এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • Blank | ১৬ মার্চ ২০০৯ ১১:৩৫ | 203.99.212.224
  • আসবেনা কখন বল্লো?
  • Arpan | ১৬ মার্চ ২০০৯ ১১:৩৪ | 65.194.243.232
  • হেকোববা। পপুলার ডিমান্ড।
  • h | ১৬ মার্চ ২০০৯ ১১:৩৩ | 203.99.212.224
  • সিফো মাইরি বুকে পোচুর দাগা দিলি। আসবি না? যাক কি আর করবি। পরে হবে।
  • Blank | ১৬ মার্চ ২০০৯ ১১:৩২ | 203.99.212.224
  • আর্সালানে শুধুই খাওয়া যায় ঃ(
  • h | ১৬ মার্চ ২০০৯ ১১:৩২ | 203.99.212.224
  • কোনটায়, কেন?
  • Arpan | ১৬ মার্চ ২০০৯ ১১:৩১ | 65.194.243.232
  • হনু, একটু টইটায় লেখো না।
  • h | ১৬ মার্চ ২০০৯ ১১:৩০ | 203.99.212.224
  • না। চীনের পথ ই আমাদের পথ। অরিজিতের ডেমোক্রাটিক সে¾ট্রালিজম-টা, বিলেতে গিয়ে একেবারে নষ্ট হয়ে গেছে। এটাই সিদ্ধান্ত।
  • Arpan | ১৬ মার্চ ২০০৯ ১১:২৯ | 65.194.243.232
  • বাপ্স, পুরো তৃতীয় ফ্রন্ট! ঃ)
  • Bhuto | ১৬ মার্চ ২০০৯ ১১:২৮ | 203.91.207.30
  • আমিও যাবো, আমিও খাবো ঃ-(
  • Arijit | ১৬ মার্চ ২০০৯ ১১:২৬ | 61.95.144.123
  • আরসালানে গেলে হয় না? ওদের বিরিয়ানি নাকি ব্যাপক। চীনে খানা তো এই সেদিন মেনল্যাণ্ড চায়নাতে খেলুম।
  • h | ১৬ মার্চ ২০০৯ ১১:২৪ | 203.99.212.224
  • গাড়ি নিয়ে এলে এডিনবরার রিং রোড থেকে চার নং রাউন্ড অ্যাবাউটের পরের তিন নং বাঁদিক। A 2009 রাস্তা ধরে মাত্র ছ মাইল, দেখবে লেখা আছে, এখানে আরশোলা ও উইপোকা মারা হয় ওটার থেকে জাস্ট ২০০ ইয়ার্ডস মত গেলেই ডান দিকে প্রথম রেস্তোরাঁ। বিগ বস ;-)

    আমি মেলে ডিরেকশন দিয়ে দেবো।
  • Arijit | ১৬ মার্চ ২০০৯ ১১:২৩ | 61.95.144.123
  • অক্টোপাস খায় কিনা জানি না, তবে স্কুইড খেতে বেশ ভালো।
  • Arpan | ১৬ মার্চ ২০০৯ ১১:২১ | 65.194.243.232
  • কোথায় যাইতাস? মেচা না বে? না অন্য কোথাও?
  • Blank | ১৬ মার্চ ২০০৯ ১১:২০ | 203.99.212.224
  • সাইন্স সিটির সামনে দিয়ে পার্ক সার্কাসের দিকে যেতে গেলে ডান হাতে পরে চায়না টাউন। কোন গলি দিয়ে ঢুকতে হবে তা উইকি ম্যাপিয়া তে হ্যাস
  • h | ১৬ মার্চ ২০০৯ ১১:২০ | 203.99.212.224
  • একেবারে নিরিমিষে আমার আপত্তি নেই, যদি সেটা মেডিটেরেনিয়ান হয়, পালং/চীজ/বেগুন/পোমোদোরে খারাপ না। কিন্তু আমার আপাততঃ আহ্লাদে খরচা করার মত টাকা নেই। কিন্তু তাই বলে নিমন্ত্রণ গ্রহণ করার মত হৃদয়টিকে তো আর মহাজনের কাছে বন্ধক রাখিনি। ডেকে খাইয়ো, পার্ক স্ট্রীটের মারাকেশে ঃ-)
  • Arijit | ১৬ মার্চ ২০০৯ ১১:১৭ | 61.95.144.123
  • ২১ তারিখ সকালে একবার ইস্কুলে যাবো - দুপুরে ফ্রী। চায়না টাউন যাইনি কখনো - কোথায় এবং কি করে যায়?
  • h | ১৬ মার্চ ২০০৯ ১১:১৫ | 203.99.212.224
  • নইলে আগে একদিন এসো, একটু বিশুদ্ধ শৈব মতে কচি পাঁটা খেয়ে যেয়ো।
  • h | ১৬ মার্চ ২০০৯ ১১:১৪ | 203.99.212.224
  • তুমি শুধু সামুদ্রিক পালং খেয়ো তাইলে। কিন্তু পারলে, বাড়িতে চাপ না হলে আইসো।
  • sinfaut | ১৬ মার্চ ২০০৯ ১১:১২ | 203.91.193.5
  • চায়না টাউনে গিয়ে তারপর সাপব্যাংঅক্টোপাস খাওয়ার ধান্দা করলে আমি নেই। মানুষের এই অম্নিভোরাস ক্যারাক্টারে আমার চাপ হয়ে যায়।
  • h | ১৬ মার্চ ২০০৯ ১০:৫৫ | 203.99.212.224
  • আমি পড়তে চাই, সোমনাথ, আমারে দিস। একে একে পড়বো। মে মাসের শেষের দিক থেকে নেওয়া শুরু করবো। এন্টায়ার কাজ পড়ব অবভিয়াসলি।
  • saikat | ১৬ মার্চ ২০০৯ ১০:৪৩ | 202.54.74.119
  • হ্য, স্বপনের ম্যাজিক রিয়েলেটি আছে। বেশ কিছুদিন আগে কিনেছিলাম। এই বইটার জন্য কয়েক আগেও বর্ণালীতে গেছিলাম। পাইনি। এবার দেখি।
  • Arijit | ১৬ মার্চ ২০০৯ ১০:৩৪ | 61.95.144.123
  • সাবানের দৌলতে সিদিন আমার ম্যানিওরের ন্যাজে গোবরে হওয়াটা দেখা হল নাঃ-(
  • Arijit | ১৬ মার্চ ২০০৯ ১০:১২ | 61.95.144.123
  • পাইসি। নন্দীগ্রামে ক্যাম্পেন শুরু করে তিনি বলেছেন "রাকেশ রোশন ফের চাঁদে যেতে পারেন, কিন্তু নয়াচরে কখনোই কেমিক্যাল হাব হবে না';-)
  • Arijit | ১৬ মার্চ ২০০৯ ০৯:৫১ | 61.95.144.123
  • ইয়ে - দিদি নাকি কাল দাবি করেছে রাকেশ রোশন চাঁদে গেসলো?
  • Somnath | ১৫ মার্চ ২০০৯ ২০:০৮ | 117.194.193.68
  • ও, ইয়ে, বর্ণালীর ঠিকানাটা ঠিকই আছে।
  • Somnath | ১৫ মার্চ ২০০৯ ২০:০৭ | 117.194.193.68
  • প্রকাশকঃ কান্তি রঞ্জন ঘোষ
    ৯৩, জানমহম্মদ ঘাট রোড, নৈহাটি
    অফিস ঃ ২২৫৭০১০০
    মোবাইলঃ ৯৪৩৩৩৮০৩৮৯

    তাহলে, আর কি, বইটার উৎসর্গ টা ও লিখে দিই -

    ""জনারণ্যে যাঁরা একা''

    শীগ্গিরি জোগাড় করো, চট করে পড়ে ফ্যালো। "স্বপনের ম্যাজিক রিয়েলিটি' পেয়েছো?
  • saikat | ১৫ মার্চ ২০০৯ ১৫:৫৬ | 59.93.209.222
  • সোমনাথকে --

    এখন করছি। উদয়ন ঘোষের 'বন্দুকের নল থেকে একদা' বইটা থেকে বর্ণালী প্রকাশনার ফোন নং দিতে পারবে? আমি দুদিন গিয়ে খোলা না দেখে ফিরে এলাম। ফোনে করে যেনে নিয়ে যাব। ঠিকানা তো ৭৩ মহাত্মা গান্ধী রোড?
  • kd | ১৫ মার্চ ২০০৯ ১৪:১৯ | 72.229.130.144
  • কাল এদেশে ফিরলুম। এয়ার ইন্ডিয়া জিন্দাবাদ। সুক্কুরবার সন্ধে ছটায় ও বাড়ী থেকে বেরিয়ে শনিবার সকাল ছটায় এ বাড়ী। ভাড়া মাত্তর সাড়ে বিয়াল্লিস। সীটের সামনের স্ক্রীনে (সাইজটাও বেশ বড়) অনেক সিনেমার চয়েস - বাংলা, হিন্দি, ইঞ্জিরি। সারপ্রাইজিংলি গ্রাউন্ড স্টাফের ব্যবহারও বেশ ভালো (দিল্লিতে নেমে অ্যাজমায় কষ্ট পাচ্ছি দেখে নিজে থেকে হুইলচেয়ার এনে বসালো)- এটা টোটালি আনএক্সপেক্টেড।

    টেম্পারেচারও দুজায়গাতেই এক। তিরিশঃ-)

    ভাট/টই পোচুর এগিয়ে গ্যাচে - ক্যাচ আপ টাইম।

    আমিও ম্যান ইউ - খেলাটা দেখিনি বলে হেরে গ্যালোঃ-)
  • Somnath | ১৫ মার্চ ২০০৯ ১২:১১ | 117.194.193.228
  • ফিরেছি।
    সৈকত যা প্রশ্ন ছিল করেছিলে কি? খুঁজে পেলাম না।
    শনিবার যেতে, যা বুঝছি, এখনো পর্যন্ত কোনো অসুবিধে নেই।
    সাইটে গিয়ে আড়াইটে গল্পের বই শেষ হল এই যা পাওনা।
  • Bratin | ১৫ মার্চ ২০০৯ ০৯:৫৬ | 117.194.96.192
  • রবি বারের মার্কেট এ জনগণ কি টোটাল ল্যাদ mode নাকি??
  • Bratin | ১৫ মার্চ ২০০৯ ০৯:৫৪ | 117.194.96.192
  • pi কে wish করছি। কিন্তু ocasion ট জানি
    না ঃ-
    (
  • d | ১৫ মার্চ ২০০৯ ০৮:৩০ | 117.195.37.108
  • ইপ্পিকে পাই-দিবসের শুভেচ্ছা।
    দু, ১৪ই মার্চ "পাই দিবস'। ঐ যে
    পাই - 3.1415926535897 9323846264338 3279502884197 1693993751058 2097494459230 7816406286208 9986280348253 4211706798214 8086513282306 6470938446095 5058223172535 9408128481117 4502841027019 3852110555964 4622948954930 3819644288109 7566593344612 8475648233786 7831652712019 0914564856692 3460348610454 3266482133936 0726024914127 3724587006606 3155881748815 2092096282925 4091715364367 8925903600113 3053054882046 6521384146951 9415116094330 5727036575959 1953092186117 3819326117931 0511854807446 2379962749567 3518857527248 9122793818301 1949129833673 3624406566430 8602139494639 5224737190702 1798609437027 7053921717629 3176752384674 8184676694051 3200056812714 5263560827785 7713427577896 0917363717872 1468440901224 9534301465495 8537105079227 9689258923542 0199561121290 2196086403441 8159813629774 7713099605187 0721134999999
  • Du | ১৫ মার্চ ২০০৯ ০২:৪৭ | 70.104.31.56
  • বাড্ডে হলে কেক, প্যাস্ট্রী, মোকা উইশ আর বিবা হলে বৃষ্টিদিনের ফুল তোড়া তোড়া।
  • Du | ১৫ মার্চ ২০০৯ ০২:৪২ | 70.104.31.56
  • বেস্ট উইশেস ফর পাই। কাঁই?
  • Blank | ১৫ মার্চ ২০০৯ ০২:২৪ | 59.93.246.44
  • আমি উইশেছি অক্কুটে
  • pi | ১৫ মার্চ ২০০৯ ০২:০৭ | 69.255.233.93
  • পই পই করে বলে রেখেছিলুম, আজকে আমাকে যেন মনে করে উইশ করা হয়। কেউ কল্লো না ! ঃ(
  • Arpan | ১৪ মার্চ ২০০৯ ২২:২৫ | 122.252.231.12
  • আর্শাভিনের গোলটা দেখলে? মাইলের পর মাইল হাঁটা যায় ওরকম একটা জেম অফ আ গোল দেখার জন্য।
  • h | ১৪ মার্চ ২০০৯ ২১:৫৭ | 61.95.144.10
  • ওল্ড ট্র্যাফোর্ডে চার গোল দেবে জীবনে ভাবি নি। ব্যাপক আনন্দ পেয়েছি। চ্যাম্পিয়ন্স লীগ যেবার জিতেছিল প্রায় সেরকম আনন্দ হল।

    এর পরেও অবশ্য প্রিমিয়ারশীপ এবং চ্যাম্পিয়ন্স লিগ জেতার জন্য ম্যান ইউ ই ফেবারিট। ওরকম ফর্মে আর কেউ নেই। আজকের টা মনে হয় অ্যাবারেশন। ক্যারিক,রুনি,তেভেজ,রোনাল্ডো সকলেই মোটামুটি আজ বেশ অফ।

    এবং বিদিচ বইরে না গেলেও লিভারপুল ই জিততো, কঠিন খেলেছে।
  • Du | ১৪ মার্চ ২০০৯ ২১:৪২ | 70.104.31.56
  • এইখেনে লিখেছে এরকম কিছু। ঐ ছেলেরা হবে স্ট্রং, নিজের প্রবলেম মনের জোরেই ঠিক করে ফেলবে এইসব ধারনার ফল আরকি -
    http://www.webmd.com/depression/guide/depression-men

    জেনারেলাইজেশন কিছুতেই করা যায় না জানি, তবে স্টিরিওটাইপের কিছু তো জায়গা আছে। তা না হলে পুং স্ত্রীং না বলে ব্রেণের রাইট লোব লেফট লোব, হ্যানা হরমোন ত্যানা হরমোনকে বিশেষ্য হিসেবে ইউজ করতে হবে যে ঃ)
  • stoic | ১৪ মার্চ ২০০৯ ২১:০৭ | 160.103.2.224
  • প্রচন্ড দুঃখ নিয়ে আজ লিভারপুল কে হ্যাটস্‌ অফ।
    ঃ-(
  • Arpan | ১৪ মার্চ ২০০৯ ২০:৩৬ | 122.252.231.12
  • লিভারপুল - ৪ ঃ ম্যানিউ - ১

    প্রচন্ড প্রচন্ড খুশি হলাম।
  • h | ১৪ মার্চ ২০০৯ ১৯:১৭ | 61.95.144.10
  • দ্বিতীয় সৈকত, ব্যাপক। গুচিয়ে লেখো। কোঃ ভঃ নেঃ (কোন ভজঘট নেই) ।

    ইন্দো ফিরেছে, তার মানে আবার লিখবে। গুড। ঐ থ্রেড টা আদৌ শেষ করার কি কোন দরকার আছে ;-)
  • arjo | ১৪ মার্চ ২০০৯ ১৯:১৩ | 24.42.203.194
  • এইতো পোর্তে পোর্তে চা খাচ্ছি।ঃ)
  • kc | ১৪ মার্চ ২০০৯ ১৯:১০ | 91.140.144.96
  • কেউ কি আবাপ পোর্তে পার্ছেন?
  • stoic | ১৪ মার্চ ২০০৯ ১৮:৫৪ | 160.103.2.224
  • ওদিকে খেলা জমে গেছে। ম্যান ইউ ১ লিভারপুল ১।
    বাই দ্য ওয়ে, গুচ তে কি আমি একাই ম্যান ইউর অন্ধ সাপোর্টার ? আর কেউ নেই ?
    মানে ম্যান ইউ যে আবার প্রিমিয়ারশিপ জিতবে, মোস্ট প্রব্যাবলি কুইন্টুপ্লেট ট্রফি পাবে এই সিজনে, এগুলো ভেবে যে প্রচন্ড আহ্লাদে আমি আত্মহারা, সেটা শেয়ার করার কেউ নেই ?
    (অরিজিতের রেস্পন্সের অপেক্ষায়.........)
  • stoic | ১৪ মার্চ ২০০৯ ১৮:৪২ | 160.103.2.224
  • হনু এই মদ আর মুডের ডুয়ালিটির ব্যাপারটা এত সাক্সিন্টলি ক্ল্যারিফাই করতে পারে বলেই আমার এত ভাল লাগে।
    মানে অন্যান্য টপিকেও করে থাকে, তবে দিস ওয়ান ইজ র‌্যাদার ক্লোস টু মাই হার্ট।
    ঃ-)
  • h | ১৪ মার্চ ২০০৯ ১৭:০৩ | 61.95.144.10
  • এবং --- দুর্লভ সেই সব মুহুর্তে যখন স্টৈক ভাটে আসে বা ভিকি নিঃশবে টই তে প্রাউল করে যায়, তখন আমার আকশে সূর্যদেব থাকলে হোয়াইট ওয়াইন আর তিনি বিশ্রামে গেলে রেড ওয়াইন এর জন্য মনে একটা চাপ হয়। আঃ কঃ বাঃ।
  • h | ১৪ মার্চ ২০০৯ ১৭:০০ | 61.95.144.10
  • মদের ব্যাপারে আমার উচ্চাশার শেষ নেই। সিগনেচার আর অ্যান্টিকুইটি মদ হিসেবে ভালো। কিন্তু যখনি আমি এগুলো খাই, তখনি আমার রেড বা ব্ল্যাক লেবেলের কথা ভেবে মনটা আকুলি বিকুলি করে। আবার যখন ওল্ড মংক বা ম্যাকডুয়েল রাম যখন খাই, তখন আমার সিগনেচার বা অ্যান্টিকুইটির জন্য মনটা কেমন খারাপ হয়ে যায়, এবং রামের জন্য মন খারাপ হয়, ককটেল বা বাংলা এইসব খেলে। তবে চাঁদ উঠলে আমার সুদুই বাংলার জন্য আর বসন্তে আমার সুদুই তাড়ির জন্য মন খারাপ করে। আর সব সময়ে যে চাপা ব্যাথাটা বুকে নিয়ে ঘুরে বেড়াই, সেটা হল বিটার বা লাগারের জন্য।

    এই যে বিষণ্নতার সঙ্গে আমার এই যে একটা বিস্তৃত লুকোচুরি, পাগল এ খেলাতে বিজয়ী বার বার বদলায়, আগে সুদুই রেস্ত অনুযায়ী বদলাতো, এখন আবার আমার বিলেতী পুস্তক বা বউ তথা ম্যাঞ্জারদের ধ্যাঁতানি ইত্যাদির একটা প্রোলংঅড এক্সপোজারের ফলে , মুড বলে একটা বস্তু হয়েছে, প্রায় নব পিউবার্টি, সেটার উপরে নির্ভর করে। আর তাছাড়া বদলাবেই বা না কেন। এ সব ই জলের মত পরিস্কার ;-)
  • stoic | ১৪ মার্চ ২০০৯ ১৬:০৯ | 160.103.2.224
  • দেশের অধিকাংশ লোক কোন বিষয়ে কি ভাবে, বা কি জেনেরাল কনসেনসাস, তাই দিয়ে কোন দেশের বা সমাজের কোন জিনিস কে জাস্টিফাই বা ভ্যালিডেট করাটা বেশ চাপ হয়ে যায়।
    মানে আমার পক্ষে অ্যাক্সেপ্ট করাটা চাপ হয়ে যায়। এই আর কি।
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত