • sayan | ১৯ মার্চ ২০০৯ ২৩:২৯ | 115.108.25.26
  • ১) সুসিলেরা কি সোসিতো হন না?
    ২) অপ্পনের ১১ঃ১০পিএমের পোস্টে নাকের নীচে কিছু নেই কেন?
    ৩) শীতল চৌধুরি - হোয়্যার আর্ট দাউ?
  • Binary | ১৯ মার্চ ২০০৯ ২৩:২৯ | 198.169.6.69
  • এমন ধেয়ে মন্তব্য আসছে, যে পাঁচ মিনিট ফোন কত্তে পাচ্ছি না। যাউক, এখনে লাঞ্চে যাই, আগে পেট তারপর সুশীল সমাজ।
  • nyara | ১৯ মার্চ ২০০৯ ২৩:২৮ | 64.105.168.210
  • এট খুব চেনা ছক। এদেশেও বুশ জমানার প্রথম দিকে 'লিবারল' শব্দটা খুন ডার্টি করে দিয়েছিল রিপাব্লিকানরা। 'সুশীল' শব্দের আজ বাংলায় সেই হাল।

    আমি যদিও এ ব্যাপারে অনেকের সঙ্গেই একমত যে মমতা ক্ষমতায় এলে অনেক অনেক বেশি সর্বনাশ হবে, কিন্তু সিপিয়েমের শেষ কুড়ি বছরের জমানা এমন কিছু করেনি যে যার জন্যে তারা ভোট চাইতে পারে। অন্য দল ক্ষমতায় এলে যদি সিপিয়েম কিছুটা হলেও রুটে ফিরে যায়, এই ভেবে অনেকে মমতাকে সাপোর্ট করছেন বলে আমার ধারণা।
  • lcm | ১৯ মার্চ ২০০৯ ২৩:২৩ | 128.48.7.222
  • সুশীল কথাটা শুনলে কিরকম সুশীতল একটা ব্যাপার মনে হয়। বিদ্যাসাগরের কথাও মনে হয়, সুবোধ... ... তবে ইদানিং , ঐ নন্দীগ্রামের মিছিলের পর থেকে সিপিএম-এর লোকজন কথাটাকে প্রায় স্ল্যং হিসেবে ইউস করছে - যত্তো সব! সুশীল কোথাকার! ফালতু সুশীলের দল! শালাদের ধরে ধরে ... ....
    এখানে সুশীল বলতে বাঞ্চ অফ্‌ হিপোক্রিট বোঝানে হচ্ছে। কিংবা - তোর এই সুশীলগিরি রাখ তো! মুশকিল হয়েছে যাদের নাম সুশীল, এরকম একটা নিরীহ নাম নিয়ে কি মুশকিলেই না পড়েছে এরা।
  • M1 | ১৯ মার্চ ২০০৯ ২৩:২২ | 59.93.197.157
  • বর্নপরিচয়ে সুশীল বালকের কথা পড়েছিলাম।তখন একরকম বুঝেছিলুম বটে,তাবে সুশীল সমাজ আর বুঝি নাঃ(
    নাহ লেখাপড়াটা আজকাল আবার শুরু করতে হবে
  • sibu | ১৯ মার্চ ২০০৯ ২৩:২২ | 207.47.98.129
  • এখানে সুসীল আছে কিনা আমি কি করে জানব?

    সব্বাইকে শুধিয়ে দেখ, যে হাত তুলবে সে সুসীল।

    ইনকামবেন্সি নিয়ে আমার একটিই কতা। সিপিএম হল গিয়ে নোন ডেভিল। মমতা হল গিয়ে আননোন ডেভিল।
  • Du | ১৯ মার্চ ২০০৯ ২৩:২১ | 74.7.148.7
  • তাও ভুতো আজ নিশ্চিহ্ন করার কথাটা উল্লেখ করলো। তা নাহলে - বিরোধী নেত্রীর উক্তি বিধানসভায় হারার দেড়বছরের মধ্যে সিপিএম নিশ্চিহ্ন হয়ে যাবে ( নির্বাচনে নিশ্চিহ্ন হবে বলেননি)- খুব বালখিল্য শোনায়নি - কিন্তু কথাটার মানেটা কি তা নিয়ে কে কি ভাবছেন জিগাইনি ইচ্ছে করেই - ঐ বাইনারির মত ভেবেই - কি আর হবে - তার চেয়ে যে যা ভাবছেন ভাবুন - নিজের বিবেচনামত ভোট দিন ।
  • a x | ১৯ মার্চ ২০০৯ ২৩:১৯ | 99.152.72.73
  • তাহলে বাইনারির বক্তব্য সুশীল তারা, যারা খালি সিপিএমের দোষ দেখে, আর কারো না, আর কারো মানে এখানে তৃণমূল এবং বোধহয় মাওবাদিরাও? সুশীল তাহলে সরকার বা প্রশাসনের দোষ না দেখে, বা ক্ষমতাসীন পার্টিকে না দেখে, কেন সব রাজনৈতিক পার্টির দোষ দেখেনা? তাদের হাতে পুলিশ কে গুলি চালানোর নির্দেশ দেবার ক্ষমতা থাক বা না থাক?
  • Arpan | ১৯ মার্চ ২০০৯ ২৩:১৮ | 122.252.231.12
  • আবাপ তো আর সুসিল আর বলে না, এখন তারা "বিদ্বজ্জন' কয়েন করেছে। কিন্তু এখানে সুসিল মস্তিষ্ক আছে কি নেই সেইটা জানা দরকার।
  • nyara | ১৯ মার্চ ২০০৯ ২৩:১৬ | 64.105.168.210
  • বাইনারিদা, এই 'সিপিয়েম ঠ্যাঙানি খেলো, কেউ কাঁদল না তো' কাঁদুনির একটা মুশকিল আছে। নন্দীগ্রামে সিপিয়েমের তান্ডবের পরে বুদ্ধবাবুও এরকম যুক্তি দিয়েছিলেন যে 'আমরাও মার খেয়েছি, তখন এনারা মোমবাতি মিছিল বের করেননি কেন?'

    গল্প হল প্রশাসন তোমাদের। পুলিশ তোমাদের। অধিকাংশ পঞ্চায়েত তোমাদের। তা সঙ্কেÄও যদি পার্টির লোকেদের সুরক্ষা দিতে না পার, তাহলে অপার্টি বা বিপক্ষ পার্টির লোকেদের কথা ভাব! সেই জন্যেই সিপিএয়েম প্যাঁদানি খেলে সাধারণ মানুষ বিশেষ আহা-উহু করেন না। প্রাক-৭৭-এ ছাত্র পরিষদ মার খেলেও একই কেস ছিল। ইনকাম্বেন্সির প্রবলেম।
  • rokeyaa | ১৯ মার্চ ২০০৯ ২৩:১৬ | 203.110.243.21
  • আমি সিদ্ধার্থ মডেল দেখিনি, বুদ্ধ মডেল দেখেছি। পার্থক্যটা জানতে চাইছি, সত্যি প্রশ্ন।
  • M1 | ১৯ মার্চ ২০০৯ ২৩:১৫ | 59.93.197.157
  • কেন শুধু টুকটাক মুখ চালাচ্ছেন,খিচুড়ি ও তো হ্যাস।
  • sibu | ১৯ মার্চ ২০০৯ ২৩:১৫ | 207.47.98.129
  • সুসীলের সংজ্ঞা আবাপ দেবে।
  • sibu | ১৯ মার্চ ২০০৯ ২৩:১৪ | 207.47.98.129
  • পেসাদে কেউ খিচুড়ির কতা কইচে না কেন?
  • lcm | ১৯ মার্চ ২০০৯ ২৩:১৪ | 128.48.7.222
  • আর হ্যাঁ, আর ঐ কর্নাটকি বোলার। সে যে কি করে জাতীয় দলের বোলিং কোচ হয়ে গেল, পেসাদ পেয়েছিল বোধহয়।
  • Arpan | ১৯ মার্চ ২০০৯ ২৩:১৩ | 122.252.231.12
  • এক মিনিট। এই সুশীল কারা সেই নিয়ে আমার বিশাল ডাউট রয়েছে। এই পাতায় যারা নন্দীগ্রামের গণহত্যার নিন্দা করে, কিন্তু নির্বাচনী খুনোখুনি * বা মাওবাদী হানার কথা বলে না, তাদেরো কি সুশীল বলা হচ্ছে?

    * আজকের কাগজের পাতায় সিপিয়েম কেন, তিনোমুলি সমর্থকের খুনেরও খবর আছে, কোনটাই চোখ এড়ায়নি।
  • sibu | ১৯ মার্চ ২০০৯ ২৩:১৩ | 207.47.98.129
  • বদলানো যেতে পারে। ডিপেন্ড করছে সিদ্ধার্থ মডেল কতটা ফেরৎ আসবে তার ওপর।
  • arjo | ১৯ মার্চ ২০০৯ ২৩:১৩ | 168.26.215.13
  • কেনে বাতাসা উইথ সাম শশা।
  • M1 | ১৯ মার্চ ২০০৯ ২৩:১২ | 59.93.197.157
  • ধন্যযোগ লসাগু,একটু দক্ষিণী হাওয়া গায়ে লাগলোঃ)
  • rokeyaa | ১৯ মার্চ ২০০৯ ২৩:১২ | 203.110.243.21
  • খারাপ হলে আবার যে বদলানো যাবে না, এমনি কোনো কথা আছে?
  • pi | ১৯ মার্চ ২০০৯ ২৩:১২ | 69.255.233.93
  • আর ঐ লম্বু বোলার ?
  • lcm | ১৯ মার্চ ২০০৯ ২৩:১১ | 128.48.7.222
  • প্রসাদ শুনলেই দুটো কথা মনে হয়। নকুলদানা, আর, পুরোনো সিনেমা পত্রিকা।
  • sibu | ১৯ মার্চ ২০০৯ ২৩:১০ | 207.47.98.129
  • অপ্পন জুজু দেখবে বলে আমাকেও দেখতে হবে? বেশ তো তুমি জুজু দেখতে যাও আর আমি জুজুর চামচেদের নিয়ে খিল্লি করি।
  • Arpan | ১৯ মার্চ ২০০৯ ২৩:১০ | 122.252.231.12
  • শিবুদা, দৃষ্টির সীমবদ্ধতা। তাই মোটে দুটো। ঃ-
  • Binary | ১৯ মার্চ ২০০৯ ২৩:০৯ | 198.169.6.69
  • এখানে পোলারাজেশনের কথা আসছে কোত্থেকে ? পোলারাইজেশন কেউ বল্ল নাকি ? শিক্ষা-সাস্থ্যের ফেলিওর নিয়ে-ও তো কিছুই বলা হয়নি, এগুলোতো সত্যি। আমি খালি বলতে চাইলাম, কিছু কিছু ঘটনা উহ্য-ই থেকে যায়, যেমন হনু কাল কইলো, বর্ধমানে চার জন খুন হওয়ার কথা, সুশীল মস্তিষ্কে উহ্য-ই থেকে যায়।
  • Arpan | ১৯ মার্চ ২০০৯ ২৩:০৮ | 122.252.231.12
  • এই আরো খারাপ হবে নামক জুজুর কথা শুনতে শুনতে বড় হলাম। বড় যখন হয়েই গেছি একটু জুজুকে দেখেই নেই সচক্ষে। আর কতটাই বা খারাপ হবে?
  • sibu | ১৯ মার্চ ২০০৯ ২৩:০৮ | 207.47.98.129
  • অপ্পন,

    তুমি আমাকে মোটে দুটো অপশন দিলে?

    হয় আমি খোরাক করছি, নয় প্রাক্তনী দায়বদ্ধতা?
  • M1 | ১৯ মার্চ ২০০৯ ২৩:০৮ | 59.93.197.157
  • ইয়ে আমার একটা পোস্ন ছিল।
    পোচার সুরু হবার পর থেকেই সুনচি দিদিবাহিনী বলচে "এই সিপিএমের কোনো অদিকার নেই রাজ্যসাসনের,সিপিএম হঠাও"
    এটা লোকসবা ভোট তো?আচ্চা,লোকসবাটা ঠিক কোতায় যেন?কি হয় সেখানে?
  • nyara | ১৯ মার্চ ২০০৯ ২৩:০৮ | 64.105.168.210
  • রবাবুকে - মেঘনাদ-মনোজ মডেল নয় ব্র্যান্ড। মনোজবাবুকে পুরো ধরলে হবে না। পোস্ট নব্বই মনোজবাবু।
  • sibu | ১৯ মার্চ ২০০৯ ২৩:০৭ | 207.47.98.129
  • ন্যাড়ার কতাটা ভারী পচন্দ হল। সুশীল/দুঃশীল ভাগ হল আসলে কে কবে কার পেসাদ কতখানি পেয়েছিলেন - তার বোঝাপড়া।

    সিপিএম, জ্যোতি, বুদ্ধ, দিদি, আবাপ - সকলের পেসাদের হিসাব করলেই কার কোথায় দায়বদ্ধতা বোঝা যাবে।
  • Arpan | ১৯ মার্চ ২০০৯ ২৩:০৬ | 122.252.231.12
  • ** নির্বাচনী
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত